Posts

Showing posts from October 30, 2018

জিও সেলিব্রেশান প্যাক: কীভাবে পাবেন অতিরিক্ত 8GB ডাটা?

Image
আবার নতুন অফার নিয়ে হাজির জিও। এবার সেলিব্রেশান প্যাকে গ্রাহককে 8GB অতিরিক্ত ডাটা দিচ্ছে জিও। ৩০ অক্টোবর পর্যন্ত ভ্যালিড থাকবে এই অফার। টেলিকমটক ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে প্রত্যেক গ্রাহক আলাদা ভ্যালিডিটি পাচ্ছেন। যে সনব গ্রাহক এই অফারের অধীনে আসবেন তাদের My Jio অ্যাকাউন্টে নিজে থেকেই অতিরিক্ত ডাটা যোগ হয়ে যাবে। প্রিপেড ও পোস্টপেড দুই গ্রাহককেই সেলিব্রেশান প্যাকের অধীনে অতিরিক্ত ডাটা দিচ্ছে জিও। My Jio অ্যাপের 'My Plan' বিভাগ থেকে অতিরিক্ত ডাটা দেখে নেওয়া যাবে।যদিও আপনার অ্যাকাউন্টে এই অতিরিক্ত ডাটা থাকে একই সাথে তা কবে পর্যন্ত বৈধ তা My Plan বিভাগেই জানানো থাকবে। মাসে চারদিন দিনে 2GB করে অতিরিক্ত ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। কোম্পানির দুই বছর পূর্তি উপলক্ষ্যে সেপ্টেম্বরে জিও সেলিব্রেশান প্যাক লঞ্চ করেছিল জিও। এই অফারে ইতিমধ্যেই গ্রাহককে বিনামূল্যে অনেক সুবিধা দিয়েছে মুকেশের কোম্পানি। এই অফারে নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহকরা দিনে অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সারা মাসে মোট 8GB অতিরিক্ত ডাটা ব্যবহার করতে পারবেন জিও গ্রাহক। উৎসবের মরশুমের ঠিক আগে জিও দ

‘স্ক্রিন আনলক’, ‘নাইটস্কেপ’, ‘টিয়ারড্রপ নচ’ সহ বাজারে এল OnePlus 6T

Image
বাজারে এল OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ। সোমবার ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিটে নিউ ইয়র্কে এক ইভেন্টে নতুন OnePlus 6T লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এই বছর মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। সেই ফোনে কিছু উন্নতি করে তৈরী হয়েছে নতুন OnePlus 6T। নতুন OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। নতুন এই টেকনোলজির নাম রাখা রয়েছে 'স্ক্রিন আনলক'। এছাড়াও ডিসপ্লের উপরে থাকবে ছট 'টিয়ারড্রপ নচ', আগের থেকে বড় 3,700 mAh ব্যাটারি, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। OnePlus 6 আর OnePlus 6T ফোনে ব্যবহার হয়েছে একই ক্যামেরা। তবে ক্যামেরা সফটওয়্যারে এসেছে বড় পরিবর্তন। নতুন OnePlus 6T ফোনে কম আলোতে ছবি তোলার জন্য থাকছে বিশেষ 'নাইটস্কেপ' মোড। এছাড়াও পোট্রেট মোডে ছবি তোলার জন্য থাকছে বিশেষ স্টুডিও লাইট ফিচার। 64GB বেস ভেরিয়েন্টে OnePlus 6 পাওয়া গেলেও OnePlus 6T পাওয়া যাবে 128GB বেস ভেরিয়েন্টে। এছাড়াও OnePlus 6T থেকে বাদ গিয়েছে জনপ্রিয় 3.5 মিমি হেডফোন জ্যাক। OnePlus 6T এর দাম মার্কিন যুক্তরাষ্ট্রে OnePlus 6T ফোনের দাম শুরু হচ্ছে ৫৪৯ মার্কিন ডলার থেকে। অর্থাৎ ভারতে ৪০,০০০

নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিয়ে প্রেমিকাকেই ধর্ষণ!

Image
বনগাঁ: বিয়েবাড়িতে আলাপ৷ কয়েক মাসের মেলামেশা, প্রেম৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসই শুধু নয়, প্রেমিকের বিরুদ্ধে রীতিমতো ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী৷ ওই তরুণীর দাবি, নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দিনের দিন তাঁকে ধর্ষণ করেছে অভিযুক্ত৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়৷ অভিযুক্তের নাম নীতীশ মণ্ডল৷ বাড়ি গাইঘাটার শিমূলপুরে৷ অভিযোগকারিনী তরুণীরও গাইঘাটারই বাসিন্দা৷ তাঁর বাড়ি পানিশালায়৷ জানা গিয়েছে, কয়েক মাসে আগে এলাকায় একটি বিয়েবাড়ি দু'জনেরই নিমন্ত্রণ ছিল৷ সেখানে অভিযুক্ত নীতীশের সঙ্গে আলাপ হয় নির্যাতিতা তরুণীর৷ আলাপ থেকে বাড়ি ঘনিষ্ঠতা৷ অভিযুক্তের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই তরুণীর৷ কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি৷ অন্তত তেমনই দাবি গাইঘাটার পানিশালা এলাকার বাসিন্দার ওই তরুণীর৷ ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে নীতীশ৷ শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে যখন ঘনিষ্ঠ হয়েছিলেন, তখন তাঁর বেশ কয়েকটি নগ্ন ছবিও তুলে রেখেছিল ওই যুবক৷ বিয়ের জন্য চাপ দিলে, সেই ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে হুমকি দেয় সে৷ চলে লাগাতার ধর্ষণও

ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহত দূরদর্শনের চিত্র সাংবাদিক

Image
ছত্তিসগড়ে মাওহানায় মৃত্যু দূরদর্শনের এক চিত্রসাংবাদিকের। হামলায় মৃত্যু হয়েছে ২ পুলিসকর্মীরও। মঙ্গলবার ছত্তিসগড়ের দান্তেওয়াড়া জেলায় হামলা চালায় মাওবাদীরা। হামলায় ২ পুলিসকর্মী গুরুতর আহত হয়েছেন।  আগামী মাসে ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে সেরাজ্যের মানুষের হাল হকিকত জানতে মাও উপদ্রুত দান্তেওয়াড়ায় গিয়েছিলেন দূরদর্শনের কর্মীরা। অর্ণাপুর গ্রামে পৌঁছতে তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা। হামলায় মৃত্যু হয় ছত্তিসগড় পুলিসের সাব ইন্সপেক্টর রুদ্র প্রতাপ, অ্যাসিস্ট্যান্ট কন্সটেবল মঙ্গালু দূরদর্শনের চিত্র সাংবাদিক অচ্যূতানন্দ শাহু। দিল্লি থেকে সংবাদ সংগ্রহ করতে দান্তেওয়াড়া গিয়েছিলেন তিনি। ছত্তিসগড় পুলিসের তরফে জানানো হয়েছে, হামলায় মাথায় গুরুতর আঘাত পান চিত্র সাংবাদিক অচ্যূতানন্দ শাহু। পরে তাঁর মৃত্যু হয়। তবে দূরদর্শনের বাকি ২ কর্মী নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে।  প্রসার ভারতীর তরফে জানানো হয়েছে, 'ছত্তিসগড়ে নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য দূরদর্শন তার কর্মীদের দান্তেওয়াড়ায় পাঠিয়েছে। সেই দলে ছিলেন সংবাদদাতা ধীরজ কুমার, চিত্র সাংবাদিক অচ্যূতানন্দ শাহু ও আলোক সহযোগী মোরমুক্ত শ

কাল থেকে আর ২০,০০০ টাকার বেশি তোলা যাবে না এটিএমে

Image
২০,০০০ টাকার বেশি আর এটিএম থেকে তোলা যাবে না। কাল থেকেই এসবিআইয়ের সব এটিএম–এ কার্যকর হচ্ছে এই নিয়ম। এটিএম প্রতারণা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল। উৎসবের মরশুমে ব্যাঙ্কের এই সিদ্ধান্তে প্রভাব পড়বে প্রায় ৪২ কোটি গ্রাহকের উপর।  এর আগে ৪০,০০০ টাকা পর্যন্ত একদিনে এটিএম থেকে তোলা যেত। সেটা কমিয়ে আর্ধেক করে দেওয়া হয়েছে। তার অন্যকতম কারণ এটিএম প্রতারণা। ব্যাঙ্কের কাছে এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

১৪ বছরের আগে সন্তানের হাতে মোবাইল নয়, বললেন বিল গেটস

Image
১৪ বছরের আগে শিশুর হাতে কোনও ভাবেই মোবাইল ফোন নয়। বলছেন খোদ তথ্য-প্রযুক্তির সম্রাট বিল গেটস! তাঁর মতে, ''বাবা-মায়ের দায়িত্ব পালন খুব সহজ কাজ নয়। অভিভাবকরাই ঠিক করবেন এক জন শিশুর বেড়ে ওঠা কেমন হবে। তাই শিশুর হাতে কখন মোবাইল তুলে দেবেন, সে সিদ্ধান্তও অভিভাবকের।''  নিজের সন্তানদের ক্ষেত্রেও এই বিষয়ে যথেষ্ট কঠোর ছিলেন বিল গেটস। তাঁর তিন সন্তানের বয়স যথাক্রমে ২০, ১৭ ও ১৪। এঁদের কেউই হাইস্কুলে ওঠার আগে মোবাইল হাতে পাননি। এর আগেও সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া নিয়ে একই কথা জানিয়েছিলেন বিল।   শিশু কাঁদছে। তাকে ভোলাতে মা হাতে তুলে দিলেন মোবাইল। বাবা-মা ব্যস্ত জরুরি কাজে, শিশুর দৌরাত্ম্য ঠেকাতে হাতে গুঁজে দিচ্ছেন মোবাইল গেম। আমাদের চারপাশে এ ছবি নতুন নয়। যদিও চিকিৎসকরা বরাবরই শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়ার বিরোধিতাই করে এসেছেন। ২০১৬-য় ''কিডস অ্যান্ড টেক: দ্য ইভলিউশন অব টুডে'জ ডিজিটাল নেটিভস'' শীর্ষক একটি রিপোর্টে প্রকাশ, সারা পৃথিবীতে যে সব শিশু মোবাইল হাতে পায়, তাদের গড় বয়স ১০.৩ বছর। সোশ্যাল সাইট ব্যবহারকারী শিশুদের গড় বয়স ১১.৪ বছর। যে তথ্য যথেষ্ট চিন্তা

তৃতীয় ধনী দেশ হওয়ার পথে ভারত, দাবি মুকেশ অম্বানির

Image
প্রকল্পের বাস্তবায়নও হয়নি। অথচ মোটা অঙ্কের সরকারি অনুদান মিলেছে। তা নিয়ে গত কয়েক মাসে কম বিতর্ক হয়নি। কম সমালোচনার মুখে পড়েনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রস্তাবিত জিও ইনস্টিটিউট।  তবে তাতে বোধহয় এতটুকু বিব্রত নন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানি। তাই ভারতের ডিজিটাল ইন্ডিয়ায় রূপান্তরিত হওয়ার সব কৃতিত্ব জিওকেই দিলেন তিনি। সেই সঙ্গে ডাক দিলেন দেশজুড়ে ডিজিটাল বিপ্লব ঘটানোর। যাতে আগামী দু'দশকের মধ্যে বিশ্বের তৃতীয় ধনী দেশে পরিণত হয় ভারত। নয়াদিল্লিতে সোমবার থেকে ২৪তম আন্তর্জাতিক মোবাইল কম্পিউটিং এবং নেটওয়ার্ক সম্মেলন শুরু হয়েছে। চলবে ২ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার সেখানে হাজির ছিলেন রিলায়েন্স কর্ণধার। যুব সমাজকে উৎসাহিত করতে বলেন, ''ডিজিটাল দুনিয়ায় পা রেখেছে ভারত। তাতে অভাবনীয় পরিবর্তন ঘটেছে।  ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি ব্যবহারে এক সময় গোটা পৃথিবীতে ১৫৫ তম স্থানে ছিলাম আমরা। কিন্তু মাত্র ২৪ মাসে তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছি । চেষ্টা করলেও কেউ আমাদের ছুঁতে পারবে না।'' বিনামূল্যে গ্রাহকদের ভয়েস কল এবং এসএমএস পরিষেবা পৌঁছে দিয়েছে রিলায়েন্স জিও। নামমাত্র খরচে মিলছে ইন্টারনেট পর

বিড়ালকে ‘ধর্ষণ’, গৃহকর্ত্রীর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি

Image
ক্রমশই বাড়ছে যৌন নির্যাতনের মতো ঘটনা৷ বাদ যাচ্ছেন না শতর্ধ্বো মহিলাও৷ শিশুরাও বহুবারই বিকৃত কামের শিকার হয়েছে৷ কুরুচি সম্পন্ন এই সব মানুষদের হাত থেকে রেহাই মেলে না পশুদেরও৷ কখনও ছাগল তো কখনও গরুর উপরেও অত্যাচারের ঘটনা ঘটে আকছার৷ আর এবার ধর্ষকের শিকার বিড়াল৷ যদিও গৃহকর্ত্রীর সহায়তায় বড়সড় বিপদের হাত থেকে রেহাই পেয়েছে বিড়ালটি৷ বহু মানুষই বিড়ালকে বাড়িতে পোষ্য হিসাবে রাখেন৷ এক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা৷ দক্ষিণ আফ্রিকার এক মহিলা বাড়িতে অনেকগুলি বিড়াল পুষেছিলেন৷ বিড়ালগুলি যেন তাঁর প্রাণ৷ একদিন ঘরে বিড়ালকে রেখে অন্যত্র কাজে বেড়িয়েছিলেন তিনি৷ বাড়ি ফিরে অবাক হয়ে যান মহিলা৷ তিনি শোনেন, বিড়ালটি চিৎকার করছে৷ কেন এভাবে বিড়ালটি চিৎকার করছে তা বুঝতে পারেননি ওই মহিলা৷ বুঝতে পেরেছিলেন কিছু একটা হয়েছে বিড়ালটির৷ ছুটে গিয়েছিলেন ঘরে৷ কিন্তু ঘরে গিয়ে যা দেখলেন, তা দেখে রীতিমতো শিউড়ে উঠেছেন তিনি৷ অভিযোগ, ঘরের মধ্যে নগ্ন অবস্থায় এক ব্যক্তিকে দেখেন তিনি৷ তাঁর সাধের বিড়ালকে ঘিরে ধরেছে নগ্ন ওই ব্যক্তি৷ মহিলার আরও অভিযোগ, ওই ব্যক্তিকে তাঁর বিড়ালকে ধর্ষণ করতেও দেখেন তিনি৷ এরপর চিৎকার চেঁচ

মূর্তি উন্মোচনের আগেই ধাক্কা মোদীকে

Image
আমেদাবাদ: ২৪ ঘণ্টা বাদেই উন্মোচন হবে বিশ্বের সবথেকে বড় মূর্তি। সর্দার বল্লভভাই প্যাটেলের সেই মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই মোদীর বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিলেন মূর্তির পাদদেশে থাকা গ্রামগুলি। সর্দার সরোবর বাঁধের কাছে তৈরি হয়েছে এই মূর্তি। ওই এলাকায় রয়েছে ২২টি গ্রাম। ওইসব গ্রামের প্রধানদের তরফ থেকে নরেন্দ্র মোদীকে একটি খোলা চিঠি লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন না গ্রামবাসীরা। প্রাকৃতিক সম্পদ নষ্ট করার প্রতিবাদে এলাকার আদিবাসীরাও অনুষ্ঠান বয়কট করবেন বলে জানানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, "এই বন, এই নদী, এই ঝরনা, এই জমিই আমাদের বাঁচিয়ে রেখেছেন। আমার এদের উপরেই বেঁচে থেকেছি। আর এবার সব ধ্বংস করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের পরিকল্পনাও চলছে। মনে হয় না, কারও মৃত্যু নিয়ে যেন এই উৎসব করা হচ্ছে?" মোদীকে উদ্দেশ্য করে আরও বলা হয়েছে, "আমরা গ্রামবাসীরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৩১ অক্টোবর আমরা আপনাকে স্বাগত জানাতে পারব না। আপনি যদি অনাহুতের মত চলেও আসেন, আমরা আপনাকে স্বাগত জানাব না।" গ্রামবাসীদের দাবি, মানুষের কষ্টের উপার্জনের

পরকীয়ার জের! করবা চৌথের ব্রতর পরই আট তলা থেকে ধাক্কা দিয়ে স্ত্রীকে খুন করল স্বামী

Image
পেশায় পুরোদস্তুর কর্পোরেট। বেসরকারি ব্যাঙ্কের পদস্থ অফিসার। তবু স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথের ব্রত রেখেছিলেন বছর বত্রিশের দীপিকা চৌহান। আর সেই স্বামীই তাঁকে করবা চৌথের রাতে আট তলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঠেলে ফেলে দিয়ে তাঁকে খুন করল দীপিকাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে অনুমান পুলিশের। শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গুরুগ্রামের আনসাল ভ্যালি ভিউ সোসাইটি আবাসনে। দীপিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী বিক্রম চৌহানকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি একটি বেসরকারি সংস্থার উঁচু পদে কাজ করেন।   পুলিশে দায়ের করা অভিযোগে দীপিকার বাবা হরিকিষাণ আহুজা জানিয়েছেন, কিছুদিন প্রেম করার পর ২০১৩ সালে দীপিকা এবং বিক্রমের বিয়ে হয়। তাঁদের চার বছরের কন্যাসন্তান এবং ছ'মাসের পুত্রসন্তান রয়েছে। তাঁর অভিযোগ, করবা চৌথের দিন আট তলা থেকে ঠেলে ফেলে দিয়ে তাঁর মেয়েকে খুন করেছে বিক্রম। পুলিশ জানতে পেরেছে, ওই আবাসনেরই এক বিবাহিত মহিলার সঙ্গে সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বিক্রম। দীপিকার বাবার অভিযোগ, বিক্রম-দীপিকার ফ্ল্যাটে ওই মহিলার যাতায়াত ছিল। দীপিকার অনুপস্থিতিতে মা

ঘুটকা খেয়ে পিক ফেলছিলেন চালক, অটো উলটে মৃত ছাত্রী

Image
অটো চালাতে চালাতেই থুথু ফেলার চেষ্টা করেছিলেন চালক।  সামনে এসে গিয়েছিল অন্য একটি গাড়ি। পাশে কাটাতে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটো। চাপা পড়ে মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রীর।  মর্মান্তিক ঘটনাটি  ঘটেছে কালনার সাতগাছির বকপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  কালনার কুজুরিয়া তিনকড়ি বিদ্যালয়ের ছাত্রী  সালমা খাতুন  সোমবার বিয়েবাড়ি থেকে ফিরছিল। সাতগাছি এলাকা থেকে একটি অটোতে ওঠে সে।  অটোতে তার সঙ্গে অন্যান্য যাত্রীরাও ছিলেন। সহযাত্রীদের দাবি, অটোর গতিবেগ বেশি ছিল। বকপুর গ্রামের রাস্তায় ঢোকার পর আরও গতি বাড়িয়ে দেন চালক। তিনি ঘুটকা খাচ্ছিলেন। বারবারই মুখ বার করে  থুতু ফেলছিলেন। যাত্রীরা তাঁকে বেশ কয়েকবার সাবধানও করেন। একবার থুতু ফেলার সমনে অটোর সামনে একটি গাড়ি চলে আসে। পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার ধারে অটোটি উল্টে যায়। অটোর ধারেই বসেছিল সালমা। অটোয় চাপা পড়ে গুরুতর আহত হয় সে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার।  আহত হন অন্যান্য যাত্রীরাও।

ভূ-স্বর্গে ফের শুরু গুলির লড়াই

Image
শ্রীনগর: জঙ্গি তল্লাশি অভিযান জারি রয়েছে৷ তার মধ্যে মঙ্গলবার দুপুরে পুলওয়ামার ত্রালে শুরু হয়ে গেল নিরাপত্তা রক্ষী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই৷ জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, 42RR, SOG এবং 180 BN CRPF-এর যৌথ বাহিনী ত্রালের মানদুরা এলাকা ঘিরে ফেলে জঙ্গি তল্লাশি অভিযানে নামে৷ আর তার মধ্যেই জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে৷ মনে করা হচ্ছে, দুই থেকে তিনজন জঙ্গি এখনও লুকিয়ে থাকতে পারে ওই স্থানে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াই চলছে৷ এদিকে, সোমবারই বিএসএফের গাড়ি লক্ষ্য করে হামলা করে সন্ত্রাসবাদীরা৷ হামলার জেরে আহত হন পাঁচ বিএসএফ জওয়ান৷ ঘটনাটি কাশ্মীরের পান্থ চক এলাকার৷ সংবাদসংস্থা এএনআই জানায়, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ বিএসএফ হেডকোয়ার্টারের সামনে ঘটে ঘটনাটি৷ তার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় তার জন্য সচেষ্ট ছিলেন জওয়ানরা৷ আইজি সিআরপিএফ রবি দীপ সিং সাহি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷ এদিন সন্ধ্যা ৬টা নাগাদ হেডকোয়ার্টারের সামনে হামলা করে জঙ্গিরা৷ সেই সময় দুটি গাড়ি এলাকায় টহল দিয়ে হেডকোয়ার্টারে ফিরছিল৷ সে

কোচবিহারে তৈরি হল মেডিক্যাল কলেজ

Image
কোচবিহার: কোচবিহার জেলায় একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থাকলেও কোনও মেডিক্যাল কলেজ নেই। ১৩০ কিলোমিটার দূরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ছুটতে হত রোগী ও পরিজনেদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখন কোচবিহারেই তৈরি হচ্ছে মেডিক্যাল কলেজ। এক বছরের মধ্যেই মেডিক্যাল কলেজের কাজ শেষ হবে। বাংলার শেষ সীমানায় কোচবিহার। জেলার একটা বড় অংশ বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা। কিছু অংশে প্রতিবেশী রাজ্য অসম সীমানা। জেলায় একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থাকলেও মেিডক্যাল কলেজ ছিল না। রোগভোগের বাড়াবাড়িতে ছুটতে হত একশ তিরিশ কিলোমিটার দূরের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। কোচবিহারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে মেডিক্যাল কলেজের দাবি জানিয়েছিলেন। বছর দু'য়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাসিন্দাদের দাবি মেনে এখানে মেডিক্যাল কলেজের অনুমোদন করেন। তারপরেই এমজেএন হাসপাতাল ঘিরে মেডিক্যাল কলেজ তৈরির কাজ শুরু হয়েছে। কোচবিহারে মেডিক্যাল কলেজ - মেডিক্যাল কলেজের সুপার নিয়োগ হয়ে গিয়েছে - কৃষিখামারের জমিতে পড়ুয়াদের জন্য ক্লাসরুম তৈরি হচ্ছে - কৃষিখামারের জমিতে প্রশাসনিক ভবনও তৈরি হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল ক

দমদম বিমানবন্দরে মাদক-সহ গ্রেপ্তার নাইজেরীয় তরুণী

Image
দমদম বিমানবন্দরে নিষিদ্ধ মাদক-সহ গ্রেপ্তার এক নাইজেরীয় তরুণী৷ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ গ্রাম কোকেন৷ বিমানে দিল্লি থেকে রাঁচি হয়ে কলকাতায় আসেন তিনি৷ সেখানেই তাঁকে গ্রেপ্তার করে অ্যান্টি নার্কোটিক্স সেল৷ পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম ওকসুন ক্রিশ্চিয়ানা৷ তিনি নাইজেরিয়া নাগরিক৷ আন্তর্জাতিক মাদক পাচারচক্রের সঙ্গে যোগ রয়েছে তাঁর৷ দিল্লি ও কলকাতার বেশ কয়েকটি নাইটক্লাবে মাদক সরবরাহ করতেন ওই তরুণী৷ শহরের একাধিক ডিজের সঙ্গে যোগাযোগ রয়েছে ধৃতের৷ তাঁকে জেরা করে আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই শহরের বুকে ফাঁস বড়সড় মাদক পাচারচক্রের পর্দাফাঁস হয়। গ্রেপ্তার হয় ছয় পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কয়েক লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ 'ইয়াবা' মাদক। গোয়েন্দাদের সন্দেহ শহরেই কথাও তৈরি হচ্ছে ওই নিষিদ্ধ মাদক। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাদের চাঙ্গা রাখার জন্য হিটলারের তৈরি করা উত্তেজক ট্যাবলেট রোহিঙ্গাদের হাত ধরে ঢুকছিল পশ্চিমবঙ্গে। আগে অন্য নামে এই ট্যাবলেট বিক্রি হলেও এখন মায়ানমারে দেদার তৈরি হচ্ছে 'ইয়াবা' পরিচয়ে। বার্মিজ সেনার তা

বায়ুদূষণে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশেঃ WHO-র রিপোর্

Image
নয়াদিল্লি: বাতাসে বাড়ছে দূষণের পরিমাণ ৷ গাড়ি-কারখানার ধোঁয়া বাতাসে মিশে বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ ৷ এহেন অবস্থায় শিশুদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে এই পরিবেশে ৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য ৷ ২০১৬ সালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ১৫ বছরের নীচে যাদের বয়স ৷ তারা এই বায়ুদূষণের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ দেশের প্রায় ৬ লাখ শিশু এই বায়ুদূষণের কবলে রয়েছে ৷ যাদের মধ্যে প্রত্যেকেই শ্বাসকষ্টের পাশাপাশি কোনও না কোনও কঠিন রোগে আক্রান্ত ৷ পাশাপাশি এই বাযু়দূষণের জেরে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশে ৷ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতে প্রায় ৯৮ শতাংশ শিশু এই বায়ুদূষণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ বিশেষত যাদের বয়স পাঁচ বছরের থেকেও নিচে ৷ তারা এই দূষণে একেবারে জর্জরিত ৷ বিশ্বের ধনী দেশগুলি বাদে, আয়ের নিরিখে 'মধ্যবিত্ত' এবং 'নিম্ন-মধ্যবিত্ত' দেশগুলির পরিস্থিতি ভয়াবহ ৷ সেই সমস্ত দেশের মধ্যেই উপরের সারিতে রয়েছে ভারত ৷ শুধু রাস্তার যানবাহনই নয় ৷ পাশাপাশি বাড়ির ভিতরের দূষণেও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে

আরও স্পষ্ট আরবিআই-সরকার দ্বন্দ্ব, ডেপুটি গভর্নরের বক্তব্যে অখুশি কেন্দ্র

Image
গত সপ্তাহেই বোমাটি ফাটিয়েছিলেন ডেপুটি গভর্নর বিরল আচার্য্য। প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন রিজার্ভ ব্যাংকের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র। এবার পালটা এল সরকারের তরফ থেকে। কোনও নেতা বা মন্ত্রী নন, রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরকে পালটা দিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের এক শীর্ষ আধিকারিক। প্রধানমন্ত্রীর অধীনে কর্মরত এক শীর্ষ সরকারি আমলা জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের এই ব্যপারটা প্রকাশ্যে আনাটা দুর্ভাগ্যজনক। এটা আরবিআইয়ের কাছে আমরা প্রত্যাশা করিনা। গত সপ্তাহে একটি বিস্ফোরক বক্তব্যে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর সরাসরি শীর্ষ ব্যাংকের কাজে কেন্দ্রে হস্তক্ষেপের অভিযোগ আনেন। তিনি বলেন, কেন্দ্র টি-২০ খেলছে, আমরা টেস্ট খেলি। মূলত কেন্দ্রীয় ব্যাংকের কার্যকলাপে কেন্দ্রের বিধি নিষেধ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর। তিনি বলেন, বললেন, "অনেক সময় ব্যাংকের ঋণ দেওয়ার পদ্ধতিতে হস্তক্ষেপ করছে কেন্দ্র। নিয়মে শিথিলতা আনার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। এর ফলে প্রদেয় ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকগুলি কঠিন সিদ্ধান্ত নিতে চাইছে যাতে ভবিষ্যতে সুবিধা হয়, কিন্তু শর্ট-

পাচারকারী সন্দেহে যুবতির মাথা ফাটিয়ে মাখানো হল নুন-লঙ্কার গুঁড়ো

Image
ভাঙড় : নারী পাচারকারী সন্দেহে যুবতিকে বেধড়ক মারধরের ঘটনা ঘটল ভাঙড়ের ঝেজেরআইট গ্রামে। ওই যুবতিকে ঝেজেরইট গ্রামের সুন্দিয়া বাজারের কাছে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। তারপর ক্ষতস্থানে দেওয়া হয় লঙ্কার গুঁড়ো ও নুন। ঘটনায় ভাঙড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঝেজেরআইট গ্রামের রেবেকা খাতুন নামে এক যুবতির নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রেবেকার সঙ্গে ওই যুবতির সম্পর্ক ভালো ছিল। তাই তার নিখোঁজ হওয়ার পিছনে নির্যাতিতার হাত রয়েছে বলে সন্দেহ করে গ্রামের একাংশ। রেবেকার পরিবারের অভিযোগ, বাড়িতে সামান্য ঝামেলার সুযোগ নিয়ে সে ভিনরাজ্যে পাচার করে দিয়েছে তাঁদের মেয়েকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা জানান, বাড়িতে ঝামেলা করেই রেবেকা ঘর ছাড়া। মিথ্যে দোষ দিয়ে মারধর করা হচ্ছে। পাচারের অভিযোগ অস্বীকার করে যুবতি জানান, তাঁকে মারধর করে চুল কেটে নেওয়ার চেষ্টা করা হয়। মাথায় লঙ্কার গুঁড়ো ও নুন ঢেলে দেয় দুষ্কৃতীরা। তাঁর শারীরিক হেনস্থা করা হয়। দেওয়া হয় ধর্ষণ ও প্রাণনাশের হুমকি। ঘটনার পর থেকে আতঙ্কিত তিনি।  নারী পা

ভারত-জাপানের ৭৫০০ কোটির ‘কারেন্সি সোয়াইপ’ চুক্তিতে সই মোদীর

Image
টোকিও: ৭৫ বিলিয়ন অর্থাৎ সাড়ে ৭ হাজার কোটির 'কারেন্সি সোয়াইপ' চুক্তি করল ভারত ও জাপান। এর ফলে ফরেন এক্সচেঞ্জ ও মূলধনী বাজারের ক্ষেত্রে অনেকটাই লাভ হবে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৩ তে ৫ হাজার কোটির 'কারেন্সি সোয়াইপ' চুক্তি হয়েছিল। সেটাই এবার একধাক্কায় অনেকটাই বেড়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরে দুই দেশ ৬টি চুক্তিতে স্বাক্ষর করেছে। যার মধ্যে রয়েছে নৌসেনায় যৌথ সাহায্য। রয়েছে হাই স্পিড ট্রেনের প্রকল্পও। দুই দেশের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির পরই আবে ঘোষণা করেছেন, জাপানি শিল্পপতিরা ভারতে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারও বিনিয়োগ করবেন। ডিজিটালের দুনিয়া থেকে সাইবার স্পেস, স্বাস্থ্য থেকে প্রতিরক্ষা, মহাসাগর থেকে মহাকাশ সব জায়গায় দুই দেশের মৈত্রী দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর জাপানের সঙ্গেও ২ + ২ আলোচনা করবে ভারত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ সেদেশের বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব জেমস মা

মাত্রাছাড়া দূষণ, ৪১৭টি ছোট বড় কারখানা বন্ধের নির্দেশ

Image
নয়াদিল্লি: দশেরার পর থেকেই সমস্যা বেড়েছিল৷ সোমবার রাতে তা মারাত্মক আকার নিল৷ দিল্লির সকাল হল ধোঁয়া আর দূষণের হাত ধরে৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই বলছে দিল্লির বাতাসে ধূলিকণা ও ধোঁয়াশার পরিমাণ এতটাই বেশি, যে বাতাসের গুণগত মান এখন তলানিতে ঠেকেছে৷ দিল্লির বাতাসে এখন শ্বাস নেওয়া দুষ্কর৷ দশেরাতে পুওর ক্যাটাগরিতে গিয়ে দাঁড়িয়েছিল দিল্লির বাতাসের গুণগত মান৷ সেই রাতে বাতাসের দূষণের পরিমাণ পরিমাপ করা হলে দেখা গিয়েছে তার পয়েন্ট ২৭৮৷ আর সেই পয়েন্ট ক্রমশ বাড়ার ফলে উদ্বিগ্ন দিল্লি সরকার৷ পরিস্থিতি সামাল দিতে কিছুটা হলেও চেষ্টা করছে প্রশাসন৷ প্রায় ৪১৭টি দূষণ উৎপাদনকারী ইউনিট বন্ধ করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার৷ বলা হয়েছে দূষণের পরিমাপ এখন উদ্বেগজনক৷ সেই দিকে লক্ষ্য রেখে সোমবার রাতে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসে দিল্লি প্রশাসন৷ সেই বৈঠকের পর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল নির্দেশ দেন অত্যধিক ধোঁয়া উৎপাদন করে, এমন সংস্থা ও কারখানা বন্ধ করে দিতে হবে৷ সেই সংখ্যা প্রায় ১১৩টি৷ এর মধ্যে ৬৭টি অবস্থিত সবচেয়ে দূষিত বাওয়ানা ও নারেলা এলাকায়৷ উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন দি

সাজা আরও বেড়ে ১০ বছরের জেল খালেদা জিয়ার

Image
ঢাকা: সাজা আরও বাড়ল বিএনপি নেত্রী খালেদা জিয়ার। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিল হাইকোর্ট। আগে থেকেই পাঁচ বছরের জন্য কারাবন্দি বিএনপি নেত্রী৷ সোমবার সেই সাজা আরও বাড়িয়ে সাত বছর করা হয়। মঙ্গলবার সেই মেয়াদ বাড়ল আরও তিন বছর। এদিন সকাল সাড়ে ১০টায় আদালতের তরফে এই ঘোষণা করা হয়। এছাড়া এদিনের রায়ে সালিমুল হক ও শরফুদ্দিন আহমেদের ১০ বছরের কারাদণ্ডও বহাল রইল। এদিকে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই সুপ্রিম কোর্টর বর্ধিত ভবনের সামনে ছিল বাড়তি নিরাপত্তা। রায় ঘোষণার সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনালের মুরাদ রেজা, মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ফরহাদ আহমেদ, একরামুল হকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। ২০১১ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা বেআইনি লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক৷ সেই মামলায় জেল হয়েছে বেগম জিয়ার৷

যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার! গৃহবধূর 'গর্ভধারণ সমস্যা' মীমাংসায় বসল সালিশি সভা

Image
সন্তান হচ্ছে না কেন? এই প্রশ্নে বধূ নির্যাতনের অভিযোগ উঠল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। গৃহবধূর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মঙ্গলবার এই নিয়ে সালিশি সভা বসে ময়নাগুড়ির মৌয়ামারিতে। সেই সালিশি সভায় দুপক্ষের বাগবিতণ্ডা থেকে বাঁধল রক্তারক্তি কাণ্ড। জখম হলেন বেশ কয়েকজন। জারা গিয়েছে, বছর দুয়েক আগে ময়নাগুড়ির মৌয়ামারির বাসিন্দা কৃষ্ণ পালের সঙ্গে বিয়ে হয় অভিযুক্তার। অভিযোগ, বিয়ের সময় এক লাখ টাকা পণ নিয়েছিলেন কৃষ্ণ পাল। সেই সঙ্গে যৌতুক হিসেবে ছিল সোনাদানা, আসবাবপত্র সবই।  কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর অত্যাচার শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। লাখ টাকা পণ, যৌতুক দিয়ে বিয়ে দিলেও বিয়ে কোনওভাবেই সুখের হয়নি। বিয়ের মাস ছয়েক পর থেকে নির্যাতনের মাত্রা চরমে ওঠে। মহিলার বিরুদ্ধে সন্তান না হওয়ার অভিযোগ এনে অত্যাচার শুরু হয়। এই পরিস্থিতিতে চিকিত্সকের সাহায্যও নিয়েছিলেন গৃহবধূ। কিন্তু সমস্যার কোনও সুরাহা হয়নি। বরং চিকিত্সকের কাছ থেকে শ্বশুরবাড়ির লোকেরা যখন জানতে পারে যে, গর্ভধারণে গৃহবধূর কোনও সমস্যা নেই, তখন নির্যাতনের মাত্রা আরও চড়ে। এই পরিস্থিত

মেয়েদের বিক্রি করবে, ভেবেই রেখেছিল বাবা

Image
সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই বিক্রি করার কথা সেরে ফেলেছিল সন্তানের বাবা। যমজ সন্তান বিক্রিকাণ্ডে ধৃত অভিযুক্তকে জেরা করে এমনই তথ্য পেয়েছে পুলিস। ধৃতকে সোমবার বনগঁা আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গেছে, একেই অভাবের সংসার, তার ওপর বিভিন্ন দিকে দেনা হয়ে গিয়েছিল গাইগাটার ভাদুড়িয়া গ্রামের ফেরিওয়ালা রতন ব্রহ্মের। এরই মধ্যে ফের সন্তানসম্ভবা হয়ে ওঠেন তার স্ত্রী রমা ব্রহ্ম। আল্ট্রাসোনোগ্রাফি করার পর রতন জানতে পারে যে, তার স্ত্রী যমজ সন্তানের জন্ম দিতে চলেছে। একেতেই টানাটানির সংসার, তার ওপর এই খবরে চিন্তায় পড়ে যায় সে। ভেবেছিল, যদি ছেলে হয়, তা হলে তাদের বড় করে তুলবে। আর যদি মেয়ে হয়, তা হলে বিক্রি করে দেবে। আর তা থেকে যে টাকা পাবে, তা দিয়ে দেনা শোধ করবে। সন্তান জন্মানোর পর যখন দেখা যায়, তার স্ত্রী যমজ মেয়ের জন্ম দিয়েছে, তখন আর কিছু না ভেবে পুরনো ভাবনাকেই বাস্তবায়িত করতে উঠে পড়ে লাগে। নিজের সিদ্ধান্তের কথা স্ত্রীকে জানাতেই প্রতিবাদ করেন তিনি। যদিও স্ত্রীর বারণকে অগ্রাহ্য করে একপ্রকার জোর করেই দুই মেয়েকে বিক্রি করে দেয়। স্বামীর এই অন্যায়কাজ মেনে

‌বদলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আস্থানাকাণ্ডের তদন্তকারী অফিসার

Image
রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তকারী অফিসারকে বদলির নামে দীপান্তরে পাঠিয়েছিল মোদি। সেই বদলির নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন সিবিআই অফিসার একে বসাই। শীর্ষ আদালতে আবেদনে বসাই জানিয়েছেন ঘুষ কাণ্ডে আস্থানা যে যুক্ত ছিল তার প্রমাণ রয়েছে তাঁর কাছে। এই ঘটনার তদন্তে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবি জানিয়েছেন তিনি। গত ২৪ অক্টোবর সিবিআইয়ের নব্য নিযুক্ত প্রধান এম নাগেশ্বর রাও দায়িত্ব নেওয়ার পরেই বসাইকে আন্দামানে বদলির নির্দেশ দেন। সেই নির্দেশিকায় বলা হয়েছিল অর্ডারটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে আন্দামানে কাজে যোগ দিতে হবে। অলোক বর্মা এবং রাকেশ আস্থানাকে সরানোর কয়েকঘণ্টার মধ্যেই সিবিআইয়ের একাধিক আধিকারিককে রাতারাতি বদলি করা হয়েছে। ভারপ্রাপ্ত সিবিআই প্রধান নাগেশ্বর রাওয়ের জারি করা এই বদলির নির্দেশিকা এখন শীর্ষ আদালত বিবেচনা করবে বলে জানানো হয়েছে। যাঁদের নাগেশ্বর রাও বদলির নির্দেশিকা দিয়েছে সেই অর্ডার অবিলম্বে আদালতে পেশ করতে বলেছে বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় ৮০০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু ভারতীয় দম্পতির

Image
মীনাক্ষি ও বিষ্ণু। ক্যালিফোর্নিয়ার জোশেমাইট ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়ে ৮০০ ফুট নীচে পড়ে মৃত্যু হল এক ভারতীয় দম্পতির। মৃত ওই দম্পতি হলেন বিষ্ণু বিশ্বনাথ (২৯) এবং মীনাক্ষি মূর্তি (৩০)। কেরলের বাসিন্দা বিষ্ণু পেশায় ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে সস্ত্রীক নিউইয়র্কে থাকতেন বিষ্ণু। সম্প্রতিসান হোসেরএকটি সংস্থায় চাকরি পেয়েছিলেন। তাঁর পরিবার সূত্রে খবর, দু'জনেরই বেড়ানোর শখ ছিল। সময় পেলেই মীনাক্ষিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তেন বিষ্ণু। সে রকমই গত ২৪ অক্টোবর স্ত্রীকে নিয়ে জোশেমাইট ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন বিষ্ণু। ওই পার্কের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট 'টাফ্ট পয়েন্ট'। ভূপৃষ্ঠ থেকে ৩৫০০ ফুট উচ্চতায় জোশেমাইট উপত্যকার একটি ভিউ পয়েন্ট এটি। প্রাকৃতিক সৌন্দর্যের টানেই ওই পয়েন্টে ছুটে যান পর্যটকরা। বিষ্ণু-মীনাক্ষিও টাফ্ট পয়েন্টে গিয়েছিলেন সেই সৌন্দর্যের টানে। কিন্তু সেই সৌন্দর্যই যে তাঁদের মৃত্যুর কোলে ঠেলে দেবে আঁচ করতে পারেননি। ৮০০ ফুট গভীর খাতে পড়ে যান দু'জনেই। ২৫ অক্টোবর তাঁদের দেহ উদ্ধার হয়। ২৯ অক্টোবর ওই দম্পতির দেহ সনাক্ত করা হয়। দম্পতির ঘনিষ্ঠমহল এবং সহকর্মীরা জানিয়েছেন, দু

এক বোতল ঠান্ডা পানীয়ের থেকেও ভারতে সস্তা এক জিবি ডেটা: মোদি

Image
টোকিও : ঠান্ডা পানীয়ের ছোট্ট বোতলের থেকেও ভারতে সস্তা এক জিবি ইন্টারনেট ডেটা। জাপানে বংশোদ্ভূত ভারতীয় সম্প্রদায়ের সামনে সোমবার এভাবেই দেশের ডিজিটাল পরিকাঠামোর কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিজিটাল ইন্ডিয়ায় দেশের ব্যাপক অগ্রগতির কথা উল্লেখ করে 'নয়া ভারত' গড়তে তাঁদের অবদান রাখার আর্জি জানান তিনি। একইসঙ্গে, দেশের দ্রুততম আর্থিক বৃদ্ধির প্রসঙ্গ টেনে জাপানি শিল্পপতি-ব্যবসায়ীদের আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা ও আঞ্চলিক ক্ষেত্রে সুরক্ষা নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী শিনজো আবে সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদি। ১৩তম বার্ষিক ভারত-জাপান সম্মেলনে যোগ দিতে গত শনিবারই টোকিওতে আসেন প্রধানমন্ত্রী। সেই লক্ষে এদিন জাপানের প্রধানমন্ত্রী আবে সহ একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন তিনি। রবিবার মাউন্ট ফুজি সংলগ্ন ছবির মতো সুন্দর একটি রিসর্টে আট ঘণ্টা একসঙ্গে সময় কাটান মোদি-আবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে নয়া উচ্চতায় নিয়ে যাওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন তাঁরা। তারপর এদিন সম্মেলনে যোগ দিতে

আপনার উপরে গুগলের নজরদারি সম্পূর্ণভাবে বন্ধ করবেন কীভাবে?

Image
গুগলের 'লোকেশান হিস্ট্রি' আর 'লোকেশান সার্ভিস' বন্ধ করে অনেকেই মনে করেন গুগল আর তাদের ডিভাইস থেকে কোন লোকেশান ডাটা কালেক্ট করছেন না। কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল। সম্প্রতি এই রিপোর্টে জানানো হয়েছে বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল সব সময় আপনার লোকেশান ট্র্যাক করতে থাকে। আপনি কোথায় কতক্ষণ ছিলেন তার উপরে নির্ভর করে আপনাকে বিজ্ঞাপন দেখায় গুগল। লোকেশান সার্ভিস বন্ধ করে দেওয়ার পরেই আইপি অ্যাড্রেস থেকে গুগল ক্রমাগত গ্রাহকের লোকেশান ট্র্যাক করতে থাকে। এর মধ্যে সার্চ, ম্যাপ বা ওয়েদার লোকেশান ডাটা ফোনে স্টোর হয়ে যায়। গুগলের লোকেশান ট্র্যাকিং সম্পূর্ণভাবে বন্ধ করতে নীচের পর্ধতি অনুসরন করুন। অ্যানড্রয়েড ডিভাইস স্টেপ ১। 'সেটিংস' ওপেন করে 'গুগল' সিলেক্ট করুন। স্টেপ ২। 'Google Account' সিলেক্ট করে 'Data & personalisation' ট্যাব সিলেক্ট করুন। স্টেপ ৩। এর পরে Web & App Activity অফ করে দিন। লোকেশান হিস্ট্রি বন্ধ করুন স্টেপ ১। 'Data & personalisation' অপশানে যান। স্টেপ ২। 'location history'অপশানে ট্যাপ করুন। লিঙ্ক থাকা প্রত্যেক ডিভাইস

ছুটবে ১৬০ কিমি গতিতে, দুর্ঘটনাতেও হবে না মৃত্যু; আসছে ট্রেন-১৮

Image
চেন্নাই : ১৬ বগির ট্রেন। দেখতে মেট্রোর মত। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। যা ভারতের দ্রুততম। ২০১৯ সালের জানুয়ারি থেকে চালু হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই "ট্রেন-১৮"। প্রাথমিকভাবে দিল্লি-ভোপাল রুটে চালানো হবে ট্রেনটি। ট্রেনটি তৈরি করতে ১৮ মাস সময় লেগেছে চেন্নাইয়ের "ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি" বা ICF-র। যা নয়া রেকর্ড। সাধারণ ট্রেনের মত দ্রুতগতির এই ট্রেনটিতে আলাদা ইঞ্জিন থাকবে না। মেট্রোর মতই কোচের সঙ্গে থাকবে ইঞ্জিন। খুব কম সময়ই বেশি গতি তুলতে পারবে ট্রেন-১৮। ফলে কমবে যাতাযাতের সময়। ICF-র ম্যানেজিং ডিরেক্টর সুধাংশু মানি বলেন, "ট্রেনটির মূল বৈশিষ্ট্য হল, এটির কোচ সংখ্যা ১৬। যা ভারতের ইতিহাসে সর্বপ্রথম।" তিনি আরও জানান, ট্রেন-১৮-এ যাত্রীসুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, "ট্রেনটির বগিগুলি এমনভাবে ডিজ়াইন করা হয়েছে যে, ১৬০ কিলোমিটার বেগে ছোটা সত্ত্বেও লাইনচ্যুত হওয়ার কোনও ভয় নেই। কাপলিংগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ধাক্কা লাগলেও একটি বগি অপরটির উপর উঠে যাবে না। ফলে বড় দুর্ঘটনাতেও এড়ানো যাবে মৃত্যু। ন্যূনতম যাত্রী আহত হবে। এছাড়াও জোর দেওয়া

সর্বভারতীয় বেতনক্রম চালু না হলে আমরণ অনশনের হুমকি প্রাথমিক শিক্ষকদের

Image
কলকাতা : অবিলম্বে এরাজ্যে চালু করতে হবে সর্বভারতীয় স্তরে প্রাথমিক শিক্ষকদের জন্য প্রচলিত বেতনক্রম ( PRT স্কেল)। এই দাবিতে গতকাল থেকে শহীদ মিনারের সামনে দু'দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ শুরু করেছেন রাজ্যের প্রায় হাজারদুয়েক প্রাথমিক শিক্ষক। তাঁরা আজ দুপুর ১টা পর্যন্ত প্রশাসনকে আলোচনায় বসার সময় দিয়েছেন। দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসার হুমকিও দেওয়া হয়েছে। গতকাল দুপুর থেকেই উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) ডাকে এই বিক্ষোভে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন প্রাথমিক শিক্ষকরা। তাঁদের অভিযোগ, সর্বভারতীয় স্তরে প্রাথমিক শিক্ষকদের বেতন ৯৩০০-৩৪৮০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা। সেখানে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন মাত্র ৫৪০০-২৫২০০ টাকা ও গ্রেড পে ২৬০০ টাকা। UUPTWA-র কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দন চট্টোপাধ্যায় বলেন, "আমাদের মূলত একটাই দাবি। কেন্দ্রীয় ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এরাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন দিতে হবে। প্রাথমিক শিক্ষকদের যে সর্বভারতীয় যোগ্যতামান তা বাংলার প্রাথমিক শিক্ষকরাও অর্জন করেছেন। তা সত্ত্বেও সর্বভারতীয় ক্ষেত্রে যে বেতনক্রম রয়েছে

নয়া চ্যালেঞ্জ, আজ মুখ্যমন্ত্রীর সভাস্থানে নিরাপত্তা দেবে প্রাক্তন জঙ্গিরা

Image
আলিপুরদুয়ার : প্রস্তুত ১৯ জন KLO-র প্রথম সারির প্রাক্তন জঙ্গি। যে কোনও সময়ে ডাকা হতে পারে "অপারেশনে"। অপারেশন বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের নিরাপত্তার দায়িত্ব পালন করা। এভাবেই প্রায় ৯৮ দিন পুলিশের কড়া ট্রেনিং শেষে বদলে গেছে প্রাক্তন KLO জঙ্গিদের জীবন। আলিপুরদুয়ার থানায় সদা সতর্ক রয়েছে তারা। যে কোনও সময় মিলতে পারে ডাক। গতকাল কোচবিহারে প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী। আজ করবেন নাগারাকাটায়। সেই সভায় যে পথ দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন তার নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা হতে পারে তাদের। পাশাপাশি, সভাস্থলে নজরদারি চালানো ও নিরাপত্তা দেখভালের দায়িত্বও মিলতে পারে। চলতি বছর ১২ জুলাই শিলিগুড়ির উত্তরকন্যায় ২১ জন প্রাক্তন KLO জঙ্গির হাতে রাজ্য পুলিশের হোমগার্ড পদের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে নিত্যানন্দ দাস ওরফে লিটন এবং লালন দাস ওরফে ভুটিয়া যোগ দেয়নি ট্রেনিং শিবিরে। বাকি ১৯ জনকে নিয়ে ২৩ জুলাই ট্রেনিং শুরু হয়। যা শেষ হয় ২৮ অক্টোবর। ট্রেনিং-এ ছিল KLO-র প্রথম ব্যাচের কমান্ডার-ইন-চিফ মিল্টন বর্মা ওরফে মিহির দাস, ক্যাম্প ম্যানেজার মধুসূদন দাস ওরফে টারজান, লক্

ফুরিয়ে গিয়েছে ধোনি? জোর চর্চায় নেটিজেনরা

Image
মু্ম্বই:  'গেছে যে দিন একেবারেই কি গেছে — কিছুই কি নেই বাকি?' ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে এই ট্রোলই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ টিম থেকে বাদ পড়ার পর তাঁর চেয়ে বিস্ফোরক ব্যাটিং প্রত্যাশা করেছিল অনুরাগীরা৷ অনেকেই ভেবেছিল, কেরিয়ারের প্রথমবার জাতীয় দল থেকে বাদ পরে পুরনো মেজাজে পাওয়া যাবে ধোনিকে৷ বিস্ফোরক তো নয়ই, উল্টে বিশ্বকাপের আগে খাদের কিনারার ধোনির ব্যাটিং৷ মুম্বইয়ের ব্রেবোর্নেও এদিন ধোনি ফ্লপ৷ মাহি'র ব্যাটিং ম্যাজিক যেন ফুরিয়েছে! সিরিজের তিন ইনিংসে মাহির ব্যাটে যথাক্রমে এসেছে, ২০,৭, ২৩৷ বিশ্বকাপের আগে যা সত্যিই চিন্তার৷ ধোনির ফিটনেস বা কিপিং নিয়ে কোনও প্রশ্ন তোলার কারণ নেই৷ কিপিং বিভাগে প্রতিদিনই বয়সকে ছাপিয়ে যেতে দেখা যাচ্ছে মাহিকে৷ কিন্তু ব্যাটিংয়ে হতাশ করছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক৷ ব্যাটে ধার কমেছে৷ স্লগ ওভারেও পুরনো দাপট নেই৷ ফিনিশার অনেকদিন আগেই ফিনিশ! মিডল অর্ডারে ধোনির অভিজ্ঞতা দলের সম্পদ৷ এভাবে ব্যর্থ হলে নির্বাচকদের কুনজরে পড়ে বিশ্বকাপের আগেই না অবসরের পথে হাঁটতে হয় ধোনিকে৷ এই মুম্বইয়ে ব্রেবোর্ন থেকে কয়েক কিলোমিটার দূরেই ই

কেন নগ্ন হতে হল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের!

Image
অক্সফোর্ড: 'নগ্নতা', এই শব্দের গভীরতা ও ব্যাপ্তি ব্যক্তিবিশেষে বদলে যায়৷ কিন্তু অশ্লীল বা অশালীন হয়েও ভালো কাজ করা যায়৷ এটাই আরও একবার প্রমাণ করে দেখাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহিলা রাগবি দলের খেলোয়াড়রা৷ আগামী ডিসেম্বরে টুইকেনহ্যামে চিরপ্রতিদ্ধন্দ্বী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নামবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেয়েরা৷ সেই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে 'বিট' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে৷ বিট-এর সঙ্গে হাত মিলিয়ে অক্সফোর্ডের মেয়েরা নগ্ন হয়ে একটি ক্যালেন্ডার শ্যুট করলেন৷ ১৩টি বিভিন্ন রাগবির পোজে ধরা দিয়েছেন মেয়েরা৷ এর কয়েকটি ছবি প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছে৷ আগামী বছরই এই ক্যালেন্ডার প্রকাশিত হবে৷ রাগবি দলের প্রেসিডেন্ট হেলেন ল্যাম্ব বলছেন, 'ব্রিটেনের অন্যতম প্রথমসারির স্বেচ্ছাসেবী সংস্থা বিটের এই উদ্যেগে অনেকেই উপকৃত হবে'৷ অন্যদিকে মহিলা রাগবি দলের অধিনায়িকা কার্লি ব্লিস বলেছেন যে,' টিমের মেয়েরা এর আগে কোনওদিনই ন্যুড ফটোশ্যুট করেনি৷ কিন্তু চ্যারিটির কথা ভেবেই মেয়েরা নগ্ন হতে রাজি হয়ে যায়৷

এল ক্লাসিকো হারের জের,বরখাস্ত রিয়াল কোচ হুলেন লোপেতেগি!

Image
রবিবার নূ ক্যাম্পে এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ১-৫ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদ ম্যানেজার হুলেন লোপেতেগির বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। বরখাস্ত করা হল রিয়াল কোচ লোপেতেগিকে। মরশুমের শুরুতে মে মাসে জিনেদিন জিদান রিয়াল কোচের দায়িত্ব ছাড়েন। রাশিয়া বিশ্বকাপ শুরুর ২ দিন আগে জুন মাসে স্পেনের জাতীয় দলের দায়িত্বে থাকা লোপেতেগির হাতেই দলের দায়িত্ব তুলে দেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। সঙ্গে সঙ্গে ৫২ বছর বয়সী লোপেতেগিকে বরখাস্ত করে স্পেন ফুটবল ফেডারেশন। কিন্তু রিয়াল মাদ্রিদে পুরোপুরি ব্যর্থ লোপেতেগি। তাঁর অধীনে প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে উয়েফা সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে উড়ে যায় রিয়াল মাদ্রিদ। শেষটা আরও বিবর্ণ- এল ক্লাসিকোয় ৫-১ গোলে হার। লা লিগায় এখন পর্যন্ত ১০টি ম্যাচের ৪টিতে হেরেছে রিয়াল। ৪ ম্যাচ জিতে ও দুটি ড্র করে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রিয়াল মাদ্রিদ। লোপেতেগি এবং তাঁর কোচিং স্টাফকে ধন্যবাদ জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। সান্তিয়াগো বার্নাব্যুতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়ালের যুব দলের

জানুয়ারি পর্যন্ত স্থগিত অযোধ্যা মামলার শুনানি, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Image
অযোধ্যা মামলার শুনানি শুরুই হল না সুপ্রিম কোর্টে। সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ৩ সদস্যের একটি বেঞ্চে ওই মামলার শুনানি শুরুর কথা ছিল। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিল জানুয়ারি পর্যন্ত ওই মামলার শুনানি হবে না। জানুয়ারিতে ঠিক হবে শুনানির তারিখ। এদিন মাত্র মিনিট চারেকের মধ্যেই শুনানি শেষ হয়ে যায়। আদালতের পক্ষ থেক বলা হয়ে অযোধ্যা মামলার শুনানি উপযুক্ত বেঞ্চই হবে। ফলে এমনও হতে পারে যে ওই মামলার শুনানির জন্য নতুন কোনও বেঞ্চ গঠন করা হবে। উল্লেখ্য, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় বাবরি মসজিদস্থলের জমি তিন ভাগে ভাগ করা হবে। একভাগ দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। অন্য দুই ভাগ দেওয়া হবে নির্মোহী আখাড়া ও রামলালাকে। ওই রায় মেনে নিতে পারেনি কোনও কোনও মহল। এভাবে কোনও ধর্মীয়স্থানের জমি ভাগ করা যায় কিনা তা নিয়েই প্রশ্ন তুলে শীর্ষ আদালতে গিয়েছেন তারা। সোমবার ওই মামলা উঠছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে। অন্য দুই বিচারপিত হলেন বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপিত এম কে যোসেফ। অযোধ্যা বিতর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়।

জ্বলন্ত গ্যাসে মুখ ঠেসে ধরতে যাচ্ছেন পুলিশকর্তা স্বামী, অভিযোগ ঢাকুরিয়ায়

Image
সহ্যের বাঁধ ভাঙল লক্ষ্মীপুজোর সকালে। অভিযোগ, স্ত্রী অনুপার ঘাড় ধরে তখন জ্বলন্ত গ্যাসের মধ্যে মুখটা ঠেসে ধরতে যাচ্ছেন তাঁর স্বামী। অভিযুক্ত কেন্দ্রীয় পুলিশ বাহিনীর অফিসার, দেবাশিস দত্তরায়। ১১০ কেজি ওজনের বলিষ্ঠ চেহারা। অনুপার দাবি, বাঁচার প্রাণপণ চেষ্টায় বরকে কী ভাবে যেন ঠেলে সরিয়ে দেন তিনি। আশ্রয় নেন একতলায় প্রতিবেশিনীর ফ্ল্যাটে। ১৮ বছরের দাম্পত্যে প্রতিবাদের সিদ্ধান্তও তখনই তিনি নেন বলে জানিয়েছেন ওই মহিলা।  প্রাথমিক স্কুলের শিক্ষিকা অনুপা দত্তরায়ের স্বামী কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-র সাব-ইনস্পেক্টর। কাগজের বিজ্ঞাপন দেখে ২০০০ সালে তাঁদের বিয়ে হয়েছিল। বরের অত্যাচার, মারধর, প্রাণনাশের হুমকির কথা জানিয়ে এ বার পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা। সোমবার সকালে একমাত্র মেয়েকে নিয়ে ঢাকুরিয়ার বাড়ি থেকে এক শুভানুধ্যায়ীর বাড়িতে চলে আসেন মহিলা। অনুপার মেয়েও এ দিন আনন্দবাজারকে বলেছেন, ''বাবার সঙ্গে আর আমাদের থাকা সম্ভব নয়! বাবার হাত থেকে যে ভাবে হোক বাঁচার চেষ্টা করছি।'' স্বামীর নামে রবিবার গরফা থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী। অভিযুক্তকে ফোন করা হয়েছিল। ফোন বন্

পাক সেনা দফতরে হানা ভারতের

Image
জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং ঝালাস অঞ্চলে ভারতীয় সেনার ব্রিগেড দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনা। তার জবাবে পাক- অধিকৃত কাশ্মীরের খুইরাট্টা এবং সামানি এলাকায় পাক সেনার সদরে হামলা চালানো হয়েছে বলে আজ দাবি করল ভারতীয় সেনা। সেনা জানিয়েছে, ২৩ অক্টোবর পুঞ্চে ব্রিগেড সদর দফতর-সহ সেনার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। জবাবে আজ পাক-অধিকৃত কাশ্মীরের খুইরাট্টা ও সামানিতে পাক সেনার প্রশাসনিক সদর দফতরে লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনা। সেনার তরফে জানানো হয়েছে, সীমান্ত এলাকার গ্রামবাসীরা পাক সেনার দফতর থেকে ধোঁয়া বেরোতে দেখেছেন। তাছাড়া পাক-অধিকৃত কাশ্মীর থেকে পাওয়া তথ্যেও জানা গিয়েছে, ভারতীয় হামলায় বেশ ভালই ক্ষতিগ্রস্ত হয়েছে পাক সেনার দফতর। সেনার দাবি, সংযম বজায় রেখেছে ভারত। তাই নিয়ন্ত্রণরেখার কাছে পাক-অধিকৃত কাশ্মীরের হাজিরা, বান্ডি গোপালপুর, নিকিয়াল, সামানি ও খুইরাট্টার জনবসতি অঞ্চল লক্ষ্য করে হামলা চালানো হয়নি। হামলার একটি ভিডিয়োও প্রকাশ করেছে সেনা। সেনার দাবি, ২০১৭ সালে ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের ১৩৮ জন সেনা নিহত হন। তবে ২০১৮ সালে পাকিস্তান ফের সংঘর্ষবিরতির আবে