অ্যাংরি বার্ড-এর সফল উৎক্ষেপণ


শ্রীহরিকোটা : কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-7A এর সফল উৎক্ষেপণ হল। আজ বিকেল ৪টে ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। GSLV-F11 রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। ইতিমধ্যেই GSLV-F11 রকেট ভূসমালয়ে কক্ষপথে স্যাটেলাইটটিকে স্থাপন করেছে।

এই কমিউটিকেশন স্যাটেলাইটটির সাহায্যে ভারতীয় বায়ু সেনার বিমান, ওয়ার্নিং কন্ট্রোল প্ল্যাটফর্ম, ড্রোন এবং গ্রাউন্ড স্টেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। GSAT-7 ও GSAT-6 স্যাটেলাইট দুটি 'ইন্ডিয়ান অ্যাংরি বার্ড' নামে পরিচিত। 

GSAT-7A হল ভারতের উপগ্রহ গবেষণার ১৭তম মিশন। চলতি বছরে ISRO থেকে এটাই শেষ স্যাটেলাইট উৎক্ষেপণ। 

এক নজরে GSAT-7A

মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-7A এর ওজন ২,২৫০ কেজি

অত্যাধুনিক প্রযুক্তিতে স্যাটেলাইটটি প্রস্তুত করা হয়েছে

ভারতীয় বায়ুসেনার রণসম্ভারে এটা একটা নতুন পালক

শ্রীহরিকোটা থেকে এই নিয়ে ৯৬ তম রকেট উৎক্ষেপণ হল