Posts

Showing posts from February 13, 2019

বালির ডাম্পারে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য জামুডিয়ায়

Image
আসানসোল: বালির ডাম্পারে মানুষের মাথার খুলি ও দেহের হাড়গোড়! চাঞ্চল্য ছড়াল আসানসোলের জামুড়িয়ায়। বুধবার সকালে জামুড়িয়ার ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার পরাশিয়া কোলিয়ারি থেকে মাথার খুলিটি উদ্ধার করেছে পুলিশ। তবে হাড়গুলি তলিয়ে গিয়েছে খনিতে। জানা গিয়েছে, ইসিএলের খনি ভরাটের জন্য অণ্ডাল থানার মদনপুর ও রানিগঞ্জ থানার টিরাট এলাকার দামোদরের চর থেকে ডাম্বারে করে বালি আনা হয়।দামোদর নদের বালি বোঝাই ডাম্পার আসে জামুড়িয়া থানার ইসিএলের কুনস্তরিয়া এলাকার পড়াশিয়া কোলিয়ারিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে ডাম্পার থেকে যখন খনিতে বালি ফেলা হচ্ছিল, তখন মানুষের মাথার খুলি ও হাড়গোড় নজরে পড়ে শ্রমিকদের। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। জামুড়িয়ার  পড়াশিয়া কোলিয়ারি এলাকায় বালির বাঙ্কারের সামনে রীতিমতো ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাথার খুলিটি খুব পুরনো নয়।পচা মাংস ও চুলের অংশও তাতে লেগে ছিল। দুর্গন্ধও বেরোচ্ছিল।   আসানসোল কোলিয়ারি এলাকার প্রতিটি খনিতেই নদীর চর থেকে বালি এনে ভরাট করা হয়। ডাম্পার থেকে সরাসরি বালি ফেলা হয় খনিতে। যখন বালি ফেলা হয়, তখন খনির মুখে একটি জাল লাগিয়ে দেওয়া হয়

ব্রডব্যান্ড দুনিয়ায় বিপ্লব নিয়ে আসছে জিও গিগা ফাইবার, দেখে নিন প্রিভিউ অফার

Image
গত বছর ফাইবার ব্রডব্যান্ড কানেকশান গিগাফাইবার লঞ্চ করেছিল জিও। ৪জি দুনিয়ায় বিপ্লব আনার পরে এবার মুকেশের লক্ষ্য ভারতের ব্রডব্যান্ড বাজার। আগের মতোই শুরুতে বিনামুল্যে পরিষেবা দিয়ে গ্রাহকের মন জয় করতে চাইছে জিও। ইতিমধ্যেই কিছু শহরে গিগাফাইবার প্রিভিউ অফার শুরু হয়ে গিয়েছে। এক নজরে জিও ব্রডব্যান্ডের সব প্ল্যান ও অফারগুলি দেখে নেওয়া যাক। শুরুতে সব গিগাফাইবার গ্রাহককে প্রিভিউ অফার দেবে জিও। এই অফারে 100 Mbps স্পিডের ব্রডব্যান্ড কানেকশান দেবে জিও। ৯০ দিন ভ্যালিড থাকবে প্রিভিউ অফার। প্রিভিউ অফারে মাসে 100GB ডাটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকবে সব জিও প্রিমিয়াম অ্যাপ ব্যবহারের সুযোগ। তবে মাসিক 100GB শেষ হয়ে গেলে মাই জিও অ্যাপ অথবা কোম্পানির ওয়েবসাইট থেকে অতিরিক্ত 40GB ডাটা পাবেন গ্রাহকরা। তবে প্রিভিউ অফারে জিও গিগাফাইবার কানেকশান নিলে কোন ইনস্টলেশান চার্জ দিতে হবে না গ্রাহককে। তবে কানেকশান নেওয়ার সময় ৪,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। কানেকশান ছেড়ে দিলে এই টাকা ফেরৎ দিয়ে দেবে জিও। তবে কানেকশান ছাড়ার সময় সিকিউরিটি ডিপোজিট ফেরৎ পাওয়ার জন্য বাড়িতে ইনস্টল করা জিও গিগাহাবটি সঠিকভাবে কাজ করতে হবে

কাশ্মীরে বেসরকারি স্কুলে বিস্ফোরণ, জখম কমপক্ষে ১৫ পড়ুয়া

Image
পুলওয়ামা হাসপাতালে আনা হচ্ছে জখম পড়ুয়াদের।  ফের রক্তাক্ত কাশ্মীর। সেখানে একটি বেসরকারি স্কুলে টিউশন ক্লাস চলাকালীন বিস্ফোরণ ঘটেছে। তাতে গুরুতর জখম প্রায় ১৫ জন পড়ুয়া। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, উপত্যকার স্কুলগুলিতে শীতকালে স্কুলের মধ্যেই টিউশন ক্লাস বসে। বুধবার দুপুরে পুলওয়ামার নারবলের কাকাপোরা এলাকার ফালাহ-ই-মিলাত বেসরকারি স্কুলেও টিউশন ক্লাস বসেছিল। সেইসময় দুপুর ২টো নাগাদ আচমকাই ক্লাসরুমের মধ্যে বিস্ফোরণ ঘটে। তাতে জখম হয়েছে প্রায় ১৫ জন পড়ুয়া। আহতদের তড়িঘড়ি পুলওয়ামা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় পুলিশের একটি বাহিনী। বিস্ফোরণ ঘটাতে কী ধরণের বোমা বা বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। কাকাপোরার মেডিক্যাল অফিসার ওয়াহিদ স্থানীয় সংবাদপত্র গ্রেটার কাশ্মীরকে জানিয়েছেন, বোমার স্প্লিন্টারে ক্ষতবিক্ষত অবস্থায় কয়েকজ পড়ুয়াকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে তিন জনের অবস্থা গুরুতর ছিল। তাদের শ্রীনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গুরুতর জখম আরও কয়েক

মাসমাইনে ৭ হাজার, বর্ধমানে লক্ষ লক্ষ টাকার গয়না-গাড়ি-বাড়ির মালিক আসলে...

Image
বর্ধমানের একটি গয়নার দোকান থেকে এক দিনে সোনা কেনা হয়েছে ৩৬ লক্ষ টাকার। পুরনো বাড়ি ভেঙে তৈরি হয়েছে পেল্লায় বাড়ি। বাড়ি লাগোয়া গ্যারাজে রয়েছে দু'টি যাত্রীবাহী গাড়ি। যিনি এ সব করেছেন, তাঁর বেতন মাসে সাড়ে সাত হাজার টাকা। সম্প্রতি জামালপুর ২ পঞ্চায়েতে অডিট করার পরে সরকারি আধিকারিকরা দু'দফায় চিঠি দিয়ে জানান, ১০০ দিনের কাজ থেকে কেঁচো তৈরির প্রকল্পে ২৬ লক্ষ ২০ হাজার টাকা ও ইন্দিরা আবাস যোজনার মজুরি বাবদ ১১ লক্ষ ৬১ হাজার টাকা অতিরিক্ত তোলা হয়েছে। জামালপুর ব্লক ও পঞ্চায়েতও যৌথ তদন্তে নামে। অভিযোগ ওঠে, ওই পঞ্চায়েতের ১০০ দিনের কাজের ডেটা এন্ট্রি অপারেটর সুকান্ত পাল ওই দুটি কর্মসূচি ছাড়াও গাছ লাগানো, নির্মল বাংলা কর্মসূচি থেকেও টাকার গরমিল করেছেন।  বুধবার পর্যন্ত ব্লক দফতরের হিসেবে 'চুরি'র টাকার অঙ্ক আনুমানিক দু'কোটি টাকা। বিডিও সুব্রত মল্লিক বলেন, "প্রাথমিক ভাবে আমাদের দুটি পঞ্চায়েত এফআইআর করেছে। আমরা অন্তর্তদন্ত এখনও চালিয়ে যাচ্ছি। যা তথ্য উঠে আসছে, সেটাই পুলিশকে দেওয়া হচ্ছে। পুরো বিষয়টি জেলা ও রাজ্যের আধিকারিকদেরও জানানো হয়েছে।'' অভিযুক্ত সুকান্ত পাল ২০০৭ সাল থেকে

বিধায়ক খুনের মামলায় অন্তর্বর্তী জামিন মুকুলের, নদিয়া যাওয়ায় নিষেধা়জ্ঞা

Image
কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে তাঁর আগাম জামিন মামলার শুনানি ছিল। বিচারপতি তাঁর আগাম জামিনে সায় দিয়েছেন। তবে, আপাতত তিনি নদিয়া জেলায় ঢুকতে পারবেন না। শুনানি শেষে মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, ''রায়ে বিচারপতি জানিয়েছেন, আগামী ৭ মার্চ পর্যন্ত মুকুল রায়কে ওই মামলায় গ্রেফতার করা যাবে না।" পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুকুল রায় নদিয়া জেলাতেও ঢুকতে পারবেন না বলে রায়ে জানিয়েছেন বিচারপতি বাগচী। পাশাপাশি মুকুল রায়কে হাইকোর্টের নির্দেশ, তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে। সে ক্ষেত্রে তদন্তকারী সংস্থাকে অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে তাঁকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ মার্চ। গত শনিবার নদিয়ার হাঁসখালিতে কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হন। তার পরেই নদিয়া জেলা তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত অভিযোগ করেন, ওই খুনের পিছনে অন্যতম ষড়যন্ত্রকারী মুকুল রায়। পরের দিন অর্থাৎ রবিবার নিহত বিধায়কের ভাই সুমিত বিশ্বাস থানায় অভিযোগ জান

সাতাশেই ৯ হাজার কোটির সংস্থার মালিক এই বঙ্গতনয়া

Image
অঙ্কিতি বসু।  ব্যবসা শুরু করেছিলেন মাত্র ২১ লক্ষ টাকা নিয়ে। মাত্র চার বছরে তা ফুলেফেঁপে দাঁড়াল ৯ হাজার ৮০০ কোটিতে। মাত্র সাতাশ বছর বয়সে এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন এক বঙ্গতনয়া। তাঁর নাম অঙ্কিতি বসু। কোনও সংস্থার ব্যবসা১০০ কোটি মার্কিন ডলার পেরোলে, কাল্পনিক জন্তুর নাম অনুসারে ইউনিকর্ন তকমা জোটে। অঙ্কিতির ফ্যাশন ই-কমার্স সংস্থা জিলিঙ্গো ইতিমধ্যেই তা পেয়ে গিয়েছে। তার জেরে কনিষ্ঠতম ভারতীয় মহিলা নির্বাচিত হলেন অঙ্কিতি, যিনি কোনও ইউনিকর্ন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। বাঙালি পরিবারে জন্ম হলেও, বাংলার বাইরেই বেড়ে ওঠা অঙ্কিতি বসুর। ২০১২ সালে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতি ও গণিত নিয়ে পড়াশোনা করেন তিনি। তার পর চাকরি শুরু করেন মার্কিন কনসাল্টিং সংস্থা ম্যাকিনজির মুম্বই শাখায়। সেখান থেকে যোগ দেন অন্য একটি মার্কিন সংস্থা সেকোয়া ক্যাপিটালসের বেঙ্গালুরু অফিসে। তেইশ বছর বয়সে বেঙ্গালুরুতেই বছর চব্বিশের ধ্রুব কপূরের সঙ্গে আলাপ তাঁর। আইআইটি গুয়াহাটি থেকে পড়াশোনা সেরে গেমিং স্টুডিয়ো কিউয়ি আইএনসি-তে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন ধ্রুব। চাকরি ছেড়ে নিজের মতো কিছু করার স্ব

ধর্ষিতার পরিস্থিতির সঙ্গে নিজের তুলনা, বিতর্কে কর্নাটক বিধানসভার স্পিকার

Image
নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন কর্নাটক বিধানসভার স্পিকার কেআর রমেশ কুমার। তিনি জানান যে, তাঁকে এক ধর্ষিতার মতো বারংবার প্রশ্ন করা হচ্ছে। প্রসঙ্গত তিনি একটি বিতর্কিত অডিও টেপ মামলায় জড়িত রয়েছেন বলে জানা গিয়েছে। এই মামলার তদন্তের জন্য সরকার বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌ গঠন করেছে। মঙ্গলবার বিধানসভায় এই অডিও টেপ নিয়ে চর্চা হচ্ছিল। সেইসময় স্পিকারের ওপর বারবার অভিযোগ তোলায় তিনি বিরক্ত হয়ে বলেন, '‌আমার পরিস্থিতি এখন ধর্ষিতার মতো, তাঁকেও বারংবার প্রশ্নের তীরে বিদ্ধ করা হয় এবং ঘটনাটি পুনরায় বলার জন্য চাপ দেওয়া হয়।'‌ প্রসঙ্গত, রাজ্যে কংগ্রেস–জেডি (‌এস) জোট ভাঙার জন্য বিজেপির প্রধান বিএস ইয়েদুরাপ্পাকে এক অডিও ক্লিপসে জেডি (‌এস)‌–এর বিধায়ককে প্রলোভন দিতে শোনা যায়। যা নিয়ে সিট গঠন করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। আবেগপ্রবণ স্পিকারের পরামর্শতেই কুমারস্বামী এই সিট গঠন করেছিল। যেখানে নাম উঠে এসেছিল খোদ স্পিকারেরও। স্পিকার নিজেই চেয়েছিলেন সত্যি সামনে আসুক। কারণ তাঁকেও ৫০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে বলে ওই অডিওতে শোনা গিয়েছে। বুধবার বিধানসভায় সরকার ও বিরোধী দলের মধ্যে এ

‌মঙ্গলে বসতি স্থাপনের দাবি করা কোম্পানি দেউলিয়া

Image
মঙ্গলে যেতে হল না। পৃথিবীতেই মঙ্গলের কোপে পড়লেন বাস ল্যান্সড্রপ। লাল গ্রহে মানুষ পাঠিয়ে সেখানে বসতি স্থাপনের দাবি করেছিলেন তিনি। এজন্য মারস্‌ ওয়ান ভেঞ্চার নামে নতুন কোম্পানিও খুলেছিলেন। সেই কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। সুইৎজারজ্যান্ডের ব্যাসেল শহরের প্রশাসন, তাদের ওয়েবসাইটে গত মাসের ১৫ তারিখ এই সংক্রান্ত নোটিস পোস্ট করে কোম্পানির অস্তিত্ব খারিজ করে দিয়েছে। ল্যান্সড্রপও তাঁর কোম্পানি দেউলিয়া হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি এখনও সমস্যা সমাধানের পথ খুঁজছেন বলে দাবি করেছেন। তবে কোম্পানির অলাভজনক শাখাটি খোলা থাকলেও বিনিয়োগের অভাবে ধুঁকছে। দীর্ঘ দিন ধরেই ল্যান্সড্রপের কোম্পানি মারস্‌ ওয়ান ভেঞ্চার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, মানুষকে মঙ্গলে পাঠানোর নামে প্রতারিত করে মোটা টাকা হাতানোর অভিযোগ উঠছিল। এব্যাপারে প্রশাসন এবং পুলিসের দ্বারস্থও হয়েছিলেন কয়েকজন সমাজকর্মী। সেই মতো তদন্ত শুরু করে প্রশাসন। তারপরই ওই কোম্পানিটিকে দেউলিয়া ঘোষণা করা হয়। মারস্‌ ওয়ান ভেঞ্চার দাবি করেছিল, তারা পৃথিবী থেকে ১০০ জনকে শর্টলিস্ট করেছে যাঁদের তারা মঙ্গলে পাঠাবে বসতি স্থাপনের জন্য। সেখানে তারা গ্রহের আবহাওয়া অ

ঘুমের মধ্যেই লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হল যুগলকে

Image
ভ্যালেন্টাইনস ডে–এর আগেই ওড়িশায় এক বাড়ি থেকে উদ্ধার হল প্রেমিক যুগলের দেহ। ঘটনাটি ঘটেছে বালাশোর শহরের রানিপাটনা এলাকায়।  পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতেই ওই দু'‌জনকে লোহার রড দিয়েই বেধড়ক পেটানো হয়। সেই সময় তাঁরা ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিস ও ফরেন্সিকের দল ঘটনাস্থলে যায় এবং নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। তদন্ত শেষ হওয়ার পরই খুনের উদ্দেশ্য ও অন্য বিষয়গুলি বলা যাবে বলে জানান পুলিসের এক শীর্ষ কর্তা। যদিও এই ঘটনায় মৃতা লক্ষ্মীপ্রিয়া সাহুর স্বামী কৈলাশ চন্দ্র সাহুকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিস। মৃত ব্যক্তির নাম প্রদীপ কুমার দে। তিনি দুর্গাদেবী গ্রামের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কৈলাশ ও লক্ষ্মীপ্রিয়া তারাও দুর্গাদেবী গ্রামেই থাকত। কিন্তু তারা বালাশোরের ব্যাঙ্ক কলোনিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। বেশ কিছু বছর ধরে কৈলাশ বাইরে কাজ করত এবং তার স্ত্রী একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। স্ত্রীর বিবাহ–বর্হিভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে কৈলাশের সঙ্গে প্রায়ই ঝগড়া হত লক্ষ্মীর। পুলিসের প্রাথমিক অনুমান, প্রদীপ কুমারই লক্ষ্মীর সেই প্রেমিক। তবে খুনের উদ্দেশ্য কি তা এখনও স্পষ্ট ন

‌কন্যা সন্তানই বেশি দত্তক নেওয়া হচ্ছে এ দেশে, দাবি কেন্দ্রের

Image
গত তিন বছরে এ দেশে যত শিশু দত্তক নেওয়া হয়েছে, তার ৬০ শতাংশই মেয়ে। দেশের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান এমনটাই দাবি করেছে। কিন্তু সেই সঙ্গেই উঠে এসেছে বিপরীত চিত্রও। এ কথা স্পষ্ট, যে কন্যাসন্তান পরিত্যাগের ঘটনা বেশি বলেই শিশুদের হোমগুলিতে তাদের সংখ্যাই বেশি। আর সেই সংখ্যারই প্রতিফলন দেখা যাচ্ছে দত্তকের সংখ্যায়। ফলে কন্যাসন্তান দত্তক নেওয়ার প্রবণতা সেভাবে আশা জাগালেও, আসল সঙ্কটটা লুকিয়ে রয়েছে এর আড়ালেই। কন্যাভ্রূণ বা কন্যা সন্তান হত্যার মতো সমস্যায় জর্জরিত দেশ আসলে যে তিমিরে ছিল, সেই তিমিরেই আছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক মঙ্গলবার লোকসভায় একটি প্রশ্নের উত্তরে জানিয়েছে, ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ১১ হাজার ৬৪৯ জন পরিত্যক্ত বা অনাথ শিশু দত্তক নেওয়া হয়েছে দেশে। এদের মধ্যে কন্যা সন্তান ৬৯৬২ জন। ছেলে ৪৬৮৭ জন। ২০১৫–১৮ সালের মধ্যে বিদেশে দত্তক নেওয়া হয়েছে ২৩১০ জন শিশু। তাদের মধ্যে মেয়ে ১৫৯৪ জন। অর্থাৎ ৬৯ শতাংশ। দত্তকের বিষয়টি দেখাশোনা করার কেন্দ্রীয় সংস্থা 'সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি (সিএআরএ)'–এর এক সদস্যের অবশ্য মত, কন্যাসন্তানের প্রতি সমাজের বিরূপ মনোভাব যে বদলাচ্

ফের দিল্লিতে আগুন, ভস্মীভূত ২০০টি বাড়ি

Image
ফের মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানীতে। নয়াদিল্লির পশ্চিম পুরী এলাকায় আগুন লেগেছে। এই এলাকা জুড়ে বস্তি। বুধবার এই অগ্নিকাণ্ডে প্রায় ২০০টি বস্তি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ২৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু কীভাবে এই আগুন লাগল তা এখন বোঝা যাচ্ছে না। মঙ্গলবারই দিল্লির কারোল বাগের হোটেলে আগুন লেগে ১৭ জন মারা গিয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই বস্তি এলাকায় বিশাল আগুন রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দমকল সূত্রে খবর, দীর্ঘ প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। এই আগুনে পড়ে এক মহিলার শরীর অনেকটা পুড়ে গিয়েছে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কোনও হতাহতের খবর নেই। সংবাদসংস্থা জানিয়েছে, রাত ১টা নাগাদ এই আগুন লাগে। আর তাতেই ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা বস্তি অঞ্চল। দু'‌ঘন্টার চেষ্টায় আগুন নেভানো গিয়েছে। পুলিস সূত্রে খবর, আগুনের তীব্রতা ছিল মারাত্মক আকারে। যার জন্য ২০০টি বাড়ি রাতারাতি ভস্মীভূত হয়ে গিয়েছে। কারোল বাগের পাশাপাশি এই অগ্নিকাণ্ডেরও তদন্ত করা হবে। এত রাতে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছ

পছন্দের চ্যানেল বাছাইয়ে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়াল TRAI

Image
টিভিতে পছন্দের চ্যানেল দেখা যাবে কি যাবে না? সন্ধেবেলার রোজনামচায় কি আপাতত যতি? কড়ি ফেললেই তেল মাখা যাবে তো? দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে এমন হাজারও প্রশ্ন। এই পরিস্থিতি সামাল দিতে পছন্দের কেবল চ্যানেল বাছাইয়ের ক্ষেত্রে আরও সুযোগ বাড়াল  TRAI। বাড়ানো হল পছন্দের চ্যানেল বাছাই করার সময়সীমা৷ ৩১ মার্চের মধ্যে  নিজের পছন্দের চ্যানেল বাছাই করলেই হবে। গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা এবং জেলার কয়েক লক্ষ কেবল গ্রাহক ইতিমধ্যেই তাঁদের পছন্দের চ্যানেল বেছে নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের বক্তব্য, টাকা জমা দিয়ে দেওয়ার পরও তাঁরা পছন্দসই চ্যানেল দেখতে পাচ্ছেন না। অনেকের বক্তব্য, বিনামূল্যে কিছু চ্যানেল দেখা যাচ্ছে। বাকি পেড চ্যানেল দেখা যাচ্ছে না। এরই মাঝে সময়সীমা কেন বাড়ল ট্রাই, তা নিয়েও তৈরি হয়েছে জটিলতা৷ ট্রাই কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যে সমস্ত গ্রাহক এখনও তাঁদের পছন্দের চ্যানেল বেছে নিতে পারেননি, তাঁরা ৩১ মার্চ পর্যন্ত বাড়তি সময় পাবেন৷ আর যতদিন এই পছন্দের পর্ব না মিটছে, ততদিন পুরনো পছন্দ অনুযায়ী পুরনো হিসেব মতো টাকা দিয়েই চ্যানেল দেখতে পাবেন দর্শকরা। পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই পছন্দের চ

মদ্যপ অবস্থায় বাইক ছুটিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা, মৃত্যু হেলমেটবিহীন ২ বন্ধুর

Image
মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে দুর্ঘটনার শিকার হলেন দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায়। অভিযোগ, মৃত দুই বাইক আরোহীর কেউ-ই মাথায় হেলমেট পরে ছিলেন না। রাজ্যজুড়ে সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার চলছে। হেলমেট পরে বাইকে সওয়ার হওয়ার জনম্য সচেতনাতা প্রচার চলছে। হেলমেটবিহীন বাইক আরোহী দেখলেই ধরছে কর্তব্যরত ট্রাফিক পুলিস। কিন্তু তারপরেও যে সাধারণ মানুষের হুঁশ ফেরেনি, এঘটনা তার প্রমাণ। পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের রামনগরের বাসিন্দা ৩ বন্ধু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩ বন্ধু মিলে একটি অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান দেখে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ১০টা। বাড়ির কাছে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে পড়েন মনোরঞ্জন গুড়িয়া ও নীলকণ্ঠ মাইতি। মাথায় হেলমেট ছিল না দুজনেরই। গুরুতর চোট লাগে দুজনের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোরঞ্জন গুড়িয়া ও নীলকণ্ঠ মাইতির। দুজনেরই বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। তৃতীয় আরোহী বাইকের পিছনের ছিলেন। তাঁরও আঘাত গুরুতর। তবে, প্রাণে বেঁচে গিয়েছেন তিন

বাবাকে মর্গে রেখেই মাধ্যমিক দিল ছেলে

Image
শান্তনু মাইতি। রাতে বিছানায় যন্ত্রণায় ছটফট করছিলেন বাবা। তাঁকে দ্রুত এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, কীটনাশক পান করেছেন তিনি। শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই বাবাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছিল ছেলে। এদিকে, রাত পোহালেই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা— মাধ্যমিক। তার আগে এমন 'অঘটনে' ভেঙে পড়েছিল বছর পনেরোর শান্তনু মাইতি। তবে পাশে দাঁড়িয়েছিলেন শিক্ষকেরা। পরীক্ষায় বসার সাহস জুগিয়েছিলেন। তার ভিত্তিতে বাবাকে মর্গে রেখেই মঙ্গলবার মাধ্যমিক দিল শান্তনু। স্থানীয় সূত্রের খবর, পটাশপুর-২ ব্লকের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা খোকন মাইতি (৪৫) কঠিন অসুখে ভুগছিলেন। স্ত্রী এবং দুই ছেলে নিয়ে তাঁর সংসার। বাবার অসুস্থতার কারণে রোজগারের জন্য বড় ছেলে মঙ্গল মাইতি পুণেতে গিয়ে কাজ করে। ছোট ছেলে শান্তনু মাইতি এবারে মাধ্যমিক পরীক্ষার্থী। সে শ্রীরামপুর হরপ্রসাদ হাইস্কুলে পড়ে। টেস্ট পরীক্ষার পরে পাশের গ্রামে ধুসুরদ্দায় মামা বাড়িতে চলে গিয়েছিল সে। সরস্বতী পুজোয় বাড়ি ফিরেছে খোকনের বড় ছেলে মঙ্গল। পরিবার সূত্রের খবর, সোমবার  কীটনাশক পান করে শুয়ে পড়েন খোকন। রাতে যন্ত্রণায় ছটফট করলে তাঁকে এগরা সুপা

গর্ভ থেকে বার করে ভ্রূণের অস্ত্রোপচার!

Image
মায়ের গর্ভ থেকে ছ'মাসের কন্যা ভ্রূণটিকে বার করে আনলেন চিকিৎসকেরা। ওই ভ্রূণের স্নায়ুতন্ত্রে অস্ত্রোপচার করে ফের তাকে রাখা হল মায়ের গর্ভে। সন্তানটি পৃথিবীর আলো দেখতে চলেছে আগামী এপ্রিলেই। সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে এই অস্ত্রোপচারের ঘটনা। এসেক্সের বিথান সিম্পসনের গর্ভে থাকা ভ্রূণের বয়স যখন ২০ সপ্তাহ, তখন পরীক্ষায় ধরা পড়ে তার মস্তিষ্কের গঠন ঠিকমতো হচ্ছে না। বিথানকে পাঠানো হয় এসেক্সের ব্রুমফিল্ড হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা জানিয়ে দেন, গর্ভস্থ ভ্রূণটি জটিল স্নায়ুরোগের শিকার, যার নাম 'স্পাইনা বিফিডা'। ভ্রূণের স্নায়ুনালি (নিউরাল টিউব) থেকে ভবিষ্যতে সুষুম্নাকাণ্ড (স্পাইনাল কর্ড) এবং মস্তিষ্ক তৈরি হয়। 'স্পাইনা বিফিডা' থাকলে স্নায়ুনালির গঠন ঠিকমতো হয় না। তাই সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্কের বৃদ্ধিও যথাযথ হয় না। এর ফলে জন্মানোর পর সারা জীবনের জন্য পঙ্গুও হয়ে থাকতে পারে  ওই শিশুটি।   ব্রুমফিল্ড হাসপাতালের চিকিৎসকেরা সিম্পসন দম্পতিকে জানিয়ে দেন, হয় ভ্রূণটিকে নষ্ট করে ফেলতে হবে নয়তো ওই স্নায়ুনালির অস্ত্রোপচার করতে হবে। বিথান গর্ভস্থ সন্তান নষ্ট করতে চাননি। তিনি বলেন, ''আমি

দিল্লি দখলের ডাক দিয়ে আজ রাজধানীতে ধর্নায় তৃণমূল নেত্রী

Image
নয়াদিল্লি: দিল্লি চলোর ডাক দিয়ে রাজধানীতে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী৷ সেখানেই ধর্না কর্মসূচির ডাক দিয়েছেন তিনি৷ বিরোধী জোটের বার্তা নিয়ে সেই মঞ্চেই আসতে পারেন ফারুক আবদুল্লা থেকে কানিমোঝি, গুজরাতের জিগনেশ থেকে আরজেডি বা উত্তর পূর্বের বিভিন্ন দলের প্রতিনিধিরা৷ ভোটের আগে দিল্লি থেকেই মোদী হঠাও আন্দোলন জোরদার করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ গণতন্ত্র বাঁচাও-এর দাবি নিয়ে বুধবার রাজধানীতে ধর্নায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমোও৷ গোর্খা ভবনের উদ্বোধণের পর সেখানে যেতে পারেন তৃণমূল সুপ্রিমো৷ পরে কলকাতার মেট্রো চ্যানেল থেকে যে সংবিধান রক্ষার ডাক দিয়েছিলেন তিনি সেই ধর্নাতেই বসবেন মমতা৷ যা ঘিরে বিরোধী রাজনীতি পোক্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ৷ গত বছর ২১শের মঞ্চ থেকেই ১৯শে দিল্লি দখলের ডাক দেন জোড়ফুল শিবিরের সর্বেসর্বা৷ মোদী দেশের সর্বনাশ করছে৷ গণতন্ত্রের পক্ষেও বিপদ বিজেপি সরকার৷ দেসের বিভাজনের রাজনীতি চলছে বলে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি৷ মোদীর সরকারকে উৎখাতে মমতার ফরমুলা ছিল একের বিরুদ্ধে এক প্রার্থী৷ সেই লক্ষ্যেই বিরোধী ঐক্যের কথা বলেন তিনি৷ ভোট যত এগিয়েছ

সন্ধে নামলেই চোখে রক্তের ধারা, শাপমুক্ত করল এসএসকেএম

Image
যেন হলিউডি হরর ফিল্মের হাড়হিম দৃশ্য! সূর্য অস্ত গেলেই চোখ দিয়ে অঝোরধারার রক্তস্রোত। প্রতি সন্ধ্যায় আটপৌরে মায়ের সেই বদলে যাওয়া বীভৎস চেহারা দেখে বালিকা দুই মেয়ে আতঙ্কে কাঁটা। একি কোনও রোগ! নাকি অপদেবতার কারসাজি? দিশাহারা হয়ে পড়েছিলেন হুগলির চণ্ডীতলার তেত্রিশ বছরের বধূ সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞানমনস্ক মনে ছায়া ফেলতে শুরু করেছিল অলৌকিক নানা গল্পগাথা। একটা সময় নাক, ঠোঁট, গাল, পা বেয়েও রক্তক্ষরণ শুরু। এমন অবস্থা হয় যে, বাড়ির লোকজন তাঁর কাছে ঘেষতে ভয় পাচ্ছিলেন। আঁধার ঘনালেই সবার বুকে দুরুদুরু। এই আরম্ভ হবে রক্তের খেলা! শারীরিক কষ্টের সঙ্গে দুর্বিসহ মানসিক যন্ত্রণাও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছিল বন্দ্যোপাধ্যায় পরিবারের বধূকে। ধাওয়া করেছিল মৃত্যু ভয়। পিজি হাসপাতালের 'ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি' (আইওপি)-র আউটডোরে বসে নাগাড়ে বলে যাচ্ছিলেন সেই ভয়ংকর দিনগুলির কথা। সুস্মিতা এখন শাপমুক্ত। আইওপি-র কল্যাণে সুস্থ। মঙ্গলবার রেগুলার চেক-আপে এসেছিলেন। সেখানেই বললেন, সেই রক্তেভেজা ভয়ংকর দিনগুলির কথা। তাঁর কথায়, চোখ-নাক নিয়ে দরদর করে রক্ত বেরিয়ে আসত। আয়নার সামনে দাঁড়ানোর সাহস

মাথা থেঁতলে খুন তরুণী, শহরে ফিরল ‘স্টোনম্যান’ আতঙ্ক

Image
ময়দানে ফের রহস্যজনকভাবে খুন। দু'বছরের শিশুকন্যার পর এবার ময়দানে রহস্যজনকভাবে খুন হলেন এক অজ্ঞাতপরিচয় তরুণী। মঙ্গলবার ময়দানের ইলিয়ট পার্কের কাছে রাগবি মাঠে পড়ে থাকতে দেখা যায় ৩০ থেকে ৩২ বছর বয়সি এক তরুণীর রক্তাক্ত মৃতদেহ। পরনে ছিল সায়া, ব্লাউজ ও সোয়েটার। মাথায় ছিল ভারী কোনও কিছু দিয়ে আঘাতের চিহ্ন। সেই কারণেই ওই তরুণী খুন হন বলে প্রাথমিক তদন্তে গোয়েন্দা পুলিশের অনুমান। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করে ময়দান থানার পুলিশ। তদন্তে নামেন লালবাজারের 'হোমিসাইড' বিভাগের গোয়েন্দারাও। কিন্তু এদিন রাত পর্যন্ত খুন হওয়া ওই তরুণীর কোনও পরিচয় জানতে পারেনি গোয়েন্দা পুলিশ। পরিচয় জানতে কলকাতা-সহ রাজ্যের প্রায় প্রতিটি থানায় নিহত তরুণীর ছবি পাঠিয়েছে লালবাজার। সেই সঙ্গে কোনও থানা এলাকায় কোনও তরুণী নিখোঁজ রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে গোয়েন্দা পুলিশের অনুমান, ইট বা ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে ওই তরুণীকে খুন করা হয়েছে। তবে ধর্ষণ বা যৌন হেনস্তার কোনও প্রমাণ পাওয়া যায়নি ময়নাতদন্তে। উল্লেখ্য, কয়েকদিন আগ

পছন্দের চ্যানেল বাছাই করার সময়সীমা বাড়াল TRAI

Image
কেবল টিভিতে অতিরিক্ত টাকা দিয়েই দেখতে হবে পছন্দের চ্যানেল। TRAI এর এই নির্দেশিকার জেরে কেবল টিভি, ডিটিএইচের নতুন নিয়মে নাজেহাল মানুষজন। বহু জায়গায় টিভি স্ক্রিন অন্ধকার। পরিস্থিতি সামাল দিতে আরও একধাপ পিছিয়ে গেল TRAI। পছন্দের চ্যানেল বাছাই করার ক্ষেত্রে তাই সময়সীমা বেড়ে দাঁড়াল ৩১ মার্চ। ইতিমধ্যেই চ্যানেল পিছু গ্রাহকদের কত টাকা দিতে হবে তার তালিকা প্রকাশ করেছে ট্রাই। ১৩০ টাকা প্রতি মাসের বেস প্যাক (এর সঙ্গে ১৮% GST) আর বাকি গ্রাহকের পছন্দ মতো পে-চ্যানেলগুলির মোট দর। নতুন নিয়মের ফলে দর্শকরা শুধুমাত্র তাঁর পছন্দের চ্যানেল দেখবেন এবং তার জন্যই পয়সা দিতে হবে। ইতিমধ্যেই এই নির্দেশিকার বিরুদ্ধে মমাল গড়িয়েছে আদালতে। নতুন নিয়মে বিপাকে পড়েছিলেন কেবল টিভির দর্শকরা। বহু জায়গাতেই টিভি স্ক্রিনই কালো হয়ে গিয়েছে। সমস্যা মেটাতে পদক্ষেপ TRAI-এর। তবে টিভির দর্শকদের জন্য এবার সুখবর। পছন্দের চ্যানেল বাছাই করতে সময়সীমা বাড়াল TRAI। আগামী ৩১ মাৰ্চ পর্যন্ত গ্রাহকরা তাঁদের পছন্দের টিভি চ্যানেল বেছে নেওয়ার সময় পাবেন বলে জানিয়ে দিয়েছে দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া। আপাতত পুরোনো নিয়মেই কেবল এবং ডিটিএই

বিধায়ক খুনে কি পুরনো রাগ, ইঙ্গিত তদন্তে

Image
নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস (ইনসেটে)। কার্যকারণ নিয়ে যত জল্পনাই থাক, 'পুরনো বিবাদে'র জেরে অভিযুক্ত স্থানীয় যুবকেরাই তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুন করেছে বলে দাবি করছেন তদন্তকারীরা। যদিও তার সঙ্গে রাজনীতির যোগ এখনও খুব পরিষ্কার নয়। মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারীকে ধরা যায়নি।  নদিয়ার হাঁসখালিতে ওই খুনের ঘটনায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার এড়াতে মঙ্গলবার তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। এই সপ্তাহেই বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে আগাম জামিনের মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। তবে এ দিন দিল্লিতে মুকুল দাবি করেন, অন্য এক মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়ে রেখেছে যে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছে তিনি বাড়তি নিরাপত্তার আর্জিও জানিয়েছেন। মুকুলের দাবি, লোকসভা নির্বাচনের প্রচারের সময়ে তাঁর উপরে হামলার আশঙ্কা রয়েছে।  বিধায়ক খুনে অভিযুক্ত পাঁচ জনের মধ্যে এখনও পর্যন্ত দু'জন গ্রেফতার হয়েছে। ধৃত সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডলকে পুলিশ হেফাজ

ভোটে দাঁড়াতে হলে আর শিক্ষাগত যোগ্যতা দরকার নেই রাজস্থানে‌

Image
নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই নিয়ম চালু করেছিল বসুন্ধরা রাজে পরিচালিত রাজস্থানের বিজেপি সরকার। ক্ষমতায় এসে সেই নিয়ম উঠিয়ে দিল কংগ্রেস পরিচালিত অশোক গেহলটের সরকার। ২০১৫ সালে তৎকালীন রাজ্য সরকার রাজস্থানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা পুরসভায় প্রার্থী হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার বিধি চালু করেছিল। সরকার বদল হতেই অবসান ঘটল সেই নিয়মের। সোমবার রাজস্থান বিধানসভায় পাশ হয়েছে এই সংক্রান্ত দু'টি বিল। ওই বিল দু'টি হল রাজস্থান পঞ্চায়েতি রাজ সংশোধনী বিল এবং রাজস্থান পুরসভা সংশোধন বিল। নতুন নিয়ম অনুসারে এই সকল নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না শিক্ষাগত যোগ্যতার। সোমবার বিল দু'টি ধ্বনি ভোটে রাজস্থান বিধানসভায় পাশ হয়ে যায়। সরকারের পক্ষ থেকে মন্ত্রী শান্তি কুমার ধরিওয়াল মুখ খুলেছেন এই সংশোধনের বিষয়ে। তাঁর মতে, '‌শিক্ষাগত যোগ্যতার বিচারে জনপ্রতিনিধি নির্বাচন সঠিক পন্থা নয়। একই সঙ্গে পুঁথিগত বিদ্যা সবকিছু নয়। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও অনেক ভাল প্রশাসক হওয়া যায়।'‌

হৃদরোগে আক্রান্ত হয়েও বাস থামালেন না, যাত্রীদের বাঁচিয়ে প্রয়াত হলেন চালক

Image
নিজে যদি বাঁচতে নাও পারি, যাঁদের দায়িত্ব নিয়েছি তাঁদের অবশ্যই শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচানোর চেষ্টা করব। এমনই ধনুক ভাঙা পণ করে ৫০ জন যাত্রীকে বাঁচালেন এক বাসচালক। আর তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এটা কোনও সিনেমার পটভূমি নয়। একেবারে বাস্তব ঘটনা। ঘটেছে তেলঙ্গানা রাজ্যে। নিজের প্রাণ বিসর্জন দিয়ে এভাবেই মানবিকতার নিদর্শন রেখে গেলেন তিনি। বাসচালক বলে কি তার মানবিকতা থাকতে নেই?‌ তাই তো কীর্তিটা রেখে গেলেন এভাবেই। ঠিক কী ঘটেছিল?‌ স্থানীয় সূত্রে খবর, ৫১ বছর বয়সের বাসচালকের নাম সর্বেশ্বরম। ৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিলেন তিনি। কিছুদূর যাওয়ার পর তাঁর বুকে অসম্ভব ব্যথ্যা শুরু হয়। তখন তিনি বুঝতে পারেন এখন যদি আচমকা ব্রেক কষি তাহলে বাসটি দুর্ঘটনার মধ্যে পড়বে এবং বহু মানুষের প্রাণ যাবে। তাই বাসের গতি কমিয়ে দিয়ে হাসপাতালের দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আর টানতে না পেরে বাসটিকে একপাশে রেখে প্রয়াত হন বাসচালক।  পুলিস সূত্রে খবর, কোয়ামবেরু বাস টার্মিনাস থেকে ৫০ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ২০ মিনিটে রওনা দিয়েছিলেন বাসচালক সর্বেশ্বরম। মাধুরাভয়ালের কাছে ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় বাসটিকে একপাশে দাঁড় করিয়ে রেখে ল

তদন্তের জট ছাড়াতে এবার সুদীপ্ত সেনকে হেফাজতে চায় সিবিআই

Image
কলকাতা: সারদার কর্ণধারকে হেফাজতে নিয়ে আবারও জেরার পরিকল্পনা করছে সিবিআই বলে সূত্রের খবর৷ রাজীব কুমারকে একদিকে জেরা করছে সিবিআই৷ তারই মধ্যে এবার সুদিপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলে জানা যাচ্ছে৷ সুত্রের খবর সুদিপ্ত সেন এবং তার ছায়াসঙ্গী দেবযানী মুখ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে সিবিআই৷ সিবিআই সুত্রে জানা যাচ্ছে প্রয়োজনে বুধবারের পরেও কলকাতা পুলিশের নগরপাল রাজীব কুমারকে আরও কয়েকবার তলব করতে পারেন তারা৷ এমনকি নিজেদের হেফাজতে সুদিপ্ত সেন এবং দেবযানিকে পেলে তাদের রাজীব কুমারের মুখোমুখি বসিয়েও জেরা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারীকদের৷   অন্যদিকে মঙ্গলবার চতুর্থ দফার জেরার পর ফের বুধবার রাজিব কুমারকে তলব করে সিবিআই৷ টানা চার দিন সিবিআইয়ের মুখোমুখি কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷ এখনও নগরপালকে জেরা করে বেশ কিছু প্রশ্নের উত্তর চাইছেন সিবিআই আধিকারিকরা৷ বুধবার ফের কমিশনারের বয়ান রেকর্ড করার পরিকল্পনা করছে সিবিআই বলে সুত্রের খবর৷ চতুর্থ দিনেো সিবিআই আধিকারীকরা বয়ান রেকর্ড করেন নগরপালের৷ সিবিআই সূত্রে খবর একাধিক

কেন্দ্রে বাড়তি পরীক্ষার্থী, স্কুলের উঠোনে প্যান্ডেল করেই চলল পরীক্ষা

Image
খড়গপুর: বাইরে থেকে হঠাত্‍ দেখলে মনে হবে কোনও অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল৷ চারদিকে রঙিন কাপড়ে মোড়া৷ প্যান্ডেলের উপরে ত্রিপল৷ মাঝখান দিয়ে পার্টিশান করে দুটি ঘরের মত তৈরী করা হয়েছে গোটা জায়গাটি৷ আর এই প্যান্ডেলে বসেই পরীক্ষা দিতে হল এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের৷ ব্যতিক্রমী এই ছবি ধরা পড়ল ডেবরা ব্লকের পাঁচগেড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে৷ বিদ্যালয় প্রাঙ্গনের ভেতরে তৈরী করা প্যান্ডেলে বসেই মঙ্গলবার পরীক্ষা দিলেন ৯৭ জন পরীক্ষার্থী৷ এই বিদ্যালয়ে ডেবরার চারটি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এবারে পরীক্ষা দিতে এসেছেন৷ এবছর মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয়ে ডেবরা ব্লকের হরিমতি সারস্বত বিদ্যামন্দির, আলোককেন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পাটনা বিবেকানন্দ শিক্ষ নিকেতন ও বৌলাসেনী বিবেকানন্দ শিক্ষা  নিকেতনের পড়ুয়াদের সিট পড়েছে৷ এই চারটি বিদ্যালয়ের মোট ১৪৬ জন পরীক্ষার্থী এই বিদ্যালয়ে পরীক্ষা দিতে হাজির হয়েছে৷ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে ৪৯ জন পরীক্ষার্থীর স্থান সংকুলান করা গিয়েছে৷ আর বাকি ৯৭ জনের ঠাঁই হয়েছে এই প্যান্ডেলে৷ প্যান্ডেলটিকে দুইভাগে ভাগ করা হয়েছে৷ তার একটিতে বসেছেন ৫০জন৷ আর একটিতে বসেছেন ৪৭ জন৷ এই অস্

রাজ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা ইপদেষ্টা পদে রিনা মিত্র।

Image
সিবিআই অধিকর্তার পদের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে থেকেও হার মানতে হয়েছিল। সেই দুঁদে আইপিএস এবার এরাজ্যের কাজে নিযুক্ত হচ্ছেন। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হচ্ছেন রিনা মিত্র। নবান্ন সূত্রে খবর, দ্রুততার সঙ্গে তাঁর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সরকার। লেডি ব্র্যাবোর্ন কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রিনা মিত্র ১৯৮৩ সালের মধ্যপ্রদেশ ব্যাচের ক্যাডার। মধ্যপ্রদেশ পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। কেন্দ্রীয় নিরাপত্তার নানা খুঁটিনাটি সামাল দেওয়ার বিষয়ে তাঁর দক্ষতা পুলিশ মহলে সর্বজনীন। ২০১৭র মে মাস থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বিশেষ সচিব পদে কর্মরত ছিলেন। গত ৩১ জানুয়ারি সেই পদ থেকে অবসর নেন। সিবিআইয়ের অন্দরে সাম্প্রতিক জটের পরিপ্রেক্ষিতে রিনা মিত্রর নাম ঘোরাফেরা করছিল। অপসারিত অলোক বর্মার জায়গায় নতুন ডিরেক্টরের দৌড়ে এগিয়ে ছিলেন রিনা মিত্র। সিবিআইয়ে এসপি হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর। তাই অনেকেরই আশা ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষে এবার বসবেন বঙ্গতনয়া। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি। নতুন ডিরেক্টর

'তথ্য বিকৃতি করেছেন' রাফালে ইস্যুতে রাহুলের হামলার পাল্টা জবাব দিল রিলায়েন্স

Image
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এদিন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাফালে চুক্তি ইস্যুতে চূড়ান্ত আক্রমণ করেন। একটি ইমেল দেখিয়ে রাহুল বলেন, নরেন্দ্র মোদী রাফালে চুক্তিতে অনিল আম্বানির হয়ে দালালি করেছেন। অনিলকে চুক্তির বিষয়ে মোদী বলেছেন। তারপরই তিনি প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা খোলেন। এই প্রসঙ্গে মুখ খুলল অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ডিফেন্স। জানাল, যে ইমেলটি দেখানো হয়েছে তার সঙ্গে ৩৬টি বিমান কেনার চুক্তি যা ফ্রান্স ও ভারত সরকারের মধ্যে হয়েছে, তার কোনও সম্পর্ক নেই। তথ্য বিকৃতি করে, সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে রিলায়েন্স পাল্টা অভিযোগ করেছে। রাহুলের অভিযোগ, ইমেল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে চুক্তি হওয়ার অন্তত দশদিন আগে থেকে অনিল বিষয়টি জানতেন। এয়ারবাস সিইও-কে তিনি বিষয়টি জানান। রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর এই ধরনের বিষয় গোপন রাখার কথা। তার অন্যথা হলে তাঁকে জেলে যেতে হবে। এখন তিনি কী করেছেন তা দেশবাসীর কাছে জবাব দিন। পাশাপাশি রাহুলের আরও অভিযোগ, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী রাফালে চুক্তি নিয়ে বিশেষ জানতেন না অথচ অনিল আম্বানি ফরাসি প্রতিরক্ষা মন্ত্

পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ মোবাইল, তা সত্ত্বেও জেলায় জেলায় কীভাবে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র?

Image
হাজার কড়াকড়ি কিন্তু তা সত্ত্বেও মাধ্যমিকের প্রথম দিনই পরীক্ষা শুরুর কিছুক্ষনের মধ্যে হোয়াটসঅ্যাপে ঘুরল প্রশ্নপত্র। আজ পরীক্ষা শুরু হয় ১২ টায়। সাড়ে ১২টা নাগাদ প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে রীতিমতো ভাইরাল। একটা দুটো নয়, একাধিক জেলা থেকে কীভাবে ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র? পরীক্ষা শেষের আগে কীভাবে ফাঁস হল? প্রশ্ন উঠছে, কারই পর্ষদ নির্দেশিকা জারি করেছিল, পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। মোবাইল জমা রাখতে হবে প্রধান শিক্ষকের কাছে।  হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়িয়ে পরার পর স্পষ্ট, সেই নিয়ম মানা হয়নি। পর্ষদের তরফে ইতিমধ্যে বিধাননগর থানার সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ১ টা ৪৩ মিনিট নাগাদ প্রশ্নপত্র ফাঁসের কথা জানতে পারে। বিষয়টি দেখছে সাইবার সেল।  পর্ষদ সভাপতিকে ফোন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু একট কথা স্পষ্ট, পর্ষদের হুঁশিয়ারি সত্ত্বেও তা মানছেন না কেউ!

রাফাল বিতর্কের মধ্যে সেনার হাতে আসছে আধুনিক আগ্নেয়াস্ত্র

Image
1/5 রাফাল নিয়ে বিতর্কের মাঝেই সেনার হাতে আসছে আধুনিক আগ্নেয়াস্ত্র। ৭০০ কোটি টাকায় মার্কিন কোম্পানির সঙ্গে অ্যাসল্ট রাইফেল কিনতে চুক্তিবদ্ধ হয়েছে ভারত সরকার। ইউরোপ-সব বিশ্বের বহু দেশের ব্যবহৃত হচ্ছে এই রাইফেল।    2/5 প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক সরকারি প্রক্রিয়ার মাধ্যমে রাইফেল ক্রয় করা হবে। অর্থাত্ একবছরের মধ্যেই হাতে চলে আসবে এই আধুনিক আগ্নেয়াস্ত্র।     3/5 বর্তমানে ৫.৫৬x৪৫ এমএম ইনসাস রাইফেল ব্যবহার করে ভারতীয় সেনা। রেঞ্জ ৪০০ মিচার। তার জায়গায় এই নতুন অ্যাসল্ট রাইফল ৭.৫২x৫১। রেঞ্জ ৬০০ মিটার।       4/5 এই অ্যাসল্ট রাইফেল আকারে ছোট তবে আধুনিক ও সহজে প্রয়োগ করা যায়। চলতি মাসেই এই রাইফেল কিনতে অনুমোদন দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী।      5/5 ২০১৭ সালে অক্টোবরে ৪৪,০০০ লাইট মেশিনগান ও প্রা ৪৪,৬০০টি কার্বাইন কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল। 

৩৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেও মিলল না ‘মুক্তি’, রাজীবকে আজ ফের সিবিআইয়ের তলব

Image
মঙ্গলবার রাতে সিবিআই দফতর থেকে বেরোলেন রাজীব কুমার।  চার দিন ধরে প্রায় ৩৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেও রাজীব কুমারকে 'মুক্তি' দিল না সিবিআই। গত শনিবার শুরু হওয়া জিজ্ঞাসাবাদ পর্ব আজ গড়ায় প্রায় ৯ ঘণ্টা। আগামিকাল, বুধবার ফের শিলঙের সিবিআই দফতরে আসতে বলা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে।  এ দিকে, এ দিনই শিলং ছাড়ার আগে সিবিআইয়ের কাছে লিখিত ভাবে রাজীব কুমারের বিরুদ্ধে সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ জানিয়ে গিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা সারদা মামলায় অভিযুক্ত কুণাল ঘোষ। তাঁর দাবি, তিনি সিট-এর হেফাজতে থাকার সময় তাঁকে যত জন পুলিশ অফিসার জেরা করেছিলেন, তাঁরা সকলেই বলেছিলেন যে, রাজীব কুমারের নির্দেশেই জেরা করা হচ্ছে। কিন্তু রবি ও সোমবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময় কুণালের মুখোমুখি বসে রাজীব দাবি করেন, তিনি হোটেল থেকে ওই অফিসারদের ফোন করেছিলেন। তাঁরা এমন কিছু বলার কথা অস্বীকার করেছেন। কুণালের প্রশ্ন, জিজ্ঞাসাবাদ-পর্বে রাজীব কী ভাবে এই ধরনের ফোন করেন? এ প্রসঙ্গে রাজীব কুমারের বক্তব্য অবশ্য জানা যায়নি। তাঁর আইনজীবী বিশ্বজিৎ দেব বলেন, ''আমি কলকাতায় চলে গিয়েছি। ফলে, এ বিষয়ে আমার কিছু বলা

‘প্রধানমন্ত্রীর জেল হওয়া উচিত’, রাফালে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে মন্তব্য রাহুলের

Image
রাহুল গাঁধী। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এ বার রাফাল চুক্তিতে 'রাষ্ট্রদ্রোহ'-এর অভিযোগ তুললেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাফাল চুক্তিতে অনিল অম্বানীর মধ্যস্থতাকারী ('মিডলম্যান') হিসেবে কাজ করেছেন। সরকারি গোপনীয়তা আইন ভেঙে আগেভাগেই রাফাল চুক্তি হতে চলেছে বলে অনিল অম্বানীকে জানিয়ে দিয়েছেন। রাহুলের যুক্তি, ''এ তো ফৌজদারি অপরাধ। শুধু এর জন্যই প্রধানমন্ত্রীর জেল হওয়া উচিত।'' নতুন ফাঁস হওয়া একটি ই-মেলকে আজ মোদীর বিরুদ্ধে অস্ত্র করেছেন রাহুল। বিমান সংস্থা এয়ারবাস-এর এক কর্তার লেখা ওই মেল অনুযায়ী, ২০১৫-র মার্চে অনিল অম্বানী তৎকালীন ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। অম্বানী তাঁকে জানান, প্রধানমন্ত্রীর আসন্ন ফ্রান্স সফরে একটি চুক্তি সই করার প্রস্তুতি চলছে। তথ্য বলছে, এর ঠিক ১০ দিন পরে, ২০১৫-র এপ্রিলে মোদীর ফ্রান্স সফরের সময়ই যৌথ বিবৃতিতে ভারত ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনবে বলে সিদ্ধান্ত ঘোষণা হয়। তার ঠিক আগেই, মার্চে অম্বানী রিলায়্যান্স ডিফেন্স সংস্থা খোলেন। অম্বানীর সংস্থাই রাফাল চুক্তির শর্ত মেনে দাসো-র থেকে বরাত পায়। কংগ্র