Posts

Showing posts from December 19, 2018

অনুমতি পেলে ২১ জানুয়ারি ৫টি রথের রশিতে টান, ৭ ফেব্রুয়ারি বিজেপির ব্রিগেড

Image
১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই পাল্টা মোদীকে এনে ব্রিগেডের ডাক দিয়েছিলেন দিলীপ ঘোষ। ২৯ জানুয়ারি ব্রিগেড করার কথা ছিল বিজেপির। কিন্তু প্রধানমন্ত্রীর সময় না মেলায় তা স্থগিত হয়। এবার বিজেপি জানিয়ে দিল, ৭ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ করতে চলেছে তারা। রথযাত্রা নিয়ে মামলা ঝুলে রয়েছে হাইকোর্টে। রথযাত্রায় বিচারপতির সম্মতি মেলার পর রথযাত্রা করবে বিজেপি। সেক্ষেত্রে ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত রথযাত্রা করবে বিজেপি।          ৭ ফেব্রুয়ারি ব্রিগেড করছে বিজেপি। ওই সভায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাত্ লোকসভার আগে রাজ্যে ব্রিগেড ময়দানে শক্তি পরীক্ষায় নামছে শাসক-বিরোধী। বলে রাখি, ৩ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামপন্থীরা। ফলে ব্রিগেড সমাবেশ ঘিরে এক নতুন রাজনৈতিক যুদ্ধ দেখতে চলেছে বঙ্গবাসী। রথযাত্রার মামলা ঝুলে রয়েছে আদালতে। বিচারপতিরা নির্দেশ দিলে ২১ জানুয়ারি থেকে তিনটির পরিবর্তে পাঁচটি রথ বের করতে চলেছে বিজেপি। আগে ঠিক ছিল রাজ্যের তিন প্রান্ত থেকে তিনটি রথ গড়াবে। কোচবিহার, তারাপীঠ ও গঙ্

এয়ারস্ট্রাইকে ১৯ আইএস জঙ্গিকে খতম করল এয়ারফোর্স

Image
কাবুল: বিমান হানায় নিকেশ হয়েছে ১৯ জন আইএস জঙ্গি৷ সংবাদসংস্থা জিনহুয়া এই তথ্য দিয়েছে৷ আফগানিস্থানের হাস্কা মিনা জেলায় এই বিমান হানা চলে৷ আফগানিস্থানের স্বরাষ্ট্রমন্ত্রক এই খবরের সত্যতা স্বীকার করেছে৷ এক বিবৃতি জারি করে জানানো হয়েছে নানগারহার প্রদেশ জুড়ে বিমান হানা চালানো হয়৷ জঙ্গিদের গোপন ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হানা চলে৷ এই হামলাতেই ১৯ জন আইএস জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে৷ মৃত জঙ্গিদের মধ্যে আইএসের দুজন ডিভিশনাল কমিশনার ছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর৷ তাদের নাম কোয়ারি এসরার ও মুল্লাহ হাসগার৷ তবে এই বিমান হানা আফগান বায়ু সেনা, ন্যাটো নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যৌথ বাহিনী চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ এরআগে, চলতি মাসের ৮ তারিখ বিমান হামলায় আফগানিস্তানে ৩৩ জঙ্গিকে নিকেশ করা হয়৷ দেশটির প্রতিরক্ষামন্ত্রক জানায়, গত ২৪ ঘন্টায় আফগান ও মার্কিন সেনার বিমান হামলায় ৩৩ জঙ্গিকে হত্যা করা হয়। সংবাদসংস্থা টোলো নিউজ সূত্রে খবর ছিল, প্রথম বিমান হানা হয় নাদ আলি ও মারজা জেলার হেলমান্দ প্রদেশে৷ সেখানে জঙ্গিদের গোপন আস্তানায় হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করে

মেয়েকে ৭ বছর ঘরে তালাবন্দি করে রাখল বাবা ও সৎ মা

Image
আরামবাগ: পাশবিক বললেও কম বলা হয়। মানসিক ভারসাম্যহীন মেয়েকে দিনের পর দিন নির্যাতন তো ছিলই। কিন্তু মেয়ের বাড়ি থেকে বেরনো আটকাতে তাঁকে ঘরে আটকে শিকল দিয়ে দিয়েছিল বাবা ও সৎ মা। একদিন-দু'দিনের জন্য নয়। প্রায় ৭ বছর মেয়েকে ঘরে তালাবন্দি করে রাখার অভিযোগ উঠল। পাশবিক এই ঘটনা দিনের পর দিন চলতে দেখে আর সহ্য করতে পারেননি প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে শেষমেশ উদ্ধার করে ওই অসুস্থ মহিলাকে। আরামবাগের করুই গ্রামের এই ঘটনায় রীতিমতো শিউরে উঠছেন সবাই। প্রায় ১৫ বছর আগে আতিউর রহমানের মেয়ে মিনুর বিয়ে হয়। কিন্তু বছর ঘোরার আগেই সেই বিয়ে ভেঙে যায়। তারপর আবার তাঁর বিয়ে দেওয়া হয়। কিন্তু পরের বছর সেই বিয়েও ভেঙে যায়। মেয়ে মানসিক ভারসাম্যহীন, তাই তাঁর সঙ্গে সংসার করতে চাইছিল না স্বামী। অগত্যা বাপের বাড়িতেই ঠাঁই হয় মিনুর। কিন্তু সৎ মায়ের গঞ্জনা নিত্যদিনের ঘটনা ছিল। মাঝেমধ্যেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতেন মিনু। কখনও বাবা আবার পড়শিরা ওই মহিলাকে খুঁজে নিয়ে আসতেন। এটাই মাথাব্যথার কারণ হয়ে ওঠে আতিউর ও তাঁর স্ত্রীর। তাই দু'জনে মিলে এই পাশবিক মতলব ফাঁদেন। মেয়েকে ঘরে তালাবন্দি করে রেখে দেন তাঁরা।

অ্যাংরি বার্ড-এর সফল উৎক্ষেপণ

Image
শ্রীহরিকোটা : কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-7A এর সফল উৎক্ষেপণ হল। আজ বিকেল ৪টে ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। GSLV-F11 রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। ইতিমধ্যেই GSLV-F11 রকেট ভূসমালয়ে কক্ষপথে স্যাটেলাইটটিকে স্থাপন করেছে। এই কমিউটিকেশন স্যাটেলাইটটির সাহায্যে ভারতীয় বায়ু সেনার বিমান, ওয়ার্নিং কন্ট্রোল প্ল্যাটফর্ম, ড্রোন এবং গ্রাউন্ড স্টেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। GSAT-7 ও GSAT-6 স্যাটেলাইট দুটি 'ইন্ডিয়ান অ্যাংরি বার্ড' নামে পরিচিত।  GSAT-7A হল ভারতের উপগ্রহ গবেষণার ১৭তম মিশন। চলতি বছরে ISRO থেকে এটাই শেষ স্যাটেলাইট উৎক্ষেপণ।  এক নজরে GSAT-7A মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-7A এর ওজন ২,২৫০ কেজি অত্যাধুনিক প্রযুক্তিতে স্যাটেলাইটটি প্রস্তুত করা হয়েছে ভারতীয় বায়ুসেনার রণসম্ভারে এটা একটা নতুন পালক শ্রীহরিকোটা থেকে এই নিয়ে ৯৬ তম রকেট উৎক্ষেপণ হল

নতুন নিয়মে দুই দিনেই শেষ হবে পোর্টিং

Image
কয়েকদিন আগেই মোবাইল নম্বর পোর্ট করার নিয়মে আমুল পরিবর্তন নিয়ে এসেছে ট্রাই। নতুন নিয়মে আগের থেকে আরও জলদি নম্বর পোর্ট করা যাবে। এর ফলে অদতে সুবিধা পাবেন গ্রাহকরাই। এক নজরে ট্রাইয়ের নতুন পোর্টের নিয়মে চোখ রাখা যাক। নতুন নিয়মে একই সার্কেলের মধ্যে নম্বর পোর্ট করলে দুই দিনের মধ্যে পোর্ট শেষে করতে হবে। সার্কেল বদল করলে পোর্ট করার জন্য চার দিন সময় পাবে টেলিকম অপারেটাররা। পোর্ট করার অনুরোধ গ্রহনের পরে তা প্রত্যাখ্যান করলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে টেলিকম অপারেটারকে। এছাড়াও পোর্ট করার সময় গ্রাহককে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। পোর্টের অনুরোধ শুরু করার আগে নিজের ফোনে পোর্ট নম্বর জেনারেট করতে হয়। আগে পোর্ট নম্বর জেনারেশানের পরে তা ১৫ দিন ভ্যালিড থাকত। এখন পোর্ট নম্বর মাত্র চার দিন ভ্যালিড থাকবে। অর্থাৎ পোর্ট নম্বর পাওয়ার চার দিনের মধ্যে পোর্ট করার প্রক্রিয়া শুরু করতে হবে। চার দিনের বেশি সময় কেটে গেলে এই নম্বর আর কাজ করবে না। পোর্টিং প্রক্রিয়া শুরুর পরে একই সার্কেলে পোর্ট করলে দুই দিনের মধ্যে নতুন নেটওয়ার্কের সিম কার্ড চালু করে দিতে হবে। অন্য সার্কেলে পোর্

রাজ্য ক্যাবিনেটে বড় রদবদল কাল, নতুন মন্ত্রী হচ্ছেন ৪ বিধায়ক

Image
বৃহস্পতিবার রাজভবনে চার নতুন মন্ত্রী শপথ নেবেন। রাজ্য মন্ত্রিসভার রদবদলের বিষয়ে চূড়ান্ত হয়ে গেল সিদ্ধান্ত। চার বিধায়ককে নতুন মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর তৃণমূল সূত্রে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজভবনে চার নতুন মন্ত্রী শপথ নেবেন। কাদের বেছে নেওয়া হল নতুন মন্ত্রী হিসেবে? বরাহনগরের বিধায়ক তাপস রায়, বিধাননগরের বিধায়ক সুজিত বসু, চাকদহের বিধায়ক রত্না ঘোষ এবং উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি মন্ত্রী হচ্ছেন বলে জানা গিয়েছে। চার বিধায়কই এই প্রথম বার মন্ত্রী হবেন। এঁদের মধ্যে তাপস রায় এবং নির্মল মাজি আগে পরিষদীয় সচিব হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। পরে অবশ্য পরিষদীয় সচিব পদটি অবলুপ্ত হয়ে যায়। তাপস, সুজিত, রত্না এবং নির্মল কে কোন দফতর পাচ্ছেন তা এখনও স্থির হয়নি। বৃহস্পতিবার চার নতুন সদস্যকে মন্ত্রিসভায় সামিল করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফতর বণ্টন করবেন।

অস্ট্রেলিয়ার প্রযুক্তি ব্যবহার করে চাষ করছেন রাজ্যের মহিলারা

Image
মালদহ: রাজ্য সরকারের উদ্যোগে অস্ট্রেলিয়ার প্রযুক্তি ব্যবহার করছেন গ্রামের মহিলারা। তাও আবার কৃষিকাজে। আর বদলে ফেলছেন গ্রাম। বিঘার পর বিঘা জমিতে সবুজ বিপ্লব ঘটছে। রাজ্য কৃষি দফতর ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চলছে গ্রামের মানুষকে কৃষিকাজে স্বনির্ভর করার কাজ। আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়ির গৃহবধূরাও কৃষিকাজে উৎসাহী হচ্ছে। তবে কৃষি বিদ্যালয়ের দাবি এই উদ্যোগ ইতিমধ্যে গ্রামের মানুষ কৃষি কাজে যোগ দিচ্ছে। মালদহ জেলার ১৫ টি ব্লকের মধ্যে সাতটি ব্লকে এই প্রক্রিয়ায় কাজ শুরু হয়েছে। তৈরি করা হয়েছে ১৯ টি কৃষক ক্লাব। এক একটি ক্লাবে রয়েছে শতাধিক মহিলা। শুধু তাই নয় গ্রামের যুবকেরা কৃষিকাজের উপর উৎসাহ হারিয়ে ছিলেন। তারাও কৃষিকাজে সরকারের এমন কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন। যোগ দিয়েছেন কৃষি কাজে। গ্রামের পতিত জমিতে ফসল তৈরি হচ্ছে। মহিলারা বাড়িতে বসেই বীজ উৎপাদন করছেন।   গ্রামের বুলি, সরবানু, মুসেফারা জানান, কৃষিকাজে তাদের কোন অভিজ্ঞতা ছিল না। সরকারি কর্তাদের কাছে হাতে কলমে কাজ শিখে আজ তারা স্বনির্ভর। আর মেশিনের মাধ্যমে জমি তৈরি করে মেশিনে বীজ বপন করতে সময় কম লাগছে। তাতে সময় কম লাগছে ও উৎপাদন স

সম্পর্ককে মজবুত করতে শতকরা ৬০ ভাগ বেড়েছে পাকিস্তানে পণ্য রফতানি

Image
ইসলামাবাদ : ইরানের সঙ্গে সম্পর্ক মজবুত করছে পাকিস্তান! বিশেষ করে বাণিজ্যে সম্পর্ক মজবুত করার উদ্যোগ। আর সেই লক্ষ্যে এই বছর ইরান থেকে পাকিস্তানে পণ্য রফতানি শতকরা ৬০ ভাগ বেড়েছে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের করাচিতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল আহমাদ মোহাম্মাদি। করাচিতে ১৪তম পাকিস্তানি নির্মাণ শিল্প আন্তর্জাতিক প্রদর্শনীতে তিনি এমন তথ্য প্রকাশ্যে এনেছে। এহেন প্রদর্শনীতে ইরানের আটটি কোম্পানি অংশ নিয়েছে। তারা বলেছে, প্রতিবেশী দেশগুলোর রফতানি বাজার নিয়ে ইরানি উৎপাদনকারী ও রফতানিকারকদের জন্য নির্ভরযোগ্য সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী দেশগুলোতে বিশেষ করে পাকিস্তানে যে রফতানির সুযোগ রয়েছে তাকে কাজে লাগানোর জন্য আহমাদ মোহাম্মাদি ইরানি রফতানিকারকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে দেশের প্রতিরোধমূলক অর্থনীতির লক্ষ্য অর্জন এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে পাকিস্তান হতে পারে ইরানি পণ্যের উপযুক্ত গন্তব্য। অনুষ্ঠানে ইরানের বিজনসে অ্যাটাশে জানান, গত ২১ মাচ থেকে মধ্য নভেম্বর পর্যন্ত পাকিস্তানে ৮৬ কোটি ডলারের পণ্য রফতানি করা হয়েছে।

বিমানবন্দরের কাছে সরকারি বাসে আগুন

Image
কলকাতা: এয়ারপোর্টের কাছে চলন্ত সরকারি বাসে আগুন৷ যাত্রীদের মধ্যে আতঙ্ক৷ এলাকায় যানজট৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী৷   বুধবার সকালে আসানসোল-করুনাময়ী রুটের একটি বাসে আগুন লাগে৷ ঘটনাটি ঘটে সকাল সাড়ে এগারটা নাগাদ এয়ারপোর্ট আড়াই ও তিন নম্বর গেটের মাঝে৷ এদিন সকালে বাসটি আসানসোল থেকে করুনাময়ী আসছিল৷ তখনই আগুন লাগার ঘটনাটি ঘটে৷ খবর দেওয়া হয় দমকলকে৷ ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন৷ তার আগেই চালক যাত্রীবাহি চলন্ত বাসে ধোঁয়া দেখতে পেয়ে বাসটি থামিয়ে দেন৷ যাত্রীদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়৷ জানা গিয়েছে আড়াই নম্বর গেটের কাছে একটি হোটেল থেকে আনা হয় অগ্নি নির্বাপণ যন্ত্র৷ তা দিয়েই বাসের আগুন নেভানো হয়৷ দমকলের প্রাখমিক অনুমান বাসের ব্যাটারিতে সর্ট শার্কিট হয়েই আগুন ধরে যায়৷ তবে এই দুর্ঘটনার জেরে কেউ আহত হননি বলে জানা গিয়েছে৷ ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে ভিআইপি রোডে যানজটের সৃষ্টি হয়৷

টিকিয়াপাড়া অস্ত্র কারখানার তদন্তে চাঞ্চল্যকর তথ্য !

Image
টিকিয়াপাড়ার অস্ত্র কারখানার তদন্তে নেমে পুলিসের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।  টিকিয়াপাড়ার গঙ্গারাম বৈরাগী লেনে অস্ত্র  কারখানা করার জন্য ঘরের হদিশ কে দিল?  মাঝের ব্যক্তিটা কে? জানতে এলাকায় চলছে খোঁজখবর।  জেরায় পুলিস আরও জানতে পেরেছে, অর্ডার ডেলিভারি  করার দায়িত্ব থাকত অন্যদের কাঁধে। কোথায় কোথায় অস্ত্র যেত সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতেও বিহারে গেল পুলিশ। জানা যাচ্ছে,  এই কারখানায় বড় অর্ডার নেওয়া হত না। ছোট ছোট অর্ডার নিয়ে অস্ত্র তৈরি করা হত। এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহ আনোয়ার,মহ সোহেল ও মহ নিরাজ আনসারি ।  তিন জনকে  হাওড়া আদালতে পেশ করা হয়েছে।  জেরায় জানা গিয়েছে, ধৃত তিনজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা। টিকিয়াপাড়া এলাকার গঙ্গারাম বৈরাগী লেনে ঘর ভাড়া করে লেদ কারখানা করেছিল। এখানেই গোপনে চলত আগ্নেয়াস্ত্র তৈরি। এই চক্রের সঙ্গে যুক্ত অন্য অপরাধী  করা তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের দফায় দফায় চলছে জেরা। সন্তোষজনক উত্তর পাচ্ছেন না তদন্তকারীরা।  প্রসঙ্গত,  গঙ্গারাম বৈরাগি লেনে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিস। তল্লাসিতে চল্লিসটি পিস্তল উদ্ধার

IPL 2019: দেখে নিন খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা

Image
আইপিএল ট্রফি মঙ্গলবার জয়পুরে অনুষ্ঠিত  ২০১৯ আইপিএল-এর নিলামে আট ফ্র্যাঞ্চাইজি গুছিয়ে নিয়েছে তাদের দল। প্রতিবারের মতো এবারও রয়েছে বেশ কিছু চমক। জয়দেব উনাদকাট ও বরুণ চক্রবর্তী যুগ্ম ভাবে এবারের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। ৮ কোটি ৪০ লক্ষ টাকায় জয়দেব রয়ে গিয়েছেন রাজস্থানে। কিংস ইলেভেন পাঞ্জাব নিয়েছে বরুণ চক্রবর্তীকে। প্রীতি জিন্টার দলেই এসেছেন স্যাম কুরান। ৭ কোটি ২০ লক্ষ টাকা দাম পেয়েছেন তিনি। কলিন ইনগ্রাম ৬ কোটি ৪০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছেন। শহরের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কার্লোস ব্রাথওয়েটকে নিয়েছেন ৫ কোটি টাকায়। অন্যদিকে অক্ষর প্যাটেল পাঁচ কোটি টাকায় এসেছেন দিল্লিতে। ব্যাঙ্গালোর ৫ কোটি টাকায় নিয়েছে শিবম দুবেকে। শেষবেলায় যুবরাজ সিংকে ১ কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার দেখে নেওয়া যাক কেমন হলো আট দল: চেন্নাই সুপার কিংস যারা থেকে গেলেন: এমএস ধোনি, সুরেশ রায়না, দীপক চাহার, কেএম আসিফ, কর্ণ শর্মা, ধ্বরুব শোরে, ফাফ দু প্লেসিস, মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, মিচেন স্যান্টনার, ডেভিড উইলি, ডোয়েন ব্র্যাভো, শেন ওয়াটসন, লুঙ্গি নিদ

‘রিজার্ভ ব্যাঙ্ক টাকা দিলেই সবাই ১৫ লক্ষ করে পাবেন’

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৪ সালে করা নির্বাচনী প্রতিশ্রুতি কিছুটা সেমসাইড গোলের ধাঁচেই দেশবাসীকে মনে করালেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠবলে। বিদেশে রাখা ভারতীয়দের কালো টাকা প্রসঙ্গে মোদী বলেছিলেন, সেই টাকা ফেরত আনা হবে এবং প্রতি ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা পড়বে। এই প্রতিশ্রুতি যে নিছকই 'জুমলা' অথবা 'ভোট পাওয়ার উদ্দেশ্যে উচ্চারিত ফাঁকা প্রতিশ্রুতি', তা এতদিনে দেশবাসী একরকম মেনেই নিয়েছিলেন। তাঁর বেফাঁস মন্তব্যের ফলে আঠবলে ফের এই ঘা তাজা করে তুললেন। আঠবলের বক্তব্য, সবাই ১৫ লক্ষ টাকা ঠিকই পাবেন, কিন্তু "ধীরে ধীরে", একবার রিজার্ভ ব্যাঙ্ক টাকাটা দিয়ে দিলেই হলো। কিন্তু এত বলা সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্ক টাকা দিচ্ছে না, এটাই যা সমস্যা। সোমবার রাতে মহারাষ্ট্রের সাংলি জেলার ইসলামপুরে মারাঠি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আঠবলে বলেন, "একবারে তো ১৫ লক্ষ টাকা আসবে না, ধীরে ধীরে আসবে। সরকারের কাছে এত টাকা নেই। রিজার্ভ ব্যাঙ্ককে টাকা দিতে বলা হচ্ছে কিন্তু ওরা দিচ্ছে না…দেবে এই আশ্বাস মিলেছে কিন্তু কিছু প্রক্রিয

হংকংয়ের বহুতল থেকে রাস্তায় টাকা ছড়ালেন কোটিপতি

Image
শহরের ব্যস্ত রাস্তায় লোকে লোকারণ্য। সবার চোখই তখন আকাশের দিকে। কারণ আকাশ থেকে পড়ছে নগদ টাকা। মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল রাস্তা জুড়ে। ঘটনাটি ঘটেছে হংকংয়ে। হংকংয়ের ব্যস্ত শাম সুই পো নামের এলাকায় এই ঘটনা ঘটিয়েছেন ২৪ বছরের কোটিপতি ওয়াং চিং কিট। নিজের ল্যামবর্গিনি গাড়ি চালিয়ে সেখানে হাজির হন ওয়াং। তারপর পাশের একটি বহুতলের ছাদে ওঠেন। সঙ্গে ছিল ব্যাগ ভর্তি টাকা। ছাদে উঠে সেখান থেকে উড়িয়ে দেন টাকা। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায় রাস্তায়। প্রথমটাই অবাক হয়ে যান পথচারিরা। তারপর ব্যাপারটা বুঝতে পেরে টাকা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পুরো ঘটনাটাই তাঁর ফেসবুক পেজে লাইভ ভিডিও করা হয়। খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় পুলিস। আটক করা হয় ওয়াংকে। পুলিস সূত্রে খবর, ওয়াং চিং হংকংয়ের কোটিপতি। মূলত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মাধ্যমে এই টাকা করেছেন তিনি। বহুতলের ওপর থেকে ২ লক্ষ হংকং ডলার যা ভারতীয় মুদ্রায় ১৮ লক্ষ টাকা উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁকে গ্রেপ্তার করার আগে নিজের ফেসবুক পেজে ওয়াং লেখেন, তিনি গরীবদের সাহায্য করার জন্যই এই কাজ করেছেন। ধনীদের টাকা ছিনিয়ে তা গরীবদের মধ্যে বিলিয়ে দেওয়া তাঁর কাজ। এদিকে এশিয়া ক্

আগ্রায় ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে গণধর্ষণ, অধরা অভিযুক্তরা

Image
আগ্রাতে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে চারজন মিলে গণধর্ষণ করল। ঘটনাটি ঘটেছে যমুনা নদীর তীরে। জানা গিয়েছে, ওই তরুণী সেই সময় কোচিং ক্লাসে যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী স্কুটি চালিয়ে কোচিং ক্লাসে যাচ্ছিলেন। তিনি ব্যাচেলর অফ টেকনোলজির প্রথম বর্ষের ছাত্রী। সেই সময় দু'‌জন বাইকে করে এসে তাঁর রাস্তা আটকায় এবং তাঁকে জোর করে তাদের সঙ্গে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, ওই তরুণীকে যমুনা নদীর ধারে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে আরো দু'‌জন ছিল। চারজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করে। মেয়েটির মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তাঁকে আগ্রার এসএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তরুণীর বয়ান অনুযায়ী, অন্য দু'‌জন আগে থেকেই ওই স্থানে উপস্থিত ছিল। আক্রান্ত তরুণী পথচারীদের সহায়তায় বাড়ি ফেরেন এবং পরিবারকে সব জানান। মঙ্গলবার রাতেই ওই তরুণীর পরিবার পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা ফেরার। তাদের খোঁজ চালাচ্ছে পুলিস।

জোর করে আধার চাইলে হতে পারে ১ কোটির জরিমানা ও জেল

Image
নয়াদিল্লি: কোনও ক্ষেত্রেই আর আধার কার্ড বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্ট আগেই সেই রায় দিয়ে দিয়েছে। তা সত্বেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার দিতে বাধ্য করা হচ্ছে। সিম কার্ডের কানেকশন পেতে কিংবা ব্যাংকের কাজের জন্য চাওয়া হচ্ছে আধার কার্ড। তবে এবার আধার কার্ড চাইলে কড়া শাস্তির ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। সোমবার এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ছাড়া আর কোথাও আধার কার্ড জরুরি নয়। আর নির্দেশের কথা মাথায় রেখেই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে আধার চেয়ে চাপ দেওয়া হলে নেওয়া হতে পারে ১ কোটি টাকা জরিমানা। হতে পারে তিন থেকে ১০ বছরের জেল।   আধারের ক্ষেত্রে বায়োমেট্রিক ডেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক গোপন তথ্য জমা থাকে সেখানে। তাই সেই ডেটা অপব্যবহারের সম্ভাবনা থাকে। তাই এই ব্যবস্থা করছে কেন্দ্র। কোনও ব্যক্তির সম্পর্কে তথ্য ব্যবহার করার আগে অনুমতি না নিলে ১০,০০০ টাকা জরিমানা ও তিন বছরের জেলের শাস্তি আগে থেকেই আছে। অনুমতি ছাড়া কোথাও ছবি বা আইডি ব্যবহার করা হলে ১০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। চলতি বছরের সেপ

পাকিস্তানের সংবাদপত্রে ভারতের বিরুদ্ধে কলম ধরল হাফিজ সইদ

Image
ইসলামাবাদ: পাকিস্তানের মাটিতে জঙ্গিদের জনসভা করা কোনও নতুন বিষয় নয়। এমনকি ভোটের ময়দানে লড়াই করতেও নেমেছিল মুম্বই হামলার মাস্টারমাইন্ড। এবার আরও একধাপ এগিয়ে পাকিস্তানের সংবাদপত্রে কলাম লিখল জঙ্গিনেতা হাফিজ সইদ। পাকিস্তানের এক উর্দু সংবাদপত্রে কলাম লিখেছে এই জঙ্গি শীর্ষনেতা। যার হাতে চলে বন্দুক, তার হাতে কলম? এই প্রশ্নই উঠতে শুরু করেছে পাকিস্তানের সাংবাদিক মহলে।   একাধিক হামলার ঘটনায় যুক্ত এই হাফিজ সইদ। তা সত্বেও তাকে নিরাপদ আশ্রয়ে রেখেছে পাকিস্তান। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার মাথা সে। রাষ্ট্রসংঘ এবং আমেরিকার নজরে সে একজন গ্লোবাল টেররিস্ট। তার মাথার দাম ১০ লক্ষ মার্কিন ডলার। অথচ কনট্রিবিউটিং রাইটার হিসেবে তার হাতেই কীভাবে তুলে দেওয়া হল পেন, তা নিয়ে প্রশ্ন তুলছে খোদ পাকিস্তানের মানুষ। অনুমান করা হচ্ছে হাফিজ সইদের সঙ্গে ওই সংবাদপত্রের সম্পাদকের কোনও যোগাযোগ রয়েছে। কিংবা কোনও চাপে পড়েই হাফিজ সইদকে লেখার অনুমতি দেওয়া হয়েছে। যদিও আদালতের নির্দেশে সংবাদপত্রে ছাপা হয়নি হাফিজ সইদের কোনও ছবি। স্বাভাবিকভাবেই লেখার মূল বিষয় ভারত-বিরোধী। মূলত ১৯৭১-এর যুদ্ধে ভারতের রাজনীতিকদের বিরুদ্ধে এই কলাম

মাত্র ৬ ঘণ্টায় ঋণ মুকুব রাহুলের, সঙ্গে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীকে ঘুমাতে না দেওয়া

Image
তিন রাজ্যে জয় এসেছে কৃষকদের জন্যই- ফলাফল বেরনোর পরই এমনটা দাবি করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শপথ নেওয়ার ৬ ঘণ্টার মধ্যে মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে কৃষকদের ঋণমুকুব করে দেওয়ার কথা ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি। এরপরই তাঁকে দেখা গেল প্রধানমন্ত্রীর উদ্দেশে জোরদার নিশানা করতে। কী বললেন? তাঁর কার্যত হুঁশিয়ারি, যত ক্ষণ না কৃষি ঋণ মুকুব হচ্ছে প্রধানমন্ত্রীকে শান্তিতে খেতে-ঘুমাতে-বসতে দেবেন না। সুপ্রিম কোর্টের রায়ের পর রাফাল নিয়ে রাহুল যতই গলা উঁচিয়েছে, তাঁকে রুখতে পাল্টা 'সেনা' নামাতে হয়েছে বিজেপিকে। দেশ জুড়ে এক দিনে ৭০ জন বিজেপির নেতা-মন্ত্রীরা সাংবাদিক বৈঠক করেছেন। শুধুমাত্র এই বলতে, রাফাল নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন রাহুল গান্ধী। এ বার কৃষি ঋণ মুকুব নিয়ে রাহুলকেও আগ্রাসী ভূমিকায় দেখা গেল। মাত্র ৬ ঘণ্টায় মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে কৃষকদের ঋণ মুকুব করে রাহুল বলেন, "এখনই কাজ শুরু হয়ে গিয়েছে।" যদিও রাজস্থানের ক্ষেত্রে কয়েক দিনের মধ্যেই ঋণ মুকুবের সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন কংগ্রেস সুপ্রিমো। এই তিন রাজ্যে সরকার বিরোধী হাওয়ার পাশাপাশি কৃষকদের সমস্যা প্রধান ইস্

জনসনের পাউডার থেকে ছড়াচ্ছে ক্যানসার! সংগ্রহ করা হল নমুনা

Image
জনসন অ্যান্ড জনসন। শিশুদের ব্যবহারের জন্য পাউডার থেকে সাবান, সব বাবা-মায়ের এক নম্বর পছন্দ। সেই জনসনের টেলকম পাউডার থেকে এবার ছড়াল ক্যানসারের আতঙ্ক। সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে প্রথম প্রশ্ন উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তার পরই নড়েচড়ে বসেছে এদেশের ড্রাগ রেগুলটর কর্তৃপক্ষ। তারা বুধবারই এই সংস্থার টেলকম পাউডারের নমুনা সংগ্রহ করেছে। নেওয়া হয়েছে ওই পাউডার তৈরির সামগ্রীর নমুনাও। এছাড়া এর জন্য গঠন করা হয়েছে ১০০ জনের একটি দল। ওই দলে ড্রাগ ইনস্পেক্টররা থাকছেন। বুধবার থেকেই তাঁরা দেশজুড়ে অভিযানে নামছেন। তাঁরা ওই পাউডার তৈরির পদ্ধতি খতিয়ে দেখবেন। পাইকারি ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটরদেরও কাছেও তাঁরা যাবেন। সব ধরনের পাউডারের নমুনা পরীক্ষা করে দেখা হবে। বিষয়টি সামনে আসার পর মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকেই ঠিক হয় যে বুধবার সকাল থেকেই এ নিয়ে পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, এর আগে জুলাই মাসে প্রথম এই বিতর্ক সামনে আসে। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি আদালত জনসন অ্যান্ড জনসন সংস্থাকে জরিমানা করে। ২২ জন মহিলাকে ২২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে

ঘরের মধ্যে রাতভর উনুন জ্বালিয়ে রাখায় পাণ্ডবেশ্বরে দমবন্ধ হয়ে দম্পতির মৃত্যু

Image
আসানসোল: ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বন্ধ ঘরে সারারাত উনুন জ্বেলে রাখায় দমবন্ধ হয়ে পাণ্ডবেশ্বরের এবিপিট কোলিয়ারির আবাসনে এক দম্পতির মঙ্গলবার মৃত্যু হয়েছে। তাঁদের ১৭ বছরের ছেলে বাবলা ভুঁইয়া আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, মৃতদের নাম ছোটকু ভুঁইঞা (৪০) ও কোটাদেবী ভুঁইঞা (৩৬)। এদিন দুপুরে এলাকার বাসিন্দারা দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, বন্ধ ঘরে উনুন জ্বালানোর জন্য বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। চারদিক বন্ধ থাকা ঘরে অক্সিজেনের অভাবেই তাঁদের মৃত্যু হয়েছে। বন্ধ ঘরে আগুন জ্বালানো সবসময়ই বিপজ্জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ছোটকুবাবু ইসিএলে কাজ করতেন। সোমবার থেকে ঠান্ডা বেড়ে যাওয়ায় ওই রাতে আবাসনের একটি ঘরেই পরিবারের সকলে ঘুমাচ্ছিলেন। ঘরের জানালাও বন্ধ ছিল। তার ফলে বাইরে থেকে হাওয়া ঢুকতে পারেনি। ঘর গরম করতে সেখানে সন্ধ্যা থেকেই উনুনে আঁচ দেওয়া ছিল। সারারাত ধরে উনুন জ্বলার কারণেই এই বিপত্তি ঘটে। উনুনের ধোঁয়ায় ঘরের চারদিক ভরে গিয়েছিল। আসানসোল জেলা হাসপাত

টিকিয়াপাড়ায় বড় অস্ত্র কারখানার হদিশ, ৪০টি পাইপগান উদ্ধার, ধৃত ৩

Image
হাওড়া: হাওড়ার টিকিয়াপাড়ায় এবার অস্ত্র কারখানার হদিশ মিলল। হাওড়া সিটি পুলিস মঙ্গলবার সন্ধ্যা ছ'টা নাগাদ গঙ্গারাম বৈরাগী লেনের একটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, অস্ত্র তৈরির কাঁচামাল ও মেশিন উদ্ধার করেছে। হাওড়া সিটি পুলিসের গোয়েন্দা বিভাগ এদিন হানা দিয়ে প্রচুর অস্ত্র তৈরির যন্ত্রাংশও উদ্ধার করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, আরও একজনের খোঁজ চলছে। স্থানীয় সূত্রের খবর, মাসখানেক আগে বিহার, ঝাড়খণ্ড থেকে চারজন এসেছিল। কারখানা করবে বলে তারা ঘর ভাড়া নিয়েছিল।  পুলিস জানিয়েছে, বেআইনি এই অস্ত্র কারখানা থেকে ৪০টি তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। এছাড়াও ছোট আগ্নেয়াস্ত্র তৈরি করা যায়, এরকম বহু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রের দাবি, যে পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে, তা দিয়ে প্রায় শতাধিক বন্দুক তৈরি করা সম্ভব। এছাড়াও তিনটে লেদ মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস যখন কারখানায় হানা দেয়, তখন সেখানে তিনজন ছিল। সেই তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিস। বাকি একজনের খোঁজে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। পুলিসের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, আ

শুধু পছন্দের কেবল চ্যানেলের জন্যই টাকা, চালু ২৯ ডিসেম্বর

Image
কলকাতা: কেবল টিভিতে এবার দর্শক নিজের ইচ্ছামতো চ্যানেল দেখতে পারবেন। আগামী ২৯ ডিসেম্বর থেকে চালু হবে এই নিয়ম। তবে কেবল টিভি'র সংযোগ রাখতে হলে ১০০টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য গ্রাহককে শুরুতে ১৫৪ টাকা বাধ্যতামূলকভাবে দিতে হবে। এরপর তিনি ইচ্ছামতো পে-চ্যানেল বাছবেন ও সেইমতো দাম দেবেন। ১৫৪ টাকার সঙ্গে সেই দাম যোগ করে তাঁর মাসিক খরচ নির্ধারণ করা হবে। অনেকেই বলছেন, গ্রামাঞ্চলে বহু জায়গায় কম খরচে অনেক বেশি চ্যানেল দেখানো হয়। সেখানে এক ধাক্কায় খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। শহরাঞ্চলে অবশ্য তা নাও হতে পারে। কারণ, সেখানে কেবল টিভি'র রেট এমনিতেই অনেক বেশি। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া চাইছে, দর্শক তাঁর পছন্দের চ্যানেলগুলিই দেখুন এবং সেইমতো দাম দিন। এবার সেই সুযোগই পাবেন গ্রাহকরা। ফলে এমএসও'র তরফে বেঁধে দেওয়া গুচ্ছ চ্যানেল নয়, দর্শক নিজেই বেছে নেবেন তাঁর চ্যানেল। বিভিন্ন চ্যানেলের দামও অনেক জায়গাতেই টিভির পর্দায় রোজ প্রচারিত হচ্ছে। তবে বিষয়টি নিয়ে সামগ্রিক সচেতনতা ও প্রচারে ঘাটতি থাকায় এখনও অন্ধকারে বহু দর্শক। কেবল অপারেটর্স সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্যের কথা

সান্দাকফুতে বরফ, আজ থেকে তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গেও

Image
কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের জেরে মঙ্গলবার সারাদিন জবুথবু শীত দাপিয়ে বেড়াল কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সকাল থেকেই মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি দিনের তাপমাত্রা এক ধাক্কায় নামিয়ে আনে অনেকটা। চলতি মরশুমে এটাই ছিল কলকাতার শীতলতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি কম। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার (১৬.১ ডিগ্রি) ফারাক ছিল মাত্র তিন ডিগ্রি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ফারাক এদিন দুই ডিগ্রি বা তারও নীচে চলে আসে (যেমন শ্রীনিকেতনে ১.৭ ডিগ্রি)। ঠান্ডায় কাঁপছে দার্জিলিং। দার্জিলিং জেলার সান্দাকফু ও সংলগ্ন এলাকায় সোমবার রাত থেকেই প্রবল তুষারপাত হয়েছে। দার্জিলিং শহরের কাছে টাইগার হিলেও বরফ পড়েছে। দার্জিলিংয়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ ডিগ্রি। সর্বোচ্চ ৬ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড়ের প্রভাবমুক্ত হওয়ায় আজ বুধবার থেকে জাঁকিয়ে শীত পড়বে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বড়দিন পর্যন্ত শীত

পাহাড়ে বরফ, হিম সমতল

Image
সিকিম থেকে ভুটান, ভুটান থেকে দার্জিলিং পাহাড়। সাদা বরফের চাদরে ছেয়ে গেছে। তাপমাত্রা একধাক্কায় শূন্যের অনেকটা নিচে নেমে গেছে। অন্যদিকে পর্যটকদের উচ্ছ্বাসে সরগরম সান্দাকফু থেকে ছাঙ্গু। এমন তুষারঝরা দিন দেখতে পাবেন, সেটা কল্পনাও করতে পারেননি বাংলাদেশের একঝাঁক পর্যটক। অন্যদিকে, সকাল থেকে লাগাতার বৃষ্টির জেরে জমে হিম উত্তরবঙ্গের সমতল। ছাতা বেরিয়েছে। বৃষ্টি আর ঠান্ডা বাতাসের দাপটে রাস্তা কার্যত শুনশান। বিপর্যস্ত বাজারঘাট। শিলিগুড়ির ফুটপাতে শীতপোশাকের দোকানে কেনাকাটা পুরো বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, পৌষের শুরুতেই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা হঠাৎ কমতে শুরু করে মঙ্গলবার। ভোর থেকে পাহাড় সমতলে লাগাতার বৃষ্টির জেরে সমতলের তাপমাত্রা ১৩–‌‌১৪ ডিগ্রিতে নেমে আসে। পাহাড়ের কিছু কিছু এলাকা মাইনাস তিন ডিগ্রিতেও নেমে যায়। এর সঙ্গে শৈত্যপ্রবাহ থাকায় অনুকূল আবহাওয়া পেয়ে ব্যাপক তুষারপাত হতে শুরু করে সান্দাকফু, ফালুট, টোংলু, কালাপোখরি–‌সহ বিভিন্ন উঁচু এলাকায়। সান্দাকফু থেকে নরবু শেরপা জানান, এদিন প্রায় ৪ ইঞ্চি উঁচু হয়ে তুষার জমেছে। সান্দাকফুতে ওই সময় প্রায় ১০০ পর্যটক ছিলেন। সিকিম ও ভুটানের বিস্তীর্ণ এলাকাও তুষারে ঢে

অবশেষে যুবিকে ₹১ কোটিতে কিনল মুম্বই

Image
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের ২০১৯ নিলামের প্রথমপর্ব পর্যন্ত তিনি ছিলেন অবিক্রিতই। কোনও দলই তাঁকে নিতে বিশেষ আগ্রহ দেখাননি। আইপিএল নিলামের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটারের জন্য তা নিঃসন্দেহে হতাশার। ভারতীয় দলের অলরাউন্ডার যুবরাজ সিংকে নিলামের শেষ মুহূর্তে সেই হতাশা কাটিয়ে আরও একবার নিজেকে প্রমাণের একটা সুযোগ করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইস ₹১ কোটিতে তাঁকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ৩৭ বছরের যুবরাজ সিং গত আইপিএলে ছিলেন কিংস XI পঞ্জাবে। গত নভেম্বরে ₹২ কোটির যুবরাজকে ছেড়ে দেয় পঞ্জাব। এ বার নিলামের প্রথম রাউন্ড অবধি কোনও দল পাননি আইপিএলের ইতিহাসে একটা সময় সর্বোচ্চ দর ₹১৬ কোটিতে বিক্রি হওয়া এই অলরাউন্ডার। ১০১৫-য় তাঁকে ₹১৬ কোটি দিয়ে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। তার আগের আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে নিয়েছিল ১৪ কোটি দিয়ে। ২০১৬-য় সানরাইজ হায়দরাবাদে যুবির দর নেমে আসে ₹৭ কোটিতে। এবার নেমে আসে এক কোটিতে।

২০ লাখ বেস প্রাইস থেকে ৮.৪ কোটি, চমক "মিস্ট্রি স্পিনার" বরুণের

Image
জয়পুর : দেশের হয়ে খেলেননি। IPL-এও আগে কখনও দেখা যায়নি। খেলেছেন শুধু তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। কিন্তু, এবার IPL নিলামে নজর কাড়লেন তিনি। "মিস্ট্রি স্পিনার" বরুণ চক্রবর্তী। বেস প্রাইস ২০ লাখ থাকলেও ৮ কোটি ৪০ লাখ টাকায় তাঁকে কিনে নিল কিংস ইলেভেন পঞ্জাব। ১৩ বছর বয়স থেকে ক্রিকেট মাঠে আসা-যাওয়া বরুণের। প্রথম থেকে হতে চেয়েছিলেন উইকেটকিপার। ১৭ বছর বয়স পর্যন্ত খেলেছেন কিপিং গ্লাভস হাতেই। তারপর হঠাৎই বিরতি। ক্রিকেট ছেড়ে মনোযোগ দিয়েছিলেন পড়াশোনায়। চেন্নাইয়ের SRM বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে ডিগ্রি নিয়ে যোগ দেন চাকরিতে। দু'বছর চাকরি করার পর ফের মাঠে ফেরেন। এবার আর উইকেট কিপার নয়, হতে চেয়েছিলেন পেসার। কিন্তু, চোট পান হাঁটুতে। এরপর পেসার থেকে হয়ে যান স্পিনার। চেন্নাই লিগের চতুর্থ ডিভিশনে খেলা দিয়ে শুরু। সেখান থেকে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। খেলেন সিয়েচেম মাদুরাই প্যান্থার্সে। তাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও ছিল তাঁর অবদান। এরপর খেলেন বিজয় হাজ়ারে ট্রফিতে। সেখানেও বজায় রাখেন একই পারফরমেন্স। নেন ২২টি উইকেট।  প্রথমে উইকেট কিপার। তারপর পেসার ও স্পিনার। খেলোয়াড় বরুণের জীবনে অনেক পরিবর্তন

ম্যাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসার চক্র ফাঁস

Image
নাগপুর: সেলুনের আড়ালেই বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা৷ এমন কি এই সেলুনে ছিল ম্যাসাজ পার্লারও৷ আর এই ম্যাসাজ পার্লারে কাজ করলেই রাতারাতি ধনী হয়ে যাচ্ছিল মহিলারা৷ কারণ এই পার্লারে কাজ করলেই দেওয়া হত মোটা রকমের বেতন৷   গোপন সুত্রে এই ম্যাসাজ পার্লারের হদিশ পায় নাগপুর পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চের কর্তারা৷ এই পার্লারের হদিশ পেয়ে হঠাৎ হানা দিয়ে পার্লারের মালিক কে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতের নাম সমির রাজু বাহানে৷ চলতি মাসে নাগপুর পুলিশ এই পার্লারে ক্ষদ্দের সেজে যায়৷ তাদের সামনে এই পার্লারের মালিক কয়েক জন মহিলাকে পেশ করে৷ তার পরেই পুলিশ অভিযুক্ত কে হাতেনাতে গ্রেফতার করে৷ পার্লারের মালিক কে গ্রেফতার করলেও এখনও এই চক্রের সঙ্গে জড়িৎ এক মহিলার খোঁজ করছে পুলিশ৷ সঙ্গিতা গজবিহে নামে এই মহিলা এই পার্লারে মহিলা পাচার করত বলে জানতে পারে পুলিশ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত এই মহিলা পলাতক বলে জানান পুলিশ কর্তারা৷ এমনকি এখানে বেশ কিছু মহিলা কে জোড় করে আঁটকে রেখে দেহ ব্যবসায় নামানো হয় বলেও জানতে পারেন তদন্তকারিরা৷ এমন তিন মহিলা কে পার্লার থেকে উদ্ধার করে পুলিশ৷ এই ঘটনার তদন্তে নেমে পুল

নিলামে বিক্রি হলেন যে সব ক্রিকেটার

Image
জয়পুর: গোলাপি শহরে ২০১৯ আইপিএল নিলামে উঠেছিলেন ৩৫১ জন ক্রিকেটার৷ কিন্তু কিছু প্লেয়ার দল পেলেও কিছু থেকে গেলেন অবিক্রিত৷ দু'বারের সুযোগ বেশ কয়েকজন ক্রিকেটারকে কিনল না কোনও ফ্র্যাঞ্চাইজি৷ আবার অপ্রত্যাশিত দামে বিক্রি হল বেশ কয়েকজন অনামী ক্রিকেটার৷ এক নজরে নিলামে বিক্রিত ক্রিকেটাররা   হনুমা বিহারী- দিল্লি ক্যাপিটালস-২ কোটি শিমরন হেটমাইয়ার- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৪.২ কোটি কার্লোস ব্রাথওয়েট- কলকাতা নাইট রাইডার্স- ৫ কোটি গুরুকীরত সিং মান- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৫০ লক্ষ মোজেস হেনরিকেস- কিংস ইলেভেন পঞ্জাব- ১ কোটি অক্ষর প্যাটেল- দিল্লি ক্যাপিটালস- ৫ কোটি জনি বেয়ারস্টো- সানরাইজার্স হায়দরাবাদ- ২.২ কোটি নিকোলাস পুরান- কিংস ইলেভেন পঞ্জাব- ৪.২ কোটি ঋদ্ধিমান সাহা- সানরাইজার্স হায়দরাবাদ- ১.২ কোটি জয়দেব উনাদকট- রাজস্থান রয়্যালস- ৮.৪ কোটি ইশান্ত শর্মা- দিল্লি ক্যাপিটালস- ১.১ কোটি লসিথ মালিঙ্গা-মু্ম্বই ইন্ডিয়ান্স- ২ কোটি মহম্মদ শামি- কিংস ইলেভেন পঞ্জাব- ৪.৮ কোটি বরুণ অ্যারন- রাজস্থান রয়্যালস- ২.৪ কোটি মোহিত শর্মা- চেন্নাই সুপার কিংস- ৫ কোটি

ফের হাওড়ায় বিরাট অস্ত্র কারখানার হদিশ

Image
হাওড়া: অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়। যা ঘিরে স্বভাবতোই ছড়াল চাঞ্চল্য। হাওড়ার টিকিয়াপাড়ার গঙ্গারাম বৈরাগী লেনে অস্ত্র কারখানার হদিশ মিলল। এখানে একটি ছোট্ট গলির মধ্যে লেদ কারখানা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে হানা দেয়। অভিযানে প্রায় চল্লিশটি ফিনিশড আর্মস পায়। এছাড়াও প্রায় ৩০টি আনফিনিশড অবস্থায় আর্মস পুলিশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ মোট তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হল মহম্মদ সোহেল আলম, মহম্মদ আনোয়ার এবং মহম্মদ নিরজ আনসারি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এদের মধ্যে প্রথম দুই জনের বয়স ৩৮ বছর এবং অন্তিম ব্যক্তির বয়স মাত্র ১৮ বছর। ধৃত সকলেই বিহারের মুঙ্গের জেলার কোতয়ালি থানা এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হাওড়ার নগরপাল তন্ময় রায়চৌধুরী এই প্রসঙ্গে জানিয়েছেন যে ধৃত তিনজনেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। তারা এই ঘরটি ভাড়া নিয়েছিল। সারাদিন দরজা বন্ধ করে এই ঘরের ভিতরে তারা অস্ত্র তৈরি করত বলে প্রাথমিকভাবে অনুমান। স্থানীয় যে লোকটির মাধ্যমে তারা এই ঘরটি ভাড়া নিয়েছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

আইপিএলে বিরাটের দলে বাংলার কিশোর

Image
জয়পুর: বিরাটের সঙ্গে সেলফি তোলা বা ক্যাপ্টেন কোহলির অটোগ্রাফ নেওয়ার বয়স প্রয়াস রায় বর্মনের৷ কিন্তু বাংলার এই কিশোর সরাসরি ঢুকে পড়ল আইপিএল বিরাটদের ড্রেসিংরুমে৷ কারণ মঙ্গলবার দ্বাদশ আইপিএল নিলামে ১৬ বছরের বাংলার লেগ-স্পিনারকে ১.৫ কোটি দিয়ে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ চলতি বছরেই বাংলার হয়ে লিস্ট-এ ম্যাচে অভিষেক হয়েছে প্রয়াসের৷ বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে সর্বাধিক উইকেট নিয়ে নজর কেড়েছে বছর ষোলোর এই লেগ-স্পিনার৷ ২০ লক্ষ টাকা নূন্যতম মূল্যে নিলামে ওঠা প্রয়াসকে আরসিবি কিনেছে এক কোটি ৫০ লক্ষ টাকা খরচ করে৷ ২০১৯ আইপিএল প্রয়াসই কনিষ্ট ক্রিকেটার৷ এছাড়াও নিলামে আরসিবি কিনেচে ক্যারিবিয়ান ব্যাটসম্যান সিমরন হেটমাইয়ার, গুরুকীরত সিং, শিভম দুবে এবং দেবদ্রুত পাদিক্কলকে কিনেছে রয়্যাল চ্যালে়ঞ্জার্স৷ বিরাটের দলে সুযোগ পাওয়ার পর প্রয়াস জানায়, 'এখনও বিশ্বাস হচ্ছে না৷ ভাবিনি আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজি আমাকে কিনবে৷ অন্য কিশোরদের মতোই বিরাটও আমার রোল মডেল৷ বিরাটের সঙ্গে ফটো তোলা আমার স্বপ্ন৷ আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি৷ এবার আমার হিরোর সঙ্

বাংলার কৃষিতে আসতে চলেছে ভয়ানক দিন! বিশ্ব উষ্ণায়ন নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট বিজ্ঞানীদের

Image
ভারতবর্ষের কৃষিক্ষেত্রে সার্বিকভাবে বড় ধাক্কা দিতে চলেছে আবহাওয়ার বদল। নেতিবাচক এই ধাক্কায় ২০২০ সালের মধ্যে সারা দেশে চাল উৎপাদন কমপক্ষে ৪ শতাংশ কমে যাবে বলে বিজ্ঞানীরা আশঙ্কার বাণী শুনিয়েছেন। বাকী খাদ্যশস্য ও আনাজের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আরও বড় আকারে পড়বে বলে জানানো হয়েছে। কমবে উৎপাদন যেমন আলু উৎপাদন ১১ শতাংশ কমে যাবে ২০২০ সালের মধ্যে। এছাড়া শস্য চাষে ১৮ শতাংশ ঘাটতি হবে। সরষে উৎপাদন ২ শতাংশ কমে যাবে বলে আশঙ্কা করা হয়েছে। তবে কখন বীজ বপন করা হচ্ছে, কী ধরনের বীজ বোনা হচ্ছে, সেচ, সার ইত্যাদি শস্য চাষে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।     বাড়বে নারকেলের উৎপাদন বিশ্ব উষ্ণায়নের ফলে অন্যদিকে নারকেলের উৎপাদন বেড়ে যাবে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তর-পূর্বের রাজ্য ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। পাশাপাশি শস্য চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়। কমে যাবে দুধের উৎপাদনও। ক্ষতি বেশি বাংলায় সবচেয়ে বেশি ক্ষতি হবে উত্তরপ্রদেশ, রাজস্থান ও পশ্চিমবঙ্গে। এমনকী গবাদি পশু প্রতিপালনেও দুঃস্বপ্নের দিন আসতে চলেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ছোট চাষি যাদের কাছে ৪ হেক্টরের কম জমি রয়েছে

দুই শিশুপুত্রের হাত ধরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ যুবকের, স্ত্রীর অপমানে মর্মান্তিক-কাণ্ড

Image
স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিল না। নিত্যদিন লেগেছিল অশান্তি। তারই জেরে সাংঘাতিক ঘটনা ঘটে গেল মঙ্গলবার। দুই সন্তানের হাত ধরে রেললাইনে ঝাঁপ দিলেন যুবক। এক মূহূর্তে সব শেষ। তিনজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল রেল পুলিশ। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনেক মশাগ্রাম স্টেশনে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাকেশ সিং। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরে। তিনি তাঁর দুই পুত্রকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এক ছেলের বয়স পাঁচ, অন্যজনের দুই। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই এই সিদ্ধান্ত। চার মাস আগে স্ত্রী তাঁকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। তারপর ফিরিয়ে আনতে গেলে মহিলা স্বামীকে মারধর করেন। তাতেই অপমানিক বোধ করেন তিনি। এরপর দুই শিশুপুত্রের হাত ধরে তিনি চরম সিদ্ধান্ত নিয়ে নেন। মশাগ্রাম স্টেশন লাগোয়া দিঘির পাড় এলাকায় বাড়ি। পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ভালোবেসে বিয়ে করেছিলেন, তাঁর কাছেই অপমান সহ্য করতে পারেননি। তাই ঘটিযে ফেললেন মর্মান্তিক ঘটনা। ভোররাতে কখন দুই ছেলেকে নিয়ে উঠে গ