Posts

Showing posts from February 19, 2019

এগিয়ে এল SBI, ঋণ মুকুব শহিদদের

Image
পুলওয়ামাকাণ্ডের জেরে সারা দেশ শোকে কাতর। তারই মধ্যে শহিদদের পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে সকলে। সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা যে যার মতো অনুদান দিচ্ছেন। এবার এগিয়ে এল SBI। ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফ থেকে জানানো হল, পুলওয়ামা হামলায় প্রাণ হারান ২৩ জন শহিদের ঋণ মুকুব করে দেওয়া হল। শুধু তাই নয়, শহিদ জওয়ানদের পরিবারকে প্রাপ্য ৩০ লক্ষ টাকা বিমা  দেওয়ার কথা ঘোষণা করল এসবিআই। সোমবার এই ঘোষণাই করেন SBI-এর চেয়ারম্যান রজনীশ কুমার। তাঁর কথায়, 'মৃত সৈনিকের পরিবারের ক্ষতিপূরণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা শুধুমাত্র তাঁদের পাশে থাকার সামান্য চেষ্টা করছি।' সেইসঙ্গে জানানো হয়েছে, শহিদদের সব থেকে কাছের আত্মীয়কে এই বিমার ৩০ লক্ষ টাকা অতি শীঘ্রই পৌঁছে দেবে এসবিআই।

তিন মাসের বেতন সেনার তহবিলে দান করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Image
"আমি যদি কোনওদিন পুত্রসন্তানের বাবা হতে পারি, তাহলে আমার সন্তানকে ভারতীয় সেনাবাহিনীতে পাঠাব। কারণ ভারতবাসী হিসেবে এটা আমার কর্তব্য বলে মনে করি। আর একজন বাবা হিসেবে আমি সেজন্য গর্বিতও হব।"– দেশকে ভালবেসে ও শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই সোমবার জানিয়ে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি উল্লেখ করেছিলেন, "দেশের প্রতিটি পরিবারের একজন সদস্যের সেনাবাহিনীতে যোগ দেওয়া উচিত।" এবার নিজের তিন মাসের বেতন সশস্ত্র সেনাবাহিনীর তহবিলে দান করলেন সাংসদ। পাশাপাশি মঙ্গলবার টুইট করে সমস্ত দেশবাসীকে নিজেদের সন্তানকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করার আবেদনও করেন যুব তৃণমূল সভাপতি। সোমবার দক্ষিণ ২৪ পরগনার বজবজের চড়িয়ালে একটি সেতুর শিলান্যাস করেন সাংসদ অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। ওইদিন তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, "উগ্রপন্থার কোনও জাত হয় না। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের হাতে ভারতের যে সেনা জওয়ানরা শহিদ হলেন তা অত্যন্ত নিন্দনীয়। সমস্ত ভারতবাসী জাতি-ধর্ম নির্বিশেষে এই ঘট

'মাসুদ আজহার পাকিস্তানে আছে, যান গ্রেফতার করুন, না পারলে আমরা করব', ইমরানকে পাল্টা তোপ অমরিন্দরের

Image
পুলওয়ামা নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দুটি দেশের মধ্যে আলোচানার জায়গা আর নেই। পাশাপাশি সেনাকে যাবতীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এদিন দুপুরে এক টেলিভিশন বার্তায় জানান, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে আলোচোনায় বসতে চায় পাকিস্তান। তাঁর দাবি, ভারত যদি পাকিস্তানের কাছে পুলওয়ামা হামলায় কোনও পাকিস্তানির জড়িত থাকার প্রমাণ তুলে দেয়, তাহলে পাকিস্তান ব্যবস্থা নেবে। এদিকে,পাক প্রধানমন্ত্রীর এহেন বার্তার পর , পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পাল্টা তোপ দাগেন। সাফাইয়ের সুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফের একই দাবিতে সরব হয়ে জানিয়েছেন পুলওয়ামা হামলা নিয়ে প্রমাণ তুলে দিক ভারত। আর তার জবাবে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং টুইট বার্তায় জানান, 'পাকিস্তানের বাহাওয়ালপুরে বসে রয়েছে জইশ প্রধান মাসুদ আজহার। যে আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে হামলার ছক কষেছে।যান সেখান থেকে তুলে নিন তাকে সেখান থেকে। যদি না পারেন তাহলে জানিয়ে দিন, আমরা করে নেব। ভালো কথা, ২৬/১১ হামলার প্রমাণ

গত ডিসেম্বরেই কাশ্মীরে ঢোকে জইশের ‘ফিদায়েঁ স্কোয়াড’

Image
পুলওয়ামার অপরাধী কে বা করা? এনিয়ে চলছে চুলচেরা তদন্ত। পরতে পরতে রহস্যের জট খুলতেই বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। বিশ্লেষণ চলছে 'ইন্টেলিজেন্স ফেলিওর' থেকে শুরু করে 'সর্ষের মধ্যেই ভূত' থিওরি নিয়ে। তবে কোথাও যে খামতি ছিল, তা স্পষ্ট। সূত্রের খবর, বহুদিন আগেই কষে ফেলা হয়েছিল পুলওয়ামা হামলার ছক। গত ডিসেম্বরেই কাশ্মীরে প্রবেশ করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশের 'ফিদায়েঁ স্কোয়াড'। গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীর-সহ দেশে একাধিক আত্মঘাতী হামলা চালাতে গত ডিসেম্বরেই কাশ্মীরে প্রবেশ করে জইশের 'ফিদায়েঁ স্কোয়াড'। ২১ সদস্যের ওই দলে ছিল তিন আত্মঘাতী জঙ্গি। আইএসআই-এর মদতে পাকিস্তানের মাটিতে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। ওই দলের নেতৃত্বে ছিল সদ্য নিকেশ হওয়া জঙ্গি কামরান ওরফে আবদুল রশিদ গাজি ও জইশ প্রধান মাসুদ আজহারের ভাইপো মহম্মদ ওমর। জঙ্গি আফজল গুরু ও আজহারের আরেক ভাইপো উসমান হায়দরের মৃত্যুর বদলা নেওয়ার নির্দেশ ছিল তাদের উপর। পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিল দার ওই দলেরই সদস্য ছিল। ১৪ ফেব্রুয়ারির হামলার জন্য তাকেই বেছে নেওয়া হয়েছিল। বাকি দুই ফিদায়েঁ জঙ্গির উপর দেশের অন্

ফেইসবুক পোস্ট ঘিরে শিক্ষকের বাড়িতে হামলা, ধৃত ২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-সহ ১১

Image
ফেসবুক পোস্টের জেরে নিগৃহীত শিক্ষক। পালটা ১১ জনকে গ্রেফতার করে আদালতে পেশ করল পুলিস। তাদের মধ্যে ২ জন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।  ঘটনা সোমবার সন্ধ্যায় নবদ্বীপের বন্দ্যোপাধ্যায় পাড়ার। নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, পুলওয়ামা হামলার প্রেক্ষিতে ফেইসবুকে 'Next film Pulwama' লিখে পোস্ট করেন তিনি। সোমবার সন্ধ্যায় তাঁর বাড়িতে চড়ও হয় একদল লোক। অভিযোগ, তারা বিজেপি সমর্থক। জয়দীপবাবুর বাড়িতে যথেচ্ছ ভাঙচুর চালায় তারা। চলে লুঠপাট। শিক্ষকের স্ত্রী ও তাঁর বৃদ্ধ বাবাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিস।  ঘটনায় পালটা পথে নামে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে শিক্ষক-হেনস্থার অভিযোগে মিছিল করে শাসকদল। রাতেই থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত স্কুল শিক্ষক জয়দীপ ঘোষ। এর পরই মাঠে নামে পুলিস। রাতেই ওই ঘটনায় গ্রেফতার করা হয় ৬ জনকে। মঙ্গলবার সকালে গ্রেফতার হয় আরও ৫। ধৃত ১১ জনকে মঙ্গলবার নবদ্বীপ আদালতে তোলা হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঋত্বিক দাস ও শুভ মিস্ত্রিকে জামিন দেন বিচারক। বাকি ৯ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন

রাজ্যে ধরা পড়ল আরও এক জেএমবি জঙ্গি

Image
রাজ্যে ধরা পড়ল আরও এক জেএমবি জঙ্গি। সোমবার সাঁতরাগাছি রেলস্টেশন থেকে আসিফ ইকবাল ওরফে নাদিমকে গ্রেফতার করে এসটিএফ। জেএমবি জঙ্গি কৌসরের সঙ্গী সে।  মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা আসিফ ইকবাল ওরফে নাদিম। জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সক্রিয় সদস্য সে। চেন্নাইয়ে তাকে প্রশিক্ষণ দিয়েছিল কৌসর। বেঙ্গালুরুতে কয়েকটি ডাকাতির ঘটনাতেও অভিযুক্ত আসিফ ইকবাল। সেখান থেকে রাজ্যে ফেরার পথে সাঁতরাগাছি স্টেশনে আসিফকে গ্রেফতার করে এসটিএফ।  মঙ্গলবার আসিফ ইকবালকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। তাকে ৫ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক।  প্রসঙ্গত, গত বছর ৮ অগাস্ট খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে র মূল অভিযুক্ত কওসরকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়।

ভারত যুদ্ধ শুরু করলে পাল্টা জবাব দেবে পাকিস্তান, হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

Image
প্রত্যুত্তরের হুমকি ইমরানের। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালিয়েছিল পাক মদতে পুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে একের পর এক পদক্ষেপ করছিল ভারত। কিন্তু, পুরো ঘটনা নিয়ে পাক প্রধানমন্ত্রী ছিলেন নিশ্চুপ। নাশকতার পাঁচ দিন পর অবশ্য মুখ খুললেন তিনি, আর বললেন, ''পুলওয়ামা কাণ্ডের পর ভারত যদি আক্রমণ করে, তা হলে পাকিস্তান  শুধু পাল্টা আক্রমণ করার কথা ভাববে না, প্রতি আক্রমণ করবে। কারণ, এ ছাড়া পাকিস্তানের কাছে আর কোনও রাস্তা খোলা থাকবে না।'' একই সঙ্গে ইমরানের অভিযোগ, কোনও তথ্য প্রমাণ ছাড়াই ইসলামাবাদের উপর পুলওয়ামা হামলার দায় চাপাচ্ছে নয়াদিল্লি। শনিবারই উত্তেজনা এড়াতে রাষ্ট্রপুঞ্জের কাছে অবিলম্বে মধ্যস্থতা করার আবেদন করেছিল পাকিস্তান। একই সঙ্গে সেই চিঠিতে কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপও দাবি করেছিল ইসলামাবাদ। যদিও তার ঠিক পরের দিনই খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী দিলেন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি। একই সঙ্গে টেলিভিশনে বক্তব্য রাখার সময় ইমরানের মন্তব্য, ''পাকিস্তান পাল্টা আক্রমণ করবে

চরম প্রত্যাঘাত! ভয়াবহ জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিল সেনা

Image
তেহরানঃ  ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে গত বুধবারের ভয়াবহ জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র গণসংযোগ বিভাগ এক তথ্য দিয়ে চাঞ্চল্যকর এমনটাই জানিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দেওয়া তথ্যে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনী রবিবার রাতে সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান ও খাশ শহরে হানা দিয়ে জঙ্গিদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করেছে। এ সময় এসব আস্তানায় অবস্থানরত তিন জঙ্গিকে আটক করা হয়।   তথ্য বিবরণীতে বলা হয়, জঙ্গিদের আস্তানাগুলো থেকে ১৫০ কেজি ওজনের বোমা এবং ৬০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গত ‌‌১৩ ফেব্রুয়ারি ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জওয়ানদের বহনকারী একটি বাসে ভয়াবহ গাড়িবোমা হামলায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হন। এই হামলায় জঙ্গি গোষ্ঠী জেইশুজ জুলুম এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। আইআরজিসির গণসংযোগ বিভাগ আরও বলেছে, যেসব জঙ্গিকে আটক করা হয়েছে তারা আইআরজিসি'র জওয়ানদের বহনকারী বাসে হামলার মূল পরিকল্পনা তৈরি করেছিল। ওই হামলার হোতাদের

ছাত্রীদের যৌন হেনস্থা! অভিযুক্ত কলকাতার নামী কলেজের অধ্যাপক

Image
একাধিক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। অভিযুক্ত গড়িয়ার নেতাজি সুভাষচন্দ্র বসু ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। নাম দেবাংশু রায় চৌধুরী ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কলেজের দুই ছাত্রী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। দুই ছাত্রী প্রথমবর্ষের বলে জানা গিয়েছে। অধ্যাপক দেবাংশু রায় চৌধুরীর বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, হোয়াটসঅ্যাপে তিনি অশ্লীল ম্যাসেজ পাঠান। তিনি আপত্তিকর ছবিও পাঠাতেন বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্রস্তাবও তিনি ছাত্রীদের দিতেন বলে অভিযোগ। ঘটনায় সোমবার থেকে উত্তপ্ত কলেজ চত্বর। জানা গিয়েছে, কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চোখের সামনে সহকর্মীদের ছিন্নভিন্ন হতে দেখলাম, দুঃসহ বর্ণনা পুলওয়ামার সেদিনের সাক্ষী জওয়ানের

Image
রক্তের সম্পর্ক নেই  তবুও তাঁরা প্রত্যেকেই যেন একে অপরের পরম আত্মীয়। নিজেদের কাছের মানুষকে দিনের পর দিন ছেড়ে দেশরক্ষায় সীমান্তে একসঙ্গে কাটান তাঁরা। আনন্দ, মন খারাপের দিনগুলো একসঙ্গেই ভাগাভাগি করে নেন। সকাল থেকে সন্ধ্যা- যে মানুষগুলোর সঙ্গেই 'সঙ্গযাপন', চোখের সামনে বিস্ফোরকে তাঁদের ছিন্নভিন্ন হয়ে যেতে দেখেছেন তিনি।  বুক ফেটেছে তবুও নিজের কর্তব্য সেই মুহূর্তে অনড় থেকেছেন আসানসোলের  সিআরপিএফ জওয়ান জয় গঙ্গোপাধ্যায়। ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামার সেদিনের  ঘটনার  সাক্ষী তিনি।  সেদিন পুলওয়ামায় সেনা কনভয়ের ৩ নং গাড়িতে হয়েছিল জঙ্গি হানা। আর ৫নং গাড়িতে ছিলেন আসানসোলের জয় গঙ্গোপাধ্যায়। চোখের সামনে সহকর্মীদের ছিন্নভিন্ন হতে দেখেও ঠান্ডা  মাথায় সাধারণ নাগরিকদের গাড়ি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজে লেগে পড়েছিলেন তাঁরা।  সেই মূহূর্তে সব রাগ বুকে চেপে রেখেছিলেন।  গলার কাছে দলা পাকিয়ে ছিল কান্নাগুলো। তবুও প্রতিশোধ স্পৃহা মনে জাগিয়ে রেখেছেন।  তিনি বলেন, "যাঁরা শহিদ হয়েছেন, তাঁরা শুধু আমাদের সহকর্মী নন। আমরা একে অপরের বন্ধু, ভাই। একসঙ্গে কত সময় কাটিয়েছি। তাঁদের মৃত্যুর বদলা আমরা নেবই। দোষীরা

আর বরদাস্ত নয়, কাশ্মীরে এ বার অস্ত্র হাতে নিলেই গুলি, চরম বার্তা দিল সেনা

Image
সাংবাদিক বৈঠকে লেফ্টেন্যান্ট জেনারেল কে এস ঢিলোঁ। পুলওয়ামায় এনকাউন্টারে তিন জঙ্গি খতম করার পর জঙ্গিদের পাশাপাশি এ বার কাশ্মীরের সাধারণ নাগরিকদেরও কঠোর বার্তা দিল ভারতীয় সেনা। 'অস্ত্র হাতে তুলে নিলেই গুলি করা হবে',—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ভারতীয় সেনার চিনার কোর-এর কমান্ডার কানওয়ালজিৎসিংহঢিলোঁ। মঙ্গলবার সেনা, সিআরপিএফ এবং পুলিশের তরফে সাংবাদিক বৈঠকে ঢিলোঁর দাবি, পুলওয়ামায় জঙ্গি হানার ১০০ ঘণ্টার মধ্যেই উপত্যকা থেকে জইশ জঙ্গিদের নিকেশ করা হয়েছে। হামলার নেপথ্যে থাকা জইশ জঙ্গিদের পাক সেনা এবং আইএসআই নিয়ন্ত্রণ করে বলেও এ দিন স্পষ্ট জানিয়েছেন লেফ্টেন্যান্ট জেনারেল ঢিলোঁ। সোমবারই পুলওয়ামার পিংলিশ গ্রামে অভিযান চালিয়ে তিন জইশ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। তাদের মধ্যে নিহত কামরান ছিল পুলওয়ামায় আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড। এ ছাড়া ছিল হিলাল আহমেদ নামে এক স্থানীয় বিস্ফোরক বিশেষজ্ঞ এবং রশিদ ওরফে গাজি ওরফে লুকমান। হামলায় এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। তিনি ওই জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ। অন্য দিকে, ভারতীয় সেনার মেজর বিভূতিশঙ্কর ধৌনদয়াল, সিপাহি হরি সিংহ, অজয় কুমার, হাবি

‘ভারত আক্রমণ করতে পারে, আপনারা থামান’, রাষ্ট্রপুঞ্জে চিঠি পাক বিদেশমন্ত্রীর

Image
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পুলওয়ামা কান্ডের জেরে ভারতের সম্ভাব্য হানার আঁচ পেয়ে শেষমেশ রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হল পাকিস্তান। বলল, 'ভারত আক্রমণ করতে পারে, আপনারা থামান'। ভারতীয় উপমহাদেশে শান্তি ফেরাতে চাইল রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতা। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি চিঠি দিলেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুয়েতেরেসকে। আর্জি জানালেন সেই চিঠি রাষ্ট্রপুঞ্জের সাধারণ ও নিরাপত্তা পরিষদের সবক'টি দেশের হাতে তুলে দিতে। তা নিয়ে আলোচনা করতে ও দ্রুত ব্যবস্থা নিতে। কাশ্মীর নিয়ে ভারত অবশ্য বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিরোধিতা করে এসেছে। এখনও তার বিরোধী। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি-জেনারেলকে চিঠিতে মঙ্গলবার পাক বিদেশমন্ত্রী কুরেশি লিখেছেন, ''পাকিস্তানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যে হুমকি দিয়েছে ভারত, তার প্রেক্ষিতে এই অঞ্চলে (পড়ুন, ভারতীয় উপমহাদেশে) শান্তি পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে, আমরা জরুরি ভিত্তিতে আপনাদের (রাষ্ট্রপুঞ্জ) হস্তক্ষেপের প্রয়োজন বোধ করছি। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি।'' সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে এই তথ্যগ

পুলওয়ামার দায় অস্বীকার করে আলোচনার আহ্বান ইমরানের, সন্ত্রাস নিয়ে আলোচনাতেও রাজি পাকিস্তান

Image
হামলা হলে জবাব দেবে পাকিস্তান বললেন ইমরান খান।  পুলওয়ামা হামলার দায় অস্বীকার করে আলোচনার আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি, ইসলামাবাদ যে সন্ত্রাস নিয়েও আলোচনায় রাজি, এবার সে কথাও স্পষ্ট করে দিলেন ইমরান। তবে ভারত আক্রমণ করলে, পাকিস্তানও প্রত্যুত্তর দেবে, দৃঢ় ভাষায় তাও বলে জানিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। যদিও ভারতের তরফে এর তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের একটি সূত্রে বলা হয়েছে, পুলওয়ামা হামলার পিছনে যে জইশ-ই-মহম্মদ জঙ্গিরা রয়েছে, সেটা স্পষ্ট। আর এই জইশ জঙ্গিরা যে পাকিস্তানের মদতপুষ্ট, ইমরান সে কথা অস্বীকার করবেন বা ভুলে যাবেন কী করে। আবার ভারত বরাবরই বলে এসেছে, পাকিস্তান আগে সন্ত্রাস বন্ধ করুক, তারপর আলোচনা হবে। ওই সূত্রের বক্তব্য, সন্ত্রাস বন্ধ করতে পারবেন ইমরান, এমন আশ্বাস কি দিতে পারেবেন। পুলওয়ামা হামলায় পাকিস্তান যোগ কার্যত স্পষ্ট। পাক মদতপুষ্ট জইশ জঙ্গিরা হামলা চালিয়েছে, প্রাথমিক তদন্তে সেই তথ্যপ্রমাণও উঠে এসেছে। তাই পাকিস্তানের উপর চাপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার  জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেন, ''ভারত প্রমাণ ছাড়াই অভিযোগ ত

মেয়েকে ধর্ষণে ২০ বছরের কারাদণ্ড

Image
মেয়েটি তখন মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় বসেছে। তার হয়ে কোর্টে গিয়েছিলেন মা ও দিদি। ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সোমবার তার বাবার ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করলেন বিচারক। শিয়ালদহ পকসো বিশেষ আদালতের বিচারক জীমূতবাহন বিশ্বাস এই রায় ঘোষণা করেন। টালা থানা এলাকায় ২০১৭ সালের অক্টোবরে ১৬ বছরের এক কিশোরীকে বার বার ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। অভিযুক্ত ওই কিশোরীর বাবা। মেয়েটি তখন গর্ভবতী। 'এক্টোপিক প্রেগন্যান্সি'-র জেরে তার প্রাণসংশয় দেখা দিয়েছিল। সরকারি কৌঁসুলি বিবেক শর্মা আদালতে জানিয়েছেন, তীব্র যন্ত্রণায় মেয়েটি তার দিদিকে সব খুলে বলে। আদালত সূত্রের খবর, তদন্তকারী অফিসার মানসী মাইতি রায় তখনই মেয়েটির বাবাকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রের খবর, মেয়েটির বাবা পুরসভার সাফাইকর্মী ছিলেন। বয়স ৬৫। আর জি করের সামনে ফুটপাতে পরিবারটি ভাতের হোটেল চালায়। বিচারক তাঁর রায়ে ধর্ষণকারীকে ২০ বছরের কারাদণ্ড ছাড়াও দু'লক্ষ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে সাজার মেয়াদ এক বছর বাড়বে। এ ছাড়া, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে মেয়েটিকে পাঁচ লক্ষ টাকা সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক।

রাজস্থানে বিয়ের শোভাযাত্রাকে পিষে দিল ট্রাক, মৃত ১৩

Image
মর্মান্তিক দুর্ঘটনা রাজস্থানে। বিয়ের শোভাযাত্রাকে পিষে দিল একটি ট্রাক। প্রাণ গেল ১৩ জনের। আহত হয়েছেন প্রায় ৩৪ জন। প্রতাপগড়ে ১১৩ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ২০ বছরের রেখার বিয়ের শোভাযাত্রা বেরিয়েছিল। যেখান দুর্ঘটনা ঘটে, সেখান থেকে বের করে আনা হয়েছিল কনেকে। প্রতাপগড়ের পুলিশ সুপার কুমার বেনিওয়াল জানিয়েছেন, আম্বাওয়ালি গ্রামে শোভাযাত্রাকে পিছন থেকে এসে পিষে দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। হাসপাতালে নিয়ে যেতে যেতেই আরও ৪ জনের মৃত্যু হয়। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত ১৮ জনকে উদয়পুরের এমবিএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

‌২০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর সৌদি–পাকিস্তানের

Image
পাকিস্তানের সঙ্গে ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বারক্ষ করল সৌদি আরব। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন ওরফে এমবিএস–এর সঙ্গে সাতটি পৃথক চুক্তি এবং মউ স্বাক্ষ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব রাখার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে ইমরান বলেন, '‌পাকিস্তান এবং সৌদি আরব এখন এই সম্পর্ককে এমন একটি পর্যায়ে নিয়ে গেল যা এর আগে কখনও ছিল না। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগ্গি হত্যার পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চাপে রয়েছে সৌদি আরব। নিজের দেশের পরিচ্ছন্ন ছবি আন্তর্জাতিক স্তরে ফের তুলে ধরার লক্ষ্যেই এশিয়া সফরে বেরিয়েছেন সৌদির যুবরাজ এমবিএস। রবিবার সকালে ইসলামাবাদের বিমানবন্দরে পা রাখার পর ২১বার তোপধ্বনি করে তাঁকে স্বাগত জানায় পাক সেনা। লাল কার্পেটে এমবিএস–কে অভ্যর্থনা জানান ইমরান এবং পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। পাকিস্তানের পর ভারত এবং তারপর চীন যাবেন এমবিএস।

কীভাবে কাশ্মীরে গোয়েন্দাদের নজর এড়িয়েছিল জঙ্গিরা? ফাঁস চাঞ্চল্যকর তথ্য

Image
সেনা গোয়েন্দা বা ভারতীয় ইন্টেলিজেন্স যদি যায় ডালে ডালে তাহলে জঙ্গিরা যায় পাতার শিরায় শিরায়। পুলওয়ামা কাণ্ডের তদন্তে এমন সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা দেখে যে কারও এমনটাই মনে হতে পারে। সিআরপিএফের কনভয়ে এমন নিখুঁতভাবে টাইমিং করে কীভাবে ধাক্কা মারতে পারল বিস্ফোরক বোঝাই সেডান গাড়ি? কীভাবে জঙ্গিরা শেষ মুহূর্ত পর্যন্ত ট্র‌্যাক রাখতে পারছিল সিআরপিএফের কনভয় কখন কোন দিক দিয়ে যাচ্ছে সে ব্যাপারটি। এনআইএ তদন্তে জানা গিয়েছে, অত্যাধুনিক ডার্ক ওয়েব প্রযুক্তি ব্যবহার করেই পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা। সিম কার্ড নয়। গোয়েন্দাদের নজর এড়াতে বেতার তরঙ্গের সাহায্যে সাংকেতিক মেসেজ আদানপ্রদান করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছিল জঙ্গিরা। রাওয়ালপিণ্ডির সেনা হাসপাতালে শুয়েই হামলার ব্লু প্রিন্ট তৈরি করেছিল জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। হামলার দায়িত্ব পায় মাসুদ ঘনিষ্ঠ কামরান ওরফে গাজি। এই অপারেশনের জন্য আদিল আহমেদকেই আত্মঘাতী জঙ্গি হিসাবে নির্বাচিত করে কামরান। পাকিস্তান থেকে এতবড় একটা হামলার ছক কষা হচ্ছে, গোয়েন্দাদের কাছে যাতে এতটুকু তথ্য ফাঁস না হয়, তার জন্য আগাগোড়া সতর্ক ছিল জঙ্গিরা। এনআইএ সূত্রে খব

সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানের সঙ্গে খেলা নয়, কড়া অবস্থান বোর্ডের

Image
পুলওয়ামা ট্র‌্যাজেডির পর ক্ষোভের আগুনটা ভারতীয় সমাজের অন্য জায়গাগুলোর মতো দেশের ক্রিকেটসমাজেও জ্বলে চলেছে। ক্ষোভের বহিঃপ্রকাশও হচ্ছে। আগে থেকেই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ বয়কটের দাবি উঠছিল। এবার সেই জল্পনা উসকে দিলেন খোদ আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। সাফ জানিয়ে দিলেন, দিল্লির অনুমতি ছাড়া পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত। নৃশংস জঙ্গিহানায় ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার মর্মান্তিক ঘটনার চার দিনের মাথায় সোমবারই সম্ভবত ভারতীয় ক্রিকেট থেকে আসল কথাটা সাফ বলে দেওয়া হল। বলে দিলেন বিশ্বক্রিকেটের সবচেয়ে ধনী ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বোচ্চ কর্তা। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। বহু বছর ধরে যিনি ভারতীয় ক্রিকেট প্রশাসনের অন্যতম শক্তিশালী মুখ তথা পোড়খাওয়া ভারতীয় রাজনীতিকও। কাকতালীয় ভাবে এদিনই মুম্বইয়ে সিসিআই আর মোহালিতে পিসিএ-তে ইমরান-সহ পাকিস্তানি ক্রিকেটারদের ছবি ঢেকে বা সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর পিসিবির প্রতিক্রিয়ার কয়েক ঘণ্টার মধ্যে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা পরিষ্কার বলে দেন, "পুলওয়ামার জঙ্গিহানার পর ভার

আরবিআই-এর অন্তবর্তী লভ্যাংশ ২৮ হাজার কোটির! লোকসভার লক্ষ্যে নতুন পরিকল্পনা

Image
কেন্দ্রীয় সরকারকে ২৮ হাজার কোটির অন্তবর্তী ডিভিডেন্ট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ড। বোর্ড বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে। বিশ্ব এমন কী দেশের অবস্থাও বিবেচনার মধ্যে রাখা হয়েছিল। পরে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত ২৮ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে এমনটাই। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে পরপর দুই বছর তারা কেন্দ্রকে বাড়তি অর্থ দিতে যাচ্ছে। আরবিআই-এর আর্থিক বৎ শেষ হয় জুলাই-এ। আর অন্তবর্তী ডিভিডেন্ট দেওয়া হয় মার্চে। সূত্রের খবর অনুযায়ী, সরকার অন্তবর্তী ডিভিডেন্ট হিসেবে প্রায় ৪০ হাজার কোটি টাকা চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাঙ্কের অডিট কমিটি ২৮ হাজার কোটি টাকা নির্ধারিত করেছে। গতবছর আরবিআই অন্তবর্তী ডিভিডেন্ট দিয়েছিল ১০ হাজার কোটি টাকা। আৎ পুরো আর্থিক বছরে দিয়েছিল ৫০ হাজার কোটি টাকা। দিল্লিতে দেওয়া কেন্দ্রীয় ব্যাঙ্কের কেন্দ্রীয় বৈঠকের শুরুতে দু মিনিট নিরবতা পালন করা হয়, পুলওয়ামায় মৃত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সূত্রের খবর অনুযায়ী র

‘পুলওয়ামায় নিহতদের কেন শহিদ বলা হবে?’ ফেসবুকে প্রশ্ন তুলে বরখাস্ত শিক্ষক

Image
পুলওয়ামা হামলা নিয়ে ফেসবুক পোস্টের জেরে চাকরিও গেল বেসরকারি স্কুলের শিক্ষক চিত্রদীপ সোমের। প্রথমে হুমকি। পরে বাড়িতে চড়াও হয়ে হেনস্থা। অগত্যা বাড়ি ছেড়ে পালানো। এক রবিবারেই ওলটপালট হয়ে গিয়েছিল তাঁর জীবন। সোমবার সকালে চাকরিও গেল বেসরকারি স্কুলের শিক্ষক চিত্রদীপ সোমের। তাঁর 'অপরাধ', কাশ্মীরে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন, কেন তাঁদের শহিদ বলা হবে? কেন তিনি ওঁদের শহিদ বলতে চান না, সেই বিষয়ে ফেসবুকে সবিস্তার লিখেছিলেন ওই শিক্ষক। স্কুলের অধ্যক্ষার বক্তব্য, বরখাস্ত করা হয়নি, ওই শিক্ষক নিজেই ইস্তফা দিয়েছেন। চিত্রদীপবাবুর অভিযোগ, তাঁকে ইস্তফা দিতে বাধ্য করানো হয়েছে বলেই তিনি থানার দ্বারস্থ হন। ওই শিক্ষক বলেন, ''কিছু লোক এসে আমাকে শাসাতে শুরু করে। আমি বলি, স্বরাষ্ট্র মন্ত্রকই তো নিহত জওয়ানদের শহিদ বলতে রাজি নয়। তার প্রমাণও দেখাতে চাই ওদের।'' তাঁর অভিযোগ, ওরা কোনও কথাই শুনতে চায়নি। তাঁকে মাটি ছুঁয়ে ভারতামাতা কি জয় বলতে বাধ্য করানো হয়। বাড়ি ভাঙচুর হবে শুনেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়েন। দু'বছর ধরে ডানলপের ওই স্কুলে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে

২৫ বছর পরে ডিএনএ নমুনায় খুনের কিনারা

Image
বাথটবে পড়েছিল সোফি সের্গির ক্ষতবিক্ষত দেহটা। গায়ে জামা নেই, প্যান্ট খোলা, কপালে কোপানোর ক্ষত, আর মাথার পিছনে গুলির ঘা। ১৯৯৩ সালের এপ্রিলে আলাস্কার ছোট্ট শহর পিটকাস পয়েন্টের এক মেসবাড়িতে সোফির দেহটা উদ্ধার করেছিল পুলিশ। ময়না-তদন্তে জানা যায়, যৌন নির্যাতনের পরে খুন করা হয়েছে বছর কুড়ির মেয়েটিকে। ঘটনাস্থল থেকে অপরাধীর ডিএনএ-র নমুনা মিললেও তখন আলাস্কায় ডিএনএ-ম্যাচিংয়ের মতো আধুনিক প্রযুক্তি ছিল না। ফলে অধরাই থেকে যায় অপরাধী। আশা এক রকম ছেড়েই দিয়েছিলেন সোফির বাবা-মা। তবে হাল ছাড়েনি আলাস্কা পুলিশ। ইন্টারনেটের জমানায় তন্নতন্ন করে খুঁজতে খুঁজতে সম্প্রতি এক মহিলার ডিএনএ-র সঙ্গে মিলে যায় অপরাধীর ডিএনএ-র নকশা। আর তাতেই কেল্লা ফতে! সেই সূত্র ধরে খোঁজ মেলে ওই মহিলার আত্মীয়, ৪৪ বছরের স্টিভেন ডাউনের। পেশায় নার্স স্টিভেন অবার্নের মেইনের বাসিন্দা। আইনের চোখে অপরাধী স্টিভেন আপাতত স্থানীয় পুলিশের হেফাজতে। সেখানের আদালতে শুনানি শেষ হলেই তাকে আলাস্কায় প্রত্যর্পণের বিষয়ে ভাবা হবে বলে জানিয়েছে মেইনের পুলিশ।    সে দিনের ঘটনা পুলিশকে জানিয়েছিলেন সোফির বন্ধু শার্লি ওয়াসুলি। আলাস্কা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোফ

রাতে এন্টালির জুতোর কারখানায় আগুন, ছড়াল আতঙ্ক

Image
দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। নিজস্ব চিত্র জুতোর কারখানায় আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াল। সোমবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে এন্টালির পদ্মপুকুরের বেচুলাল রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে প্রচুর দাহ্যবস্তু মজুদ ছিল। ফলে, আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এমনকি আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও আগুন ধরে যায়। প্রাথমিক ভাবে দমকলের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই কারখানাটিতে জুতোর সোল রাখা থাকত। এ দিন রাত ২টো নাগাদ সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তা দেখেই স্থানীয়রা দ্রুত দমকলে খবর দেন। কারখানার চারপাশে বসতি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। পরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে আরও  ৩টি ইঞ্জিন আনা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দমকলের তরফে অভিযোগ করা হয়েছে, কারখানাটিতে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থাই নেই। যদিও এই ঘ

নিজেরই জন্মদিনের পার্টিতে ধর্ষিত হলেন মুম্বইয়ের এক যুবতী।

Image
পুলিশের কাছে বছর সাতাশের ওই যুবতী লিখিত অভিযোগে জানান, তাঁর জন্মদিনে মহারাষ্ট্রের পলঘরে পার্টি দিয়েছিলেন এক ঘনিষ্ঠ বান্ধবী। সেখানে আরও কয়েক জনের সঙ্গে ওই বান্ধবীর বয়ফ্রেন্ডও ছিল। পার্টিতে তাঁর শরবতে মাদকজাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়। শরবতের গ্লাসে চুমুক দেওয়ার পরেই তন্দ্রাছন্ন হয়ে পড়েন। তার সুযোগ নিয়ে বান্ধবীর বয়ফ্রেন্ড তাঁকে ধর্ষণ করে। গোটা ঘটনায় বান্ধবীরও মদত ছিল বলে এফআইআরে দাবি করেন ধর্ষিতা। লিখিত অভিযোগের ভিত্তিতে যুবকের ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। মেয়েটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অভিযুক্তরা গা-ঢাকা দেওয়ায়, পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।

উচ্চ মাধ্যমিকে হলে ঢুকতে হবে সকাল ৯টার মধ্যে

Image
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সম্প্রতি এক নির্দেশিকায় এমনই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ ছাড়া পরীক্ষা চালাকালীন বা তার আগে পরীক্ষা কেন্দ্রের মধ্যে অভিভাবকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সময় পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্ন 'ফাঁস' ঠেকাতে ইতোমধ্যেই একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছে শিক্ষা সংসদ। শ্রেণিকক্ষে মোবাইল-সহ পরীক্ষার্থীদের প্রবেশ রুখতে এবার হ্যান্ড ডিটেক্টরের সহায়তা নিতে চলেছে সংসদ। গত বছর মালদহের কয়েকটি পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন বাইরে চলে আসার অভিযোগ উঠেছিল। তা ঠেকাতেই এই ব্যবস্থা। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তা চলবে ১৩ মার্চ পর্যন্ত। এ বারও ছেলেদের তুলনায় উচ্চ মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষেরও বেশি।

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া, নিহত ২৪

Image
দামাস্কাস: সিরিয়াতে ফের বোমা বিস্ফোরণ৷ সোমবার ইদলিবে বোমা বিস্ফোরমে শিশু সহ ২৪ জনের প্রাণ যায়৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিবের মূল শহরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হলে আরও একটি মোটরসাইকেলে বিস্ফোরণ হয়৷ প্রায় ৫১ জন আহত হয়েছে৷ এখনও কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি বলে সূত্রের খবর৷   প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি, পাকিস্তানের আর্মি কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। সৌদি যুবরাজের পাকিস্তান সফরের আগেই এই ভয়াবহ জঙ্গি হামলা। 'বালোচিস্তান পোস্ট'-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালোচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, চিনা পাকিস্তার করিডরের বালগাতারে এই আত্মঘাতী হামলা হয়েছে৷ বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা রাজি সাংগার ট্যুইট করে এই হামলার দায় স্বীকার করেছে৷ বালুচিস্তানের জঙ্গি সংগঠনের তরফে দাবি করা হয়েছে সৌদি আরবের উচিত নয় সন্ত্রাস বিধ্বস্ত পাকিস্তানে বিনিয়োগ করা৷ তাই সৌদির রাজাকে বার্তা দিতেই এই আত্মঘাতী হামলা

৪৮ ঘন্টার মধ্যে পাক নাগরিকদের বিকানের ছাড়ার নির্দেশ

Image
ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবি৷ খবরের সঙ্গে যোগ নেই৷ জয়পুর: পুলওয়ামা কাণ্ডে ৪৮ ঘন্টার মধ্যে পাক নাগরিকদের বিকানের ছাড়ার নির্দেশ দিল প্রশাসন৷ পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে ওই পাক নাগরিকরা বিকানেরে থাকলে আইন শৃঙ্খলারক্ষায় সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে৷ আর তাই এমন সিদ্ধান্ত প্রশাসনের৷ সোমবার এই নির্দেশ দেন ডিস্ট্রিক্ট কালেক্টর কুমার পাল গৌতম৷ টাইমস অব ইন্ডিয়া সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কুমার পাল গৌতম তার অর্ডারে জানান, পুলওয়ামা ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত৷ পাক সীমান্তে বিকানেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ পাক নাগরিক যারা বিকানেরে রয়েছে বা ঘুরতে এসেছে তাদের ৪৮ ঘন্টার মধ্যে বিকানের ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ কোনও রেস্ট হাইস, হোটেল এমনকি বিকানেরের হাসপাতালেও থাকতে পারবে না তারা৷ শুধু তাই নয়, বিকানেরের ব্যবসায়ীরা পাক নাগরিকদের সঙ্গে কোনও ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবেন না এবং পাক নাগরিকদের কোনও চাকরিও দিতে পারবে না৷   এমনকি ফোনেও পাকিস্তানে কোনও অচেনা কাওকে কোনওরকম তথ্য প্রদান করতে পারবেনা৷ আগামী দুমাস পর্যন্ত এই নির্দেশ কার্যকরী থাকবে৷ কেউ এর অন্যথা করলে,

ভোটের মুখে কেন্দ্রকে ২৮ হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা রিজার্ভ ব্যাংকের

Image
যা নিয়ে কেন্দ্র-আরবিআই বিবাদের সূচনা হয়েছিল, সেই কাজটি হয়ে গেল উর্জিত প্যাটেল সরতেই। সব জল্পনার অবসান ঘটিয়ে রিজার্ভ ব্যাংক ঘোষণা করে দিল চলতি অর্থবর্ষের জন্য আগাম ২৮ হাজার কোটি টাকা কেন্দ্রকে সাহায্য করবে তারা। RBI-এর তরফ থেকে সোমবারই এই সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে শীর্ষ ব্যাংকের লভ্যাংশ থেকে সরকারকে এই টাকা দেওয়া হচ্ছে। এই প্রথম নয়, গতবছরও একইভাবে টাকা দেওয়া হয়েছিল কেন্দ্রকে। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের আমলেই অতিরিক্ত অর্থ দাবি করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সূত্রের খবর, আরবিআই সেই অর্থ দিতে রাজি না থাকাতেই বিবাদের সূত্রপাত হয়। একটা সময় এই বিবাদ বিশ্রী জায়গায় চলে যায়। পদত্যাগ করেন উর্জিত। সরকার এবং রিজার্ভ ব্যাংকের বোর্ড মেম্বরদের নিয়ে একটি যৌথ কমিটি তৈরি হয়। সেই কমিটিই সমন্বয় সাধনের কাজটি শুরু করে। এরপর রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে আসেন সরকারের আস্থাভাজন শক্তিকান্ত দাস। দায়িত্ব নিয়েই তিনি সরকারের জন্য আর্থিক সাহায্যের প্রক্রিয়াটি শুরু করেন বলে সূত্রের খবর। এর পরই রিজার্ভ ব্যাংকের ঘোষণা কেন্দ্রকে আর্থিক সাহায্য করা হবে। ভোটের আগে

পেট্রোলের দাম এক ধাক্কায় কমল ৫ টাকা! লোকসভার আগে মাস্টারস্ট্রোক সরকারের

Image
এক ধাক্কায় পেট্রোলের দাম লিটার প্রতি কমছে পাঁচ টাকা। দাম কমছে ডিজেলেরো। পঞ্জাব সরকার রাজ্য বাজেটে যে প্রস্তাব দিল, তাতে খুশির হাওয়া আম জনতার। সোমবার পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল রাজ্য বাজেটে এই প্রস্তাব দেন। সেইসঙ্গে কৃষি, স্বাস্থ্য শিক্ষা ও গ্রাম-শহরের পরিকাঠামোর ওপর জোর দেওয়া হয়। লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে মেক ইন পঞ্জাবের উপর জোর দিয়েছে অমরিন্দর সিং সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করে পঞ্জাবের অর্থমন্ত্রী জানান, পেট্রোলের দাম কমছে পাঁচ টাকা এবং ডিজেলের দাম এক টাকা কমছে। এদিন বাজেটে ঘোষণার পর রাত থেকেই কার্যকর হচ্ছে নয়া দাম। এদিন ভ্যালু অ্যাডেড ট্যাক্সের দামও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতির বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে গত পাঁচ দিন ধরে পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। সোমবার এক ধাক্কায় পাঁচ টাকা পেট্রোলের দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেয় পঞ্জাব সরকার। লোকসভার আগে অমরিন্দর সিং সরকার দিল মাস্টারস্ট্রোক।

তৃণমূল পার্টি অফিসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, নদিয়ার পর বজবজে আক্রান্ত শাসক

Image
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের পর ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলল। গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। দলীয় অফিসেই তৃমমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালান দুষ্কৃতীরা। সোমবার দক্ষিণ ২৪ পরগনার বজবজে দলীয় অফিসের মধ্যেই গুলিবিদ্ধ হন কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান। এদিন সন্ধ্যায় তিনি পার্টি অফিস থেকে যখন বেরোচ্ছিলেন, তখনই আচমকা গুলি চলে। তাঁকে লক্ষ্য করে দু-রাউন্ড গুলি চলে, গুলি লাগে কাউন্সিলরের পেটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু গুলি নয়, কাউন্সিলরকে লক্ষ্য করে বোমাও ছোড়া হয়। এই ঘটনার নেপথ্যে কারা, তা জানার চেষ্টার চালাচ্ছে পুলিশ। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, নাকি এর মধ্যে বিরোধী রাজনৈতিক দলের হাত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, তিনি যখন পার্টি অফিস থেকে বের হচ্ছেন তখন দুজন তাঁর সামনে এসে দাঁড়ান। মুহূর্তে গুলি চালিয়ে চম্পট দেয় তারা।

মদ খেয়ে মরলে ২ লক্ষ, শহিদের বেলায় টাকা নেই: দিলীপ

Image
1/5 যুদ্ধ বাঁধিয়ে দিলে দায় আমরা কেন নেব। দিল্লিতে সর্বদলীয় বৈঠকে এমনটা বলেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সোমবার এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।       2/5 রাজ্যে শহিদের পরিবারকে ২ লক্ষ টাকা, বাংলায় মদ খেয়ে মরলেও ২ লক্ষ টাকা। গতবারই শহিদের পরিবার সেই টাকা নিতে চাননি। বাংলার দুজন শহিদ হয়েছেন। অন্যান্য রাজ্য ১০-১৫-৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এখানে সে সব ঘোষণা নেই। ধর্ষণ, মদে ক্ষতিপূরণ দেওয়া হয়। এখানে সেনা গাড়িতে তল্লাশি চালালে তোলাবাজ বলা হয়।      3/5 ধুলাগড়, কালিয়াচক, বসিরহাট, বাদুড়িয়ার দাঙ্গার দায় কার? কোথায় ছিল প্রশাসন? কে দায়ী ছিল? কতজনকে সাজা দিয়েছেন? রাজ্যে বোমার কারখানা পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানোর জমি দিচ্ছেন না। পশ্চিমবঙ্গকে বিপন্ন করে তুলেছেন।      4/5 জাতি যখন সঙ্কটে তখন এক হয়ে লড়াই করতে হবে। দেশপ্রেমের জোয়ারে ভাসছেন সকলে, দেশের আবেগের। আরএসএসের লোকেরা জাতীয়তাবাদী। তাঁরা জাতীয় পতাকা নিয়ে বেরোবেন এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক করেছে বেরিয়েছে। আমাদের চাপে ওনারা রাস্তায় নামছেন। এটা দেশভক্তির চাপ।      5/5 নরেন্দ্র

দেশে অস্থিরতা তৈরি হলে কিন্তু শত্রুকে জবাব দেওয়া আরও কঠিন হবে

Image
পরিস্থিতিটা এ বার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। অথবা তেমনই উপক্রম হচ্ছে। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পরে যে তীব্র আক্রোশ দেশ জুড়ে অনুভূত হচ্ছে, তা অস্বাভাবিক নয়। কিন্তু আবেগের বহিঃপ্রকাশ অনিয়ন্ত্রিত হয়ে পড়লে মাৎসন্যায়ের পরিস্থিতি তৈরি হয়। দেশ জুড়ে সেই নৈরাজ্যেরই আভাস পাওয়া যাচ্ছে। অবিলম্বে সেই নৈরাজ্যে লাগাম পরানো জরুরি। যে মাত্রায় আঘাত হেনেছে সন্ত্রাস, তাতে গোটা দেশে আক্রোশ তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু দেশপ্রমের নামে বা জাতীয়তাবাদের নামে সহনাগরিকদের হেনস্থা করাকে বা কারও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করাকে প্রশ্রয় দেওয়া যায় না কিছুতেই। একটা উন্মাদনা তৈরি হয়েছে দেশ জুড়ে। এই উন্মাদনা ইতিবাচক নয়। যে আঘাত আমাদের উপরে এসেছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়ানো আমাদের কর্তব্য। কিন্তু সে কর্তব্য পালন করতে গিয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলা বাঞ্ছনীয় নয়। দেশের অধিকাংশ নাগরিক এই মূহুর্তে যে ভাবে ভাবছেন, প্রত্যেক নাগরিক সেই ভাবেই ভাবতে বাধ্য, এমনটা ভাবা উচিত নয়। ভিন্ন মত থাকতেই পারে, ভিন্ন মত পোষনের অধিকারকে অস্বীকার করা কিছুতেই সম্ভব নয়। কিন্তু শুধু অস্বীকার করা নয়, ভিন্ন মত দেখলেই সশব্দে তার

পুলওয়ামায় জঙ্গি হামলার চার দিন পরে হত জইশের শীর্ষ নেতা কামরান

Image
জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতা কামরান। পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ জন জওয়ান নিহত হওয়ার চার দিন পরে সেই এলাকাতেই নিহত হল জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতা কামরান এবং আরও দুই জঙ্গি। তাদের সঙ্গে সংঘর্ষে এক সেনা মেজর, তিন জওয়ান এবং এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।  কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে, কামরানই পুলওয়ামার জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল। তবে কামরানই মূল মাথা এ কথা মানতে রাজি নন স্বরাষ্ট্র কর্তারা। তাঁদের মতে, মূল মাথা হল রশিদ গা‌জ়ি।  পুলওয়ামার লেথপোরায় যেখানে সিআরপি-র উপরে হামলা হয়েছিল তার ১০ কিলোমিটার দূরে পিংলিশ এলাকায় গত কাল রাতে জঙ্গি গতিবিধির খবর পায় বাহিনী। আজ ভোরে অভিযান শুরু হয়। প্রায় আঠারো ঘণ্টা সংঘর্ষ চলে। সেনার দাবি, নিহত তিন জঙ্গির মধ্যে রয়েছে কামরান ও জইশ জঙ্গি হিলাল আহমেদ। তৃতীয় জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। (রাতে একটি সূত্র দাবি করে, এই জঙ্গি রশিদ গা‌জ়ি হলেও হতে পারে।) কে কামরান? • পাকিস্তানি নাগরিক। জইশ-ই-মহম্মদের সদস্য • পুলওয়ামা কাণ্ডে মূল চক্রী রশিদ গাজ়ির সহযোগী • দীর্ঘদিন কাশ্মীরে যুবকদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করায় যুক্ত  • মাসুদ আজহারের দুই ভাইপোর খুনের বদলা নিতে গাজ়ির সঙ্গেই ক