তদন্তের জট ছাড়াতে এবার সুদীপ্ত সেনকে হেফাজতে চায় সিবিআই


কলকাতা: সারদার কর্ণধারকে হেফাজতে নিয়ে আবারও জেরার পরিকল্পনা করছে সিবিআই বলে সূত্রের খবর৷ রাজীব কুমারকে একদিকে জেরা করছে সিবিআই৷ তারই মধ্যে এবার সুদিপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলে জানা যাচ্ছে৷ সুত্রের খবর সুদিপ্ত সেন এবং তার ছায়াসঙ্গী দেবযানী মুখ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে সিবিআই৷

সিবিআই সুত্রে জানা যাচ্ছে প্রয়োজনে বুধবারের পরেও কলকাতা পুলিশের নগরপাল রাজীব কুমারকে আরও কয়েকবার তলব করতে পারেন তারা৷ এমনকি নিজেদের হেফাজতে সুদিপ্ত সেন এবং দেবযানিকে পেলে তাদের রাজীব কুমারের মুখোমুখি বসিয়েও জেরা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারীকদের৷
 
অন্যদিকে মঙ্গলবার চতুর্থ দফার জেরার পর ফের বুধবার রাজিব কুমারকে তলব করে সিবিআই৷ টানা চার দিন সিবিআইয়ের মুখোমুখি কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷ এখনও নগরপালকে জেরা করে বেশ কিছু প্রশ্নের উত্তর চাইছেন সিবিআই আধিকারিকরা৷ বুধবার ফের কমিশনারের বয়ান রেকর্ড করার পরিকল্পনা করছে সিবিআই বলে সুত্রের খবর৷ চতুর্থ দিনেো সিবিআই আধিকারীকরা বয়ান রেকর্ড করেন নগরপালের৷ সিবিআই সূত্রে খবর একাধিক প্রশ্নের দুধরনের উত্তর দিয়েছেন তিনি৷ সেই উত্তরগুলি খতিয়ে দেখতে চাইছেন সিবিআই আধিকারীকরা৷

সোমবার কুনাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হয় তাকে৷ দু'জন কে মুখোমুখি বসিয়ে জেরা করছে সিবিআই৷ একদিকে কলকাতার পুলিশ কমিশনার রাজীব ঘোষ অন্যদিকে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ৷ দু'দিকে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা৷ সোমবার জেরা শেষে দু'জনই সিবিআই দফতর থেকে বেড়িয়ে যান৷ তবে সোমবার জেরা শেষে কলকাতায় ফিরছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ৷ সোমবার দুজনকে দফায় দফায় জেরা করা হয়। দুজনকে প্রায় সাত ঘন্টা জেরা করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারীকরা।

প্রথম দিনই পুলিশ কমিশনার সিবিআইকে জানিয়েছিলেন যে, যা প্রশ্ন করার সেদিনই শেষ করলে ভাল হয়৷ পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ তখন আইন শৃঙ্খলার জন্য কলকাতায় তাঁর থাকা প্রয়োজন৷ মঙ্গলবার জেরা শেষে সিবিআই সুত্রে খবর, এখনও অনেক প্রশ্ন উত্তর বাকি৷

সিবিআইয়ের সামনে আড়াই ঘন্টা সিপির সঙ্গে কথা হয়েছে কুনাল ঘোষের৷ তাদের বয়ান রেকর্ড করা হয়েছে৷ কিন্তু আরও বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে বুধবারও শুধু রাজীব কুমারকে তলব করে সিবিআই। বুধবার ফের তাকে একাই জেরা করা হবে৷