Posts

Showing posts from August 14, 2018

পুনের ব্যাঙ্ক থেকে ৯৪ কোটি টাকা চুরি করল হ্যাকাররা

Image
একটি সমবায় ব্যাঙ্ক থেকে চোখের পলকে উধাও হয়ে গেল ৯৪.৪২ কোটি টাকা। জানা গিয়েছে  হ্যাক করেই এই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পুনের কসমস কো-অপারেটিভ ব্যাঙ্কে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার চতুরশ্রিঙ্গি থানার পুলিস জানিয়েছে, দু'বার হ্যাক করা হয়েছে। প্রথম প্রতারণাটি হয় ১১ অগাস্ট বিকেল ৩টে থেকে রাত ১০ টার মধ্যে। এই সময় ৭৮ কোটি টাকা উধাও হয় ব্যাঙ্ক থেকে। কীভাবে প্রতরণা করল হ্যাকাররা? পুলিস জানিয়েছে, সমবায় ব্যাঙ্কের এই প্রধান কার্যালয় থেকে ওই সময়ের মধ্যে ভিসা এবং রুপে ডেবিট কার্ডের তথ্য অনলাইনের মাধ্যমে চুরি করা হয়। এর পিছনে রয়েছে মোট ২৮টি দেশের হ্যাকার চক্র। প্রথমে ৪০০টি ডেবিট কার্ড ব্যবহার করে ২.৫ কোটি টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা। জানা যাচ্ছে, মোট ২,৮০০ বার জাল লেনদেন করা হয়েছে। সূত্রের খবর, মোট ১২ হাজার বার ডেবিট কার্ড ব্যবহার করে এই ৭৮ কোটি টাকা তুলে নেয় হ্যাকাররা। তবে, এই টাকা কোনও গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যায়নি। দ্বিতীয় হ্যাকটি হয় ১৩ অগস্ট সকাল সাড়ে এগারোটা নাগাদ। পুলিস জানিয়েছে, এ ক্ষেত্রে সুইফ্ট লেনদেনের মাধ্যমে ১৩.৯২ কোটি টাকা লুঠ করে হ্যাকাররা। এই টাকা হংকং-এর এএলএম ট্রেডিং লি

ফের কানে মোবাইল, খড়দহে ট্রেনে কাটা পড়লেন ছাত্র

Image
দুর্ঘটনায় মৃত সোহম মৈত্র। ফের কানে হেড ফোন লাগিয়ে রেল লাইন পার। এবং ফের মৃত্যু। এ বার বলি বছর বাইশের ছাত্র সোহম মৈত্র। ঘটনাস্থল শিয়ালদহ মেন লাইনের খড়দহ স্টেশন। পকেটে মোবাইল, কানে হেডফোন। খড়দহ স্টেশনের এক নম্বর থেকে চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন সোহম। এক সঙ্গে আরও অনেকেই পার হচ্ছিলেন। এর মধ্যেই ইন্টারসিটি এক্সপ্রেস চলে আসে। বুঝতেই পারেননি ওই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চার নম্বর লাইনে ডাউন ট্রেন যখন ওই যুবকের প্রায় ঘাড়ের কাছে চলে এসেছে, তখন তাঁরা বুঝতে পারেন, ট্রেনের শব্দ কানেই যায়নি তাঁর। কিন্তু কিছু করার আর সুযোগ মেলেনি তখন। হইহই করে উঠতে না উঠতেই মুহূর্তের মধ্যে সেই ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় সোহমের দেহ। ঘটনাস্থলেই মারা যান ওই কলেজ পড়ুয়া। এখানেই শেষ নয়। মঙ্গলবার বেলা ১১ নাগাদ ঘটনাটি ঘটে। রেল লাইনের উপর তার পর প্রায় দু'ঘণ্টা পড়েছিল দেহ। কেন না ডোম আসেনি। ফলে সোহমের শরীরের উপর দিয়েই চলে গিয়েছে একের পর এক ট্রেন। ডোম যখন এলেন, তখন চেহারা চেনাই দায়! মঙ্গলবার খড়দহ স্টেশনে মর্মান্তিক এই ছবি দেখে শিউরে উঠেছিলেন যাত্রী, হকার, দোকানি বা স্থানীয় মানুষজন। অভিযোগ, রেলের

অমানবিক ! পাঁচ ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে থাকার পর অসুস্থ ব্যক্তিকে মৃত ঘোষণা করে বিতর্কে রেল

Image
হাওড়া: অমানবিক ! স্টেশনের প্ল্যাটফর্মে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন বৃদ্ধ ৷ কিন্তু সেদিকে হুঁশ নেই কারোওর ৷ একের পর এক ট্রেন বেরিয়ে যাচ্ছে রেল লাইন দিয়ে ৷ ভিড় স্টেশনের মাঝেই পাঁচ ঘণ্টা পড়ে রইলেন বৃদ্ধ ৷ ঘটনাটি ঘটেছে হাওড়া ফুলেশ্বর স্টেশনে ৷ মঙ্গলবার ভোর ৫ টার সময় স্টেশনে আসেন বৃদ্ধ ৷ আচমকাই অসুস্থ বোধ করেন তিনি ৷ স্টেশনের প্ল্যাটফর্মের মাটিতেই পড়ে যান তিনি ৷ সেই অবস্থাতেই পড়ে রইলেন প্রায় পাঁচ ঘণ্টা ৷ শুধু নিত্যযাত্রীরাই নয় ৷ রেল আধিকারিকদেরও সেদিকে কোনও নজর ছিল না ৷ চার ঘণ্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি ৷ খবর দেওয়া হয় রেল আধিকারিকদের ৷ এরপর ঘটে আরও এক বিপত্তি ৷ রেল আধিকারিকরা জানান, পাঁচ ঘণ্টা বিনা চিকিৎসায় প্ল্যাটফর্মে থাকার পর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ অসুস্থ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে ফের বিতর্কের মুখে রেল ৷

২ টাকায় জীবন শুরু করে ১০০ কোটির মালিক, কল্পনা সরোজরাই আসলে স্বাধীনতার কারিগর

Image
গল্প মনে হতে পারে শুরু থেকে শেষ। তবে এটা কোনও গল্প নয়। এক দলিত, সমাজের পিছিয়ে পড়া আদিবাসী মহিলার জীবনের লড়াইয়ের কাহিনি। যিনি জীবনে শত বাধা সত্ত্বেও উঠে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছেন। শুধু নিজের জন্য নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনের মানোন্নয়নে এগিয়ে এসেছেন। কিশোরী বয়সে মাত্র ২ টাকা রোজে দিন শুরু করে এখন তিনি দেশের অন্যতম সেরা মহিলা উদ্যোগপতি। তিনি কল্পনা সরোজ। যাঁর কোনও ম্যানেজমেন্ট ডিগ্রি না থাকা সত্ত্বেও দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্রে তাঁর ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখা হয়। মহারাষ্ট্রের আকোলা জেলায় একটি ছোট গ্রাম রূপরখেড়ায় ১৯৬১ সালে এক দলিত পরিবারে জন্ম কল্পনার। বাবা ছিলেন পুলিশ কনস্টেবল। পেতেন ৩০০ টাকা মাইনে। তাই দিয়ে পরিবারে প্রায় দশ জনের পেট চলত। ১২ বছর বয়স হতে না হতেই কল্পনার বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর কল্পনা চলে আসেন মুম্বই। তবে শ্বশুরবাড়িতে ভালো পরিবেশ ও খাওয়া পাওয়া তো দুরস্থান, কল্পনার উপরে রীতিমতো অত্যাচার করা হতো। এই অবস্থা ছয় মাস চলার পরে তাঁর বাবা মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসেন। তবে কোনও মেয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরে এলে সেইসময়ে গ্রামের সমাজ তাঁকে হীন দৃষ্টিতে দেখত। কল্

এবার কন্যাশ্রীর আওতায় সবাই! নানা সুবিধার কথা ঘোষণায় মুখ্যমন্ত্রী, জেনে নিন বিস্তারিত

Image
রাজ্যের এবার সব কন্যাকেই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হচ্ছে। কন্যাশ্রী দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, রাজ্যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ও খোলা হবে। কন্যাশ্রীর সুবিধা পেতে এবার সিলিং আর কোনও বাধা নয়। তুলে দেওয়া হয়েছে বার্ষিক আয়ের সীমা। অর্থাৎ সব কন্যাকেই আনা হচ্ছে কন্যাশ্রীর আওতায়। এরজন্য বার্ষিক ২০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই কন্যাশ্রীরা ২ লক্ষ কোটি টাকা নিয়ে আসবে। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী বলেন, কন্যাশ্রীর নামে লঞ্চ আছে, ভবন আছে। এবার কন্যাশ্রীর নামে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতর কন্যাশ্রীদের চাকরির পরীক্ষায় উপযুক্ত করে তুলতে প্রশিক্ষণের বন্দোবস্ত করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অশান্তি অতীত, বিদ্যুৎ সাবস্টেশনের কাজ শুরু হয়ে গেল ভাঙড়ে

Image
কাজ শুরু হয়েছে সাবস্টেশনের। পাওয়ার গ্রিডের সামনে জড়ো হয়েছেন গ্রামবাসী, পুলিশ। বছর দেড়েকের রক্তক্ষয়, ঘন ঘন মিটিং-মিছিলের পর অবশেষে ভাঙড় আন্দোলনের সমাপ্তি হল। ভাঙড়ে পাওয়ার গ্রিডের বদলে মঙ্গলবার থেকে কাজ শুরু হল সাবস্টেশনের। গত ১১ অগস্ট ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী এবং সরকারের পক্ষে আলোচনা হয়। তাতে স্থির হয়, পাওয়ার গ্রিডের বদলে ওই জায়গায় পাওয়ার সাবস্টেশন তৈরি হবে। আন্দোলনকারীরা সেই চুক্তিতে রাজি হন। ক্ষতিপূরণ বাবদ গ্রামবাসীদের ১২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তও হয় ওই চুক্তিতে। এ দিন সকাল থেকেই সেই মতো কাজ শুরু হয়েছে। এ দিন ভাঙড়ে গিয়ে দেখা যায়, পাওয়ার গ্রিডের কাছে পুলিশ, গ্রামবাসী এবং পাওয়ার গ্রিড কর্পোরেশনের লোকজন জড়ো হয়েছেন। সাবস্টেশনের ভূগর্ভস্থ তার নিয়ে যাওয়ার জন্য জমি জরিপের কাজ শুরু হয়েছে। তবে সেই কাজ শুরু করার আগে পাওয়ার গ্রিডের যন্ত্রপাতি বার করা হবে। বছর দেড়েকের এই আন্দোলনের জেরে এর আগেই একবার পাওয়ার গ্রিডের বদলে সাবস্টেশন করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার পক্ষ। সাবস্টেশনের কাজ শুরুও হয়ে গিয়েছিল। রাজারহাট-গোকর্ণ-পূর্ণিয়ার দিকে একটি লাইনের কাজ প্রায় হয়ে গিয়েছিল। জিরাট-সু

তথ্যপ্রযুক্তি সংস্থায় সহকর্মীর হাতে শ্লীলতাহানির শিকার তরুণী

Image
নয়ডা: অমানবিক ! তথ্যপ্রযুক্তি সংস্থার ৪৩ জন সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলেন এক মহিলা ইঞ্জিনিয়ার ৷ নয়ডা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা বছর ২০-র তরুণী ৷ ঘটনাস্থল গাজিয়াবাদ ৷ ২০১৬ সাল থেকে নয়ডার একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন নিগৃহীতা তরুণী ৷ তবে, সমস্যার সূত্রপাত হয় ২০১৭ সালের নভেম্বর থেকে ৷ অফিসের মধ্যেই একাধিকবার শ্লীলতাহানির শিকার হতে হয়েছে তাকে ৷ এমনকী, পদন্নোতির জন্য ওই তরুণীকে রাত কাটানোর জন্যও প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এর পাশাপাশি হোয়াটসঅ্যাপেও আপত্তিকর মেসেজ আসত ওই তরুণীর কাছে ৷ অফিসের পুরষ কর্মীরা তাকে পুরুষাঙ্গের ছবি তুলে যৌনসঙ্গম করার প্রস্তাব দিত বলেও অভিযোগ জানিয়েছেন ওই তরুণী ৷ গোটা ঘটনাটি নিয়ে রাজ্য মহিলা কমিশন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও দ্বারস্থ হন ওই তরুণী ৷ কিন্তু অভিযোগ জানানোর পরও কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে ৷ এমনটা দাবি করেন ওই তরুণী ৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ যদিও এখনও অবধ

কন্যাশ্রীর আওতায় সকলেই, গড়া হবে বিশ্ববিদ্যালয়, কল্পতরু মমতা

Image
কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন কল্পতরু। ছাত্রীদের জন্য ঘোষণা করলেন একের পর সুখবর। কন্যাশ্রীর ঊর্ধ্বসীমা তুলে দেওয়া থেকে শুরু করে তাদের জন্য বিশ্ববিদ্যালয় গড়া, এমনকি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে কন্যাশ্রীদের চাকরির ব্যবস্থাও পাকা করার প্রতিশ্রুতি দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় ভীষণই খুশি ছাত্রীরা।   মঙ্গলবার কন্যাশ্রী দিবস উপলক্ষে নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে ছাত্রীরা এসেছিল। মমতা তাদের সামনেই ঘোষণা করেন, এখন থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য কোনও ঊর্ধ্বসীমা থাকছে না। সকলেই কন্যাশ্রী পাবে। সরকারি হিসাব মতো এই মুহূর্তে প্রায় ৫০ লাখ ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতায় রয়েছে। এ ক্ষেত্রে ছাত্রীর পারিবারিক আয় বছরে দেড় লাখ টাকার কম হতে হয়। সেই ঊর্ধ্বসীমাই এ বার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এর ফলে আরও ৩ লাখ ছাত্রী কন্যাশ্রীর আওতায় আসবে। সে ক্ষেত্রে সরকারের প্রায় ২০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানিয়েছেন তিনি। মমতার দাবি, কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর স্কুলছুট ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ১১ শতাংশ কমেছে। নেতাজি ইন্ডোরের মঞ্চ

স্কুলে টিফিনের সময় তিন নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে যৌন হেনস্তার অভিযোগ।

Image
স্কুলে  ফের যৌন হেনস্তার শিকার নাবালিকা। টিফিনের সময় চকোলেট দেওয়ার নাম করে  তিনজন পড়ুয়াকে মিড-ডে মিল সরবরাহকারী যৌন হেনস্তা করেছে বলে অভিযোগ।  সোমবার রাতে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিরাটি হাইস্কুলের প্রাথমিক বিভাগে। প্রতিদিনের মতো সোমবারও স্কুলের প্রাথমিক বিভাগে টিফিন শুরু হয়েছিল সকাল দশটায় । অভিযোগ, তখনই তিন খুদেকে একা পেয়ে চকোলেটের লোভ দেখায় স্কুলের  রাজু সরকার নামে এক ব্যক্তি। স্কুলের মিড-ডে মিল সরবরাহ করে সে।  এরপর স্কুলের একটা ফাঁকা ক্লাসরুমে ডেকে নিয়ে গিয়ে তিনজনের উপরেই শারীরিক নির্যাতন চালায় রাজু। বাড়িতে বললে প্রাণে মারারও হমকি দেয় অভিযুক্ত। ঘটনার পর ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় তিন নাবালিকা। পড়ুয়াদের কান্নার আওয়াজে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন স্কুলের এক শিক্ষিকা। তিনি বন্ধ  ক্লাসঘরের দরজায় ধাক্কা দিতেই তা খুলে যায়। সেখান থেকে প্রায় দৌড়ে পালিয়ে যায় রাজু। টিফিনের পর  স্বাভাবিক নিয়মে বাকি ক্লাসগুলি চলে। এদিকে নির্যাতিতাদের একজন বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। পেট ব্যথার কারণ জানতে চাইলেই মা-কে ঘটনাটি  জানায় সে। নিমতা থান

"ফেসবুকে ব্যস্ত নার্সরা", বেডে কাতরাতে কাতরাতে মৃত্যু রোগীর

Image
জলপাইগুড়ি : চিকিৎসার গাফিলতিতে সাপে কাটা রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত যুবকের রাজা সাহা। তাঁর বন্ধু ও পরিজনদের অভিযোগ, বেডে রোগী পড়ে থাকলেও নার্সরা ডাক্তার ডাকার পরিবর্তে ফেসবুক ,হোয়াটসঅ্যাপ করতে ব্যস্ত ছিলেন। সময়ে অ্যান্টি ভেনম না দেওয়ার কারণেই মৃত্যু হয় রাজার। জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকার বাসিন্দা রাজা সাহাকে গতকাল সাপে কামড়ায়। তাকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে আনার পর রাজাকে ভরতি করে নেওয়া হয়। কর্তব্যরত নার্স তাকে একটি ইনজেকশন দেন। স্যালাইনও দেওয়া হয়। অভিযোগ, এরপর নার্সরা ডাক্তার ডাকার কথা বলে নিচের তলায় চলে যান। বেশ খানিকটা সময় অতিক্রান্ত হলেও ফিরে আসেননি তাঁরা। রাজা তখন যন্ত্রণায় কাতরাচ্ছে। বাধ্য হয়ে তাঁর বন্ধুরা নিচে গিয়ে দেখে ওই নার্সরা নিচের ঘরে বসে ডাক্তার ডাকার বদলে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ করছেন। রাজার বন্ধুদের আরও অভিযোগ, হাসপাতালে আনার পর প্রায় ২০ মিনিট কেটে গেলেও রাজাকে অ্যান্টি ভেনম ইনজেকশন দেওয়া হয়নি। সেকারণেই মৃত্য হয় রোগীর। এরপরই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। রাজার পরিজন ও বন্ধুরা হাসপাতালে ভাঙচ

গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি

Image
স্বামী কাজে গিয়েছিলেন, টিউশন পড়তে গিয়েছিল সন্তান। রাত তখন আটটা। বাইরে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি রাতের রান্না বসিয়ে দিয়েছিলেন বছর চল্লিশের গৃহবধূ। আচমকাই দরজায় কলিং বেল। দরজা খুলতেই এক যুবক জল চেয়েছিলেন। তিনি পিছন ঘুরতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ধারালো অস্ত্র ও বন্দুক হাতে তিন দুষ্কৃতী ঢুকে পড়ল ঘরে। গৃহবধূকে মারধর করে চলল বাড়িতে বেপরোয়া লুঠপাট। এক কথায় ভরসন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল কালনার মন্তেশ্বরের ভেলিয়া গ্রামে। দুষ্কৃতীরা দশ ভরি সোনার গয়না ও দশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে দাবি পরিবারের। সোমবার রাতে ভেলিয়া গ্রামের বাসিন্দা রুনালাইলা বিবির স্বামী দোকানে গিয়েছিলেন। তাঁর সন্তান পড়তে গিয়েছিল টিউশন। সোমবার রাতে বৃষ্টি হচ্ছিল। স্বামী-সন্তান ঘরে ফিরে যেতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে পারে, তাই ভেবে রাতের রান্না চাপিয়ে দিয়েছিলেন তিনি। রুনালাইলা বিবির দাবি, রাত আটটা নাগাদ তাঁর বাড়ির কলিং বেলটা বাজে। তিনি ভেবেছিলেন, টিউশন থেকে বাড়ি ফিরেছে তাঁরই সন্তান। অভিযোগ, দরজা খুলতেই তিন দুষ্কৃতী ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে ঘরে ঢুকে পড়ে। তাঁর গলায় অস্ত্র ঠেকিয়ে তাঁকে বেঁধে রেখে লুঠপাট চালায় ব

রাতেরবেলা লুকিয়ে প্রেমিকের বাড়িতে গিয়েছিল স্কুলছাত্রী, শিকার হল ভয়ঙ্কর অভিজ্ঞতার

Image
স্কুলছাত্রী প্রেমিকাকে 'ধর্ষণ'-এর পর ছাদ থেকে ফেলে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কলেজছাত্র প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়াতে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ওই কিশোরী কৃষ্ণনগর হাসপাতালে চিকিত্সাধীন। নদীয়ার চাপড়ার দোয়েরবাজার মাঠপাড়া এলাকার বাসিন্দা নির্যাতিতা ছাত্রী ও অভিযুক্ত যুবক দুজনেই। হাসপাতালে বেডে শুয়ে ওই ছাত্রী জানিয়েছে, অভিযুক্ত যুবক চিন্ময় মণ্ডল তাঁর প্রতিবেশী। প্রায় ১ বছরের উপর তাদের সম্পর্ক। প্রায় রোজই সে চিন্ময়ের বাড়িতে যেত। এমনকি মাঝে মধ্যে রাতেরবেলাও তাকে ডেকে পাঠাত চিন্ময়। বাড়িতেই লুকিয়ে দেখা করত তারা। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, সোমবার সন্ধ্যাবেলাও তাকে ডেকে পাঠায় চিন্ময়। সে তাদের বাড়িতে যায়। অভিযোগ, সেখানে যাওয়ার পরই চিন্ময় কাল জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। সে বাধা দিলে তাকে মারধর করে চিন্ময়। এরপর বাড়িতেই জোর করে তার সঙ্গে 'সহবাস' করে চিন্ময়। তারপরই সে অজ্ঞান হয়ে যায়। তার আর কিছু মনে নেই বলে দাবি করেছে ওই ছাত্রী। এদিকে ওই ছাত্রীর মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে ধর্ষণ করেছে প্রতিবেশী যুবক চিন্ময়। তারপর ছাদ থেকে ছুঁড়ে

জীবনযাত্রা সহজ এমন শহরগুলির মধ্যে সবার উপরে পুণে, ৬৫ নম্বরে নয়াদিল্লি, বারাণসী ৩৩

Image
নয়াদিল্লি: দৈনন্দিন জীবনযাত্রা সহজ এমন ১১১টি শহরের মধ্যে প্রথম তিনে মহারাষ্ট্রের পুণে, নভি মুম্বই ও গ্রেটার মুম্বই। ৩৩ নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসী। ৬৫ নম্বরে দেশের রাজধানী নয়াদিল্লি। আমদাবাদ ২৩, হায়দরাবাদ ২৭ ও চেন্নাই ১৪ নম্বরে। কলকাতা এই সমীক্ষায় সামিল হয়নি। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে প্রথমবার এই ধরনের সমীক্ষা চালানো হয়। শাসনব্যবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং পরিকাঠামো বিচার করে শহরগুলির র‌্যাঙ্কিং ঠিক করা হয়েছে। এই তালিকা প্রকাশ করেছেন আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিংহ পুরী। প্রথম দশে মহারাষ্ট্রের চারটি শহর। সবার নীচে উত্তরপ্রদেশের রামপুর।

বাঙালির মুখে হাসি ফুটিয়ে দিঘায় উঠল ১০০ টন ইলিশ

Image
দিঘা: ঘোর বর্ষা৷ তবুও বাজারে মিলছিল না ভালো ইলিশ৷ আর যদি বা পাওয়া যাচ্ছিল তার দাম মধ্যবিত্তের নাগালের বাইরে৷ খাদ্য রসিক বাঙালির মুখ বেজার৷ তবে এবার স্বস্তির খবর৷ নিম্নচাপের দুর্যোগ থামতেই মঙ্গলবাই বিপুল পরিমাণ ইলিশ উঠল দিঘায়। ১০০ টনেরও বেশি ইলিশ ধরা পড়ায় খুশি মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে ভোজন পিপাসুরা৷ মৎস্যজীবীদের সংগঠন দিঘা ফিসারমেন এন্ড ফিশ ট্রেডার্স এসোসিয়েশনের তরফে নবকুমার পয়ড়ার দাবি, ''আগামী কয়েকদিন আরও বেশি পরিমাণ ইলিশ উঠবে সমুদ্র থেকে।'' রেকর্ড সংখ্যক ইলিশ ওঠায় মাছের রাজা ইলিশের আকাল মিটবে বলে আশা। দামও আরও সস্তা হওয়ারই সম্ভাবনা ৷ যা মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য অবশ্যই সুখবর ৷ এদিন দিঘা মোহনার ৪০০-৫০০ গ্রাম পাইকারি মাছের দাম ছিল ৩০০-৩৫০ টাকা৷ আর তার বেশি ওজন হলে তার দাম ৫০০-৫৫০-র মধ্যে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে থেকে লাগাতার নিম্নচাপ তৈরি হওয়ায় সঙ্কটে পড়েছিলেন মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীরা। মাছের আকাল তৈরি হয়েছিল সর্বত্র। দিঘা ফিসারমেন এন্ড ফিশ ট্রেডার্স এসোসিয়েশনের পক্ষে পরিচালক নবকুমার পয়ড়া বলেন," ইলিশ নাগালে থাকলেও আমরা ধরতে পারিনি।ন

বাংলার এই রাজপরিবারের রহস্যে মোড়া কাহিনি ধরা দিল 'এক যে ছিল রাজা'-র ভিডিওতে

Image
একজন রাজা আর তাঁকে ঘিরে একাধিক রহস্য। রাজবাড়ি থেকে তাঁর বেরিয়ে যাওয়া। আর রাজবাড়িতে পদার্পন এক জটাধারী সন্ন্যাসীর। এমনভাবেই ক্রমেই ঘনীভূত হয়েছে রহস্য। সঙ্গে চলেছে এক আইনি লড়াই। এই সমস্ত দিক ঘিরেই বাংলা দেশের ভাওয়াল রাজবাড়ির ইতিহাস আজও বহু প্রশ্ন তোলে। সেই সব দিককে নিয়েই এবছরের পুজোয় আসছে সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবি 'এক যে ছিল রাজা'। ছবির টিজার ভিডিও আজ প্রকাশ পেয়েছে। ভিডিওর প্রথম থেকেই রহস্য আর রোমাঞ্চ যেন একজোট। এক সন্ন্যাসীর আগমন এক রাজবাড়িতে। জঙ্গল , মরুপ্রান্তর পেরিয়ে রাজবাড়িতে প্রবেশ তাঁর। আর নেপথ্যে চলছে এক কণ্ঠস্বর। যা থেকে উঠে আসছে আইনি জটিলতার কাহিনি। কিন্তু কী সেই কাহিনি। বলছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এক যে ছিল রাজা'। যীশু সেনগুপ্ত অভিনীত এই ছবি বার বার মনে করিয়ে দেয় উত্তম কুমারের 'সন্ন্যাসী রাজা' ছবির কাহিনি। সত্তর দশকের সেই ছবিতে উঠে আসে ভাওয়াল রাজপরিবারের ঘটনা। যেখানে বাড়ির রাজকুমার হঠাৎই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। একসময়ে যিনি নারীসঙ্গ,সুরা থেকে নিজেকে মুক্ত রাখতে পারতেন না, সেই রাজকুমারের মতোই এক ব্যক্তি ফের ফিরে আসেন রাজবাড়িতে। কিন্তু ফিরে আসেন সন

শেষ রক্তবিন্দু দিয়েও চলেছে লড়াই, কার্গিল যুদ্ধের নায়ক শহিদ বাত্রার এই বীরগাথা আসছে বায়োপিকে

Image
স্বাধীনতার পরবর্তী সময়ে একাধিক রক্তক্ষয়ী অধ্যায় দেখেছে এদেশ। শত্রুর আক্রমণ আর নৃশংস হামলার মুখে পড়েও শেষ লগ্নে জয় ছিনিয়ে নিয়ে এসেছে ১৩৩ কোটির এদেশ। আর বিভিন্ন সময়ে নানা ঐতিহাসিক পর্যায়ে ভারত দেখেছে তাঁর বীর সন্তানদের আত্মবলিদান। এমনই এক অধ্যায় রচনা করেছিলেন ক্যাপ্টেন বিক্রম বত্রা। '৯৯ কার্গিল যুদ্ধের এই 'শের শাহ'কে কুর্ণিশ জানায় আসমুদ্র হিমাচল। যাঁর বীরগাথা এবার ফুটে উঠতে চলেছে সত্তর এম এম-এ। বলিউডে আসছে এই শহিদ ক্যাপ্টেনের বায়োপিক। দেখে নেওয়া যাক কোন অদম্য সাহসে তিনি এই যুদ্ধ জয়ের অন্যতম কাণ্ডারী হয়ে ওঠেন। শুরুর ঘটনা এই কাহিনি ১৯৯৯ সালের। যখন কাশ্মীর সীমান্ত দিয়ে ক্রমেই ঢুকতে শুরু করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। ভূস্বর্গে তখন চরম সংকটকাল। পাকিস্তানি সেনা ও জঙ্গিদের রুখতে সেই সময়ে বীর দর্পে এগিয়ে গিয়েছেন ভারতীয় সেনার জওয়ানরা। গর্বের সঙ্গে আত্মত্যাগ করেছেন দেশের জন্য। এমন এক সময় ভারতীয় সেনা পেয়েছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে।     'হয় পতাকা উত্তোলন করে ফিরব নয় ফিরবে আমার মরদেহ' শেষেবার যেদিন বাড়ির সদস্যদের সঙ্গে কথা হয় , সেদিন ক্যাপ্টেন বাত্রা বলেছিলেন, 'হয় জিতে দেশের

বাড়িভাড়া নিয়ে বিবাদ, শিশুকে ফুটন্ত ভাতের হাঁড়িতে ফেলে দিল ভাড়াটিয়া

Image
বাড়িওয়ালার সঙ্গে বিবাদের জেরে ৩ বছরের শিশুকে ধাক্কা মেরে ফুটন্ত ভাতের হাড়িতে ফেলে দিল ভাড়াটিয়া। অভিযোগ, শুক্রবার সকালে বাড়িওয়ালার সঙ্গে বচসার সময় ভাড়াটিয়া ও তাঁর এক আত্মীয় ওই শিশুকে ধাক্কা মারে। ধাক্কার চোটে ফুটন্ত হাড়ির মধ্যে পড়ে যায় শিশুটি। গুরুতর জখম অবস্থায় শিশুটি বর্তমানে এসএসকেএম-এ চিকিত্সাধীন। শিশুটির শরীরের ঊর্ধ্বভাগের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছে। এই ঘটনায় মঙ্গলবার উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেছে ওই শিশুর পরিবার। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িভাড়া নিয়ে বিবাদ চলছিল বাড়িওয়ালা সুষেন ভুঁইয়া ও ভাড়াটিয়া রাজকুমারী শ-এর মধ্যে। সুষেন ভুঁইয়া পেশায় গাড়িচালক। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িভাড়া দিচ্ছিলেন না ভাড়াটিয়া রাজকুমারূ শ।  গোটা বাড়িটাই আস্তে আস্তে দখল করে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, বাড়িভাড় সংক্রান্ত গন্ডগোলের জেরে দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই ছিল। শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে। শুক্রবার সকালে নিজের ঘরের সামনেই খেলছিল ২বছর ১০ মাসের দীপান্বিতা। অভিযোগ, সেইসময়ই রাজকুমারী শ তাকে ধাক্কা মারে। ধাক্কার চোটে ফুটন্ত ভাতের হাঁড়ির মধ্যে পড়ে যায় দীপান্বিতা। এই

হুঁশিয়ারি সার! অটো প্রত্যাখানের প্রতিবাদ করায় তরুণীকে চড়, গ্রেফতার চালক

Image
গড়িয়া-গোলপার্ক রুটের এই অটোর চালকই গ্রেফতার হয়েছে। মন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও ফের শিরোনামে অটো চালকদের 'দাদাগিরি'!নির্দিষ্ট রুটের হওয়া সত্ত্বেও যাত্রী নিতে চাইছিল না কোনও অটো। জোরজবরদস্তি অটোতে উঠতে গেলে চালক যাত্রীকে চড় মারে বলে অভিযোগ। যাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছে অটো চালক। আটক করা হয়েছে গড়িয়া-গোলপার্ক রুটের অটোটিকেও। সোমবার ঘটনাটি ঘটেছে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ওই তরুণী। তিনি বর্তমানে মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস-এ পড়েন। বাড়ি গাঙ্গুলিবাগানে। সম্প্রতি মুম্বই থেকে কলকাতার গাঙ্গুলিবাগানে বাড়িতে ফিরেছেন তিনি। সোমবার যাদবপুরে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েই এই অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছে তাঁর। পুলিশের কাছে ওই তরুণী জানিয়েছেন, সোমবার রাত ৮টা নাগাদ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেরিয়ে ৮বি অটোস্ট্যান্ডে আসেন। সঙ্গে কয়েকজন বন্ধুও ছিলেন। প্রায় আধ ঘণ্টা অটোর জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু তাঁর সামনে দিয়ে অনেকগুলো গাঙ্গুলিবাগান যাওয়ার অটো বেরিয়ে যায়। কেউই দাঁড়াতে চায়নি। এর পর একপ্রকার বিরক্ত হয়ে

বৃষ্টিতে বা জলে পড়ে আপনার স্মার্টফোন ভিজে গেলে কী করবেন ?

Image
কলকাতা: দৈনন্দিন জীবনে সবচেয়ে অপরিহার্য কোনও বস্তু যদি থাকে, সেই তালিকায় মোবাইল ফোন সবার উপরেই থাকবে ৷ মোবাইল ফোন ছাড়া এক মিনিটও কাটানো এখন অসম্ভব অধিকাংশ মানুষের কাছেই ৷ সবার প্রিয় জিনিস এই স্মার্টফোন কিন্তু ভিজে গেলেই বিপত্তি ! সম্প্রতি এখন অনেক সংস্থা ওয়াটার প্রুভ ফোন বানিয়েছে ৷ কিন্তু তাদের মূল্য আকাশ ছোঁয়া ৷ যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে ৷ কিন্তু আপনার ফোন যদি 'ওয়াটার প্রুফ' না হয় তাহলে আপনাদের জন্য রয়েছে কয়েকটি টিপস ৷ ফোন ভিজে গেলে খুব সহজেই তা ঠিক করে নিতে পারবেন আপনি নিজেই ৷ তাও আবার বাড়িতে বসে বিনামূল্যে ৷ ১. ফোন বৃষ্টির জলে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন ৷ যত বেশি জল থাকবে তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন যন্ত্রাংশ খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে ৷ খুব বেশিক্ষণ জল থাকলে শর্ট সার্কিটও হয়ে যেতে পারে ৷ এতে ফোনে থাকা সমস্ত ডেটা উড়ে যায় ৷ ২. ফোন স্টার্ট করার আগে ভাল করে মুছে নিন ৷ ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন তাড়াতাড়ি। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন আপনার ফোনের ক

জামাইয়ের পুরুষাঙ্গ কেটে নিল শ্বশুরবাড়ির লোক! চাঞ্চল্য রায়গঞ্জে

Image
হাসপাতালে আক্রান্ত যুবক চিরঞ্জিৎ বর্মন। মেয়েকে মারধর করত জামাই। ক্ষোভে ফুঁসছিল বাড়ির লোক। অবশেষে এক সন্ধেয় মেয়ের গায়ে তাকে হাত তুলতে দেখে তার উপরে চড়াও হল শ্বশুরবাড়ির লোক। কেটে নিল তার পুরুষাঙ্গ! এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে রায়গঞ্জে। আহত জামাইকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা রবিবার রাতের। জানা যাচ্ছে, রায়গঞ্জ থানার রায়পুর গ্রামের বাসিন্দা চিরঞ্জিৎ বর্মন পেশায় কাপড়ের ব্যবসায়ী। সুশীহার গ্রামের মুক্তা বর্মনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল প্রায় ৩ বছর আগে। অভিযোগ, বিয়ের পর থেকেই চিরঞ্জিৎবাবু মদ্যপান করে স্ত্রীকে বেদম মারধর করতেন। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকেদের মনে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমা হচ্ছিল। ঘটনার দিন চিরঞ্জিৎবাবুর ছোট সম্বন্ধির বিয়ে ছিল। সেই বিয়েতে স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন চিরঞ্জিৎবাবু। আকণ্ঠ মদ্যপান করার পরে তাঁর সঙ্গে বিবাদ শুরু হয় স্ত্রী মুক্তা দেবীর। তিনি স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে চাইলে শ্বশুরবাড়ির লোকেরা আপত্তি করেন। এর পরই স্ত্রীর উপরে চড়াও হয়ে তাঁকে মারধর করতে থাকেন চিরঞ্জিৎবাবু। তখনই রুখে দাঁড়ান শ্বশুরবাড়ির লোকজন। চিরঞ্জিৎকে মাটিতে ফেলে মারধোর করা হয়।

ইলিশ কি অনুপ্রবেশকারী: মমতা

Image
ইলিশ মাছ, জামদানি কি অনুপ্রবেশকারী? নাকি উদ্বাস্তু? সন্দেশ, মিষ্টি দই, আম? বাংলার সংস্কৃতি যাঁরা জানেন না, তাঁরা এ-সব বলছেন?  নরেন্দ্র মোদী, অমিত শাহদের নাম মুখে না-এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভা ভবনে নিজের দপ্তরে বসে তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর কথায়, 'বিজেপি সারা দেশের মানুষের মধ্যে ঘৃণার সঞ্চার করছে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছে। যারা বাংলাকে অপমান করে তাদের প্রতি আমার ভালোবাসা নেই।'  গত শনিবার কলকাতায় এসে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের তীব্র সমালোচনা করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এনআরসি নিয়ে বিরোধীদের সমালোচনা করে বলেছেন, এটা রাজনীতির ইস্যু নয়, এর সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত। এ দিন বিজেপির কোনও নেতা-মন্ত্রীর নাম মুখে না-আনলেও মুখ্যমন্ত্রী মোদী-অমিতের সমালোচনারই জবাব দিলেন বলে রাজনৈতিক মহলের একাংশের অভিমত।  মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বিজেপির সমস্যা কী? কেন বিজেপি বাংলা বিদ্বেষী? বাংলার প্রতি বিজেপির এত ঘৃণা কেন? আমরা বাংলা ভাষায় কথা বলি বলে? বাংলায় কথা বলা কি অপরাধ?

২৬ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্ত করল পাকিস্তান

Image
করাচি: স্বাধীনতা দিবসের আগে ২৬ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল পাকিস্তান। অন্যায় ভাবে পাকিস্তানের জলপ্রদেশ পার করার কারনে তাদের গ্রেফতার করা হয়। সেদেশের নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের আগে ভারতের সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত দিতেই পাকিস্তানের এমনই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সুত্রের খবর, ভারতীয় মৎস্যজীবীদের করাচির মালির জেল থেকে ক্যান্ট রেলওয়ে স্টেশনে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে লাহোরে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতা দিবসের দুপুরে তাদের ওয়াঘা সীমান্তে ভারতীয় অফিসারদের হাতে তুলে দেওয়া হবে। ইদি ফাউন্ডেশনের শাদ ইদি জানিয়েছেন, ''মুক্ত ভারতীয় বন্দিদের যাতায়াতের খরচ জুগিয়েছে ইদি ফাউন্ডেশন। ভারত ও পাকিস্তান উভয় সরকারেই উচিত দরিদ্র মৎস্যজীবীদের কথা মাথায় রেখে বিধি নিষেধ কিছুটা শইথিল করা। দুটি দেশেরই মৎস্যজীবীরা খুবই দরিদ্র। তাদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দেওয়া উচিত। নব নির্বাচিত সাংসদদের নিয়ে প্রথমেই আলোচনা হবে মন্ত্রীসভায়। তারপর ক্ষমতা হস্তান্তরের পক্রিয়া শুরু হবে। পাকিস্তান ও ভারত প্রায়ই মৎস্যজীবীদের গ্রেফতার করে। কারন আরবসাগরের উপকূলে কোন সিমারেখা নেই। এই মৎ

প্রতি মাসে মহাকাশে দুটি করে উপগ্রহ পাঠাবে ইসরো

Image
বেঙ্গালুরু: ভারতের মহাকাশ অভিযানে বড়সড় সাফল্য। প্রতিমাসে মহাকাশে দুটি করে উপগ্রহ পাঠাতে প্রস্তুত ভারত। সূত্রের খবর, আগামী ১৬ মাসে ৩১টি উপগ্রহ ছাড়ার দিনক্ষণ নির্ধারিত হয়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান কে সিভান জানিয়েছেন, ''আগামী কয়েকমাসে ইসরোর ঠাঁসা পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ মাসে নয়টি উপগ্রহ পাঠানোর সম্ভাবনা রয়েছে৷'' পাশাপাশি ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে ২২ টি উপগ্রহ পাঠানো হবে বলে জানা গিয়েছে। হিসেব অনুযায়ী প্রতিমাসে দুটি করে। সবমিলিয়ে এই বছরের সেপ্টেম্বর মাস থেকে ২০১৯-এর ডিসেম্বর মাস পর্যন্ত ১৬ মাসে মোট ৩১টি উপগ্রহ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর। কে সিভান আরও জানান, ভারতের মহাকাশ গবেষণার প্রাণপুরুষ বিক্রম সারাভাইের ৯৯তম জন্মবার্ষিকীতে তাঁর একটি মূর্তি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি আগামী তিন বছরে মোট ৫০টি উপগ্রহ ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। তাদের পরবর্তী লক্ষ্য সেপ্টেম্বর মাসে ব্রিটেন থেকে দুটি বানিজ্যিক উপগ্রহ পিএসএলভি সি-৪২ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো। আগামী কয়েকমাসের প্রধান কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল অক্টোবরে ইসরোর জিএস

নিউটাউনে ১০০ কোটির বিনিয়োগের ঘোষণা ইনফোসিসের

Image
কলকাতা: রাজ্যে পা রাখার কথা আগেই ঘোষণা করেছিল ইনফোসিস৷ এবার বিনিয়োগের ডালি নিয়ে বাংলায় হাজির হল এই আইটি সংস্থা৷ যার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা রাজ্যে এবার দ্বিতীয় সিলিকন ভ্যালি হবে৷ প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করে রাজারহাট-নিউটাউনে আইটি হাব গড়ে তুলবে ইনফোসিস৷ নিউটাউনের প্রায় ৫০ একর জমিতে প্রথম পর্যায়ে ৫ লক্ষ ২৫ হাজার বর্গফুটের সফটওয়ার ডেভেলপমেন্ট কেন্দ্র গড়ে তুলবে তারা৷ রাজ্য সরকারের আশা, এতে প্রাথমিক ভাবে ১০০০ ইঞ্জিনিয়ারের চাকরি হবে৷ সোমবার নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, ইনফোসিসের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউ রামাদাস কামাথ সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও আমলা৷ সংস্থার তরফে রাজ্যে প্রথম বার বিনিয়োগের কথা ঘোষণা করলেন ইউ রামাদাস কামাথ৷ জানান, একবার সব অনুমোদন পাওয়া হয়ে গেলে ১৫ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পূর্ণ করা যাবে৷ ইনফোসিস যখন এই ঘোষণা করছেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চওড়া হাসি৷ পরে মুখ্যমন্ত্রী বলেন, ''বাংলায় এ

‘তথ্যভাণ্ডার’ গড়তে রাজ্যে ৪০ একর জমি চাইল জিয়ো

Image
তথ্যপ্রযুক্তি নির্ভর 'তথ্যভাণ্ডার' গড়ার জন্য রিলায়্যান্স জিয়ো ইনফোকম রাজ্যের কাছে ৪০ একর জমি চাইল। একই সঙ্গে রাজারহাট নিউটাউনে ইনফোসিস তাদের ৫০ একর জমিতে সফটওয়্যার কেন্দ্রের জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়ে দিল। সোমবার সন্ধ্যায় নিউটাউনে 'বেঙ্গল সিলিকন ভ্যালি হাব'-এর শিলান্যাস অনুষ্ঠানে এই দু'টি প্রাপ্তিকে রাজ্য প্রশাসন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়া বলেই মনে করছে। সিলিকন ভ্যালির জন্য রাজ্য সরকার প্রথম ধাপে ১০০ একর জমি বরাদ্দ করেছে। এ দিন তথ্যপ্রযুক্তি শিল্পের এক ঝাঁক শীর্ষ প্রতিনিধিদের সাক্ষী রেখে ওই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, তাঁর স্বপ্ন আমেরিকার সিলিকন ভ্যালির পর কেউ যদি দ্বিতীয় কোনও সিলিকন ভ্যালির নাম করে সেটা যেন পশ্চিমবঙ্গ হয়। আর সেই স্বপ্ন সফল করতে তাঁর সরকার তথ্যপ্রযুক্তি শিল্পকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। প্রয়োজনে আরও ১০০ একর জমির ব্যবস্থা করার নির্দেশও মুখ্যমন্ত্রী এ দিন দিয়ে দিয়েছেন। বেঙ্গল সিলিকন ভ্যালি হাব প্রকল্পটি নিয়ে বলতে গিয়ে এ দিন মুখ্যসচিব মলয় দে জানান, রিলায়্যান্স জিয়ো ইফোক

গোঘাটে ‘গুপ্তধন’! বাড়ি ভাঙতেই মিলল রৌপ্যমুদ্রা

Image
মাটির দেওয়ালে গাঁইতির ঘা পড়তেই তামার কলসি ভরা রুপোর মুদ্রার বৃষ্টি! সোমবার সকালে গোঘাটের মধুবাটীর হাতুড়ে চিকিৎসক নাথুরাম মণ্ডলের বাড়িতে 'গুপ্তধন'-এর খবরে তোলপাড় হল এলাকা। ভিড় জমে উঠল মুহূর্তে। এলেন প্রশাসনের কর্তারা। ৩৩টি মুদ্রা উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। বছর নয়েক আগে হরিশচন্দ্র মণ্ডল নামে এক স্থানীয় কৃষিজীবীর কাছ থেকে ওই পুরনো দোতলা মাটির বাড়িটি কিনেছিলেন নাথুরামবাবু। এ বার বাড়িটি পাকা করার ইচ্ছে তাঁর। রবিবার থেকে শুরু হয়েছিল ভাঙার কাজ। এ দিন প্রায় ৪০ ফুট উঁচু থেকে একটি দেওয়াল ভাঙার সময়ে ভিতরে থাকা তামার কলসিটিও বেরিয়ে নীচে পড়ে। গোঘাট-২ ব্লকের বিডিও অরিজিৎ দাস জানান,  আপাতত ব্রিটিশ আমলের ৩৩টি রুপোর মুদ্রা মিলেছে। এর মধ্যে সবচেয়ে পুরনোটি ১৮৭৭ সালের। কয়েকটিতে রাজা পঞ্চম জর্জের প্রতিকৃতি রয়েছে। এর পুরাতাত্ত্বিক গুরুত্ব খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। তবে, ওই কলসিতে আরও কিছু মুদ্রা ছিল বলে দাবি বাড়ি ভাঙার কাজে যুক্ত শ্রমিকদের। তাঁদেরই এক জন বলেন, ''কলসিটা মাটিতে পড়তেই মুদ্রাগুলি ছড়িয়ে পড়েছিল। যাঁরা জড়ো হয়েছিলেন, তাঁরা অনেকেই কুড়িয়ে নিয়েছেন।'' আর

পিয়নের পদ বদলে হল শিক্ষা আধিকারিক!

Image
ছিল পিয়নের পদ। তা উঠে গিয়ে হল এডুকেশন অফিসারের পদ। আর পদের এই 'ভোলবদলেই' আলোচনা শুরু হয়েছে কলকাতা পুরসভার অন্দরে। পিয়নের পদমর্যাদা ও এডুকেশন অফিসারের পদমর্যাদাও তো এক নয়! তা হলে কী ভাবে এক পদের পরিবর্তে অন্য পদ তৈরি করা হল, তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন পুর আধিকারিকদের একাংশ। তা ছাড়া একেই পুরসভায় পিয়নের টানাটানি। সেখানে পিয়ন পদের সংখ্যা কমিয়ে কেন এডুকেশন অফিসার বা শিক্ষা আধিকারিকের পদ তৈরি করা হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরসভা সূত্রের খবর, এত দিন এডুকেশন অফিসারের একটি পদ ছিল পুরসভায়। কিন্তু সম্প্রতি পুর প্রশাসন সিদ্ধান্ত নেয়, এডুকেশন অফিসারের অতিরিক্ত চারটি পদ তৈরি করা হবে। তাঁরা শহর জুড়ে পুর স্কুলগুলির পঠনপাঠন, উন্নয়নের পরিকল্পনা করবেন। সেই মতো চারজনকে নিয়োগ করা হবে। কিন্তু সমস্যা দেখা দেয় পদের সংস্থান করা নিয়ে। পুর প্রশাসনের একাংশ প্রশ্ন তোলেন, একেই অগুণতি পদ তৈরি হয়েছে পুরসভায়। সেখানে আবারও নতুন পদ তৈরি করতে গেলে তো সমস্যা হবে! এ দিকে নিয়ম মতো পুরসভার মোট স্থায়ী পদের সংখ্যা বাড়ানো যাবে না। তখন পুর প্রশাসন সিদ্ধান্ত নেয়, ১৩টি পিয়নের পদ পুরোপুরি তুলে দেওয়া হবে। সেই মতো প্রস্ত

ফেসবুকে পোস্ট, রাতেই রক্ত দিতে ছুটলেন যুবক!

Image
দিনভর হাড়ভাঙা খাটুনির পরে রাতে ঘুমোতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তারই ফাঁকে চোখ রেখেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে একটা ছোট্ট আর্জিতে চোখ আটকে যায় সুতাহাটার উত্তর রানিচকের বাসিন্দা রাজেন্দ্র দাসের। এক মহিলার জন্য রক্তের প্রয়োজন হলদিয়া মহকুমা হাসপাতালে! আর দেরি করেননি রাজেন্দ্র। ফোনে রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাতে ১টা নাগাদ তিনি বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে।   রবিবার বিকেলে প্রসব যন্ত্রণা নিয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন শম্পা পাতি। সুতাহাটা ব্লকের দুরফাবেড়িয়া গ্রামের বাসিন্দা শম্পার পরিবার সূত্রের খবর, শম্পার অস্ত্রোপচারের জন্য 'ও' নেগেটিভ রক্তের প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ওই গ্রুপের রক্ত ছিল না। রাত ১২টা নাগাদ কার্যত মাথায় হাত পড়ে শম্পার পরিজনের। বিভিন্ন জায়গায় ফোন করেও রক্ত জোগাড় করা যায়নি। বিষয়টি জানাজানি হতেই ফেসবুকে রক্ত চেয়ে পোস্ট করে  একটি সংস্থা। আর তা দেখে রাত সাড়ে ১২টা নাগাদ রোগীর স্বামী রঞ্জন পতির সঙ্গে যোগাযোগ করেন পেশায় গাড়ি চালক রাজেন্দ্র। তাঁর বাড়ি থেকে হাসপাতাল ১২ কিলোমিটার দূরে। অত রাতে সেখানে যাওয়ার কোনও গাড়িও নেই। তাই বাড়ি