Posts

Showing posts from November 5, 2018

নেটে ছাত্রীর নগ্ন ছবি ফাঁসের হুমকি, হাজতে প্রযুক্তি সংস্থার কর্তা

Image
ইঞ্জিনিয়ারিং ছাত্রীর নগ্ন ছবি তুলে তা ওয়েবে আপলোড করার হুমকি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে হাজতে প্রযুক্তি সংস্থার প্রধান।  অভিযুক্ত আঝাগু সুন্দরম ওরফে সেন্থিল রাজা (৩৫) চেন্নাইয়ের সেলাইয়ুর অঞ্চলের বাসিন্দা। স্কাইলাইন টেকনোলজিস লিমিটেড নামে এক প্রযুক্তি সংস্থার কর্ণধার। সেই সূত্রে চলতি বছরের গোড়ায় ত্রিচির এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনে গিয়ে সে পড়ুয়াদের নিজের সংস্থায় প্রশিক্ষণ এবং তার পরে কর্মসংস্থানের প্রস্তাব দেয়। ইচ্ছুক ছাত্রছাত্রীদের তিনি চেন্নাইয়ে নিজের অফিসে ডেকে পাঠিয়ে মাথাপিছু ১০ থেকে ২০ হাজার টাকা আদায় করে। এক ছাত্রীর অভিযোগ, ২০,০০০ টাকা দেওয়ার পরে অফিসে বসে ফর্ম ভর্ত্তি করার সময় তাঁকে ঠান্ডা পানীয় পরিবেশন করে সুন্দরম। তার পরেই ওই তরুণী ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পরে একটি ফাঁকা ঘরে বিবস্ত্র অবস্থায় নিজেকে আবিষ্কার করেন ছাত্রীটি। ওই বাড়ি ছেড়ে তিনি বেরিয়ে পড়েন।  এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা না করায় জমা দেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে সুন্দরম তাঁর নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এভাবেই তরুণী জানতে পারেন যে, পানীয়ে ঘুমের ওষুধ মিশিয়ে বে

বিদেশের মাটিতে বসে ভারতে নাশকতার ছক কষছে লস্কর ও খালিস্তানি জঙ্গিরা

Image
জোড়া সন্ত্রাসী নাশকতার আশঙ্কা প্রকট হয়েছে দেশের উপর৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা ও এনআইএ-র সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য৷ যেখানে উল্লেখ করা হয়েছে, ২৬/১১-র মতোই এবারও বিদেশের মাটিতেই বসেই ভারতে জঙ্গি হানার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি৷ নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহির মাটিকে ব্যবহার করে ভারতবিরোধী ছক কষছে এই দুটি সংগঠন৷ গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, নেপালের মাটিকে ব্যবহার করে উত্তর-পূর্বাংশ-সহ সমগ্র দেশে নাশকতার ছক কষছে লস্কর৷ এক্ষেত্রে তাদের সর্বাত্মকভাবে সাহায্য করছে কাঠমাণ্ডু অবস্থিত পাক দূতাবাস৷ তারাই লস্কর জঙ্গিদের কাছে পৌঁছে দিচ্ছে অর্থ ও বিভিন্ন নাশকতামূলক সরঞ্জাম৷ নেপালে জঙ্গিদের আত্মগোপন করারও ব্যবস্থা করে দিচ্ছে পাক দূতাবাসই৷ জানা গিয়েছে, নেপালে একটি ইসলামিক এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠন খুলেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই৷ সেই সংগঠনের মাধ্যমে অর্থ পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে৷ পাশাপাশি, কাঠমাণ্ডুতে অবস্থিত পাক দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর অপারেটিভরা৷ যারা জঙ্গিদের সাহ

ধৃত সুদীপ্তর সঙ্গে বেশ কিছু প্রভাবশালীর ছবি, নয়া তথ্য ED-র হাতে

Image
কলকাতা: বাম আমলে উত্থান। পরবর্তীতে সুযোগ বুঝে তৃণমূলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা। এভাবেই নিজের জাল বিস্তার করেছিল ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরি। সূত্রের খবর, তদন্তে এই তথ্যই পেয়েছেন ED-র তদন্তকারীরা। সুদীপ্তকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন শুধু রোজ়ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু নয়, সারদার কর্ণধার সুদীপ্ত সেন সহ প্রায় ১০ টি চিটফান্ডের মালিকের সঙ্গে CBI-এর সঙ্গে "সেটিং" করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছিল সুদীপ্ত। ধৃতের সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালীর যোগাযোগ রয়েছে বলেও জানতে পেরেছে ED। তার সঙ্গে কয়েকজনের ছবিও পাওয়া গেছে। অর্থ লেনদেনের বিষয়টিতে প্রভাবশালীদের কোনও যোগাযোগ আছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ED সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীর সঙ্গে রাজ্যের কয়েকজন মন্ত্রী, রাজ্যসভার একজন সাংসদ, কলকাতা পৌরনিগমের এক দাপুটে নেত্রী, রাজ্যের এক মন্ত্রীর মেয়ে, এমনকী মুখ্যমন্ত্রীর এক আত্মীয়ের সঙ্গেও সুদীপ্তর ছবি পাওয়া গেছে। সুদীপ্তর সঙ্গে তাঁদের কোনও আর্থিক লেনদেন ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চিটফান্ডের মালিকদের মনে ভরসা জাগানোর কাজে ছবিগুলি সুদীপ্ত ব্যবহার করেছিল

প্রধান শিক্ষিক সহ স্কুল থেকে অপহৃত ৮১ পড়ুয়া

Image
ইয়াউন্দে: অপহরণ করা হল ৮০ জন পড়ুয়াকে৷ এছাড়া অপহৃত প্রধান শিক্ষকও৷ সোমবার স্কুলে ঢুকে তাদের অপহরণ করা হয়৷ আঁতকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে পশ্চিম ক্যামেরুনের বামেন্দা শহরে৷ সরকার ও সেদেশের সেনা জানিয়েছে এই খবর৷ জানা গিয়েছে, বামেন্দার প্রেসবাইটেরিয়ান সেকেন্ডারি স্কুলে ঢুকে অপহরণকারীরা এই কাণ্ড ঘটায়৷ এখনও অবধি অপহরণের দায় কেউ স্বীকার করেনি৷ সংবাদসংস্থা রয়টার্সকে সেদেশের সেনা মুখপাত্র জানিয়েছে, স্কুলের প্রধান শিক্ষক সহ ৮১ জনকে অপহরণ করা হয়েছে৷ তাদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে৷ এই ঘটনায় সরকারের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি৷ বামেন্দা ইংরেজি ভাষা প্রধান শহর৷ স্বাধীনতার দাবিতে মাঝেমধ্যেই এখানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনার সংঘর্ষ বাধে৷ ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া'র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিচ্ছিন্নতাবাদীরা কারফু জারি করে৷ তার জেরে শহরের বেশিরভাগ জায়গায় বন্ধ ছিল স্কুল৷ এদিকে আগামী মঙ্গলবার সপ্তমবারের জন্য প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন পল বিয়া৷ ৮৫ বছর পল ৩৫ বছর ধরে দেশের শাসনক্ষমতা ভোগ করছেন৷ আফ্রিকা মহাদেশের আরো অনেক দেশের মতোই সমস্যা আর অস্থিরতায় জর্জরিত ক্যামেরুন।

উঠোনে শেকল বাঁধা স্বামী, চিকিৎসার খরচ জোগাতে ৬০ বয়সে পরিচারিকা হলেন অলোকা

Image
কলকাতা থেকে দূরত্ব সাড়ে চারশো কিলোমিটারের একটু বেশি। মালদহের হরিশ্চন্দ্রপুরের লখনা বাগান। সোজা চলে যান অলোকা দাসের বাড়ি। দেখা যাবে প্রায় একটি স্তূপের আকৃতি নেওয়া বাড়ির সামনের উঠোনে বাঁশের সঙ্গে শেকল বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ। নাম লক্ষ্মণ দাস। বয়স ৬৫। দুই বছর ধরে কিছু খেয়াল করতে পারেন না লক্ষ্মণ। মাঝে-মাঝে বিদ্যুৎ-এর ঝলক-এর মতো স্মৃতিগুলো ফেরে। তারপর ফের যেন তারা হারিয়ে যায় কোনও অন্ধকারে। ফলে সারাক্ষণই অসংলগ্ন কথা বলতে থাকে লক্ষ্মণ। দিন-আনা দিন-খাওয়া পরিবারের বৃদ্ধ লক্ষ্মণের আয়ই ছিল একমাত্র ভরসা। ২ পুত্র সন্তান থাকলেও তাঁদের নিজ নিজ সংসার এবং তার স্বাচ্ছন্দ্য রক্ষাতেই তাঁদের প্রাণপাত অবস্থা। এই বাড়়িতে লক্ষ্মণ এবং তাঁর স্ত্রী অলোকার বাস। ফলে লক্ষ্মণের মানসিক স্থিরতা হারিয়ে যাওয়ায় সংসারের স্থিতাবস্থাও হারিয়ে গিয়েছে। লক্ষ্মণের চিকিৎসারক খরচ জোগানো থেকে রোজ বেঁচে থাকার নূন্যতম ব্যবস্থাটুকু করতেই হিমশিম অবস্থা অলোকার। লক্ষ্মণকে বহরমপুর মানসিক হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন অলোকা। কিন্তু, সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেননি কপর্দকশূন্য অলোকা। স্বামী লক্ষ্মণকে নিয়ে ফিরে এ

রাতে স্বামী-স্ত্রী ঘনিষ্ঠ হলেই জানলায় ভেসে ওঠে ছায়ামূর্তি, এরপর একদিন যা ঘটে গেল...

Image
প্রতি রাতে স্বামী-স্ত্রী যেই ঘনিষ্ঠ হতে যাবেন, জানলায় ভেসে উঠল আবছা মুখ, কখনও একটা ছায়া সরে যেত। ভয়ে আড়ষ্ট হয়ে থাকতেন স্বামী-স্ত্রী। কী সেই ছায়া বুঝে ওঠার আগেই, হাওয়া হয়ে যেত সব। একদিন তো সেই ছায়া আবার হাত বাড়িয়ে তাঁদের ছুঁতেও আসে। এর পরই তারা বুঝতে পারেন, কোনও অশরীরি আত্মা নয়, ওই ছায়া আসলে শরীরি। আর সেই ছায়াকে শাস্তি দিতে গিয়েই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। দম্পতি পরিকল্পনা করে, এবার তাঁরা জানলায় জড়িয়ে রাখবেন বিদ্যুতের তার। কেউ উঁকি দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হবেন। একবার শক লাগলে আর ভুলেও উঁকি দেবেন না। যেমন ভাবনা, তেমনই কাজ। কিন্তু তা যে ডেকে আনবে ভয়ানক বিপদ, বুঝতে পারেননি তাঁরা। রাতে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গতা দেখার জন্য প্রতিবেশী যুবক উঁকি দিয়েছিলেন জানলায়। আর জানলায় হাত দেওয়াও যা, অমনি শক খেয়ে ছিটকে পড়েছিলেন ভোলা বৈরাগ্য নামে যুবক। আর্ত চিৎকার শুনে দম্পতি বুঝতে পেরে যান, বিপদ ঘটে গিয়েছে। যুবক আর উঠতে পারেননি। নিথর হয়ে গিয়েছিল শরীর। তখন প্রমাণ লোপাট করতে চটজলদি দেহ ফেলে আসা হয়েছিল রাজ্য সড়কের ধারে। পরের দিন যথারীতি দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয় বিদ্য

বিরাটের জন্মদিনে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন অনুষ্কা

Image
নয়াদিল্লিঃ ৩০ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। জন্মদিনে টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, ভি ভি এস লক্ষ্মণ থেকে শুরু করে ইশান্ত শর্মা সকলেই। ভারত অধিনায়কের ৩০ তম জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ফেসবুকের দেওয়ালে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের ছবি, আর হাজার হাজার শুভেচ্ছা বার্তা। তবে যে বিরাট অভ্যর্থনা সারা দেশকে মুগ্ধ করেছে সেটা করেছেন বিরাট-পত্নী অনুষ্কাই। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, 'থ্যাঙ্ক গড ফর হিজ বার্থ'। সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরালও হয়েছে।

অরিহন্ত সফল, ভারতের পরমাণু ত্রিশূল সম্পূর্ণ, ‘যোগ্য জবাব দিলাম’, টুইট মোদীর

Image
বেলা ২টো। পর পর টুইট করতে শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক দিন, ভারত সফল ভাবে গড়ে ফেলেছে 'পরমাণু ত্রিশূল'— টুইটে দেশকে এমনই জানালেন নরেন্দ্র মোদী। লিখলেন, ''যাঁরা পরমাণু শক্তির ভয় দেখান, আইএনএস অরিহন্তের সাফল্য তাঁদের জন্য উপযুক্ত জবাব।'' খবরটা ছড়াতেই বিজয়োল্লাস শুরু হয়ে গেল ভারতীয় নৌসেনাতেও। ভারতের তৈরি প্রথম পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ (নিউক্লিয়ার সাবমেরিন) আইএনএস অরিহন্ত ভারতীয় নৌসেনায় কমিশনড হয়েছে ২০১৬ সালের অগস্টে। নিয়ম মাফিক তার আগেই এক বার লম্বা সি ট্রায়াল (সমুদ্রে যাতায়াত এবং অস্ত্র প্রয়োগ) সেরে নিয়েছিল আইএনএস অরিহন্ত। নৌসেনার হাতে চলে আসার পরে নিউক্লিয়ার সাবমেরিনটিকে পাঠানো হয়েছিস 'ডেটারেন্স পেট্রোল'-এ। ভারতীয় জলসীমার ভিতরে এবং তা ছাড়িয়ে আন্তর্জাতিক জলসীমার নানা অংশ ঘুরে অরিহন্ত ফিরে এসেছে নির্দিষ্ট বন্দরে। এই দীর্ঘ মহড়ায় সমুদ্রের তলা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষের উপরে পরমাণু হামলা চালানোর মহড়াও অত্যন্ত সফল ভাবে সম্পন্ন করেছে নিউক্লিয়ার সাবমেরিনটি। দেশের তৈরি প্রথম পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজের এই সফল ডেটারেন্স পে

বাংলাদেশ-নেপাল দিয়ে বাংলা তথা ভারতে নাশকতার ছক পাকিস্তানের

Image
পাকিস্তানের জঙ্গি সংগঠন ও আইএসআই যৌথভাবে নেপাল ও বাংলাদেশকে ব্যবহার করে ভারতে তথা বাংলায় আক্রমণের ছক কষেছে। ভারতীয় গোয়েন্দা সূত্রে এমন খবরই উঠে এসেছে। তাতে বলা হয়েছে, নেপালের কাঠমাণ্ডুতে পাকিস্তানি দূতাবাসকে ব্যবহার করা হচ্ছে। লস্কর জঙ্গিরা শুধুমাত্র যে দূতাবাসকে ব্যবহার করছে তাই নয়, কীভাবে ভারতে আক্রমণ হবে, তার পরিকল্পনা করছে লস্কর ও আইএসআই যৌথভাবে। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই একটি স্বেচ্ছ্বাসেবি সংস্থা খুলেছে। তার আড়ালে চলছে জঙ্গি প্রশিক্ষণের কাজ। সম্প্রতি পাকিস্তানি দূতাবাসে কাজ করা দুই আইএসআই কর্তা নেপালের বিরাটনগরে শিবিরে গিয়ে ঘুরে এসেছেন। আইএসআই ও লস্কর জঙ্গিরা ভারত-নেপাল সীমান্ত রেইকি করছে। নেপালের সঙ্গে ভারতের সীমান্ত উন্মুক্ত। সেটাকেই কাজে লাগাতে চাইছে জঙ্গিরা। পাকিস্তান যে নেপালে অবস্থিত তাদের হাইকমিশনকে কাজে লাগিয়ে ভারত বিরোধী নাশকতার পরিকল্পনা করেছে তা ভারত জানতে পেরেছে সতর্ক করেছে। শুধু নেপাল নয়, একই কাজ করা হচ্ছে বাংলাদেশের ঢাকায় অবস্থিত পাকিস্তানি দূতাবাস থেকেও। বাংলাদেশের অভিযোগ, কূটনীতির মোড়কে সন্ত্রাসের চালান করছে পাকিস্তান। তাদের দেশের মাটি বাংলাদেশ তথা ভারতে না

‘শিল্প আনার হ্যাপা অনেক, গো-পালন ঢের ভাল’, ফের বেলাগাম বিপ্লব

Image
আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিপ্লব দেব। দেশে শিল্প নেই? বেকারত্ব বাড়ছে? চিন্তা কী? গো-মাতা তো রয়েছেন! তাঁকেই ঘরে আনুন। মন দিয়ে সেবা করুন। সুফল মিলবে ছ'মাসেইা। বিপুল রোজগার হবে। তাতে অভাবও ঘুচবে। আবার স্বাস্থ্যও ফিরবে। না, রাস্তায় ঝোলানো কোনও সস্তা বিজ্ঞাপন নয়, বরং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব এমন পরামর্শ দিয়েছেন।তাঁর বক্তব্য, দেশে শিল্প আনার অনেক হ্যাপা। প্রচুর খরচও পডে়। আবার সময়ও লাগে অনেক। তার চেয়ে গো-পালন অনেক সহজ। ছ'মাসে রোজগার নিশ্চিত। ঘরের গরুর দুধ খেয়ে ফিরবে স্বাস্থ্যও। আর অপুষ্টিতে ভুগতে হবে না শিশুদের। রবিবার ত্রিপুরা প্রদেশ কৃষক মোর্চা কমিটির বৈঠকে বক্তৃতা করছিলেন তিনি। সেখানেই এমন মন্তব্য করেন। বলেন, ''আমি শিল্পের বিরোধী নই। তবে তাতে ১০০০ কোটির বিনিয়োগ লাগে। প্রায় ২ হাজার কর্মী নিয়োগ করতে হয়। তার চেয়ে গো-পালন অনেক সহজ। ৫ হাজার পরিবারকে ১০ হাজার গরু কিনে দিলেই হল। রোজগার শুরু হবে ছ'মাসেই।'' রাজ্যবাসীর স্বার্থে তাঁর সরকার বিশেষ গো-পালন প্রকল্প আনছে বলেও জানান বিপ্লব দেব। বলেন, ''শীঘ্রই একটি প্রকল্প শুরু করছি আমরা। যার

১৬ বছর জেল খেটে গীতা হাতে পাকিস্তানে ফিরছেন জালালউদ্দিন

Image
এ বার ঘরে ফেরার পালা জালালুদ্দিনের।  ভারতে এসেছিলেন সন্দেহজনক নথিপত্র নিয়ে। ভারত ছাড়লেন ভাগবত গীতা নিয়ে। পাকিস্তানের নাগরিক জালালউদ্দিনের কাহিনিটা এক কথায় শেষ করার মতো নয়। দীর্ঘ ষোলো বছর ধরে যেন একটা 'লড়াই' চালিয়ে গিয়েছেন তিনি। নিজের সঙ্গে 'লড়াই'। নিজেকে ছাপিয়ে যাওয়ার লড়াই।কারাবন্দি থেকে 'শিক্ষিত' মানুষ হয়ে ওঠার লড়াই। আদতে পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা। কিন্তু বছর সতেরো আগে বারাণসীতে দেখা গিয়েছিল জালালউদ্দিনকে। সে সময় তাঁর হাতে ছিল বেশ কিছু সন্দেহজনক কাগজপত্র। বারাণসী সেন্ট্রাল জেলের সিনিয়র সুপারিন্টে়ডেন্ট অম্বরীশ গৌড় জানিয়েছেন, উত্তরপ্রদেশের বারাণসীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়েছিলেন জালালউদ্দিন। ভারতীয় বায়ুসেনার অফিসের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন। সঙ্গে ছিল ক্যান্টনমেন্ট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ম্যাপ।সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় জালালউদ্দিনকে। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট-এর আওতায় বেশ কিছু দিন মামলা চলার পর আদালতের রায়ে ১৬ বছরের জেল হয় তাঁর। ঠাঁই হয় বারাণসী সেন্ট্রাল জেলে। জেলে থাকাকালীনই &#

শত্রুকে নিধন করতে প্রস্তুত ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন, শুভেচ্ছা জানালেন মোদি

Image
ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্ত তার প্রথম গোপন পরিভ্রমণ সম্পন্ন করল। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই খবর শোনার পর বলেন, '‌আইএনএস অরিহন্তের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীদের আমি এই শিখর স্পর্শ করা মুহূর্তে অভিবাদন জানাতে চাই। আমাদের দেশের ইতিহাস চিরকাল এই মুহূর্তকে স্মরণে রাখবে।'‌ ৬ হাজার টন ওজনের পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্ত প্রায় তিন দশক ধরে ক্রমাগত বিভিন্ন দক্ষ কারিগরী পরীক্ষানিরীক্ষার ফল। ভারতের নিউক্লিয়ার কম্যান্ড অথরিটি বা পারমাণবিক কমিটির আওতায় রয়েছে এই সাবমেরিনটি। যে কমিটির প্রধান নরেন্দ্র মোদি স্বয়ং। এখন থেকে এই সাবমেরিনটিকে দেশের প্রতিরক্ষার খাতিরে জলের তলায় বহু গুরুত্বপূর্ণ সামরিক কার্যকলাপে অংশ নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, '‌যারা আমাদের সামরিক ক্ষেত্রে এই পদক্ষেপকে নেতিবাচক করে তোলার প্রয়াসে ব্রতী ছিলেন, আইএনএস অরিহন্তকে আমরা আসলে তাঁদের মুখের মতো একটি জবাব বলে মনে করছি'। এই পারমাণবিক সাবমেরিনটি এতটাই শক্তিশালী যে, কোনও শহরকে ধ্বংস করার জন্য তা জলের গভীর থেকেই মিসাইল ছুঁড়তে পারবে। মিসাইল ছোঁড়ার পরেও এই সাবমেরিনটি ঠিক কোন স্থানে আছে, তা

2020 সালে লঞ্চ হবে প্রথম 5G iPhone

Image
প্রথম 5G  iPhone এ থাকবে Intel 8161 মোডেম। 2020 সালে লঞ্চ হবে এই স্মার্টফোন। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই খবর জানানো হয়েছে। এই রিপোর্টে আরও জানানো হয়েছে আপাতত যা পরিকল্পনা Intel সব 5G iPhone এর মোডেম তৈরী করবে। আপাতত 5G iPhone এর প্রোটোটাইপ মোডেল তৈরীতে ব্যস্ত Intel। 8060 নামের এক মডেলে কাজ করছে মার্কিন কোম্পানিটি। 5G মোডেমে ভালো সিগনালের জন্য কম জায়গায় বেশি ট্রাঞ্জিস্টার ব্যবহার করা প্রয়োজন। এই কারনেই 8161 মোডেলে 10 ন্যানোমিটার প্রসেস ব্যবহার করছে Intel। শুরুতে 8060 মোডেমটি ভালো গরম হয়ে যাচ্ছিল। এই কারনেই Apple আর Intel এর কধ্যে উত্তাপের পারদ চড়তে শুরু করেছিল। এই কারনে ফোনে অতিরিক্ত ব্যাটারি খরচ হতে পারে বলে মনে করে Apple। Apple এর হয়ে 5G চিপসেট বানানোর কাজ করছে Intel। সেই কারনেই Apple কে 5G মোডেমের জন্য Qualocomm এর দ্বারস্থ হতে হবে না। তবে এই বিষয়ে Apple কে প্রশ্ন করা হলে কোন জবাব পাওয়া যায়নি। 2019 এ লঞ্চ হবে প্রথম 5G স্মার্টফোন। ইতিমধ্যেই Qualcomm চিপসেট ব্যবহার করে 5G স্মার্টফোন লঞ্চ করার কথা ঘোষণা করেছে Xiaomi, OnePlus, Oppo, Huawei। 2019 এর শুরিতে এই কোম্পানিগুলি 5G স্মার্টফোন

ধোঁয়াশায় ঢাকল দিল্লি, নিরাপদ মাত্রার চেয়ে দূষণ ২০ গুণ বেশি

Image
দিল্লি : ফের ধোঁয়াশায় ঢাকা পড়ল রাজধানী দিল্লি। আজ সাতসকালে বিষবাষ্পে ভরে যায় দিল্লির বাতাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে ২০ গুণ বেশি পার্টিকুলেট ম্যাটার ছিল দিল্লির ওখলা এলাকার বাতাসে। ফলে, সমস্যায় পড়েন বাসিন্দারা। দীপাবলির দু'দিন আগে থেকে বাতাসের গুণগত মান কমে যাবে বলে সতর্ক করেছিলেন আবহাওয়া অফিসের আধিকারিকরা। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল আজ। বাতাসে দূষণকারী পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ ছিল ২.৫। এদিকে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে খড় পোড়ানোর প্রভাবও পড়ে বাতাসে। ফলে, সকাল সকাল রাস্তার দৃশ্যমানতা কম ছিল। এর উপর আবার বুধবার দীপাবলি রয়েছে। সর্বত্র পুড়বে আতসবাজি। বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত চলবে আতসবাজি পোড়ানো। ফলে, বাতাস আরও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, প্রতিবছর ধোঁয়াশার কারণে ভারতে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। WHO-এর মতে, দিল্লির বাতাসের গুণগত মান বিশ্বে সবথেকে খারাপ।

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

Image
দিনহাটাঃ স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী। রবিবার সকালে কোচবিহারের দিনহাটা থানায় আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি। নাম তপন দাস। তাঁকে কাস্টডিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটার বৌলেরকুটি গ্রামের বাসিন্দা তপন দাস (৩২) কয়েক বছর ধরে কর্মসূত্রে সিকিমে থাকেন। শনিবার রাতে শিলিগুড়িতে স্ত্রীকে খুন করে দিনহাটায় পালিয়ে আসেন তিনি। রবিবার সকালে দিনহাটা থানায় তিনি আত্মসমর্পণ করেন। পুলিশকে তপন জানান, প্রায় ১৫ দিন ধরে তাঁর স্ত্রী অনিতা নিখোঁজ ছিলেন। এরপর তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী অন্য কারও সঙ্গে পালিয়ে গিয়েছেন। খোঁজ পেয়ে শিলিগুড়ির এনজেপি এলাকায় স্ত্রীর আত্মীয়ের বাড়িতে পৌঁছান তিনি। সেখানে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখতে পান। এরপরই তিনি উত্তেজিত হয়ে দেওয়ালে মাথা ঠুকে স্ত্রীকে খুন করে গতরাতেই দিনহাটায় পালিয়ে আসেন। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান, আত্মসমর্পণকারী ওই ব্যক্তিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। শিলিগুড়ি থানায় এ বিষয়ে যোগাযোগ করে দেখা হচ্ছে।

টাকা না পেয়ে গৃহবধূকে বিষ খাইয়ে খুন! উত্তর দিনাজপুর উত্তরবঙ্গ

Image
রায়গঞ্জঃ টাকা না পেয়ে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। রায়গঞ্জের ঘটনা। মৃত গৃহবধূর নাম শ্যামা খাতুন (২৮)। এই ঘটনায় শ্যামার স্বামী সহ মোট আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ১০ বছর আগে রায়গঞ্জের রহমতপুর গ্রামের বাসিন্দা সেলিম মহম্মদের সঙ্গে বিহারের কাটিহার জেলার বারসইয়ের বাসিন্দা শ্যামার বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে পণের টাকার জন্য শ্যামার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাত তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। শনিবার দুপুরে শ্যামাকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করে তারা। শ্যামার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর শ্যামাকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। রবিবার দুপুরে সেখানে মৃত্যু হয় ওই গৃহবধূর। এদিন মৃতের পরিবারের তরফে রায়গঞ্জ মহিলা থানায় মৃতার স্বামী সহ মোট আটজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। মহিলা থানার ওসি শাস্বতী কর্মকার জানান, খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চলছে।

এ হাসপাতাল থেকে ও হাসপাতাল ঘুরতে ঘুরতে পচে গেল পা!

Image
হাসপাতালে করিম। বাস থেকে পড়ে গিয়ে জখম হয়েছিল পা। অভিযোগ, সেই জখম পা নিয়ে একের পর এক সরকারি হাসপাতাল ঘোরার পরে পচন ধরে যাওয়ায় পা খোয়ালেন সরকারি বাসের এক কর্মী। এ জন্য সরকারি হাসপাতালের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন পরিবারের লোকজন। গত ৩১ অক্টোবর সন্ধ্যায় বালি টোলপ্লাজার কাছে হাবরা-দীঘা রুটের বাস থেকে পড়ে যান কন্ডাক্টর মহম্মদ রেজাউল করিম (৪২)। বাসের চাকা তাঁর বাঁ পায়ের উপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জখম এতটাই হয়েছিল যে ওখানে চিকিৎসা করা সম্ভব নয় বলে তাঁকে রেফার করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। রেজাউল করিমের পরিবার জানিয়েছে, রাতেই উত্তরপাড়া থেকে নীলরতন সরকার হাসপাতালে তাঁরা রোগীকে নিয়ে রওনা হন। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যেতে হয়। সেখানে শুধু স্যালাইন চালু করে চিকিৎসকেরা রোগীকে নীলরতন সরকার হাসপাতালেই নিয়ে যেতে বলেন। রেজাউলের পরিবারের দাবি, মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা জানিয়ে দেন, রোগীকে নীলরতন সরকার হাসপাতালে রেফার করা হয়েছে। তাই তাঁরা ভর্তি নিতে পারেন না। ওই অবস্থাতেই রোগীকে ফ

বিরাটের রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের বাবর

Image
টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রান করলেন বাবর আজম। টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ড বিরাট কোহালির থেকে ছিনিয়ে নিলেন পাকিস্তানের বাবর আজম। রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বিরাটের রেকর্ড ভাঙলেন তিনি। মাত্র ২৬ ইনিংসে কুড়ি ওভারের ফরম্যাটে হাজার রান করলেন বাবর আজম। রবিবার তিনি ৪৮ রান করার সঙ্গে সঙ্গে এই রেকর্ডের মালিক হন। কোহালি হাজার রানে পৌঁছেছিলেন ২৭ ইনিংসে। বাবর এক ইনিংস কম নিলেন।  বাবর আজম শেষ পর্যন্ত ৫৮ বলে করেন ৭৯। মারেন দুটো ছয় ও সাত বাউন্ডারি। ওপেনার বাবর আজমের দাপটেই পাকিস্তান তিন উইকেট হারিয়ে তোলে ১৬৬ রান। ৩৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন মহম্মদ হাফিজ। জবাবে ১৬.৫ ওভারে ১১৯ রানে শেষ হয় নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৬০ রান। পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান নেন তিন উইকেট। ৪৭ রানে জেতে সরফরাজ আহমেদের দল। ম্যাচের সেরা হন বাবর আজমই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ হারাল পাকিস্তান। আবু ধাবিতে প্রথম টি-টোয়েন্টিতে দুই রানে জিতেছিল পাকিস্তান। দুবাইয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছয় উইকেটে জিতেছিল পাকিস্তান। আর তৃতীয় ম্যাচে

নিয়মিত মহড়াতেই নিরাপদে এপিজে হাউসের কর্মীরা, আগুন নেভানোর চেষ্টা জারি

Image
এপিজে হাউসে আগুনের পর নীচে নেমে এসেছেন কর্মীরা। ফের মহানগরে অগ্নিকাণ্ড। পার্ক স্ট্রিটের এপিজে হাউসে ভয়াবহ আগুন। দমকলের ১১টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করছে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ হঠাৎই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এরপরই দ্রুত নীচে নেমে আসেন ওই ভবনে থাকা একাধিক অফিসের কর্মীরা। দায়িত্বে থাকা কর্মীরা নিজেরাই অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পাঠানো হয় দমকলেও।  কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ঘটনার জেরে পার্ক স্ট্রিট ও লাগোয়া রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। খবর পেয়ে দমকলের কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যান দমকলকর্মীরা। ১১টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। এপিজে হাউসে রয়েছে একাধিক বেসরকারি সংস্থার অফিস। অফিস টাইমে আগুন লাগায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ওই ভবনে থাকা একাধিক অফিসের কর্মীরা জানিয়েছেন, নিয়মিত ব্যবধানে 'ফায়ার ড্রিল' হয়। ফায়ার অ্যালার্ম বাজিয়ে কর্মীদের নীচে নামিয়ে আনা হয়। পাশাপা

প্যাটেল মূর্তির জন্য ৩০০০ কোটি দিয়েছে তেল কোম্পানিগুলি!‌ কৈফিয়ৎ তলব ক্যাগের

Image
সর্দার প্যাটেলের মূর্তি গড়তে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে মোদি সরকার, সেটা কোথা থেকে এলো তা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছেন। সূত্রের খবর, এই মূর্তি তৈরির জন্য ৩০০০ কোটি টাকা অনুদান দিয়েছে রাষ্ট্রয়ত্ত্ব একাধিক তেল কম্পানি। তালিকায় রয়েছে ওএনজিসি, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, অয়েল ইন্ডিয়া লিমিটেডের মতো সংস্থা।  যে অর্থ সমাজ কল্যাণে দেওয়ার কথা সংস্থাগুলির, সেটি সর্দার প্যাটেলের মূর্তি তৈরিতে কেন দেওয়া হয়েছে?‌ এই নিয়ে তেল কম্পানিগুলিতে ভর্ৎসনা করেছেন অডিটর জেনারেল। এই পুরো অর্থটাই সমাজ কল্যাণের স্বার্থে বরাদ্দ করে থাকে তেল কোম্পানিগুলি। সেটি না করে মোদিকে তুষ্ট করতে সর্দার প্যাটেলের মূর্তি নির্মাণের জন্য দান করা হয়েছে। এদিকে এই মূর্তি নির্মাণের জন্য যে বিজ্ঞাপন গুজরাট সরকার দিয়েছে, তাতে দেখানো হয়েছে গুজরাটের সব গ্রামের কৃষক পরিবারের কাছে থেকে লোহা সংগ্রহ করা হয়েছে এই মূর্তি তৈরির জন্য। যেহেতু সর্দার প্যাটেল কৃষক পরিবারের সন্তান ছিলেন। সেকারণে তাঁর মূর্তি তৈরির জন্য কৃষকদের কাছ থেকেই লোহা '‌দান'‌ হিসেবে সংগ্রহ করা হয়েছে। মোট ১,৬০,০০০ লোহা সং

নেল পলিস ইসলাম বিরোধী, মুসলিম মহিলাদের মেহেন্দি ব্যবহারের ফতোয়া জারি

Image
নয়াদিল্লি: মুসলিম মহিলাদের জন্য ফের এক নয়া ফতোয়া জারি করলেন দারুল উলুম দেওবন্দ৷ মুফতি ইশরার, মুসলিম মহিলাদের হাতে নেল পলিস লাগানোকে ইসলামবিরেধী বলে এর পরিবর্তে মেহেন্দি ব্যবহার করা উচিত বলেছেন৷ এর আগেও মুসলিম মহিলাদের জন্য দারুল উলুম বেশ কিছু পতোয়া জারি করেছিলেন৷ সম্প্রতি, মুসলিম মহিলাদের আইব্রো(ভ্রূ সুন্দর করে তোলা) করার বিরুদ্ধেও পতোয়া জারি করেছিলেন৷ আইব্রো করা বা চুল কাটাকে ইসলাম বিরোধী বলেছিলেন তিনি৷ শুধু তাই নয়, বাজারে গিয়ে বা দোকানে গিয়ে রক্তের সম্পর্ক না থাকা অপরিচিত পুরুষের থেকে(বিক্রেতাও হতে পারে) চুড়ি পরাকেও অপরাধ বলেছিলেন তিনি৷ জারি করা হয়েছিল ফতোয়াও৷ জানা যায়, ইসলামি শরিয়ত অনুযায়ী, যে সব পুরুষের সঙ্গে রক্তে সম্পর্ক নেই, সেইসব পুরুষের থেকে পর্দার আডা়লে থাকতে বলা হয়েছে মুসলিম মহিলাদের৷ আর তারই ভিত্তিতে পতোয়া জারি করেন দারুল উলুম দেওবন্দ৷ প্রসঙ্গত, শুধু ভারতে নয়, সমগ্র বিশ্বে, ইসলামিক ইতিহাসে দারুল উলুম দেওবন্দের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে৷ যারা এই সংগঠনের মতাদর্শে বিশ্বাসী তারা দেওবন্দি হিসেবে পরিচিত৷

চার মাসে পেট্রলে’র দাম কমল প্রায় সাড়ে চার টাকা

Image
নয়াদিল্লি: টানা দু'সপ্তাহ নাগাড়ে দাম কমছে জ্বালানির৷ পুজোর পর থেকে পেট্রলের দাম কমেছে লিটারে প্রায় সাড়ে চার টাকা৷ ডিজেলের এই কমার হার কিছুটা কম৷ ডিজেলে গত দু'সপ্তাহে লিটারে দাম কমেছে প্রায় দু'টাকা টাকা৷ পেট্রপণ্যে'র দাম কমার এই প্রবণতা আম আদমির কাছে 'আচ্ছে দিনে'র ইঙ্গিত? মূলবৃদ্ধির বাজারে প্রশ্ন মধ্যবিত্তের৷ সোমবারও দাম কমল জ্বালানির৷ লিটার প্রতি পেট্রলের দাম কমল ২২ পয়সা৷ ডিজেলে প্রতি লিটারে হ্রাসের পরিমান ২০ পয়সা৷ সপ্তাহের প্রথম দিন রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৭৮.৫৬ টাকা৷ ডিজেল প্রতি লিটার ৭৩.১৬ টাকা৷ কলকাতাতেও সমপরিমান হারে কমেছে জ্বালানির দাম৷ এদিন মহানগরে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮০.৪৭ টাকা ও ৭৫.০২ টাকা৷ ২২ পয়সা কমে বাণিজ্য নগরী মুম্বইতে সোমবার পেট্রলের দাম ৮৪.০৬ টাকা৷ তবে অন্যান্য জায়গার তুলনায় ডিজেলে ১ পয়সা দাম বেশি কমেছে মুম্বইতে৷ হ্রাসের পরিমান ২১ পয়সা৷ বলিউডের শহরে এদিন প্রতি লিটার ডিজেলের দাম ৭৬.৬৭ টাকা৷ গত জুন মাস থেকে নাগাড়ে বাড়ছিল জ্বালানির দাম৷ কবে তা সেঞ্চুরি হাঁকাবে তা নিয়ে কৌতুহল ছিল দেশবাসীর৷ পেট্রপ

''সব রেকর্ড ভাঙবে বিরাট, একটা ছাড়া''

Image
ক্রিকেট বিশ্বের প্রায় সবাই এক কথায় তাঁকে সর্বকালের অন্যতম সেরা বলে মেনে নেন। বিরাট কোহলি। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে যাঁর নামটুকুই যথেষ্ট। যিনি ব্যাট হাতে বাইশ গজে নামা মানেই হয় রেকর্ড, নয়তো রেকর্ড ভঙ্গ। সেই বিরাট কোহলিতে এবার মুগ্ধ স্টিভ ওয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাটকে আধুনিক ক্রিকেটের সেরা এন্টারটেইনার বলছেন। কলকায় ডালমিয়া কনক্লেভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কও বলেছিলেন, বিরাটের ব্যাটেই বেঁচে থাকবে টেস্ট ক্রিকেট। এই মুহূর্তে ক্রিকেটের ছোট ফরম্যাচের দাপাদাপি। তাই টেস্ট ক্রিকেটের অস্বিত্ব বিপন্ন। একমাত্র বিরাটের মতো তারকাই পারে, টেস্ট ক্রিকেটের জৌলুস ফিরিয়ে দিতে। এমনই দাবি করেছিলেন স্মিথ। এবার তাঁর মতোই বিরাট-বন্দনায় মাতলেন ওয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে অনন্য রেকর্ড করেছেন বিরাট। একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। সিরিজে পর পর তিনটি সেঞ্চুরি করেও রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ভারতীয় অধিনায়ক। ইতিমধ্যে ১০ হাজার রান পূর্ণ করার দৌড়ে সচিন তেণ্ডুলকরকেও পিছনে ফেলছেন। এমন একখানা রেকর্ড করার জন্য সচিন নিয়েছিলেন ২৫৯ ইনি

আজ থেকে স্কাইওয়াক

Image
আজ, সোমবার দক্ষিণেশ্বর রানি রাসমণি স্কাইওয়াকের পথচলা শুরু। বিকেলে ইস্পাত নির্মিত স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। থাকবেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সৌগত রায়, খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দক্ষিণেশ্বর কালীমন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরি, বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুধীরানন্দজি মহারাজ, কামারহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গোপাল সাহা, বরাহনগর মিউনিসিপ্যালিটির চেয়ারপার্সন অপর্ণা মৌলিক প্রমুখ। ৩৪০ মিটার লম্বা এবং ১০ মিটার চওড়া স্কাইওয়াকটি সেজে উঠেছে এলইডি আলোয়। রয়েছে সিসি টিভির নজরদারি। এর মাধ্যমে রেলওয়ে এবং মেট্রো স্টেশন থেকে সরাসরি মন্দিরের সামনে আসা যাবে। সারা বছর ধরে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আসেন দক্ষিণেশ্বর মন্দির দর্শনে। তাঁদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চার বছর আগে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক নির্মাণের পরিকল্পনা করেন। শুরু হয় কাজ। দক্ষিণেশ্বর মন্দিরের মূল প্রবেশপথে সারি সারি দোকান স্কাইওয়াক তৈরির অন্তরায় হয়ে দাঁড়ায়। স্কাইওয়াকে হকারদের পুনর্বাসনে ১৩৭টি দোকান নির্মাণ করে দেওয়া হয়েছে। লটারির মাধ্য

‌‌হলদিয়ায় দুই বোন খুনে গ্রেপ্তার বাবা

Image
হলদিয়ার ভবানীপুর থানার বড়বাড়িতে দুই বোন খুনের ঘটনায় গ্রেপ্তার হল বাবা। সোমবার ভোররাতে বিপ্লবকুমার দাস নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। তার পকেট থেকে উদ্ধার হয়েছে সেই চাবিটিও যেটি দিয়ে সে মেয়েদের খুনের পর বাড়ির দরজায় তালা দিয়ে পালিয়েছিল। কেন বিপ্লব নিজের মেয়েদের খউন করল তা এখনও স্পষ্ট নয়। সোমবার আদালতে তুলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিস। রবিবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে সীমা দাস নামে ১৫ বছরের এবং পূজা দাস নামে ১০ বছরের দু'‌বোনের দেহ উদ্ধার করে পুলিস। সীমা নবম শ্রেণির ছাত্রী এবং পূজা চতুর্থ শ্রেণির ছাত্রী। বিকেলে তাদের মা সাগরিকা বাজার যান। দু'‌বোনের সঙ্গে বাড়িতে ছিলেন বিপ্লবকুমার। সন্ধ্যা নাগাদ বাজার থেকে ফিরে সাগরিকা দেখেন ঘরের দরজায় তালা লাগানো এবং দরজার ফাঁক গলে চুঁইয়ে বেরোচ্ছে রক্তের ধারা। প্রতিবেশীরা গিয়ে দরজা ভেঙে সীমা এবং পূজার গলা কাটা দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেয়। বিপ্লব পলাতক ছিল। দুটি পৃথক ঘরে দু'‌বোনের দেহ উদ্ধার হয়। ঘরের জিনিসপত্র ওলটপালট অবস্থায় ছিল। খুনে ব্যবহৃত অস্ত্র দুটিও উদ্ধার করে পুলিস।

ধনতেরস কী করবেন, কী করবেন না

Image
 দীপাবলির শুরুতে হলুদ ও লাল রঙের বস্ত্র পরুন। যদি লাল বা হলুদ বস্ত্র না থাকে তাহলে ওই রঙের রুমাল। টিপ, ক্লিপ, কানে পাথর ব্যবহার করুন। ছেলেরাও রুমাল বা সুতো ডান হাতে জড়িয়ে রাখতে পারেন।  ধনতেরসের দিন সোনা, রুপো, তামা বা স্টিলের কিছু কিনুন।  ২টি নারকেল ঝাড়ু কিনে বাড়িতে একটি ব্যবহার করুন আরেকটি বাড়ির অন্য কোনও স্থানে লুকিয়ে রাখুন। পরে ব্যবহার করার জন্য।  কুবেরের ছবি, যন্ত্র, লকেট অথবা মূর্তি ঘরে আনুন।  এইদিন ঘর মোছার সময় জলের সঙ্গে সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন।  সন্ধেয় ধুনো জ্বালাবার সময় ধুনুচিতে টিকে অথবা ছোবড়া ধরিয়ে তার মধ্যে কর্পূর, গোলমরিচের গুঁড়ো এবং ধুনো মেশান।  দীপাবলির রাত্রে অনেকেই বাড়িতে টুনি লাইট জ্বালান। লাল, হলুদ, কমলা রঙের বাছুন।  ঠাকুরের ভোগে খিচুড়ি রাঁধার জন্য মুগ ডালের সঙ্গে অল্প পরিমাণে মটর ডাল ও ছোলার ডাল মিশিয়ে নিন।  নাড়ু বানাবার সময় নারকেল কোরার সঙ্গে গুঁড়ো দুধ অথবা ক্ষীর মিশিয়ে নিন।  পায়েস বানালে কিশমিশ, এলাচ দেবেন না।  ঠাকুর মূর্তি বা যন্ত্রকে অভিষেক করার সময় কলের জল অথবা গঙ্গাজলের সঙ্গে পদ্মপাপড়ি, রক্তচন্দন, মধু এবং একটু আতর

আরবিআই গভর্ণর উর্জিত প্যাটেলকে শো-কজ নোটিশ

Image
নয়াদিল্লি: ঋণ পরিশোধ যারা করতে পারেনি, তাদের নামের তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় আরবিআই গভর্ণর উর্জিত প্যাটেলকে শো-কজ নোটিশ পাঠালো Central Information Commission (CIC). পাশাপাশি, বাকি থেকে যাওয়া ঋণ নিয়ে প্রাক্তন গভর্ণর রঘুরাম রাজনের চিঠি প্রকাশ্যে আনা হোক বলেও সিআইসি দাবি তোলে, প্রধানমন্ত্রীর কার্য্যালয়, অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কাছে৷ প্রসঙ্গত, এর আগে কেন্দ্রের সঙ্গে মতানৈক্যের জেরে আরবিআই গভর্ণর পদত্যাগ করতে পারেন বলেও শোনা গিয়েছিল৷ গত অক্টোবরেই, অনাদায়ী ঋণ নিয়ে রিজার্ভ ব্যাংকের ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁর প্রশ্ন ছিল- ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে যখন ব্যাংকগুলি ঢালাও ঋণ দিয়েছে তখন রিজার্ভ ব্যাংক তা কতটা নিয়ন্ত্রণ করেছে? কারণ এখন তো অনাদায়ী ঋণের পাহাড় প্রমাণ বোঝা দাঁড়িয়েছে৷ এর পাশাপাশি, একটি রিপোর্ট অনুযায়ী জানা যায়, সরকার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সেকশন ৭-কে লাগু করতে পারে৷ এর ভিত্তিতে সরকার বিভিন্ন ইস্যু এবং জনগমের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়গুলির ওপর কাজ করার জন্য আরবিআই গভর্ণরকে নির্দেশ দিতে পা

ইডির ই-মেল কান্ডে গ্রেফতার সফটওয়্যার বিশেষজ্ঞ

Image
কলকাতা: অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- র জালে সফটওয়্যার বিশেষজ্ঞ অনন্ত সুন্দর রঞ্জন৷ ইডির ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়ো মেল করার অভিযোগ। অভিযুক্তের কাছ থেকে বাজেয়াপ্ত একাধিক গ্যাজেট ও ব্যাংকের নথি। পুলিশ সূত্রে খবর, নিউ টাউনের অনন্ত সুন্দর রঞ্জন তার পুনের এক ব্যবসায়ী বন্ধুকে ১১ লক্ষ টাকা দিয়েছে৷ ওই ব্যবসায়ী টাকা ফেরত দিচ্ছিল না৷ তখন অনন্ত নিজেকে ইডির ইস্টার্ন রিজিওন্যাল স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্ত বলে একটি ভুয়ো ই-মেল অ্যাকাউন্ট বানিয়ে ফেলে৷ ওই মেল থেকে ব্যাংকে মেল করে ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়৷ ইডির নামে ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাংক ও এজেন্সিতে মেল করা হচ্ছিল৷ জানতে চাওয়া হচ্ছিল গুরুত্বপূর্ণ তথ্য। বিষয়টি সল্টলেক সিজিও কমপ্লেক্স এর ইডি অফিসারদের নজরে আসে৷ এরপরই ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিযোগ করেন বিধাননগর পুলিশ কমিশনারেটে। পুলিশ প্রথমে তদন্তে নামলেও পরে তদন্ত ভার তুলে দেওয়া হয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে৷ রবিবার সফটওয়্যার বিশেষজ্ঞ অনন্ত সুন্দর রঞ্জনকে গ্রেফতার করা হয়৷

হাঙ্গামার আশঙ্কায় মোতায়েন ২৩০০ পুলিস-কমান্ডো টিম, আজ ফের খুলছে সবরীমালা

Image
বিশেষ পুজোর জন্য সোমবার ফের খুলছে কেরলের সবরীমালা মন্দির। হাঙ্গামার আশঙ্কায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মন্দির চত্বরে। চার বা তার থেকে বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। গত মাসে সুপ্রিম কোর্টের রায়ের পরও মন্দিরে ঢুকতে পারেননি কোনও ১০-৫০ বছরের কোনও মহিলা ভক্ত। রবিবার সেখানে কোনও মহিলা সংবাদিকদেরও যেতে নিষেধ করল একটি হিন্দু সংগঠন। বিভিন্ন সংবাদপত্র দফতরে চিঠি পাঠিয়েছে বিক্ষোভকারীদের একটি যৌথ সমিতি। সবরীমালা কর্মসমিতি নামে ওই সংগঠনে রয়েছে ভিএইচপি ও হিন্দু আকিয়াভেদির মতো হিন্দুত্ববাদী সংগঠনও। সেখানে বলা হয়েছে ১০-৫০ বছরের কোনও মহিলা সাংবাদিক হলেও মন্দিরে ঢুকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনিত হতে পারে। ভক্তদের সমর্থন বা বিরোধ করার অধিকার আপনাদের রয়েছে। তবে আপনারা এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যা মন্দিরের পরিস্থিতি আরও খারাপ করতে পারে। নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে ২,৩০০ পুলিস কর্মী। এর মধ্যে রয়েছে ২০ সদস্যের একটি কমান্ডো টিম ও ১০০ মহিলা পুলিসকর্মী। প্রয়োজন পড়লে সার্কেল ইনস্পেক্টর ও সাব ইনস্পেক্টর পদমর্যদায় ৩০ মহিলা পুলিস কর্মীকে মন্দিরে মন্দির

সরকারি চাল-টাকা মিলছে না, ক্ষুব্ধ সিঙ্গুরের চাষিরা

Image
উৎসবের মরসুমে ফের ক্ষোভের মেঘ! সেই সিঙ্গুের! আদালতের নির্দেশে চাষিরা জমি ফিরে পেয়েছেন। কিন্তু অভিযোগ, আচমকা জুলাই মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে তাঁদের সরকারি আর্থিক সাহায্য। গত মাস থেকে মিলছে না বরাদ্দ চালও। উৎসবের মরসুমে মাথায় হাত পড়েছে ওই চাষিদের। কারণ, জমি আগাছা আর নোংরা জলে ঢেকে যাওয়ায় অনেকেই এখনও চাষ করতে নামতে পারেননি। এ বার জোড়া অপ্রাপ্তি তাঁদের ক্ষোভের মাত্রা বাড়াল। এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ''সিঙ্গুরের চাষিরা যে চাল-টাকা পাচ্ছেন না, সেটা জানা ছিল না। আমি চাষিদের সঙ্গে কথা বলে প্রশাসনের কাছে জানতে চাইব।'' জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, ''সিঙ্গুরের চাষিরা যেমন চাল-টাকা পান, তেমনই পাবেন। নীতিগত কোনও পরিবর্তন হয়নি। ব্যাঙ্কের কারণে টাকা পেতে ওঁদের হয়তো কিছুটা দেরি হচ্ছে। আমি বিষয়টি দেখছি।'' টাটাদের কারখানার জন্য সিঙ্গুরের অধিগৃহীত জমি চাষিদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমির বদলে সরকারি চেক নিতে 'অনিচ্ছুক', এমন ৩৬০০ পরিবারের জন্য ২০১৩ সালের মাঝামাঝি

মাংস কিনে ফিরে মা দেখলেন দুই মেয়ের নলি কাটা দেহ!

Image
মাংস খাওয়ার বায়না করেছিল দুই মেয়ে। মা গিয়েছিলেন বাজারে। মাংস নিয়ে ফিরে এসে দেখলেন, দরজায় তালা-চাবি দেওয়া। হঠাৎই খেয়াল হল চৌকাঠ পেরিয়ে স্রোতের মতো ভেসে আসছে রক্ত। দরজা খুলতেই আঁতকে উঠলেন তিনি। পাশাপাশি দু'টি ঘরে পড়ে দুই কিশোরী মেয়ের রক্তাক্ত দেহ। রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দেভোগের বড়বাড়ির এই ঘটনার খবর পেয়েই পৌঁছয় পুলিশ। পুতুল ওরফে সীমা দাস (১৪) এবং পূজা দাসের (১০) নলি কাটা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খুনের মামলা রুজু করেছে পুলিশ। কেন খুন, তা নিয়ে ধন্দে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন নিহত দুই কিশোরীর বাবা বিপ্লব। এ দিনই রাতে পাশের গ্রাম ডালিম্বচক থেকে তাঁকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বিপ্লব এবং তাঁর স্ত্রী সাগরিকার ঝগড়া লেগেই থাকত। বিপ্লব তেমন কোনও কাজ করেন না। ঠোঙা তৈরি করে সংসার চালান সাগরিকা। নিহত দুই কিশোরীর ঠাকুরদা দোকানে কাজ করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, এ দিনও তমলুকে আয়ার কাজে যান ঠাকুমাও। সন্ধ্যায় মাংস খাওয়ার বায়না করে দুই মেয়ে। সাগরিকার কথায়, ''ব্রজলালচকে যাই মাংস কিনতে। ফিরে দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের বাড়ি যাই। প্রতিবেশীরা বলে, হয়ত

‌তৃতীয় সন্তান জন্মালেই এই দেশে সরকারের তরফ থেকে মিলবে জমি

Image
দেশে শিশু জন্মের হার খুবই কম। ২০১৭ সালে জন্মেছে মাত্র ৪ লাখ ৬৪ হাজার শিশু। আর তাই শিশু জন্মের হার বাড়াতে অভিনব পন্থা অবলম্বন করতে চলেছে ইতালির সরকার। এবার থেকে তৃতীয় সন্তানের জন্ম দিলে মা–বাবার হাতে তুলে দেওয়া হবে চাষযোগ্য দমি। নতুন বাজেটে এমনই নিয়ম আনতে চলেছে সে দেশের সরকার। যে হারে দেশের জন্মহার কমছে, তা ঠেকাতেই এমন প্রস্তাব। তবে আজীবনের জন্য নয়। ওই চাষের জমি লিজ হিসেবে দেওয়া হবে ২০ বছরের জন্য। সরকারের আশা এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে।  একদিকে, দেশের জন্মহার যেমন বাড়বে, তেমনি পড়ে থাকা সরকারি চাষযোগ্য জমিগুলির রক্ষণাবেক্ষণও হবে। এমনটাই মত ইতালির কৃষিমন্ত্রী জিয়ান মার্কো সেন্টানাইও। তাঁর কথায়, অনেক সরকারি জমি রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে রয়েছে। সেগুলি দেখাশোনা করা খরচ সাপেক্ষ। বিক্রি করাও মুশকিল। যে জমিগুলি লিজ দেওয়া হবে সেগুলি ফেলে রাখা হয়েছে। প্রায়ই জমির রক্ষণাবেক্ষণের জন্য বিক্রি করতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। জানা গিয়েছে, সন্তানের মা–বাবাকে জমি দেওয়া হবে ২০ বছরের জন্য। সরকারের হাতে এখন ৫ লাখ হেক্টর কৃষিজমি রয়েছে। যার দাম প্রায় ১০০ কোটি ইউরো। তবে এই সুবিধা পাবেন কেবল বিবাহিত দম্পতিরাই।

‌দুইয়ের বেশি সন্তান থাকলে ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত, বললেন রামদেব

Image
জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার সরব হলেন বাবা রামদেব। নিজে সাংসারিক জীবনের জঞ্ঝাটে যাননি। কিন্তু দেশে জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রামদেব পরামর্শ দিয়েছেন তিনি। রামদেব বলেছেন যাঁদের দুইয়ের অধিক সন্তান রয়েছে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। এই নিয়ে সরকারকে কড়া হওয়া উচিত বলে মনে করেন পতঞ্জলির প্রতিষ্ঠাতা।  তিনি দাবি করেছে, তাঁর মত যাঁরা সাংসারিক জীবন যাপন করেন না তাঁদের বিশেষ মর্যাদা দেওয়া উচিত সরকারের। আর যাঁরা বিয়ে করে দুয়ের বেশি সন্তান নিয়েছেন তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। রবিবার হরিদ্বারে নিজের আশ্রমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন রামদেব।  রামদেব বলেছেন বেদ–এ নাকি দশের অধিক সন্তান নেওয়ার অনুমতি রয়েছে। কিন্তু যখন দেশের জনসংখ্যা ১২৫ কোটি ছাড়িয়ে গিয়েছে সেখানে এই নীতি কাজ করে না। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের এবার বিশেষ নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

রামমন্দিরের জন্য অর্ডিন্যান্সের আওয়াজ সাধুদের সম্মেলনে

Image
দিল্লি: রাফাল থেকে সিবিআই–‌‌আরবিআই— নানা ইস্যুতেই কোণঠাসা সরকার। এ সময় রামমন্দির ইস্যুতে হাওয়া তাতানোর চেষ্টায় নেমে পড়েছে সঙ্ঘ পরিবার। সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমির মামলায় শুনানি পিছিয়ে দিতেই সঙ্ঘের শীর্ষ কর্তারা সরব। হিন্দু সমাজ নাকি আর অপেক্ষা করতে নারাজ। ১৯৯২–‌এর মতোই তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। আওয়াজ উঠছে আদালতকে এ নিয়ে অর্ডিন্যান্স আনার পক্ষে। দিল্লির তালকটোরা স্টেডিয়ামে বসেছিল অখিল ভারতীয় সন্ত কমিটির মহাসম্মেলন। সাধুদের দু'‌দিনের এই সম্মেলন শেষে আজ দাবি উঠল, অর্ডিন্যান্স এনে মন্দির মির্মাণের রাস্তা পরিষ্কার করা হোক। দেওয়ালির মুখে উত্তরপ্রদেশের গেরুয়াধারী মুখ্যমন্ত্রীর মুখেও মন্দির। তঁার পরামর্শ, '‌আপনাদের সাধ পূর্ণ করতে রামের নামে এবার প্রদীপ জ্বালান। শিগগিরই বাস্তবায়িত হবে এই ইচ্ছা।'‌ সরযূ নদীর তীরে রামমূর্তি গড়ার কথাও বলেছেন যোগী আদিত্যনাথ। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নিয়ে এসেছে হ্যাশট্যাগ:‌ '‌জ্বালাও এক দিয়া রামমন্দির কে নাম কা'‌। কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল বলেন, ভক্তদের বিশ্বাস তুলে ধরতেই এই প্রচার। সোজা কথায় কোমর বেঁধেই নেমে পড়েছে সঙ্ঘ

অ্যাপের ক্লিকেই ধোপা হাজির হবেন আপনার বাড়ির দরজায়

Image
পোশাক, খাবারের পর এবার মোবাইল ফোনে এক ক্লিকেই বাড়ির দরজায় '‌ধোলাইওয়ালা'‌। নোংরা জামাকাপড় কাচার জন্য আর ছুটির দিনটাকেও নষ্ট করতে হবে না। সঙ্গে যদি একটা স্মার্ট ফোন থাকে, চিন্তা কী!‌ ধোলাইওয়ালা‌ মোবাইল অ্যাপস ডাউনলোড করে নিন। মোবাইল ক্লিক করুন। বাড়ির দরজায় অপরিষ্কার জামাকাপড় নিতে পৌঁছে যাবেন '‌ধোলাইওয়ালা'‌র প্রতিনিধি। গুগ্‌ল প্লে স্টোর থেকে www.dhulaiwala.cleaning‌ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপসে নিজের নাম, ফোন নম্বর, ই–‌মেল আইডি, ঠিকানা দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশনের পর জানিয়ে দিতে হবে কতগুলি জামাকাপড় কাচানো হবে বা ইস্ত্রি করানো হবে। অর্ডার দেওয়ার পরই বিল–‌সহ বিস্তারিত তথ্য মোবাইলে এসএমএস চলে আসবে। ৭২ ঘণ্টার মধ্যেই কাচা, ইস্ত্রি করা জামাকাপড় পৌঁছে যাবে বাড়িতে। কাচা পোশাক হাতে পাওয়ার পরই বিল মেটাতে হবে। দু'‌রকম ভাবে পোশাক কাচা হয়। নর্মাল ওয়াশ এবং সফ্‌ট ওয়াশ (‌ড্রাই)‌। কেজি দরে এখানে জামাকাপড় কাচা হয়। সফ্‌ট ওয়াশ (‌‌ড্রাই)‌‌ ক্লিনিংয়ের ক্ষেত্রে ১২০ টাকা কেজি। সাধারণ কাচার ক্ষেত্রে ৬০ টাকা কেজি। সংস্থার কর্ণধার বিবেককুমার আগরওয়ালের বক্তব্য, এখন জীবনধারাটা বদলে

পুড়িয়েছে স্বামীই, বধূর শেষ বার্তা ভিডিয়োয়

Image
স্বামীর সঙ্গে সঙ্গীতা দাস। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবু হাসপাতালের বিছানায় শুয়ে ভিডিয়ো-বার্তায় অগ্নিদগ্ধ বধূ জানিয়ে গেলেন, তাঁর এই পরিণতির জন্য কারা 'দায়ী'। আট দিনের লড়াই শেষে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সঙ্গীতা দাসের (২২) মৃত্যু হলে পণের জন্য নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগে তাঁর স্বামী অমরনাথ দাস, শাশুড়ি রিনা দাস এবং তনয়া চট্টোপাধ্যায় নামে আর এক তরুণীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ২৬ অক্টোবর রাতে বাগুইআটির জগৎপুরের আদর্শপল্লির ভাড়াবাড়ি থেকে অগ্নিদগ্ধ সঙ্গীতাকে উদ্ধার করা হয়। সেই ইস্তক কলকাতা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন তিনি। সঙ্গীতার বাবা পেশায় গাড়িচালক দিলীপ চক্রবর্তীর অভিযোগ, ''পণ নিয়ে অত্যাচার ছিলই। উপরন্তু অন্য এক তরুণীর সঙ্গে অমরের সম্পর্কও তৈরি হয়। মেয়ে প্রতিবাদ করলে স্বামী ও শাশুড়ি খুব অত্যাচার করত। শেষে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারল।'' তরুণীর মা সন্তোষী চক্রবর্তী বলেন, শারীরিক ও মানসিক ভাবে নির্যাতিতা হয়েও সে সব কথা কোনও দিনই বাপের বাড়িতে বলেননি সঙ্গীতা।  শেষ মুহূর্তে অবশ্য মুখ খুললেন তিনি। ওই ভিডিয়োয় স

আমাদের থেকে উন্নয়ন প্রকল্পের দান নিয়ে মূর্তি বানাচ্ছ? ফুঁসছে ব্রিটেন

Image
গুজরাতে সর্দার পটেলের 'বিশাল' মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকঢোল পিটিয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ করে বল্লভভাই পটেলের মূর্তি বসিয়েছেন নরেন্দ্র মোদী। গুজরাতের বডোদরায় বসানো বিশ্বের সর্বোচ্চ সেই মূর্তির খরচ নিয়ে বিতর্ক ছড়াল ব্রিটেনেও। সেখানকার স‌ংবাদমাধ্যম ও এমপিদের একাংশের দাবি, বিভিন্ন প্রকল্পের জন্য ব্রিটেনের থেকে বিরাট অঙ্কের অর্থসাহায্য নিয়ে, সেই টাকা ঘুরপথে মূর্তি বানানোয় খরচ করেছেন মোদী। ব্রিটেনের করদাতাদের অর্থ এ ভাবে কেন খরচ হল, তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। মূর্তি-রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছে দেশের বিরোধী দলগুলিও।  ব্রিটেনের একটি প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, ৫৬ মাস ধরে বিশ্বের সর্বোচ্চ মূর্তি গড়ার কাজ হয়েছে। ওই বছরগুলিতে ব্রিটিশ করদাতারা ভারতকে প্রায় ১১৭ কোটি পাউন্ড (প্রায় ১১ হাজার ৭৫ কোটি টাকা) অর্থসাহায্য করেছেন। সংবাদপত্রটির দাবি, ২০১২ সালে মূর্তি তৈরির কাজ শুরুর বছরে ৩০ কোটি পাউন্ড আর্থিক অনুদান দেয় ব্রিটেন। তার পরের তিন বছরে দেওয়া হয়েছে যথাক্রমে ২৬ কোটি, ২৮ কোটি ও ১৮.৫ কোটি পাউন্ড। অনুদানের টাকা মূর্তি তৈরিতে সরাসরি খরচ