নিউটাউনে ১০০ কোটির বিনিয়োগের ঘোষণা ইনফোসিসের


কলকাতা: রাজ্যে পা রাখার কথা আগেই ঘোষণা করেছিল ইনফোসিস৷ এবার বিনিয়োগের ডালি নিয়ে বাংলায় হাজির হল এই আইটি সংস্থা৷ যার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা রাজ্যে এবার দ্বিতীয় সিলিকন ভ্যালি হবে৷

প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করে রাজারহাট-নিউটাউনে আইটি হাব গড়ে তুলবে ইনফোসিস৷ নিউটাউনের প্রায় ৫০ একর জমিতে প্রথম পর্যায়ে ৫ লক্ষ ২৫ হাজার বর্গফুটের সফটওয়ার ডেভেলপমেন্ট কেন্দ্র গড়ে তুলবে তারা৷ রাজ্য সরকারের আশা, এতে প্রাথমিক ভাবে ১০০০ ইঞ্জিনিয়ারের চাকরি হবে৷

সোমবার নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, ইনফোসিসের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউ রামাদাস কামাথ সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও আমলা৷

সংস্থার তরফে রাজ্যে প্রথম বার বিনিয়োগের কথা ঘোষণা করলেন ইউ রামাদাস কামাথ৷ জানান, একবার সব অনুমোদন পাওয়া হয়ে গেলে ১৫ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পূর্ণ করা যাবে৷ ইনফোসিস যখন এই ঘোষণা করছেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চওড়া হাসি৷

পরে মুখ্যমন্ত্রী বলেন, ''বাংলায় এবার দ্বিতীয় সিলিকন ভ্যালি হবে৷ আমাদের বিশ্বজয় করতেই হবে৷'' লগ্নিকারীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, বাংলা শিল্পবান্ধব৷ সারা বিশ্বের বিনিয়োগের সেরা গন্তব্য এই রাজ্য৷ এবার কলকাতায় বিনিয়োগ করুন৷ তিনি জানান, বেঙ্গালুরু ও হায়দরাবাদে আর জায়গা নেই৷ তাই কলকাতায় এসে বিনিয়োগ করুন৷