Posts

Showing posts from September 17, 2018

অভিযুক্ত ভাইপোকে বাঁচাতে মৃত স্বামীর সঙ্গে রাত কাটালেন মহিলা ।

Image
কাটোয়া:  স্বামীর মৃতদেহের পাশে সারারাত শুয়ে রইলেন স্ত্রী। ভোরবেলা সাত-তাড়াতাড়ি দেহ সৎকারের আয়োজনে শ্মশানে যেতেই বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সৎকার বন্ধ করে দিল পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভাইপোকে বাঁচাতে স্বামীর মৃত্যুর ঘটনা লুকিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ভাইপো কৃষ্ণ মালকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বাসুদা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম লক্ষণ মাল(৬৪)। অভিযোগ, স্ত্রী কল্পনাদেবীর ভাইপোর মারধরের জেরেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের দাবি, লক্ষণবাবুকে মেরে ফেলেছে কৃষ্ণ মাল। তবে কী কারণে কী থেকে ঘটনাটি ঘটেছে স্পষ্ট নয়। এদিকে বাবার মৃত্যু নিয়ে মুখ খোলেননি ছেলে প্রসেনজিৎ মাল। মৃত্যুর কারণ নিয়ে ধন্দ থাকায় পরিবারের ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।   জেরায় মৃতের পুত্রবধূ লক্ষ্মী মাল জানান, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে প্রায়ই অশান্তি করতেন শ্বশুর লক্ষণ মাল। এনিয়ে সোমবার রাতেও অশান্তি হয়েছে। সেই সময় তাঁকে আটকাতে ধাক্কা মারে কৃষ্ণ মাল। তাতেই পড়ে যান ওই বৃদ্ধ। এরপর কী হয়েছি

হিন্দু জামাইয়ের ঔরসের সন্তান মেয়ের গর্ভে! ফোন করে ডেকে গর্ভপাত করাল বাপেরবাড়ি

Image
ভালোবাসা হার মানেনি ধর্মের কাছে। বাড়ির শত আপত্তিতেও কেবল মনের মানুষের প্রতি বিশ্বাস আর ভালোবাসার জোরে ঘর ছেড়েছিলেন মুর্শিদাবাদের চাঁদনি খাতুন। বিয়ে করে তারকেশ্বরের শ্বশুরবাড়িতে সংসারও করছিলেন চুটিয়ে। কিন্তু মেয়ের সুখ সহ্য হয়নি বাপের বাড়ির লোকের। কারণ সেই 'ধর্ম'। হিন্দু জামাইকে মন থেকে মেনে নিতে পারেননি চাঁদনির পরিবার। এর ওপর হিন্দু ছেলের ঔরসজাত সন্তান যাতে পৃথিবীর আলো দেখতে না পারে, সে বিষয়ে সচেষ্ট ছিল মেয়ের বাড়ি! তাই মিথ্যা কথা বলে বাড়িতে নিয়ে গিয়ে মেয়ের গর্ভের সন্তানকে জোর করে নষ্ট করার অভিযোগ উঠল চাঁদনির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এমতাবস্থায় নিজের বাবা-দাদার হাতেই খুন হওয়ার আশঙ্কা করছেন খোদ চাঁদনি। কয়েক দিন আগেই 'অনার কিলিং' –এর এক ভয়ঙ্কর দৃষ্টান্তের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। সেই নৃশংসতার ঘোর না কাটতেই রাজ্যে ফের ভিন্ন মাত্রার এই ঘটনায় ইতিমধ্যে পুলিস প্রশাসনের দ্বারস্থ হয়েছে ওই দম্পতি। সম্প্রতি বর্ধমানের জামালপুর থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয়। নাম জাহানা। ভিন ধর্মের ছেলেকে ভালোবাসার দাম তাঁকে চুকোতে হয়েছে নিজের জীবন দিয়েই।  সেও চেষ্টা করেছিল, মনের মানুষের সঙ্গে

পদ পাইয়ে দেওয়ার নাম করে সহবাস!

Image
দিল্লির করলবাগ থেকে গ্রেফতার করা হল জাতীয় স্তরের বিজেপি নেতা তথা আরএসএস প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ এক মহিলা বিজেপি কর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন তিনি। এবং একই সঙ্গে রাজ্য বিজেপি-তে পদ পাইয়ে দেওয়ার কথা বলে আরও অনেক নেতার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনেও বাধ্য করেছেন তিনি।   ওই মহিলা বিজেপি কর্মী পুলিস-কে দেওয়া গোপন জবানবন্দিতে জানিয়েছেন, ২০১৬ সাল থেকেই রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) অমলেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। মহিলা বিজেপি কর্মীর অভিযোগ, তাঁর সিঁথি-তে সিঁদুর দিয়েছেন অমলেন্দু। এরপরই না কি তাঁর উপর অবাধ যৌনাচার চালানো হয়। পুলিসের কাছে মহিলা বিজেপি কর্মী দাবি করেন, কলকাতায় থাকাকালীন রাতের পর রাত তাঁর বাড়িতেই কাটাতেন আরএসএস প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায়। এমনকি কলকাতার বাইরে, জেলাতেও তাঁকে সঙ্গী করে নিয়ে যেতেন ওই নেতা। জানা গিয়েছে, মহিলা বিজেপি কর্মীর ছেলে অমলেন্দু চট্টোপাধ্যায়কে 'মায়ের সামাজিক স্বীকৃতি'র জন্য অনুরোধও করে। সেই সময় রাজি হলেও পরে বেঁকে বসেন অমলেন্দু চট্টোপাধ্যায়। আসতে আসতে যোগাযোগ

অবশেষে ইস্তফা চাইলেন ধর্ষণে অভিযুক্ত জলন্ধরের বিশপ

Image
অভিযুক্ত বিশপ ফ্র্য়াঙ্কো মুলাক্কাল। কেরালার সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনা নয়া মোড় নিল। দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি চাইলেন ধর্ষণের অভিযুক্ত জলন্ধরের বিশপ ফ্রাঙ্কো মুলাক্কাল। সাময়িকভাবে পদ থেকে সরতে চেয়ে পোপ ফ্রান্সিসের কাছে ইচ্ছে প্রকাশ করেছেন ওই বিশপ। শুধু তাই নয়, কেরালায় যাওয়ার জন্য এবং এ মামলা লড়ার জন্য আরও সময় চাওয়ার কথাও পোপকে চিঠিতে জানিয়েছেন ওই বিশপ। রবিবার এ নিয়ে পোপকে ওই বিশপ চিঠি লেখেন বলে জানা গিয়েছে। পোপকে লেখা বিশপের চিঠির কথা এক বিবৃতিতে জানিয়েছেন জলন্ধর ডায়োসিসের জনসংযোগ আধিকারিক ফাদার পিটার কাভুমপুরম। তাঁর সই করা ওই চিঠিতে বলা হয়েছে যে, ১৬ সেপ্টেম্বর বিশপ ফ্রাঙ্কো মুলাক্কাল ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে পোপ ফ্রান্সিসকে চিঠি লিখেছেন। নিজেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন ওই বিশপ। সূত্র মারফৎ জানা গিয়েছে, আইনি উপদেষ্টাদের পরামর্শ মেনেই বিশপ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আইনি উপদেষ্টাদের সঙ্গে ওই বিশপের বৈঠক হয়। যে বৈঠকে মুলাক্কালকে বলা হয় যে, ভ্যাটিকান সিটি কিছু বলার আগে তিনি নিজেই সরে দাঁড়ানোর কথা জানান। সেই মোতাবেকই ওই বিশপ ইস্তফার কথা জানান বলে সূত্র

ভারতীয় খেলার সর্বোচ্চ সম্মান পাচ্ছেন বিরাট-চানু

Image
২৯ বছরের কোহলি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন৷ তাই বিরাটের খেলরত্ন পুরস্কারের প্রস্তাব মঞ্জুর করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর৷ এর আগে খেলার দুনিয়ার সর্বোচ্চ সম্মান ক্রিকেটে পেয়েছেন সচিন তেন্ড‌ুলকার (১৯৯৭) ও বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৭)৷      নয়াদিল্লি: এ বছর রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারোত্তলক মীরাবাই চানু৷ রাজীব গান্ধি খেলরত্ন হল ভারতের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান৷ ২৯ বছরের কোহলি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন৷ তাই বিরাটের খেলরত্ন পুরস্কারের প্রস্তাব মঞ্জুর করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর৷ এর আগে খেলার দুনিয়ার সর্বোচ্চ সম্মান ক্রিকেটে পেয়েছেন সচিন তেন্ড‌ুলকার (১৯৯৭) ও বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৭)৷ গত বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস-এ ৪৮কেজি বিভাগে সোনা জিতেছেন চানু৷ কমনওয়েল্থ গেমস-এও সোনা জিতেছেন তিনি৷ তবে এশিয়ান গেমস-এ চোটের জন্য অংশ নিতে পারেননি ভারতের এই তারকা ভারোত্তলক৷

বিমানে গিয়ে ডাকাতি, বিমানেই চম্পট, পুলিশের জালে অভিজাত গ্যাং

Image
বিমানে চড়ে এ রাজ্য থেকে সে রাজ্য। গাড়ি করে গন্তব্যে। তারপর শাকরেদদের জড়ো করা এবং মওকা বুঝে হানা। অপারেশনের পর বিমানের টিকিট কেটে আকাশপথেই চম্পট। এমনই হাই প্রোফাইল আন্ত:রাজ্য ডাকাত দলের হদিশ পেল বেঙ্গালুরু পুলিশ। আপাতত শ্রীঘরে দলের সাত জন। সোনা-দানা ও নগদ মিলিয়ে অন্তত ৫০ লক্ষের সম্পত্তি উদ্ধার হয়েছে ধৃতদের কাছ থেকে। কিন্তু এরকম 'অভিজাত' ডাকাত দলটি পুলিশের হাতে এসেছে অনেকটা কাকতালীয় ভাবেই।সেটা কীরকম? পুলিশ সূত্রে খবর, মাস দু'য়েক আগে বেঙ্গালুরুর জে বি নগর এলাকায় একটি ডাকাতি হয়। ওই ঘটনার কিনারা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তদন্তকারী অফিসাররা। এরপর সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। ফুটেজে ধরা পড়া এক জনের সঙ্গে আরমান নামে এক দুষ্কৃতীর চেহারার মিল খুজে পান তদন্তকারীরা। এই আরমান ২০১৪ সালে বেঙ্গালুরুর অশোকনগর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। কিন্তু জামিনে ছাড়াও পেয়ে যান। এই আরমানের সম্পর্কে খোঁজ করছিলেন পুলিশকর্মীরা। শুরু হয় তথ্য জোগাড়। বেশ কিছু তথ্য হাতে এলেও তাঁর নাগাল পাচ্ছিলেন না তাঁরা। এর মধ্যেই আশিস নামে এক জনকে আটক করে বেঙ্গালুরু পুলিশের নাইট পেট্রোলিং টিম।

হরিয়ানায় গণধর্ষণে গ্রেপ্তার অন্যতম মূল অভিযুক্ত নিশু

Image
রিওয়ারি (হরিয়ানা) : হরিয়ানায় CBSE টপারকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত। তার মধ্যে রয়েছে অন্যতম মূল অভিযুক্ত নিশু। এই নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করল SIT। নিশু এই ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তবে, এখনও অধরা আরও দুই মূল অভিযুক্ত। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার দীনদয়াল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল SIT। অপহরণের পর ধৃত দীনদয়ালের বাড়িতেই নিয়ে যাওয়া হয়েছিল ওই নির্যাতিতাকে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের নির্দেশে রিওয়ারির পুলিশ সুপার রাজেশ দুগ্গালকে সরিয়ে দেওয়া হয়। নতুন পুলিশ সুপার হন রাহুল শর্মা। এরপর গতকাল গ্রেপ্তার হয় অন্যতম মূল অভিযুক্ত নিশু সহ সঞ্জীব নামে আরও এক অভিযুক্ত। সঞ্জীব পেশায় ডাক্তার। নির্যাতনের পর অবস্থার অবনতি হওয়ায় সঞ্জীবকে ধর্ষিতার শারীরিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। পরীক্ষা করে সে অবস্থা সংকটজনক জানানোর পরই নির্যাতিতাকে বাসস্ট্যান্ডে ফেলে আসা হয়েছিল। অন্যদিকে, CBSE টপারকে অপহরণ ও ধর্ষণের পুরো ঘটনাটির পরিকল্পনা তারই করা বলে জানিয়েছে ধৃত নিশু। ধর্ষণের পর সঞ্জীবকেও সেই ডেকে এনেছিল বলে জানায় সে। বাকি দুই মূল অভিযুক্ত হল

হিমাচলে ২ সহকর্মীকে গুলিতে হত্যা করে আত্মঘাতী সেনা জওয়ান

Image
সিমলা: হিমাচল প্রদেশের কাংরায় ২ সহকর্মীকে গুলি চালিয়ে খুন করে আত্মঘাতী সেনা জওয়ান। ম্যাকলয়েডগঞ্জে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল দেবিন্দার আনন্দ বলেছেন, বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। কাংরার এক পুলিশ কর্তা বলেছেন, সোমবার ভোরে ১৮ শিখ রেজিমেন্টের এক সেনা জওয়ান হঠাত্ খেপে গিয়ে দুজন সহকর্মীকে গুলি করে হত্যা করে নিজেকেও মেরে ফেলেন। ধরমশালা ক্যান্টনমেন্টের ভিতরে রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে। একটি সূত্রের খবর, মারাত্মক কাণ্ডটি ঘটিয়েছেন সিপাই যশবীর সিংহ নামে এক জওয়ান। তিনি ইনসাস রাইফেল থেকে গুলি করেন হাবিলদার হরদীপ সিংহ ও নায়েক হরপাল সিংহকে। ওরা নিহত হলে নিজেও গুলি করে আত্মহত্যা করেন। প্রায় দেড় বছর আগে সেনাবাহিনীতে যোগ দেওয়া যশবীর কেন এমন আচরণ করলেন, জানা যায়নি এখনও। হরদীপ ও হরপাল বাহিনীকে কর্মরত ছিলেন যথাক্রমে ২৩ ও ১৮ বছর। সামরিক বাহিনীর গোয়েন্দারা, কাংরা থানার পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

‌ট্রেন কোথায় কিংবা টিকিট কনফার্ম কিনা, এবার থেকে জানা যাবে হোয়াটসঅ্যাপেও

Image
সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন আর কেবল মেসেজ পাঠানো কিংবা কথা বলতে ব্যবহৃত হচ্ছে না। বর্তমানে টাকা পাঠাতেও ব্যবহার করা হচ্ছে এই অ্যাপটি। পাশাপাশি '‌মেক মাই ট্রিপ' কিংবা '‌বুক মাই শো'‌–র মতো সংস্থাগুলি হোয়াটসঅ্যাপ মারফত তাঁদের গ্রাহকদের বুকিং সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পৌঁছে দিচ্ছে। আর এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনি জেনে যেতে পারবেন, যে ট্রেনে আপনি সফর করবেন, সেটি কোথায়?‌ কিংবা আপনার টিকিট কনফার্ম কিনা জানা যাবে সেটাও। সম্প্রতি '‌মেক মাই ট্রিপ' সংস্থাটি '‌আইআরসিটিসি'–র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। আর তারপরই সাধারণের জন্য এই সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে আপনাকে ‌‌‌আইআরসিটিসি–র ওয়েবসাইটে যেতে হবে না কিংবা রেলের অন্যান্য অ্যাপের সাহায্য নিতেও হবে না। কিন্তু কীভাবে জানবেন?‌ টিকিট কনফার্ম কি না?‌ ১.‌ প্রথমে '‌মেক মাই ট্রিপ'–এর হোয়াটসঅ্যাপ নম্বরটি(‌৭৩৪৯৩৮৯১০৪) সেভ করতে হবে। ‌‌যদি আগে থেকেই তা করা থাকে তাহলে কেবল মেসেজ পাঠালেই হবে। ২.‌ এরপর '‌‌PNR'‌ এবং তারপর '‌পিএনআর নম্বরটি'‌ লিখে সেখানে পাঠিয়ে দিতে হবে। ৩.‌ কয়েকমুহূর্তের

‌বৌদ্ধ সন্ন্যাসী শিক্ষকরা যৌন নিগ্রহ করেন, একথা অনেক আগে থেকেই নাকি জানেন দলাই লামা

Image
বৌদ্ধ সন্ন্যাসী শিক্ষকরা যে যৌন হেনস্থা করে থাকেন এটা তাঁর অজানা নয়। ১৯৯০ সাল থেকেই এই ঘটনা নাকি তিনি জানেন। নেদারল্যান্ডে সরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। ডাচ টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে দলাই লামার এই মন্তব্যে শোরগোল ফেলে দিয়েছে বৌদ্ধ সমাজে। কয়েকদিন আগেই এক নিগৃহীতা অভিযোগ করেছিলেন এক বৌদ্ধ শিক্ষক তাঁকে সৌন নিগ্রহ করেছেন। এই নিয়ে আন্দোলনও হয়েছে নেদারন্যান্ডে। দলাই লামার ইউরোপ সফরের সময় প্রায় ডজন খানেক নির্যাতিতা তাঁর সঙ্গে এই নিয়ে কথা বলতে চেয়েছিলেন। এক নির্যাতিতা অভিযোগ করেছিলেন, বৌদ্ধ ধর্মে অত্যন্ত আপন করে নেওয়া হয় শরণার্থীদের। এই মুক্ত চিন্তাধারার মূলে রয়েছে ধর্ষণ এবং যৌন নির্যাতন। নির্যাতিতার এই অভিযোগের প্রেক্ষিতেই দলাই লামা বলেছেন, '‌এটা কোনও নতুন ঘটনা নয়, বহুদিন আগে থেকেই এটা ঘটে আসছে এবং তিনি সেকথা জানেনও। প্রায় ২৫ বছর আগে ধর্মশালায় পাশ্চাত্যের বৌদ্ধ সন্ন্যাসী শিক্ষকদের কনভেনশনে এই যৌন নির্যাতনের প্রসঙ্গটি উঠেছিল। যাঁরা এই ধরনের কাজ করেন তাঁরা বুদ্ধের নীতি এবং আদর্শের পরোয়া করেন না।'‌

খিদের জ্বালায় লতাপাতাই এখন সম্বল ইয়েমেনবাসীর

Image
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দেখা দিয়েছে খাদ্যসঙ্কট। কম–বেশি দেশের সবাই প্রায় সেই যুদ্ধে ভুক্তভোগী। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, ইয়েমেনে অন্তত দুই কোটি মানুষের প্রত্যেকদিন খাবার জুটছে না। খিদের জ্বালায় ইয়েমেনের বহু মানুষ এখন লতাপাতা সেদ্ধ করে খাচ্ছেন। ফলে সেখানে শিশু জন্ম নিচ্ছে অপুষ্টি নিয়ে। দেখা দিচ্ছে ডায়রিয়ার মতো অসুখ ঘরে ঘরে।  ইয়েমেনের হাজ্জাজ প্রদেশের আসলামে বহু পরিবারকে দেখা গিয়েছে গাছের পাতা সেদ্ধ করছে, খাওয়ার জন্য। এমন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাড়ির বড়দের পাশে খাবারের আশায় বসে রয়েছে শীর্ণকায়  শিশুরা। জানা গিয়েছে, ছবিটি গত ২৫ আগস্ট তোলা হয়েছে। এই ছবি দেখে গোটা বিশ্বের মানুষের চোখে জল এসে গিয়েছে। ইয়েমেনের মানুষের দুর্দশার ছবি সামনে আসতেই মনে পড়ে যাচ্ছে ২০১৫ সাল থেকে লাগাতার তিন বছর ধরে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের কি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এই যুদ্ধ কম করে ১৪ হাজার মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে দেড় হাজার শুধু শিশুই রয়েছে। আর মহিলা রয়েছেন ৮৬৫ জন। আর এখন ৫ লাখের বেশি মানুষ খাবারের জন্য হাহাকার করছেন। বাধ্য হয়ে লতাপাতা সেদ্ধ করে খিদের জ্বালা মেটাচ্ছেন। সৌদি আরবের নেতৃত্বা

১৪ বছরের কিশোরকে পর্ন ছবি দেখিয়ে যৌন হেনস্থা, কাঠগড়ায় প্রধান শিক্ষক

Image
‌১৪ বছরের পড়ুয়াকে পর্ন ছবি দেখানোর অভিযোগ উঠল কনভেন্ট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুনের একটি কনভেন্ট স্কুলে। এ বিষয়ে পুলিস ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, এ বিষয়ে সব জেনেও চুপ ছিল এক মহিলা কাউন্সিলার। এমনকী সে ওই পড়ুযাকেও চুপ করে থাকতে বলেছিল। অভিযোগে তার নামও উল্লেখ রয়েছে। ওয়ানওয়াদি পুলিস দু'‌জনকেই গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করে দিয়েছে। পুলিস সূত্রের খবর, এ বছরের মার্চ মাসে ঘটনাটি ঘটে। কনভেন্ট স্কুলের প্রধান শিক্ষক ১৪ বছরের কিশোরকে জোর করে পর্ন ছবি দেখিয়ে যৌন হেনস্থা করে। ওই কিশোর স্কুলের মহিলা কাউন্সিলারকে গোটা ঘটনাটি জানায়। কিন্তু ওই কাউন্সিলর উল্টে পড়ুয়াকেই বিষয়টি নিয়ে চুপ থাকার পরামর্শ দেয়। পুলিসের অনুমান, চাকরি হারানোর ভয়েই ওই কাউন্সিলর চুপ থাকতে বলে আক্রান্তকে। পুলিস জানিয়েছে, কিশোরের পড়াশোনার ক্ষতি হবে ভেবে তার পরিবারও কোনও পদক্ষেপ নেয় না। পুলিস স্কুলেরই এক সূত্র থেকে গোটা বিষয়টি জানতে পারে এবং স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে তৎপর হতে বলে। ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে দুই অভিযুক্তের বিরুদ্ধেই পুলিস মামলা দায়ের করেছে।

২৬ বছর ধরে এই মন্দিরের দেখাশোনা করছেন মুসলিমরা

Image
বাবরি মসজিদ ধ্বংসের পরপরই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন হিন্দু মালিকরা। রয়ে গিয়েছে মন্দির। সেই মন্দিরকেই সযত্নে বাঁচিয়ে রেখেছেন প্রতিবেশী মুসলিমরা। ২৬ বছর ধরে অভূতপূর্ব সম্প্রীতির নজির গড়ে উঠেছে মুজফফরনগরে।  মুসলিম অধ্যুষিত লাডডেহওয়ালার সেই মন্দির প্রতিদিন ধোয়া-মোছা হয়। প্রতি দিওয়ালিতে হয় হোয়াইটওয়াশ। কোনও রাস্তার কুকুর-বিড়াল যাতে মন্দিরে ঢুকে পড়তে না-পারে, সেদিকেও রয়েছে তীক্ষ্ণ নজরদারি। ৬০ বছরের মেহেরবান আলি এখনও স্মৃতি রোমন্থন করেন। তাঁর হিন্দু প্রতিবেশীদের কথা বলতে গিয়ে বললেন, 'আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল জিতেন্দ্র কুমার। সাম্প্রদায়িক হিংসার সময় আমি ওকে বাড়ি না-ছাড়ার জন্য অনুরোধ করেছিলাম। তবে পরিবারের সুরক্ষার কথা ভেবে সবাইকে নিয়ে অন্যত্র চলে যান তিনি। বলে যান, আবার একদিন ফিরে আসবেন। সেদিন থেকে এখানকার বাসিন্দারা মন্দিরটার দেখাশোনা করেন।' ওই এলাকায় থাকেন ৩৫ টি মুসলিম পরিবার। এছাড়াও ছিল প্রায় ২০টি হিন্দু পরিবার। ১৯৭০ সালে তৈরি হয়েছিল মন্দিরটি। তবে এখন তাতে বিগ্রহ নেই। এক হিন্দু পরিবার যাওয়ার সময় বিগ্রহটি নিয়ে গিয়েছিলেন। আলির মতোই অনেকেই আশায় আছেন, তাঁদের হিন্দু প্রতিবেশীরা ফের ফ

ভাইঝিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় দাদা-বৌদিকে অস্ত্রের কোপ

Image
রাত বেশ অনেকটাই হয়েছে।  বাড়ির কলিং বেলটা বেজে উঠেছিল।  দরজার ফাঁক দিয়ে তরুণী দেখেছিলেন, তার কাকা এসেছেন। তাই সাত পাঁচ না ভেবেই দরজা খুলে দিয়েছিল সে। কিন্তু দরজা খুলতেই বিপত্তি। কাকা যে শুধু একা ছিলেন না, সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন। মুখে কিছু বলার আগেই ভাইঝির হাত ধরে টানাটানি শুরু করেন কাকা। তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তরুণীর চিত্কারে  পাশের ঘর থেকে ততক্ষণে ছুটে এসেছেন তার বাবা-মাও।  মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। আচমকাই ধারালো অস্ত্র হাতে হামলা চালায় তরুণীর কাকা।  প্রথমে দাদার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যাওয়ার পর ফের হামলা। এবার ডান চোখে গুরুতর আঘাত লাগে, ওই ব্যক্তি হামলা চালান তাঁর বৌদির ওপরও। কিন্তু কেন এমনটা করলেন? মালদার  মোথাবাড়ির দামোদর টোলা এলাকায় রবিবার রাতে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। মোথাবাড়ি দামোদর টোলা এলাকার বাসিন্দা সুবল মণ্ডলের সঙ্গে তাঁর ভাই লক্ষ্ণন মণ্ডলের বিবাদ জমির ফসল নিয়ে। রবিবার সকালেও তা নিয়ে ঝামেলা হয়। কিন্তু বিষয়টা তখনকার মতো মিটে যায়। কিন্তু বিপদ যে এই ভাবে অপেক্ষা করছিল, তা আঁচ করতে পারেননি সুবল। রবি

বাবা-মায়ের স্মার্টফোন আসক্তির প্রতিবাদে পথে নামল শিশুরা

Image
মা-বাবা সারাদিন মুখ গুঁজে থাকেন স্মার্টফোনে। প্রতিবাদে পথে নামল কচিকাঁচারা। জার্মানির হামবুর্গে দেখা গেল অবাক করা এই মিছিল।  দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তৈরি হয়েছিল স্মার্টফোন। সেই স্মার্টফোনই এখন আমাদের অষ্টপ্রহরের সঙ্গী। স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না এমন মানুষের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। আর স্মার্টফোনে আসক্তির প্রবণতার নিরিখে শিশুরা এগিয়ে রয়েছে অনেকটাই। তবে জার্মানির ছবিটা আলাদা। সেখানে শিশুরা নয়, কাঠগড়ায় অভিভাবকরা।  জার্মান সংবাদমাধ্যম DW-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মা বাবার মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের প্রতিবাদে হামবুর্গের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে শিশুরা। স্লোগান তোলে, ''আমরা পথে, কারণ আমাদের বাবা-মায়ের চোখ মোবাইল ফোনের স্ক্রিনে।''  ইমিল নামে ৭ বছরের এক বালক এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন,'আশা করি এই বিক্ষোভের পর মা-বাবার মোবাইল ফোন ব্যবহার কমবে।' বিশেষজ্ঞরা বলেন, বাবা-মায়ের মধ্যে স্মার্টফোন আসক্তির ফলে সন্তানদের প্রতি তাদের আচরণ বদলে যাচ্ছে। আর বাবা-মায়ের উপেক্ষার শিকার হয়ে শিশুদের মধ্যে চঞ্চলতা, হতাশার মতো উপস

রেলের পরীক্ষার জন্য 'পরীক্ষা স্পেশাল' ট্রেনের ব্যবস্থা করল দক্ষিণ-পূর্ব রেল

Image
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার জন্য এবার বিশেষ ব্যবস্থা নিল দক্ষিণ-পূর্ব রেল। শালিমার-ভুবনেশ্বর-শালিমার 'পরীক্ষা স্পেশাল' ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। মোট বারো জোড়া বিশেষ এই ট্রেন চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি-র পরীক্ষা। সেই পরীক্ষার অন-লাইন কম্পিউটার বেসড এক্সামিনেশনে পশ্চিমবঙ্গের বহু প্রার্থীকেই পরীক্ষা দিতে যেতে হবে ভুবনেশ্বরে। আবেদনকারী প্রার্থীদের যাতে কোনওরকম অসুবিধে না হয় তাই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। মোট ১২ জোড়া ট্রেনের ব্যবস্থা করেছে দক্ষিণ-পূর্ব রেল। # ০৮০৩৭ শালিমার-ভুবনেশ্বর 'পরীক্ষা স্পেশাল' ট্রেন শালিমার স্টেশন ছাড়বে সন্ধ্যে ০৬:৫০ মিনিটে। ট্রেনটি ভুবনেশ্বর পৌঁছবে পরের দিন রাত ০২:৪৫ মিনিটে।  # ০৮০৩৮ ভুবনেশ্বর-শালিমার 'পরীক্ষা স্পেশাল' ফিরতি ট্রেনটি রাত ০৮:০০ টায় ভুবনেশ্বর থেকে ছাড়বে। শালিমারে পৌঁছবে পরের দিন ভোর ০৪:৩০ মিনিটে। এই বিশেষ ট্রেনগুলি ১৮ কোচের হবে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ভারত-পাকিস্তান সীমান্তে বসছে লেসার নিয়ন্ত্রিত ’স্মার্ট ফেন্স’, সূচনা করছেন রাজনাথ সিং

Image
ভারত-পাকিস্তান সীমান্তে বসছে স্মার্ট বেড়া। জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সোমবার ওই প্রকল্পের সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সীমান্তের পালৌরা থেকে ওই বেড়া দেওয়ার কাজ শুরু হচ্ছে। নিয়ন্ত্রণরেখা বরাবর পাঁচ কিলোমিটার দৈর্ঘের দুটি জায়গায় ওই বেড়া দেওয়া হবে। এই ধরনের ২৪ ঘণ্টা সীমান্তের ওপরে নজর রাখবে। এই বেড়া হবে লেজার নিয়ন্ত্রিত। সঙ্গে থাকবে আরও আধুনিক প্রযুক্তি। কীভাবে ওই স্মার্ট বেড়া কাজ করবে আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতকলমে দেখাবে বিএসএফ। বিএসএফের তরফে আরও জানানো হয়েছে, নজরদারির জন্য স্মার্ট ফেন্সে ব্যবহার করা হচ্ছে বহু যন্ত্রপাতি। ঘণ্টার পর ঘণ্টা ধরে নজরদারি সংক্রান্ত সব তথ্য ওই গ্যাজেটে মজুত থাকবে। স্মার্ট ফেন্সে থাকছে থার্মাল ইমেজার, আন্ডারগ্রাউন্ড সেন্সর, ফাইবার অপটিক্যাল সেন্সর। ফেন্সের বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হবে রেডার। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা যাচ্ছে যে কোনও আবহাওয়ায় ২৪ ঘণ্টা ধরে কাজ করবে স্মার্ট ফেন্সের ওইসব অত্যাধুনিক প্রযুক্তি। রাজস্থানের ধুলো কিংবা কাশ্মীরের ঘন কুয়াশা বা ঠাণ্ডার মধ্যে কাজ করতে পারে ওই ব্যবস্থা। প্রসঙ্গত, এনিয়ে বিএসএফের ডিরক্টর জেনারেল কে কে

হরিয়ানার ধর্ষণ:‌ চেক ফেরালেন মা

Image
হরিয়ানার রেওয়ারি গণধর্ষণ–‌কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজন হাসপাতালের ডাক্তার, এবং অন্যজন টিউবওয়েল ঘরের মালিক। সেখান থেকে মদের বোতল পেয়েছে পুলিস। ধৃতদের জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা পুলিসের। অপহরণে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু ধর্ষণ–‌কাণ্ডের মূল অভিযুক্ত সেনাকর্মী পঙ্কজ এবং তার সঙ্গী নিশু আর মণীশ এখনও অধরা। এফআইআর রুজু হওয়ার পর শনিবার তাদের ছবি প্রকাশ করেছে হরিয়ানা পুলিস। দিল্লি, হরিয়ানা, রাজস্থান–‌সহ অন্য রাজ্যে তাদের খেঁাজ চলছে। ঘটনার পর চার দিন কেটে গেছে। অভিযুক্তরা ধরা না পড়ায় প্রশ্ন নানা মহলে। প্রশ্ন নির্যাতিতার পরিবারের। ক্ষতিপূরণের টাকা ফিরিয়ে দিয়ে নির্যাতিতার মা বলেন, '‌এটাই কি আমার মেয়ের সম্মানের দাম?‌ আমরা ন্যায় বিচার চাই।'‌ কোচিং থেকে ফেরার পথে বুধবার ১৯ বছরের কিশোরীকে অপহরণ করে মহেন্দ্রগড় জেলার কানিনায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাস্থলের কাছেই একটি টিউবওয়েল ঘর রয়েছে। সেখানেই মাদক–‌মেশানো ওষুধ খাইয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। তদন্ত শুরুর পর রবিবার ওই টিউবওয়েল ঘরের মালিক এবং প্রথমে যিনি নির্যাতিতার চিকিৎসা করেছেন, সেই ডাক্তারকে গ্রেপ্তার করে

মুসলিমদের কবরস্থান গড়তে ১২ কাঠা জমি দিলেন হিন্দু বৃদ্ধা

Image
তেহট্ট: মুখে অনেক কিছুই বলা যায়, কিন্তু অন্যের সেবায় হাসিমুখে দান করা খুব একটা সহজ কর্ম নয়। কিন্তু এক বৃদ্ধা তঁার জীবনের সঞ্চিত অর্থ ভারত সেবাশ্রম সঙ্ঘকে এবং ১২ কাঠা জমি দান করলেন মুসলিমদের কবরস্থানের জন্য। এলাকাতে অনেকেই তাঁকে '‌মাদার টেরেসা'‌ বলে ডাকেন। তিনি নদিয়ার পলাশিপাড়া হাসপাতালপাড়া এলাকার ঠান্ডা গ্রামের পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় (৭৯)। জন্মস্থান হুগলি জেলার শ্রীরামপুরের বল্লভপুরের ঠাকুরবাড়ি। বাবা ছিলেন অবিনাশ বন্দ্যোপাধ্যায়, মা বিমলা বন্দ্যোপাধ্যায়। পরিবারটি ছিল খুব শৃঙ্খলাপরায়ণ।  পূর্ণিমাদেবী রাজ্য সরকারের সমাজকল্যাণ দপ্তরে চাকরি পাওয়ার পর পারিবারিক বিবাদের কারণে ঘর ছাড়েন। সেই থেকে বিভিন্ন জেলা ঘুরে অবশেষে পলাশিপাড়া ব্লক অফিস থেকে ২০০০ সালে অবসর নেন। বিভিন্ন সময়ে ভাড়াবাড়িতে থাকার পর অবসরের আগে পলাশিপাড়া সেতুর পশ্চিম পাশে জলঙ্গি নদীর দক্ষিণ তীরে পাঁচ শতক জমির ওপর শিবমন্দির–সহ দ্বিতল বাড়ি নির্মাণ করেন। পূর্ণিমাদেবী ওই ঘরে পাকাপাকিভাবে একাই থাকতে শুরু করেন। বয়সের ভারে জীর্ণ শরীরেও কথাবার্তা এখনও টনটনে। ঠান্ডা গ্রামের চাইনা বেগম বলেন, '‌পূর্ণিমাদেবী আমার প

ক্ষতি কোটি কোটি

Image
উৎসবের মরশুম আসন্ন। অন্যান্য বছরের মতোই বাজার ধরার লক্ষ্যে বাগরি মার্কেটের ব্যবসায়ীরা কম–বেশি জিনিসপত্র মজুত করতে শুরু করেছিলেন। কয়েক ঘণটায় সব জ্বলেপুড়ে ছাই! রবিবার সকালে বিষণ্ণ মুখে সেই কথাই বলছিলেন জুয়েলারি দোকানের কর্মী হীরেন দেশাই। সংস্থার কর্ণধার কেতন দেশাই ততক্ষণে বাক্‌রুদ্ধ। বাগরি মার্কেটে দেশাইদের দোকান এবং গোডাউন। শনিবার রাত আড়াইটে নাগাদ বড়বাজারের ৭১, ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এমন বাক্‌রুদ্ধ হয়েছেন শ'য়ে শ'য়ে ব্যবসায়ী। ক্যানিং স্ট্রিটের ঘিঞ্জি এলাকার ছ'তলা বাড়িতে মোট ৮টি ব্লক। প্রতিটি ব্লকে ৮০ থেকে ১০০ করে দোকান। পুজোর আগে তাতে ঠাসা মালপত্র।  ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে আগুন জ্বলছে। ফুটপাথে ভিড় করে–থাকা ব্যবসায়ীদের চোখের সামনে পুড়ে যাচ্ছে কোটি কোটি টাকার মজুত জিনিস। জাভেরি জুয়েলার্সের কর্ণধার ৮ জন কর্মী নিয়ে পথে বসে রয়েছেন। চোখের সামনে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে ৪০ বছর ধরে একটু একটু গড়ে তোলা ব্যবসার ইমারত।  তঁাদের মতোই অসহায় হয়ে পথে বসেছেন বাগরি মার্কেটের অন্তত ১২০০ ব্যবসায়ী। মার্কেটের ছ'তলা পর্যন্ত দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ছে। দম

আন্তর্জাতিক সোনা পাচারকারীদের সঙ্গে যোগ ধৃতদের

Image
আলিপুরদুয়ার: ভুটান, মায়নামার, তিব্বত সহ বিদেশের যে সমস্ত নাগরিক সোনা পাচারে জড়িত তাদের সঙ্গে ধৃতদের যোগাযোগের প্রমাণ পাচ্ছে সিআইডি। এমনকী তাদের সঙ্গে অভিযুক্তদের যে একাধিকবার কথা হয়েছে, মোবাইলের কল লিস্ট ঘেঁটে এমনই তথ্য হাতে এসেছে তাদের। আন্তর্জাতিক সোনা পাচারে জড়িত কয়েকজনের নামও সিআইডির গোয়েন্দাদের হাতে এসেছে। তাদের অবাধে সোনা পাচারের ব্যবস্থা করে দিয়ে বেশকিছু সুযোগসুবিধা ধৃতরা নিয়েছে বলে জানা যাচ্ছে। তবে শিলিগুড়ি যে এখন সোনা পাচারাকারীদের হাব হয়ে উঠেছে তা তাঁরা জানতে পারছেন। উল্লেখ্য, এই সোনা গায়েবকাণ্ডে ধৃত জয়গাঁর এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর, হাসিমারা পুলিস ফাঁড়ির প্রাক্তন ওসি কমলেন্দু নারায়ণ, পুলিসের সাব ইন্সপেক্টর সত্যেন রায়, সেনা বাহিনীর অফিসার পবন ব্রহ্ম ও কনস্টেবল দশরথ সিংকে শনিবার আলিপুরদুয়ারে আদালতে তুলে চার দিনের হেফাজতে পায় পুলিস। এরপর তারা ঘটনার তদন্ত ভার সিআইডি'র হাতে তুলে দেয়। ধৃতদের আলিপুরদুয়ার থানারই একটি ঘরে রাখা হয়েছে। রবিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে প্রত্যেকের মেডিক্যাল পরীক্ষা করা হয়। পাচারের সোনা হাতিয়ে নেওয়ার ঘটনায় তদন্তে নেমে অনেক চাঞ্চল্যকর তথ্যই সিআইডি জানত

তিন লক্ষ টাকা গায়েবের পর ফোন, কাকু টাকা তুলে নিলাম

Image
আসানসোল: 'কাকু আপনার অ্যাকাউন্ট থেকে দু'দিনে তিন লক্ষ টাকা তুলে নিলাম। ভালো থাকবেন।' অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা হাতানোর পর আসানসোলের সূর্য সেন পার্কের এক অবসরপ্রাপ্ত রেল কর্মীকে ফোন করে এমনটাই জানায় এক সাইবার অপরাধী। ওই অপরাধীর ফোন পেয়েই হুঁশ ফেরে ৭০ বছরের ওই রেলকর্মীর। তিনি তড়িঘড়ি ব্যাঙ্কে গিয়ে দেখেন সত্যিই তাঁর অ্যাকাউন্ট থেকে দু'দিনে তিন লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। এরপর বিষয়টি তাঁর ছেলেকে জানান বৃদ্ধ। এরপরই এটিএম কার্ডটি ব্লক করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন ওই রেল কর্মী আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সাইবার ক্রাইম দপ্তরেও পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ফোনটি ঝাড়খণ্ড থেকে এসেছিল। ওই অপরাধী অনলাইনে একটি অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা পাঠিয়ে দেয়। সেখান থেকে সে টাকা খরচ করে। পুলিস কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, সাইবার ক্রাইম সম্পর্কে জনগণকে বারবার সচেতন করা হচ্ছে। কিন্তু তারপরেও তাঁরা ভুল করছেন। বিভিন্ন স্কুল কলেজে গিয়েও সচেতনতামূলক শিবির করা হচ্ছে। প্রতারিত ওই প্রাক্তন রেলকর্মী বলেন, ১২সেপ্টেম্বর বিএনআর মোড়ে একটি রা

ভাঙা স্মার্টফোনের টাকা না দেওয়ায় বন্ধুর হাতে খুন যুবক

Image
দুর্গাপুর: ভেঙে ফেলা স্মার্টফোনের টাকা না দেওয়ায় কেন্দ্র করে বিবাদ৷ বিবাদকে কেন্দ্র করে বন্ধুর হাতে যুবক খুন৷ রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাণ্ডবেশ্বরে৷ বন্ধুকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসিএলের হরিপুর কোলিয়ারির পুরাতন সেন্টারের বাসিন্দা জয়রাম সিং মাস সাতেক আগে তারই বন্ধু শাহজাদ আলির নতুন স্মার্টফোনটি ভেঙে ফেলেন৷ নতুন ফোন ভেঙে যাওয়ার কারণে টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানান শাহজাদ৷ রাজিও হয় জয়রাম৷ কিন্তু, পরে টাকা না দেওয়ায় দুই বন্ধুর মধ্যে তীব্র বাগ-বিতণ্ডা শুরু হয়৷ স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শাহজাদকে ঘরে ডাকে জয়রাম৷ দু'জনেই মদ্যপান করেন৷ মাঝরাতে আচমকাই জয়রামের ঘর থেকে চিৎকার ভেসে আসে৷ স্থানীয়রা প্রথমে গুরুত্ব না দিলেও এর কিছুক্ষণ পরই ফের শুরু হয় চিৎকার৷ প্রতিবেশীরা ঘরের মধ্যে জয়রামের গলা কাটা মৃতদেহ দেখতে পান৷ খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে৷ তারা মৃতদেহ উদ্ধার করে৷ এরপরই পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পাশের ঘরেই হদিশ পায় শাহজাদের৷ তার সারা শরীরে রক্তের দাগ ও টাটকা আঘাতের

কোটি টাকার গাড়ি কিনে সোনায় মোড়ানো মিষ্টিমুখে তাক লাগালেন কৃষক

Image
পুনে: জীবনের জমানো পুঁজি দিয়ে স্বপ্নকে বাস্তবায়িত করলেন পুনের এক কৃষক৷ কিনে ফেললেন Jaguar XJ saloon, যার মূল্য ১.১ কোটি(একস্-শোরুম)৷ পুনের ধায়ানি গ্রামের এই কৃষকের নাম সুরেশ পোকালে৷ নিজের এই লক্ষ্যপূরণের আনন্দকে আরও একটু বাড়িয়ে তুলতে এমন মিষ্টি অর্ডার করলেন তিনি যার প্রতি কেজি মূল্য ৭,০০০টাকা৷ ভাবছেন এত দামি মিষ্টিও হয়? হয় বৈকি৷ Jaguar XJ saloon কিনলে তার সেলিব্রেশনও তেমনই হওয়া প্রয়োজন বলেই হয়তো সুরেশ বিশেষ একধরণের সোনার পাতা জড়ানো মিষ্টি অর্ডার করেন৷ পড়ুন: ভোপালের প্রথম মহিলা অটো-রিক্সাচালকের ফার্স্ট প্যাসেঞ্জার ছিলেন মুখ্যমন্ত্রী টেলিভিশনে একটি ক্লিপিং দেখে তার মাথায় এই আইডিয়া আসে৷ আর তার এই গাড়ি কেনার থেকেও, এই বিশেষ ধরণের মিষ্টিমুখে সেলিব্রেশনের জন্যই এখন সংবাদ শিরোনামে তাঁর নাম৷ সুরেশ পোকালে গোল্ড লিফ ব়্যাপড্ মিষ্টির অর্ডার দেন যা তৈরি করতে তিনদিন সময় লাগে৷ এরপর ৩কেজি মিষ্টি প্রতিবেশী এবং গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয়৷ একটি সাক্ষাৎকারে সুরেশের ছেলে দীপক পোকালে জানান, "আমরা সম্প্রতি একটি বিলাসবহুল জাগুয়ার গাড়ি কিনেছি, এবং তাই রাজকীয় সেলিব্রেশন চেয়েছিলাম

বাণিজ্যে লক্ষী, কথাতেই আছে! এই পথেই পকেটে ২০০ কোটি টাকা পুড়ল ইসরো

Image
বাণিজ্যে লক্ষী। বাংলায় এই কথাটা বহুল প্রচারিত। ভারতের বাণিজ্য ইতিহাসের জড়িয়ে রয়েছে ঐতিহ্যশালী ইতিহাস। নদী মাতৃক দেশ ভারতে একটা সময় বাণিজ্যই ছিল অর্থনীতির মূল ভিত্তি। ইংরেজ শাসনের অধীনস্থ হওয়ার পর সেই ভারতের সেই বাণিজ্য শিল্প ধ্বংস হয়ে গিয়েছে। স্বাধীনতার পর রফতানি শুরু হলেও তা অতিত গৌরবের সঙ্গে কোনওভাবেই প্রতিযোগিতায় আসে না। বর্তমান সময়ে ফের ভারতের বাণিজ্য শিল্পকে পুনরুজ্জীবিত করে তোলার চেষ্টা চলছে। আর এই পথের অনুসরণকারী হয়ে রবিবার রাতে ইসরোর পকেটে এলে ২০০ কোটি টাকা। রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরো দুটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠায়। এই দুই কৃত্রিম উপগ্রহ একটি ব্রিটিশ বেসরকারি সংস্থার। এই যাত্রায় কোনও ভারতীয় কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়নি। ইসরোর কর্মাশিয়াল উইং অ্যান্ট্রিক্স কর্পোরেশন-এর মাধ্যমে এদিনের এই কমার্শিয়াল লঞ্চ করা হয়। এটা ছিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি-র ৪৪তম উৎক্ষেপণ। দুই কমার্শিয়াল কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠাতে হালকা পিএসএলভি রকেট ব্যবহার করা হয়। তিরুঅনন্তপূরম-এর বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এস সোমনাথ জানিয়েছেন, এটা ইসরোর কমার্

আন্ডারআর্মে দাগ, তাই স্লিভলেস পরতে বাধা? রইল উপায়

Image
শরীর ও সৌন্দর্য্য নিয়ে চিন্তা আজকাল সকলেরই। তার উপর পুজোর কেনাকাটার পরিকল্পনা করতে বসলে তাতে কয়েকটা স্লিভলেস পোশাক থাকবে না, তা আবার হয় না কি! নারী হোক বা পুরুষ, স্লিভলেস পরতে গেলে কিন্তু আন্ডারআর্ম শেভিং অত্যন্ত জরুরি। সারা বছর আন্ডারআর্ম পরিষ্কার করার ঝক্কি সামলাতে নিয়ম করে স্যালোঁতে যান না অনেকেই। টুকটাক কাজের মাঝে বাজার চলতি ক্রিম বা রেজারের মাধ্যমে বাড়িতেই সারেন আন্ডারআর্ম পরিষ্কারের কাজ। কিংবা পুজোর সময় মাত্র একবার স্যালোঁতে গেলেও সারা বছর যেহেতু বাড়িতেই সারেন এমন কাজ, তাই  তাতেও ত্বকের উপর কালো দাগ পড়ে। সহজে এ দাগ সরেও না। স্লিভলেস পরতে গেলে সেই দাগ কিন্তু শত্রু হয়ে উঠতে পারে আপনার সাজের। তবে রূপবিশেষজ্ঞদের মতে, কিছু ঘরোয়া উপায় মেনে চললে এই সমস্যার হাত থেকে মুক্তি মেলে। দেখে নিন সে সব কী কী। লেবু: লেবু প্রাকৃতিক ব্লিচ। লেবুর অ্যান্টিঅক্সিড্যান্ট নাছোড় দাগ সরাতে কাজে আসে। শেভিংয়ের পর লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখুন আন্ডারআর্ম। এ ছাড়া প্রতি দিন স্নানের সময় পাতিলেবু লাগান শেভিংয়ের জায়গায়। সহজেই দূর হবে কালো দাগ। আরও ভাল ফল পেতে লেবুর সঙ্গে চিনি মেশান। চিনি গলে না যাওয়া অবধি লাগান।

মিলছে শুধু পাচারের ২৫ শতাংশ সোনা

Image
পাচারকারীরা অনেক অঙ্ক কষেই নামে। আগে দেখে কোন পথে কেমন নজরদারি, কোথায় কোন অফিসার  দায়িত্বে, কখন কোথায় গা ঢাকা দেওয়া যায়। সীমান্তে কড়া নিরাপত্তা। রাস্তায় পুলিশের নজরদারিও কম নেই। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরও অতি মাত্রায় সজাগ। তবুও খামতি মেটে না। ফি বছর গড়ে উত্তর পূর্ব ভারতে কেন্দ্র ও রাজ্যের পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযানে অন্তত ৫০০ কেজি সোনা উদ্ধার হয়। অথচ, নানা তদন্তকারী সংস্থার অফিসার-কর্মীদের একাংশের একান্ত আলাপচারিতায় কান পাতলে শোনা যায়, যে পরিমাণ সোনার চোরাকারবার হচ্ছে, তার ২৫ শতাংশের বেশি ধরা যাচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আইনি ভাবে সোনার কারবার যাঁরা করেন, তাঁদের অনেকেও মনে করেন, যে পরিমাণ সোনা উদ্ধার হচ্ছে তা মোট পাচারের বড়জোর ২৫ শতাংশ হতে পারে। যেমন, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের শিলিগুড়ি শাখাই চলতি বছরে জানুয়ারি থেকে এখনও অবধি প্রায় ১০০ কেজি সোনা উদ্ধার করেছে। ধরাও পড়েছে অন্তত ১৬ জন। তাতে কি! গোয়েন্দাদের কয়েকজন জানান, চোরাকারবারিদের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে, তাতে অনেক সময়ে দুঁদে অফিসারেরও মাথা গলানোর উপায় থাকে না। সেই 'নেটওয়ার্ক'-এর আওতায় পুলিশ-

সোনা-গাড়ির খোঁজ করছেন গোয়েন্দারা

Image
সোনা পাচারকারীদের সন্ধানে নেমে চোখ কপালে গোয়েন্দাদের। সোনা পাচারের সঙ্গে খোদ সেনাবাহিনী ও পুলিশের যোগসাজশ কতটা গভীর, তারই খোঁজ শুরু করেছেন তাঁরা। আলিপুরদুয়ারের হাসিমারাতে ১০ সেপ্টেম্বর একটি গাড়ি থেকে ২৫ কেজি বেআইনি সোনা উদ্ধার হয় বলে সূত্রের খবর। এক কেজি করে ওজনের ২৫টি সোনার বার ছিল গাড়িতে। অভিযোগ, জয়গাঁর এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর, হাসিমারা ফাঁড়ির ওসি-র দায়িত্বে থাকা কমলেন্দ্র নারায়ণ, সাব ইন্সপেক্টর সত্যেন্দ্রনাথ রায়, সেনা বাহিনীর গোয়েন্দা বিভাগের লেফটেন্যান্ট কর্নেল পবন ব্রহ্ম ও দশরথ সিংহ ১৫টি সোনার বার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন৷ তার পরে ওই গাড়িটি যাদের বলে দাবি, তাদের বাকি সোনা-সহ ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঘটনাটি জেলা পুলিশের শীর্ষ কর্তারা জেনে ফেলতেই ভিতরে ভিতরে শুরু হয় তদন্ত। সূত্রের খবর, পুলিশের তরফে বিষয়টি নিয়ে সেনা বাহিনীর গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়৷ তদন্তে ঘটনা যে সত্য, তা বেরিয়ে আসতেই শুক্রবার রাতে এসডিপিও-সহ পাঁচ জনকে হাসিমারা ফাঁড়িতে ডেকে জেরা শুরু হয়৷ ওই রাতেই তাঁদের থেকে উদ্ধার হয় ১৫টি সোনার বার৷ তার পরেই তাঁদের গ্রেফতার করা হয়৷ সিআইডির এক কর

সারদা-রোজভ্যালি মামলায় সিবিআই অফিসারকে জিজ্ঞাসাবাদ পুলিশের

Image
সারদা-রোজভ্যালি মামলায় নতুন করে পুলিশ অফিসারদের তলব করছে সিবিআই। এ বার সিবিআইয়েরই দায়ের করা একটি চুরির মামলার সূত্রে দু'দিন হাওড়া পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তাদের। যা ঘিরে রাজ্য পুলিশ ও সিবিআইয়ের 'ঠান্ডা লড়াই' বাড়ছে। সিবিআই সূত্রের খবর, ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার রাঁচীর এক অফিসারকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে তদন্তকারী সংস্থার একটি দল। সেই মামলার সূত্রে কলকাতার এক ব্যবসায়ীর খোঁজে শহরে আসে দিল্লির ওই দল। ওই ব্যবসায়ী রাঁচীতে বিশাল অঙ্কের টাকার খাদ্য সামগ্রী সরবরাহ করতেন। সিবিআইয়ের কলকাতা শাখার সাহায্যে গত ১৭ অগস্ট সংশ্লিষ্ট ব্যবসায়ীর জালান কমপ্লেক্স-এর অফিসে হানা দেয় তদন্তকারীরা। আটক করা হয় ওই ব্যবসায়ীকে। তাঁকে সঙ্গে নিয়ে এবং তাঁর গাড়িতেই দিল্লির দলটি রাঁচী রওনা দিয়েছিল। সিবিআইয়ের অভিযোগ, হাওড়ার ফোরশোর রোড থেকে রাত পৌনে ১০টা হঠাৎ উধাও হয়ে যান ওই ব্যবসায়ী ও তাঁর এক সঙ্গী। ব্যবসায়ীর গাড়িতে সিবিআই অফিসারের নথিপত্র বোঝাই যে ব্যাগ ছিল, সেটিও নিয়ে যান তাঁরা। ১৮ অগস্ট সিবিআইয়ের দিল্লির ওই অফিসার হাওড়া সদর থানায় গিয়ে চুরির মামলা করেন। হাওড়া পু

আটকে রাখা যাবে না রোগী বা মৃতদেহ, প্রস্তাব কেন্দ্রের

Image
হাসপাতালের বিল নিয়ে সমস্যার জেরে রোগী বা মৃতদেহ হাসপাতালে আটকে রাখার বিরুদ্ধে প্রস্তাব দিল কেন্দ্র। রোগীদের অধিকার সংক্রান্ত একটি সনদের খসড়া প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেটি কার্যকর হলে এটি অপরাধ হিসেবে গণ্য হবে। রোগীদের অধিকার সংক্রান্ত  সনদের খসড়ায় বলা হয়েছে, রোগীর আত্মীয়দের সঙ্গে হাসপাতালের বিল নিয়ে সমস্যা বা বিল না মেটানো, কোনও অবস্থাতেই হাসপাতাল রোগী বা রোগীর দেহ আটকে রাখতে পারবে না। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছেন যুগ্মসচিব সুধীর কুমার। তাতে বলা হয়েছে, রাজ্য সরকারগুলির মাধ্যমে এই খসড়া বাস্তবায়িত করতে চায় স্বাস্থ্য মন্ত্রক। সনদের খসড়াটি তৈরি করেছে জাতীয় মানবাধিকার সংগঠন। স্বাস্থ্য মন্ত্রক সেটিকে ওয়েবসাইটে প্রকাশ করে এই ব্যাপারে সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মতামত ও মন্তব্য জানতে চেয়েছে। খসড়ায় বলা হয়েছে, ক্ষোভের প্রতিকার পাওয়া রোগীর অধিকার। ১৫ দিনের মধ্যে তাঁদের যে কোনও অভিযোগের লিখিত জবাব দিতে হবে হাসপাতালকে। প্রতিটি হাসপাতাল এবং ক্লিনিকের উচিত সেই প্রতিকার দেওয়ার পরিকাঠামো তৈরি করা। রোগী এবং রোগীর আত্মীয়ের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য জানার অধিকা

ইসরোর রকেটে মহাকাশে গেল দু’টি ব্রিটিশ উপগ্রহ

Image
টানা পাঁচ মাস উৎক্ষেপণ বন্ধ থাকার পর ফের মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো'। দু'টিই ব্রিটেনের উপগ্রহ। আর দু'টিই ইসরোর বাণিজ্যিক উৎক্ষেপণ। ইসরো জানিয়েছে, রবিবার রাত ১০টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সিরিজের 'সি৪২' রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়েছে ব্রিটেনের দু'টি উপগ্রহ- 'এসওয়ান-ফোর' এবং 'নোভাসার'কে। দু'টি উপগ্রহের মোট ওজন ৮০০ কিলোগ্রাম।ব্রিটেনের দু'টি উপগ্রহকে মহাকাশে পাঠানোর জন্য ইসরোর বাণিজ্যিক শাখা 'অ্যানট্রিক্স কর্পোরেশন লিমিটেড'-এর সঙ্গে চুক্তি হয় 'সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড'-এর।ওই উৎক্ষেপণের আগে শনিবার দুপুর ১টা থেকে ৩৩ ঘণ্টার কাউন্টডাউন শুরু করে ইসরো। ইসরো জানিয়েছে, এটাই পিএলএলভি সিরিজের সবচেয়ে হাল্কা রকেট। ১১ বছর আগে, ২০০৭ সালে শেষ বার এই রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে উপগ্রহ পাঠিয়েছিল ইসরো। তার পর মানোন্নয়নের প্রয়োজনে ওই রকেটের পিঠে চাপিয়ে এত দিন আর কোনও উপগ্রহ মহাকাশ

বছরের তৃতীয় সোনা, পোলান্ডে সেরা মেরি

Image
বয়স ৩৫। কিন্তু এখনও কিংবদন্তি ভারতীয় বক্সার মেরি কম পদক জিতে চলেছেন। এ বছরই বিভিন্ন প্রতিযোগিতায় তাঁর তিনটি সোনা জেতা হয়ে গেল। তৃতীয়টি জিতলেন শনিবার পোলান্ডের গ্লিওয়াইসে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায়। যথেষ্ট শক্তিশালী এই প্রতিযোগিতায় অংশ নিলেন বিশ্ব ক্রমতালিকার উপরের দিকে থাকা সেরা বক্সাররা। নিজের ৪৮ কেজি বিভাগেই লড়লেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি। প্রসঙ্গত, চোট থাকায় তিনি জাকার্তা এশিয়ান গেমসে অংশ নেননি। কিন্তু এখন যে তিনি পুরোপুরি সুস্থ তা বোঝা গেল পোলান্ডে। কাজাখস্তানের আইগেরিম কাসানায়েভার বিরুদ্ধে তিনি জিতলেন ৫-০ ফলে। প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে ভারতের এটাই একমাত্র সোনা। এ বছর মেরি কম অন্য দু'টি সোনা জিতেছেন দিল্লিতে প্রথম ইন্ডিয়া ওপেন এবং গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে। সঙ্গে বুলগেরিয়ার স্টানজা মেমোরিয়ালের মতো বক্সিংয়ের বড় আসরে তিনি রুপো জেতেন।  অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী মেরিকে শনিবার লড়তে হয়েছে তাঁর চেয়ে  উচ্চতায় বড় প্রতিযোগীর সঙ্গে। তবু তাঁর অসাধারণ প্রতি-আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি কাজাখস্তানের বক্সার। মেরির লড়াই দেখে মুগ্ধ ভারতীয়  দলের বিদেশি কোচ রাফায়েল বার্গা

ছেলে-বৌমা বেড়াতে, মায়ের ঠাঁই বারান্দায়, বরাদ্দ আধ প্যাকেট মুড়ি

Image
বারান্দায় বসে সন্ধ্যা থেকে এক নাগাড়ে কেঁদে চলেছিলেন বছর সত্তরের এক বৃদ্ধা। রাত বাড়লেও কান্না থামেনি তাঁর। অবশেষে কান্না শুনে শুক্রবার রাতে ব্যারাকপুর কালিয়ানিবাসের ওই বৃদ্ধার পাশে এগিয়ে আসেন প্রতিবেশীরা। জানা যায়, বৃদ্ধার ছেলে-বৌমা তাঁদের মেয়েকে নিয়ে গুয়াহাটি বেড়াতে গিয়েছেন। অভিযোগ, সব ঘর তালাবন্ধ করে বেড়াতে যাওয়ার আগে বৃদ্ধা মায়ের খাওয়ার ব্যবস্থাটুকুও করে যাননি তাঁর ছেলে-বৌমা। ওই বৃদ্ধা জানান, গত বৃহস্পতিবার তাঁর ছেলে-বৌমা ঘুরতে যান। যাওয়ার আগে দু'টি ঘর এবং রান্না ঘরে তালা দিয়ে যান। বৃদ্ধার ঠাঁই হয়েছিল বারান্দায়। সেই বারান্দা এতই অপরিসর যে, সেখানে কোনও মতে বসা যায়, শোওয়া যায় না। মায়ের খাওয়ার জন্য ছেলে বরাদ্দ করেছিলেন আধ প্যাকেট মুড়ি ও একটি ব্যাগে কয়েকটি কাপড়।  বৃহস্পতিবার সেই মুড়ি খেয়েই কাটান বৃদ্ধা মা রায়মণি ভট্টাচার্য। শুক্রবার সারা দিন কোনও মতে কাটিয়ে সন্ধ্যায় খিদে-তেষ্টায় কাঁদতে শুরু করেন তিনি। বৃদ্ধা জানিয়েছেন, তাঁর ছেলে রতন ভট্টাচার্য এবং বৌমা স্বাতী ভট্টাচার্য দু'জনেই শিক্ষক। স্থানীয় ক্লাবের সদস্যদের সাহায্যে রায়মণিদেবী স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ব্যারাকপুরের পু

ফের যেন অগ্নিপরীক্ষা, পুড়ে ছাই বাগড়ি বাজার, পুজোর আগে সর্বস্বান্ত বহু

Image
ঠিক যেন এক দশক আগেকার 'অ্যাকশন রিপ্লে'! বড়বাজারে ফের নেমে এল অভিশপ্ত এক রবিবার। দশ বছর আগে পাঁচ দিন ধরে দমকলকে বেগ দিয়েছিল জ্বলন্ত নন্দরাম মার্কেট। এ বার তারই সামান্য দূরে ক্যানিং স্ট্রিটের বাগড়ি মার্কেট জুড়ে তাণ্ডব চালাল আগুন। ১৩তলা নন্দরামে তা-ও একেবারে উপরের তলাগুলি জ্বলেছিল। এ যাত্রা, ৭১ নম্বর ক্যানিং স্ট্রিটে ছ'টি ফটক, আটটি ব্লক-বিশিষ্ট প্রাসাদোপম ছ'তলা বাড়িটার আগাগোড়াই চলে গেল আগুনের গ্রাসে। ২৪ ঘণ্টা পরেও নেভেনি সেই আগুন। দমকলের ৩০টি ইঞ্জিনের টানা লড়াই সত্ত্বেও রবিবার প্রায় মধ্যরাতে দেখা যায়, জ্বলছে বাড়িটির ছ'তলা। একতলা-দোতলা-তেতলার কোণ থেকেও লাফিয়ে উঠছে আগুনের শিখা। দোতলা-চারতলায় নতুন করেও জ্বলে উঠছে আগুন। চার পাশে ধোঁয়াশা। ঘটনাস্থলে রয়েছেন ৩০০ দমকলকর্মী। প্রচণ্ড উত্তাপে বাগড়ি মার্কেটের দেওয়ালে ফাটল দেখা দেওয়ায় ৬৩ বছরের পুরনো বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কাও করছেন অনেকে। দমকল জানিয়েছে, ক্রমাগত জল ঢেলে বাড়ির দেওয়াল ঠান্ডা রাখার চেষ্টা চালাচ্ছে তারা। দমকলের ডিজি জগমোহন সন্ধেয় বলেছিলেন, ''আগুন নিয়ন্ত্রণে।'' মার্কেটের ভিতর থেকে তখনও শোনা যাচ্ছি