ঘুটকা খেয়ে পিক ফেলছিলেন চালক, অটো উলটে মৃত ছাত্রী


অটো চালাতে চালাতেই থুথু ফেলার চেষ্টা করেছিলেন চালক।  সামনে এসে গিয়েছিল অন্য একটি গাড়ি। পাশে কাটাতে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটো। চাপা পড়ে মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রীর।  মর্মান্তিক ঘটনাটি  ঘটেছে কালনার সাতগাছির বকপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  কালনার কুজুরিয়া তিনকড়ি বিদ্যালয়ের ছাত্রী  সালমা খাতুন  সোমবার বিয়েবাড়ি থেকে ফিরছিল। সাতগাছি এলাকা থেকে একটি অটোতে ওঠে সে।  অটোতে তার সঙ্গে অন্যান্য যাত্রীরাও ছিলেন।

সহযাত্রীদের দাবি, অটোর গতিবেগ বেশি ছিল। বকপুর গ্রামের রাস্তায় ঢোকার পর আরও গতি বাড়িয়ে দেন চালক। তিনি ঘুটকা খাচ্ছিলেন। বারবারই মুখ বার করে  থুতু ফেলছিলেন। যাত্রীরা তাঁকে বেশ কয়েকবার সাবধানও করেন। একবার থুতু ফেলার সমনে অটোর সামনে একটি গাড়ি চলে আসে। পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার ধারে অটোটি উল্টে যায়। অটোর ধারেই বসেছিল সালমা। অটোয় চাপা পড়ে গুরুতর আহত হয় সে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার।  আহত হন অন্যান্য যাত্রীরাও।