এগিয়ে এল SBI, ঋণ মুকুব শহিদদের


পুলওয়ামাকাণ্ডের জেরে সারা দেশ শোকে কাতর। তারই মধ্যে শহিদদের পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে সকলে। সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা যে যার মতো অনুদান দিচ্ছেন। এবার এগিয়ে এল SBI। ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফ থেকে জানানো হল, পুলওয়ামা হামলায় প্রাণ হারান ২৩ জন শহিদের ঋণ মুকুব করে দেওয়া হল।

শুধু তাই নয়, শহিদ জওয়ানদের পরিবারকে প্রাপ্য ৩০ লক্ষ টাকা বিমা  দেওয়ার কথা ঘোষণা করল এসবিআই। সোমবার এই ঘোষণাই করেন SBI-এর চেয়ারম্যান রজনীশ কুমার।
তাঁর কথায়, 'মৃত সৈনিকের পরিবারের ক্ষতিপূরণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা শুধুমাত্র তাঁদের পাশে থাকার সামান্য চেষ্টা করছি।' সেইসঙ্গে জানানো হয়েছে, শহিদদের সব থেকে কাছের আত্মীয়কে এই বিমার ৩০ লক্ষ টাকা অতি শীঘ্রই পৌঁছে দেবে এসবিআই।