চাষির নামে ৫৪০০ কোটি টাকার ঋণ


নীরব মোদী কাণ্ডের পরে ফের এক নতুন কেলেঙ্কারির খোঁজ।
মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা ধনঞ্জয় মুন্ডে মঙ্গলবার অভিযোগ এনেছেন, ভুয়ো তথ্য দিয়ে চাষিদের নামে ব্যাঙ্ক থেকে প্রায় ৫৪০০ কোটি টাকা ঋণ নিয়েছেন মহারাষ্ট্রের এক ব্যবসায়ী। রত্নাকর গাট্টা নামে ওই ব্যবসায়ী টাকা অন্য অ্যাকাউন্টে পাচারও করে দিয়েছেন। মহারাষ্ট্রের পরভণী জেলার গঙ্গাখেদ সুগার অ্যান্ড এনার্জি লিমিটেডের মালিক রত্নাকর। বিধান পরিষদে এনসিপি নেতা মুন্ডের অভিযোগ, ২০১৫ সালে গঙ্গাখেদ সুগার একটি প্রকল্পকে সামনে রেখে ৬০০ জন চাষির নামে ঋণ নিয়েছিল।
পরে সেই টাকা পাচার করে দেন ওই ব্যবসায়ী। টাকার লেনদেনের জন্য রত্নাকর তৈরি করেছিলেন ২২টি ভুয়ো সংস্থা। মুন্ডে জানান, রত্নাকরের বিরুদ্ধে এফআইআর হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি।