Posts

Showing posts from June 20, 2018

এটিএমে গোলমাল, তুলতে চাইলেন ৪ হাজার টাকা, পেলেন পাঁচ গুণ বেশি!

Image
নাসিক: মহারাষ্ট্রর নাসিকে অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএমে যান্ত্রিক ত্রুটি। সেখানে কয়েকজন গ্রাহক যে টাকা তুলতে চাইলেন, পেলেন তার পাঁচগুণ। ব্যাঙ্কের অনন্ত দুজন গ্রাহক সোমবার রাতে বিজয় নগরের সিআইডিসিও এলাকার ওই এটিএমের ইন্টারফেসে যে অঙ্ক লিখেছেন তার পাঁচগুণ বেশি টাকা পেয়েছেন। এটিএমের ত্রুটি ধরা পড়ার আগে ওই এটিএম থেকে ২ লক্ষেরও বেশি টাকা তোলা হয়ে যায়। অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবীণ ভিসে এ কথা জানিয়েছেন। সোমবার বিকেলে নতুন করে টাকা ভরার এক ডেবিট কার্ড গ্রাহক ১০০০ টাকা তুলতে এসে পেলেন পাঁচ হাজার টাকা। অমল গোলাইট নামে অপর এক গ্রাহক চার হাজার টাকা তুলতে এসে পেলেন ২০ হাজার টাকা। গোলাইট বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাতে ভিসে সেখানে ছুটে যান। সেইসঙ্গে আম্বাদের পুলিশকেও সতর্ক করে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রাহকদের ওই এটিএম থেকে টাকা তোলা বন্ধ করে বলে জানিয়েছেন ভিসে। এটিএমের ওই গলোযোগের বিষয়টি তদন্ত করে দেখবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ ও কার্ড ব্যবহার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখে যাঁরা বেশি টাকা পেয়েছেন, তাঁদের কাছ থেকে তা ফেরত নেওয়া হবে। অ্যাক্সিস ব্যাঙ্কের মুখপাত্র জ

২০১৯-এর আগেই সারদা-রোজভ্যালির জাল গুটান, কড়া ধমক সিবিআই শীর্ষ কর্তার

Image
সাড়ে চার বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত সারদা চিটফান্ড কেলেঙ্কারির চূড়ান্ত চার্জশিট জমা পড়েনি। রোজভ্যালি তদন্তও সেই তিমিরেই। প্রয়াগ, আইকোরের মতো চিটফান্ডগুলির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়াও থমকে রয়েছে। এমন পরিস্থিতিতে এদিন সিবিআই শীর্ষকর্তাদের কাছে জোর ধমক খেলেন এরাজ্যের সিবিআই অফিসাররা। একইসঙ্গে সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার নির্দেশ, সারদা-রোজভ্যালি তদন্তের জাল গুটিয়ে ফেলতে হবে চলতি বছরের মধ্যেই। ২০১৯-এর আগেই শেষ করতে হবে তদন্ত। রাজ্যের চিটফান্ড কাণ্ডের তদন্তের অগ্রগতি এবং গতিপ্রকৃতি নিয়ে এদিন নিজাম প্যালেসে প্রতিটি মামলার তদন্তকারী অফিসার (আইও)-দের সঙ্গে বৈঠকে বসেন রাকেশ আস্থানা-সহ সিবিআই শীর্ষ কর্তারা। এদিন প্রায় ৫ ঘণ্টা বৈঠক করেন তাঁরা। সেখানেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর আস্থানা। সাড়ে ৪ বছরের বেশি সময় কেটে গেলেও এখনও কেন সারদা মামলার ফাইনাল চার্জশিট জমা পড়ল না, জানতে চান তিনি। পাশাপাশি ঝুলে রয়েছে রোজভ্যালি, প্রয়াগ, আইকোরের মত চিটফান্ডগুলির তদন্তও। এদিনের বৈঠকে আইও-দের চলতি বছরের মধ্যেই সারদা-রোজভ্যালি সহ সব চিটফান

তরুণ আইপিএসের প্রেমে পাগল তরুণী পাড়ি দিলেন ১২০০ কিমি

Image
আইপিএস সচিন অতুলকর।  'হুড় হুড় দাবাং দাবাং দাবাং।' তাঁকে সামনে দেখলেই বুকের ভিতরটা নাকি এরকমই ধুকপুক করে ওঠে এই তরুণীর। তিনি আইপিএস  সচিন অতুলকর। পোস্টিং উজ্জয়িনীতে সুপারিনটেনডেন্টের পদে। বয়স ৩৪। আর দেখতে? ওই যাকে বলে 'গ্রিক গড'-এর মতো, তায় অবিবাহিত। তাঁর প্রেমেই হাবুডুবু খেয়ে পঞ্জাবের হোসিয়ারপুর থেকে ১২০০ কিমি পেরিয়ে সোজা মধ্যপ্রদেশের উজ্জয়নী। একেবারে স্বপ্নের রাজপুত্তুরের বাংলোর কাছেই চলে এসেছেন বছর সাতাশের তরুণী। এখানেই যে পোস্টিং তাঁর। তিন দিন টানা রয়েছেন বাংলোর সামনে। স্বপ্নের মানুষটির দেখা না পেলে কোথাও যাবেন না। তাঁকে নিয়ে রীতিমতো ফাঁপরে পড়েছে মধ্যপ্রদেশের পুলিশ। উজ্জয়িনীর উইমেন পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রেখা ভার্মা সংবাদ সংস্থাকে বলেন, ''মেয়েটিকে বাড়ি পাঠানোর চেষ্টা চলছে। একটি আবাসিক হোমে তাঁর কাউন্সেলিংও করা হচ্ছে। কিন্তু তিনি কিছুতেই বাড়ি ফিরতে চাইছেন না। মনস্তত্ত্ব নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন উনি। তাঁর এই অবস্থা! কিছুতেই বাড়ি পাঠানো যাচ্ছে না। বাবা -মা মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এলেও এই মেয়ে নাছোড়বান্দা

মৃত্যু প্রসূতির! গাফিলতি নাকি স্যালাইনের বোতল বদলানোর কেউ নেই হাসপাতালে ?

Image
সিউড়ি: মৃত সন্তান প্রসব করার পর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এক মহিলার। কিন্তু, সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কোনও ভ্রুক্ষেপ ছিল না বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি, রাতে স্যালাইনের বোতলটা পর্যন্ত বদলে দেওয়া হয়নি। চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুতে অভিযোগে ধুন্ধুমার কাণ্ড বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। বুধবার সকালে হাসপাতাল চত্বরে বিক্ষোভের ফেটে পড়েন মৃতের পরিবারের লোকেরা। সুপারের কাছে অভিযোগ জানাতে গেলে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাঁদের মারধর করেন অভিযোগ। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন সিউড়ি সদর হাসপাতালের সুপার। মঙ্গলবার প্রসব যন্ত্রণা নিয়ে সিউড়ি সদর হাসপাতালে ভরতি হয়েছিলেন সাঁইথিয়ার বাসিন্দা আরতি বসাক। কিন্তু, তাঁর সন্তানকে  বাঁচানো যায়নি। পরিবারের লোকেদের দাবি, মৃত সন্তান প্রসব করেছিলেন আরতি। সন্তান প্রসবের পর তাঁর শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। রাতে যখন আরতি বসাকের শারীরিক অবস্থা রীতিমতো সংকটজনক, তখন তাঁকে দেখার জন্য কেউ ছিল না বলে অভিযোগ। পরিবারের দাবি, রাতে স্যালাইনের বোতলটিও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু, বোতল পালটে দেওয়া হয়নি। হাসপাতালে থাকতে দেওয়া হয়নি বাড়ির কাউকেও। রাতভ

প্রায় ১ লাখ চাকরি ‘পতঞ্জলি’-তে! জেনে নিন যোগ্যতা, বেতন

Image
বেকারদের জন্য এবার হাজার হাজার চাকরির সুযোগ এনে চমক 'পতঞ্জলি'-র! বাবা রামদেব আগেই বলেছিলেন ২০২০ সালের মধ্যেই নাকি 'পতঞ্জলি'-কে বিশ্বের বৃহত্তম এফএমসিজি হিসেবে প্রতিষ্ঠা করবেন। সেই পথে এগোতেই কি এক ধাক্কায় এত নিয়োগের ঘোষণা? শুরু হয়েছে জল্পনা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশের প্রতিটি জেলাতেই নিয়োগ করবে 'পতঞ্জলি'। হরিদ্বার-কেন্দ্রিক এই সংস্থার জন্য অবিলম্বে কর্মী নিয়োগ করা হবে। পোশাকের জন্য 'পতঞ্জলি পরিধান' এবং 'কিম্ ভো' অ্যাপ নিয়ে প্রযুক্তির দুনিয়াতেও তারা পা রাখার কারণেই একসঙ্গে এতগুলি পদ তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। জেনে নিন এই কর্মী নিয়োগের খবরাখবর— শূন্য পদ : দেশের প্রতিটি জেলায় ৪০ থেকে ৫০টি সেলসম্যান নিয়োগ করা হবে বলে খবর। হোম ডেলিভারির জন্য আরও ৫০ থেকে ১০০ জন করে চাকরি পাবেন জেলা প্রতি। যোগ্যতা : ন্যূনতম যোগ্যতা ক্লাস টুয়েলভ পাস। বিএ, এমএ ও এমবিএ উত্তীর্ণদের জন্য রয়েছে বাড়তি সুবিধে। বেতন : প্রতি মাসে ৮ থেকে ১৫ হাজার টাকা। তবে তিনি কোন এলাকায় কাজ করছেন এবং তাঁর শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করবে বেতন। 'পতঞ্জলি'-র পক্ষ থেকে

নিম্ন ও মধ্যবিত্তদের সস্তায় ফ্ল্যাট দেবে রাজ্য় সরকার, চালু হচ্ছে ‘নিজশ্রী' প্রকল্প

Image
কলকাতা: নিম্ন ও মধ্যবিত্তদের জন্য বড়সড় ঘোষণা রাজ্য সরকারের ৷ বাংলায় এবার 'নিজশ্রী' প্রকল্প চালু করবে রাজ্য সরকার ৷ তবে, এক্ষেত্রে জমির দাম নেবে না রাজ্য সরকার ৷ কারণ সরকারি জমিতেই তৈরি হবে 'নিজশ্রী' প্রকল্পের আবাসন ৷ ফলে জমির জন্য অতিরিক্ত কোনও মূল্য দিতে হবে না ৷ বুধবার রাজ্য়সভার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই প্রকল্পে যাঁদের আয় ১৫০০০ টাকার নীচে, তাঁরা এক কামরার ফ্ল্যাট পাবেন ৷ ৩৭৮ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট পাবেন তাঁরা । অপরদিকে, যাদের আয় ৩০,০০০ টাকার নীচে, তাঁরা ২ কামরার ৫৫৯ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট পাবেন ৷ প্রসঙ্গত, এক কামরার ফ্ল্যাটের দাম ৭.২৮ লক্ষ এবং ২ কামরার ফ্ল্যাটের দাম ৯.২৬ লক্ষ টাকা ৷ অর্থাৎ ১৫ থেকে ৩০ হাজার টাকা অবধি যাদের আয়, তারাই এই ফ্ল্যাট পেতে পারেন ৷ অনলাইনে আপনিও আবেদন জানাতে পারেন এই ফ্ল্যাটের জন্য ৷ লটারির পর মিলবে এই ফ্ল্যাট ৷ মঙ্গলবার ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ৷ এই সমস্ত ফ্ল্যাট পাওয়া যাবে একেবারেই বিনামূল্যে ৷ রাজ্যে মোট ৫০ হাজার ফ্ল্যাট তৈরি হবে ৷ আজ থেকে দেড় বছর পরই ফ্ল্যাট দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্র

মেসি ছাড়া ওদের কিস্যু নেই, হুঙ্কার ক্রোয়েশিয়ার

Image
মনস্তাত্ত্বিক চাপের খেলা শুরু করে দিল ক্রোয়েশিয়া। নেপথ্যে নয়, প্রকাশ্যেই ছাড়া হচ্ছে হুঙ্কার। ক্রোট শিবির প্রকাশ্যেই বলছে, মেসি ছাড়া ওদের কিছু নেই। আরও বলছে, আর্জেন্টিনার চেয়ে আমরাই এগিয়ে। ঘুরিয়ে হলেও আসলে যা লিওনেল মেসিকে চাপে রাখারই ফন্দি। তবে তা অত্যন্ত কৌশলে! বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে এগারটায় গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পয়েন্টের বিচারে সুবিধাজনক জায়গায় ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপশীর্ষে তারা। আর্জেন্টিনাকে আটকাতে পারলেই নকআউটের পথে অনেকটা এগিয়ে থাকবে ক্রোটরা। আর জিতলে তো প্রি-কোয়ার্টার নিশ্চিত। অন্য দিকে, বিশ্বকাপ অভিযানের গোড়াতেই হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। নকআউটে যাওয়ার জন্য ক্রোয়েশিয়াকে হারানো খুব জরুরি। জিততে না পারলে মেসিদের অভিযানে গ্রুপেই থমকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই আবহে নিঝনি নভগরদ স্টেডিয়ামে নামছেন মেসিরা। দলে জেভিয়ার মাসচেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, সের্জিও আগুয়েরো, গঞ্জালো ইগুয়াইনরা থাকলেও নীল-সাদা সমর্থকদের আশা-ভরসা সেই এল এম টেন-ই। আর এটাই শুনিয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাসিচ। তিনি সাফ বলেছেন, "আর্জেন

মাত্র পাঁচ টাকায় পেটপুরে ভোজন!

Image
ডেস্টিনেশন এসএসকেএম হাসপাতালের ঠিক উলটোদিকের ফুটপাথ। সেখানেই মাত্র পাঁচ টাকায় ভাত, ডাল, সবজির পসরা সাজিয়ে বসেছেন ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন পুজো কমিটির কর্তারা। লালবাজার ও স্থানীয় থানার অনুমতিতে আপাতত সপ্তাহে একদিন, শুক্রবার করে এই বিশেষ নিরামিষ থালির আয়োজন করা হয়েছে৷ দুপুর সাড়ে বারোটা থেকে দু'টো পর্যন্ত খাবার সরবরাহ চলবে। মেনুতে থাকবে ভাত, নিরামিষ ডাল, তরকারি। সঙ্গে দেওয়া হবে একটি লাড্ডুও৷ কমিটির তরফে জানানো হয়েছে, প্রায় প্রতিদিনই প্রত্যন্ত এলাকা থেকে প্রচুর দরিদ্র মানুষ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। হোটেল, রেস্তরাঁ থেকে খাবার কিনে খাওয়ার সাধ্য তাঁদের নেই। কোনওরকমে শুকনো মুড়ি, পাউরুটি খেয়ে দুপুরের খাবার সারেন৷ মূলত, তাঁদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'মায়ের রান্নাঘর'৷ এখানে উপভোক্তাদের জন্য দরিদ্র-বড়লোকের কোনও ভেদাভেদ করা হয়নি৷ যে কেউ চাইলেই পাবেন পাঁচ টাকায় খাবার। কমিটির এক কর্তা সঞ্জয় মজুমদার জানান, আপাতত একদিনই খাবার সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আগামিদিনে আরও অন্য কোনও ক্লাব যদি এগিয়ে আসে, তা হলে মিলিত প্রচেষ্টায় প্রতিদিন

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত আরও ৬

Image
গুয়াহাটি: সোমবার নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয় অসমে৷ মঙ্গলবার তারই জেরে আরও ছয় জনের মৃত্যু হয়েছে৷ ফলে সারা রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৷ তুলনামূলকভাবে ত্রিপুরা ও মিজোরামে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। যদিও বন্যায় মনিপুরে একজনের মৃত্যু হয়েছে। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা এএসডিএমএর দেওয়া তথ্য অনুযায়ী ৪ জনের মৃত্যু হয়েছে করিমগঞ্জ জেলায়৷ কাছারে দুজনের মৃত্যু হয়েছে। মাহুর, হারানগাজাও, মইবাং-এ প্রবল বৃষ্টিতে ধসের ফলে পরিস্থিতি ভয়াবহ। এএসডিএমএ-এর তরফ থেকে জানানো হয়েছে, অসমের হোজাই, পূর্ব কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, গোলাঘাট, করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছারে ৫.৬৪ লক্ষ মানুষ বন্যা দুর্গত। সব থেকে খারাপ পরিস্থিতি করিমগঞ্জে। প্রায় ১.৯৫ লক্ষ মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত। এরপরেই রয়েছে হাইলাকান্দি। যেখানে প্রায় ১.৮৯ লক্ষ মানুষ বন্যা দুর্গত। রাজধানী গুয়াহাটির নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরে ২২ জুন থেকে অম্বুবাচির মেলা শুরু হওয়ার কথা। প্রায় ৫ লাখ পুণ্যার্থী ভিড় করেন প্রতি বছর। শুক্রবার ধসের কবলে পড়েছে কামাখ্যা পাহাড়ে যাওয়ার রাস্তাও। ধসের কারণে রেল ও সড়

ছেলের পড়াশোনার খরচ দিতে অস্বীকার, রাহুলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ প্রিয়াঙ্কা

Image
ভালবেসে ঘর বেঁধেছিলেন। ভেবেছিলেন 'চিরদিনের' সঙ্গী পেলেন। কিন্তু বাস্তবের মাটিতে পড়ে সে স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। তাও ভেবেছিলেন শান্তিপূর্ণভাবেই বিচ্ছিন্ন হয়ে যাবেন। কিন্তু তা আর হল না। রাহুলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে খোরপোশের মামলা করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। নায়িকার অভিযোগ, ছেলে সহজের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন অভিনেতা স্বামী। রাজ চক্রবর্তীর ছবি 'চিরদিনই… তুমি যে আমার' -এর আগে থেকেই দু'জনের প্রেমকাহিনি শুরু। পর্দার ভালবাসা পরে বাস্তব জীবনেও প্রভাব ফেলে। রাহুলের সঙ্গে ঘর বাঁধেন প্রিয়াঙ্কা। ছেলে সহজের জন্ম হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভালবাসার ঘরের দেওয়ালে ফাটল দেখা দেয়। দু'জনের সম্পর্কের অবনতি হতে থাকে। ঝামেলা মেটাতে মিউচুয়াল ডিভোর্সের রাস্তাতেই হাঁটার চেষ্টা করেছিলেন। কিন্তু রাহুলের অসহযোগিতায় তা সম্ভব হল না বলেই জানালেন প্রিয়াঙ্কা। নায়িকার দাবি, কিছুদিন আগে সহজের স্কুলে ভরতি হওয়ার কথা ছিল। কিন্তু রাহুল সে দায়িত্ব নিতে অস্বীকার করেন। সহজের কোনও দায়িত্বই নাকি তিনি নিতে চান না। এমনকী নানা কথা বলে সহজের মনকেও বিষিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এ

সন্দেহ অবৈধ সম্পর্ক, পিটিয়ে খুন যুবককে

Image
কৃষ্ণনগর: নদিয়ার কৃষ্ণনগরের নগেন্দ্রনগর এলাকায় সোমবার রাতে এক যুবক খুন হয়েছে। নিহত ওই যুবকের নাম স্মরজিৎ ঘোষ (২৮)। তাঁর বাড়ি কৃষ্ণনগরের গেট রোড এলাকায়। তবে ঘটনাটি ঘটেছে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে নগেন্দ্রনগরের খালের ধারে। দুষ্কৃতীরা তাঁকে রড দিয়ে মারে এবং ধারাল অস্ত্র দিয়ে কোপায়। এর ফলে তিনি মারাত্মকভাবে জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় মানুষ এবং পরিবারের লোকেরা উদ্ধার করে শক্তিনগরে জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানেই কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, স্মরজিৎ প্রায়ই পাশের এলাকায় একটি বাড়িতে রাতে যাতায়াত করতেন। এলাকার মানুষের ধারনা অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে তাঁকে খুন করা হতে পারে। পুলিস তদন্ত শুরু করেছে। স্মরজিৎ কলকাতায় একটি হোটেলে রান্নার কাজ করতেন। পুলিস জানিয়েছে, এই ঘটনায় দুই স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে। অবৈধ সম্পর্কের জেরে এই খুন হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান।  নিহত যুবক স্মরজিৎ ঘোষের বাড়ি কৃষ্ণনগর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গেটরোড এলাকার ইরিগেশন কলোনির জলঙ্গি নদীর ধারে। অবিবাহিত স্মরজিৎ কোনও কারণে গিয়েছিলেন

“পয়সার লোভে সুস্থ মানুষকে মেরে দিচ্ছে এই নার্সিংহোম”

Image
ডেবরা (পশ্চিম মেদিনীপুর) : ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি নার্সিংহোমে। নার্সিংহোম ভাঙচুর করে রোগীর পরিবারের সদস্য ও গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অজয় দলুই। বাড়ি ডেবরা ব্লকের ডেবরা ৫/১ অঞ্চলের বাড়াগড় গ্রামে। গতরাতে পেটে ব্যথা নিয়ে তাঁকে ভরতি করা হয়েছিল শ্রীমা নার্সিংহোমে। অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। এরপর আজ সকালে মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের সদস্য ও গ্রামবাসী একত্রিত হয়ে নার্সিংহোমে ভাঙচুর চালায়। জানালার কাঁচ, ওষুধের বাক্স, টেবিল সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে ডেবরা থানার পুলিশ। পুলিশের সামনেই চলে ভাঙচুর। নার্সিংহোম মালিককে গ্রেপ্তারের দাবিও তোলা হয়। মৃতের আত্মীয় হাবুল দলুই বলেন, "পেটে গ্যাস হয়েছিল দাদার। নার্সিংহোমে নিয়ে আসি। ওকে অনেক ইঞ্জেকশন দিয়েছে। উলটো-পালটা ইঞ্জেকশন দেওয়ার জন্য ছেলেটার হার্টফেল হয়ে গেছে। হাইডোজ়ের জন্য মারা গেছে। যে ডাক্তার দেখছিল সে আসলে ডাক্তারই নয়।" তাঁর অভিযোগ, "এই নার্সিংহোমে আগেও অনেকে ভুল চিকিৎসায় মারা গেছে। সুস্থ মানুষকে মেরে দিচ্ছে

ICU-তে বেড না পেয়ে শিশুর মৃত্যু SSKM-এ!

Image
কলকাতা : SSKM হাসপাতালে মৃত্যু হল এক সাতমাসের শিশুর। নাম তনিমা সরকার। বাড়ি নদিয়ার হরিণঘাটায়। মৃত শিশুর পরিবারের অভিযোগ, ICU-তে রাখার প্রয়োজন ছিল তনিমাকে। হাসপাতালের তরফে সেরকমই বলা হয়েছিল। কিন্তু, ICU-তে বেড ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার বলেও বেডের ব্যবস্থা করা হয়নি। সেকারণেই মারা গেছে শিশুটি। যদিও এনিয়ে হাসপাতালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তনিমার পরিবারের তরফে জানা গেছে, শনিবার পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পায় তনিমা। সেদিন তাকে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে RG কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার উন্নতি হয়নি। বরং আরও অবনতি হয়। সেখান থেকে গতরাতে SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। SSKM-র চিকিৎসকরা জানায়, পড়ে গিয়ে মাথায় রক্তজমাট বেঁধেছে তনিমার। তাকে ICU-তে রাখা প্রয়োজন। অভিযোগ, ডাক্তারবাবুরা একথা বললেও ICU-তে বেডের ব্যবস্থা করে দিতে পারেননি। বারবার চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের বললেও ICU-তে বেডের কোনও ব্যবস্থা হয়নি। তনিমার পরিবারের লোকজন জানিয়েছেন, বেড না পেয়ে চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয় তনিমার। এদিকে মৃত্যুর পর SSKM চত্বরে উত্তেজনা ছড়ায়। চিকিৎসকদের সঙ্গে বাদানুবা

জীবনের এই পাঁচ পরিস্থিতিতে যৌনতা এড়িয়ে যাওয়াই ভাল

Image
একে অপরের ঘনিষ্ঠ হলেই রাগ-অভিমান-দুঃখ-জ্বালা মিটে যাবে৷ এমন পরিস্থিতিতেই তাই সঙ্গমে লিপ্ত হয়ে সব সমস্যা মিটিয়ে নেওয়া ভাল৷ তবে শুধু মানসিক অবস্থার উন্নতির জন্যই নয়, অনেকে যৌনতাকে ব্যবহার করেন সাফল্যের সিঁড়ি হিসেবেও৷ কিন্তু সেই পরিস্থিতিতে নেওয়া এমন সিদ্ধান্তের জন্য পরে আক্ষেপ করতে হতে পারে আপনাকেই৷ মনে হতে পারে, সেদিন তেমন কাজটা না করলেই পারতেন৷ তাই জেনে রাখুন জীবনের কোন কোন পরিস্থিতিতে সঙ্গম এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ৷ প্রাক্তনের শোক ভুলতে: পুরনো সম্পর্ক ভুলে এগিয়ে গিয়েছি৷ মনকে এমনটা বোঝাতে নতুন পার্টনারের সঙ্গে অল্পদিনের আলাপেই শারীরিক সম্পর্ক নিবিড় হতে থাকে৷ পুরনোকে ভুলতে বর্তমানকে আষ্টেপৃষ্টে ধরার তাগিদ অনুভব করা যায় অনেকের মধ্যেই৷ যার চূড়ান্ত পর্যায় মিলন৷ সে মুহূর্ত মনকে সাময়িক স্বস্তি দিতেই পারে৷ কিন্তু ভেবে দেখুন তো, ঠিক কেন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন? প্রাক্তনের স্মৃতি মেটাতে কোনওভাবে বর্তমানের আবেগ-অনুভূতিকে ধাক্কা দিলেন না তো? কারণ তিনি তো জানেনই না, আপনার মনে ঠিক কী রয়েছে৷ কে বলতে পারে, পরবর্তীকালে এই সঙ্গমই আপনার বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াল৷ মেজাজ ঠান্ডা করতে: বিশেষজ্ঞরা বলছ

জামাইষষ্ঠী খেতে গিয়ে বিপদ!

Image
শ্বশুড়বাড়ির হাতে মার খেয়ে হাসাপাতালে যুবক জামাইষষ্ঠীর দিন সকালেই স্ত্রী'র সঙ্গে ঝগড়া। তার পর শ্বশুড়বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে একাই গেল স্বামী। এর জেরেই ঘটে গেল মারাত্মক ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ খেতে এসে শ্বশুড়বাড়ির লোকেদের হাতে বেধড়ক মার খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হল এক যুবক। আক্রান্ত ওই যুবকের নাম সঞ্জিত মণ্ডল। মঙ্গলবার সকালে শ্বশুড়বাড়িতে যাওয়ার আগে স্ত্রী ময়না মণ্ডলের সঙ্গে বচসায় জড়ায় সঞ্জিত। স্ত্রী যেতে না চাওয়ায় একাই শ্বশুড়বাড়িতে চলে যায় সে। কিন্তু এর পরেই বাঁধে বিপত্তি। স্ত্রীকে সঙ্গে না নিয়ে আসায় সন্দেহ হয় শ্বশুড়বাড়ির লোকেদের। সেই সময় ময়নার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে ফোন আসে সঞ্জিতের কাছে। খবর পাওয়া মাত্রই সঞ্জিতের উপর ঝাঁপিয়ে পড়ে শ্বশুড়বাড়ির লোকেরা। তাঁদের অভিযোগ, ময়নাকে সঞ্জিতই খুন করেছে। বেধড়ক মারধর করা হয় সঞ্জিতকে। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ আসলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, এর পরেই পুলিশের উপর চড়াও হন এলাকাবাসীরা। এক সাব ইন্সপেক্টর-সহ পাঁচ পুলিশকর্মীকে বেধড়ক মারধর করা হয় ব

ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করতে চায় আমেররিকা, ৭১৬ বিলিয়ন ডলারের বিল পাস

Image
মঙ্গলবার নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের ৭১৬ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি সংক্রান্ত একটি বিল পাস হয়েছে মার্কিন সেনেটে। বলা হয়েছে তারা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে চায়। ২০১৬ সালে প্রথম আমেরিকা, ভারতকে তাদের 'প্রতিরক্ষা ক্ষেত্রে বড় অংশীদার' হিসেবে চিহ্নিত করে জানায় ভারতকে উন্নত ও স্পর্শকাতর সামরিক প্রযুক্তি বিক্রি করবে তারা। মঙ্গলবার মার্কিন সেনেটে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট, ২০১৯ নামে ওই বিলটি সহজেই পাশ হয়। সেনেটের ৮৫ টি ভোটের মধ্যে মাত্র ১০টি ভোট এই বিলের বিরুদ্ধে পড়েছিল। এই বিলে মাধ্যমে ভারতের সঙ্গে মর্কিনিদের প্রতিরক্ষা অংশিদারির বিষয়টি পাকা করার পাশাপাশি তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান বিধ্বংসা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথাও বলা হয়েছে। বিষয়টি তাৎপর্যপূর্ণ, কারণ, তুরস্ক কিন্তু এখনও 'ন্যাটো'-য় আমেরিকার মিত্র দেশ হিসেবেই পরিচিত। পাশাপাশি এস-৪০০ নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতেরও চুক্তি রয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা জারি তো দূরের কথা, বরং প্রতিরক্ষা চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। ও বলা হয়েছে। এর থেক

দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পর মা-বাবার কাছে এভাবেই ‘বেঁচে’ রইলেন ছেলে

Image
বাইক নিয়ে ছেলে বেরিয়েছিল কাজে। ট্রাফিক আইন মেনে সঙ্গে ছিল হেলমেটও। কিন্তু আচমকা বেপরোয়া বাসের ধাক্কা কেড়ে নেয় যুবকের প্রাণ। দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়ে একেবারে ভেঙে পড়ার বদলে মনকে শক্ত করলেন মা-বাবা। অন্য কারও মধ্যে ছেলেকে খুঁজে পেতে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিলেন ছেলের চোখ ও ত্বক দান করবেন। যেমন ভাবনা তেমন কাজ। মৃত যুবকের মা-বাবাকে সাহায্য করতে এগিয়ে এল কলকাতা পুলিশও। পর্ণশ্রী থানার পুলিশ ও ট্রাফিক আধিকারিকদের চেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যেই সম্পন্ন হল সেই কাজ। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ত্রিজিত ঘোষ (২৬)। তিনি একটি কসমেটিকস সংস্থায় সেলসে কাজ করতেন। সেলসের কাজেই তিনি এসেছিলেন বেহালায়। দুপুর সওয়া একটা নাগাদ তিনি পর্ণশ্রীতে আসেন। উপেন্দ্র ব্যানার্জি রোড দিয়ে বাইক চালিয়ে আসার সময়ই বেপরোয়াভাবে পিছন থেকে একটি বেসরকারি বাস এসে তাঁকে ধাক্কা দেয়। তিনি বাইক থেকে ছিটকে পড়েন। যুবকের হেলমেট ছিল। তা সত্ত্বেও বাসের ধাক্কায় তাঁর শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। এই খবর পৌঁছয় কালীঘাটে নেপাল ভট্টাচার্য রোডে ত্রিজিতের বাড়িতে। হাসপাতা

এনিয়ে চতুর্থবার! জম্মু ও কাশ্মীরে জারি রাষ্ট্রপতি শাসন!

Image
জম্মু ও কাশ্মীর সরকারে পিডিপির সঙ্গ ত্যাগ করার একদিন পরেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন অনুমোদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাজ্যপাল এনএন ভোরাই এখন রাজ্য শাসন করবেন। আর কিছুদিনের মধ্যে রাজ্যপাল হিসেবে তাঁর দ্বিতীয় দফা সম্পূর্ণ করবেন এনএন ভোরা। আর এনিয়ে তাঁর সময়েই চতুর্থবারের জন্য রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হল। এনএন ভোরার সময়ে প্রথমবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ২০০৮ সালে। এরপর ২০১৫ ও ২০১৬ সালে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। সূত্রের খবর অনুযায়ী, এবছরের অমরনাথ যাত্রা পর্যন্ত অর্থাৎ ২৬ অগাস্ট পর্যন্ত তাঁকেই রাজ্যপালের দায়িত্ব পালনে অনুরোধ করা হয়েছে। কেননা রাজ্যের রাজ্যপাল হিসেবে তিনি শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডেরও প্রধান। মঙ্গলবার বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার পরেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন মেহবুবা মুফতি। বিজেপি জানায়, রাজ্যে পিডিপির সঙ্গে পথ চলা অসম্ভব। এর আগেও জম্মু ও কাশ্মীরে ছয়মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। এবারও সেই হিসেব ধরলে তা, ২০১৮-র একেবারে শেষ পর্যায়ে চলে যায়। আর সেই সময়টা লোকসভা নির্বাচনেরও অনেকটাই কাছে। যদি ২০১৯-এর

মিস ওয়ার্ল্ডে ভারতের বাজি এবার তামিল নাড়ুর অনুকৃতী

Image
মুম্বই: মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৮-এর খেতাব উঠল মিস ইন্ডিয়া তামিল নাড়ু ১৯ বছরের অনুকৃতী ব্যাসের মাথায় । ফার্স্ট রানার আপ হয়েছেন হরিয়াণার প্রতিনিধি মীনাক্ষি চৌধুরি । অন্ধ্র প্রদেশের প্রতিনিধি শ্রেয়া রাও কামবরাপু জিতেছেন সেকেন্ড রানার আপের খেতাব । মীনাক্ষি ও শ্রেয়া ভারতের প্রতিনিধিত্ব করবেন মিস ইউনাইটেড কন্টিনেন্ট ও মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় । মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৭ মানুষী চিল্লর, ফার্স্ট রানার আপ সানা দুয়া, সেকেন্ড রানার আপ প্রিয়াঙ্কা কুমারী মুকুট তুলে দেন এবছরের বিজয়ীদের মাথায় । একটুর জন্য হাতছাড়া হল খেতাব । অনুকৃতী, মীনাক্ষি, শ্রেয়া ছাড়াও টপ ফাইভে পৌঁছেছিলেন দিল্লির প্রতিনিধি গায়ত্রী ভরদ্বাজ ও ঝাড়খণ্ডের প্রতিনিধি স্টেফি পটেল । এই নিয়ে পরপর দুবছর সেরা পাঁচে পৌঁছলেন দিল্লি ও হরিয়াণার প্রতিনিধি । একটুর জন্য মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড-এর খেতাব হাতছাড়া হল মানুষীর রাজ্যের প্রতিনিধির । বিচারকের আসনে ছিলেন মিস ওয়ার্ল্ড ২০১৭ মানুষী চিল্লর, ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল, বলিউড অভিনেতা ববি দেওল ও কূণাল কাপুর, বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা খান, ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তা ও সাংবাদ

বধূ নির্যাতন ঠেকাতে গিয়ে প্রহৃত পুলিশই

Image
এক বধূকে নির্যাতন করা হচ্ছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন এক সাব-ইনস্পেক্টর। কিন্তু সেখানে গিয়ে নিগৃহীত হতে হল তাঁকেই! লালবাজার জানিয়েছে, সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ থানা এলাকার ধানক্ষেতিতে। স্ত্রীকে মারধর এবং পুলিশকর্মীর কাজে বাধাদান, নিগ্রহ-সহ একাধিক অভিযোগে মহম্মদ মইনুদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন গার্ডেনরিচ থানার তদন্তকারীরা। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ জানায়, একটি মানবাধিকার সংগঠনে কাজ করেন বলে ধৃতের দাবি। বছর খানেক আগে মইনুদ্দিনের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেছিলেন তাঁর স্ত্রী নিখাত শেখ। পুলিশ জানায়, সোমবারের ঘটনায় স্বামীর আক্রমণে ফের জখম হয়েছেন নিখাত। পুলিশ সূত্রের খবর, সোমবার বিকেলে লালবাজারের কন্ট্রোল রুমের তরফে গার্ডেনরিচ থানার অফিসারদের জানানো হয় যে, এক বধূকে ধানক্ষেতিতে তাঁর শ্বশুরবাড়িতে শারীরিক নিগ্রহ করা হচ্ছে। এর পরেই মোটরবাইকে টহলরত অফিসারকে ঘটনাস্থলে যেতে বলা হয়। সেই মতো ওই থানার সাব-ইনস্পেক্টর সমীরকান্তি মণ্ডল ধানক্ষেতিতে পৌঁছন। এলাকাবাসীর কাছ থেকে সমীরবাবু জানতে পারেন, মইনুদ্দিন নিখাতের উপরে অত্যাচার চালাচ্ছে।

দিনেদুপুরে বৈদ্যবাটী প্ল্যাটফর্মে কুপিয়ে খুন

Image
বৈদ্যবাটী স্টেশনে পড়ে দেহ। ভরা প্ল্যাটফর্মে আচমকা এক যুবককে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করল আর এক যুবক! রক্তাক্ত অবস্থায় যুবকটি লুটিয়ে প়ড়লেন। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। সকলের সামনে দিয়েই সঙ্গীকে নিয়ে হেঁটে প্ল্যাটফর্ম ছাড়ল অভিযুক্ত। মঙ্গলবার দুপুর সওয়া ৩টে নাগাদ হুগলির বৈদ্যবাটী স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে এই কাণ্ডে হতচকিত হয়ে যান যাত্রীরা। রেল পুলিশ গিয়ে নিহত জয়প্রকাশ দাসের (২৪) দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তিনি চাঁপদানির বিএনএম লেনে ভাড়া থাকতেন। কিছু ক্ষণের মধ্যেই বৈদ্যবাটী স্টেশন সংলগ্ন এলাকা থেকে খুনে অভিযুক্ত প্রমোদ দাস ওরফে মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। ধরা হয় মুন্নার সঙ্গী রাজু দাসকেও। রেল পুলিশের একটি সূত্রের খবর, মুন্নার স্ত্রীকে জয়প্রকাশ উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। আগেও দু'জনের মধ্যে এ নিয়ে গোলমাল, মারামারি হয়। হাওড়া রেল পুলিশের ডিএসপি শিশিরকুমার মিত্রের দাবি, ''পুরনো শত্রুতার জেরেই ওই ঘটনা বলে মনে হচ্ছে। অভিযুক্ত দু'জনকেই ধরা হয়েছে। খুনে ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত অপরাধের কথা কবুল করেছে।'' তদন্তকারীরা জানান, ধৃত মুন্না জেরায়

ওয়ান ডে-তে সর্বোচ্চ রান করে নয়া নজির ইংল্যান্ডের

Image
দুরন্ত: ৯২ বলে ১৪৭ রান অ্যালেক্স হেলসের। মঙ্গলবার। বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের পরের দিন হ্যারি কেন-দের দেশের ক্রিকেটাররাও দুনিয়ার নজর কেড়ে নিলেন ওয়ান ডে ক্রিকেটে নতুন নজির গড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৪৮১ রান তুললেন তাঁরা। মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ঝড় তোলেন অ্যালেক্স হেলস্ (৯২ বলে ১৪৭), জনি বেয়ারস্টো (৯২ বলে ১৩৯), অইন মর্গ্যান (৩০ বলে ৬৭) ও জেসন রয় (৬১ বলে ৮২)। এঁদের দাপটেই অস্ট্রেলীয় বোলাররা ধরাশায়ী হন। নিজেদেরই ৪৪৪ রানের নজির ভেঙে নতুন নজির গড়ল ইংল্যান্ড। যে রেকর্ড তারা আগে গড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই, ২০১৬-য়। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। তার আগে ইংল্যান্ডের এই বিধ্বংসী মেজাজ  চিন্তায় ফেলতে পারে বিরাট কোহালিদের। মঙ্গলবার বিলি স্ট্যানলেক, অ্যাশটন আগার, অ্যান্ড্রু টাই, গ্লেন ম্যাক্সওয়েলদের বিরুদ্ধে রানের বন্যা বইয়ে দেন বেয়ারস্টো, হেলস্-রা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই। ইংল্যান্ড ইনিংস দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করে লেখেন, ''ইংল্যান্ডে ৫০ ওভারে প্রায় পাঁচশো রান উঠতে

ভারতের চেয়ে পাকিস্তানের পরমাণু বোমা বেশি! দাবি রিপোর্টে

Image
রিপোর্টে জানিয়েছে, পাকিস্তানের হাতে এখন ১৪০-১৫০টি পরমাণু বোমা রয়েছে। ভারতের হাতে আছে ১৩০-১৪০টি। ভারতের চেয়ে পাকিস্তানের হাতে বেশি পরমাণু বোমা রয়েছে বলে জানাল সুইডেনের এক বিশেষজ্ঞ সংস্থা। আগেও নানা সংস্থার রিপোর্টে পাকিস্তানের হাতে বেশি সংখ্যক পরমাণু বোমা থাকার কথা উঠে এসেছে। তবে বিশেষজ্ঞদের মতে, কেবল সংখ্যা দিয়ে পরমাণু বোমার উপযোগিতা বিচার করা যায় না। তা কত কিলোটনের বোমা তার উপরেই কার্যকারিতা নির্ভর করে। সুইডেনের বিশেষজ্ঞ সংস্থাটি এক রিপোর্টে জানিয়েছে, পাকিস্তানের হাতে এখন ১৪০-১৫০টি পরমাণু বোমা রয়েছে। ভারতের হাতে আছে ১৩০-১৪০টি। চিনের হাতে রয়েছে পাকিস্তানের দ্বিগুণ, অর্থাৎ প্রায় ২৮০টি। ভারত, চিন ও পাকিস্তান ভূমি, আকাশ ও জল থেকে পরমাণু হামলা চালানোর উপযোগী ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও মান ক্রমাগত বাড়াচ্ছে বলেও জানিয়েছে তারা। সংস্থাটির মতে, ২০১৭ সালের গোড়ায় আমেরিকা-সহ ন'টি দেশের হাতে ১৪৪৬৫টি পরমাণু বোমা ছিল। তার মধ্যে উত্তর কোরিয়ার হাতে ছিল ১০ থেকে ২০টি। তার মধ্যে ৩৭৫০টি বোমা হামলা চালানোর উপযোগী অবস্থায় ছিল। ২০১৮ সালের গোড়ায় ওই ন'টি দেশের হাতে রয়েছে ১৪৯৩৫টি বোম

নয়া বছরে রাজ্যে ডিএ ১৮%, ঘোষণা মমতার

Image
জামাইষষ্ঠীর দিনে সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। আগামী বছরের ১ জানুয়ারি থেকে আরও ১৮ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) পাবেন তাঁরা। মঙ্গলবার নবান্নে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারিদের পাশাপাশি সরকার-পোষিত বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত, নিগম ইত্যাদির কর্মচারীরা, ডিএ-প্রাপক স্কুল ও কলেজ শিক্ষকরা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এই বাড়তি মহার্ঘ ভাতা পাবেন। পরে বিজ্ঞপ্তি দিয়ে ডিএ বৃদ্ধির কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হবে বলে সরকারি সূত্রের খবর। সব মিলিয়ে প্রায় সাড়ে আট লাখ কর্মচারী বাড়তি ডিএ পাবেন বলে কর্মচারী সংগঠনগুলির হিসেব। গত তিন বছর ধরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হচ্ছিল দুর্গাপুজোর আগে বা পরে। এবং তা দেওয়া হচ্ছিল নতুন বছরের শুরুতে। এ বার ছ'মাস আগেই ঘোষণা হয়ে যাওয়ায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। মহার্ঘ ভাতার দাবিতে মামলা করেছে একাধিক কর্মচারী সংগঠন। তাদের অন্যতম আইএনটিইউসি প্রভাবিত কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, ''৩ জুলাই হাইকোর্টে শুনানি। সেখানে নিজেদের বাঁচাতে এত দিন আগে মহার্ঘ ভাতা ঘোষণা করল সরকার!

মেহবুবার হাত ছাড়ল বিজেপি, রাজ্যপাল শাসনের পথে উপত্যকা

Image
মেহবুবা মুফতি। ইনসেটে নরেন্দ্র মোদী। দেশহিতের কথা বলে জোট গড়েছিল বিজেপি। দেশভক্তির তাস খেলেই লোকসভা ভোটের আগে সেই জোট ছেড়ে দিল তারা। আরএসএস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে অমিত শাহ আজ দলকে জানালেন, জম্মু-কাশ্মীরে মেহবুবা মুফতির পিডিপি-র সঙ্গে জোট ছিন্ন করছে বিজেপি। রাম মাধব বললেন, ''জোটে থেকে শান্তি আর উন্নয়ন হচ্ছে না। বাড়ছে সন্ত্রাস, হিংসা, চরমপন্থা।'' সাংবাদিক শুজাত বুখারির হত্যার পরে মোদী-শাহরা একটি শব্দও উচ্চারণ করেননি। আজ সেই হত্যাকেই এই সিদ্ধান্তের অন্যতম 'মোড়' বলে চিহ্নিত করল বিজেপি। জোট ভাঙার পরে মেহবুবা নিজে তো বটেই, বিরোধী ওমর আবদুল্লা বা রাহুল গাঁধীর দল— কেউই জোড়াতালির সরকার গড়ায় আগ্রহ দেখাল না। ফলে উপত্যকায় এখন চলবে রাজ্যপালের শাসন। নির্ধারিত সময়ে ভোট হলে যেটি অনায়াসে লোকসভা ভোট পর্যন্ত চলতে পারে। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট পাঠিযে দিয়েছেন রাজ্যপাল। এ দিন রাহুল টুইটারে বললেন, ''সুযোগসন্ধানী বিজেপি-পিডিপি জোট জম্মু-কাশ্মীরে আগুন লাগিয়েছে। সেনা-সহ নির্দোষীদের প্রাণ গিয়েছে। ইউপিএ সরকারের কঠোর পরিশ্রম নষ্ট হয়েছে