Posts

Showing posts from January 30, 2019

পাক মদতে ভারতে হামলার চেষ্টা করবে তালিবান, হুঁশিয়ারি মার্কিন গোয়েন্দা প্রধানের

Image
পাক জঙ্গিরা ভারতে হামলা চালিয়ে যাবে, উদ্বেগ প্রকাশ আমেরিকার। ২০১৯ সালে আরও সক্রিয় হবে তালিবানরা। পাকিস্তানের মদতে ভারতে হামলার ছক কষবে। এমনই উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান ড্যান কোটস। পাকিস্তান যেভাবে তালিবান-সহ অন্য জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে, তাতে আমেরিকার বিশ্বব্যাপী সন্ত্রাস দমন প্রক্রিয়া ধাক্কা খাবে বলেও মনে করেন কোটস। ২০১৯ সালে বিশ্ব জুড়ে সন্ত্রাসের বাতাবরণ এবং উদ্বেগের বিষয়ে হোয়াইট হাউসকে জানাতে মার্কিন সেনেটের সিলেক্ট কমিটিকে লিখিত আকারে নিজেদের মতামত দেন শীর্ষ গোয়েন্দা এবং নিরাপত্তা আধিকারিকরা। তাঁদের নেতৃত্বে ছিলেন মার্কিন ডিরেক্টর অব ইন্টেলিজেন্স ড্যান কোটস। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর জিনা হসপেল, এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর রবার্ট অ্যাশলের মতো শীর্ষ পদাধিকারীরা। এঁদের মধ্যে জিনা হসপেল আবার কয়েক দিন আগেই ভারত ঘুরে গিয়েছেন। লিখিত ওই বিবৃতিতে কোটসপাকিস্তানকে জঙ্গিদের স্বর্গরাজ্য হিসেবে উল্লেখ করে বলেছেন, ''পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি এই স্বর্গরাজ্যের সুবিধা নিয়ে ভারত ও আফগানিস্তানে জঙ্গি

নোটবন্দির পর কর্মসংস্থানের তথ্য প্রকাশ করতে দিল না কেন্দ্র, তোপ দেগে ইস্তফা এনএসসি কর্তার

Image
জিডিপি তথ্যে কারচুপির অভিযোগ ছিলই। লোকসভা ভোটের মুখে এবার চাকরি ক্ষেত্রেও প্রায় একই অভিযোগ উঠল কেন্দ্রের বিরুদ্ধে। নোটবন্দি পরবর্তী সময়ে কর্মসংস্থানের তথ্য প্রকাশ করতেই দিচ্ছে না কেন্দ্র— এই অভিযোগ তুলে ইস্তফা দিলেন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন (এনএসসি) বা জাতীয় পরিসংখ্যান কমিশনের ভারপ্রাপ্ত প্রধান-সহ দুই সদস্য। আর এর পরই সিবিআই, আরবিআই-এর মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে বিরোধীরা করে আসছিল, তা আরও জোরদার হল। ২০১৪ সালের লোকসভা ভোটের আগে প্রতি বছর দেশে দু'কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। প্রায় পাঁচ বছর পর সেই প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে কর্মসংস্থানের পরিসংখ্যান সামনে এলে চিত্রটা আরও পরিষ্কার হত। কিন্তু অভিযোগ, তাতে জল ঢেলে দিয়েছে কেন্দ্র। এনএসসি-র ভারপ্রাপ্ত প্রধান পি সি মোহনন ইস্তফা দিয়ে অভিযোগ তুলেছেন, কর্মসংস্থানের পরিসংখ্যান প্রকাশ করার অনুমোদন দিলেও তা প্রকাশ করা হয়নি। আটকে দেওয়া হয়েছে। পি সি মোহনন জানান, 'ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস' বা এনএসএসও-র ২০১৭-১৮ সালের রিপোর্ট(যা আসলে কর্মসংস্থানের তথ্য ও পরিসংখ্যান)

ভারতে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে ছক পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের, দাবি মার্কিন গোয়েন্দা রিপোর্টে

Image
মাস দেড়েকের মধ্যেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচন। তার পর প্রায় মাস দুয়েক ধরে চলবে সংসদ দখলের লড়াই। কিন্তু তার আগেই সামনে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। যা পুলিশ-প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। মঙ্গলবার এই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এনেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ড্যান কোটস। তিনি জানিয়েছেন, ভারত ও আফগানিস্তান এখনও পাক-মদতপুষ্ট জঙ্গিদের প্রধান লক্ষ্য। ভারতে সামনেই সাধারণ নির্বাচন। তার আগে পাক-মদতপুষ্ট জঙ্গিরা ভারতে সাম্প্রদায়িক হিংসাও ছড়াতে পারে। এ বছর জুলাইয়ে আফগানিস্তানেও রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। ওই নির্বাচনের আগেও সেই দেশে অস্থিরতা তৈরিতে তত্পর পাক-মদতপুষ্ট ও তালিবান জঙ্গিরা। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ড্যান কোটস সম্প্রতি মার্কিন সেনেটের গোয়েন্দা সংক্রান্ত সিলেক্ট কমিটির সামনে হাজির হয়েছিলেন। সেখানে বিশ্বব্যাপী সন্ত্রাসের আশঙ্কা নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টেই ভারত ও আফগানিস্তানে সন্ত্রাসের শঙ্কা নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়। ওই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সন্ত্রাস নিয়ে এখনও সঙ্কীর্ণ মনোভাব নিয়ে চলছে। তারা বেশ কয়েকটি জঙ্গি সংগঠনকে ব্যবহার করছে তারা।

সেক্টর ফাইভের বহুতল SDF-এ বড়সড় আগুন

Image
কলকাতার তথ্যপ্রযুক্তি তালুক হিসেবে পরিচিত সেক্টর ফাইভে বড়সড় আগুন। সকাল সোয়া ১০টা নাগাদ আগুন লাগে এসডিএফ বিল্ডিংয়ে। বহুতলের ৪ তলায় আগুন লেগেছে। গল গল করে বহুতল থেকে ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৪টি ইঞ্জিন। একটি স্কাইম্যান ল্যাডারও আনা হয়েছে। যুদ্ধকালীন তত্পরতায় চলেছে আগুন নেভানোর কাজ। সকাল ১০টায় আইটি সেক্টরের সব অফিসে কাজ শুরু হয়ে যায়। ফলে আগুন লাগার সময়ে বহুতলে উপস্থিত ছিলেন বহু অফিসকর্মী। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বেজে ওঠে বিপদঘণ্টি। সঙ্গে সঙ্গেই আতঙ্ক গ্রাস করে অফিস কর্মীদের। প্রাণভয়ে হুড়োহুড়ি করে নেমে আসেন তাঁরা। জানা গিয়েছে, বহুতলের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। তারপর সেই আগুন দ্রুত ৪ তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ সম্বন্ধে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। বহুতলের কাঁচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে আগুন এখনও আয়ত্তে নয়। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

দুর্নীতি দমনে চিনকেও টেক্কা দিয়েছে মোদীর জমানার ভারত, বলছে রিপোর্ট

Image
মালিয়া-মোদী-চোকসি আর্থিক দুর্নীতির অভিযোগে ফেরার হলেও ভোটের মরসুমে মোদী সরকারের মুখে সামান্য হাসি আনতে পারল বিশ্ব দূর্নীতি সূচকের সম্প্রতি রিপোর্ট। দুর্নীতি দমনে কয়েক পয়েন্ট 'সাফাল্য' বাড়িয়ে চিনকেও হার মানাল ভারত। সম্প্রতি ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশ করেছে 'কর্পাশন পারসেপশনস ইন্ডেক্স ২০১৮'। ওই রিপোর্টে দুর্নীতি দমনে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক। দ্বিতীয় স্থানে নিউ জিল্যান্ড এবং তৃতীয় স্থানে ইউরোপীয় ইউনিয়নে অন্তভুর্ক্ত ফিনল্যান্ড। ভারত ওই তালিকায় ৭৮ নম্বর স্থানে রয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার পর ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের সূচক নিরিখে দুর্নীতি দমনে ৩ পয়েন্ট বাড়াতে পেরেছে। এই রিপোর্ট প্রকাশ আসতেই দুর্নীতি বিষয়ে চিনের অবস্থান যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের। কারণ, ২০১২ সালে শি চিনফিং ক্ষমতায় আসার পর দুর্নীতি দূরীকরণে জোরদার প্রচার চালান। প্রশাসনিক স্তরে দুর্নীতি কমাতে নানা পদক্ষেপ করতে দেখা গিয়েছে চিনা প্রেসিডেন্টকে। এর পরও ওই রিপোর্টে দেখা গিয়েছে, একে বারে ১০ ধাপ নীচে নেমে ৮৭ নম্বর স্থানে চলে আসে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চিন-পাকিস্তান অর্থনৈত

প্রায় তিন কোটি টাকা দুর্নীতির দায়ে বাংলাদেশে জেল হেফাজত নজরুলের

Image
ঢাকা: বাংলাদেশের দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্কভিটায় গত পাঁচ বছরের বেশি সময় ধরে টাকা পয়সা লেনদেনের দায়িত্বে ছিলেন নরুল ইসলাম এবং নজরুল ইসলাম৷ ২০১৩ সালের জুন মাস থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত তাদের সময়কালে দুধের কারখানায় লেনদেনে গরমিল দেখা যায়৷ এরপর থেকে তাদের নজরদারিতে রাখা হয়৷ এই নজরদারি চলাকালীনই সন্দেহ হয় যে, তারা লেনদেন ঠিকমতো না করে অর্থ আত্মসাৎ করে আসছেন৷ এরপর নরুল ও নজরুলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশের দুগ্ধ বিপনন সংস্থাটি৷ এই কমিটিই প্রথম অর্থ আত্মসাতের প্রমাণ পায়৷ আসামিরা মোট মাসিক সেলস এবং ব্যাংক হিসাব অনুযায়ী ২ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৭৫ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে৷ এই ঘটনায় আবু ছায়েদকে মিল্কভিটা থেকে অপসারণ এবং অপর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ প্রতিষ্ঠানের বিপণন বিভাগের অন্যতম প্রধান কর্মকর্তা আনোয়ারুল হাসান অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে রাজধানীর রূপনগর থানায় মামলা দায়ের করেন৷ ৫ ফেব্রুয়ারি ২০১৮ তে মিল্কভিটার তরফে কোর্টে যাওয়ার পর আসামি নজরুল ইসলাম হাইকোর্ট থেকে গত বছরের ১৩ ফেব্রুয়ারি ছয় সপ্তাহের জন্য জামিন পান৷ তবে নির্ধারিত সময় পরও

কর্মী সংকট মেটাতে উদ্যোগ, ‘ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড’ গড়ার প্রস্তাব বনদপ্তরের

Image
এ রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে নয়া উদ্যোগ সরকারের। কর্মী সংকট মেটাতে ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। প্রস্তাব পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেলেই বোর্ড গঠন করা হবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্স আর দক্ষিণবঙ্গে জঙ্গলমহল। এ রাজ্যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে বনাঞ্চল। ইদানিং বন্যজন্তদের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা বাড়ছে। কখনও চিতাবাঘ তো কখনও আবার হাতির হানায় প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। নষ্ট হচ্ছে জমির ফসল, ভাঙছে বাড়ি। গত তিনমাসে ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে ২ জন শিশু ও একজন কিশোরের। বস্তুত, গত শুক্রবারও আলিপুরদুয়ারের তুলসিপাড়া চা বাগানে বছর পনেরোর এক কিশোরের উপর হামলা চালিয়েছে চিতাবাঘ। বরাতজোরে প্রাণে বেঁচেছে সে। গুরুতর জখম ওই কিশোরের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাসে। আর দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে আবার হাতির হানায় অতিষ্ঠ সাধারণ মানুষ। বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। এ রাজ্যে বন্যজন্তুদের হামলায় প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রশাসনিক বৈঠকে যখনই এই

বিগ বি-র কণ্ঠস্বর নকল করে কেবিসির নামে চলছিল লটারি প্রতারণা

Image
ফোন করছেন স্বয়ং অমিতাভ বচ্চন। ফোন এসেছে কেবিসি থেকে। তাতেই চমকে মন্ত্রমুগ্ধের মতো কথা শুনতেন গ্রাহকরা। আর অ্যাকাউন্ট থেকে হাপিস হয়ে যেত টাকা। তারপরই ভুল ভাঙত। বুঝতে পারতেন, প্রতারণার শিকার হয়েছেন। পাক এজেন্টকে জেরায় এই তথ্য পেল সিআইডি। জানা গেল, সেই বিগ বি-র গলা নকল করা হতো। ঠিক যেভাবে অমিতাভ বচ্চন কথা বলতে বিখ্যাত অনুষ্ঠান 'কৌন বনেগা ক্রোড়পতি' তে। এভাবেই প্রতারণা করা হত গ্রাহকদের। সোমবার জাল লটারির জালিয়াতির প্রতারণায় এক পাকিস্তানি এজেন্টকে গ্রেপ্তার করে সিআইডি। ফারহান খান নামে ধৃত ওই এজেন্টকে জেরা করেই মিলছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ফারহানের আসল বাড়ি বিহারের সিওয়ানে। সোমবার তাকে পার্কসার্কাসের বাড়ি থেকে গ্রেপ্তার করেন সিআইডির গোয়েন্দারা। ফারহানের কাজ ছিল, প্রতারণা করে বাজার থেকে টাকা তোলা। এরপর সেই টাকা সে পাঠিয়ে দিত পাকিস্তানে। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত ফারহান মূলত এই পাক চক্রের হয়ে এজেন্টের কাজ করত। এই জাল লটারি কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ঘটনায় নাইজেরীয়দেরও যোগ রয়েছে বলেও খোঁজ মিলেছে। কলকাতায় বসেই নাইজেরীয় চারটি সার্ভার হ্যাক করে এই জাল

খাগড়াগড় কাণ্ডে ধৃত জঙ্গিদের ডেরায় অস্ত্র তৈরির সরঞ্জাম, নাশকতার ছক

Image
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে পলাতক আরও দুই অভিযুক্তকে পাকড়াও করল এনআইএ। হুগলির আরামবাগে মিস্ত্রির পরিচয় দিয়ে গা ঢাকা দিয়ে ছিল তারা। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ধৃত শীর্ষ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র নেতা কওসরকে জেরা করেই তার এই দুই সঙ্গীর খোঁজ মেলে। ধৃতদের নাম কদর কাজি ও হাবিবুর ওরফে সাজ্জাদ। কদর সম্পর্কে কওসরের শ্যালক। কীর্ণাহারে আসার পরই কওসরের সঙ্গে বিয়ে হয় কদরের বোনের। সোমবার গভীর রাতে এনআইএ-র দু'টি টিম আলাদাভাবে হানা দেয় আরামবাগের ডোঙ্গলে। দক্ষিণ ভারত থেকে ফিরে এসে সেখানেই বেশ কিছুদিন ধরে রাজমিস্ত্রির কাজ করছিল এই দু'জন। প্রায় তিন মাস ধরে এই এলাকায় গা ঢাকা দিয়ে ছিল তারা বলে প্রাথমিক জেরায় জানা গিয়েছে। তাদের কাছে মিলেছে বেশ কিছু তেজস্ক্রিয় ব্যাটারি ও তার। মঙ্গলবার এনআইএর বিশেষ আদালতে তোলা হয় এই দু'জনকে। বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা কদর গাজি প্রথম থেকেই কওসরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। জেএমবির খাগড়াগড় মডিউলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিল সে। ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের

কবর খুঁড়ে কঙ্কাল চুরির চেষ্টা! চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনায়

Image
কালনাঃ কবর খুঁড়ে কঙ্কাল চুরির চেষ্টা। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়াল কালনা থানার কল্যাণপুরের শ্রীরামপুর গ্রামে। স্থানীয়দের অনুমান, কবর থেকে কঙ্কাল চুরির উদ্দেশ্যেই ওই কবর খোঁড়া হয়েছিল। যদিও বিষয়টি নিয়ে ধন্ধে পুলিশ। নিশ্চিতভাবে কেউই বলতে পারছেন না কী উদ্দেশ্যে এই মাটি খোঁড়া হয়েছিল। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, এনিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। নির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনার দক্ষিণ শ্রীরামপুর ও উত্তর শ্রীরামপুরের মাঝে রয়েছে শতবর্ষ পেরনো একটি কবরস্থান। দুই গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজনের মৃতদেহ সমাধিস্থ করা হয় ওই কবরখানায়। মঙ্গলবার সকালে আচমকাই গ্রামবাসীদের কয়েকজনের চোখে পড়ে, ওই কবরের মাটি খোঁড়া। তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই কবরস্থানটি যিনি দেখভাল করেন, সেই মাতোয়ালি আব্বাস শেখ জানান, 'সোমবার রাত্রে কয়েকজন দুষ্কৃতী কবরস্থানে ঢুকে দু-একটি কবরের সামনের দিকে খুঁড়েছে। আমাদের এলাকার এক স্থানীয় বাসিন্দা সকালে কাঠ কুড়োতে এসে কবরের একটি অংশের মাটিতে গর্ত দেখতে পায়। যা দেখে তাঁদের অনুমান, এই কবর থেকে

অমিত শাহের সভা শেষ হতেই রণক্ষেত্র কাঁথি, মমতাকে ফোন করলেন উদ্বিগ্ন রাজনাথ

Image
ভাঙচুর চালানো হয়েছে বাসে। বাধা দিলে বাধবে লড়াই! ইঙ্গিতটা বিজেপি সভাপতির বক্তব্যেই ছিল। তিনি ফিরতে না ফিরতে লড়াইটা বেধেও গেল। রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীও পাল্টা বলেন, বিজেপির নেতারাই প্ররোচনা দিয়েছেন। সভাস্থলে সশস্ত্র বহিরাগত আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে এ সব তথ্যও জানতে হবে। মঙ্গলবার অমিত শাহের সভা শেষ হতে না হতেই কাঁথির বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূলে সংঘাত বাধে। তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি বাস ভাঙচুর, বাইক পোড়ানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। হামলা হয় প্রতিবন্ধীদের বাসেও। তৃণমূলের বিরুদ্ধেও ভাঙচুরের পাল্টা অভিযোগ উঠেছে। সন্ধ্যা থেকে রণক্ষেত্রের চেহারা নেয় দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে কাঁথি বাইপাস ও সংলগ্ন এলাকা। রাত পর্যন্ত যত্রতত্র ভাঙচুর করা বাস, পোড়া বাইক পড়ে থাকতে দেখা গিয়েছে। নামানো হয় র‌্যাফ ও কমব্যাট ফোর্স। তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী জানান, আজ, বুধবার কাঁথিতে প্রতিবাদ মিছিল হবে। ৩ ফেব্রুয়ারি শাহের সভার মাঠেই পাল্টা সভা করবে তৃণমূল। এ দিন অমিতের হুঁশিয়ারিই