Posts

Showing posts from March 6, 2019

“NOT to target civilian areas” পাকিস্তানকে চরম হুঁশিয়ারি ভারতীয় সেনার

Image
নয়াদিল্লিঃ একদিকে যখন শান্তির বার্তা কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অন্যদিকে তখন লাগাতার মর্টার শেলিং চালাচ্ছে পাকিস্তান সেনা। ভারতীয় সেনা ছাউনির পাশাপাশি সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে বারবার টার্গেট করছে পাকিস্তান সেনা। গত কয়েকদিনের লাগাতার পাকসেনার শেলিংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্ত সংলগ্ন এলাকায়। একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মর্টার ছিটকে জখম হয়েছেন বহু নিরীহ গ্রামবাসী। শুধু তাই নয়, একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মানুষকে সরানোর কাজ করছে ভারতীয় সেনাবাহিনী। এই অবস্থায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর তরফে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, "NOT to target civilian areas"। গত ২৪ ঘন্টায় ভারী অস্ত্রের সাহায্যে কৃষ্ণা ঘাঁটি, সুন্দরবনি এলাকায় হেভি মর্টার শেলিং করেছে পাকিস্তান সেনা। প্রত্যেক ক্ষেত্রে জনবসতি এলাকাগুলিকে টার্গেট করা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। আর তা যাতে না করা হয় সেই বিষয়টি জানিয়েই পাকিস্তানকে সাবধান করে দিয়েছে ভারতীয় সেনা। সেনার তরফে দেওয়া এক বিজ্ঞপ্তি

বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমে গিয়েছে, দাবি মুখ্যমন্ত্রীর

Image
গত আট বছরে বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমে গিয়েছে বলে বুধবার হাওড়ার এক সরকারি কর্মসূচিতে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি নানা প্রকল্প ও পরিষেবার পাশাপাশি ঋণ এবং ভরতুকি দিয়ে বেকারদের স্বনির্ভর করার মধ্য দিয়ে এই কর্মসংস্থান হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, "সরকারে আসার পর থেকে আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য ছিল বেকারদের কর্মসংস্থান করা। কেন্দ্রীয় সরকারের সীমাহীন বঞ্চনা উপেক্ষা করে রাজ্য সরকার সীমিত সামর্থ নিয়েও লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। রাজ্য সরকারের নানা প্রকল্প ও পরিষেবার মাধ্যমে লক্ষ লক্ষ বেকারকে স্বনির্ভর করা হয়েছে। যা গোটা দেশে রেকর্ড। কর্মসংস্থানের ক্ষেত্রে দেশে এক নম্বর এখন বাংলা।" মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, গতিধারা থেকে শুরু করে স্বনির্ভর, সমর্থনের মতো কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে বহু তরুণ-তরুণীর রুটি রুজির ব্যবস্থা হয়েছে। এখানেই শেষ নয়, পঞ্চায়েত ও নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মাধ্যমে কয়েক লক্ষ মহিলাকে স্বনির্ভর করা হয়েছে। আইসিডিএস প্রকল্পের মাধ্যমে বহু মহিলাকে গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষায় নিযুক্তির সঙ্গে

ছাত্রের বাচ্চাকে কোলে নিয়েই অঙ্ক শেখাচ্ছেন অধ্যাপক, কুর্নিশ নেটদুনিয়ার

Image
ক্লাসে পড়াচ্ছেন অধ্যাপক। পিছনের সারিতে বসে অনর্গল মোবাইল ঘাঁটছেন এক পড়ুয়া। কয়েক মিনিট পরেই শিক্ষকের নজর পড়ে যায় ওই পড়ুয়ার উপর। ওই অধ্যাপক প্রথমে ভাবেন ছাত্রটি হয়তো ক্লাসে ফাঁকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় মগ্ন। তাঁকে প্রশ্ন করতেই সে জানায়, কোনও সোশ্যাল মিডিয়া নয়, আসলে সে তাঁর স্ত্রীকে মেসেজ করে, নিজের ৫ মাসের মেয়ের শারীরিক সুস্থতা সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন। ২৬ বছর বয়সি ওয়েন হায়ের মাস পাঁচেক আগে বাবা হয়েছেন। তাঁর স্ত্রী এখনও অসুস্থ। সংসার চালানোর পাশাপাশি মাদার হাউস সিনিয়র কলেজে পড়াশোনাও করেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে কলেজে আসার জন্য তাঁর শিশুকন্যাকে বাড়িতে অসুস্থ স্ত্রীর দায়িত্বে রেখে আসতে হয়। স্ত্রী নিজেই অসুস্থ, তাই তাঁর পক্ষে মেয়ের দেখাশোনা করা সম্ভব হয় না। হায়েরের মুখে একথা শুনে ৩৪ বছর বয়সি অধ্যাপক নাথান আলেকজান্ডার বলেন, "তোমার যখন এতই সমস্যা তখন মেয়েকে নিয়েই কলেজে এসো।" প্রথমে হায়ের ভেবেছিলেন, অধ্যাপক হয়তো তাঁর সঙ্গে রসিকতা করছেন। কিন্তু পরে বুঝতে পারেন সত্যিই আলেকজান্ডার তাঁর ৫ মাসের মেয়েকে নিয়েই কলেজে আসতে বলেছেন। অধ্যাপকের কথামতো পরদিনই ক্যারিয়ারে করে নিজের মেয়েকে কলেজে

পরের এয়ার স্ট্রাইকে যুদ্ধবিমানের নিচে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের, কটাক্ষ ভিকে সিংয়ের

Image
বালাকোটে এয়ার স্ট্রাইকের প্রমাণ কোথায়? কতজন জঙ্গি নিহত হয়েছে? বিরোধীদের এই প্রশ্নের জবাবে কড়া ভাষায় আক্রমণ করলেন বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। সংবাদ সংস্থা এএনআই-এর তরফে একটি ট্যুইট করা হয়েছে। সেখানেই তাঁর বক্তব্য দেওয়া হয়েছে। ওই ট্যুইট অনুযায়ী ভিকে সিংয়ের নিদান, পরের বার এয়ার স্ট্রাইকের সময় যুদ্ধবিমানের নিচে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধী রাজনৈতিক নেতাদের। এর ফলে এয়ার স্ট্রাইকের সময় কোথাও হামলা হল, তা দেখে নিতে পারবেন তাঁরা। তবে এখানেই থামেননি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ভিকে সিং। বরং জানিয়েছেন, এয়ার স্ট্রাইকের পর জঙ্গিঘাঁটিতে ফেলে দিয়ে আসা হবে। সেখানে কতজন মারা গিয়েছে, তা গুনে নেওয়ার জন্যই বিরোধীদের ওখানে ফেলা রাখা হবে বলে তাঁর দাবি। পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা হিসেবে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। সেখানে পুলওয়ামা হামলায় জড়িত জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি ছিল। সেই ঘাঁটিতেই হামলা চালানো হয় ভারতের তরফে। কিন্তু ওই হামলায় নিহতের সংখ্যা কত, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বিজেপির তরফে একেক জন একেকরকম দাবি করছে। আর সেটাকে অস্ত্র করে বিজেপিকে আক্রমণ

এক বছরে বেকারত্ব বেড়ে ৭.২%, বলছে সমীক্ষা

Image
বাড়ছে বেকারত্ব।  লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্য একটি দুঃসংবাদ! পুলওয়ামা কাণ্ডের জেরে গোটা দেশের নজর যখন অন্য দিকে, তখন একটি সমীক্ষা জানাল, গত এক বছরে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৭.২ শতাংশ। গত বছর ঠিক এই সময়ে বেকারত্বের হার ছিল ৫.৯ শতাংশ।  যেটা আরও উদ্বেগের, এই বৃদ্ধিটা খুব দ্রুত গতিতে হয়েছে। সময়ের নিরিখে। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে বেকারত্বের হার বেড়েছে ৫.৯ শতাংশ। মঙ্গলবার এই পরিসংখ্যান দিয়েছে 'সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)'। দেশের বহু অর্থনীতিবিদই সিএমআইই-র সমীক্ষাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সমীক্ষা এও জানিয়েছে, গত তিন বছরের শুধু ফেব্রুয়ারির হিসেব ধরলেই দেখা যাবে বেকারত্বের বৃদ্ধির হারটা কেমন। ২০১৭-র ফেব্রুয়ারিতে হারটা ছিল ৫ শতাংশ। তা ২০১৮-র ফেব্রুয়ারিতে বেড়ে হয় ৫.৯ শতাংশ। আর গত ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে ৭.২ শতাংশ। যা তার আগের মাস, জানুয়ারিতে ছিল ৭.১ শতাংশ। আরও একটি চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে গত সাড়ে ৪ বছরে। দেশে চাকরিজীবীর সংখ্যা কমেছে। মুম্বইয়ের একটি বিশেষজ্ঞ সংস্থার প্রধান মহেশ ব্যাস জানিয়েছেন, আগে

৭ মাস ধরে ৪ বাস কন্ডাক্টরের লালসার শিকার নাবালিকা

Image
সাত মাস ধরে চার বাস কন্ডাক্টরের লালসার শিকার এক নাবালিকা। এই ঘটনায় উত্তাল নাগপুর। স্টার বাসের ৪ কন্ডাক্টরের বিরুদ্ধে অভিযোগ ওঠায় কর্তৃপক্ষকে দায়ী করছেন মানুষজন। অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নাগপুরের একটি কলেজের ছাত্রী ১৬ বছরের মেয়েটি স্টার বাসে চেপে বাড়ি ফিরত। বাসের কন্ডাক্টর ধরমরপাল তার সঙ্গে বন্ধুত্ব করে। নিজের পরিচয় ঢাকতে নিজেকে অতুল বলে পরিচয় দেয় ধরমপাল। দুজনেই একে-অপরকে ফোন নম্বর দেয়। একটি ভাড়া বাড়িতে গত বছর ১ জুলাই থেকে চলতি বছর ৩১ জানুয়ারি পর্যন্ত মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর ধরমপাল তার বন্ধুদের ডেকে আনে এবং তারাও মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ৭ মাস এ ভাবেই তার উপর চলে অত্যাচার। তবে কারওকে কিছু বলতে পারেনি সে। মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে - এই আশঙ্কা করে সে ২৮ ফেব্রুয়ারি ঘর ছেড়ে পালায়। তার বাবা-মা মিসিং ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশের কাছে খবর আসে মেয়েটি রায়পুরে রয়েছে। পুলিশের একটি দল রায়পুর থেকে নাগপুরে ফিরিয়ে আনে মেয়েটিকে। পুলিশকে গোটা ঘটনা খুলে বলে সে। তার অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

জ্যান্ত জ্বলন্ত সাহসিকা 'বর্বর খুনি' ধর্ষককেই জাপটে ধরে করলেন নিকেশ!

Image
এক বিধবা মহিলাকে ধর্ষণ করে জ্বালিয়ে দিয়েছিল এক ব্যক্তি। সেই অবস্থায় লোকটিকে জাপটে ধরে পুড়িয়ে মারলেন ধর্ষিতা। তিনি নিজে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিত্‍‌সাধীন। রোমহর্ষক এই ঘটনা ঘটেছে এ রাজ্যেই। মালদা জেলায়। মুখে ও হাতে ক্ষত নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই মহিলা। পুলিশকে তিনি জানিয়েছেন, ৩৫ বছরের অভিযুক্ত তাঁকে প্রায়শই বিরক্ত করত। সোমবার সে তার বাড়িতে ঢুকে পড়ে। এরপর ধর্ষণ করে জ্বালিয়ে দেয় ওই মহিলাকে। তখনই তিনি জ্বলন্ত অবস্থায় ধর্ষককে জাপটে ধরেন। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা আগুন দেখতে পেয়ে সেই বাড়িতে ছুটে যান। দুজনকেই জ্বলতে দেখে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার মৃত্যু হয় লোকটির। ধর্ষিতার বাড়ি মাণিকচকের সুভাষ কলোনিতে। তাঁর তিনটি কন্যা রয়েছে।

মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার জেএমবি জঙ্গি

Image
বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত–উল–মুজাহিদিনের এক সদস্যকে মুর্শিদাাবাদ থেকে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিস। ত্রিপুরার ডিজিপি একে শুক্লা জানিয়েছেন, ধৃতের নাম নাসির সেখ। ত্রিপুরাতেও নিজেদের নেটওয়ার্ক তৈরি করেছে এই জঙ্গি সংগঠন। গ্রেপ্তারের পর তাকে জেরা করা শুরু হয়েছে। নাসির এই সংগঠনের সক্রিয় সদস্য। ত্রিপুরার কোন কোন জায়গায় এই সংগঠনের নেটওয়ার্ক আছে তা জানার চেষ্টা করছে পুলিস। পুলিস সূত্রে খবর, কোনও নাশকতার পরিকল্পনা সে করেছিল কিনা সেটাও জানার চেষ্টা হচ্ছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলির কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জামাত। কয়েকটি বিস্ফোরণ কাণ্ডে তার নাম জড়িয়ে রয়েছে বলে খবর। তাছাড়া সে মুর্শিদাবাদে কেন এসেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, কয়েক বছর আগে বর্ধমানের খাগড়াগড় এবং বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে এই সংগঠনের হাত রয়েছে বলে  গোয়েন্দাদের দাবি। খাগড়াগড়ে তো রীতিমতো প্রশিক্ষণ শিবির খুলে ফেলেছিল জামাত। সেখানে মজুত করে রাখা বোমা ফেটে না গেলে এতবড় চক্র জানতে দেরি হত। সেই ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা। দিন কয়েক আগেই জামাত উল মুজাহিদিনের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে কলকাতা পুলিসের স্

আমার ধর্ম একটাই, মানবিকতা:‌ মমতা ব্যানার্জি

Image
ফের একবার কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাওড়ার ডোমজুড়ে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কেন্দ্রকে ফের তোপ দাগলেন তিনি। শুধু তাই নয়, মানবিকতা ছাড়া তিনি যে অন্য কোনও ধর্মে বিশ্বাস করেন না, সেটাও পরিস্কার করে জানিয়ে দিলেন। মমতা বলেন, 'কেন্দ্রীয় সরকারের এক্সপায়েরি ডেট আসন্ন। ভোট আসছে, তাই মোদি সরকার দেশে বিভাজনের রাজনীতি করছে। তথ্য বিকৃতির চেষ্টা করছে। এখন খালি বন্দুক, বোমা, মিসাইল দেখাচ্ছে। একটা কথা পরিস্কার করে জানাতে চাই, আমরা সেনার সঙ্গে, দেশের মানুষের সঙ্গে, সভ্যতা–শিক্ষা–সংস্কৃতির সঙ্গে আছি। কিন্তু মোদিবাবুর সঙ্গে নেই। মোদি–অমিত শাহ গেলে দেশ বেঁচে যাবে।‌' এরপরই তিনি বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, '‌বিজেপি কর্মীরা গুগলে সার্চ করে জানতে চাইছে, আমার ধর্ম কী? তাঁদের একটা কথা বলে দিতে চাই, আমার একটাই ধর্ম। আর সেটা হল মানবিকতা।‌' এদিনের বক্তৃতায় একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, নতুন করে তিন একর জমিতে স্বাস্থ্যভবন তৈরি হবে। আর সেটা হবে নবান্নের পিছনের জমিতে। এছাড়া তিনি আরও বলেন, '‌রাজ্যে ৩০টি হেলিপ্যাড তৈরি হয়েছে। মালদা, কোচবিহার,

কড়া জবাব! পাক সেনার একাধিক পোস্ট ধ্বংস করে দিল ভারতীয় সেনা

Image
শ্রীনগরঃ পুলওয়ামার ঘটনার বদলা নিতে সীমান্ত পেরিয়েছে ভারতীয় বায়ুসেনা। একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান। কিন্তু এই হামলায় আদৌতে কতজন জঙ্গি খতম হয়েছে সেই সংখ্যা নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ। তবে সংখ্যা যাই হোক না কেন ভারতের মারে কার্যত কোনঠাসা পাকিস্তান। একদিকে যখন ভারতকে শান্তির বার্তা দিচ্ছে পাকিস্তান অন্যদিকে তখন সীমান্তে লাগাতার ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে মর্টার শেলিং চালাচ্ছে পাকিস্তান সেনা। শুধু ভারতীয় সেনা ছাউনিই নয়, রীতিমত সীমান্ত সংলগ্ন এলাকার মানুষকে টার্গেট করছে পাক সেনাবাহিনী।   পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর উপর পালটা আঘাত হানল ভারত। সীমান্তের ওপারে একাধিক পাকিস্তানের পোস্ট গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতি সীমান্তের ওপারে। মঙ্গলবার দুপুরের পর থেকে পুঞ্চ সেক্টরে লাগাতার হেভি মর্টার শেলিং শুরু করে পাকিস্তান। যার পালটা হিসাবে ভারতও কড়া ভাষায় যোগ্য জবাব দেয়। ভারতীয় সেনাবাহিনীর পালটা প্রত্যাঘাতে ব্যপক ক্ষইয়ক্ষতি হয়েছে সীমান্তের ওপারে। ধ্বংস হয়ে গিয়েছে একাধিক পাকিস্তান সেনাবা

চুরি গিয়েছে রাফালে সংক্রান্ত নথি, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Image
প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফালে যুদ্ধবিমান সংক্রান্ত গোপন নথি৷ সরকারি গোপনীয়তা আইনে এই চুরির তদন্ত চলছে৷ রাফালে সংক্রান্ত রায় পুনর্বিবেচনার শুনানিতে সুপ্রিম কোর্টে এমনই জানালেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল৷ তিনি অভিযোগ করেন, সংবাদপত্রে প্রকাশিত তথ্যকে ভরসা করে, যাঁরা রাফালে সংক্রান্ত মামলা পুনর্বিবেচনার আরজি করেছেন, তাঁরা আসলে সরকারি গোপনীয়তা আইনকে লঙ্ঘন করছেন৷ সূত্রের খবর, এদিন শীর্ষ আদালতে এজি কে কে বেণুগোপাল জানান, প্রতিরক্ষা মন্ত্রকের কোনও প্রাক্তন বা বর্তমান কর্মীই এই গোপন নথিগুলি চুরি করে থাকতে পারেন৷ এরপরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এজি'র উদ্দেশে প্রশ্ন করেন, 'আপনারা কী পদক্ষেপ গ্রহণ করছেন?' উত্তরে এজি বলেন, 'অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে আমরা তদন্ত করছি৷' জানা গিয়েছে, এরপরই রায় পুনর্বিবেচনার আবেদনকারীদের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ প্রধান বিচারপতির সামনে তাঁর বক্তব্য পেশ করেন৷ রাফালে সংক্রান্ত বিষয়ে 'দ্য হিন্দু' সংবাদপত্রে যে প্রতিবেদন বের হয়েছিল, কোর্টের সামনে তা পেশের আরজি জানান প্রশান্ত ভূষণ৷ আদালত সূত্রে খবর, কিন্তু প্রধান বিচ

'সমাজকে বিভক্ত করাটাই কি আপনাদের কাজ', পুলওয়ামা নিয়ে ফেসবুককে ধমক মোদী সরকারের

Image
পুলওয়ামা নিয়ে এবার ভারত সরকারের চোখ রাঙানির সামনে পড়ল ফেসবুক। ফেসবুকের গ্লোবাল পলিসি হেড-কে এর জন্য ক্ষমা প্রার্থনাও করতে হয়েছে। সূত্রের খবর, ফেসবুকে এক কর্মী পুলওয়ামা নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। বিষয়টি তথ্য-প্রযুক্তি বিষয় সংসদীয় স্থায়ী কমিটির নজরে আসে। এরপরই ফেসবুকের কাছে ভারত সরপকারের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। জানা গিয়েছে, তথ্য-প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ফেসবুকের কাছে জানতে চায়, তারা কি সমাজের জন্য কাজ করেন না কি জাতিকে ভাঙার কাজ করেন? ফেসবুক-এর গ্লোবাল পলিসি হেড এই নিয়ে কোনও সদর্থক উত্তর নাকি দিতে পারেননি। তিনি শুধু জানান, ফেসবুক হল একটি 'হাইব্রিড কোম্পানি'। কিন্তু এর বাইরে ফেসবুক এমন কোনও উত্তর দিতে পারেনি যা সরকারকে সন্তুষ্ট করতে পারে। ভারতে ফেসবুকের কনটেন্ট, বিজ্ঞাপন এবং মার্কেন্টি কোন নিয়ন্ত্রক কাঠামোকে অনুসরণ করে চলে? এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি ফেসবুক। শেষমেশ গোটা ঘটনায় ফেসবুকের গ্লোবাল পলিসি হেড ক্ষমা চেয়ে নেন বলেই সূত্রের দাবি। পুলওয়ামা জঙ্গি হামলায় ভারত এক কড়া অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক দুনিয়ার কাছেও সন্ত্রাবাদ বিরোধী লড়াই-এ ভার

বোমাবর্ষণের পরও অক্ষত জইশের মাদ্রাসা! উপগ্রহের পাঠানো ছবি ঘিরে ধন্দ

Image
উপগ্রহের পাঠানো এই ছবি নিয়েই বিতর্ক শুরু হয়েছে।  পাকিস্তানে বায়ুসেনার অভিযান নিয়ে ফের প্রশ্নের মুখে মোদী সরকার। অভিযানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এ বার প্রশ্ন তুলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমও। আর তার নেপথ্যে রয়েছে একটি বেসরকারি সংস্থার পাঠানো উপগ্রহের তোলা কিছু ছবি। তাতে ভারতীয় বায়ুসেনার হামলায় জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দেখা গিয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামলা চালায় জইশ। তার জবাবে ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢোকে ভারতীয় বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীর, বালাকোট এবং চাকোটিতে বোমা ফেলে জঙ্গিদের  প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেওয়া হয়। পরে বায়ুসেনা এবং ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল তা নিশ্চিত করেন। উত্তর-পূর্ব পাকিস্তানের বালাকোটের জাবা গ্রামে জইশের ঘাঁটিতে বোমা ফেলা হয়েছে বলেজানান তাঁরা। বিষয়টি খতিয়ে দেখতে ৪ মার্চ  নিজেদের একটি উপগ্রহকে পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর প্ল্যানেট ল্যাবস আইএনসি সংস্থা। হাই রেজলিউশন যুক্ত ক্যামেরা বসানো ওই উপগ্রহ আকাশ থেকে মাটিতে থাকা ২৮ ইঞ্চি আয়তন বিশিষ্

আলু বিক্রির নিয়ে সরকারি নির্দেশের প্রতিবাদে এসইউসিআইয়ের স্মারকলিপি জেলাশাসকে

Image
বর্ধমান: টানা দুই দিন বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে বর্ধমান জেলার আলু চাষিরা৷ তার আগেই ২৭ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে আলু কেনার নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার৷ এই বিষয়ে মঙ্গলবার পূর্ব বর্ধমানে সরকারিভাবে আলু কেনার বিষয়ে বৈঠক হল৷ সরকার যে পরিমাণ আলু কিনবে ও যে দরে কিনবে তা আগেই ঘোষণা করে দিয়েছে৷ কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যে সিপিএমের কৃষকসভা ও এসইউসিআই-এর পক্ষ থেকে আন্দোলনে নেমেছে৷ বর্ধমানের কার্জন গেটে রাস্তায় আলু ছড়িয়ে বিক্ষোভ দেখায় এসইউসিআই-এর জেলা কমিটি৷ এই সঙ্গে এদিন তাঁরা সাত দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন৷ অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় আলু কেনা শুরু করতে জরুরি বৈঠক ডাকা হয়৷ সেই বৈঠকে হাজির ছিলেন জেলার কৃষি দফতর, কৃষি বিপণন দফতর সহ মহকুমা শাসকরাও৷   বৈঠকের শেষে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবার থেকেই সরকারি মূল্যে আলু কেনার কাজ শুরু হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত দফতর সহ বিডিও-দের নির্দেশ দেওয়া হয়েছে৷ একজন আলু চাষি সর্বোচ্চ ২৫ কুইন্টাল পর্যন্ত আলু ৫৫০ টাকা দরে বিক্রি করতে প

সীমান্তে উত্তেজনার মাঝেই ত্রিপুরা থেকে ধৃত জেএমবি জঙ্গি

Image
আগরতলা: কাশ্মীর সীমান্তে পাক মদতপুষ্ট জঙ্গি নিকেশে তৎপর নিরাপত্তাবাহিনী৷ তারই মধ্যে ত্রিপুরার আগদরতলা থেকে গ্রেফতার এক জঙ্গি৷ ধৃত বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের সদস্য বলে দাবি ত্রিপুরার ডিজি অখিলকুমার শুক্লার৷ পুলিশ সূত্রে খবর, ধৃত জঙ্গি নাজির শেখের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে৷ বারত ও বাংলাদেশে বিভিন্ন নাশকতামূলক কাজের অভিযোগ রয়েছে নাজিরের বিরুদ্ধে৷ বিস্ফোরক তৈরিতে বিশেষ পারদর্শী এই জঙ্গি৷ জাতীয় তদন্তকারী সংস্থাকেও এই জঙ্গির বিষয়ে তথ্য দেওয়া হয়েছে৷ ভারত ও বাংলাদেশে নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন৷ ২০০৫ সালে বাংলাদেশের ৬৩টি জায়গায় একই সঙ্গে বিস্ফোরণের অভিযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে৷ গতবছর ভারতের বুদ্ধগয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে৷ তার পেছনে বাংলাদেশের এই সংগঠনের হাত ছিল বলে জানা যায়৷ আবারও-ই কি কোনও নাশকতার উদ্দেশ্যেই নজিরের এদেশে আগমন৷ খতিয়ে দেখছে তদন্তকারীরা৷   গত কয়েক বাংলা থেকে বেশ কয়েকজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী৷ এবার ত্রিপুরা থেকে ধরা পড়ল এক জঙ্গি৷ লোকসভার আগে কী বিশেষ উদ্দেশ্য নিয়ে কি ভারতে এসেছিল নাজির৷ নাকি ছিল অন্যকোনও কারণ৷ খ

পুলওয়ামা হামলার আগেই মাসুদ বলেছিল ‘কাশ্মীর দ্রুত স্বাধীন হবে’

Image
শ্রীনগর: পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের প্রধান মসুদ আজহার সহযোগিদের উদ্দেশ্যে বলেছিল " পাকিস্তান কাশ্মীরকে ছাড়া অসম্পুর্ণ"৷ এই কথা সে পুলওয়ামায় আত্মঘাতি হামলার আগে বলেছিল বলে জানা যাচ্ছে৷ এই হামলায় সিআরপিএফের ৪০ জন জওয়ান শহীদ হয়৷ যদিও হামলার সহ্গে তাদের যোগের কতা অস্বীকার করে জইশ৷ ইন্ডিয়ন এক্সপ্রেসের খবর অনুযায়ী, ভারত মাসুদের এই অডিও ইসলামাবাদকে প্রমাণ হিসেবে দিয়েছে৷ জানা যাচ্ছে পুলওয়ামা হামলার ঠিক দশ দিন আগে কাশ্মীরে নিহত জঙ্গিদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে বলেছিল " কাশ্মীর খুব জলদি আজাদি পাবে"৷ মনে করা হচ্ছে এই অডিও ৫ই ফেব্রুয়ারির৷ এই অডিওতে আজহার ভারত এবং আমেরিকার বিষয়ে কথা বলছে৷ জানা যাচ্ছে সে বলেছে," ভারত কাশ্মীর নিয়ে কথা বলতে খুব দ্রুত ভিক্ষা চাইবে৷ কাশ্মীরের যদি সব মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ ভারতের বিরুদ্ধে হয়ে যায়, তাহলে এক মাসের মধ্যে আমরা জয় পেয়ে যাব.'' এক আধিকারিক বলেন এই অডিওর মাধ্যমে স্পষ্ট যে পাঠানকোট, উরি এবং সাম্প্রতিক কালের পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড আজও হামলার পরিচালনা এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর কাজ চাল

উন্নয়নের ডালি সাজিয়ে আজ কর্নাটক, তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী

Image
নয়াদিল্লি: একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে আদ দক্ষিণ ভারতের দুই রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন কর্নাটকের কালাবুরাগি ও তামিলনাড়ুন কাঞ্চিপুরমে যাবেন প্রধানমন্ত্রী৷ শিক্ষা, শক্তি, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন প্রকল্পের পাশাপাশি আয়ুস্মান ভারতের সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলবেন মোদী৷ ভারতের বিভিন্নপ্রান্ত থেকেই ব্যাঙ্গালোরে পড়ুয়ারা যান পড়ার জন্য৷ এদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর-পূর্ব ভারতের পড়ুয়ারা৷ বেঙ্গালোরে উত্তর-পূর্ব ভারতের ছাত্রীদের জন্য একটি হস্টেলেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী৷ এছাড়া শিলান্যাস করবেন বঙ্গালুরুর ইএসআইসি হাসপাতালের৷ কেলাইপেট্টাই-ওয়ালাজাপেটে ৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণেরও সূচনা করবেন তিনি৷ এছাড়াও ডঃ এমআরজি কলেজে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমজি রামারাওয়ের মূর্তিও উদ্বোধন করার কতা রয়েছে প্রধানমন্ত্রীর৷ পুলওয়ামা হামলার পর বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী জোট ও তাদের দৃষ্টিভঙ্গিকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ প্রশ্ন তুলেছেন ভারতীয় সেনাদের ভূমিকা ঘিরে বিরোধীদের ধারণা নিয়ে৷ সামনেই লোকসভা ভোট৷ দিন ঘোষণার অপেক্ষা মাত্র৷ তার আগে এই সভাগু

বিরাটের চওড়া ব্যাট ও ভারতীয় বোলিং ঝড়ে তছনছ অস্ট্রেলিয়া

Image
ভারত: ২৫০ (কোহলি- ১১৬, বিজয়- ৪৬) অস্ট্রেলিয়া: ২৪২ (খোয়াজা- ৩৮, হ্য়ান্ডসকম্ব- ৪৮) ৮ রানে জয়ী ভারত নাগপুরের পিচে প্যাট কামিনস যেভাবে ঝড় তুলেছিলেন, তাতে মনে হচ্ছিল ভারতীয় দলের ভরাডুবি আজ নিশ্চিত। রোহিত শর্মা থেকে গত ম্যাচের সেরা কেদার যাদব, অজি বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ছিলেন প্রত্যেকেই। কামিনস একাই তুলে নেন চারটি উইকেট। জোড়া উইকেট নেন জাম্পা। একের পর এক ব্যাটসম্যান যখন ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন, তখন পায়ের নিচে মাটি শক্ত করলেন ভারত অধিনায়ক। সেঞ্চুরি হাঁকানোর আগে যাঁকে টলানো গেল না। তার তাতেই লড়াইয়ের রসদ পেল টিম ইন্ডিয়া। যদিও স্কোরবোর্ডে আড়াইশো রান নিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করা ছিল বেশ কঠিন। তবে সে মুশকিল আসান করে দিলেন কুলদীপ যাদব-বুমরাহরা। আন্তর্জাতিক ওয়ানডে-তে চল্লিশতম সেঞ্চুরি হাঁকিয়ে এদিন নাগপুরে নয়া নজির গড়েন কোহলি। শচীন তেণ্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এতগুলি শতরানের মালিক হলেন বিরাট। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির (১৮) রেকর্ডও এখন তাঁর ঝুলিতেই। যে তালিকার শীর্ষে রিকি পন্টিং (২২)। ভারতকে অল্প রানে গুটিয়ে দেওয়ায় বেশ আত্মবিশ্বাসই দেখাচ্ছ

পাকিস্তানের মুখোশ খসে পড়ল, হাফিজ সইদের সংগঠন নিষিদ্ধ ঘোষণা করেও ডিগবাজি

Image
এখনও মাস খানেকও কাটেনি। পাকিস্তান নিষিদ্ধ ঘোষণা করেছিল মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সংগঠনকে। কিন্তু ফের একবার মুখোশ খসে পড়ল পাকিস্তানের। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথোরিটি যে তালিকা প্রকাশ করেছে, তাতে স্পষ্ট নিষিদ্ধ সংগঠনের তালিকায় নেই হাফিজ সইদের সংগঠন। ফের একবার পাকিস্তান তাদের দ্বিচারিতা সামনে এনে দিল। একমাস আগে হাফিস সইদের সংগঠন জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করলেও, তা যে নিছক লোক দেখানো প্রমাণ পাওয়া গেল আবার। শুধু জামাত-উদ-দাওয়াই নয়, ফালা-এ-ইনসানিয়াতও নিষিদ্ধ ঘোষণার দাবি মিথ্যা। দুই সংগঠনই নেই প্রকাশিত তালিকায়। ৪ মার্চ সোমবার প্রকাশিত হয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথোরিটির তালিকা। পাক প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপত্তা বিষয়ক বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর এই তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় নিষিদ্ধ সংগঠনের মধ্যে নাম নেই হাফিজ সইদের দুই সংগঠনের। অথচ এর আগে ২১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে হাফিজ সইদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাকিস্তানের এই দুমুখো মনোভাবের কড়া সমালোচনা করা হয়

মতুয়াদের অধিকার ও বড়মা, অবসান একটা যুগের

Image
শেষ হল লড়াই। চলে গেলেন শতায়ু বীণাপানি দেবী। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত মতুয়া সম্প্রদায়ের বড়মা। ধর্মক্ষেত্রে দাবি আদায়ের আন্দোলন, আর সেই আন্দোলনের সিঁড়ি বেয়েই ঠাকুরবাড়িতে আশ্রয় নেয় রাজনীতি। নাগরিকত্বের দাবিতে কখনও মেট্রো চ্যানেল, কখনও ঠাকুরনগরেই অনশনে বসেছিলেন বীণাপানি দেবী। এই লড়াইয়ের ইতিহাসটা আজকের নয়, স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই।  শেষ হল একটা অধ্যায়। শেষ হল একটা যুগ। মতুয়া সম্প্রদায়ের অধিকার আদায়ে সুদীর্ঘ লড়াই। একইভাবে লড়াইটা বজায় ছিল বয়সের সঙ্গেও, অসুস্থতার সঙ্গেও। তবুও তিনি ছিলেন, এটাই যেন স্বস্তি দিচ্ছিল দেশের পাঁচ কোটি ভক্তকে, বাংলার কয়েক কোটি মতুয়া ধর্মালম্বী মানুষকে। শেষের কটা দিন চলাফেরা, কথাবার্তা বন্ধ হয়ে যায়। অবশেষে জীবনশিখা নিভল। চলে গেলেন বড়মা ১৯১৯ সালে অবিভক্ত বাংলাদেশের বরিশালের জব্দকাঠি গ্রামে জন্ম বীণাপানি দেবীর। সমাজের নিয়ম মেনেই খুব অল্প বয়সে বিয়ে হয় ফরিদপুরের ওরাকান্দির প্রমথরঞ্জন ঠাকুরের সঙ্গে। দেশভাগের পর ইছামতী পেরিয়ে স্বামীর সঙ্গে অশোকনগরের ঠাকুরনগরে চলে আসেন। শুরু হয় নতুন অধ্যায়। বীণাপানি দেবী যখন অশোকনগরে এলেন, তার আগেই ওপার বাংলায় পথ চলা শুরু করে মতু

আমার বাবা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, বললেন মমতা

Image
1/5 তাঁর বাবা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন বলে মঙ্গলবার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।    2/5 পুলওয়ামাকাণ্ডের পর মোদী সরকার 'দেশপ্রেম' নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, ''দেশের লোক প্রকৃত সত্য জানতে পারছে না। এর জন্য যা ইচ্ছে শাস্তি দিতে পারি। সাধারণ নাগরিক হিসেবে কথা বলার অধিকার আমার আছে''।      3/5 মমতা আরও বলেন,''যে-ই সমালোচনা করছে, তাকে পাকিস্তানি ও দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে''। এরপরই তাঁর সংযোজন,''আমার বাবা স্বাধীনতা আন্দোলন করে এসেছিলেন। দেশপ্রেমের শিক্ষা তাদের কাছে নেব না, যারা গান্ধীজিকে খুন করেছে''।      4/5 দিন কয়েক আগে মমতা জানতে চেয়েছিলেন, এয়ার স্ট্রাইকে কত জন ও কারা মারা গিয়েছে? এব্যাপারে কোনও তথ্যই দেয়নি ভারত সরকার। বিদেশি সংবাদমাধ্যমগুলিও দাবি করছে, একজন আহত হয়েছে। আসল সত্যটা কী? বোমাটা ঠিক জায়গায় পড়েছিল তো? আর এই মন্তব্য নিয়েই মমতাকে নিশানা করেছে বিজেপি। তাদের বক্তব্য, পাকিস্তানের সুরে কথা বলছেন তৃণমূল নেত্রী।    5/5 এদিন মমতা তার পাল্টা বলেন,''আমরা দেশে

আবিরে, মালায় মুক্তিরচকে ফিরল গণধর্ষণ মামলায় অভিযুক্ত ‘ঘরের ছেলে’রা

Image
মুক্তিরচকে ঢোকার মুখে কংক্রিটের সেতুর সামনে মঙ্গলবার সকাল থেকেই সবুজ আবির উড়েছে। ডিজে বক্সে বাজছে গান। একে একে ১০টি মালা পরিয়ে দেওয়া হয়েছে দশ জনকে। তার পর তাদের নিয়ে গ্রামের ভিতর গিয়েছে মিছিল—ওই দশ জনই মুক্তিরচক গণধর্ষণ মামলায় অভিযুক্ত। ধর্ষিতাদের বাড়ির সামনে দিয়েই গিয়েছে মিছিল। নির্যাতিতাদের দাবি, ''রাস্তায় চিৎকার করেছে ওরা— 'গ্রামে ফিরে এসেছি। সব ভেঙে গুঁড়িয়ে দেব। দেখব কে বাঁচায়!' আমরা ভয়ে জানলা বন্ধ করে থেকেছি।'' ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আমতার মুক্তিরচক গ্রামের এক মহিলা ও তাঁর জেঠশাশুড়িকে গণধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা বরুণ মাখাল, শ্যামল মণ্ডল-সহ ১০ জনের বিরুদ্ধে।  ঘটনার পরই গ্রেফতার করা হয় বরুণ ও রণজিৎ মণ্ডলকে। ৯০ দিনের মধ্যে পুলিশ চার্জশিট দিলেও হাইকোর্ট থেকে জামিন পায় অভিযুক্তরা। তবে জামিনের শর্তে বলা ছিল, বিচার চলাকালীন অভিযুক্তরা আমতা থানা এলাকায় ঢুকতে পারবে না। শুধুমাত্র শুনানির দিনগুলিতে আমতা আদালতে হাজিরা দিতে পারবে। বছর খানেক আগে এক অভিযুক্ত গ্রামে ঢুকে তাঁদের হুমকি দিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছিলেন নির্যাতিতারা। তার পর সেই ব্যক্তিকে গ

জইশ প্রধান মাসুদ আজহারের ছেলে ও ভাই আটক, দাবি ইমরান সরকারের

Image
জইশ প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুল রউফ। আন্তর্জাতিক চাপ ছিলই। ইমরান খান নিজেকে যে ভাবে 'শান্তির দূত' হিসেবে তুলে ধরেছেন, সে কথার প্রমাণ দিতেও কিছু করে দেখানোর প্রয়োজন ছিল। সেই বাধ্যবাধকতা মেনে আজ ইমরান সরকার দাবি করল, জইশ প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুল রউফ ও মাসুদের ছেলে হামাদ আজহারকে আটক করা হয়েছে। আটক হয়েছে বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আরও ৪২ জন সদস্য। পাশাপাশি হাফিজ সইদের জামাত উদ দাওয়া ও ফালাহ ই ইনসানিয়ত-সহ ৭০টি সংগঠনকে নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করেছে পাক সরকার। একে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের শীর্ষ সূত্রের যুক্তি, ২৬/১১-র মুম্বই হামলার পরেও হাফিজ সইদের মতো লস্কর-ই-তইবার চাঁইদের একাধিক বার পাক প্রশাসন নিজেদের হেফাজতে নিয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থাই নেওয়া হয়নি। বস্তুত গত কালই আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মজিদ খান দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে জঙ্গিদের কোনও সংগঠিত উপস্থিতি নেই।  পুলওয়ামা ও তার পরবর্তী পরিস্থিতির জন্য পুরোপুরি ভারতকে দায়ী করেছেন তিনি।  কে মুফতি আব্দুল রউফ? • জইশ-প্রধান মাসুদ আজহার