Posts

Showing posts from November 25, 2018

৪১ বলে ৬১, সিরিজে সমতা ফেরালেন বিরাট কোহালি

Image
অধিনায়কোচিত ইনিংস একেই বলে! কেন তিনি চেজমাস্টার, তা আরও একবার বোঝালেন বিরাট কোহালি। রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁর ব্য়াটই ছয় উইকেটে জেতাল ভারতকে। জয় এল দুই বল বাকি থাকতে। একইসঙ্গে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরাল ভারত। ৪১ বলে ৬১ রানে অপরাজিত থাকলেন কোহালি। মারলেন চারটি চার ও দুটো ছয়। অসমাপ্ত পঞ্চম উইকেটে দীনেশ কার্তিকের সঙ্গে ৬.৩ ওভারে ৬০ রান যোগ করলেন কোহালি। ১৩.১ ওভারে ১০৮ রানে চার উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে কোহালি-কার্তিকের জুটিই জয় ছিনিয়ে আনল। কার্তিক ১৮ বলে অপরাজিত থাকলেন ২২ রানে। শেষ ওভারে ভারতের দরকার ছিল পাঁচ রান। অ্যান্ড্রু টাইয়ের প্রথম দুই বলে ব্যাট ছোঁয়াতে পারেননি কোহালি। তৃতীয় বলে মারেন সোজা চার। সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার রানকে (১৬৪-৬) স্পর্শ করে ভারত। পরের বলেই ফের বাউন্ডারি মারেন কোহালি। এবং ১৯.৪ ওভারে জেতান দলকে (১৬৮-৪)।  জেতার জন্য ১৬৫ করতে হত ভারতকে। দুই ওপেনার শিখর ধওয়ন ও রোহিত শর্মা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন ইনিংস। তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলেন শিখর। ২২ বলে করেন ৪১। মারেন ছয় বাউন্ডারি ও দুটো ওভার-বাউন্ডারি। মিচেল স্টার্

আদিবাসী পর্যটনের ‘বাড়াবাড়ি’ই কি বিপদ ডেকে আনছে আন্দামানে?

Image
অজানাকে জানা, অচেনাকে চেনার কৌতূহলই কি আন্দামানে কাল হয়ে দাঁড়াচ্ছে বিদেশি পর্যটকদের? আধুনিক সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন আদিবাসীদের শিকার হতে হচ্ছে কৌতূহলীদের? আর সেই কৌতূহলকে উস্কে দিয়ে পকেটে বাড়তি কড়ি ভরার নেশায় কি মদত দিয়ে যাচ্ছেন আন্দামানের ট্যুর অপারেটররা? ভ্রমণ-আয়োজকরা? বাড়তি রাজস্ব আদায়ের মোহে কি পর্যটকদের কৌতূহলকে হাওয়া-বাতাস দেওয়ার আয়োজনে ঘাটতি নেই আন্দামান প্রশাসনেরও? এ মাসে আন্দামানের নর্থ সেন্টিনেল দ্বীপে আদিবাসী সেন্টিনেলিজ সম্প্রদায়ের ছোড়া বিষাক্ত তিরে ২৭ বছর বয়সী এক মার্কিন পর্যটক জন অ্যালেন চাউয়ের মৃত্যুর পর এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। শীর্ষ আদালতের নির্দেশ ও আন্দামান প্রশাসনের নিয়মকানুন অনুযায়ী, আন্দামানের যে দ্বীপগুলিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ, নর্থ সেন্টিনেল তাদের অন্যতম। পুলিশ জানাচ্ছে, সেই নর্থ সেন্টিনেল দ্বীপে নেমে আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সেন্টিনেলিজ আদিম জনজাতির সঙ্গে মোলাকাতের জন্য লাগোয়া সমুদ্রে ৬ জন মৎস্যজীবীকে মোট ২৫ হাজার টাকা দিয়েছিলেন ওই মার্কিন পর্যটক। যার অর্থ, ঘুষ দিয়ে ওই নিষিদ্ধ দ্বীপগুলিতে পর্যটকদের যাওয়ার চল রয়েছে। আর

প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী সি কে জাফর

বেঙ্গালুরু : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সি কে জাফর শরিফ৷ রবিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর৷ শুক্রবার সকালে নমাজ পড়ে ফেরার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন সি কে জাফর৷ সঙ্গে সঙ্গে ফর্টিস হাসপাতালের আইসিইউ'তে ভরতি করানো হয় তাঁকে৷ রবিবার সকালে মারা যান তিনি৷ জাফরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডু রাও৷ ট্যুইট করে লেখেন, তিনি ভারতের সফল রেলমন্ত্রীদের মধ্যে অন্যতম৷ বহুবারের সাংসদ ও কেন্দ্রীয় নেতার প্রয়াণে সন্তানহারা হল কর্ণাটক৷ অন্যদিতে শনিবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে থমকে যায় কন্নড় অভিনেতা অমবরীশের জীবন৷ বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর৷ প্রিয় বন্ধুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত৷ ট্যুইট করে তিনি লেখেন, ''খুব ভালো মনের মানুষ ছিলেন৷ আমার প্রিয় বন্ধু ছিল৷ তোমায় হারিয়েছি আজ৷ খুব মিস করব তোমায়৷ রেস্ট ইন পিস৷'' অমবরীশের প্রয়াণে তিনদিনের রাষ্

থ্রিলার জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

Image
সিডনি: ধাওয়ান, কোহলি ব্যাট হাতে জ্বলে উঠতেই সিডনিতে হিট 'মেন ইন ব্লু'। ১৬৫ রান তাড়া করে উত্তেজক ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে টেস্ট সিরিজ শুরুর আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস সংগ্রহ করে নিল কোহলি ব্রিগেড। রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ। বৃষ্টির ভ্রুকুটি সরিয়ে রৌদ্রকরোজ্জ্বল পরিবেশেই এদিন শুরু হয় খেলা। পাল্লা দিয়ে ধুঁয়াধার ব্যাটিংয়েই ইনিংস শুরু করেন দুই অজি ওপেনার। ডার্সি শটকে সঙ্গে নিয়ে ৬৮ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্লাওয়ার প্লে-তে ওঠে ৪৯রান। শুরুর ঝড় দেখে মনে করা হচ্ছিল পাহাড়প্রমাণ রানের মুখে পড়তে হতে পারে ভারতকে। কিন্তু প্রাথমিক সেই ঝড় ধীরে ধীরে সামাল দেন ভারতীয় স্পিনাররা। ক্রুনাল-কুলদীপ জুটিতেই ম্যাচে ফেরে ভারত৷ ফিঞ্চকে ক্রুণালের হাতে বন্দি করে ২৮ রানে ফেরান চায়নাম্যান। পরের ওভারেই ডার্সিকে ৩৩ রানে তুলে নেন ক্রুণাল। দুই ওপেনার ফিরতেই ভাঙন ধরে অজি ব্যাটিং লাইন আপে। রানের খাতা না খুলেই ক্রুণালের শিকার হয়ে সাজঘরে ফেরেন চার নম্বরে নামা ম্যাকডরমট৷

৪৮ ঘণ্টার মধ্যেই ইস্যু হবে পাসপোর্ট, জানালেন মন্ত্রী

Image
ওয়াশিংটন: ৪৮ ঘণ্টার মধ্যেই পাসপোর্ট ইস্যু করবে ভারতীয় দূতাবাসগুলি। ওয়াশিংটনে এমনটাই জানালেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং। বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয় দূতাবাসগুলি থেকে প্রবাসী ভারতীয়দের এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার ওয়াশিংটনে 'পাসপোর্ট সেবা' প্রজেক্ট লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই একথা জানান তিনি। তিনি আরও জানিয়েছেন, ভারতীয় এমব্যাসিগুলিতে থাকা পাসপোর্ট অফিসের সঙ্গে দেশের ডেটা সেন্টারের ডিজিটাল কানেকশন থাকবে। এর মাধ্যমে দ্রুত পাসপোর্ট বানানো সম্ভব হবে। চলতি সপ্তাহেই নিউ ইয়র্কের ইন্ডিয়ান এমব্যাসি ৪৮ ঘণ্টার মধ্যে পাসপোর্ট বানিয়ে দিয়েছে। সেটাই এবার সারা বিশ্বে হবে বলে জানিয়েছেন ভিকে সিং। তিনি বলেন, আগামিদিনে ভারতই বিশ্বের মধ্যে সবথেকে ভাল পাসপোর্ট সার্ভিস দেবে। পাসপোর্টের আবেদন ও ভেরিফিকেশনের নিয়ম আরও অনেক সহজ করা হবে বলেও জানিয়েছেন তিনি। গত মাসে ইউকে-তে প্রথম 'পাসপোর্ট সেবা' লঞ্চ করে ভারত। এরপর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে এই পরিষেবা চালু হল। ক্রমে ক্রমে এই পরিষেবা চালু হবে আটলান্টা, হাউসটন, শিকাগো ও সান ফ্রান্সিসকোতে। ভিকে সিং আরও জানান

অযোধ্যায় জঙ্গি হামলার আশঙ্কা, সতর্কবার্তা IB-র

Image
অযোধ্যা : অযোধ্যায় জারি হল জঙ্গি হামলার সতর্কবার্তা। আজ IB-র তরফে উত্তরপ্রদেশ পুলিশকে সতর্কবার্তা পাঠানো হয়। IB-র তরফে জানানো হয়েছে, সাধুবেশে জমায়েতে ঢুকে হামলা চালাতে পারে জঙ্গিরা। খবর পাওয়া পর থেকেই তৎপর হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। নামনো হয়েছে ATS কম্যান্ডো। পাশাপাশি, পুলিশের তরফে ট্রেন ও স্থানীয় হোটেলে নজর রাখা হচ্ছে। একইসঙ্গে বাইরে থেকে আসা ভক্তদেরও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এলাকায় প্রবেশ করতে হচ্ছে।

‌বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত সন্দেহে বন্ধুকে খুন প্রাক্তন জওয়ানের

Image
স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত তাঁর ঘনিষ্ঠ বন্ধু। এই সন্দেহে বন্ধুকে গুলি করে খুন করার অভিযোগ উঠল প্রাক্তন সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নদিয়ার পলাশিপাড়ায়। অভিযোগ, ওই জওয়ান  বন্ধুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহের বশে প্রায়ই স্ত্রীকে মারধর করত। শনিবার রাতেও একই কারণে বধূর উপর শারীরিক নির্যাতন হয়। এরপর এদিন সকালে প্রকাশ্য রাস্তায় বন্ধুকে ডেকে এনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় অভিযুক্ত সিআরপিএফ জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বন্ধুর। এরপরই জওয়ানের উপযুক্ত শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ রাস্তার উপর বিক্ষোভ দেখান।  এখনও পলাতক অভিযুক্ত জওয়ান।

মিতালির ফিটনেস রিপোর্ট চাইল সিওএ, বাড়ল বিতর্ক

Image
সেমিফাইনালের আগে 'ফিট' ছিলেন মিতালি। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মিতালি রাজকে না খেলানো নিয়ে বিতর্কের আগুন নেভার কোনও লক্ষণ নেই। বরং সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত প্রশাসকদের কমিটির (সিওএ) সিদ্ধান্তে তা আরও বাড়ল। ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন মিতালির ফিটনেসের লগ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তারা। যে ভাবে সেমিফাইনালের আগে ভারতীয় দলের নির্বাচনী বৈঠকের খবর ফাঁস হয়েছে প্রচারমাধ্যমে, তাতেও অসন্তুষ্ট সিওএ। এই ব্যাপারে ব্যাখ্যাও চাওয়া হয়েছে বোর্ডের সিইও রাহুল জোহরির থেকে। বিশ্বকাপে যে দুই ম্যাচে ব্যাট করেছিলেন, তাতে দু'বারই পঞ্চাশের বেশি রান করেছিলেন মিতালি। ভারতের সেমিফাইনালে ওঠার নেপথ্যে বড় অবদান ছিল তাঁর। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে হাঁটুতে চোটের জন্য তিনি খেলেননি। সেমিফাইনালের আগে তাঁকে অবশ্য ফিট বল ঘোষণা করা হয়েছিল। কিন্তু, দল পরিচালন সমিতি 'উইনিং কম্বিনেশন'অক্ষুণ্ণ রাখার স্বার্থে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে খেলায়নি। আট উইকেটে হারে ভারত বিদায় নেওয়ায় মিতালির বাদ নিয়ে চর্চা চরমে উঠেছে। সিওএ-র ফিটনেস রিপোর্ট চ

‌আলেপ্পোয় ফের ক্লোরিন গ্যাস হামলা, মৃত ৯ জন

Image
সিরিয়ার আলেপ্পোয় ফের ক্লোরিন গ্যাসের শেল ফাটালো বিক্ষোভকারীরা। হামলায় মৃত্যু হয়েছে ৯ জনের। জখম ১২ জনেরও বেশি। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশু এবং বালক–বালিকা রয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে সিরিয়ার আলেপ্পোয় কয়েকটি ক্লোরিন গ্যাস ভর্তি শেল ফাটায় বিক্ষোভকারীরা। শ্বাসকষ্ট, চোখে যন্ত্রণা, মাথাব্যথায় ভুগতে থাকেন মানুষরা। প্রাথমিক ধাক্কা সামলিয়ে উঠে বাশার আল আসাদের সেনাবাহিনী তৎক্ষণাৎ জবাব দেয়। সিরিয়া সেনার দাবি, বিক্ষোভকারীদের ভারী মাত্রায় ক্ষতি হয়েছে। এই মাসের শুরুতেই রুশ প্রতিরক্ষা মন্ত্রক সিরিয়াকে সতর্ক করেছিল এই বলে যে,  তুর্কি ইসলামিক পার্টি বা টিআইপি সিরিয়ার বিক্ষোভকারীদের ১০ লিটার করে ক্লোরিন গ্যাস ভরা ২০টি কন্টেনার জোগান দিয়েছে। এছাড়া নুসরা ফ্রন্ট জঙ্গি ঘনিষ্ঠ তাহরির আল–শাম গোষ্ঠী ফের সিরিয়ায় রাসায়নিক হামলার ছক কষছে। অক্টোবরে সিরিয়ার আল–আটামিনাহ্‌–য় আইএস জঙ্গিরা নুসরা ফ্রন্টের দুজনকে হত্যা করে তাদের কাছ থেকে ক্লোরিনভরা দুটো ক্যানিস্টার বা বড় ক্যান ছিনিয়ে নিয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ওই দুটি ক্যানিস্টার আলেপ্পোর দক্ষিণে আইএস ঘনিষ্ঠ হুরাস–আল–দিন গোষ্ঠীকে দিয়ে দিয়েছিল।

পদ্মাপারে ভোট: দুটি কেন্দ্রে হাসিনা, মাশরাফি প্রার্থী হতেই উচ্ছ্বাস

Image
ঢাকা: উচ্ছ্বাসে ভাসছে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ৷ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অগণিত নেতা-কর্মীদের ভিড় থেকেই স্লোগান জয় বাংলা… জয় বাংলা৷ দলীয় নেতারা প্রার্থী হিসেবে মনোনীত হয়ে বেরিয়ে আসতেই যেন বিজয়ের উৎসব শুরু হয়ে গেল নির্বাচনের আগেই৷ দলীয় সূত্রে খবর, চেনা পরিচিত হেভিওয়েট নেতা ও মন্ত্রীরা তাঁদের পুরনো কেন্দ্র থেকেই লড়াই করবেন৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের ঘিরে চলছে আলোচনা৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা লড়াই করছেন তাঁর পুরনো কেন্দ্র গোপালগঞ্জ ৩ নম্বর আসন থেকে৷ এর পাশাপাশি তিনি লড়াই করবেন রংপুর-৬ আসন থেকেও৷ দলটির অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে চিহ্নিত মাশরাফি বিন মোর্তাজা৷ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ক্রিকেটার নড়াইল-২ নম্বর আসনেই প্রার্থী হলেন৷ যদিও আগে থেকেই তাঁর সমর্থনে এলাকায় শুরু হয়ে গিয়েছিল মিছিল ও প্রচার৷ এরপরেই থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম৷ তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন নোয়াখালি-৫ কেন্দ্রে৷ অপর গুরুত্বপূর্ণ নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লড়ছেন ঢাকা-১২ আসনে৷

আমেরিকাকে শিক্ষা দিতে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান ইরানের

Image
তেহরান: বিগত বেশ কিছুদিন ধরেই ইরান-আমেরিকার সম্পর্কে চাপানোতর চলছে৷ আর সেই কারণেই একের পর এক বিধিনিষেধ আরোপ থেকে পদক্ষেপ গ্রহণ করে চলেছে আমেরিকা৷ তবে এবার ইরান তার মতো করেই এর পাল্টা দিতে শুরু করেছে৷ ইরানের প্রেসিডেন্ট হসন রুহানি আগেই মার্কিন প্রেসিডেন্টকে যুদ্ধের হুমকি দিয়েছিলেন৷ আর এবার ফের এক বিতর্কিত বক্তব্য পেশ করলেন তিনি৷ আর তার এই বক্তব্যের জেরে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে অনেকেই৷ ইরানের প্রেসিডেন্ট হসন রুহানি জানা গিয়েছে, হসন রুহানি আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিশ্বের সব মুসলিমকে একত্রিত হতে বলেন৷ আর তার এই বক্তব্যকে অনেকেই পরিষ্কার উস্কানি বলে মনে করছেন৷ এর সঙ্গে রুহানি এও বলেছেন, সৌদির সকলে তার ভাই আর তাদের তেহরানকে ভয় পাওয়ার কোনও কারণ নেই, কারণ তাদের সব লড়াইয়ে ইরান সৌদির সঙ্গে রয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গত, বেশ কিছু সময় আগে, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভেঙে বেরিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তখন থেকেই দুই দেশের মধ্যে ঠাণ্ডা লড়াই জারি রয়েছে৷ সেই সঙ্গে আমেরিকা বেশ কিছু দেশকে ইরান থেকে তেল কিনতেও নিষেধ করেন৷ যার ফলে ইরানক

প্রতিবন্ধী স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালুর আশ্বাস মন্ত্রী সিদ্দিকুল্লার

Image
হলদিয়া: প্রতিবন্ধী স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু করার আশ্বাস দিলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি৷ তিনি হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তন পরিদর্শনে এসেছিলেন৷ সেখানেই পূর্ব মেদিনীপুর জেলার সরকার পোষিত প্রতিবন্ধী স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু করা পাশাপাশি দ্রুত শূন্য পদে নিয়োগের আশ্বাস দিলেন৷ বিশেষ চাহিদা সম্পন্নদের স্কুলে স্মার্ট ক্লাস চালু করা, স্কুলগুলিতে সোলার সিস্টেমে আলো ও পাখা চালানো ইত্যাদি বিভিন্ন বিষয়ে এদিন জেলার আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন সিদ্দিকুল্লা। জেলা প্রশাসনকে দ্রুত প্রস্তাব পাঠাতে বলেন। এই জেলায় বিশেষ চাহিদা সম্পন্নদের স্কুলে যে শূন্য পদগুলি রয়েছে সেখানে নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানান তিনি৷ সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, এই বছর থেকে রাজ্যের সমস্ত সরকারি বইমেলাতে সংখ্যালঘু, দলিত ও আদিবাসীদের জন্য ১০ শতাংশ স্টল বরাদ্দ করা হয়েছে৷ একই সঙ্গে এবার জেলার জন্য বইমেলার সরকারি বরাদ্দ ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আগে যেখানে ছিল ২ লক্ষ ৭৫ হাজার টাকা৷ এবার তা বাড়িয়ে করা হয়েছে ৩ লক্ষ ২৫ হা

হত্যার ছক! হাফিজের নির্দেশে মোদীর গতিবিধিতে নজর লস্কর জঙ্গিদের

Image
হাফিজ সইদ নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষছে লস্কর-ই-তইবার স্লিপার সেল, এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে ইন্টালিজেন্স ব্যুরোর ইন্টারনাল সিকিওরিটি৷ কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের নির্দেশে এই স্লিপার সেল মোদীর গতিবিধির ওপরও নজর রাখছে বলে জানানো হয়েছে৷ টাইমস নাও-এ প্রকাশিত খবর থেকে জানা যায়, এই জঙ্গি সংগঠনের সদস্যরা প্রধানমন্ত্রীর ৭ লোক কল্যাণ মার্গ থেকে সাউথ ব্লক অফিসে যাতায়াতের ওপর নজর রাখছে৷ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের নির্দেশেই এই হামলার ছক কষা হচ্ছে বলে এই খবর প্রকাশ্যে আসার পরই ফের সুরক্ষা ব্যবস্থার দিকটি ভালো করে খতিয়ে দেখা হচ্ছে৷ প্রসঙ্গত, ২৬/১১ মুম্বি হামলার আগে ডেভিড কোলম্যান হেডলিকেও এই ধরণের নির্দেশ দিয়েছিল লস্কর-ই-তইবা৷ সরকারের সমস্ত স্ট্র্যাটেজিক লোকেশনে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল মুম্বইয়ের এই স্লিপার এজেন্টকে৷ তবে মোদী ছাড়াও, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও নিরাপদ নন বলে জানা গিয়েছে৷ শুধু লস্কর নয়, জইশ-ই-মহমম্দ, হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠন থেকেও প্রতিনিয়ত হুমকি আসছে বলে জানা যায়৷ চলতি বছরের মে মাসেই উবেদ আহমেদ মির্জা এবং মহম্মদ কা

অধিনায়ক হিসেবে অনেক শিখতে হবে কোহালিকে, সাফ বললেন লক্ষ্মণ

Image
ক্যাপ্টেন কোহালিকে আরও তৈরি হতে হবে বলে মনে করছেন লক্ষ্মণ। ব্যাট হাতে যত ধারাবাহিকই থাকুন না কেন, অধিনায়ক হিসেবে বিরাট কোহালিকে এখনও অনেক কিছু শিখতে হবে বলে মনে করেন ভিভিএস লক্ষ্মণ। চলতি বছরে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজে হেরে এসেছে ভারত। দক্ষিণ আফ্রিকায় হারতে হয়েছে ১-২ ফলে। ইংল্যান্ডে হারতে হয়েছে ১-৪ ফলে। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে এ বার অস্ট্রেলিয়ায় ভারতের সামনে টেস্ট জেতার সেরা সুযোগ বলে মনে করা হচ্ছে। কোহালির নেতৃত্ব নিয়ে লক্ষ্মণ বলেছেন, "পারফরম্যান্সই ওর হয়ে কথা বলে। ২০১৪ সালে অ্যাডিলেডে প্রথমবার নেতৃত্ব দিতে এসেই ও জেতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। ওর মানসিকতা ভাল লেগেছিল। এতে ওর মানসিকতাও ফুটে উঠেছিল। ও খুব ইতিবাচক, আগ্রাসী। সবসময় ম্যাচে প্রভাব ফেলতে মরিয়া।" তাঁর কথায়, "সেই মানসিকতা বাকিদের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিদেশ সফরে যত সাফল্য পাবে, অধিনায়ক হিসেবে তত অভিজ্ঞতা বাড়বে কোহালির। দীর্ঘমেয়াদি ফরম্যাটে ও ভাল অধিনায়ক বলেই মনে হয় আমার। ও চ্যালেঞ্জ উপভোগ করে। দায়িত্ব নিতে ভালবাসে।&

জার্মানিতে আর্টিস্টিক জিমন্যাস্টকের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিলেন দীপা

Image
কোটবাস: অলিম্পিক পরবর্তী সময়ে হাঁটুর চোটের কারণে একবছর কোনওরকম প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে নামতে পারেননি তিনি। চোট সারিয়ে ফিরে এসেই তুরস্কে আর্টিস্টিক জিমন্যাস্টিকের ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে গলায় ঝুলিয়েছিলেন স্বর্ণ পদক। স্বভাবতই এশিয়ান গেমসে দীপা কর্মকারকে ঘিরে বেড়ে গিয়েছিল পদক জয়ের প্রত্যাশা। কিন্তু ফের হাঁটুর চোটে কাবু দীপা নামতেই পারেননি এশিয়াডের ভল্ট ইভেন্টের ফাইনালে। নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন দলগত বিভাগ থেকেও। হাঁটুর চোট সারিয়ে আর্টিস্টিক জিমন্যাস্টিকের ওয়ার্ল্ড কাপ থেকে পদক আনাই পরবর্তী লক্ষ্য ছিল দীপার। সেই লক্ষ্যে সফল হলেন ত্রিপুরার মেয়ে। শনিবার জার্মানির কোটবাসে আর্টিস্টিক জিমন্যাস্টকের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিলেন দীপা। সেইসঙ্গে উজ্জ্বল হল তাঁর অলিম্পিকে অংশগ্রহণের সম্ভাবনা। ১৪.৩১৬ স্কোর করে এদিন ব্রোঞ্জ পদক গলায় ঝোলান এই তারকা জিমন্যাস্ট। ব্রাজিলের রেবেকা অ্যান্দ্রেদ এবং যুক্তরাষ্ট্রের জেড ক্যারে সোনা ও রুপোর পদক গলায় ঝুলিয়েছেন যথাক্রমে ১৪.৭২৮ এবং ১৪.৫১৬ স্কোর করে। ২০২০ টোকিও অলিম্পিকে ৮ ইভেন্ট কোয়ালিফায়িং সিস্টেমেও অংশগ্রহণকারী হিসেবে নাম রয়েছে দীপার। সেই লক্ষ্যে

সাইকেলে নদিয়া থেকে দীঘা, সচেতনতার বার্তা দিতে নজির রকির

Image
রক্তদান ও প্লাস্টিক বর্জন, এই দুই বার্তা জনমানসে পৌঁছে দিতেই নদিয়ার তেহট্ট থেকে সাইকেলে চেপে দীঘা রওনা দেন রকি মণ্ডল। পরের বছর সাইকেলে চেপেই পাহাড় সফরের ভাবনা নদিয়ার এই তরুণ সমাজসেবীর। "দোস্তো কো সালাম, দুশমনো কো সালাম…রকি মেরা নাম…" সঞ্জয় দত্তের এককালের হিট ছবির গান। ছবি এবং বাইকে আসীন হিরোর নাম রকি। আমাদের এই প্রতিবেদনের নায়কের নামও রকি। তিনিও দু'চাকায় চেপে ঘুরেছেন। তবে পর্দার হিরোর মতো বাইকে চেপে গান গেয়ে নয়। দু'চাকার সাইকেলে চেপে সচেতনতার বার্তা নিয়ে নদিয়া থেকে দীঘা ঘুরে বাস্তবের হিরো এরাজ্যের রকি মণ্ডল। নদিয়ার তেহট্টের শ্যামনগর এলাকার বছর চব্বিশের তরুণ গত ২০ নভেম্বর সাইকেলে চেপে বেরিয়ে পড়েছিলেন ঘর থেকে। উদ্দেশ্য ছিল একটাই, সমাজ যাতে সচেতন হয়। রক্তদান ও প্লাস্টিক বর্জন, এই দুই বার্তা জনমানসে পৌঁছে দিতেই রকির অভিনব সাইকেল সফর। শনিবার ভোর সাড়ে চারটেয় দীঘা থেকে ঘরে ফেরার পথে বেরিয়েছিলেন রকি। শনিবার সন্ধেয় কৃষ্ণনগরে পৌঁছন তিনি। সেখান থেকেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রকি বললেন, "আমি সাইকেলে ঘুরতে ভালবাসি। আগে ট্রেনে-বাসে দীঘা গিয়েছি।তারপরই ঠিক করি যে সাইকেলে য

পর্যটন ক্ষেত্রে চিন, আমেরিকার পর তিন নম্বরে ভারত, গত ৪ বছরে ১.৪০ কোটি কর্মসংস্থান

Image
নয়াদিল্লি: পর্যটন ক্ষেত্রে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর তৃতীয় স্থানে ভারত। গত চার বছরে এই ক্ষেত্রে প্রায় এক কোটি ৪০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। আজ সপ্তম আন্তর্জাতিক পর্যটন বাণিজ্য অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কে জে আলফন্স। তাঁর দাবি, 'গত বছর দেশীয় পর্যটকের সংখ্যা সাত শতাংশ বেড়েছে। বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ১৪ শতাংশ। দেশে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং পর্যটন ক্ষেত্র থেকে আয়ের বিষয়ে আমরা আরও উন্নতি করতে চাই। গত চার বছরে পর্যটন ক্ষেত্রে ১৩.৯২ মিলিয়ন কর্মসংস্থান হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে বহু অবিশ্বাস্য প্রাকৃতিক ঐশ্বর্য রয়েছে। সরকারের অ্যাক্ট-ইস্ট পলিসি-র কেন্দ্র হবে উত্তর-পূর্ব ভারত।' পর্যটন সচিব রশ্মি বর্মা জানিয়েছেন, 'স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যে ১,৩০০ কোটি টাকায় ১৫টি পর্যটন প্রকল্পের কাজ চলছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য সব মন্ত্রক ১০ শতাংশ অর্থ খরচের দায়িত্ব পেয়েছে। একমাত্র পর্যটন মন্ত্রকই এর চেয়ে বেশি অর্থ খরচ করছে।'

ফের নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! সোপিয়ানে এনকাউন্টারে মৃত কমপক্ষে ৫ জঙ্গি

Image
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে ফের এনকাউন্টার। ভোরে আলো ফোটার আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জঙ্গির। সূত্রের খবর অনুযায়ী মৃতদের সবাই লস্কর সদস্য। মৃতদের মধ্যে এক লস্কর কমান্ডার এবং এক পাকিস্তানি রয়েছে বলেও সূত্রের খবর। সোপিয়ানের কাপরান বাটাগুন্ডে এনকাউন্টার সোপিয়ানের কাপরান বাটাগুন্ডে এনকাউন্টারটি হয়। বিশ্বস্ত সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরেই এলাকা ঘিরে ফেলে সেনা-সিআরপি এবং কাশ্মীর পুলিশের মিলিত বাহিনী। ভোরের আলো ফোটার আগেই অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এক লস্কর কমান্ডার-সহ মৃত কমপক্ষে ৫ ভোরে আলো ফোটার আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জঙ্গির। সূত্রের খবর অনুযায়ী মৃতদের সবাই লস্কর সদস্য। মৃতদের মধ্যে এক লস্কর কমান্ডার এবং এক পাকিস্তানি রয়েছে বলেও সূত্রের খবর। এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা অভিযান শুরু হওয়ার সময় থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। ৪ দিন আগে ৪ জঙ্গির মৃত্যু চার দিন আাগ

বড় খবর: এই কারণেই একধাক্কায় বাড়তে পারে সরকারী কর্মীদের বেতন

Image
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের দাবি, তাদের বেতন কমপক্ষে প্রতি মাসে ২৬,০০০ টাকা যেন করে দেওয়া হয়৷ সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে তাঁরা খুশি নয় এবং যে পরিমাণ বৃদ্ধির কথা বলা হয়েছে তা যথেষ্ট নয় বলেও ক্ষোভ প্রকাশ করেছে অনেকে৷ এদিকে এই বেতন বৃদ্ধির প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার করে চলেছে বলে জানা গিয়েছে৷ গত মাসেই দেসে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় বেতন বৃদ্ধির আশায় রয়েছেন কর্মচারীরা৷ এছাড়া অপরিশোধিত তেলের মূল্য হ্রাসও পজিটিভ সাইন বলে মনে করা হচ্ছে৷ এইসব খাতে কেন্দ্রের কাছে টাকা এলে তা অন্য জায়গায় ব্যবহার করা যাবে বলে জানা যায়৷ আর এইসব বিষয় মাথায় রেখেই বেতনেও প্রভাব পড়তে পারে বলে আশাবাদী অনেকে৷ প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জানুয়ারিতে ৭ম বেতন কমিশন অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছিল৷ কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭গুণ করেছিল সরকার৷ এর ভিত্তিতে কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮,০০০টাকা করা হয়েছিল৷ এখন কর্মীদের দাবি এই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৬৮গুণ করে দেওয়া হোক যাতে ন্যূনতম বেতন ২৬,০০০টাকা হতে পারে৷ এদিকে জানা গিয়েছে, সরকার এই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৮৫গুণ করতে পারে

লক্ষাধিক রামভক্ত ও ৭০ হাজার সশস্ত্র পুলিশ বেষ্টিত থমথমে অযোধ্যা

Image
অযোধ্যা: ধর্মীয় আবরণে মোড়া রাম নগরী অযোধ্যা ঘিরে সমাবেত হতে শুরু করেছেন হিন্দু সংগঠনগুলির হাজারে হাজারে কর্মী সমর্থক৷ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মহল্লায় বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা৷ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেওয়ার বিতর্কিত ঘটনার কথা মনে রয়েছে তাঁদের৷ সেই কারণে কিছু এলাকা থেকে সংখ্যালঘু মুসলিমরা অন্যত্র চলে যাচ্ছেন৷ যদিও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা৷ অযোধ্যা নগরীতে রাজনৈতিক রামায়ণ লেখার নব প্রক্রিয়া শুরু হবে এবার৷ রাম মন্দির তৈরির জন্য আইন চেয়ে এই ধর্ম সংসদ (ধর্মসভা) ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে৷ অযোধ্যার জনজীবনে এর প্রভাব পড়েছে সর্বাত্মক৷ বন্ধু স্কুল-কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান৷ কোনও হোটেল-লজ খালি নেই৷ আজ তক জানাচ্ছে এই খবর৷ রবিবার থেকে শুরু হওয়া ধর্ম সংসদ ঘিরে জাতীয় রাজনীতিতে আবারও অন্যতম ইস্যু হয়েছে অযোধ্যা৷ আরএসএস-বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও শিবসেনার কর্মীরা গত কয়েকদিন ধরেই অযোধ্যায় আসতে শুরু করেছেন৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট, রবিবারই দু লক্ষের বেশি জনসমাগম হতে চলছে সরযূ নদীর তীরে৷ এদিকে উত্তর প্রদেশ রাজ্য সরকার ও মুখ্যমন্ত্

‌মসজিদে বিস্ফোরণ, আফগানিস্তানে নিহত ২৬

Image
আফগানিস্তানের সেনাঘাঁটিতে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন ২৬ জন। জখম কমপক্ষে আরও ৫০ জন। আফগান সেনার দ্বিতীয় রেজিমেন্টের মুখপাত্র ক্যাপ্টেন আবদুল্লা জানালেন, হতাহতরা সবাই আফগান নিরাপত্তাবাহিনীর সদস্য। খোস্ত প্রদেশের ইসমাইল–খেল জেলায় আফগান সেনাঘাঁটির ভিতরে অবস্থিত মসজিদে শুক্রবারের নমাজের জন্য জড়ো হয়েছিলেন জওয়ানরা। স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ সেখানে আত্মঘাতী বিস্ফোরণ হয়। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।  হামলার তীব্র নিন্দা করে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘনি বলেছেন, এধরনের হামলা ইসলাম বিরোধী এবং অমানবিক। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস এবং জখমদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট। অন্যদিকে, শুক্রবারই জেবুল–সিরাজ জেলায় আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে যৌথভাবে জঙ্গিদমন অভিযান চালিয়েছিল আফগান সেনা। সেসময় কয়েকজন স্থানীয় বাসিন্দার সেনার গুলিতে মৃত্যু হয়। প্রতিবাদে দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ নিয়ে কয়েক ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ কাবুল–সালাং জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভকারী গ্রামবাসীরা। পরে পুলিসি আশ্বাসে অবরোধ ওঠে। প্রসঙ্গত, গ

২২১ মিটার রাম মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে অযোধ্যায়, সরকারি ঘোষণা যোগীর

Image
হাওয়া আরও কিছুটা গরম করে দিলেন তিনি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবির মাঝে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করে দিলেন, অযোধ্যায় রাম মূর্তি হচ্ছে। আর তাঁর উচ্চতা হবে ২২১ মিটার। অর্থাত্ বিশ্বের সব থেকে উঁচু মূর্তি বসবে অযোধ্যায়। শনিবারই এই গগণচুম্বী রাম-মূর্তির প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন যোগী অদিত্যনাথ। পাশাপাশি প্রশ্ন উঠে গেল, রাম মন্দির নির্মাণের দাবির চাপ কমাতে ও অযোধ্যা-ইস্যু থেকে স্পটলাইট সরাতেই কি যোগীর এমন কৌশল! যোগীর সরকার কিন্তু সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে বিশ্বের সব থেকে উঁচু রাম মন্দির নির্মাণের ঘোষণা করে ফেলেছে ইতিমধ্যে। রাম-মূর্তির উচ্চতা হবে ১৫১ মিটার। তবে মূর্তিটি যে ভিচের উপর দাঁড়িয়ে থাকবে সেটি ৫০ মিটার উঁচু হবে। যোগীর তথ্য সম্প্রচারক দফতরের এক কর্তা জানিয়েছেন, ''মূর্তি ও ভিতের উচ্চতা হবে যথাক্রমে ১৫১ ও ৫০ মিটার। রাম মূর্তির মাথায় থাকবে একটি ছাতা। সেটির উচ্চতা হবে আরও ২০ মিটার মতো। সব মিলিয়ে মূর্তির উচ্চতা হতে পারে ২২১ মিটার। যা কিনা বিশ্বের সব থেকে উঁচু মূর্তি হিসাবে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকবে।'' মূর্তিটি মূলত তৈরি হবে ব্রে

চাইল্ড পর্নোগ্রাফিতে আসক্তি? হতে পারে সাত বছরের জেল!

Image
চাইল্ড পর্নোগ্রাফিতে আসক্ত? বন্ধু মহলে সেসব ভিডিও শেয়ারও করে থাকেন নাকি? তাহলে সাবধান। কারণ এবার এসবের জন্য কিন্তু সাত বছর পর্যন্ত হাজতবাসও হতে পারে। হ্যাঁ, চাইল্ড পর্নোগ্রাফি রুখতে নয়া উদ্যোগ নিয়েছে নারী ও শিশু কল্যাণমন্ত্রক। শিশু পর্নোগ্রাফি তৈরি, দেখা কিংবা নেটদুনিয়ায় তা ছড়িয়ে দিলে অভিযুক্তের যাতে কঠোর শাস্তি হয়, তেমনই আইন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে এবং দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে আর্থিক জরিমানার পাশাপাশি হবে সাত বছর পর্যন্ত জেল। ইতিমধ্যেই এনিয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আইনমন্ত্রক সবুজ সংকেত দিলেই বাস্তবায়িত হতে পারে নয়া আইন। সস্তার ইন্টারনেটের যুগে ক্রমেই বাড়ছে চাইল্ড পর্নোগ্রাফির প্রতি আসক্তি। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে তা ছড়িয়েও পড়ছে দ্রুত। যা থেকে তৈরি হচ্ছে অপরাধমূলক মানসিকতাও। এ নিয়ে চিন্তিত নারী ও শিশু কল্যাণমন্ত্রী মানেকা গান্ধী। পকসো আইনের ১৫ নম্বর ধারায় সংশোধন আনার সুপারিশ দিয়েছেন তিনি। সংশোধনী আইন অনুযায়ী, কারও মোবাইল বা ল্যাপটপে চাইল্ড পর্ন সংক্রান্ত ক

অ্যামাজন, ফ্লিপকার্টের মতো কোম্পানিতে চাকরি করতে চান?

Image
সম্প্রতি অনলাইন কোম্পানিগুলি বিপুল পরিমানে লোক নেওয়া শুরু করেছে। অ্যামাজন, ফ্লিপকার্ট, ওয়ো, সুইগি, ওলা, জোমাটোর মতো কোম্পানিগুলি নিয়মিত নতুন কর্মী নিয়োগ করছে। গত এক বছরে এই কোম্পানিগুলিতে ৪০ থেকে ১০০ শতাংশ কর্মী বৃদ্ধি হয়েছে। গত ৬-৭ মাসে এই কোম্পানি গুলিতে কর্মী নিয়োগ বিপুল পরিমানে বেড়েছে। এই কোম্পানিগুলিতে গত ছয় মাসে প্রায় ৩৫০-৪০০ জন উচ্চ পদস্থ কর্মী নিয়োগ হয়েছে। সম্প্রতি প্রাক্তন ইন্ডগো প্রেসিডেন্ট আদিত্য ঘোষকে কোম্পানির সিইও নিয়োগ করেছে ওয়ো হোটেল। এছাড়াও ফ্লিপকার্টে, মেকমাইট্রিপ, ইনক্রিড এর মতো কোম্পানি উচ্চ পদে নতুন কর্মী নিয়োগ করেছে। সব কোম্পানি এখন দেশের সেরা প্রতিভাকে নিজের দলে টানতে ব্যাস্ত। এই তালিকার সবার আগে রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্ট ও সুইগি। সম্প্রতি একাধিক কোম্পানির বাজার দর বিপুল পরিমানে বেড়েছে। কোম্পানির বাজার দড় বাড়তে থাকলে প্রয়োজন হয় বেশি কর্মীর। এই কারনেই একাধিক কোম্পানি হঠাৎ বিপুল পরিমানে কর্মী নিয়োগ শুরু করেছে। তবে শুধুমাত্র নাম জাদা কোম্পানি নয়, একাধিক স্টার্টআপেও চলছে বিপুল পরিমানে কর্মী নিয়োগ প্রক্রিয়া। সম্রতি গ্রামীন ভারতে ইন্টারনেট কানেকশান পৌঁছাতে শুরু করায় এ

স্ক্রাব টাইফাস আসলে কী? জেনে নিন প্রতিরোধের উপায়

Image
কলকাতা : বছর দশেক আগেও শহরাঞ্চলে সাধারণত লার্ভাল মাইটসের দেখা পাওয়া যেত না। স্বাভাবিক কারণে, স্ক্রাব টাইফাসের প্রকোপের সম্মুখীন হওয়ারও আশঙ্কা সেভাবে ছিল না। কিন্তু, কলকাতায় এখন দেখা পাওয়া যাচ্ছে স্ক্রাব টাইফাসের। এড়ানো যাচ্ছে না মৃত্যুও। এমনই বললেন, SSKM হাসপাতালের ITU-র ইনচার্জ রজত চৌধুরি। স্ক্রাব টাইফাস আসলে কী? এটা আসলে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ। লার্ভাল মাইটস (Larval Mites- এক ধরনের পোকা)-র কামড়ের মাধ্যমে ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে। খুব বেশি গাছপালা রয়েছে এমন অঞ্চলে এটা বেশি হয়। কিন্তু, শহরে যেখানে সাধারণত গাছপালা কম সেখানেও এখন এই রোগ দেখা যাচ্ছে। মানুষের যেমন জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে। তেমনই লার্ভাল মাইটস-র জীবনযাত্রারও পরিবর্তন ঘটছে বলে হয়তো শহরাঞ্চলে দেখা যাচ্ছে। এই বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।  কীভাবে ছড়ায় এই রোগ? লার্ভাল মাইটস যেখানে কামড়াবে সেখানে কালো ছোপের মতো দাগ হয়ে যাবে। ৪-৫ মিলিমিটার মতো আকারে পুড়ে যাওয়ার মতো হয় এই ছোপ। কিছু দিনের মধ্যে ওই জায়গায় ফুসকুড়ি দেখা যেতে পারে। এর সঙ্গে জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা এবং র‍্যাশ বের হতে পারে। লার্ভাল ম

সর্দার প্যাটেল প্রধানমন্ত্রী হলে কৃষকদের এত দুর্দশা হত না: মোদী

Image
ভোপাল: 'মিথ্যা প্রতিশ্রুতি' নিয়ে বাকযুদ্ধে জড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাহুল গান্ধীর অভিযোগ মিথ্যা প্রতিশ্রুতি দিতে মোদীর দলের জুরি মেলা ভার৷ ওই একই অভিযোগে রাহুলকে নিশানা করতে ছাড়েননি নরেন্দ্র মোদীও৷ মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে এসে মোদীর কটাক্ষ, প্রয়াত প্রধানমন্ত্রীর 'গরিবি হঠাও' স্লোগান মিথ্যা কিনা আগে জবাব দিক কংগ্রেস৷ শনিবার রাজ্যের মান্দসৌরে প্রচারে আসেন প্রধানমন্ত্রী৷ গত বছর কৃষক বিদ্রোহের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মান্দসৌর৷ সেই বিক্ষোভে ছয় কৃষকদের মৃত্যু হয়৷ এদিন সেখানে প্রচারে এসে কৃষকদের দুর্দশার জন্য কংগ্রেসকেই দায়ী করেন মোদী৷ তাঁর অভিযোগ, কংগ্রেসের ভ্রান্ত নীতির ফল ভোগ করছে কৃষকরা৷ তাদের জন্যই আজ কৃষকদের এত দুর্দশা ভোগ করতে হচ্ছে৷ জানান, এমনটা হতো না যদি সর্দার প্যাটেল দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন৷ মোদী বলেন, ''অর্ধশতাব্দী ধরে দেশে কংগ্রেসের শাসন ছিল৷ কিন্তু কৃষকদের জন্য কী করেছে তারা? কংগ্রেসের ভুল নীতির খেসারত আজও দিতে হচ্ছে কৃষকদের৷ তাদের জন্যই কৃষকদের এতো দুর্দশা৷ আর এখন তারা বিজেপিকে এর জন্য দায়ী ক

হেনস্থায় বাধা কেন? গভীর রাতে ‘উচিত শিক্ষা’ পুলিশকর্মীকে

Image
বাজেয়াপ্ত হয়েছে দুষ্কৃতীদের এই বাইকটি। রাতের রাজপথে রেয়াত নেই পুলিশেরও। দম্পতিকে হেনস্থা হতে দেখে রাতের শহরে কয়েক জন যুবকের আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এক পুলিশকর্মী। ওই পুলিশকর্মীকে 'উচিত শিক্ষা' দিতে গভীর রাতে ফিরে এসে অন্য এক পুলিশকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই দম্পতিকে হেনস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মী এবং দম্পতিকে 'দেখে নেব' বলে হুমকি দিয়েছে ওই অভিযুক্তেরা।  পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা এলাকার শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং আবদুল রসুল অ্যাভিনিউয়ের মোড়ে। কয়েক ঘণ্টার ব্যবধানে দম্পতি এবং পুলিশকর্মীদের হুমকি দেওয়ার ঘটনায় শনিবার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বিশাল সাউ চারু মার্কেটের বাসিন্দা। তবে এ ভাবে পুলিশকর্মীকে শাসানির ঘটনায় স্তম্ভিত পুলিশেরই একাংশ। ইতিমধ্যে শহরের পথে বচসা চলাকালীন পুলিশকে মারধর, থানায় ঢুকে হুমকির দেওয়ার ঘটনা ঘটলেও ঠান্ডা মাথায়, দলবল নিয়ে ফিরে এসে পুলিশকে আক্রমণের পরিকল্পনা আগে দেখা যায়নি বিশেষ। এই বেপরোয়া ভাবই কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ন

মোদীর রাজ্য গুজরাতে এ বার ‘নজরে’ মুসলিম পড়ুয়ারা!

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে মুসলিম ছাত্রছাত্রীদের চিহ্নিত করার কাজ চলছে। গুজরাতের বিজেপি সরকারের উদ্যোগে এই কাজ করা হচ্ছে বলে শুক্রবার একটি সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ার পরে বিষয়টি নিয়ে নানা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সরকারের আচরণে আতঙ্কিত অনেক পড়ুয়ার অভিভাবক বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। এই কাজ 'সংবিধানবিরোধী' বলে সরব হয়েছেন রাজ্যের বিরোধী নেতারা। মুসলিম পড়ুয়া চিহ্নিতকরণ সম্পর্কে সংবাদপত্রটি জানিয়েছে, দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় যে সব পড়ুয়া বসতে চলেছেন, তাঁদের একটি অনলাইন ফর্ম পূরণ করতে হচ্ছে। সেই ফর্মে পড়ুয়ার কাছে জানতে চাওয়া হচ্ছে, তিনি 'সংখ্যালঘু' কিনা? উত্তর 'হ্যাঁ' হলে ফর্মে দু'টি বিকল্প থাকছে— তিনি মুসলিম না অন্য ধর্মের? প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাতে আরও অন্তত চার শ্রেণির ধর্মীয় সংখ্যালঘুরা থাকেন। খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং জৈন। কিন্তু গুজরাত সরকার শুধু মাত্র মুসলিম ছাত্রছাত্রীদের কাছেই তাঁদের পরিচয় জানতে চাইছে। মুসলিম ছাত্রছাত্রীদের বাবা-মায়ের প্রশ্ন, কেন গুজরাত সরকার এই সব তথ্য সংগ্রহ করছে? এই সব তথ্যের অপব্যবহার হবে ব

এ ভাবেও ফিরে আসা যায়!

Image
মণিপুরের প্রত্যন্ত গ্রামের পাহাড়ি জমিতে বাবা আর মায়ের সঙ্গে চাষ করতে করতেই বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল ছোট্ট মেয়েটা। অনুন্নয়ন, পিছিয়ে পড়া, জাতিদাঙ্গা আর গোষ্ঠীসংঘর্ষে দীর্ণ মণিপুরে খেলার মাঠই যে নিজেকে প্রমাণ করার একমাত্র জায়গা, এইটুকু বুঝে নিয়েছিল সে। যদিও সেই চলার পথে ছিল একের পর এক কাঁটা। প্রথম কাঁটা লুকনো ছিল নিজের পরিবারেই। বক্সিং করলে মেয়ের বিয়ের জন্য ছেলে পাওয়া যাবে না, তাই আপত্তি তুলেছিলেন বাবা। অগত্যা  লুকিয়ে লুকিয়েই চলত নিজের স্বপ্নের কাছে পৌঁছনোর অনুশীলন। আসলে চলার পথের কণ্টকাকীর্ণ সেই রাস্তায় যতবার রক্তাক্ত হয়েছে মেয়েটা, যতটা রক্তক্ষরণ হয়েছে তার, বক্সিং রিংয়ের ভিতর ঠিক ততটাই ক্ষিপ্র হয়ে উঠত সে। প্রতিটা বাধা কোথাও রাগ হয়ে আছড়ে পড়ত বিপক্ষের ওপর। আর আরও শক্তিশালী হয়ে স্বপ্নের আরও কাছে পৌঁছতেন মেরি কম। সেই লড়াইয়ের ফসলই মেয়েটা ঘরে তুলেছিল মাত্র ১৯ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। ২০০২ সালে প্রথম বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন। ২০১০ সালের মধ্যে আরও চার বার। বিশ্বের দরবারে ভারতের পতাকা বয়ে নিয়ে যেতে নিরন্তর দৌড়ে চলেছিলেন ম্যাগনিফিসেন্ট মেরি। সেই দৌড়টা যেন কিছুটা থেমে গিয়েছিল ২০১২ স

‘মেয়ে হল কেন? আরও পাঁচ লক্ষ টাকা লাগবে!’

Image
মেরুন বন্ধ লোহার দরজার সামনে নাগাড়ে কেঁদে চলেছেন এক মহিলা। কোলে আড়াই বছরের মেয়ে। মায়ের কোলে মুখ গুঁজে সে-ও ফোঁপাচ্ছে। শনিবার সকালে মুর্শিদাবাদের এলাহিগঞ্জের ফালি গলির সামনে অসহায় মা-মেয়েকে দেখে কেউ চমকে উঠেছেন। কেউ এনে দিয়েছেন দুধ, চা, পাউরুটি। কেউ আবার তালা ভেঙে বাড়িতে ঢোকার সাহস জুগিয়েছেন। বছর তেইশের পাপিয়া সুলতানার অভিযোগ, ''বিয়ের সময় স্বামী মাইনুল ইসলাম নগদ আড়াই লক্ষ টাকা, পাঁচ ভরি সোনা ও অন্য সামগ্রী পণ নিয়েছে। আড়াই বছর আগে মেয়ে হওয়ার পরে স্বামী বলেন, 'মেয়ে কেন? আরও পাঁচ লক্ষ টাকা লাগবে।' বাবার বাড়ি থেকে সেই টাকা দিতে না পারায় বৃহস্পতিবার আমাকে ও মেয়েকে বাড়ি থেকে বের দিয়েছে।'' দু'দিন মেয়েকে নিয়ে এক পড়শির বাড়িতে ছিলেন। শনিবার সেখান থেকে ফিরে পাপিয়া দেখেন, শ্বশুরবাড়ির সদর দরজায় তালা ঝুলছে। বাড়িতে কেউ নেই। শেষতক পড়শিদের থেকে একটা হাতুড়ি চেয়ে নিয়ে তালা ভেঙে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকেছেন পাপিয়া। তিনি বলছেন, ''ঢুকলাম তো বটে। কিন্তু এ ভাবে কত দিন থাকতে পারব, জানি না!'' মুর্শিদাবাদের আইসি আশিস দেব বলেন, ''ওই মহিলা মৌখিক

ধর্ষণের ভিডিয়ো তুলে বারবার গণধর্ষণ কিড স্ট্রিটের পার্লারে

Image
শহরে আবার গণধর্ষণের অভিযোগ! এবং আবারও ঘটনাস্থল সেই পার্ক স্ট্রিট চত্বর! ২০১২ সালে পার্ক স্ট্রিটে চলন্ত গাড়িতে এক মহিলাকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। এ বার তিলজলার এক তরুণীকে কিড স্ট্রিটের একটি 'ইউনিসেক্স' পার্লারে ঢুকিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর, প্রথম বারের ধর্ষণেই ওই তরুণীর নির্যাতন শেষ হয়নি। সেই ঘটনার ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে এর পরেও একাধিক দিন ধর্ষণ করা হয়েছে। ধর্ষকেরা ওই তরুণীকে হুমকি দিয়ে বলেছিল, পুলিশে অভিযোগ দায়ের করলে ওই ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া তো হবেই, সেই সঙ্গে তাঁর সাত বছরের মেয়েকেও খুন করা হবে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় শুক্র ও শনিবার মিলিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মানোয়ার আলি ওরফে গুড্ডু, মহম্মদ শাকিল ও রিনা বেগম। মানোয়ার আনন্দপুরের বাসিন্দা। শাকিলের বাড়ি ট্যাংরায়। রিনা ও অভিযোগকারিণী একই এলাকার বাসিন্দা। সীমা নামে এক মহিলা ও নগেন্দ্র নামে এক পুরুষ অভিযুক্ত এখনও ফেরার। ধৃতেরা তিন জন ও সীমা ওই পার্লারেরই কর্মী। নগেন্দ্র মালিক। আদালতে তোলা হলে ধৃতদের ২৭ নভেম্বর পর্যন্ত পুলিশি হে

অদম্য মেরির বিশ্বজয়ের ডাবল হ্যাটট্রিক, টোকিয়োর স্বপ্ন দেখা শুরু করে দিলাম আমরা

Image
ইউক্রেনের হানা ওখোতাকে ৫-০ হারিয়ে মেরি কম যখন জাতীয় পতাকা দু'হাতে তুলে কাঁদছিলেন, তখন আমার মনে পড়ছিল চার বছর আগের এক ঘটনা। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা দলে সুযোগ পায়নি মেরি। দল থেকে বাদ পড়ে সে দিনও এ ভাবেই কাঁদছিল মেয়েটা। আমি তখন জাতীয় নির্বাচক। একই সঙ্গে মনে হচ্ছিল, এ রকম রাজকীয় প্রত্যাবর্তনের পরে টোকিয়ো অলিম্পিক্সেও পদকের আশা করাই যায় মেরির কাছে। জানি, তার জন্য যোগ্যতামান পেরোতে হবে। কিন্তু যে বিধ্বংসী মেজাজে ৩৫ বছর বয়সেও মেরির 'হুল' বিঁধছে বিপক্ষকে, তাতে এই আশা অমূলক নয়। লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ও সেই সময় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরিকে নিয়ে প্রিয়ঙ্কা চোপড়ার অভিনীত বায়োপিক তত দিনে দেখে ফেলেছে গোটা ভারত। সমালোচকরা বলছেন, মেরি শেষ। যা শুনে অবসর নিয়েও ফিরে আসে মেরি। এর কয়েক দিন পরেই হঠাৎ মেরির ফোন। ''স্যর, শিবিরে টেকনিক্যাল লোক কম। তুমি কোচ হয়ে আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হতে সাহায্য কর। সমালোচকদের জবাব দিতে চাই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে।'' আজ যখন ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন মেরি জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন ওই সকালটা মনে পড়ছিল। দু'বছর আগে হরিদ্বারে