প্রায় ১ লাখ চাকরি ‘পতঞ্জলি’-তে! জেনে নিন যোগ্যতা, বেতন


বেকারদের জন্য এবার হাজার হাজার চাকরির সুযোগ এনে চমক 'পতঞ্জলি'-র! বাবা রামদেব আগেই বলেছিলেন ২০২০ সালের মধ্যেই নাকি 'পতঞ্জলি'-কে বিশ্বের বৃহত্তম এফএমসিজি হিসেবে প্রতিষ্ঠা করবেন। সেই পথে এগোতেই কি এক ধাক্কায় এত নিয়োগের ঘোষণা? শুরু হয়েছে জল্পনা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশের প্রতিটি জেলাতেই নিয়োগ করবে 'পতঞ্জলি'। হরিদ্বার-কেন্দ্রিক এই সংস্থার জন্য অবিলম্বে কর্মী নিয়োগ করা হবে। পোশাকের জন্য 'পতঞ্জলি পরিধান' এবং 'কিম্ ভো' অ্যাপ নিয়ে প্রযুক্তির দুনিয়াতেও তারা পা রাখার কারণেই একসঙ্গে এতগুলি পদ তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে।

জেনে নিন এই কর্মী নিয়োগের খবরাখবর—
শূন্য পদ: দেশের প্রতিটি জেলায় ৪০ থেকে ৫০টি সেলসম্যান নিয়োগ করা হবে বলে খবর। হোম ডেলিভারির জন্য আরও ৫০ থেকে ১০০ জন করে চাকরি পাবেন জেলা প্রতি।

যোগ্যতা: ন্যূনতম যোগ্যতা ক্লাস টুয়েলভ পাস। বিএ, এমএ ও এমবিএ উত্তীর্ণদের জন্য রয়েছে বাড়তি সুবিধে।

বেতন: প্রতি মাসে ৮ থেকে ১৫ হাজার টাকা। তবে তিনি কোন এলাকায় কাজ করছেন এবং তাঁর শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করবে বেতন।

'পতঞ্জলি'-র পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে হয়েছে, আবেদনের জন্য কোনও এজেন্টের দ্বারস্থ না হতে। স্বীকৃত পতঞ্জলি কো-অর্ডিনেটরদের মাধ্যমে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ দিন ২২ জুন।