Posts

Showing posts from June 3, 2018

জলের জন্য ছত্তিশগড় থেকে হেঁটে মধ্যপ্রদেশ যাচ্ছেন বাসিন্দারা

Image
পেন্দ্রা (ছত্তিশগড়) : গরমে শুকিয়ে গেছে জলাশয়। কুয়োতেও জল নেই। গ্রামের বাসিন্দাদের প্রয়োজনীয় জলের উৎস বলতে একটি মাত্র হ্যান্ড পাম্প। কিন্তু তাতেও বেশি জল ওঠে না। এই অবস্থায় বাধ্য হয়ে জলের জন্য নিত্যদিন মধ্যপ্রদেশ যেতে হচ্ছে ছত্তিশগড়ের পেন্দ্রার বাসিন্দাদের। তার জন্য পায়ে হেঁটে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় প্রতিদিন। স্থানীয় এক বাসিন্দা বলেন, "খাবার জলও নেই। তার জন্য পাঁচ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের পৌরা গ্রামে যেতে হয়।" পেন্দ্রার এক সরকারি আধিকারিক জানান, সমস্যা মেটাতে অনুরোধ করা হয়েছে অতিরিক্ত ফান্ডের জন্য। জলের সমস্যার জন্য গ্রামে বন্ধ রাখা হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কাজ। 

সোশ্যাল সাইটে নগ্ন ছবিতে প্রেমিকার মুখ বসিয়ে ধৃত ইঞ্জিনিয়র

Image
কলকাতা: সোশ্যাল সাইটে নগ্ন ছবিতে প্রেমিকার মুখ বসিয়ে আপলোড করা ও ধারাবাহিকভাবে ব্ল্যাকমেল করার অভিযোগে ওডিশা থেকে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ৷পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম মনোজ নন্দা৷ সে পেশায় বি টেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র৷ বাড়ি, ওডিশার রাউলকেসল্লার সুন্দরগড় জেলার সেক্টর-২ এর জগন্নাথকলনীতে৷ লেকটাউনের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওডিশা থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তাকে গ্রেফতার করে৷ ধৃতর কাছ থেকে দু'টো স্মার্টফোন ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ পুলিশ সূত্রের খবর, ওডিশার পুরী জেলা আদালতের অনুমতিতে ধৃতকে ২দিনের জন্য ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে৷ এদিনই অভিযুক্তকে তোলা হবে বিধাননগর এসিজেএম আদালতে৷ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ৷ পুলিশ সূত্রের খবর, ধৃত মনোজের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪এ, ৩৫৪ডি, ৫০০, ৫০৭, ৫০৯ এবং ৬৬সি/৬৭এ তথ্যপ্রযুক্তি ধারায় মামলা রুজু করা হয়েছে৷তার কাছ থেকে বাজেয়াপ্ত করা স্পার্ট ফোন দুটি ও ল্যাপটপটি খতিয়ে দেখবেন তদন্তকারীরা৷ পুলিশ

সম্বলপুরে গণধর্ষণের পর নাবালিকার আত্মহত্যা, ৩০ দিনের মধ্যে রায় আদালতের

Image
সম্বলপুর: ওড়িশার সম্বলপুরে এক নাবালিকার গণধর্ষণ মামলায় ৩০ দিনের মধ্যে রায় দিল সম্বলপুর আদালত। দোষী সাব্যস্ত হওয়া পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানার সাজা হয়েছে। এই মামলায় ষষ্ঠ অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে হোমে পাঠানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই মেয়েটি আত্মহত্যা করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে, তার বয়স ১৫ বছর। সে একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী। তার মা অভিযোগ করেন, গত ২ মে মেয়েটি যখন বাজার থেকে ফিরছিল, তখন ওই নাবালক তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। পরে অন্য পাঁচ যুবক মেয়েটিকে সেখানে দেখতে পেয়ে একে একে ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার তিনদিনের মধ্যেই সব অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আদালতে বিচার শুরু হওয়ার পাঁচদিন আগে ২৩ মে মেয়েটি আত্মহত্যা করে। বিশেষ সরকারি আইনজীবী সন্তোষ পান্ডা জানিয়েছেন, আদালতে ২১ জন সাক্ষ্য দিয়েছেন। ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে সওয়াল-জবাব শোনার পর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি উদয়ভানু জেনা রায় দিয়েছেন।

তিন সন্তানের পর ফের সন্তান! চার্চের সামনে ফেলে রেখে এলেন বাবা-মা!

Image
লোকলজ্জার থাতিরে পাঁচ দিনের সন্তানকে চার্চের সামনে ফেলে রেখে এলেন বাবা-মা। কোচির চার্চের বাইরে রাখা সিসিটিভি ফুটেজে দেখে গিয়েছে, সদ্যোজাত সন্তানের কপালে চুমু খেয়ে দরজার বাইরে রাখছেন বাবা। সঙ্গে রয়েছেন মা ও তাঁদের এক সন্তানও।  পুলিশ জানিয়েছে, শনিবার ইডাপ্পাল্লির সেন্ট জর্জ ফোরান্স চার্চের ফুটেজ ত্রিশূরের বাসিন্দা বিট্টু (৩২) ও তাঁর স্ত্রী প্রবিথা (২৮)কে দেখা গিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ত্রিশূরের ওয়াড়াক্কাঞ্চেরি এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়েছে। সদ্যোজাতকে নিয়ে আরও তিনটি সন্তান রয়েছে তাঁদের। ত্রিশূরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই স্বামী-স্ত্রী মিলে সদ্যোজাতকে চার্চের সামনে রেখে আসেন।  জেরায় বিট্টু জানিয়েছেন, স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থাতেই স্থানীয়রা অনেক সময় কটূক্তি করতেন। তার জেরেই এই সিদ্ধান্ত। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় বিট্টুর কথায় অসঙ্গতি ধরা পড়েছে। শুধুমাত্র পাড়া-প্রতিবেশীরা কী বলবেন, তার জন্য সদ্যোজাতকে ফেলে রেখে যাবেন, সে ব্যাপারে ধন্দ কাটছে না পুলিশের। তবে তদন্ত না করে সঠিক সিদ্ধান্তে এখনই যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।  শনিবার রাত সাড

ট্রেন সময়ে না চললে আটকে যাবে রেলকর্তাদের প্রোমোশন

Image
ট্রেন সময়ে না চললে এবার আটকে যাবে রেলকর্তাদের প্রোমোশন। সব আঞ্চলিক রেল দপ্তরের প্রধানদের সতর্ক করে দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ট্রেন দেরিতে চলার প্রভাব এবার থেকে আধিকারিকদের অ্যাপ্রাইজালে পড়বে বলে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি।  গত আর্থিক বছরের তুলনায় ২০১৭-'২০১৮তে ট্রেন দেরিতে চলার ঘটনা অনেকটা ই বেড়েছে। চলতি আর্থিক বছরে ৩০% ট্রেনই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলেছে। দিন কয়েক আগেই এ বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ট্রেন দেরিতে চলা আটকাতে কড়া সিদ্ধান্ত নিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রেল লাইনে কাজ চলছে, এই অজুহাত দেখিয়ে এ ভাবে দিনের পর দিন ট্রেন দেরিতে চলা তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন। সময়ানুবর্তিতা ঠিক করতে সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধানকে এক মাসের সময় দেওয়া হবে বলেও জানিয়েছেন গোয়েল।  রেলের আঞ্চলিক জেনারেল ম্যানেজারদের সঙ্গে একটি বৈঠকে এ কথা জানিয়ে দেন রেলমন্ত্রী। তিনি সবচেয়ে অসন্তোষ প্রকাশ করেন উত্তর রেলওয়ের কাজে। ৩০ জুনের মধ্যে ট্রেন দেরিতে চলার সামগ্রিক অবস্থার যদি উন্নতি না ঘটে, তাহলে সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারদের প্রোমোশন আটকে যাবে বলে জানিয়েছেন গো

হরিয়ানায় ধর্ষণের পর কুপিয়ে খুন ৫ বছরের শিশুকে

Image
ফরিদাবাদ : পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি হরিয়ানার পালওয়াল জেলার আসাওটি গ্রামের। অভিযুক্ত ব্যক্তি মৃত শিশুর বাবার টেন্ট হাউজ়ে কাজ করত। পুরোনো শত্রুতা থেকেই এই খুন বলে মনে করছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। ওই শিশুকে অপহরণ করে প্রথমে নিজের বাড়িতে নিয়ে যায় সে। ধর্ষণের পর পেটে ছুরি মেরে খুন করা হয়। এরপর একটি কন্টেনারে ভরে রাখা হয় দেহ। শিশুর খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয় তার পরিবার। CCTV ফুটেজ দেখে উদ্ধার করা হয় দেহ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি স্পষ্ট হয় পুলিশের কাছে। তাকে গ্রেপ্তার করে তিন দিনের জন্য নিজেদের হেপাজতে নেয় পুলিশ।

দু’দিনের সন্তানকে ফেলে দেওয়ার আগে চুমু খেলেন বাবা, তারপর...

Image
তিনটে সন্তানের পর আরও একটা সন্তান। সমাজে তো এ বার মুখ দেখানো যাবে না! আত্মীয়-পরিজন, প্রতিবেশীরা ছিঃ ছিঃ করবে। তা হলে উপায়? উপায় অবশ্য বের করে ফেলেছিলেন স্বামী-স্ত্রী মিলে। পাড়া-প্রতিবেশী, বন্ধুদের পরিহাস থেকে বাঁচতে তাই জন্মানোর পরই নবজাতককে রাতের অন্ধকারে ফেলে রেখে এলেন একটি গির্জার বাইরে। ওই দম্পতি ভেবেছিলেন, যাক রক্ষা পাওয়া গেল। আর কৈফিয়ত্ দিতে হবে না, পরিহাসের মুখোমুখি হতে হবে না। কিন্তু শেষ রক্ষা হল কোথায়! 'এক জন' অলক্ষ্যে নজর রাখছিল তাঁদের উপর। আর তা হল গির্জার সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজই রহস্যোদ্ঘাটন করল। ঘটনাটা কেরলের কোচির। ওয়াড়াক্কানচেরির বাসিন্দা বিট্টু ও তাঁর স্ত্রী প্রতিভা। তাঁদের তিন সন্তান রয়েছে। ফের গর্ভবতী হন প্রতিভা। ত্রিশূরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গত বুধবারেই ফুটফুটে একটি সন্তানের জন্ম দেন তিনি। পরিবারে নতুন অতিথি আসায় আনন্দের থেকে আশঙ্কাই ঘিরে ধরে বিট্টু ও প্রতিভাকে। বাড়ি ফিরলেই বন্ধু-বান্ধব, প্রতিবেশীদের কাছ থেকে শুনতে হবে নানা রকম কথা। তাই হাসপাতালে বসেই দু'জনে শিশুটিকে কোথাও রেখে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, পুলিশের

পরীক্ষামূলকভাবে সফল উৎক্ষেপণ পরমাণু অস্ত্র পরিবহণে সক্ষম অগ্নি ৫-এর

Image
বালাসোর: দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। ৫,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হয়েছে ওড়িশা উপকূলের ডক্টর আবদুল কালাম দ্বীপ থেকে। আজ সকাল ৯টা ৪৮ মিনিটে ভূমি থেকে ভূমি দূর পাল্লার এই ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড ৪ থেকে উৎক্ষিপ্ত হয় মোবাইল লঞ্চারের মাধ্যমে। এ নিয়ে ষষ্ঠবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হল। অগ্নি-৫ সফলভাবেই তার পুরো পাল্লা পরিক্রমা করে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাডারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের উড়ান পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা হয়, দেখা হয় প্রতিটি যন্ত্রপাতি কীভাবে কাজ করছে। ডিআরডিও জানিয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি অগ্নি-৫ এই সিরিজের আধুনিকতম ক্ষেপণাস্ত্র।

এয়ারকন্ডিশনিং জামা বানিয়ে রাষ্ট্রসঙ্ঘে আমন্ত্রিত হুগলির ‘প্রফেসর শঙ্কু’ রূপম

Image
চন্দননগর: গরমে শরীর ঠান্ডা রাখতে এয়ারকন্ডিশনিং পিল তৈরি করেছিলেন প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। তাঁর ওই পিল জ্যাকেটের পকেটের মধ্যে রাখলে শরীর ঠান্ডা হয়ে যায়। প্রবল গরমেও শরীর ফুরফুরে থাকে। কোনও কষ্ট হয় না। প্রফেসর শঙ্কুর মতোই একেবারে ছোটবেলা থেকে নানারকম গ্যাজেট তৈরি করার নেশা ভদ্রেশ্বর থানার আলতাড়া গ্রামের রূপম ঘোষের। আবিষ্কারের সেই নেশার টানেই ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া রূপম তৈরি করে ফেলছিলেন এক ধরনের জ্যাকেট। শরীর ঠান্ডা রাখতে যার জুড়ি মেলা ভার। পিল নয়, ওই জ্যাকেট পরে অনায়াসে প্রবল রোদে ডিউটি করতে পারবেন ট্রাফিক পুলিস। রোদে পুড়ে কাজ করতে কোনও অসুবিধা হবে না কৃষকদের। এই জ্যাকেট তৈরি করে ইতিমধ্যেই দেশে নজর কেড়েছেন রূপম। এবার তিনি চলেছেন বিশ্ব জয় করতে। রাষ্ট্রসঙ্ঘের আমন্ত্রণে ২৫ জুলাই স্টিম সামিটে যোগ দেবেন ভদ্রেশ্বরের গর্ব। স্কুলের এগজিবিশনে তাঁর তৈরি জ্যাকেট প্রথম দেখিয়েছিলেন রূপম। নাম দিয়েছিলেন বিট দ্য হিট কুলিং জ্যাকেট। এই এয়ারকন্ডিশনিং জ্যাকেট আবিষ্কার করেই ২০১৭ সালে মোদি সরকারের কাছ থেকে জাতীয় পুরস্কার পান চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের ছাত্র রূপম। ওই বছরই মেলে পেটেন্টের অধিক

চেক দিলেই মিলবে লটারির ৩৫ লক্ষ টাকা!

Image
প্রতারকের খপ্পরে ৩৫ হাজার টাকা খোয়ালেন কলেজ ছাত্রী চুঁচুড়া: চেক পাঠালেই মিলবে বড় অঙ্কের লটারির টাকা। লোভে পড়ে প্রথমে ৩৫ হাজার টাকা দিয়েও দেন বর্ষা দেবনাথ নামে প্রথম বর্ষের এক কলেজ ছাত্রী। এর মধ্যে ছিল কন্যাশ্রী প্রকল্পে পাওয়া ২৫ হাজার টাকাও। কিন্তু লটারির টাকা আসেনি। উল্টে আরও ৪৫ হাজার টাকা চাইতে এবার সন্দেহ হয় ওই ছাত্রীর। বুঝতে পারেন প্রতারকের খপ্পরে পড়েছেন। এরপরেই চুঁচুড়া থানায় প্রতারকের ফোন নম্বর দিয়ে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।  বিশাল অঙ্কের টাকা পাওয়ার লোভে পড়ে কন্যাশ্রীর ২৫০০০ টাকা সহ মোট ৩৫ হাজার ২০০ টাকা খোয়ালেন বর্ষা দেবনাথ নামে কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী। তিনি চুঁচুড়া থানার ২নং কাপাসডাঙার বাসিন্দা। ৩৫ হাজার ২০০ টাকা দেওয়ার পর, লটারির চেক পাওয়ার জন্য এদিন ফের ৪৫ হাজার টাকা দাবি করার পরেই ওই ছাত্রী বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। সঙ্গে সঙ্গেই চুঁচুড়া থানায় গিয়ে যে নম্বর থেকে প্রতারকদের ফোন এসেছিল ও যে অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে সেই নম্বর দিয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে

ভাগাড়কাণ্ডের জেরেই রাতারাতি চাহিদা বেড়েছে কচ্ছপের

Image
কলকাতা: ভাগাড়ের পশুর মৃতদেহ বা মরা মুরগির মাংস বিক্রি হওয়ার ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসায় বিকল্প মাংসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিকল্প হিসেবে অনেকেই বেছে নিচ্ছন কচ্ছপকে। সেকারণেই কচ্ছপের মাংসের চাহিদা বাড়ছে। সম্প্রতি হাওড়া এবং বিরাটি থেকে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধারের ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এরকমই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। গরমকালে এই বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার হওয়ার পরই নড়েচড়ে বসেন তদন্তকারীরা। কচ্ছপের মাংসের চাহিদা সাধারণত শীতকালে সর্বাধিক থাকে। কিন্তু গরমকালে হঠাৎ করেই তে কচ্ছপ উদ্ধার হওয়ার কারণ খুঁজতে গিয়েই তাঁরা দেখেন, কলকাতা সহ শহরতলির বিভিন্ন জায়গায় মুরগি এবং অন্যান্য মাংসের চাহিদা কমায় কচ্ছপের চাহিদা বেড়েছে। সেই কারণেই এই বিপুল পরিমাণ কচ্ছপ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ থেকে আনা হচ্ছিল। প্রসঙ্গত, গত সপ্তাহে হাওড়া এবং বিরাটি থেকে মৃত এবং জীবীত মিলিয়ে প্রায় তিন হাজার কচ্ছপ উদ্ধার হয়েছিল। সবই আনা হচ্ছিল মাছ ভর্তি বড় বড় বাক্সের আড়ালে। এখানেই গোয়েন্দাদের অনুমান, ওড়িশা ও অন্ধ্র থেকে প্রতিদিনই শতাধিক ট্রাকে করে মাছ এ'রাজ্যে আসছে। তার আড়ালে এই কচ্ছপও নিয়মিত আনা হয়ে থাকতে পারে

কবে বাজারে আসবে 5G স্মার্টফোন?

Image
আগামী বছর থেকেই বাজারে আসবে 5G স্মার্টফোন। ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে এই ফোন দেখা যাবে। তবে ২০২০ সালের আগে বিশ্বের বেশিরভাগ দেশেই চালু বে না 5G পরিষেবা। এই কথা জানিয়েছে ইন্টারন্যাশানাল ডাটা করপোরেশান (IDC)। ইন্টারন্যাশানাল ডাটা করপোরেশান জানিয়েছে ২০২০ সালে বিশ্বের মোট স্মার্টফোনের মাত্র ৭% 5G ফোন হবে। তবে ২০২২ সালে এই সংখ্যাটিটি বেড়ে ১৮% হবে বলেই জানিয়েছে এই সংস্থাটি। এছাড়াও এই বছরে স্মার্টফোন বাজারে ভাঁটা পড়বে বলে মনে করা হচ্ছে। তবে ২০১৯ সাল থেকেই আবার স্মার্টফোনের বিক্রি বাড়া শুরু হবে। ২০১৮ সালে ০.২% কমবে স্মার্টফোনে বিক্রি। এই বছরে মোট ১.৪৬২ বিলিয়ান স্মার্টফোন বিক্রি হবে। অন্যদিকে ২০১৭ সালে বিশ্বব্যাপী ১.৪৬৫ টি স্মার্টফোন বিক্রি হয়েছিল। আর এই সংখ্যাটাই ২০১৬ সালে ছিল ১.৪৬৯ বিলিয়ান। ইন্টারন্যাশানাল ডাটা করপোরেশান আরও জানিয়েছে ২০১৯ সাল থেকে বছরে ৩% বাড়বে স্মার্টফোনের বিক্রি। ২০২২ সালে বিশ্বব্যাপী মোট ১.৬৫৪ টি স্মার্টফোন বিক্রি হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশানাল ডাটা করপোরেশান। এই রিসার্চ আরও জানিয়েছে এই স্মার্টফোনের ৮৫% ফোনই অ্যানড্রয়েড ফোন হবে। চিনের প্রায় সব ফোন প্রস্তুতকারী সংস্থাই গুগুল

২ কর্মী খুনের প্রতিবাদ! বিজেপির ডাকা পুরুলিয়া বনধে মিশ্র প্রভাব

Image
বিজেপি ডাকা পুরুলিয়া বনধ আপাতত শান্তিপূর্ণ। বনধের মিশ্র প্রভাব পড়েছে। এলাকায় দোকানপাট বন্ধ। রাস্তায় যানবাহন কম। এলাকায় পথ অবরোধও করে বিজেপি। দিনের ব্যবধানে দুই দলীয় নেতা-কর্মীকে খুনের অভিযোগ করে সিবিআই তদন্তের দাবিতে বিজেপি রবিবারে ১২ ঘণ্টার পুরুলিয়া বনধের ডাক দেয়। ৩০ মে সকালে পুরুলিয়ার বলরামপুরে বছর ১৮-র বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঠিক তিনদিন পর বলরামপুরেই রহস্যজনকভাবে উদ্ধার হয় এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ। মৃতের নাম দুলাল কুমার।   পর পর দুটি খুনের ঘটনায় বলরামপুরের বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার ত্রিলোচন মাহাতোর খুনের ঘটনায় বিজেপির ডাকা বলরামপুরে বনধে ব্যাপক প্রভাব পড়েছিল বলরামপুর শহরে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে বিজেপি। তাদের মতে, পর পর এমন ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও ছাপিয়ে দিয়েছে। বিজেপি সভাপতি অমিত শাহ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে তদন্ত শেষ হওয়ার আগেই দুটি ঘটনাকেই প্রাথমিকভাবে আত্মহত্যা বলে চালানোয় পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়।

মধুচক্র থেকে ১০ যুবক-যুবতিকে অশ্লীল অবস্থায় ধরল পুলিশ

Image
জয়পুর: বড়সড় সেক্স-র‍্যাকেটের পর্দা ফাঁস করল পুলিশ। গোপন এই অভিযান চালিয়ে এক স্পা সেন্টারে হানা দিল পুলিশ। আর সেখানে হানা দিতেই চক্ষু চড়ক পুলিশ আধিকারিকদের। একেবারে অশ্লীল অবস্থায় ১০ যুবক-যুবতিকে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়পুর থানা এলাকায়। কীভাবে দিনের পর দিন স্পা সেন্টারের আড়ালে এভাবে দেহব্যবসা চলত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে স্পা-সেন্টারের মালিককেও। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্পা-সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চলছিল বলে অভিযোগ আসছিল পুলিশের কাছে। জনবসতি পূর্ণ এলাকার মধ্যেই এটি চলছিল বলে অভিযোগ। আজ গোপন এই স্পা-সেন্টারে হানা দেয় পুলিশ। পার্লারের আড়ালেই রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। ঘটনাস্থল থেকেই চার মহিলা সহ আরও ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, আগামিদিনে এমন অভিযান আরও চলবে শহরজুড়ে।

শ্রীনগরে সিআরপিএফ-কে লক্ষ্য করে ৩ জায়গায় গ্রেনেড হামলা, আহত ৪ জওয়ান

Image
সিআরপিএফ-এর গাড়ির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যুতে ফের উত্তপ্ত হচ্ছে কাশ্মীর উপত্যকা। শনিবার তিন জায়গায় সিআরপিএফ-কে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। তিনটি ঘটনায় ৪ জন সিআরপিএফ জওয়ান-সহ মোট ৮ জন আহত হয়েছেন। উত্তেজনা প্রশমণে শ্রীনগরের বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন।  গত শুক্রবার শ্রীনগরে সিআরপিএফ-এর গাড়িতে হামলা চালায় একদল স্থানীয়। ঘটনার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে আহত হন ৩ স্থানীয় যুবক। তাদের মধ্যে কাইসের ভাট নামে এক যুবকের হাসপাতালে মৃত্যু হয়। শনিবার তাঁর শেষকৃত্যে অংশগ্রহণ করেন কয়েক শ' স্থানীয় মানুষ।  উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় প্রশাসন শেষযাত্রায় বাধা দিলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ বাঁধে। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ফেল পাথর ছুড়তে থাকে তারা। পালটা কাঁদানে গ্যাসের সেল ও প্যালেট ছোঁড়ে পুলিস। বেশ কিছুক্ষণ খণ্ডযুদ্ধের পর জনাকয়েক ব্যক্তি কাইসেরের দেহ ইদগাঁ মাঠে সমাহিত করেন। পুলিসের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে পাথর ছোড়ার খবর মিলেছে। তবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

বাইক লক্ষ্য করে ছুটে এল পেট্রোলে ভেজা ঢিল, পুড়িয়ে মারার চেষ্টা তৃণমূল নেতাকে

Image
বাইক সমেত তৃণমূল নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে। জানা গেছে, শনিবার রাত ১১টা নাগাদ বাইকে করে বাজার থেকে ফিরছিলেন স্থানীয় তৃণমূল নেতা মহিরুদ্দিন মিঞ্জ। অভিযোগ, সেইসময় অসম-বাংলা সীমান্তে বক্সিরহাট এলাকায় তাঁর উপর স্থানীয় বিজেপি কর্মীরা চড়াও হয়। পেট্রোলে ভিজানো ঢিল ছুঁড়ে মারা হয় মহিরুদ্দিনের বাইক লক্ষ্য করে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বাইকে। আগুনে মহিরুদ্দিনের শরীরেরও বেশ কিছুটা জায়গা ঝলসে যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মহিরুদ্দিনকে বাইক সমেত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। যদিও, অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, এসবই শাসকদলের গোষ্ঠীকোন্দলের ফল। গুরুতর জখম অবস্থায় বর্তমানে কোচবিহারের একটি হাসপাতালে চিকিত্সাধীন মহিরুদ্দিন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

দেহ বাক্সে ভরে বাড়িতে রাখে বাবলু

Image
নিখোঁজ চা ব্যবসায়ীর দেহ উদ্ধার হল মাটি খুঁড়ে। পুলিশ জানায়, অমরনাথ গাইন (৫৮) নামে ওই ব্যক্তির বাড়ি বাদুড়িয়ার রেজিস্ট্রি অফিসের কাছে। শনিবার ভোরে বাদুড়িয়ারই সন্নিয়া গ্রামে একটি পুকুর ধারের মাটি খুঁড়ে দেহটি পুলিশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য সেটি কলকাতার এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, লটারির পুরস্কারের লোভে অমরনাথকে অপহরণের পরে শ্বাসরোধ করে খুন করা হয়। দেহ খালে আথবা নদীর জলে ভাসিয়ে দেওয়ার ছক কষেছিল আততায়ীরা। কোনও কারণে পরিকল্পনা বাতিল হয়। তদন্তকারীদের দাবি, বড় একটি বাক্সে ভরে সন্নিয়া গ্রামে নিজের বাড়িতে দেহ নিয়ে গিয়ে রাখে বাবলু আলি মণ্ডল নামে এক ব্যক্তি। সুযোগ বুঝে সঙ্গীদের সাহায্যে দেহ বাড়ির পিছনে পুকুর ধারে পুঁতে দেয়।   ২৬ জুন বাদুড়িয়ার একটি লটারির দোকানের জন্য বসিরহাট থেকে ১২ লক্ষ টাকার লটারির টিকিট নিয়ে ভ্যান রিকশা চালিয়ে ফিরছিলেন অমরনাথ। তারপর আর খোঁজ মেলেনি তাঁর। তদন্তে নেমে পুলিশ লটারির টিকিট কেনা-বেচার সঙ্গে যুক্ত মন্টু গাজি এবং বাবলুকে গ্রেফতার করে। যে টিকিট লোপাট হয়েছিল অমরনাথের সঙ্গে, নিখোঁজ হওয়া টিকিটে প্রায় ৪৫ হাজার টাকা পুরস্কার বেধেছিল। বু

ভাগাড়-কাণ্ডে পোলট্রির ক্ষতি ৪০০ কোটি

Image
হোটেল-রেস্তরাঁয় মুরগির মাংস কম বিকোচ্ছে। এমনকি সরকারি অনুষ্ঠানেও মুরগির মাংস কার্যত বাতিল। খুচরো বাজারেও জ্যান্ত মুরগি বিক্রি ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছে। সব কিছুর মূলে আছে সাম্প্রতিক ভাগাড়-কাণ্ড। তার জেরে এ-পর্যন্ত পোলট্রি শিল্পের কমবেশি ৪০০ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানাচ্ছে পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন। রাজ্যে পোলট্রি শিল্পে বছরে ছ'হাজার কোটিরও বেশি টাকার লেনদেন হয়। মে মাসের শেষ সপ্তাহ থেকে বাজার খানিকটা ঘুরে দাঁড়ালেও চাহিদা এখনও স্বাভাবিক হয়নি বলে জানাচ্ছেন খামার-মালিকেরা। রাজ্যে মাংসের জোগান দিতে প্রতি সপ্তাহে গড়ে এক কোটি ব্রয়লার মুরগি লাগে। তার মধ্যে কলকাতা ও হাওড়ার বাসিন্দাদের চাহিদা মেটাতে প্রতি সপ্তাহে জোগান দিতে হয় গড়ে ৩৫-৪০ লক্ষ মুরগি। কিন্তু এখন কলকাতাতেই সপ্তাহে ২২-২৫ লক্ষের বেশি মুরগি লাগছে না। শুক্রবার পাইকারি বাজারেও প্রতি মুরগির দাম ৬৫-৬৭ টাকা কিলোগ্রামে নেমে যায়। গরমে মুরগি বড় করতে খামার-মালিকদের প্রতি কেজিতে ৮০-৮২ টাকা উৎপাদন খরচ পড়ে। তাঁরা জানাচ্ছেন, অন্যান্য বছর গরমের সময় মুরগির পাইকারি দর থাকে ১০০ টাকার (প্রতি কিলোগ্রাম) উপরে। ভাগাড়-কাণ্ডের জেরে ৩৩-৩৫ টা

তৃণ-দ্বন্দ্বে ছাত্রকে নগ্ন করে হেনস্থা

Image
কলেজে ছাত্র সংসদে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা নতুন নয়। কিন্তু গোলমালের জেরে ছাত্র সংসদের এক পদাধিকারীকে নগ্ন করে হেনস্থা এবং তার ছবি তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ছাত্র সংগঠনের ইউনিট সভাপতি, এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। সম্প্রতি খাস কলকাতার সেন্ট পলস কলেজে এই ঘটনা ঘটেছে। অভিযোগকারী ওই কলেজের ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত সংসদের গুরুত্বপূর্ণ পদাধিকারী। অভিযোগ উঠেছে ওই কলেজের টিএমসিপির ইউনিট সভাপতি, এক অশিক্ষক কর্মচারী এবং বহিরাগত টিএমসিপি সদস্য শেখ এনামুল হক ওরফে তপুর বিরুদ্ধে। অভিযোগ জমা পড়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে। ঘটনাটি সামনে আসায় স্তম্ভিত শিক্ষাজগত। অভিযোগকারী ছাত্রের বক্তব্য, কলেজের 'স্টুডেন্টস এড ফান্ড'-এর হিসেব চাওয়া নিয়ে গোলমালের সূত্রপাত। সেই গোলমাল থেকেই কলেজের ভিতরে অভিযোগকারীকে বিবস্ত্র করে ভিডিয়ো তোলা হয় এবং তা ছড়িয়ে দেওয়া হয়। প্রমাণ হিসেবে ওই ছাত্র ভিডিয়োটি সামনে এনেছেন। তাতে দেখা যাচ্ছে, তিন জন মিলে জোর করে তাঁর জামাপ্যান্ট খুলে দিচ্ছে। তার পর নগ্ন অবস্থার ছবি তুলছে। সম্মান বাঁচাতে ছাত্রটি ঘরের মধ্যে ছুটে ছুটে পালাচ্ছেন এবং তাঁর পিছু ধাওয়া করে অভিযুক্তেরা ছবি

নদিয়ায় এত পদ্ম! চিন্তায় জোড়া ফুল

Image
পঞ্চায়েত ভোটে নদিয়ায় বিজেপির 'উত্থানে' উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব। নদিয়ার নাকাশিপাড়া, তেহট্ট, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্বের মতো বিধানসভা এলাকাগুলির অনেক জায়গায় পঞ্চায়েতে বিজেপি পিছনে ফেলেছে তৃণমূলকে। তৃণমূলের 'উন্নয়ন'কে পিছনে ফেলে বিজেপি বাড়ার নেপথ্যে জেলায় তৃণমূলের সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেন নদিয়ায় তৃণমূলের পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের ফলাফল বিশ্লেষণ করতে শনিবার কল্যাণীতে জেলার বিধায়ক, সাংসদ এবং ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করেন পার্থ। বিধানসভা ধরে ধরে ফল পর্যালোচনার সময়ই পার্থবাবু নদিয়ায় বিজেপির উত্থান নিয়ে ক্ষোভ জানান। জনপ্রতিনিধিরা এলাকায় যথেষ্ট নজর দিচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন বলেও তৃণমূল সূত্রের খবর। পরে পার্থ বলেন, ''সিপিএম, কংগ্রেস শিবিরের ভোট অনেকটাই বিজেপির দিকে কেন চলে যাচ্ছে, তা নিয়ে সতর্ক থাকতে বলেছি। জেলায় নেতাদের ঝগড়া বন্ধ করতেও বলেছি।'' নদিয়ায় জেলা পরিষদ তৃণমূলের হাতে থাকলেও গ্রাম পঞ্চায়েতে ৩২০৯টি আসনের মধ্যে ৬৪৭টি আসন পেয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতিতে ৫৪১টি আসনের মধ্যে ৬৪টি দখল করেছে গেরুয়া শিবির। জেলা তৃণমূল সূত্রের

পারিবারিক অ্যালবাম জুড়ে জুড়ে ভারতের স্মৃতিকথা

Image
দুই সহকর্মীর মাঝখানে হোমগার্ডের উর্দি পরে দাঁড়িয়ে জর্জ ওব্রায়েন। ১৯৪৭ সালে দিল্লিতে তোলা ছবি। পুরনো কেল্লায় তখন আশ্রয় নিয়েছেন হাজার খানেক উদ্বাস্তু। ভয় পাচ্ছেন, পাকিস্তান যাওয়ার পথে আক্রান্ত হতে পারেন। ২২ সেপ্টেম্বর গাঁধী তাঁদের সঙ্গে দেখা করতে গেলেন। উত্তেজিত জনতার একাংশ গাঁধীর গাড়ির উপর চড়াও হল। জর্জ গাড়ির মাথায় চড়ে হিন্দিতে বললেন, ''করছেন কী? একমাত্র এই মানুষটাই তো আপনাদের বাঁচাতে পারেন! '' ব্যক্তিগত সংগ্রহ থেকে এমনই সব ছবি আর তার সঙ্গে জুড়ে থাকা আখ্যানে ভরে উঠছে স্মৃতিকথার ঝাঁপি ওরফে ডিজিটাল আর্কাইভ। নাম, ইন্ডিয়ান মেমরি প্রজেক্ট। সেখানেই ব্রিটিশ হোমগার্ড জর্জের কথা লিখেছেন তাঁর নাতি সাইমন ডিগবি। ২০১০ সাল থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত এমন ১৮৫টি ছবি আর তার কাহিনি জড়ো হয়েছে। পুরনো ফটোগ্রাফ আর ব্যক্তিগত স্মৃতি যে সামাজিক ইতিহাসের অমূল্য আকর, সে কথা অনুরাগী মাত্রেই জানেন। এই আর্কাইভ তাঁদের কাছে সোনার খনি। যেখানে বাবা তরুণকুমার ভাদুড়ি সম্পর্কে লিখছেন জয়া বচ্চন, ভীমসেন জোশীর মেয়ে বলছেন তাঁর মায়ের কথা। শামলু কৃপালনি দুদেজার বাবা আর আর কৃপালনি ছিলেন করাচির ডিজে সিন্ধ কলেজের

শুভেন্দুর ব্যাঙ্কে স্থায়ী চাকরি ছত্রধর-পুত্রের

Image
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই স্থায়ী চাকরি পেলেন জনসাধারণ কমিটির সাজাপ্রাপ্ত জেলবন্দি নেতা ছত্রধর মাহাতোর বড় ছেলে ধৃতিপ্রসাদ মাহাতো। বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের লালগড় শাখায় চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে শুক্রবার জুনের পয়লা তারিখ কাজে যোগ দিয়েছেন ধৃতি। বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''ছত্রধরের ছেলেকে আমরাই চাকরি দিয়েছি। ও আবেদন করেছিল। ৬টি পদ ফাঁকা ছিল। বোর্ড অফ ডিরেক্টর্সে আলোচনা করেই ওকে চাকরি দেওয়া হয়েছে।'' জেলবন্দি ছত্রধরের পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে বছর দেড়েক আগে ধৃতিকে লালগড় নার্সিং ট্রেনিং স্কুলে ঠিকাদারের অধীনে অস্থায়ী কর্মীর কাজ দেওয়া হয়েছিল। সেই কাজে নিয়মিত মজুরি মিলছিল না। তাই স্থায়ী চাকরি পেয়ে খুশি ধৃতি। শনিবার তিনি বলেন, ''স্থায়ী চাকরির ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রী ও ব্যাঙ্কের চেয়ারম্যানের কাছে আমি কৃতজ্ঞ।'' এ বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপির রাজ্য নেতৃত্ব ছত্রধরের পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেন। লালগড়ের আমলিয়া গ্রামে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ছত্রধরের স্ত্রী নিয়তির স

সিঙ্গাপুরে সাজানো সংলাপ! ‘ধরা’ পড়ে গেলেন মোদী ?

Image
রাহুল গাঁধীকে সামনে পেয়ে একের পর এক প্রশ্নে বিঁধতে চেয়েছিলেন এক বাঙালি লেখক। শান্ত গলায় সব ক'টির জবাব দিয়েছিলেন রাহুল। তার পর বলেছিলেন, ''এ ভাবে আমাকেই জেরা করতে পারবেন, কিন্তু নরেন্দ্র মোদীকে পারবেন না।'' তিন মাস আগে রাহুলের সিঙ্গাপুর  সফরের ঘটনা। রাহুলের পথ ধরে গত কাল সেই সিঙ্গাপুরেই শ্রোতাদের থেকে সরাসরি প্রশ্ন নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কংগ্রেস বলছে, রাহুলের নকল করতে গিয়েও 'ধরা' পড়ে গেলেন মোদী। রাহুলের আলাপচারিতা ছিল স্বতঃস্ফূর্ত। আর মোদীর সভা গোটাটাই সাজানো। লোক দেখানো। সিঙ্গাপুরে মোদীর সঙ্গে আলাপচারিতার আসর বসেছিল নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রশ্ন আসছিল ইংরেজিতে। মোদী জবাব দিচ্ছিলেন হিন্দিতে। ইংরেজিতে তা অনুবাদ করছিলেন আর একজন। প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হল, উদ্ভাবনের মাধ্যমে এশিয়ার রূপান্তর কী করে সম্ভব হবে? হিন্দিতে মোদীর জবাব, ''গোটা বিশ্ব নিশ্চিত, একুশ শতকটা এশিয়ার। কিন্তু আমরা এশিয়াবাসীরাই সেটি অনুভব করি না। আমরা এখনও দুনিয়ার অন্য ভূখণ্ডের দ্বারা এতটাই প্রভাবিত, যে আমাদের মনেই হয় না, এ বারে আমাদের পালা। আমাদ

দুলালকে হুমকি দেওয়া হয়েছিল, তাড়া করেছিল বাইক, বলছেন গ্রামবাসীরা

Image
মিল আছে অনেকটাই। সুপুরডির ত্রিলোচনের সঙ্গে ডাভার দুলাল কুমারের। ত্রিলোচনের মৃত্যুর আগেও তাঁকে বিজেপি করার কারণে ভরা বাজারে হুমকি শুনতে হয়েছিল এলাকার শাসক দলের নেতা সৃষ্টিধর মাহাতর কাছে। ঝুলন্ত দেহ উদ্ধাপ হওয়ার দু'দিন আগে ৩০ মে বলরামপুর বাজারে একই ভাষায় নাকি হুমকি দেওয়া হয় দুলালকেও। ডাভার তৃণমূল নেতা বিমল কুমারের দুলালকে দেওয়া এই হুমকির ঘটনার সাক্ষী গ্রামেরই অনেকে। ঠিক তার পরের দিন, ৩১ মে বাঘমুণ্ডি থেকে ফেরার সময় সন্ধের অন্ধকারে দুলালকে ধাওয়া করেছিল মোটর বাইকে চেপে আসা দু'জন অচেনা মানুষ। সেই রাতেই ফিরে আসার পর গ্রামের অনেককেই এই ঘটনা বলেছিলেন দুলাল, দাবি গ্রামবাসীদের। আর ঠিক তার পরের রাতেই বাইক ফেলে বেপাত্তা হয়ে গেলেন দুলাল। হাই-টেনসন তারের থাম থেকে ঝুলন্ত দেহ পাওয়া গেল পরের সকালে। ঠিক কী হয়েছিল শুক্রবার রাতে? দুলালের স্ত্রীর নাম মনিকা। তিনি বলেন, শুক্রবার বিজেপির স্থানীয় স্তরে থানা ঘেরাও কর্মসূচি ছিল। দুপুরে সেখানে গিয়েছিলেন দুলাল। গ্রামের মুখেই দুলালের বাবা মহাবীরের ছোট্ট গুমটি দোকান। পাশে একটা ধানকল। রাতে ওই দোকাণেই ঘুমোন মহাবীর। মনিকা বলেন, "সন্ধেয় বাড়ি ফিরে বাবার খাবা