মার্কিন চাপ? ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে চলেছে ভারত


আমেরিকার চাপে ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে চলেছে ভারত। আর সেটা হতে চলছে নভেম্বর থেকেই।

সরকারি সূত্রের খবর, ইরান থেকে তেল আমদানি অনেকটাই কমে যাবে বা একেবারেই তেল আনা হবে না, এমন পরিস্থিতির জন্য দেশের তেল শোধনাগারগুলিকে প্রস্তুত থাকতে বলেছে কেন্দ্রীয় তেলমন্ত্রক।

এ ব্যাপারে বৃহস্পতিবার তেল শোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে হয়েছে কেন্দ্রীয় তেলমন্ত্রকের কর্তাদের। সেই বৈঠকে ইরানের তেলের ঘাটতি মেটাতে বিকল্প রাস্তা খোঁজার কথা বলা হয়েছে দেশের তেল শোধনাগারগুলিকে।

এত দিন চিনের পরেই ইরান থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল আমদানি করত ভারত।

আরও পড়ুন- আর তেল আমদানি করতে হবে না ভারতকে, দাবি নিতিন গডকড়ীর​
বিশেষজ্ঞদের বক্তব্য, ইরানের সঙ্গে ভারতকে সব রকমের বাণিজ্যিক সম্পর্কে দাঁড়ি টানতে বলেছে আমেরিকা। ইরান থেকে তেল আমদানি কমিয়ে বা একেবারেই বন্ধ করে দিয়ে ভারত কার্যত, মার্কিন চাপের কাছেই নতিস্বীকার করল।

কেন্দ্র অবশ্য প্রকাশ্যে সে কথা মানছে না। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্কের অবনতির জন্য নয়, রাষ্ট্রপুঞ্জের জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্যই ইরান থেকে তেল আমদানি প্রায় বন্ধ করে দেওয়ার কথা ভাবা হয়েছে।

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এর আগেও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল রাষ্ট্রপুঞ্জ। সেই সময় কিন্ত ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়ার কথা ভাবেনি ভারত।