২ কর্মী খুনের প্রতিবাদ! বিজেপির ডাকা পুরুলিয়া বনধে মিশ্র প্রভাব


বিজেপি ডাকা পুরুলিয়া বনধ আপাতত শান্তিপূর্ণ। বনধের মিশ্র প্রভাব পড়েছে। এলাকায় দোকানপাট বন্ধ। রাস্তায় যানবাহন কম। এলাকায় পথ অবরোধও করে বিজেপি। দিনের ব্যবধানে দুই দলীয় নেতা-কর্মীকে খুনের অভিযোগ করে সিবিআই তদন্তের দাবিতে বিজেপি রবিবারে ১২ ঘণ্টার পুরুলিয়া বনধের ডাক দেয়।

৩০ মে সকালে পুরুলিয়ার বলরামপুরে বছর ১৮-র বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঠিক তিনদিন পর বলরামপুরেই রহস্যজনকভাবে উদ্ধার হয় এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ। মৃতের নাম দুলাল কুমার।
 
পর পর দুটি খুনের ঘটনায় বলরামপুরের বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার ত্রিলোচন মাহাতোর খুনের ঘটনায় বিজেপির ডাকা বলরামপুরে বনধে ব্যাপক প্রভাব পড়েছিল বলরামপুর শহরে।
তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে বিজেপি। তাদের মতে, পর পর এমন ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও ছাপিয়ে দিয়েছে।

বিজেপি সভাপতি অমিত শাহ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

এরই মধ্যে তদন্ত শেষ হওয়ার আগেই দুটি ঘটনাকেই প্রাথমিকভাবে আত্মহত্যা বলে চালানোয় পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়।