সীমান্তে উত্তেজনার মাঝেই ত্রিপুরা থেকে ধৃত জেএমবি জঙ্গি


আগরতলা: কাশ্মীর সীমান্তে পাক মদতপুষ্ট জঙ্গি নিকেশে তৎপর নিরাপত্তাবাহিনী৷ তারই মধ্যে ত্রিপুরার আগদরতলা থেকে গ্রেফতার এক জঙ্গি৷ ধৃত বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের সদস্য বলে দাবি ত্রিপুরার ডিজি অখিলকুমার শুক্লার৷

পুলিশ সূত্রে খবর, ধৃত জঙ্গি নাজির শেখের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে৷ বারত ও বাংলাদেশে বিভিন্ন নাশকতামূলক কাজের অভিযোগ রয়েছে নাজিরের বিরুদ্ধে৷ বিস্ফোরক তৈরিতে বিশেষ পারদর্শী এই জঙ্গি৷ জাতীয় তদন্তকারী সংস্থাকেও এই জঙ্গির বিষয়ে তথ্য দেওয়া হয়েছে৷

ভারত ও বাংলাদেশে নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন৷ ২০০৫ সালে বাংলাদেশের ৬৩টি জায়গায় একই সঙ্গে বিস্ফোরণের অভিযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে৷ গতবছর ভারতের বুদ্ধগয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে৷ তার পেছনে বাংলাদেশের এই সংগঠনের হাত ছিল বলে জানা যায়৷ আবারও-ই কি কোনও নাশকতার উদ্দেশ্যেই নজিরের এদেশে আগমন৷ খতিয়ে দেখছে তদন্তকারীরা৷
 
গত কয়েক বাংলা থেকে বেশ কয়েকজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী৷ এবার ত্রিপুরা থেকে ধরা পড়ল এক জঙ্গি৷ লোকসভার আগে কী বিশেষ উদ্দেশ্য নিয়ে কি ভারতে এসেছিল নাজির৷ নাকি ছিল অন্যকোনও কারণ৷ খতিয়ে দেখা হচ্ছে৷