‌বৌদ্ধ সন্ন্যাসী শিক্ষকরা যৌন নিগ্রহ করেন, একথা অনেক আগে থেকেই নাকি জানেন দলাই লামা

বৌদ্ধ সন্ন্যাসী শিক্ষকরা যে যৌন হেনস্থা করে থাকেন এটা তাঁর অজানা নয়। ১৯৯০ সাল থেকেই এই ঘটনা নাকি তিনি জানেন। নেদারল্যান্ডে সরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা।

ডাচ টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে দলাই লামার এই মন্তব্যে শোরগোল ফেলে দিয়েছে বৌদ্ধ সমাজে। কয়েকদিন আগেই এক নিগৃহীতা অভিযোগ করেছিলেন এক বৌদ্ধ শিক্ষক তাঁকে সৌন নিগ্রহ করেছেন। এই নিয়ে আন্দোলনও হয়েছে নেদারন্যান্ডে। দলাই লামার ইউরোপ সফরের সময় প্রায় ডজন খানেক নির্যাতিতা তাঁর সঙ্গে এই নিয়ে কথা বলতে চেয়েছিলেন।

এক নির্যাতিতা অভিযোগ করেছিলেন, বৌদ্ধ ধর্মে অত্যন্ত আপন করে নেওয়া হয় শরণার্থীদের। এই মুক্ত চিন্তাধারার মূলে রয়েছে ধর্ষণ এবং যৌন নির্যাতন।

নির্যাতিতার এই অভিযোগের প্রেক্ষিতেই দলাই লামা বলেছেন, '‌এটা কোনও নতুন ঘটনা নয়, বহুদিন আগে থেকেই এটা ঘটে আসছে এবং তিনি সেকথা জানেনও। প্রায় ২৫ বছর আগে ধর্মশালায় পাশ্চাত্যের বৌদ্ধ সন্ন্যাসী শিক্ষকদের কনভেনশনে এই যৌন নির্যাতনের প্রসঙ্গটি উঠেছিল। যাঁরা এই ধরনের কাজ করেন তাঁরা বুদ্ধের নীতি এবং আদর্শের পরোয়া করেন না।'‌