Posts

Showing posts from July 19, 2018

প্রেম প্রস্তাবে রাজি হয়নি নবম শ্রেণির ছাত্রী, চরম প্রতিশোধ নিল যুবক

Image
মুখে চাপা দিয়ে গ্রামের মধ্যে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় আকাশ। প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকাকে তুলে গিয়ে 'ধর্ষণে'র অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজারে। মহম্মদবাজারের সেকেড্ডা এলাকার বাসিন্দা আকাশ শেখ নামে ওই অভিযুক্ত যুবক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকারই বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে অনুসরণ করত সে। মাঝেমধ্যেই হাত ধরে টানাটানি করত। নানাভাবে ওই ছাত্রীকে উত্যক্ত করত আকাশ। কিন্তু, কোনও অবস্থাতেই আকাশের দেওয়া প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী। এরপরই বুধবার রাতে ওই ছাত্রীকে আকাশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। গতকাল রাতে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল ওই ছাত্রী। অভিযোগ, সেইসময়ই তার মুখে চাপা দিয়ে গ্রামের মধ্যে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় আকাশ। সেখানেই ওই ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানো হয়। মেয়েটির চিত্কারে ছুটে আসে এলাকাবাসী। বিপদ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনায় রাতেই মহম্মদবাজার থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

বড় ছেলের বিয়ের পরই টনক নড়ে, প্রেমিককে ‘না’ বলাতেই খুন গৃহবধূ

Image
প্রতিবেশী, সেই সূত্রে পরিচয়, ঘনিষ্ঠতা, শারীরিক সম্পর্ক। কিন্তু বড় ছেলের বিয়ের পর বিবাহ বর্হিভূত সেই সম্পর্কে ইতি টানতে চেয়েছিলেন বছর ৩৮এর গৃহবধূ খনা মিত্র। আর সেই 'দোষেই' প্রেমিকের হাতে প্রাণ দিতে হল তাঁকে। বাড়িতে ঢুকে গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের ছোড়াকলোনিতে। গত পাঁচ বছর ধরে প্রতিবেশী যুবক সত্যেন বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ছিল ছোড়কলোনির বাসিন্দা খনার। দুজনে প্রকাশ্যেই মেলামেশা করতেন। সম্প্রতি খনার বড় ছেলের বিয়ে হয়। ঘরে বউমা  আসায় বিবাহ বর্হিভূত সম্পর্ক আর চালিয়ে নিয়ে যেতে চাননি খনা। এরপরই সত্যেনের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। সত্যেন একাধিকবার খনার সঙ্গে আলাদা করে দেখা করতে চাইতেন, কিন্তু খনা সেই প্রস্তাবে রাজি হয়নি। বুধবার খনার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। পরিবারের সকলে সেখানেই গিয়েছিলেন। খনা একা বাড়িতে ছিল। সেকথা জানতে পেরেই সত্যেন খনার কাছে যায়। অভিযোগ, ঘুরে ঢুকে কোদাল দিয়ে খনার মাথায় ও বুকে একাধিকবার আঘাত করে। বিয়েরবাড়িতে সানাই বাজায় খনার আর্তনাদ কেউ শুনতে পাননি। পরে পরিবারের সদস্যর

এসে গেল রঙিন এক্স-রে, এ বার রোগ নির্ণয় আরও সহজ

Image
নতুন যন্ত্রে এ ভাবেই হাড়ের রঙিন ছবি দেখা যাবে। চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের পদ্ধতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ত্রিমাত্রিক (থ্রি ডি), রঙিন এক্স-রে'র উদ্ভাবন করলেন বিজ্ঞানীরা। কুড়ি বছরের গবেষণায় এল সাফল্য। সার্ন (ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ)-এর গবেষকদের কৃতিত্ব এটাও যে, তাঁরা সেই পদ্ধতিকে আরও উন্নত করতে পেরেছেন। মূলত কণা-সন্ধানী প্রযুক্তি (পার্টিকল ট্র্যাকিং টেকনোলজি)-কে কাজে লাগিয়ে এই আবিষ্কার করেছেন সার্ন-এর বিজ্ঞানীরা। গবেষকদের মতে, এই আবিষ্কারের ফলে শরীরের অভ্যন্তরীণ অংশের ছবি আরও স্পষ্ট ও নির্ভুল হবে। কারণ, এই পদ্ধতিতে শরীরের কোষ, কলা, অঙ্গপ্রত্যঙ্গের ত্রিমাত্রিক ছবি পাওয়া সম্ভব হবে। এক্স-রে'র চালু পদ্ধতিতে শুধুই দ্বিমাত্রিক (বাই ডাইমেনশনাল বা টু-ডি) ছবি পাওয়া সম্ভব হয়। এই প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামী বলেন, ''সাদা-কালো ছবি ওঠায় অনেক সময়ই শরীরের ভিতরের প্রদাহ, রক্তজমা বা অস্বাভাবিক কোনও রং আমাদের চোখে ধরা পড়ত না। রঙিন এক্স-রে প্লেট হলে রোগ নির্ণয়ে অনেকটাই সুবিধা হবে।'' এই গবেষণা নিয়ে বিশিষ্ট কণা পদার্থ বিজ্ঞানী নবকুমার ম

পুণেতে কে খুন করেছিল বাঙালি মেয়ে অন্তরাকে?

Image
নি্হত অন্তরা দাস। নিহত অন্তরা দাসের যমজ বোন ও মা। সেই রাতের কথা এখনও মনে আছে সঞ্চারীর। বোনের মোবাইলে ফোন করতেই সেটা ধরলেন হাসপাতালের এক চিকিৎসক।তিনি জানালেন... পুণেতে এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন অন্তরা দাস। সঞ্চারী অন্তরারই যমজ দিদি। অন্তরার থেকে কয়েক মিনিটের বড়।বুধবার সরশুনায় নিজের ফ্ল্যাটে বসে সঞ্চারী বললেন,"প্রতিদিন ও অফিস থেকে বেরিয়েই ফোন করত। সেদিন রাত সওয়া ন'টা বেজে গেলেও ফোন না আসায়, আমার মোবাইল থেকেই মা ফোন করে। রিং হওয়া মাত্র উল্টোদিকে ফোনটা তুলেছিলেন হাসপাতালের ডাক্তার।'' ওই চিকিৎসক তাঁদের জানিয়েছিলেন, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসতে। কারণ, বোন নাকি খুবই অসুস্থ। তত ক্ষণে যে সব শেষ হয়ে গিয়েছে, তা বুঝতে পারেননি সঞ্চারীরা। খুনি সন্দেহে এক জনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু, তিনি জামিন পেয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আর কিছু দিনের মধ্যেই আদালত তাঁকে খুনের মামলা থেকে অব্যহতিও দেবে। সে কথা মেনে নিচিছেন পুণের পুলিশ কর্তারাও।কারণ, পুলি‌শ তাঁর বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। আর তাই খুনের প্রায় দু'বছর পরেও অধরা সরশুনা বাসুদেবপুরের বাসিন্দা তথ্যপ্র

ভুয়ো, উস্কানিমূলক পোস্ট এবার নিজেই মুছে দেবে ফেসবুক

Image
হিংসা ছড়াতে পারে এমন পোস্ট এবার নিজে থেকেই সরিয়ে দেবেন ফেসবুক কর্তৃপক্ষ। মুছে দেওয়া হবে গুজব বা ভুল তথ্য দেওয়া পোস্টগুলিও। সিলিকন ভ্যালির প্রধান কার্যালয়ে বুধবার এই নতুন নীতির বিষয়ে জানিয়েছেন সংস্থার এক মুখ্পাত্র। সম্প্রতি শ্রীলঙ্কায় পরীক্ষামূলক ভাবে এই প্রযুক্তি প্রয়োগ করে সাফল্য মিলেছে বলে সংস্থার দাবি। আগামী কয়েক মাসের মধ্যে সারা বিশ্বেই এই প্রযুক্তি প্রয়োগ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। সংস্থার ওই মুখপাত্র জানিয়েছেন, ''আমরা একটি নীতি পরিবর্তনের দিকে এগোচ্ছি। এই পদ্ধতিতে ভার্চুয়াল দুনিয়ায় ছড়ানো বিদ্বেষ, হিংসা, গুজব ভুল তথ্যে বাস্তব জগতে উত্তেজনা বা হিংসা ছড়াতে পারে এমন পোস্ট সরিয়ে দেওয়া হবে।'' ফলে পোস্টের মালিক বা অন্য কেউ সেগুলি আর দেখতে পারবেন না। কিন্তু কী ভাবে সেগুলি চিহ্নিত করবে ফেসবুক? সংস্থার তরফে জানানো হয়েছে, এর জন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা-সহ নানা স্তরের লোকজনের সঙ্গে গাঁটছড়া বাঁধা হচ্ছে। সারা বিশ্বেই নেটওয়ার্ক আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি নিজেদের নজরদারি পদ্ধতিও আরও জোরদার করা হচ্ছে। কিছু দিন আগেই শ্রীলঙ্কায় সোশ্য

ক্লাসে শিস দেওয়ায় পড়ুয়ার প্যান্ট খুলে শাস্তি! গ্রেপ্তার শিক্ষিকা

Image
ক্লাসে বসে আপনমনে শিস দিচ্ছিল ৬ বছরের ছেলেটি। সেই অপরাধে খুদে পড়ুয়ার প্যান্ট খুলে শাস্তি দিলেন বেসরকারি স্কুলের এক শিক্ষিকা। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ।  ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কালাম্বোলির একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অভিযোগীকারীর অভিযোগ, গোটা ক্লাসরুমের অন্যান্য ছাত্রছাত্রীদের সামনে তাঁর ছেলের প্যান্ট খুলে দেন ওই শিক্ষিকা। ছেলে ক্লাসরুমের মধ্যে শিস দেওয়ায় তিনি এমন অমানবিক শাস্তি দেন। উল্লেখ্য, ৬ বছরের পড়ুয়ার বাবাও একজন পেশায় শিক্ষক। তিনিই কালাম্বোলি পুলিশ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে ১৪ জুলাই। ক্লাসেরই এক সহপাঠীর মায়ের কাছ থেকে ছেলের শাস্তির কথা শোনেন মা। পরে ছেলেকে জিজ্ঞাসা করলে, সে স্বীকার করে নেয়। স্বামীকে গোটা ঘটনা জানালে, তিনি স্কুলের শিক্ষিকার সঙ্গে দেখা করেন। সিনিয়র ইন্সপেক্টর মাছিন্দ্রা খাড়ে জানিয়েছেন, ক্লাসের মধ্যে পরবর্তীকালে দুর্ব্যবহার যাতে না করে, তার জন্য ছাত্রটিকে শুধু ভয় দেখানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন শিক্ষিকা। পড়ুয়ার প্যান্ট খুলে শাস্তি দেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি বলে জ

স্বামী ওরাল সেক্সে জোর করেন! সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্ত্রী

Image
ওরাল সেক্সে জোর করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এক মহিলা। চার বছরের বিবাহিত জীবনে বারবার স্বামী এই কাজ করছে বলে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।  ওই মহিলার আইনজীবী অপর্ণা ভাট পিটিশনে দাবি করেছেন, 'ওরাল সেক্স প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে যৌনসম্পর্ক স্থাপন।' পিটিশন পেয়ে মহিলার স্বামীকে নোটিশ পাঠিয়েছে বিচারপতি এনভি রামানা ও এমএম শান্তানাগৌদরের বেঞ্চ। ২০০২ সালে মাত্র ১৫ বছর বয়সে বাগদানের পর ২০১৪ সালে গুজরাটের সবরকান্তায় ওই মহিলার বিয়ে হয়। তাঁর অভিযোগ, ডাক্তার স্বামী তাঁর ইচ্ছের বিরুদ্ধে বারবার ওরাল সেক্সের জন্য জোরাজুরি করেন। মহিলার আইনজীবী জানিয়েছেন, 'ওঁর আপত্তি বুঝতে অক্ষম তাঁর স্বামী। তিনি ওরাল সেক্স ছাড়াও তাঁদের যৌনমিলনের দৃশ্য ভিডিয়ো রেকর্ডিং করতেও জোর করেন। বাধ্য হয়ে তাঁর চাহিদা পূরণ করতে হয় স্ত্রীকে। চাহিদা পূরণের জন্য অনেক সময় তাঁকে হুমকি ও শারীরিক অত্যাচারের মুখেও পড়তে হয়।' স্বামীর বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণ ও ওরাল সেক্সের অভিযোগে FIR করেছেন ওই মহিলা। তাঁর অভিযোগ খারিজ করে দিয়ে পাল্টা আ

'বারবার তিন তালাক স্বামীর, নিকাহ হালালার অছিলায় লাগাতার ধর্ষণ করেছে শ্বশুর'

Image
যত দিন যাচ্ছে, মহিলাদের উপর অত্যাচারের নতুন নতুন কায়দা একে একে সামনে আসছে। এ বারের ঘটনা উত্তরপ্রদেশের। সেখানে এক মহিলাকে বারবার তিন তালাক দিতেন তাঁর স্বামী। আবার তাঁকে ফিরিয়ে নেওয়ার অছিলায় শ্বশুরের সঙ্গে নিকাহ হালালা করান। মুসলিম এই প্রথার দোহাই দিয়ে ওই অসহায় মহিলাকে শ্বশুর বহুবার ধর্ষণ করেছে বলে অভিযোগ।  মহিলাটির অভিযোগের ভিত্তিতে তাঁর শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ও তাঁর স্বামী ও পরিবারের লোকজনের বিরুদ্ধে অন্য ধারায় FIR দায়ের করা হয়েছে। ওই মহিলা জানিয়েছেন, '২০০৯ সালের জুলাই মাসে আমার বিয়ে হয়। স্বামী পেশায় গাড়ির চালক। প্রেমনগর থানার অন্তর্গত সুরখা রাজা চক মহল্লায় আমরা থাকি। আমার সন্তান হয়নি বলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার উপর অত্যাচার শুরু করেন। ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি পরিবারের সবার সামনে স্বামী আমায় তাত্‍‌ক্ষণিক তিন তালাক দেন। আমার বাবা মারা গিয়েছেন। মা দাদাদের সঙ্গে থাকেন। আমি জিজ্ঞেস করি কোথায় যাব? এরপর আমার স্বামী ও তাঁর পরিবার আমায় বলেন, শ্বশুরের সঙ্গে নিকাহ হালালা করতে। আমি রাজি হইনি বলে আমাকে মারধর করা হয়। খেতে দেওয়া হত না। ওরা আমায় মাদক ইঞ্জেকশনও দিতে শুরু করে।

উত্তরাখণ্ডে খাদে পড়ল বাস: মৃত কমপক্ষে ১০, চলছে উদ্ধারকাজ

Image
সকাল সকাল ভয়াবহ বাস দুর্ঘটনা। উত্তরাখণ্ডের তিহরিতে ২৫০ মিটার গভীর খাদে পড়ে গেল একটি বাস। এই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ৯।  বৃহস্পতিবার সকালে সুলিয়াধারের কাছে হৃষিকেশ গঙ্গোত্রী হাইওয়ের উপর চাকা পিছলে খাদে পড়ে যায় উত্তরাখণ্ড পরিবহণ দপ্তরের বাসটি। সেই সময় বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। উদ্ধারে হাত লাগান স্থানীয়রাও। বাসটি উত্তরকাশী থেকে হরিদ্বার যাচ্ছিল। আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করে হৃষিকশের AIIMS হাসপাতালে ভর্তির জন্য হেলিকপ্টার পরিষেবা ব্যবহারের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ও আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

পিএসসি-র মাধ্যমে মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্য সরকারের ।

Image
মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমঙ্গ সরকার। বাংলা ভাষায় কথা বলা এবং লেখায় পারদর্শীরা এই নিয়োগে অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।  এই চাকরিটি মূলত নন-টেকনিক্যাল বিভাগে। সবমিলিয়ে ৬৬টি পদে নিয়োগ সম্পন্ন করা হবে। ওবিসি-র এ ক্য়াটিগরি-তে ৬ জন, ওবিসি-র বি ক্য়াটগরিতে ৪ জন, এসসি জনজাতি ভুক্ত ক্ষেত্রে ১৪ জন এসটি ক্য়াটিগরিতে ৪জন, স্পোর্টস ক্যাটিগরিতে ১ এবং প্রতিবন্দীদের জন্য ১টি আসন সংক্ষিত রয়েছে। মাইনে- বেসিক পে- ৭,১০০টাকা, গ্রেড পে ৩,৯০০টাকা ধরে মোট বেতন ৩৭,৬০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক ডিগ্রি নিম্নলিখিত ন্যূনতম শারীরিক সক্ষমতা থাকতে হবে-  ১। সবধরণের ক্যাটিগরি-র প্রার্থীদের জন্য (গোর্খা, গারোওয়ালি, রাজবংশী ও পাহাড়ি জনজাতি বা শিডিউলড ট্রাইবস জনজাতি ছাড়া) --- উচ্চতা ১৭০ সেন্টিমিটার,ছাতি- ৫ সেন্টিমিটার ফুলিয়ে ৮৬ সেন্টিমিটার, ওজন- উচ্চতা ও বয়স মেনে মেডিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। ২। গোর্খা, গারোওয়ালি, রাজবংশী ও পাহাড়ি জনজাতি বা শিডিউলড ট্রাইবস জ

পুলিশ অফিসারের বিরুদ্ধে বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

Image
জলপাইগুড়ি: রক্ষকই যখন ভক্ষক। পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত গোয়েন্দা বিভাগের এসআই । দিদির বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । টানা তিন বছর ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ ৷ জলপাইগুড়ির কংগ্রেসপাড়া এলাকার ঘটনা। জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পলাতক অভিযুক্ত এসআই। অভিযুক্তের দিদির বাড়িতেই থাকতেন নির্যাতিতা ৷ সেই সূত্রেই যুবতীর সঙ্গে দেখা হয় ৷ নির্যাতিতা জানিয়েছেন অভিযুক্তের স্ত্রীর অনুপস্থিতিতে তাঁর শিশুসন্তানকে দেখার জন্য তার বাড়িতে তিনি যেতেন ৷ সেই সুযোগেই তাকে ধর্ষণ করা হয় ৷ ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখেছিল অফিসার ৷ এবং সেটা দেখিয়েই দিনের পর দিন তাকে ব্ল্যাকমেল করতেন ৷ সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে এসেছে ৷ তার পর থেকেই পলাতক অভিযুক্ত অফিসার ৷

অ্যানড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় কল ব্লক করবেন কীভাবে?

Image
অফিসের প্রেজেন্টেশান বা ইন্টারভিঊ অথবা প্রিয়জনের সাথে সিনেমা দেখার সময় আমাদের সবার ফোনেই একাধিক অপ্রয়োজনীয় ফোন এসে থাকে। এই সব ফোন কল আমাদের বিরক্ত করে ও প্রয়োজনীয় সময়ে একাগ্রতায় ব্যাঘাত ঘটায়। নেটওয়ার্ক কোম্পানির অফার থেকে নতুন ক্রেডিট কার্ড বা শেষ বিমান যাত্রার ফিডব্যাক বিভিন্ন কারনে একাধিক কোম্পানি আমাদের নম্ববে ফোন করতে থাকে। অপ্রয়োজনীয় এই কল অনেক সময় আমাদের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়ায়। সৌভাগ্যবশত এই অপ্রয়োজনীয় কল থেকে রেহাই পাওয়ার ফিচার রয়েছে অ্যানড্রয়েডে। নীচের সহজ পদ্ধতি অনুসরন করে অ্যানড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় কলের হাত থেকে রক্ষা পাবেন। স্টেপ ১। স্মার্টফোন ডিফল্ট ডায়ালার অ্যাপ ওপেন করুন। স্টেপ ২। ডান দিকে তিনটি ডটে ক্লিক করুন। স্টেপ ৩। এবার 'More' এ ক্লিক করুন। স্টেপ ৪। এরপরে 'Settings' এ ট্যাপ করুন। স্টেপ ৫। এখানে 'Caller ID & Spam' অপশান দেখতে পাবেন। এটি অন করুন। নির্দিষ্ট কিছু নম্বর স্প্যাম সেভ করার জন্য ডিফল্ট ডায়ালার অ্যাপ এ নীচের স্টেপ ফলো করুন। স্টেপ ১। স্মার্টফোনে Phone অ্যাপ ওপেন করুন। স্টেপ ২। Recent Calls এ যান। স্টেপ ৩। যে নম্বরটি ব্লক করতে

কর্নাটকে ৩ বোনকে মাসের পর মাস ধরে ধর্ষণ, অভিযুক্ত ৫

Image
ম্যাঙ্গালুরু(কর্নাটক) : মাসের পর মাস ধরে তিন বোনকে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। বেঙ্গালুরুর একাধিক জায়গায় নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করা হয়। মূল অভিযুক্তকে পুলিশ ম্যাঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম আবান। ১৬, ১৭ এবং ১৮ বছরের ওই তিন কিশোরী মাইসুরুর উদয়গিরির বাসিন্দা। অভিযোগ, এক প্রতিবেশী ওই তিন বোনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তাদের ব্যাঙ্গালুরু, ম্যাঙ্গালুরু এবং মান্ড্য নিয়ে যায়। তাদের বিভিন্ন টোপ দেওয়া হয়েছিল। এরপর থেকে ওই তিন বোনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে মাসের পর মাস মেয়েদের কোনও খোঁজ না পেয়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হন তাদের মা। ঘটনায় উদয়গিরি থানায় একটি মামলা রুজু হয়। পুলিশ তিন বোনকে শনাক্ত করে। তাদের উদ্ধার করে নিয়ে এসে কাউন্সেলিং করায়। এরপরই তাদের মুখ থেকে ঘটনার কথা জানতে পারে পুলিশ। অভিযোগ, ওই তিন বোনকে ধর্ষণের পাশাপাশি বেশ্যাবৃত্তিতে বাধ্য করিয়েছিল অভিযুক্তরা। অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে পুলিশ। তিন বোনের মধ্যে একজনকে দিয়ে ফোন করিয়ে পুলিশ ম্যাঙ্গালুরু থেকে আবানকে ডেকে পাঠায়। এরপর তাকে গ্রেপ্তার করে। আবানকে জিজ্ঞাসাবাদের জন্য মাইসুরু নিয়ে যাওয়া

"প্রতিরাতে ধর্ষণ করত বাবা, শাস্তি চাই"

Image
আলিপুরদুয়ার : নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল বাবাকে। ধৃতের নাম বিমল থাপা (নাম পরিবর্তিত)। জয়গাঁ থানার পুলিশ গতকাল সন্ধেয় তাকে গ্রেপ্তার করে। লাগাতার ধর্ষণের ফলে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি কাউকে জানালে বিমল তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ। তবে ঘটনাটি এক স্বেচ্ছাসেবী সংস্থার নজরে এলে তা সর্বসমক্ষে আসে। POCSO আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্ত্রী কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তাই জয়গাঁর দলসিংপাড়া চা বাগান এলাকায় তিন মেয়েকে নিয়ে থাকত বিমল। বড় মেয়ের বিয়ে হয়েছে কালচিনি ব্লকের চুয়াপাড়া এলাকা। আর ছোটো মেয়ের বয়স ১২ বছর। নির্যাতিতা বিমলের মেজ মেয়ে। অভিযোগ, বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে রোজ রাতে তাকে ধর্ষণ করত বিমল। এমনকী কাউকে বিষয়টি জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিত। ভয়ে সে বিষয়টি লুকিয়ে রাখে। তবে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা মানবিক মুখের সদস্যদের নজরে আসে বিষয়টি। এরপর তাঁরাই খোঁজ নিতে শুরু করেন। ওই স্বেচ্ছাসেবী সংস্থার দিল্লির এক কর্মী যোগাযোগ করেন নাবালিকার মায়ের সঙ্গে। এই ঘটনার কথা জানতে পেরে এলা

বিশ্বের অন্যতম বড় নিয়োগের পরীক্ষাতে আপনার নাম আছে তো ?

Image
নয়াদিল্লি:  বিশ্বের অন্যতম বড় পরীক্ষা নিতে চলেছে ভারতীয় রেল। প্রায় ৯০ হাজার পদে নিয়োগ করা হবে। তবে সেই পরীক্ষাতে কারা বসতে পারবে আর কারা নয় তা এবার মন্ত্রকের ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারবেন আবেদনকারীরা। ইতিমধ্যে এই বিষয়ে একটি বিশেষ লিংক খুলে দেওয়া হয়েছে। যেখানে আগামী ২০ জুলাই রাত ১১টা পর্যন্ত তা দেখা যাবে বলে জানা গিয়েছে। আবেদনকারীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সংশ্লিষ্ট জোনের ওয়েবসাইট থেকেই নিজেদের অ্যাপ্লিকেশন স্টেটাস দেখে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য এই তিনটি জোন হল কলকাতা ( http://www.rrbkolkata.gov.in ), মালদহ ( http://www.rrbmalda.gov.in ) এবং শিলিগুড়ি ( http://www.rrbsiliguri.org )। ফলে দেরি না করে অবশ্যই জেনে নিন আপনার নাম তালিকায় আছে কিনা। প্রসঙ্গত, ভারতীয় রেলের একাধিক পদ এখনও পর্যন্ত শূন্য রয়েছে। আর তাই একাধিক পদের জন্যে প্রায় ৯০ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করেছিল রেলমন্ত্রক। তার মধ্যে আবেদনপত্র জমা পড়েছে প্রায় আড়াই কোটি। গত মাসের শেষে রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, জুলাই মাসের প্রথম সপ্তাহেই আবেদনপত্র স্ক্রুটিনির কাজ শেষ হয়ে যাবে। সেইমতো তা শ

থালা বাজিয়ে অভিনব প্রতিবাদ হবু শিক্ষকদের

Image
কলকাতা: কখনও প্রতিবাদ মিছিল৷ কখনও অবস্থান বিক্ষোভ বা কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেওয়া৷ বিভিন্ন সময়ে নিজেদের দাবি দাওয়া তুলে ধরতে এই ধরনের প্রতিবাদ করে থাকেন চাকুরিপ্রার্থীরা৷ এবার অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন হবু শিক্ষকরা৷ বুধবার আচার্য সদন থেকে থালা বাজিয়ে বিকাশ ভবন অভিযান করলেন তাঁরা৷ নিয়োগ সংক্রান্ত মোট ছয় দফা দাবি নিয়ে এই মিছিলে সামিল হয়েছিলেন প্রায় পাঁচশো এসএসসি চাকুরিপ্রার্থী৷ বুধবার ছয় দফা দাবি নিয়ে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের তরফ থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়৷ ৬ দাবির মধ্যে ছিল আপ টু ডেট শূন্য পদ বাড়িয়ে ওয়েটিং ক্যান্ডিডেটদের প্যানেল ভুক্ত করতে হবে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য প্যানেল ভুক্ত ও ওয়েটিং-দের কাউন্সেলিং সম্পূর্ণ করার পর নবম ও দশমের এমপ্যানেলড ও ওয়েটিংদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে হবে৷ শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া চালিয়ে যেতে হবে৷ স্বচ্ছভাবে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়াকে প্রকাশ্যে রাখার দাবিও তোলা হয় এদিনের মিছিলে৷ এ ছাড়া, আরও যে দাবিগুলি তোলা হয় সেগুলি হল, প্রতিটি কাউন্সেলিং-এ

অ্যান্ড্রয়েডে অ্যাপ রাখার অভিযোগে জরিমানা গুগলকে

Image
ক্যালিফোর্নিয়া: মার্কিন টেকনোলজি কোম্পানি গুগলকে ৫ বিলিয়ন ডলার (৩.৪ লক্ষ কোটি) ফাইন করল ইওরোপিয়ান ইউনিনয় রেগুলেটার্স৷ ইওরোপিয়ান কমিশনের মতে, গুগল তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মার্কেটের অপব্যবহার করছে৷ বলা হয়েছে, গুগল, স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকে অ্যান্ড্রয়েড ফোর্কড ভার্সনে চলতে পারে এমন ডিভাইস তৈরি করতে দেয়নি৷ ফোর্কড ভার্সন অর্থাৎ ওপেন সোর্স অ্যান্ড্রয়েড যা সংস্থাগুলি নিজেদের মতো কাস্টোমাইজ করতে পারে৷ অভিযোগ আরও বলা হয়, বড় সংস্থা এবং মোবাইল নেটওয়ার্কগুলিকে নিজেদের হ্যান্ডসেটে গুগল সার্চ অ্যাপ দেওয়ার জন্যও টাকা দেয় গুগল৷   গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটকে তাদের বিজনেস প্র্যাকটিস বদলে ফেলার জন্য ৯০দিন সময় ধার্য করা হয়েছে৷ বলা হয়েছে, এটা করতে সংস্থা ব্যর্থ হলে প্রতিদিনের টার্নওভারের পাঁচ শতাংশ জরিমানা হিসেবে ধার্য করা হবে৷ উল্লেখ্য, বিবিসির একটি রিপোর্ট অনুযায়ী, গুগলের সিইও সুন্দর পিচাই এই সিদ্ধান্তের বিষয়ে আগেই অবগত হয়েছেন৷ কিন্তু কেন এই জরিমানা? যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন সেই সব গ্রাহকরা বিষয়টি সহজেই বুঝবেন৷ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগলের অ

স্ত্রীর যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুন জওয়ান স্বামীর

Image
রায়পুর: অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে৷ নিছক এই সন্দেহের বশে স্ত্রীর গোপনাঙ্গে বিদ্যুতের শক দিয়ে নির্মমভাবে খুন করল এক জওয়ান৷ শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে ছড়িশগড়ের বালোডাবাজার-ভাটাপাড়া জেলায়৷ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুরেশ মিরি(৩৩)৷ সে দান্তেওয়াড়াতে সিএএফের ষষ্ঠ ব্যাটলিয়নে কর্মরত৷ বুধবার তাঁর স্ত্রী লক্ষ্মী(২৭) বাড়িতেই ছিল৷ ঘরের কাজ করছিল৷ তখনই মিরি তাঁকে মারতে শুরু করে৷ মারের চোটে লক্ষ্মী জ্ঞান হারায়৷ এরপরই তাঁর যৌনাঙ্গে বিদ্যুতের শক দেয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মীর৷ পুলিশের জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন মিরি৷ জানিয়েছেন, তাঁর সন্দেহ ছিল স্ত্রীর অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে৷ তাই এই কাজ করেছেন৷ কয়েক বছর আগে মিরির সঙ্গে বিয়ে হয় লক্ষ্মী৷ দু'জনের দুটি সন্তানও আছে৷ বর্তমানে তারা ভাটাপাড়ার হাউসিং বোট কলোনিতে থাকত৷ বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে স্ত্রীর মৃত্যুর পর মিরি তাঁর শ্বশুরবাড়িতে ফোন করে৷ জানায়, লক্ষ্মী অসুস্থ হয়ে মারা গিয়েছে৷ বাড়ির লোকের সন্দেহ হওয়ায় তারাই পুলিশকে খবর দেয়৷ এরপর পুলিশ জেরা শুর

WBCSSC Recruitment 2018: Group C ও D-তে শ'য়ে শ'য়ে লোক নিচ্ছে রাজ্য সরকার

Image
কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি ও গ্রুপ ডির শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ৫৯১টি পদের জন্য ফর্ম পূরণের শেষ তারিখ ২০ জুলাই ২০১৮। তবে ২৫ জুলাই ২০১৮ পর্যন্ত টাকা মেটানো যাবে।  কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি ও গ্রুপ ডির শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ৫৯১টি পদের জন্য ফর্ম পূরণের শেষ তারিখ ২০ জুলাই ২০১৮। তবে ২৫ জুলাই ২০১৮ পর্যন্ত টাকা মেটানো যাবে।  স্নাতক থেকে অষ্টম শ্রেণই যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদন করা যাবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কম্পোজিটর, জুনিয়র মেশিন ম্যান, জুনিয়র প্রুফ প্রেসম্যান, জুনিয়র ফ্লাই বয়, জুনিয়র স্টোরার, জুনিয়র পিয়ন, জুনিয়র দারোয়ান, জুনিয়র ফরাস ও জুনিয়র সুইপার পদে নিয়োগ হবে।  প্রতিটি ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড II যোগ্যতা - বিজ্ঞান বিভাগে স্নাতক বা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ। সঙ্গে ল্যাবরেটরি সায়েন্সে ৩ বছরের ডিপ্লোমা।   শূন্যপদের সংখ্যা - ৭২  জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যোগ্যত

দরজা অর্ধেক বন্ধ, সেই অবস্থাতেই ছুটল মেট্রো!

Image
এক বার থমকে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল মেট্রোর দরজা। সেই অবস্থাতেই কোনও মতে শরীরটাকে কামরার ভিতরে ঢোকাতে পারলেও কাঁধের ব্যাগটি আর ভিতরে আনতে পারেননি এক মহিলা যাত্রী। দরজা অর্ধেক বন্ধ অবস্থাতেই ছেড়ে দেয় ট্রেন। দমদম থেকে পার্ক স্ট্রিট— টানা ২০ মিনিটের যাত্রায় আর দরজা ছেড়ে নড়তে পারেননি তিনি। শেষ পর্যন্ত পার্ক স্ট্রিট পৌঁছে বাঁ দিকে মেট্রোর দরজা খোলার পরে কোনও মতে কামরার ভিতরে সরে আসার সুযোগ পান ওই যাত্রী। ঘটনাটি মঙ্গলবার সকালের। মাঝের সময়ে কয়েক জন যাত্রী ওই মহিলাকে সাহায্যের জন্য এগিয়ে এলেও কুড়ি মিনিটের যাত্রার ভয় এবং আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। শরীরের কোনও অংশ ট্রেনের বাইরে থাকলে কী হত, ভাবতেই শিউরে উঠছেন। বড় ধরনের বিপদ যে হতে পারত, তা মেনে নিয়েছেন মেট্রোকর্তাদের একাংশ। এই ঘটনায় প্রশ্ন উঠেছে মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মের নজরদারি নিয়ে। তবে মেট্রোর কর্তারা বলছেন, অনেক সময়ে যাত্রীরাও মরিয়া হয়ে শেষ মুহূর্তে ট্রেনে ওঠার চেষ্টা করেন। সেই প্রবণতাও বিপজ্জনক। ঠিক কী ঘটেছিল? ওই মহিলা জানিয়েছেন, তিনি দমদমের বাসিন্দা। অধ্যাপনা করেন দক্ষিণ কলকাতার একটি কলেজে। রোজকার মতো কলেজ যাওয়ার

ইউরোপে রেকর্ড জরিমানা গুগ্‌লের

Image
শুল্ক যুদ্ধ নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে টানাপড়েনের মধ্যেই গুগ্‌লকে রেকর্ড ৪৩৪ কোটি ইউরো (প্রায় ৩৪,৭২০ কোটি টাকা) জরিমানা করল ইউরোপীয় প্রতিযোগিতা কমিশন। অভিযোগ, ফোনের অ্যান্ড্রয়েড সফটওয়্যারে সার্চ ইঞ্জিনে তথ্য খোঁজার ক্ষেত্রে একচেটিয়া বাজার দখলের সুবিধা নিয়ে প্রতিযোগিতার নিয়ম ভেঙেছে মার্কিন বহুজাতিকটি। গুগ্‌ল জানিয়েছে, এর বিরুদ্ধে আবেদন করা হবে। গত বছর অন্য অভিযোগে সংস্থাটিকে ২৪২ কোটি ইউরো জরিমানা করেছিল ইউরোপীয় কমিশন। বুধবার প্রতিযোগিতা কমিশনের প্রধান মারগ্রেথ ভেস্টাগের বলেন, গুগ্‌লকে ৯০ দিন দেওয়া হয়েছে এই প্রক্রিয়া বন্ধের জন্য। নইলে বাড়তি জরিমানা দিতে হবে। যার সর্বোচ্চ অঙ্ক মূল সংস্থা অ্যালফাবেটের দৈনিক আয়ের ৫%। এই নির্দেশে আশঙ্কা প্রকাশ করেছেন গুগ্‌লের সিইও সুন্দর পিচাই। ব্লগে তিনি বলেন, অ্যান্ড্রয়েডকে ভিত্তি করে বহু মোবাইল সংস্থা ফোন এবং কয়েক লক্ষ সংস্থা অ্যাপ তৈরি করে। এই সফটওয়্যারের জন্যই  স্মার্ট ফোনের দাম সাধারণ মানুষের নাগালে এসেছে। কিন্তু এই রায়ে সেই পুরো ব্যবস্থাই ধাক্কা খেতে পারে। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে বৈঠকে বসবে

চাকরিতে যোগ দিতে ৩২ কিলোমিটার হাঁটা শুরু, গাড়ি উপহার বসের

Image
চাকরির প্রথম দিনে কাজে উপস্থিত থাকতে ৩২ কিলোমিটার হাঁটতেও রাজি ছিলেন। আর সেই সংকল্পের পুরস্কারই জুটল এক যুবকের। সংস্থার সিইও-র তরফে একটি গাড়ি উপহার পেলেন তিনি। অভূতপূর্ব এই ঘটনা ঘটেছে আমেরিকার আলাবামায়। ওয়াল্টার কার নামের সেই যুবকের এ হেন কীর্তিতে সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে, ১৫ জুলাই, রবিবার কাজের সূত্রে পেলহ্যামে পৌঁছনোর কথা ছিল ওয়াল্টারের। নতুন চাকরির প্রথম দিন। অথচ নিজের গাড়ি খারাপ। এ দিকে যেতে হবে বাড়ি থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে। সেখানেই তাঁর কাজ পড়েছে। একটি পরিবারের জিনিসপত্র নিয়ে অন্যত্র পাঠাতে হবে। অতএব আলাবামার যুবক ওয়াল্টার কার স্থির করলেন, হেঁটেই পাড়ি দেবেন ওই ৩২ কিলোমিটার রাস্তা। চাকরির প্রথম দিন বলে কথা! চাকরির প্রথম দিনের আগে রাত থেকেই হাঁটা শুরু করেছিলেন ওয়াল্টার। ঘণ্টা চারেক হাঁটার পর তাঁকে দেখতে পান এক পুলিশকর্মী। তাঁর কাহিনি শুনে ওয়াল্টারকে ব্রেকফাস্টও খেতে দেন। এর পর পুলিশের গাড়িতে করে নিজেই পৌঁছে দেন গন্তব্যে। পেলহ্যামের সেই পরিবারকেও সব কথা জানান। ঘটনার কথা শুনে একেবারে হতবাক ওই পরিবারের জেনি লে

চাষির নামে ৫৪০০ কোটি টাকার ঋণ

Image
নীরব মোদী কাণ্ডের পরে ফের এক নতুন কেলেঙ্কারির খোঁজ। মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা ধনঞ্জয় মুন্ডে মঙ্গলবার অভিযোগ এনেছেন, ভুয়ো তথ্য দিয়ে চাষিদের নামে ব্যাঙ্ক থেকে প্রায় ৫৪০০ কোটি টাকা ঋণ নিয়েছেন মহারাষ্ট্রের এক ব্যবসায়ী। রত্নাকর গাট্টা নামে ওই ব্যবসায়ী টাকা অন্য অ্যাকাউন্টে পাচারও করে দিয়েছেন। মহারাষ্ট্রের পরভণী জেলার গঙ্গাখেদ সুগার অ্যান্ড এনার্জি লিমিটেডের মালিক রত্নাকর। বিধান পরিষদে এনসিপি নেতা মুন্ডের অভিযোগ, ২০১৫ সালে গঙ্গাখেদ সুগার একটি প্রকল্পকে সামনে রেখে ৬০০ জন চাষির নামে ঋণ নিয়েছিল। পরে সেই টাকা পাচার করে দেন ওই ব্যবসায়ী। টাকার লেনদেনের জন্য রত্নাকর তৈরি করেছিলেন ২২টি ভুয়ো সংস্থা। মুন্ডে জানান, রত্নাকরের বিরুদ্ধে এফআইআর হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি।

নির্যাতিতার আবাসনে পাহারায় মহিলারাই

Image
যে আবাসনের ঘেরাটোপে তাঁরা নিরাপদ বোধ করেন, সেখানেই গত সাত মাস ধরে ১১ বছরের এক বধির বালিকাকে ধর্ষণ করে গিয়েছে আবাসনের কর্মীরা। চেন্নাইয়ের ওই ঘটনায় মঙ্গলবার লিফটম্যান, কলের মিস্ত্রি, কাঠমিস্ত্রি, নিরাপত্তারক্ষী-সহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু বাসিন্দাদের ভয় কাটছে না। আপাতত পাহারার দায়িত্বে রয়েছেন আবাসনের বাসিন্দা আট মহিলার একটি দল। তাঁরাই চার দিকে নজর রাখছেন। নিরাপত্তার দায়িত্ব নতুন কোনও সংস্থাকে দেওয়া হবে কি না এখনও পর্যন্ত ঠিক হয়নি। পাশাপাশি, মাদ্রাজ হাইকোর্টে এক শিশুকল্যাণ কর্মী আবেদন জানিয়েছিলেন, মানসিক ভাবে বিধ্বস্ত ওই বালিকার কাউন্সেলিং প্রয়োজন। বুধবার নির্যাতিতাকে রাজ্যের শিশু উন্নয়ন কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ২৪ ঘণ্টার মধ্যে তার কাউন্সেলিং শুরু করাতে বলেছে কোর্ট। ফলে এখন থেকে মেয়েটি আদৌ পরিবারের কাছে থাকতে পারবে কি না, সে নিয়ে সংশয় দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই আবাসনের বহু জায়গায় সিসিটিভি ঠিক মতো কাজ করত না। সেই সুযোগটাই নিয়েছে অভিযুক্তেরা। আবাসনের সর্বত্র সিসিটিভি লাগিয়ে এ বার নজরদারি বাড়াতে চান বাসিন্দারা। সাত মাস ধরে বালিকাকে মাদক মেশানো পানীয়

পয়লা অগস্ট থেকে কমিশন বাতিল! বাস মালিকরা কি বলছেন ?

Image
পয়লা অগস্ট থেকে বেসরকারি বাসে বেতন কাঠামো চালু হতে চলেছে। আর মাত্র কয়েক দিন বাকি। কিন্তু বাস, মিনিবাস মালিকরা কমিশন প্রথা উঠে যাওয়া নিয়ে কিছুটা অবাকই হচ্ছেন। তাঁদের বক্তব্য, সত্যিই কমিশন প্রথা উঠে যাচ্ছে? সরকারের তরফে এমন কোনও নির্দেশ আসেনি তো! বুধবার সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন, সবটাই তাঁরা শুনেছেন সংবাদ মাধ্যমের কাছে। তাঁদের প্রশ্ন, কমিশনপ্রথা তুলে দিলেই কি দুর্ঘটনা কমবে, এমন কোনও নিশ্চয়তা দিতে পারবে প্রশাসন? সেই সঙ্গেই দাবি উঠেছে, সিদ্ধান্ত পুর্নবিবেচনা করুক  পরিবহণ দফতর। এ দিন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের অফিসে বৈঠকে বসেন কলকাতা, হাওড়া, হুগলি  এবং দুই ২৪ পরগনার পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত মালিক ও কর্মীরা। তাঁদের পক্ষে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের কিছুই জানানো হয়নি। সরকারই ঠিক করে দিক বেতন কাঠামো। ওদের কাছেও সরকারি বাস রয়েছে। পরিবহণ দফতরকে ভর্তুকি দিয়ে গাড়ি চালাতে হয়। আমাদের পক্ষ থেকে সেটা সম্ভব নয়। এক জন চালক বা কনডাক্টর পুরো মাস বাস চালান না। তাদেরকে কিভাবে বেতন দেওয়া হবে? কোনও কিছুই স্পষ্ট নয়।" সরকার যদিও নিজেদের অবস্থানে অনড়। অগস্ট থেকে কোনও ভাবেই আর কম

শিক্ষাকে রাজনীতিমুক্ত করতে চান পার্থ

Image
কলেজ-বিশ্ববিদ্যালয়কে রাজনীতির প্রভাব থেকে মুক্ত করার সদিচ্ছা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে কী ভাবে কোন পথে তা হবে, তার কোনও বিশদ পথনির্দেশ বুধবার তিনি দেননি। শুধু বলেছেন, কলেজে মেধা তালিকার বাইরে ভর্তি হবে না। এ দিন তিনি বলেন, ''শিক্ষাক্ষেত্রকে রাজনীতি মুক্ত করবই। সবটা হয়তো একসঙ্গে করা যাবে না। ধাপে ধাপে করা হবে।'' শিক্ষামন্ত্রী স্বীকার করেন, স্কুল-কলেজগুলির পরিচালন কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি এখনও বন্ধ হয়নি। ফলে তাঁদের মাধ্যমে রাজনৈতিক প্রভাবও জারি রয়েছে। সে ক্ষেত্রে স্কুল-কলেজের পরিচালন ব্যবস্থায় রাজনীতিকদের অংশগ্রহণ বন্ধ করার আইন হবে কি? উত্তর মেলেনি। এর আগে তৃণমূল আমলেই বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে পরিচালন ব্যবস্থাকে রাজনীতি-মুক্ত করার চেষ্টা হয়েছিল। যা অল্প দিনেই খারিজ হয়ে যায় এবং সিপিএম জমানার পুরনো ব্যবস্থা কার্যত ফিরে আসে। শিক্ষামন্ত্রীর সদিচ্ছার মনোভাব থেকে বিষয়টি নিয়ে সরকার আবার ভাবনাচিন্তা করছে কি না, সেই প্রশ্ন ওঠে। কারণ, এটা না হলে যে শিক্ষাক্ষেত্র রাজনীতিমুক্ত হবে না, বিশেষজ্ঞদের অভিমত সেটাই। পার্থবাবু অবশ্য বিশদ কিছুই বল

বধূ-ধর্ষণে দণ্ডিত মুক্ত হাইকোর্টে

Image
নদিয়ার এক গৃহবধূকে ধর্ষণের মামলায় সাধন মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি রবিকৃষণ কপূরের ডিভিশন বেঞ্চ বুধবার তাঁকে বেকসুর মুক্তি দিল। সাধনের আইনজীবী কল্লোল মণ্ডল ও সুবীর দেবনাথ জানান, ২০১২ সালের ১৫ এপ্রিল কৃষ্ণনগর ও বাহাদুরপুর স্টেশনের মাঝখানে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় টুম্পা রায় নামে ওই বধূর। রেল পুলিশ জানায়, অবসাদে আত্মহত্যা করেন ওই মহিলা। তাঁর স্বামী রঞ্জন রায় বা বাবা রতন সরকার রেল পুলিশের কাছে অভিযোগ করেননি। আইনজীবীরা জানান, আট দিন পরে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করা হয়, টুম্পাকে বা়ড়ির শৌচাগারে ধর্ষণ করেছেন প্রতিবেশী সাধন। রঞ্জন স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ সাধনের বিরুদ্ধে ধর্ষণ, আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে। নদিয়া জেলা আদালত ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সাধনের কৌঁসুলিরা এ দিন সওয়াল করেন, টুম্পা অবসাদে ভুগছিলেন। রঞ্জন রেল পুলিশ বা কোতোয়ালি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেননি। পুলিশ সুপারের কাছে ধর্ষণের অভিযোগ জানানোর নথি আদাল

র‌্যাগিংয়ের শিকার, পরিণতি ভয়ানক !

Image
মানসিক চাপ থেকেই আত্মঘাতী হয়েছে ছেলে। মঙ্গলবার মানিকতলা থানায় গিয়ে এই অভিযোগ করলেন মুরারিপুকুরের বাসিন্দা মৃত কলেজ ছাত্রের পরিজনেরা। তাঁদের দাবি, কলেজে নিয়মিত র‌্যাগিংয়ের শিকার হতেন সৌরভ মণ্ডল নামে ওই ছাত্র। সে জন্য মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ঘটনার দিন সৌরভ উত্তেজিত ভাবে একটি ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন বলে জানা গিয়েছে। ওই ফোনটি কোনও ভাবে সৌরভের উপরে মানসিক চাপ সৃষ্টি করেছিল বলে দাবি পরিবারের। ওই ঘটনার তদন্ত করছে মানিকতলা থানার পুলিশ। তদন্তকারীদের অনুমান, ওই ছাত্র কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। তাঁর ঘর থেকে একটি কীটনাশকের কৌটোও মিলেছে। বুধবার তদন্তকারীরা জানালেন, ওই ছাত্রের পরিবারের বক্তব্য শোনা হয়েছে। কোন নম্বর থেকে ফোন এসেছিল এবং কেন সৌরভ উত্তেজিত হয়ে কথা বলছিলেন, তা জানার চেষ্টা চলছে। তাঁর ঘর থেকে উদ্ধার হওয়া কয়েকটি ডায়েরিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন মায়ের কাছে বকুনি খেয়েছিলেন বিদ্যাসাগর কলেজের ভূগোলের ছাত্র সৌরভ। ছাত্রের বাবা সুশান্ত মণ্ডল বুধবার বলেন, ''ছেলে কেন এমন করল বুঝতেই পারছি না। তবে ওকে কলেজে র‌্যাগিং করা হত। পুলিশকে সেই বিষয়টা জানিয়েছি।'&

গাড়ি আটকে তল্লাশি, উদ্ধার হল মাদক

Image
দিঘা থেকে কলকাতা ফেরার পথে একটি গাড়িকে বেপরোয়া ভাবে চলতে দেখে সন্দেহ হয়েছিল পিছনে আর একটি গাড়িতে থাকা কয়েক জন পুলিশ অফিসারের। শেষ পর্যন্ত প্রথম গাড়িটি আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হল ১০০ কেজিরও বেশি গাঁজা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কোনার কাছে ৬ নম্বর জাতীয় সড়কে। গাড়ির আরোহী দুই মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, হাওড়া সিটি পুলিশের কয়েক জন গোয়েন্দা এ দিন দিঘা থেকে ফিরছিলেন। একটি গাড়িকে বেপরোয়া গতিতে যেতে দেখে সন্দেহ হয় তাঁদের। শুধু তাই নয়, ওই গাড়িটি একাধিক বার অন্য গাড়িকে ধাক্কাও মারে। এতে গোয়েন্দাদের সন্দেহ আরও বাড়ে। শেষে লিলুয়া থানা এলাকার কোনায় ঢোকার পরেই তাঁরা গাড়িটিকে ওভারটেক করে পথ আটকে দাঁড়ান। কোনও অবৈধ জিনিস রয়েছে সন্দেহে তল্লাশি শুরু করতেই বিকট গন্ধ পান গোয়েন্দারা। দেখা যায়, গাড়ির আসনের নীচে এবং ডিকিতে রাখা হয়েছে কয়েকটি ব্যাগ। সেগুলি থেকে উদ্ধার হয় প্রায় ১০৭ কেজি গাঁজা। পুলিশ জানিয়েছে, গাড়িটিতে দু'জন মহিলা ও তিন জন পুরুষ যাত্রী ছিলেন। মাদক পাচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জয়দুল শেখ, রহমত শেখ, জেসমিন শেখ, সপুরা

একই দিনে তিনটি দুর্ঘটনা, প্রশ্নে সচেতনতা

Image
পথ নিরাপত্তায় প্রশাসন জোর দিলেও একাংশের যে হুঁশ ফিরছে না, ফের তার প্রমাণ মিলল বুধবার বিধাননগর কমিশনারেট এলাকায় তিনটি পথ দুর্ঘটনায়। এ দিন সকাল থেকে বিকেলের মধ্যে দু'টি ঘটনা ঘটে নিউ টাউনে। তৃতীয়টি ঘটে যশোর রোডের বিটি কলেজ মোড়ের কাছে। তিনটি ক্ষেত্রেই গাড়িচালকদের সতর্কতার অভাব এবং রেষারেষির অভিযোগ উঠেছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে। পুলিশ জানায়, রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক তরুণী। তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফিরোজা বিবি বনবিবিতলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এর আধ ঘণ্টা পরেই নিউ টাউনে কনভেনশন সেন্টারের কাছে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় দু'টি গাড়ির সামনের দিকের অংশের ক্ষতি হয়েছে। পুলিশ জানায়, দু'টি গাড়ির ক্ষতি হলেও কেউ আহত হননি এই ঘটনায়। তবে স্থানীয়দের দাবি, নিউ টাউনের বহু অঞ্চলেই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। গতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন। তৃতীয় ঘটনাটি ঘটেছে যশোর রোডে বিটি কলেজ মোড়ের কাছে। পুলিশ জানায়, বারাসতগামী দু'টি বেসরকারি বাস

ঋতুমতীরাও ঢুকতে পারবেন সবরীমালা মন্দিরে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Image
নারী-পুরুষ দুই-ই ঈশ্বরের সৃষ্টি। তাহলে মানুষ কেন তাদের ক্ষমতায়নে ভেদাভেদ করবে। সবরীমালা মন্দিরের দরজা সব বয়সের মহিলাদের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়ে এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বুধবার প্রধান বিচারপতি দীপক মিশ্র-সহ পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দেয়। সবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দাবি করে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতে গত বছরের অক্টোবরেই শীর্ষ আদালত সাংবিধানিক অধিকার নিয়ে 'তাৎপর্যপূর্ণ' প্রশ্ন তোলে। মন্দিরের এই ফরমানে 'সবার জন্য সমানাধিকার'-এর সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে কিনা, সেটা দেখতে মামলা যায় সাংবিধানিক বেঞ্চে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি আর এফ নরিম্যান, এ এম খানউইলকার এবং বিচারপতি ইন্দু মালহোত্রাকে নিয়ে পাঁচ সদস্যের বেঞ্চ গঠিত হয়। বুধবার এই বেঞ্চই রায় দিয়েছে, সব বয়সের মহিলাদেরই প্রবেশাধিকার দিতে হবে সবরীমালা মন্দিরে। রায় দিতে গিয়ে বিচারপতি চন্দ্রচুড় 'নারী-পুরুষ ঈশ্বরের সৃষ্টি' মন্তব্য করে বলেন, মহিলাদের কোনও মন্দিরে প্রবেশাধিকার না দেওয়া তাঁদের প্রতি পূ

বিয়ের মানে সর্বদা সহবাসে রাজি হওয়া নয়, পর্যবেক্ষণ আদালতের

Image
বিবাহিত হলেই স্ত্রীকে সহবাসে রাজি হতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। সহবাসের ক্ষেত্রে স্ত্রী বা স্বামী উভয়েরই 'না' বলার অধিকার রয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, ধর্ষণ প্রমাণ করতে শারীরিক বলপ্রয়োগ জরুরি নয়। দাম্পত্যে ধর্ষণকে অপরাধ বলে গণ্য করা হোক। এই আবেদন করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল নারীর অধিকার নিয়ে আন্দোলনকারী সংগঠন আরআইটি ফাউন্ডেশন ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সংগঠন। তার বিরোধিতা করে পাল্টা আবেদন করে নির্যাতিত পুরুষের অধিকার নিয়ে কাজ করা অন্য স্বেচ্ছাসেবী সংগঠন 'মেন ওয়েলফেয়ার ট্রাস্ট'। সেই মামলার শুনানির সময়ই বুধবার এই পর্যবেক্ষণ আদালতের। এ দিন দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তল এবং বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চে শুনানি হয়। ওই বেঞ্চের মন্তব্য, সহবাসে স্বামী বা স্ত্রী, দু'পক্ষেরই অমত থাকতে পারে। দিল্লি হাইকোর্টের মন্তব্য, "বৈবাহিক সম্পর্কের অর্থ এই নয় যে, সহবাসে সব সময়ই স্ত্রী ইচ্ছুক হবেন। স্ত্রী যে সহবাসে সম্মত, তার প্রমাণ স্বামীকেই দিতে হবে।" নারীবাদী সংগঠনগুলির আবেদনে বলা হয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে

৪০ বছর পর ফের পড়াশোনা শুরু রাজস্থানের বিজেপি বিধায়কের!

Image
সংসারের বোঝা টানতে গিয়ে স্কুলের পড়াশোনা অসমাপ্তই থেকে গিয়েছিল। কিন্তু ৪০ বছর পর নিজের মেয়েদের উৎসাহে ফের খাতা-কলম হাতে তুলে নিয়েছেন রাজস্থানের বিজেপি বিধায়ক ফুল সিংহ মীনা। ৫৫ বছরের রাজনীতিক এখন স্নাতক স্তরের প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন। নিজের পড়াশোনা ছিল সপ্তম শ্রেণি পর্যন্ত। তবে রাজনীতিতে যোগ দেওয়ার পর ফুল সিংহকেই শিক্ষার গুরুত্ব নিয়ে পড়ুয়াদের গুরুগম্ভীর পরামর্শ দিতে হত। তা যেন কেমন ফাঁপা বুলি মনে হত তাঁর। ফুল সিংহ জানিয়েছেন, বিবেকের তাড়নাতেই ফের স্কুলমুখো হয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর পাঁচ মেয়ের উৎসাহ। তিনি বলেন, "সেনাকর্মী বাবার মৃত্যুর পর মাঝপথেই স্কুলের পড়া ছেড়ে দিতে হয়েছিল। চাষবাস করে সংসার চালাতে হত।" রাজনীতিতে যোগ দেওয়ার পর উদয়পুর (গ্রামীণ) বিধানসভা কেন্দ্র বিজেপি-র টিকিটে জয়ী হন ফুল সিংহ মীনা। এর পরই তাঁর মেয়েরা ফের পড়াশোনা শুরু করার জন্য বাবাকে উৎসাহ দিতে থাকেন। মেয়েরা বলেছিল, "বড় বড় আমলা, শীর্ষ নেতাদের সঙ্গে তোমার ওঠাবসা। তাঁদের সঙ্গে কথাবার্তা বলার জন্যও পড়াশোনাটা জরুরি।" ফুল সিংহ জানিয়েছেন, নিজের বয়সের জন্য ফের পড়াশোনা শুরু করার ব্যাপারে প্র