2020 সালে লঞ্চ হবে প্রথম 5G iPhone


প্রথম 5G  iPhone এ থাকবে Intel 8161 মোডেম। 2020 সালে লঞ্চ হবে এই স্মার্টফোন। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই খবর জানানো হয়েছে। এই রিপোর্টে আরও জানানো হয়েছে আপাতত যা পরিকল্পনা Intel সব 5G iPhone এর মোডেম তৈরী করবে।

আপাতত 5G iPhone এর প্রোটোটাইপ মোডেল তৈরীতে ব্যস্ত Intel। 8060 নামের এক মডেলে কাজ করছে মার্কিন কোম্পানিটি।

5G মোডেমে ভালো সিগনালের জন্য কম জায়গায় বেশি ট্রাঞ্জিস্টার ব্যবহার করা প্রয়োজন। এই কারনেই 8161 মোডেলে 10 ন্যানোমিটার প্রসেস ব্যবহার করছে Intel।

শুরুতে 8060 মোডেমটি ভালো গরম হয়ে যাচ্ছিল। এই কারনেই Apple আর Intel এর কধ্যে উত্তাপের পারদ চড়তে শুরু করেছিল। এই কারনে ফোনে অতিরিক্ত ব্যাটারি খরচ হতে পারে বলে মনে করে Apple।

Apple এর হয়ে 5G চিপসেট বানানোর কাজ করছে Intel। সেই কারনেই Apple কে 5G মোডেমের জন্য Qualocomm এর দ্বারস্থ হতে হবে না। তবে এই বিষয়ে Apple কে প্রশ্ন করা হলে কোন জবাব পাওয়া যায়নি।

2019 এ লঞ্চ হবে প্রথম 5G স্মার্টফোন। ইতিমধ্যেই Qualcomm চিপসেট ব্যবহার করে 5G স্মার্টফোন লঞ্চ করার কথা ঘোষণা করেছে Xiaomi, OnePlus, Oppo, Huawei। 2019 এর শুরিতে এই কোম্পানিগুলি 5G স্মার্টফোন বিক্রি শুরু করবে।