Posts

Showing posts from June 28, 2018

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে প্রতারণা লক্ষাধিক টাকা।

Image
আধার লিংক করিয়ে পেটিএমের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক তুলে নেওয়ার অভিযোগ। ঝাড়খণ্ড থেকে দুই যুবককে গ্রেপ্তার করল সিআইডি। দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বাসিন্দা সুপর্ণা বাগ। পেশায় তিনি নার্স। এসবিআইয়ের সোনারপুর শাখার গ্রাহক সুপর্ণা। ওই মহিলার দাবি, দিন কয়েক আগে তাঁর কাছে একটি ফোন আসে। যে ফোন করেছিল, সে নিজেকে স্টেট ব্যাংকের সোনারপুর শাখার ম্যানেজার বলে পরিচয় দেয়। এটিএম কার্ডের নম্বর জানতে চায় ওই যুবক। নম্বরটি বলেও দেন সুপর্ণা। এরপরই অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ। এসবিআইয়ে গ্রাহক সুপর্ণা বাগের বক্তব্য, তাঁর এটিএম নম্বরটি প্রথমে আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা হয়। তারপর পেটিএমের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ১ লক্ষ ২৫ হাজার টাকা। ২৩ জুন সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সুপর্ণা বাগ। তদন্তে নামে সিআইডি সাইবার সেল। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের নারায়ণপুর থেকে যুগল মাহাতো ও সুরেশ মণ্ডল নামে দু'জনকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। সিআইডির সাইবার সেলের আধিকারিক জানিয়েছে, ঝাড়খণ্ডের জামতারা গ্রামে বসে প্রতারণা চক্র চালায় স্থানীয় যুবকেরা। ধৃতেরা কুখ্যাত জামতারা গ্যাংয়ে

মায়ের চিটফান্ডের ব্যবসা ফেল, টাকা ফেরত চেয়ে বাড়িতে তাগাদা বিনিয়োগকারীদের, 'খুন' করল ছেলে!

Image
হায়দরাবাদ: মায়ের চিটফান্ড ব্যবসা ফেল করেছে। ঘনঘন লোকজন বাড়ি বয়ে এসে তাগাদা দিচ্ছে বিনিয়োগ করা টাকা ফেরানোর জন্য। ভাল লাগত না ছেলের। তিতিবিরক্ত হয়ে শেষ পর্যন্ত মাকে খুনই করে বসল সে! এমনই জানিয়েছে পুলিশ। মদন নামে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। সহকারী পুলিশ কমিশনার বিজয় কুমার জানান, পরিবারের লোকজনই পুলিশকে তার মাকে হত্যার ব্যাপারে খবর দেয়। মদনের বয়স কুড়ির কোঠায়। পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সি ওই মহিলা চিট ফান্ড ব্যবসায় মার খান বলে জানা গিয়েছে। পাওনাদারের দল বাড়িতে চড়াও হওয়ায় তিনি শেষ পর্যন্ত ভাইয়ের বাড়িতে থাকা শুরু করেন। গতকাল মদন তাঁকে নিজেদের বাড়ি নিয়ে আসে। মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর তাঁর মাথায় আঘাত করে, গলা টিপে তাঁকে মেরে ফেলে সে। খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ এও জানিয়েছে, কয়েক মাস আগে ওই মহিলা নাকি চিট ফান্ডের টাকায় মেয়ের বিয়ে দেন।

মমতার কাছে সাড়ে তিন লক্ষ কোটি টাকার হিসেব চাইলেন অমিত শাহ, পাল্টা দিলেন অমিত মিত্র

Image
কলকাতা: ২০১১ সালে পরিবর্তনের ঝড় তুলে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ‍্যোপাধায়। সেই মমতার রাজ‍্যে এসে পরিবর্তনের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মমতা বন্দ‍্যোপাধায় অবশ্য অনেক দিন আগে থেকেই দিল্লি থেকে মোদি সরকারকে উৎখাতের ডাক দিচ্ছেন। বিজেপি বিরোধী ফেডারেল ফ্রন্ট তৈরিতে তিনি কোমর বেঁধে নেমেছেন। মমতার এই জোট-তৎপরতাকে, তীব্র কটাক্ষ করেন অমিত শাহ। হুঁশিয়ারির সুরে বলেন, আগে বাংলা সামলান। সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গের প্রায় সব ভোটেই প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। তৃণমূলের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও, এখন রাজ‍্যে বিজেপিই ২ নম্বরে। তাতেই লোকসভা ভোটে ৪২টির মধ্যে ২২টি আসনে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন মোদির প্রধান সেনাপতি। তৃণমূল সরকারের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ এনে এদিন অমিত শাহ বলেন, ২০১৯-এ তৃণমূলের ঘুম উড়িয়ে দেব ৷ বাংলার উন্নয়নে টাকা দিয়েছে মোদি সরকার ৷ ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা কোথায়? ৷ তৃণমূলের সিন্ডিকেট সেই টাকা খেয়েছে ৷ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকাতে ব্যর্থ রাজ্য সরকার ৷ তৃণমূল গরিবের চালও বেচে খায় ৷ এই সরকারের ক্ষমতায় থাকার যোগ্যতা নেই ৷ তৃণমূল সরকারকে উপড়ে ফে

কাশ্মীরে শিশুদের বন্দুকের মুখে ঠেলে দিয়েছে হিজবুল-জৈশ, বলছে রাষ্ট্রপুঞ্জ

Image
জম্মু-কাশ্মীরে ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য পাকিস্তানের দু'টি সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদ ও মুজাহিদিন গত বছর ঢালাও ভাবে শিশুদের নিয়োগ করেছিল। আর সেই শিশুদের নামিয়েছিল লড়াইয়ের ময়দানে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে এ কথা জানানো হয়েছে। রিপোর্টটি প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুয়োতেরেসের ওই বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে গোটা বিশ্বে যুদ্ধ বা সংঘর্ষে মৃত বা জখম শিশুর সংখ্যা অন্তত ১০ হাজার। আর লড়াইয়ের ময়দানে ব্যবহার করার জন্য নিয়োগ করা হয়েছে ৮ হাজার শিশু। যুদ্ধ বা সংঘর্ষে টালমাটাল ২০টি দেশকে নিয়ে ওই বার্ষিক রিপোর্ট দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। যার মধ্যে ভারত, ফিলিপিন্স, নাইজেরিয়া ছাড়াও রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেন। ভারতের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি-জেনারেল গুয়োতেরেস বলেছেন, ''নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র সংগঠনগুলির মধ্যে লাগাতার সংঘর্ষে শিশুরা এখনও শিকার হয়ে চলেছে বিশেষ করে, জম্মু-কাশ্মীর, ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে।'' গুয়োতেরেস এও জানিয়ে

মার্কিন চাপ? ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে চলেছে ভারত

Image
আমেরিকার চাপে ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে চলেছে ভারত। আর সেটা হতে চলছে নভেম্বর থেকেই। সরকারি সূত্রের খবর, ইরান থেকে তেল আমদানি অনেকটাই কমে যাবে বা একেবারেই তেল আনা হবে না, এমন পরিস্থিতির জন্য দেশের তেল শোধনাগারগুলিকে প্রস্তুত থাকতে বলেছে কেন্দ্রীয় তেলমন্ত্রক। এ ব্যাপারে বৃহস্পতিবার তেল শোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে হয়েছে কেন্দ্রীয় তেলমন্ত্রকের কর্তাদের। সেই বৈঠকে ইরানের তেলের ঘাটতি মেটাতে বিকল্প রাস্তা খোঁজার কথা বলা হয়েছে দেশের তেল শোধনাগারগুলিকে। এত দিন চিনের পরেই ইরান থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল আমদানি করত ভারত। আরও পড়ুন- আর তেল আমদানি করতে হবে না ভারতকে, দাবি নিতিন গডকড়ীর​ বিশেষজ্ঞদের বক্তব্য, ইরানের সঙ্গে ভারতকে সব রকমের বাণিজ্যিক সম্পর্কে দাঁড়ি টানতে বলেছে আমেরিকা। ইরান থেকে তেল আমদানি কমিয়ে বা একেবারেই বন্ধ করে দিয়ে ভারত কার্যত, মার্কিন চাপের কাছেই নতিস্বীকার করল। কেন্দ্র অবশ্য প্রকাশ্যে সে কথা মানছে না। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্কের অবনতির জন্য নয়, রাষ্ট্রপুঞ্জের জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্যই ইরান থেকে তেল আমদানি প্রায় বন্ধ করে দেওয়

নৃশংস! ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর ধারাল অস্ত্রের কোপ

Image
স্কুল থেকে অপহরণ করে শিশুকন্যাকে ধর্ষণ। নারকীয় অত্যাচারের পরও  শান্তি হয়নি ধর্ষকের। নির্যাতিতাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। স্কুলে গেলেও মঙ্গলবার বাড়িতে ফেরেনি ওই নাবালিকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওইদিন বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। বুধবার জঙ্গল এলাকা থেকে রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে  হাসপাতালে ভরতি করে পুলিশ। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ইন্দোরে স্থানান্তরিত করা হয়। সেখানেই শিশুটির মৃত্যু হয়েছে। এই খবরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দোষীর শাস্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ। উত্তেজিত জনতা পরে নিয়ন্ত্রণে এলেও থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। টহল দিচ্ছে পুলিশ বাহিনী। নারকীয় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দাসোর এলাকায়। অভিযোগ, স্কুলে যাওয়ার পর কোনও কিছুর লোভ দেখিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই শিশুকন্যাকে অপহরণ করে। তারপর শহরের একটি নির্জন জায়গায় সারাদিন ধরে আটকে রেখে চলে শারীরিক নির্যাতন। বুধবার  লক্ষণ দরওয়াজার কাছে রক্তাক্ত শিশুকন্যাকে দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকি

৪৮ মাসে ৪১ সফর, ১৬৫ দিন বিদেশে ছিলেন মোদী, জানেন কত খরচ হয়েছে

Image
৪৮ মাসের কাজের খতিয়ান বড় করে প্রচার করেছন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকারের বাকি সদস্যরা। এবার তথ্য জানার অধিকার আইনে জানা গেল গত ৪ বছরে তাঁর বিদেশ ভ্রমণের খতিয়ান। প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত ৪১ টি সফরে ৫২ টি দেশে পা রেখেছেন। এতে খরচ হয়েছে মোট ৩৫৫ কোটি টাকা। সব মিলিয়ে ১৬৫ দিন দেশের বাইরেই কাটিয়েছেন তিনি। সমাজকর্মী ভিমাপ্পা গাদাদ-এর প্রশ্নের জবাবে পিএমও আরও জানিয়েছে, ৪১ টি সফরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিল ফ্রান্স, জার্মানি ও কানাডায় ৯ দিনের সফর। ২০১৫ সালের এপ্রিল মাসের ওই সফরে মোট ৩১ কোটি ২৫ লক্ষ ৭৮ হাজার টাকার কাছাকাছি খরচ হয়েছিল। আর সবচেয়ে কম খরচের সফর ছিল প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর প্রথম সফরটি। ২০১৪ সালের জুনে ওই সফরে তিনি প্রতিবেশী দেশ ভুটানে গিয়েছিলেন। তাতে খরচ পড়েছিল ২ কোটি ৪৫ লক্ষ ২৭ হাজার ৪৬৫ টাকা। ভিমাপ্পা জানিয়েছেন, কৌতূহলের বশেই তিনি এই আরটিআই দাখিল করেছিলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সংবাদ মাধ্যমে সমালোচনা হতে দেখে তিনি প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেন। আর তাতেই এই মনকে দেওয়া তথ্য মেলে। তবে পিএমও

বিয়েতে রাজি নয় নবম শ্রেণির ছাত্রী, যুবক যা করল...

Image
নবম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রস্তাব। রাজি না হওয়ায় তাকে অপহরণ করে লাগাতার ধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। মালবাজারের ক্রান্তি ফাড়ির মৌলানি গ্রামের ঘটনা। গত ২৯ মে ছাত্রীটি পড়তে গিয়েছিল। দীর্ঘক্ষণ পরও বাড়ি না ফেরায় রাতে নিখোঁজ অভিযোগ দায়ের করে ছাত্রীটির পরিবার। রাতেই পুলিস জানায় ছাত্রীকে উদ্ধার করেছে তারা। অভিযোগ,  ৩১ মে দুই যুবকের নামে অভিযোগ দায়ের করতে গেলে হেনস্থার শিকার হয় ছাত্রীর পরিবার। পরে এসডিপিওর হস্তক্ষেপে অভিযোগ জমা নেয় পুলিস। ছাত্রীর মেডিক্যাল টেস্ট এবং গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযোগ, থানা থেকে অভিযোগ না তুললে প্রাণনাশের হুমকিও দিচ্ছে অভিযুক্তরা। আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র বাস করছে ছাত্রীর পরিবার। অভিযুক্তদের কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিস। ইতিমধ্যেই জেলা পুলিস সুপার ও অতিরিক্ত পুলিস সুপারের দ্বারস্থ হয়েছে ছাত্রীর পরিবার।

দিঘার সৈকতে পর্যটকদের সুরক্ষার জন্য নতুন অ্যাপ

Image
দিঘা সমুদ্রতটে পর্যটকদের সুরক্ষার জন্য এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে প্রশাসন। আনছে নতুন একটি অ্যাপ। দিঘা বিচ সেফটি নামে এই অ্যাপের সাহায্যে পর্যটকদের লোকেশনের উপর নজর রাখবে নুলিয়া ও পুলিশ। ফলে স্নান করতে গিয়ে কোনও সমস্যায় পড়লে দ্রুত সাহায্য করতে পারবেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, বিচ ও ২২টি ঘাটে নজরদারি চালাবে পুলিশ। এই অ্যাপটি তৈরি করেছে টাটা কনসালটেন্সি সার্ভিস। গুগল প্লে-স্টোরে দিন দুইয়ের মধ্যেই আপলোড হবে এই অ্যাপ। দিঘায় ঘুরতে আসা পর্যটকদের এই অ্যাপ ডাউনলোড করার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। কাঁথির এসডিপিও পার্থ ঘোষ জানিয়েছেন, শুধু মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করলেই হবে না। তার পাশাপাশি ফোনে লোকেশনও অন রাখতে হবে। তবেই কাজ করবে এই অ্যাপটি। যদি কেউ এই অ্যাপটি অন করে বন্ধু বা আত্মীয়ের হাতে দিয়ে সমুদ্রে নামে, তাহলে সে কোনও বিপদে পড়লে পাড় থেকে অ্যালার্ট পাঠাতে পারবেন তাঁর বন্ধু বা আত্মীয়রা। সেই অ্যালার্ট সঙ্গে সঙ্গে পুলিশের কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। সেখান থেকে সমুদ্রতটে যে সব পুলিশকর্মী ও নুলিয়া নজরদারি চালাবে, খবর চলে যাবে তাঁদের কাছে। ফলে উদ্ধারকাজ আরও তাড়াতাড়ি করা সম্ভ

রেলপথেও চলছে সোনা পাচার !

Image
শিলিগুড়ি : রেলপথে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি সোনার বিস্কিট। ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। সড়কপথে সোনা পাচার করতে গিয়ে প্রায়ই কেন্দ্রীয় দপ্তরের গোয়েন্দাদের হাতে ধরা পড়তে হয় পাচারকারীদের। তাই এবার রেলপথে পাচারের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতেও লাভ হল না। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ধৃত যুবকের নাম ফিরোজ় শেখ (২৩)। উত্তর ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেল থেকে নিউ জলাপাইগুড়ি স্টেশন চত্বরে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। রাত ন'টা নাগাদ আসে আলিপুরদুয়ার থেকে শিয়ালদাগামী পদাতিক এক্সপ্রেস। সেখান থেকে এক সন্দেভাজন যুবককে আটক করা হয়। জেরার মুখে সোনা পাচারের কথা স্বীকার করে ফিরোজ় শেখ নামে ওই যুবক। তাকে নিয়ে যাওয়া হয় কলেজপাড়া এলাকায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কার্যালয়ে। সেখানে তল্লাশি করে তার প্যান্টে বিশেষভাবে তৈরি করা একটি পকেট থেকে উদ্ধার করা হয় দুটি সোনার বিস্কিট।  উদ্ধার হওয়া সোনার বিস্কিটের পরিমাণ এক কিলো ৯৯০ গ্রাম। ভারতীয় মুদ্রায়

দেশের আদালতগুলিতে জমে না কি সাড়ে তিন কোটি মামলা!

Image
নয়াদিল্লি: বিচারের আশায় বসে মামলাকারীরা৷ কিন্তু বিচার মিলছে কই? দেশের আদালতগুলিতে পাহাড় সমান জমে মামলা৷ অমীমাংসিত মামলার সংখ্যাটা তিন কোটি ছাপিয়ে গিয়েছে৷ যা সর্বকালের রেকর্ড৷ এই পরিস্থিতিতে দেশের সব হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে সতর্ক করে দিলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র৷ ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের পরিসংখ্যান অনুযায়ী সবথেকে খারাপ অবস্থা উত্তরপ্রদেশের৷ ৬১ লক্ষ ৫৮ হাজার মামলা জমে যোগীর রাজ্যে৷ তার পরেই আছে মহারাষ্ট্র৷ এখানে ৩৩ লক্ষ ২২ হাজার মামলা জমে৷ ১৭ লক্ষ ৫৯ হাজার মামলা জমিয়ে তৃতীয়ে আছে পশ্চিমবঙ্গ৷ চতুর্থে ও পঞ্চমে আছে যথাক্রমে বিহার ও গুজরাত৷ এই দুই রাজ্যেই জমে থাকা মামলার সংখ্যা যথাক্রমে ১৬ লক্ষ ৫৮ হাজার এবং ১৬ লক্ষ ৪৫ হাজার৷ হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ছাড়া দেশের অন্যান্য আদালতগুলিতে মোট অমীমাংসিত মামলার সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ৷ এর সঙ্গে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা জমে যথাক্রমে ৪৩ লক্ষ ও ৫৭ হাজার ৯৮৭৷ শীর্ষ আদালত, উচ্চ আদালত ও নিম্ন আদালত মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লক্ষ ৫৭ হাজার ৯৮৭তে৷ ঠিক সময়ে মামলার শুনানি না হওয়ায় বিচার পাচ্ছেন না মামলাকারীরা

প্রি-কোয়ার্টারে নিজের জায়গা পাকা করে নিল ব্রাজিল

Image
মস্কো: টুর্নামেন্টের সব থেকে বড় অঘটনের শিকার হয়ে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নির্বিঘ্নে প্রি-কোয়ার্টারের জায়গা নিশ্চিত করল ব্রাজিল৷ ছন্দবদ্ধ ফুটবলে 'ই' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ শেষ ষোলোর টিকিট পকেটে পুরতে ব্রাজিলের প্রয়োজন ছিল নূন্যতম একটা ড্র৷ অর্থাৎ সার্বিয়াকে আটকে দিতে পারলেই পরের রাউন্ডে যাওয়া আটকাত না সাম্বা ব্রিগেডের৷ তবে হারলে ছিককে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল৷ এই অবস্থায় প্রত্যাশার প্রবল চাপ কাঁধে নিয়েই মাঠে নেমেছিলেন নেইমাররা৷ যদিও ম্যাচে কোনও কিছুরই প্রভাব পড়তে দেয়নি ব্রাজিল৷ পরিচিত ছন্দে প্রতিপক্ষ রক্ষণকে সারাক্ষণ আতঙ্কে রাখেন জেসুসরা৷ সুযোগ মতো জোড়া গোলে জয় নিশ্চিত করেন পাউলিনহো ও থিয়াগো সিলভা৷ ম্যাচের দুই অর্ধে দু'টি গোল করে ব্রাজিল৷ ৩৬ মিনিটের মাথায় কুটিনহোর বাড়ানো বল সার্বিয়া গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ করে নিখুঁত নিশানায় জালে জড়িয়ে দেন পাউলিনহো৷ ৬৮ মিনিটে নেইমারের কর্ণার কিক থেকে হেডারে ব্রাজিলের দ্বিতীয় গোলটি করেন সিলভা৷ সার্বিয়ার বিরুদ্ধে জয়ে

বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন মনু

Image
নয়াদিল্লি: আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে দেশকে সোনা এনে দিলেন ভারতের মনু ভাকের৷ বুধবার জার্মানির সুলে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন ভারতীয় কিশোরী৷ ব্রোঞ্জ জিতেছেন অনিশ ভানওয়ালা৷ বছর ষোলোর মনু ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৪২.৫ পয়েন্ট নিয়ে সোনা জেতেন৷ আর ২৫ মিটার ব়্যাপিড ফায়ারে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতে নেন অনিশ৷ এই নিয়ে চলতি বছরে আইএসএসএফ(ইন্টারন্যাশানাল শুটিং স্পোর্টস ফেডারেশন) টুর্নামেন্টে সাতটি সোনা জেতেন মনু৷ এই সাতটি সোনার মধ্যে মনু তিনটি গলায় ঝুলিয়েছেন বিশ্বরেকর্ড গড়ে৷ মনু ও অনিশের সোনা জয়ের পর টুর্নামেন্টে ভারতের ঝুলিতে পদকের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৷ যার মধ্যে ৯টি সোনা, একটি রুপো ও সাতটি ব্রোঞ্জ রয়েছে৷ এর আগে দলগত বিভাগে ১৬৯৪ স্কোর করে ব্রোঞ্জ জেতেন মনু৷ চিনের কাইমান লুকে পিছনে ফেলে সোনা জেতেন মনু৷ কাইমানের স্কোর ২৩৬.৯৷ অর্থাৎ ৫.৬ পয়েন্টে এগিয়ে থেকে প্রথম হন ভারতীয় শুটার৷ ২১৬.২ স্কোর করে ব্রোঞ্জ জেতেন চিনের লি৷ কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন অনিশের এটি চলতি বছরে চতুর্থ আন্তর্জাতিক পদক৷ এই বিভাগে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের মাতেজ রামপুলা আর রুপো জিতেছ

মাথায় দেনার পাহাড়, স্ত্রী-কন্যাকে বিক্রির চেষ্টা অটো চালকের

Image
ছেলেমেয়েদের নিয়ে ভয়ে দিন কাটাচ্ছেন অটো চালকের স্ত্রী। মেয়েদের পক্ষে ভারত যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ, সে কথা দিন কয়েক আগেই সমীক্ষায় জানিয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা। বিপদ শুধু বাড়ির বাইরে, তা নয়। ঘরের মধ্যেও যে বিপদ রয়েছে, তার প্রমাণ দিল অন্ধ্রপ্রদেশের কোয়িলাকুন্টা শহর। দেনা শোধ করার জন্য স্ত্রী এবং নাবালিকা মেয়েকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল সেখানকার এক অটো চালকের বিরুদ্ধে। মাথায় ১৫ লক্ষ টাকার ঋণ। চার মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে কোয়ালাকুন্টায় সংসার ওই অটো চালকের। নাবালিকা বিয়ের খবর পেয়ে সেখানে গিয়ে শিশু সুরক্ষা আধিকারিকরা জানতে পারলেন হাড় হিম করা তথ্য। অটো চালকের স্ত্রীর অভিযোগ, ১২ বছরের কন্য সন্তানকে বিক্রির জন্য ইতিমধ্যেই এক ব্যক্তির সঙ্গে চুক্তি করেছে তাঁর স্বামী। চুক্তিতে বলা হয়েছে, বয়ঃসন্ধিতে পৌঁছনোর পর সেই ব্যক্তির হাতে মেয়েকে তুলে দিতে হবে। তত দিন পর্ষন্ত মেয়েকে রাখতে হবে পুরুষদের চোখের আড়ালে। এ জন্য অটো চালককে দেড় লক্ষ টাকা দেওয়া হবে বলেও চুক্তিতে বলা হয়েছে। অভিযোগ, পাঁচ লক্ষ টাকায় স্ত্রীকেও নিজের এক আত্মীয়ের কাছে বিক্রির চেষ্টা করছে ওই অটো চালক। স্বামীর অভিসন্ধি বুঝতে

লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে খুনের পর থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্তের

Image
সোনারপুর:  সোনারপুর থানার সুভাষগ্রামের ধানমাঠ এলাকায় যুবতীকে কুপিয়ে খুনের অভিযোগ। ভাড়াবাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্তের। পুলিশ সূত্রে খবর,  আজ সকাল পৌনে ৮টা নাগাদ সন্ন্যাসী দাস নামে বছর বিয়াল্লিশের এক ব্যক্তি থানায় এসে দাবি করেন, তিনি মঞ্জু নামে বছর তিরিশের এক যুবতীকে খুন করেছেন। ভাঙড়ের বাসিন্দা সন্ন্যাসীর সঙ্গে যাদবপুরের বাসিন্দা ওই যুবতীর পাঁচবছরের সম্পর্ক। দু'জনেরই সংসার রয়েছে। ধানমাঠ এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সন্ন্যাসী ও মঞ্জু লিভ-ইন করতেন। দু'জনের মধ্যে বচসার জেরে আজ সকালে ওই ব্যক্তি ছুরি দিয়ে কুপিয়ে ওই যুবতীকে খুন করেন বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।

নিউটনের মাথায় আপেল পড়েছিল এই গাছ থেকেই! কী অবস্থা তার, দেখুন দুর্লভ ছবি

Image
ইংল্যান্ডে নিউটনের বাড়ির সামনে ঐতিহাসিক সেই আপেল গাছ। গ্রহ-নক্ষত্রের টানের মূল কারণ খুঁজে পেয়েছিলেন তিনি। আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণের সূত্র। বিজ্ঞানী আইজ্যাক নিউটন। সে প্রায় সাড়ে তিনশো বছর আগের ঘটনা। আর তার নেপথ্যে নাকি ছিল এক আপেল গাছের ভূমিকা। কথিত আছে, একটি আপেল গাছের নীচে বসে ছিলেন নিউটন। হঠাৎ তার সামনেই গাছ থেকে একটি আপেল পড়ে। চোখ খুলে যায় নিউটনের! মনের মধ্যে ঝলক দিয়ে ওঠে মাধ্যাকর্ষণের সারকথা। আবার এই বিতর্কও আছে বিজ্ঞানী মহলে যে ওই এক মুহূর্তেই সূত্রটি নিউটন আবিষ্কার করেননি। এই ঘটনা নেহাতই জনশ্রুতি। কিন্তু উলটো দিকে একাধিক প্রমাণও রয়েছে এই গাছ থেকে আপেল পড়ার ঘটনার স্বপক্ষে। সবচেয়ে বড় প্রমাণ গাছটি নিজেই! ১৬৬৬ সালের 'ঐতিহাসিক' ঘটনার সাক্ষী হয়ে সে বেঁচে রয়েছে আজও। ইংল্যান্ডের লিঙ্কনশায়রের উলসথর্প মানর গ্রামে ছিল আইজ্যাক নিউটনের বাড়ি। সেই বাড়ির সামনেই এখনও রয়েছে আপেল গাছটি। গাছটির আপেলও গুণমানে অতি উৎকৃষ্ট। বিরল এই প্রজাতির নাম 'ফ্লাওয়ার অফ কেন্ট'। এই গাছের থেকেই ইংল্যান্ডের অন্যত্র নানা সময়ে পোঁতা হয়েছে চারা, নিউটনের স্মৃতিতে। ভারতেও পুনের ইন্টার-ইউনিভার্স

কেমন পর্নোগ্রাফি পছন্দ মেয়েদের!

Image
পর্নোগ্রাফিতে কী দেখতে পছন্দ করে পুরুষরা? অবশ্যই নগ্ন নারীদেহ! এটাই তাদের একমাত্র ভাললাগার জায়গা। কিন্তু, মেয়েদের স্বাদ একটু ভিন্ন। নগ্ন পুংদেহ তো বটেই, নগ্ন নারীদেহ দেখেও তারা চরম উত্তেজিত হয়। কানাডায় একটি সমীক্ষায় জানা গিয়েছে এমনই চমকপ্রদ তথ্য। টরন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথ একটি সমীক্ষায় জানাচ্ছে, পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে পুরুষ ও নারীর পছন্দ কিছুটা আলাদা। পুরুষরা হেটেরোসেক্সুয়াল অর্থাৎ নারীদের দেখতে পছন্দ করে। নগ্ন নারীদেহের যে তিনটি জায়গা পুরুষদের সবচেয়ে বেশি টানে, তা হল স্তন, যোনি এবং নিতম্বদেশ। কোনও পর্নোগ্রাফিতে শুধু মেয়েরা থাকলে সেটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে পুরুষদের কাছে। কারণ সেক্ষেত্রে একসঙ্গে অনেকগুলি মেয়েকে নগ্ন অবস্থায় দেখা যায়। তুলনায় পুরুষ-নারী সেক্স সংক্রান্ত পর্নোগ্রাফি দেখা ছেলেদের কাছে কম আগ্রহের বিষয়। অন্যদিকে, মেয়েরা হেটেরোসেক্সুয়াল শুধু নয়, হোমোসেক্সুয়াল পর্নোগ্রাফি দেখতেও পছন্দ করে। অর্থাৎ মেয়েরা নগ্ন পুংদেহ তো বটেই, নগ্ন নারীদেহ দেখেও সমান উত্তেজিত হয়। তারা পুরুষ-নারীর সেক্স সংক্রান্ত পর্নোগ্রাফি দেখতে ছেলেদের চেয়েও বেশি আগ্

দিল্লিতে 'ধর্ষিত' কানাডিয়ান যুবতী

Image
দক্ষিণ দিল্লির একটি পাবে 'বন্ধুত্ব' পাতিয়ে কানাডিয়ান এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।  পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিল্লির হাউজ খাস অঞ্চলের একটি পাবে ওই কানাডীয় যুবতীর সঙ্গে আলাপ হয় এই ঘটনায় অভিযুক্ত অভিষেকের। মঙ্গলবার সন্ধ্যায় কয়েক জন বন্ধুর সঙ্গে ওখানে গিয়েছিলেন ওই বিদেশিনি। অভিষেক গায়ে পড়েই 'বন্ধুত্ব' পাতায়। এরপর অভিষেকের আমন্ত্রণেই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই বিদেশিনি। কানাডীয় ওই যুবতীর অভিযোগ, তাঁকে ডেকে এনে, ধর্ষণ করা হয়েছে। ঘটনার পরপরই AIIMS-এ যান ওই যুবতী। সেখানে মেডিক্যাল পরীক্ষা করিয়ে, পুলিশের কাছে লিখিত ভাবে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। 

পুলিশকর্তার কুকীর্তি, মহিলা কনস্টেবলের মেয়েকে লাগাতার ধর্ষণ

Image
এবার খোদ পুলিশকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP)। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে বুধবার ওই পুলিশকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে।  সূত্রের খবর, এক মহিলা পুলিশ কনস্টবলের মেয়েকে রেপ করেছেন ডিসিপি। নিগৃহীতা বছর তেইশের ওই যুবতী লিখিত অভিযোগে জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে তাঁকে লাগাতার ধর্ষণ করা হয়েছে।  জানা গিয়েছে, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি এই কুকর্ম করেন।  অভিযোগ দায়ের হওয়ায় ওই পুলিশকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। 

দু’হাজার কোটি ফাঁকি জিএসটিতে

Image
জিএসটির বর্ষপূর্তি পালনে তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। কিন্তু তারই মধ্যে বুধবার এই কর ফাঁকি নিয়ে আশঙ্কার কথা জানালেন খোদ ডিরেক্টর জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্স জন জোসেফ। বললেন, দু'মাসেই জিএসটিতে ২,০০০ কোটি টাকার কর ফাঁকি ধরা পড়েছে। তাঁর মতে, তা হতে পারে হিমশৈলের চূড়া মাত্র। শুধু ছোট সংস্থা নয়, বড় কর্পোরেট ও বহুজাতিকগুলিরও রিটার্ন জমায় গলদ রয়েছে বলে জানান জোসেফ। তাঁর দাবি, ৮০% জিএসটি জমা দিয়েছে ১ লক্ষেরও কম সংস্থা। অথচ এতে নথিভুক্ত সংস্থা ১ কোটিরও বেশি। ফলে কর জমার ছবিটা মোটেই ভাল নয়। এ জন্য পুরো ব্যবস্থা খতিয়ে দেখা জরুরি। তদন্ত অনুযায়ী, বহু ক্ষেত্রেই নকল বিল বা ইনভয়েস তৈরি হয়েছে। কিন্তু পণ্য সরবরাহ হয়নি। জাল ইনভয়েস দেখিয়ে আগে মেটানো কর ফেরতের দাবি জানানোর ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

মরুপ্রান্তরে ঘুরে মরছেন হাজার হাজার শরণার্থী

Image
দূর থেকে দেখ মনে হবে আকাশের গায়ে ছোট ছোট ফুটকি। আস্তে আস্তে দাগগুলো বড় হবে। মরুভূমির চোখ ঝলসানো প্রান্তরে ফুটে উঠবে অবয়বগুলো। মানুষ। ছোট, বড়, বাচ্চা, বুড়ো, নারী, পুরুষ। সব ধরনের। বালির ঢেউ ভেঙে এগিয়ে চলেছে তারা। সাহারা মরুভূমি। প্রকৃতি এখানে নির্মম, ক্ষমাহীন। দিনের বেলা তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। রাতের বেলা হিমাঙ্কের নীচে। সেই সাহারার বুকেই ১৪ মাস আগে হাজার হাজার শরণার্থীকে ছেড়ে দিয়ে গিয়েছিল আলজিরিয়ার সেনা। খাবার বা জল, কিছুই দেওয়া হয়নি তাঁদের। মরুভূমিতে হেঁটে চলেছেন তাঁরা। গন্তব্য, নাইজারের ছোট্ট শহর আসামাকা। সেখানেই ঘাঁটি গাড়ছেন এই শরণার্থীরা। রাষ্ট্রপুঞ্জের ত্রাণকর্মীরা মাঝেমধ্যে জল আর খাবার নিয়ে আসেন। কিছু দিন পরে ফের শুরু হয় যাত্রা। যদি কোনও দেশ আশ্রয় দেয়! কারা এই শরণার্থী? মালি, গাম্বিয়া, লাইবেরিয়ার মতো পশ্চিম আফ্রিকার হতদরিদ্র দেশগুলি থেকে আফ্রিকার অন্যান্য দেশে শরণার্থীদের অনুপ্রবেশ চলছে বেশ কয়েক বছর ধরে। রুটি-রুজির সন্ধানে, বা অশান্ত রাজনৈতিক পরিস্থিতি থেকে বাঁচতে দেশ ছাড়েন বহু মানুষ। গন্তব্য, উত্তর আফ্রিকার ধনী রাষ্ট্র— আলজিরিয়া, টিউনিশিয়া বা লিবিয়া। এদের

দিঘার পথে গাড়ি দুর্ঘটনায় পাঁচ তৃণমূল নেতা-সহ মৃত ৬

Image
কান্দি থেকে দিঘা যাওয়ার পথে পর্যটকদের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল চালক-সহ গাড়ির ৬ জন আরোহীর। নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কে বুধবার ভোরে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ৫ জন। কাঁথি মহকুমা হাসপাতালে এক জনকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ৬ জন পর্যটক নিয়ে বোলেরো গাড়িটি মুর্শিদাবাদের কান্দি থেকে আসছিল। আরোহীদের পাঁচজন কান্দির তৃণমূল নেতা ও পঞ্চায়েতের নানা পদে ছিলেন। মৃতদের নাম হায়দার আলি (৪৬)। বাড়ি পুরন্দরপুর। তিনি কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। দেবসাগর দে (৪২)। বাড়ি তিলিপাড়ায়। তিনি পুরন্দরপুর পঞ্চায়েতের সদস্য। হাটগাড়ার বাসিন্দা আব্দুল হাজি কালাম শেখ (৫২) কান্দি ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ ও গোকর্ণ-২ গ্রাম পঞ্চায়েত সদস্য। ঘনশ্যামপুরের বাসিন্দা সমর নাথ ঘোষ (৪৬) পুরন্দরপুর পঞ্চায়েতের তৃণমূল সভাপতি। অসিত দাস (৫৪) পুরন্দরপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং গাড়ির চালক প্রদীপ কুমার দাস (৩০)। তিনি রসোরা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটে। হঠাৎই বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। স্থানীয় এক য

পশুপাখির বেআইনি ‘ব্যবসা’, ধৃত যুবক

Image
তিনতলা বাড়ির একতলাটা শুধু বসবাসযোগ্য। বাকি দু'টি তলাই নির্মীয়মাণ। সেখানে বড় বড় খাঁচায় টিয়া, চন্দনা এমনকি কাঠবিড়ালিও রাখা। বুধবার হানা দিয়ে নাকতলার শহিদনগর কলোনি থেকে ওই পশুপাখি-সহ গ্রেফতার করা হয়েছে সুমিত সরকার নামে এক যুবককে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বেআইনি ভাবে পাখির পোষার খবর কলকাতার ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সুচন্দ্রা কুণ্ডুর কাছে আসে। তিনি বন দফতরের অফিসারদের নিয়ে হানা দেন বাড়িতে। সুচন্দ্রা জানান, বাড়িতে বদ্রি ও পায়রা রয়েছে। সেগুলি বাড়িতে পোষা যায়। কিন্তু বন্যপ্রাণী আইন অনুযায়ী, বাড়িতে টিয়া বা চন্দনার মতো পাখি পোষা যায় না। কাঠবেড়ালি তো নয়ই। বন দফতর সূত্রের খবর, সুমিত কিশোরকন্ঠী গায়ক। অফিসারদের অনুমান, অনুষ্ঠান করার পাশাপাশি তিনি পাখি কেনাবেচার ব্যবসাও করেন। তাঁর বাড়িতে যে বড় খাঁচা পাওয়া গিয়েছে, তা পাখির প্রজননের জন্য ব্যবহার করা হয় বলে অনুমান। সুচন্দ্রা জানান, ওই বাড়ির একতলায় স্ত্রী-পুত্রকে নিয়ে সুমিত থাকেন। সেখান থেকে মিলেছে বদ্রি পাখি। দোতলা ও তিনতলায় মিলেছে ন'টি টিয়া (রোজরিংড প্যারাকিট), তিনটি চন্দনা (অ্যালেকজ়ান্দ্রাইন প্যারাকিট) এবং একটি কাঠবিড়া

বেলাগাম স্কুটি, প্রশ্নে পুলিশি নজর

Image
দু'রাতে মৃতের সংখ্যা চার! কলকাতার রাজপথে এটাই স্কুটি দুর্ঘটনার সাম্প্রতিক পরিসংখ্যান। পুলিশ জানিয়েছে, মৃতদের কারও মাথাতেই হেলমেট ছিল না। প্রশ্ন উঠেছে, স্কুটি কি তা হলে ট্র্যাফিক আইনের ঊর্ধ্বে? কী ভাবে নিয়ম ভেঙে পথেঘাটে স্কুটি নিয়ে বেরোচ্ছেন অল্পবয়সীরা? মঙ্গলবার রাত ১১টা নাগাদ মিন্টো পার্কের কাছে এ জে সি বসু রোডে স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওবাইদ হোসেন (১৮) ও সাহিল খানের (২১)। আহত হয়েছেন মহম্মদ রাজু নামে আর এক আরোহী। তিন জনেরই বা়ড়ি নারকেলডাঙা নর্থ রোডে। পুলিশ জানিয়েছে, ওবাইদের লাইসেন্স ছিল না। তিন জনের কারও মাথায় হেলমেটও ছিল না। সোমবার উল্টোডাঙার মুচিবাজারে দু'টি বাসের রেষারেষির মধ্যে পড়ে মারা যায় একটি স্কুটির আরোহী দুই কিশোর। আহত হন স্কুটিচালক যুবকও। প্রসঙ্গত, রবিবার লেক গার্ডেন্সে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয় সৌরদীপ সিংহ নামে এক যুবকের। তিনিও হেলমেট পরে ছিলেন না বলে পুলিশ সূত্রের দাবি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই তিন জনের সঙ্গে আরও তিন বন্ধু ছিলেন। তাঁরা অন্য একটি মোটরবাইকে আসছিলেন। ফেরার পথে মোটরবাইক ও স্কুটির প্রতিযোগিতা চলছিল। ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হ

প্রবেশিকা এ বার রাখছে যাদবপুর

Image
নভেম্বরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এ বার থেকে কলা বিভাগের প্রতিটি বিষয়ে শুধু নম্বরের ভিত্তিতেই ভর্তি নিতে হবে। তবে বুধবার কর্মসমিতির জরুরি বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, এ বারের মতো স্নাতক কলা বিভাগে ভর্তির পরীক্ষা বহাল থাকছে। এই ঘোষণার পরে পড়ুয়ারা ধর্না তুলে নেন। প্রবেশিকা হলেও সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষ জানান, শুধু তার ভিত্তিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে না। ভর্তি হবে প্রবেশিকা এবং দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে। ভর্তি-পরীক্ষার জন্য বরাদ্দ ৫০% নম্বর। বাকিটা উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পড়ুয়ার প্রাপ্ত নম্বর থেকে যোগ হবে। কেন্দ্রীয় ভাবে পরীক্ষা নেবে ভর্তি কমিটি। সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা থাকবে না। প্রবেশিকার দিনক্ষণ আজ, বৃহস্পতিবার ভর্তি কমিটির বৈঠকে স্থির হবে। সহ-উপাচার্য জানান, পরীক্ষা নিতে ৫-৭ দিনের বেশি দেরি হবে না। ক্লাস শুরু করতেও দেরি করা হবে না। পরে ভর্তি কমিটি কোনও সিদ্ধান্ত নিলে তা আগে কর্মসমিতিকে জানাতে হবে। প্রবেশিকা এবং দ্বাদশের নম্বরের ভিত্তিতে ভর্তির সিদ্ধান্তের সঙ্গে একমত নন কলা বিভাগের ছাত্রদের একাংশ। ফোরাম ফর আর্টস

মাতৃত্বকালীন ছুটি বাড়লে চাকরি খোয়াতে পারেন বহু মহিলা!

Image
কর্মরতা মহিলাদের জন্য সবেতন মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করার কথা আগেই ঘোষণা করেছে মোদী সরকার। আগামী অর্থবর্ষেই চালু হতে চলেছে নয়া নিয়ম। কিন্তু সমীক্ষা বলছে, এ দেশে তা চালু হলে মহিলাদের ক্ষতির আশঙ্কাই বেশি। এই নিয়মের জেরে চাকরি খোয়াতে পারেন বহু মহিলা। মঙ্গলবার এই সংক্রান্ত একটি সমীক্ষার ফল প্রকাশ করেছে টিমলিজ় সার্ভিস লিমিটেড নামে একটি পরামর্শদাতা সংস্থা। উড়ান, তথ্যপ্রযুক্তি, নির্মাণ, শিক্ষা, ই-কমার্স, উৎপাদন, ব্যাঙ্ক, রিটেল, পর্যটন ক্ষেত্রের মতো অন্তত ১০ রকমের সংগঠিত ক্ষেত্রের ৩০০টি সংস্থার উপরে সমীক্ষা চালিয়েছে তারা। আর তাতেই উঠে এসেছে এই তথ্য। সেই রিপোর্ট অনুযায়ী, আগামী অর্থবর্ষে ওই দশটি ক্ষেত্রে ১১ লক্ষ থেকে ১৮ লক্ষ মহিলা চাকরি হারাতে পারেন। সমীক্ষকদের মতে, এই সংখ্যাটা হিমশৈলের চূড়ামাত্র। সব মিলিয়ে কর্মহারা মহিলার সংখ্যা কোটিও ছাপিয়ে যেতে পারে। কিন্তু কেন? যে নিয়মের জন্য কানাডা বা নরওয়ের মতো দেশে কর্মক্ষেত্রে মহিলাদের সংখ্যা উর্ধ্বমুখী, সেই একই নিয়মের জেরে ভারতে কেন কাজ হারাবেন মেয়েরা? সংস্থার মতে, মোদী সরকারের এই নীতি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্

পরীক্ষায় ভালো ফল করেও আত্মঘাতী ছাত্র !

Image
সোনারপুর থানার পাঁচপোতা ঢালুয়া এলাকার একটি আবাসন থেকে বুধবার এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, মা মোবাইল ফোন কেড়ে নেওয়ায় সৈকত বড়াল নামে একাদশ শ্রেণির ওই ছাত্র মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানায়, ওই ছাত্রের ঘরে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। গত শনিবারেই পার্ক সার্কাসের একটি আবাসন থেকে একাদশ শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ জেনেছে, দশম শ্রেণির পরীক্ষায় ভাল ফল করায় আরহাম রহমত (১৭) নামে ওই ছাত্রীকে মোবাইল ফোন কিনে দিয়েছিলেন দাদা। তা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ায় বাড়িতে শাসন করা হয় ওই ছাত্রীকে। তার পরেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা। অল্প দিনের ব্যবধানে একই ধরনের ঘটনা ঘটায় পুলিশ, মনোবিদ, সমাজতত্ত্ববিদ থেকে সকলেই চিন্তিত।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৈকত যাদবপুরের একটি সরকারি স্কুলে পড়তেন। মাধ্যমিক পরীক্ষায় খুব ভাল ফল করেছিলেন তিনি। ফলপ্রকাশের পরেই সৈকতের বাবা সত্যজিৎ বড়াল একটি দামি মোবাইল ফোন কিনে দিয়েছিলেন ছেলেকে। সৈকতের পরিজনদের কথায়, ফোন হাতে পাওয়ার পরে সেটা নিয়েই ব্যস্ত থাকতেন ওই ছাত্র। পড়শোনায় মন না-দেওয়ায় মাঝেমধ্যেই মা মিনু

এই অপচয়ে জীবনের অবমাননা রয়েছে

Image
বিবাহের লগ্ন আসন্ন।  ঘুম উড়ে গিয়েছে পাড়া-পড়শির। ভালয় ভালয় কী ভাবে মিটবে বিবাহ পর্ব, পড়শিদের ভাবনা তা নিয়েই। কিন্তু পাত্র-পাত্রীর মধ্যে কোনও উদ্বেগই নেই।  এ রাজ্যের পথ নিরাপত্তা হালটা এখন এ রকমই। রাজ্যে উদ্বেগজনক চেহারা নিয়ে নিয়েছে পথ দুর্ঘটনা। পথ নিরাপত্তা নিয়ে ঢালাও বিজ্ঞাপন দিচ্ছে প্রশাসন, অঢেল খরচ করা হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হচ্ছেন, 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' স্লোগান তুলছেন, ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে মহানগরের রাজপথে সচেতনতার মিছিল করছেন, নজরদারি বাড়াচ্ছেন, কাজের কাজ তবু হয় না। যাঁদের জন্য এত কিছু, তাঁরা বাইক চালানোর সময় হেলমেট পরার কথা বা গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণের কথা কিছুতেই মনে রাখতে পারেন না। কলকাতায় তো বটেই, জেলাতেও একই ছবি। গত কয়েক দিনে একের পর এক দুর্ঘটনার খবর এল নানা প্রান্ত থেকে। সোমবার রাতে দুই বাসের রেষারেষিতে উল্টোডাঙার কাছে পিষে গেল দুই কিশোর প্রাণ। মঙ্গলবার রাতে ফের প্রায় একই জায়গায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু আর এক কিশোরের। একই রাতে এ জে সি বোস রোডে বাইক দুর্ঘটনা, হেলমেটবিহীন তিন আরোহীর দু'জনেই মৃত। অন্য দিকে মুর্শিদাবাদের কান্দি থেকে প

‘ভুল শুধরেই ভয়ঙ্কর, মাঠ মাতালেন পাওলিনহো-কুটিনহো’

Image
ব্রাজিল ২  :  সার্বিয়া ০ জার্মানির বিদায়ের দিনেই সার্বিয়াকে চূর্ণ করে বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল। ব্রাজিলীয়দের কাছে এর চেয়ে সুখের দিন আর কী বা হতে পারে। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য সার্বিয়ার বিরুদ্ধে বুধবার ড্র করলেই চলত নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)-দের। আমি কিন্তু ম্যাচের প্রিভিউতেই লিখেছিলাম, ব্রাজিলীয়রা কখনও ড্রয়ের কথা ভেবে মাঠে নামেন না। আমার অনুমান যে ভুল ছিল না, প্রথমার্ধেই প্রমাণ করলেন পাওলিনহো। ৩৫ মিনিটে ফিলিপে কুটিনহোর অসাধারণ থ্রু ধরে ঠান্ডা মাথায় সার্বিয়া গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন পাওলিনহো। অসাধারণ গোল। কুটিনহো গোল না পেলেও দুর্ধর্ষ খেললেন। ব্রাজিলের আক্রমণে নেতৃত্ব দিলেন। সার্বিয়ার বিরুদ্ধে ৯১ শতাংশ সঠিক পাস দিয়েছেন কুটিনহো! রাশিয়া বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ব্রাজিলকে আরও ভয়ঙ্কর দেখাল। প্রথম দু'টো ম্যাচে ডান দিক থেকে আক্রমণ কম হচ্ছিল তিতের দলের। সার্বিয়ার বিরুদ্ধে দেখলাম, সেই ভুল অনেকটাই শুধরে নিয়েছে ব্রাজিল। এর জন্য কৃতিত্ব অবশ্যই প্রাপ্য পাওলিনহোর। আমাকে মুগ্ধ করেছে, পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন বদলে ফেলার দক্ষতা দেখে। গোল শোধ ক