বড় খবর: এই কারণেই একধাক্কায় বাড়তে পারে সরকারী কর্মীদের বেতন


নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের দাবি, তাদের বেতন কমপক্ষে প্রতি মাসে ২৬,০০০ টাকা যেন করে দেওয়া হয়৷ সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে তাঁরা খুশি নয় এবং যে পরিমাণ বৃদ্ধির কথা বলা হয়েছে তা যথেষ্ট নয় বলেও ক্ষোভ প্রকাশ করেছে অনেকে৷

এদিকে এই বেতন বৃদ্ধির প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার করে চলেছে বলে জানা গিয়েছে৷ গত মাসেই দেসে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় বেতন বৃদ্ধির আশায় রয়েছেন কর্মচারীরা৷

এছাড়া অপরিশোধিত তেলের মূল্য হ্রাসও পজিটিভ সাইন বলে মনে করা হচ্ছে৷ এইসব খাতে কেন্দ্রের কাছে টাকা এলে তা অন্য জায়গায় ব্যবহার করা যাবে বলে জানা যায়৷ আর এইসব বিষয় মাথায় রেখেই বেতনেও প্রভাব পড়তে পারে বলে আশাবাদী অনেকে৷

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জানুয়ারিতে ৭ম বেতন কমিশন অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছিল৷ কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭গুণ করেছিল সরকার৷ এর ভিত্তিতে কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮,০০০টাকা করা হয়েছিল৷

এখন কর্মীদের দাবি এই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৬৮গুণ করে দেওয়া হোক যাতে ন্যূনতম বেতন ২৬,০০০টাকা হতে পারে৷ এদিকে জানা গিয়েছে, সরকার এই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৮৫গুণ করতে পারে যার ফলে বেসিক স্যালারি ২০,০০০ থেকে ২১,০০০টাকার মধ্যে থাকবে৷