Posts

Showing posts from November 14, 2018

দিদির সামনেই দড়িতে ঝুলে পড়লেন সোনাজয়ী অ্যাথলিট ভাই! হাসপাতালে মৃত্যু

Image
এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অ্যাথলিট পলেন্দ্র চৌধরি।  বাবার সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি। মিটমাট করতে স্টেডিয়ামে স্পোর্টস অ্যাকাডেমি হস্টেলে এলেন দিদি। তার সামনেই ঘরে গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়লেন সোনাজয়ী অ্যাথলিট ভাই। প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি বছর আঠেরোর পলেন্দ্র চৌধরিকে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের মধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)। পাশাপাশি ওই অ্যাথলিটের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সাই। জওহরলাল নেহরু স্টেডিয়ামের এক কর্মী জানান, ''মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই ওই মহিলার চিৎকার শুনে সবাই ছুটে যাই। দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে পলেন্দ্র। সঙ্গে সঙ্গে তাঁকে নামিয়ে সফদর জংহাসপাতালে পাঠাই আমরা।'' হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তির কিছুক্ষণ পরই মৃত্যু হয় ওই যুবকের। কিন্তু সাই পরিচালিত স্পোর্টস অ্যাকাডেমির ঘরে আত্মহত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে। সাইয়ের ডিরেক্টর জেনারেল নীলম কপূর বলেন, ''সাই পরিচালিত এলাকার মধ্যে ঘটনা ঘটেছে বলে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সাইয়ের সচিব স্বর্ন স

ফেক কসমেটিক প্রোডাক্টের বিক্রি নিয়ে কড়া মনোভাব ফ্লিপকার্ট ও আমাজনের

Image
বড় পরিবর্তন এল ফ্লিপকার্ট ও আমাজনে। এবার থেকে ফেক কসমেটিক পোডাক্টস আর বিক্রি করা যাবে না জনপ্রিয় এই ই-কমার্স সাইটগুলিতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ডিসিজিআই(ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া) কিছু দিন আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সেখানেই দেখা যায়, বিখ্যাত কিছু ই-কমার্স সাইট ভেজাল কসমেটিক দ্রব্য বিক্রি করছে। কোনও রকম সার্টিফিকেট ছাড়াই এই দ্রব্যগুলি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যে এই সব দ্রব্য বিক্রি না করার জন্য ই-কমার্স সাইটগুলি নোটিশ দেওয়া হয়েছে। যদি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করা হয় তাহলে পুলিশি অভিযোগ দায়ের যাবে বলেও জানানো হয়েছে ডিসিজিআই-এর তরফে।   এ বিষয়ে আমাজনের মুখপাত্র সংবাদসংস্থাকে জানান, ''আমাজন একটা থার্ড পার্টি অনলাইন বাজার। বিক্রেতাদের কাছ থেকে দ্রব্য নিয়ে এসে এদেশের গ্রাহকদের কাছে বিক্রি করে। প্রত্যেক বিক্রেতা নিজের নিজের সামগ্রীর গুণমানের জন্য দায়ী। আমাজন গ্রাহকদের ব্যাপারে যথেষ্ট সচেতন। যারা ভুয়ো সামগ্রী বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।''

অনেক সন্তান হোক, নবদম্পতিকে শুভেচ্ছা বলিউডের

Image
রণবীর এবং দীপিকা। সাতপাকে বাঁধা পড়লেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। ইতালির লেক কোমোতে কড়া নিরাপত্তার আবহে বিয়ে হল এই জুটির। বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা বলিউড। রণিত রায় টুইটে, ভালবাসা, সৌভাগ্য, আনন্দের পাশাপাশি বহু সন্তানের শুভেচ্ছা জানিয়েছেন। সিমি গাড়েওয়াল দু'জনকে একসঙ্গে থাকার শুভেচ্ছা জানিয়েছেন। জানা গিয়েছে, বিয়ের পর এ দিন ৩০ জন নিমন্ত্রিত অতিথির জন্য একটি পার্টি দেন দীপিকা-রণবীর। ইতালির সময়ে বিকেল চারটে এবং ভারতীয় সময় সন্ধে সাতটা পর্যন্ত সে পার্টি চলেছে বলে খবর।  শোনা যাচ্ছে নিজেদের বিয়ের অনুষ্ঠানের নাকি বিমা করিয়েছেন এই জুটি। যা এক কথায় অভিনব। বলি ইন্ডাস্ট্রিতে বিয়ের ইনসিওরেন্স আর কোনও জুটি করিয়েছেন কিনা, তা মনে করতে পারছেন না অনেকেই। দীপিকা-রণবীর বিয়েতে আমন্ত্রিত সব অতিথিদের অনুরোধ করেছেন, তাঁদের কোনও উপহার দিতে চাইলে তা যেন নির্দিষ্ট কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থায় দেওয়া হয়। ওই স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে ব্যক্তিগত ভাবে যুক্ত এই জুটি। এ দিন কোঙ্কনি প্রথায় আংটি বদল এবং বিয়ে হয় দীপিকা-রণবীরের। আগামিকাল নাকি সিন্ধ্রি প্রথায় বিয়ে হবে। যে এলাকায়

‘‌নেহেরুর জন্যই চা ওয়ালা আজ প্রধানমন্ত্রী’‌, মোদিকে কটাক্ষ থারুরের

Image
প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে হাজির হয়ে আবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর। এবার বললেন, '‌প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্যই আজ একজন চা ওয়ালা থেকে প্রধানমন্ত্রী হতে পেরেছেন৷'‌ বুধবার, ১৪ নভেম্বর সমগ্র দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিবস৷ শিশুদের সঙ্গে ছিল তাঁর আত্মিক সম্পর্ক৷ তাই দিনটি শিশু দিবস হিসাবেও পালিত হয়৷ এই উপলক্ষেই রাজধানীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী৷ সেখানে দেশের প্রথম প্রধানমন্ত্রীর অবদান তুলে ধরেন তিনি৷ দেশের অগ্রগতিতে তাঁর অবদানের কথা সকলকে শোনান কেরলের তিরুঅনন্তপুরমের এই সাংসদ৷ এরপরই নেহেরুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন ভ্রান্ত তথ্যের বিষয়ে উষ্মা প্রকাশ করেন শশী থারুর৷ বলেন এসব '‌অবিশ্বাসযোগ্য মিথ্যা।'‌ নেহেরুকে ভারতমাতার 'সেরা সন্তান' বলে সম্বোধন করে, তাঁর বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারের কোনও প্রয়োজন নেই বলে দাবি করেন তিনি৷ এই অনুষ্ঠানে মঞ্চেই তি

হোয়াটসঅ্যাপ চ্যাটের আনলিমিটেড ব্যাক আপ রাখবেন কীভাবে?

Image
এতদিন হোয়াটসঅ্যাপের সব ব্যাক আপ সেভ হত গুগল ড্রাইভে। তবে একটি অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমান ডাটা সেভ করা যেত। মঙ্গলবার থেকে হোয়াটসঅ্যাপের ডাটা আর গুগল ড্রাইভে সেভ হবে না। অগাস্ট মাসে হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত গুগল ড্রাইভ থেকে ব্যাক আপ সরিয়ে নেওয়ার ঘোষণা করেছিল। এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রাহকের ব্যাক আপ আর নিজস্ব অ্যাকাউন্টে সেভ হবে না। নতুন নিয়মে গ্রাহকের ব্যক্তিগত গুগল ড্রাইভ অ্যাকাউন্টে কোন চ্যাট সেভ হবে না। পরিবর্তে হোয়াটসঅ্যাপ ব্যক আপের জন্য আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করতে দেবে গুগল। এক বছরে কোন হোয়াটসঅ্যাপ ডাটা আপডেট না হলে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। অর্থাৎ আপনি স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ডাটা এক বছর ব্যাক আপ না করলে তা ক্লাউড থেকে নিজে থেকেই ডিলিট হয়তে যাবে। হোয়াটসঅ্যাপ ডাটা ব্যাক আপ হওয়ার জন্য ফোনে গুগল প্লে সার্ভিস ইনস্টল থাকা বাধ্যতামুলক। এরপরে Menu> Settings> Chats> Chat Backup এ গিয়ে সব চ্যাট একসাথে ব্যাক আপ নেওয়া সম্ভব। কোনদিন ব্যাক না নিয়ে থাকলে প্রথমবার ব্যাক আপ নিতে অনেকটা সময় লাগতে পারে। তবে ইন্টারনেট কা

আদিবাসীদের অস্ত্র তুলে নেওয়ার ডাক, জঙ্গলমহলে ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা

Image
জঙ্গলমহলে ফের মাওবাদী সংগঠন তৈরি করা হচ্ছে। আর সেই সংগঠন ছড়াতে কলকাতা থেকে কয়েক জন গিয়েছেন।মাকলি গ্রাম পঞ্চায়েত এলাকার জঙ্গল লাগোয়া একটি ফুটবল মাঠে জড়ো হয়েছেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সেই সূত্র ধরেই মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে জঙ্গল লাগোয়াওই মাঠ থেকেই চার জনকে গ্রেফতার করে তারা। ধৃতেরা হলেন সব্যসাচী গোস্বামী, সঞ্জীব মজুমদার, অর্কদীপ গোস্বামী ও টিপু সুলতান ওরফে স্বপন। সব্যসাচী ও সঞ্জীব সোদপুরের বাসিন্দা। অর্কদীপ ওরফে বিজয়ের বাড়ির কলকাতার পর্ণশ্রী এলকায়। টিপু সুলতানের বাড়ি বীরভূমে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বেশ কিছু লিফলেট ও প্রচার পুস্তিকা উদ্ধার হয়েছে। তাতে মাওবাদী রাজ্য কমিটির সম্পাদক আকাশের নাম রয়েছে। শুধু তাই নয়, জঙ্গলমহলের আদিবাসীদের সশস্ত্র লড়াইয়ের ডাক দেওয়ার কথা লেখা রয়েছে ওই প্রচার পুস্তিকা ও লিফলেটগুলিতে।ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ১৪৯, ১২০, ১২১, ১২২, ১২৩, ১২৪এ-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। এ দিন ধৃতদের গড়বেতা আদালতে তোলা হবে। ধৃতদের সঙ্গে মাওবাদী যোগের কথা অস্বীকার করেছে এপিডিআর। সংগঠ

মুকেশের মেয়ের বিয়ের কার্ডের এক একটির দাম তিন লক্ষ টাকা!

Image
ঈশা অম্বানী। আগামী ১২ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন মুকেশ-নীতা অম্বানীর মেয়ে ঈশা অম্বানীর। ঈশার হবু স্বামী আনন্দ পিরামল। বহু চর্চিত সেই বিয়ের কার্ড সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যার এক একটির দাম নাকি তিন লক্ষ টাকা!  চলতি বছরের সবচেয়ে দামি বিয়ে হতে চলেছে এটি। কার্ডটি স্বাভাবিক ভাবেই অভিনব। একটা অভিনব নকশার বাক্স রয়েছে এতে। উপরে রয়েছে ঈশা অম্বানীর আদ্যক্ষর আই এ। এর ভিতরে রয়েছে আরও একটি বাক্স। সেটি খুললেই বাজতে শুরু করছে গায়ত্রী মন্ত্র। সেই বাক্সের ভিতরে রয়েছে আরও চারটি বাক্স। মনে করা হচ্ছে, সবকটি বাক্সই সোনার তৈরি। প্রতিটি বাক্সে রয়েছে দেবী গায়ত্রীর ছবি। কার্ডের মধ্যে দু'টি ফুল রয়েছে। যা পাত্র এবং পাত্রী উত্সর্গ করেছেন তাঁদের ঠাকুমাকে। এই কার্ড দিয়ে প্রথমে অম্বানী পরিবার প্রথা অনুযায়ী আমন্ত্রণ জানিয়েছেন সিদ্ধিদাতা গণেশকে। ঈশা অম্বানী ও তাঁর হবু স্বামী আনন্দ পিরামল ছোটবেলার বন্ধু। কিছু দিন আগেই ইতালির লেক কোমোতে তাঁদের এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এই জুটির বিয়ে হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ও মূল্যবান বাড়ি অ্যান্টিলিয়ায়। এটি মুকেশ অম্বানীর আবাসন।

কেউ অনাহারে মারা যাননি, নবান্নে দাঁড়িয়ে বলে দিলেন মমতা

Image
তাঁর রাজ্যে অনাহারে মৃত্যু হয় না, দাবি মমতার। লালগড়ের জঙ্গলখাস গ্রামে পর পর সাত জন শবরের মৃত্যু নিয়ে যখন হইচই চলছে, তখন অনাহারে তাঁদের মৃত্যুর সম্ভাবনাকে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, "রাজ্যে অনাহারে কারও মৃত্যু হয় না। পিছিয়ে পড়া অঞ্চলগুলোর জন্য সরকার বিশেষ প্যাকেজের ব্যবস্থা করে।" অনাহারের প্রশ্ন খারিজ করে দিলেও, সরাসরি ওই গ্রামের কথা উল্লেখ মুখ্যমন্ত্রী করেননি। এ মাসেই প্রথম ১১ দিনে ঝাড়গ্রাম জেলার এই গ্রামে ৪ জন শবরের মৃত্যু হয়েছে। আর গত অগস্টের ১০ তারিখ থেকে ধরলে মৃতের সংখ্যা ৭। কারওরই মৃত্যু বয়সজনিত কারণে হয়নি। এঁদের সকলেরই মৃত্যু হয়েছে যক্ষ্মা, যকৃতের সমস্যা ইত্যাদি কারণে। এই মৃত্যুর খবর সামনে আসতেই আলোড়ন শুরু হয়।  নড়েচড়ে বসে জেলা প্রশাসন। মঙ্গলবার গ্রামে পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে যান খোদ জেলা শাসক আয়েষা রানি। তিনিও ওই অনাহারের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন,বলেন, "যাঁরা মারা গিয়েছেন তাঁদের বেশির ভাগেরই যক্ষ্মা হয়েছিল। যকৃতে সমস্যা ছিল। তাঁরা নিয়মিত চিকিত্সা করাতেন না। মদ্যপানও করতেন।" তবে জেলা প

কাশ্মীরে ধর্ষণের ২৫ বছর পর ধরা পড়ল অভিযুক্ত

Image
পুঞ্চ : ধর্ষণের ২৫ বছর পর ধরা পড়ল অভিযুক্ত। নাম খুশাল হুসেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল পুলিশের তরফে জানানো হয়। ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরের বানুল্লাহ গ্রামের বাসিন্দা খুশালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই পলাতক ছিল সে। গতকাল পুলিশের স্পেশাল টিম তাকে মেনধার এলাকা থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে রাজৌরি জেলাতেও সাতবছর পলাতক থাকার পর ধরা পড়েছে মহম্মদ কবির নামে এক স্মাগলার। ধৃতের বাড়ি ধানিধারে।

এক্সপ্রেস ট্রেনে চেপে রামায়ণ দর্শন, রামের জীবন দেখাবে ভারতীয় রেল

Image
তীর্থযাত্রীদের জন্য সুখবর। আজ থেকেই চালু হচ্ছে শ্রীরামায়ণ এক্সপ্রেস। রেলমন্ত্রক সূত্রের খবর, এই  এক্সপ্রেস ট্রেনে চেপেই দর্শনার্থীরা সেই বিশেষ বিশেষ স্থানে ভ্রমণ করতে পারবেন, যেখানে যেখানে পদধূলি পড়েছে হিন্দু ধর্মাবতার শ্রীরামের। জানা যাচ্ছে, ভারতীয় রেল ১৬ দিনের একটি স্পেশাল প্যাকেজ চালু করছে, যেখানে এই শ্রী রামায়ণ এক্সপ্রেসে চেপেই দেশের একাধিক দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন পুন্যার্থীরা।  ভারত এবং শ্রীলঙ্কা, দুই দেশ মিলিয়েই এই 'রামায়ণ যাত্রার' ভ্রমণ প্যাকেজ তৈরি করেছে ভারতীয় রেল মন্ত্রক। একটি প্রেস বিবৃতিতে ভারতীয় রেলমন্ত্রক জানিয়েছে,  "১৪ নভেম্বর দিল্লি থেকে শ্রী রামায়ণ এক্সপ্রেস তার যাত্রা শুরু করবে। এই ট্রেন শ্রীরামের সঙ্গে সম্পর্কযুক্ত সব স্থানকেই ছুঁয়ে যাবে। ভারত এবং শ্রীলঙ্কাকে নিয়েই শ্রী রামায়ণ যাত্রার পরিকল্পনা করা হয়েছে। এতে সময় লাগবে ১৬ দিন"। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং ও ট্যুরিজম কর্পোরেশনের এক আধিকারিকের কথায়, শ্রী রামায়ণ এক্সপ্রেসে যাত্রী পিছু ভাড়া ১৫,১২০ টাকা। ১৬ দিনে রামায়ণে বর্ণিত সবকটি স্থান পরিদর্শন করতে পারবেন যাত্রীরা। ওই আধিকারিক জানিয়েছেন, ট্রেনে

প্রাক্তন সঙ্গীর তিরে লন্ডনে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত মহিলার, নিরাপদে বার করা হল গর্ভস্থ শিশু

Image
মৃত সানা মহম্মদ। লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত  মহিলার পেটে তির গেঁথে দিল আততায়ী। সন্তানসম্ভবা ওই মহিলারমৃত্যু হয়েছে। তবে বাঁচানো গিয়েছে তাঁর গর্ভস্থ শিশুটিকে।  শিশুটিকে নিরাপদে বের করে আনেন চিকিৎসকরা। হামলাকারী ওই মহিলার পূর্বপরিচিত। তাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত মহিলার নাম দেবী উন্মাথালেগাড্ডু। বয়স ৩৫ বছর।৭ বছর আগে ইমতিয়াজ মহম্মদকে বিয়ে করেছিলেন। দেবী পরে নাম পাল্টে সানা মহম্মদ হন। ২ ও ৫ বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে তাঁদের। তৃতীয়বার মা হতে যাচ্ছিলেন সানা। এ ছাড়াও আগের পক্ষের তিন সন্তান ছিল তাঁর। সকলে নিয়ে লন্ডনের ইলফোর্ডে থাকতেন। সোমবার সকালে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন সানা। বাড়িতে ছিলেন ইমতিয়াজও। সামনের লনে তিনিই প্রথম আততায়ীকে লক্ষ্য করেন। সানার দিকে তির-ধনুক তাক করেছিল সে। চেঁচিয়ে স্ত্রীকে সতর্কও করেন ইমতিয়াজ। কিন্তু ততক্ষণে সানার শরীরে তির গেঁথে গিয়েছে। তলপেট ফুঁড়ে তির আটকে যায় হৃৎপিণ্ডে। তড়িঘড়ি স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে বেলা ১১টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচার করে নিরাপদে শিশুটিকে বার করে নিতে সক্ষম হন তাঁরা। সদ্যজাত পুত্রসন্তানের নাম ই

পশ্চিমবঙ্গের নাম বদল! মোদীর সরকারকে তীব্র আক্রমণ মমতার

Image
রাজ্যের নামবদল ইস্যুতে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এদফয় বিষয়টি নিয়ে ক্ষুব্ধও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় সর্বদল বৈঠকেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবু কেন টালবাহানা তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই ও ওড়িশার নাম বদল করা হলেও, বাংলার নামে কেন বদল নয়, সেই প্রশ্ন তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নিজেদের খুশি মতো নাম বদল করছে বিজেপি। বাংলার নাম বদল নিয়ে বলতে গিয়ে, এনআরসি নিয়েও বিজেপি আক্রমণ করেন তিনি। বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার চেষ্টার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের পাশেই যেহেতু বাংলাদেশ রয়েছে, সেই যুক্তি দেখিয়ে রাজ্যে নাম বদলের প্রস্তাব বাতিল করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ মমতা। গত বছর বিধানসভায় প্রস্তাব পাশ গত বছর পুজোর আগে রাজ্য মন্ত্রিসভায় ফের গৃহীত হয় রাজ্যের নাম বদলের প্রস্তাব। নতুন প্রস্তাব ফের কেন্দ্রের কাছে পাঠানো হয়। প্রস্তাবে বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাতেই নাম ছিল 'বাংলা'। আগেও প্রস্তাব পাঠিয়েছিল তৃণমূল সরকার তৃণমূল সরকার

পাকিস্তান সামলাও পরে কাশ্মীর চাইবে, ইমরানকে কটাক্ষ আফ্রিদির

Image
লন্ডন: পাকিস্তান সরকারকে প্রবল কটাক্ষ করলেন দেশের প্রাক্তন ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি৷ নাম না করে প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করলেন বিদেশ থেকে৷ লন্ডন থেকে এই পাক তারকা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রদেশের আইন শৃঙ্খলা সামাল দিক সরকার, পরে কাশ্মীর ইস্যু নিয়ে সরব হবে৷ আফ্রিদির মন্তব্যের পরেই আন্তর্জাতিক মহল সরগরম৷ বিশেষ করে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক মহলে ছড়িয়েছে শোরগোল৷ আফ্রিদি বলেছেন-কাশ্মীর কোনও ইস্যু নয়৷ আমি মনে করি কাশ্মীরকে দরকার নেই পাকিস্তানের৷ দেশের চারটি প্রদেশ সামলানো সম্ভব হচ্ছে না৷ ইন্ডিয়াকে দেওয়ারও প্রয়োজন নেই৷ কাশ্মীরকে আলাদা দেশ বানাও৷   সম্প্রতি পাকিস্তানে ধর্ম অবমাননা আইনে বন্দি থাকা ফাঁসির আসামী খ্রিষ্টান মহিলা আসিয়া বিবিকে মুক্তি দেওয়া হয়েছে৷ পাক সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলির বিক্ষোভে ইমরান খানের সরকার প্রায় অসহায় হয়ে গিয়েছিল৷ ইঙ্গিতে এই প্রসঙ্গ টেনে এনে চারটি প্রদেশকে সামলানোর খোঁচা দিয়েছেন আফ্রিদি৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেট অধিনায়ক ইমরান খান৷ তিনি প্রধানমন্ত

WhatsApp চ্যাট ব্যাক আপ নেন না? অবশ্যই পড়ুন :

Image
এক বছরের বেশি সময় WhatsApp চ্যাট ব্যাক আপ না নিলে আগের ব্যাক আপ ডিলিট হয়ে যাবে। মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। গত অগাস্ট মাসে এক চুক্তিতে Google Drive এ ব্যাক আপ রাখার কথা জানিয়েছিল WhatsApp। WhatsApp চ্যাটের ব্যাক আপ নেওয়া থাকলে খুব সহজেই এক ফোনের ব্যাক আপ অন্য ফোনে পৌঁছে যাবে। 12 নভেম্বর এক বিবৃতিতে WhatsApp জানিয়েছে এক বছরের বেশি সময় যে সব অ্যাকাউন্টের ব্যাক আপ আপডেট হয়নি Google Drive থেকে সেই অ্যাকাউন্টের ব্যাক আপ ডিলিট করে দেওয়া হবে। একটি ব্যাক্তিগত Google Drive অ্যাকাউন্টে WhatsApp গ্রাহকরা চ্যাটের ব্যাক আপ নিতে পারেন। Android ফোন থেকে Menu> Settings> Chats> Chat Backup এ গিয়ে WhatsApp চ্যাটের ব্যাক আপ নেওয়া সম্ভব। এখান থেকে অটোমেটিক ব্যাক আপ সেট করে রাখতে পারবেন। অটোমেটিক ব্যাক আপ সেট করে রাখলে প্রতিদিন বা সপ্তাহে বা মাসে নির্দিষ্ট সময়ে ব্যাকগ্রাউন্ডে সব চ্যাটের ব্যাক আপ থেকে যাবে।

ছত্তিসগড়ে ফের মাওবাদী হামলা, জখম ৬

Image
বিজাপুরে বিএসএফ কর্মীদের বাস লক্ষ করে আইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। আবারও ছত্তিসগড়ে হামলা চালাল মাওবাদীরা। বুধবারও মাওবাদীদের টার্গেট ছিল নিরাপত্তা বাহিনী। বিজাপুরে বিএসএফ কর্মীদের বাস লক্ষ করে আইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এদিনের হামলায় জখম হয়েছেন ৪ জন বিএসএফ জওয়ান। জখম হয়েছেন ছত্তিসগড় পুলিশের ডিআরজি জওয়ান ও এক স্থানীয় বাসিন্দাও। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইডি বিস্ফোরণের আগে নিরাপত্তাবাহিনীকে লক্ষ করে গুলি চালায় মাওবাদীরা। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, গত সোমবারই ছত্তিসগড়ে প্রথম দফায় ভোটগ্রহণ হয়। সেদিনও হামলা চালায় মাওবাদীরা। বিজাপুরের পামেদ এলাকায় সিআরপিএফের কোবরা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই চলে। গুলির লড়াইয়ে ২ জন নিরাপত্তা কর্মী , একজন সাব-ইন্সপেক্টর ও একজন হেড কনস্টেবল জখম হন ওইদিন। অন্যদিকে, প্রথম দফায় ভোটের আগের দিনও হামলা চালায় মাওবাদীরা। রবিবার ছত্তিসগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন নকশালপন্থী নিহত হয়। পাকড়াও করা হয় আরও একজনকে। রবিবার সংঘর্ষের এ খবর দিয়েছে সংবাদসংস্থা প

কোকেন পাচারের অভিযোগে গ্রেপ্তার নাইজেরিয় ফুটবলার

Image
কোকেন পাচারের অভিযোগে হাজরা মোড় থেকে গ্রেপ্তার বিদেশি ফুটবলার এমানুয়েল। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকার কোকেন।  ময়দানের বেশ কিছু ক্লাবে চুটিয়ে ফুটবল খেলেছেন এমানুয়েল। এখন অবশ্য খেপ খেলে বেড়ান। মঙ্গলবার রাতে  হাজরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিস সূত্রে খবর, এর আগেও মাদকচক্রে নাম পাওয়া গিয়েছিল ওই ফুটবলারের। সম্প্রতি বিমানবন্দর থেকে মাদক সহ ধৃত এক নাইজেরিয় মহিলাকে জেরা করেই এমানুয়েলের খোঁজ পায় পুলিস। তারপর থেকেই পাতা হচ্ছিল ফাঁদ। অবশেষে গতরাতে জালে ধরা পড়ে এমানুয়েল। এদিকে, কোকেন চক্রে কলকাতার বেশ কয়েকটি নাইটক্লাব এবং ডিজেদের জড়িত থাকার খবরও এসেছে তদন্তকারীদের কাছে। মাদকের এই চক্র ভাঙতে তৎপর হয়েছে লালবাজার। আপাতত এমানুয়েল ছাড়াও এই মাদক চক্রে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে লালবাজার।

ভারতে পরমাণু হামলার হুমকি দিল পাকিস্তান

Image
ইসলামাবাদ: পরমাণু হামলার হুমকি দিলেন আজাদ জম্মু এবং কাশ্মীরের (AJK) প্রেসিডেন্ট, সর্দার মাসুদ খান৷ মঙ্গলবার কাশ্মীর ইস্যুতে তাঁর এক বিবৃতিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত৷ টাইমস নাও-এর একটি খবর থেকে জানা যায়, কাশ্মীর ইস্যুতে বহুদিন ধরেই সমস্যা চলছে ভারত-পাকিস্তানের মধ্যে৷ আর কাশ্মীর নিয়ে ভারতের একগুঁয়েমি আরও একটি পরমাণবিক যুদ্ধের দিকেই দুটি রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে৷ তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যুতে কোনও সম্ভাব্য সামরিক সমাধান নেই এবং ভারত, পাকিস্তানের সঙ্গে কোনও শান্তিপূর্ণ আলোচনারও উদ্যোগ নিচ্ছে না৷   মুজফ্ফরাবাদে ৪৮তম পাকিস্তান নেভি স্টাফ কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় খান জানান, কাশ্মীর নিয়ে পাকিস্তান সর্বদাই শান্তিপূর্ণ আলোচনা করতে চেয়েছে কিন্তু ভারত কাশ্মীরবাসীদের দমিয়ে রেখে সামরিক উপায়েই সমস্যার সমাধান করতে চেয়েছে৷ তাঁর মতে, এই সমস্যা সমাধানের জন্য United Nations Secretary-General-এর এগিয়ে এসে বিশেষ প্রতিনিধি নিয়োগ করা প্রয়োজন৷ দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ ঘটে যাওয়ার আগেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপে তার সমাধান হওয়া উচিত বলে মত তাঁর৷

বাণিজ্যিক মধ্যস্থতায় ভারতই সেরা, মোদী বন্ধু, হোয়াইট হাউসে দীপাবলি উদযাপণে বললেন ট্রাম্প

Image
আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের মঞ্চে ট্রাম্প বলেন, বাণিজ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভারতই সেরা। মোদীর সঙ্গে বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতা জানালেন ট্রাম্প। মঙ্গলবার আমেরিকা জুড়ে পালিত হয়েছে দীপাবলি। সেই উপলক্ষে ভারতীয় কর্মীদের জন্য ছুটিও ঘোষণা করে ট্রাম্প সরকার। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে দীপাবলির প্রদীপ জ্বালানোর আগে ট্রাম্প বলেন, "ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গভীর৷ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বন্ধুত্বের জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ৷" মোদীর সঙ্গে অটুট বন্ধুত্বের কথা জানিয়ে দীপাবলির প্রদীপ জ্বালালেন ট্রাম্প। ভারতীয় সংস্কৃতিকে অক্ষুন্ন রেখে সেজে ওঠে হোয়াইট হাউসের ঐতিহাসিক রুজভেল্ট রুম। এরপর ভারতের সঙ্গে বাণিজ্য নীতির বিস্তারকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন, "ভারত জানে কীভাবে ব্যবসা করতে হয়। বানিজ্যে কীভাবে মধ্যস্থতা করতে হয়, সেই জ্ঞানও প্রখর। সেই কারণেই আমাদের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে চলছে৷ তাই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃ

ডিএ বাড়ল ভিন্ রাজ্যে কর্মরত এ রাজ্যের সরকারি কর্মীদের, ক্ষোভ বঙ্গে

Image
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘভাতার ফারাক নিয়ে রাজ্য সরকারের কর্মীমহলে ক্ষোভ যথেষ্টই। এ বার ভিন্ রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির নির্দেশিকায় তাঁদের 'হতাশা' আরও বেড়েছে। আজ, বুধবার স্টেট ট্রাইব্যুনালে ডিএ মামলার শুনানি হওয়ার কথা। সেখানে বিষয়টি তুলে ধরার কথা ভাবছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকা বলছে, ভিন্‌ রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা ১৪২% থেকে বাড়িয়ে ১৪৮% করা হচ্ছে। বর্ধিত হারে এই ডিএ কার্যকর হবে গত ১ জুলাই থেকে। অন্য দিকে, এ রাজ্যে কর্মরত সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার পরিমাণ এখন ১০০%। ফলে দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের যুব আবাসে কর্মরতদের সঙ্গে তাঁদের ডিএ ফারাক দাঁড়াচ্ছে ৪৮ শতাংশ। কর্মচারী সংগঠনগুলির দাবি, ১ জানুয়ারি যখন এ রাজ্যের কর্মচারীদের মহার্ঘভাতা ১২৫% হবে, তখন দিল্লি বা চেন্নাইয়ের কর্মীদের আরও এক কিস্তি ডিএ বেড়ে যাবে।  বাম সরকারের শেষ লগ্নে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘভাতার ফারাক ছিল ২০ শতাংশের কিছুটা কম। কিন্তু তখন কেন্দ্রের মতো রাজ্যেও বছরে দু'বার করে মহার্

৩০০ টাকার কমে জিও, এয়ারটেল ও ভোডাফোনের সেরা প্রিপেড প্ল্যান

Image
গত কয়েক মাসে প্রিপেড মোবাইলের প্ল্যানে বিপুল পরিবর্তন এসেছে। এক ধাপে অনেকটাই কমেছে মোবাইল প্ল্যানের দাম। সম্প্রতি আগের থেকে অনেক কম দামে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে। Jio, Airtel ও Vodafone এর মধ্যে নিরন্তর লড়াইয়ে আখেরে লাভবান হচ্ছেন গ্রাহকরা। ভারতের জনপ্রিয় তিনটি নেটওয়ার্ক জিও, এয়ারটেল ও ভোডাফোনের ৩০০ টাকার নীচে প্রিপেড প্ল্যানগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক। জিও ২৯৯ টাকার প্ল্যান জিও ২৯৯ টাকার প্ল্যানে দিনে 3GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। 3GB ডাটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। জিও ১৯৮ টাকার প্ল্যান জিও ২৯৯ টাকার প্ল্যানে দিনে 2GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। জিও ১৪৯ টাকার প্ল্যান জিও ১৪৯ টাকার প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। এয়ারটেল ১৯৯ টাকার প্ল্যান জিওর ১৯৮ টাকার প্ল্যান

বেশি সোশ্যাল মিডিয়া মানে ক্রমে আরও হতাশ, নিঃসঙ্গ

Image
আপনি কি দিনের অনেকটা সময় ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম-এর মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য ব্যয় করেন? উত্তর যদি হ্যাঁ হয়, তা হলে সাবধান! কারণ, বেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারে আপনার ব্যক্তিগত জীবনে নেমে আসতে পারে হতাশা, নিঃসঙ্গতা, উদ্বেগের মতো মানসিক সমস্যা। পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব গবেষকদের এক সমীক্ষায় এই ছবিটাই উঠে এসেছে।  এই বিষয় নিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনা চলছে বটে, তবে এই প্রথম কোনও সমীক্ষায় উঠে এল যে নেতিবাচক ওই সব মানসিক অনুভূতির সঙ্গে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের সম্পর্ক এতটাই সরাসরি এবং নিবিড়। পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর-ক্লিনিক্যাল ট্রেনিং মেলিসা হান্ট ও তাঁর সহকর্মীরা ব্যক্তি মনস্তত্ত্বের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব জানতে একটি সমীক্ষা করেন। সেখানে প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এমন ১৪৩ জন ছাত্র-ছাত্রীকে বেছে নিয়ে তাঁদের মানসিক অবস্থার পরিমাপ করা হয়। এ বার ওই ছাত্রছাত্রীদের দু'ভাগে ভাগ করে এক ভাগে রাখা হয় তাঁদের, যাঁরা দিনে সর্বোচ্চ ১০ মিনিট সোশ্যাল মিডিয়ায় থাকবেন। অন্য ভাগের ছে

বন্ধুর কান ‘কেটে’ নিল বন্ধু! ৫০ টাকার বিবাদে স্ত্রীকে অপমান, প্রতিবাদে হুলুস্থুল

Image
মাত্র ৫০ টাকা নিয়ে বিবাদ দুই বন্ধুর। তার জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, এক বন্ধু অপর বন্ধুর কান কেটে নিতে উদ্যত হল। পাওয়া টাকা চাইতেই কানে কামড় বসিয়ে দেয় বন্ধু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। অভিযুক্ত পলাতক। বনগাঁর সুভাষ পল্লির চন্দন বিশ্বাস ও অলোক পালিত দুই বন্ধু। দিন কয়েক আগে অলোকের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিল চন্দন। তার আগে চন্দনের কাছে থেকে ১৫০ টাকা নিয়েছিল অলোক। চন্দন তাঁর স্ত্রী মৌসুমীকে ২০০ টাকা দিয়ে অলোকের বাড়িতে পাঠায়। আর ১৫০ টাকা চেয়ে আনতে বলে। কিন্তু ওই টাকা দেওয়ার পর ১৫০ টাকা চাইতেই গোল বাধে। মৌসুমীর সঙ্গে দুর্ব্যবহার করে অলোক। অপমানিত হয়ে বাড়ি ফিরে স্বামীকে সব ঘটনা খুলে বলেন মৌসুমী। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে চন্দন আবার অলোকের বাড়িতে যান। তা নিয়েই বচসা শুরু হয়। তা থেকেই হাতাহাতি। সেই সময় চন্দনের ডান কানে অলোক কামড় বসিয়ে দেয় বসে অভিযোগ। চন্দনের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই দুই বন্ধুকে থামান। রক্তাক্ত অবস্থায় চন্দনকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। অলোক পালিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দ

অনিল অম্বানীকে বেছেছি আমরাই, রাফালে নিয়ে মোদীর পাশে দাসোর কর্তা

Image
দাসোর সিইও এরিক ত্রাপিয়ে এবং নরেন্দ্র মোদী। রাফালের দুর্নীতি নিয়ে নিরন্তর প্রধানমন্ত্রীর জবাব চাইছেন রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী এখনও চুপ। তবে জবাব দিতে এগিয়ে এলেন দাসোর সিইও। তা-ও সুপ্রিম কোর্টের শুনানির ঠিক আগে। আর তাঁকেই মাথায় তুলে আজ সারা দিন বিজেপি বোঝাল, যেন এটিই নরেন্দ্র মোদীর জবাব। সুপ্রিম কোর্টকে প্রভাবিত করতেই রাহুল গাঁধী অনর্গল মিথ্যা বলেন। নাছোড় রাহুল বললেন, নরেন্দ্র মোদী তো সুপ্রিম কোর্টে চুরি কবুল করে বসে আছেন। আর তাঁর দল বলল, দাসোর সিইও নিজেই যেখানে অভিযুক্ত, তিনি কী করে বিচারক হন?  অনিল অম্বানীকে সঙ্গে নিয়ে মোদী যে দিন ফ্রান্সে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার কথা ঘোষণা করেন, তার দশ দিন আগেও ত্রাপিয়ে বলেছিলেন 'হ্যাল'-এর সঙ্গে রফা প্রায় চূড়ান্ত। সম্প্রতি লোকসানে চলা অনিল অম্বানীর সংস্থায় দাসো ২৮৪ কোটি টাকা লগ্নি করেছে বলে অভিযোগ করেন রাহুল। দাবি করেন, মোদীকে বাঁচাতে মিথ্যা বলছেন দাসোর সিইও।  এক সংবাদসংস্থাকে আজ দীর্ঘ সাক্ষাৎকার দেন দাসোর সিইও এরিক ত্রাপিয়ে। তিনি বলেন, মিথ্যা বলার বদনাম তাঁর নেই। হ্যাল অফসেটে রাজি ছিল না, অনিল অম্বানীকে তিনিই বেছেছেন। সঙ্গে আরও ত্রিশট

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৬৪ জনকে নিয়োগ করবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া

Image
এয়ারপোর্ট‍স অথরিটি অফ ইন্ডিয়াতে প্রার্থী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। ভারতের বিভিন্ন শহরে হবে নিয়োগ। জেনে নিন ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন কীভাবে। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এই পদের জন্য। রইল সংশ্লিষ্ট তথ্য। পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা (মেকানিকাল, অটোমোবাইল, ফায়ার) বা তিন বছরের ডিগ্রি কোর্সে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। আসন সংখ্যা: ৬৪ টি বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রার্থী বয়স অন্তত ১৮ বছর হতে হবে, বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর। SC/ST-র জন্য ৫ বছর এবং OBC-দের জন্য ৩ বছর ছাড় দেওয়া হবে বয়সের উর্ধ্বসীমায়। বেতন: ১২,৫০০-২৮,৫০০টাকা প্রয়োজনীয় তথ্য প্রার্থীর ভারি যানবাহন বা মাঝারি যানবাহন চালানোর অন্তত এক বছরের পুরনো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বা হালকা মোটরের যানবাহনের অন্তত দুবছর পুরনো লাইসেন্স থাকতে হবে। এই যোগ্যতার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উচ্চমাধ্যমিক স্তরে কম্পিউটার সায়েন্স NCC-তে "B" সার্টিফিকেট Aviation/ regular/ industrial ফায়

বোলিং করলেই রক্তবমি! ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার জন হেস্টিংস

Image
এমনিতে তেমন কোনও সমস্যা নেই। কিন্তু বল হাতে দৌড়লেই বিপত্তি। কফের সঙ্গে বেরিয়ে আসছে কাঁচা রক্ত। কোনও পরীক্ষাতেই কিছু ধরা পড়েনি। কঠিন রোগ নিয়ে বিভ্রান্তিতে খোদ চিকিত্সকরাও। সেই চিকিত্সকদের পরামর্শেই ক্রিকেটের বাইশ গজ থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার পেসার জন হেস্টিংস। হেস্টিংসের অসুখটাই বড় রহস্যের। আর সেই রহস্যময় অসুখের কারণেই ক্রিকেটকে বিদায় জানান অজি পেসার। ৩৩ বছর বয়সী হেস্টিংস জানান, "বোলিং করলেই মুখ দিয়ে রক্ত পড়ছে। কিন্তু এর কোনও ব্যাখ্যা ডাক্তারদের কাছেও নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বোলিংয়ের ধকলে ফুসফুসের রক্তনালিকা ফেটে গেছে। তার জন্যই এই বমি।" এরপরেও খেলা চালিয়ে গেলে বড়সড় অঘটন ঘটতে পারে। এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিত্সকদের সাবধানবাণী শুনে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টেস্ট খেলেছেন হেস্টিংস। তবে ২৯টি একদিনের ম্যাচ এবং ৯টি টি টোয়েন্টিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। বিগ ব্যাশে নতুন মরশুমে সিডনি সিক্সার্সে সই করেছিলেন।

বাতাসের দূষণ মাপতে এই ডিভাইস লঞ্চ করল Xiaomi

Image
Mijia সাব ব্র্যান্ডের অধীনে নতুন স্মার্ট হোম গ্যাজেট লঞ্চ করল Xiaomi। বায়ু দূষণ মাপতে লঞ্চ হয়েছে নতুন Mijia Air Detector। সম্প্রতি চিনে এই প্রোডাক্ট লঞ্চ হয়েছে। বাতাসে P2.5 পার্টিকেল, কার্বোণ-ডাই-অক্সাইড, TVOC, তাপমাত্র আর আদ্রতা মাপতে পারবে Mijia Air Detector। কোম্পানির স্মার্ঠোম ইকো সিস্টেমের মাধ্যমে সহজেই Mi Air Purifier আর Mi Humidifier এর সাথে Mijia Air Detector কে কানেক্ট করা যাবে। চিনে Mijia Air Detector এর দাম 399 ইউয়ান (প্রায় 4,200 টাকা)। 11 নভেম্বরে চিনে বিক্রি শুরু হয়েছে এই স্মার্ট ডিভাইস। কানেক্টিভিটির জন্য Mijia Air Detector এ রয়েছে USB Type C পোর্ট আর 5V/1A চার্জিং। নতুন এই ডিভাইসের ওজন 182 গ্রাম। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য থাকছে Wifi। বাতাসের গুণমান ছাড়াও এই ডিভাইসে সময়, দিন, তারিখ ও আবহাওয়ার অন্ত্য দেখা যাবে। Android ও iOS ডিভাইসের মাধ্যমে Mijia Air Detector এর সাথে কানেক্ট করা যাবে। বাতাসে দুষনের পরিমাপ হয় 2.5 মাইক্রোমিটার কণার পরিমান মেপে। এই কণাগুলি P2.5 কণা নামেই পরিচিত। P2.5 কণা মাপা যাবে এই ডিভাইসে। এছাড়াও Mijia Air Detector দিয়ে মাপা যাবে TVOC। এছাড়াও থাকছে কার

যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বুধবার নতুন কৃত্রিম উপগ্রহ লঞ্চ করবে ISRO

Image
বুধবার নতুন ভূসমলয় কৃত্রিম উপগ্রহ লঞ্চ করবে ISRO। ইসরো জানিয়েছে আবহাওয়া ঠিক থাকলে বুধবার মহাকাশে পাড়ি দেবে GSAT-29। সর্বোচ্চ চার টন মাত্রার GSLV-Mk III রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে এই কৃত্রিম উপগ্রহ। GSAT-29 এর ওজন 3,423 কিলোগ্রাম (প্রায় 3.4 টন)। মাত্র 16 মিনিটে জিও ট্রান্সফার অর্বিটে পৌঁছে যাবে GSAT-29। এরপরে জিও স্টেশানারি অর্বিটে পৌঁছাবে এই কৃত্রিম উপরগ্রহ। এই সময় ভূপৃষ্ঠ থেকে 36,000 কিমই উপরে থাকবে GSAT-29। 10 বছর ধরে কাজ করবে GSAT-29। নতুন এই কৃত্রিম উপগ্রহ ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। প্রধাণত গ্রামীণ ভারতে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এই কৃত্রিম উপগ্রহ পাঠানো হচ্ছে। তবে GSAT-29 লঞ্চে বাধা সেধেছে সাইক্লোন গাজা। ১৫ নভেম্বর তামিলনাড়ু উপকুলে আছড়ে পড়বে এই সাইক্লোন।

অশোভন আচরণের অভিযোগ! এবার ফ্লিপকার্ট ছাড়লেন প্রতিষ্ঠাতা বিন্নি বনশল

Image
ফ্লিপকার্ট থেকে পদত্যাগ করলেন বিন্নি বনশল। ফ্লিপকার্ট-এর গ্রুপ সিইও পদ ছেড়ে দিয়েছেন তিনি। ফ্লিপকার্ট থেকে খোদ বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে। ব্যক্তিগতভাবে অশোভন আচরণের অভিযোগ উঠেছে বিন্নি-র বিরুদ্ধে। তাই তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে এই বিবৃতি-তে জানানো হয়েছে। ফ্লিপকার্ট-এর অন্যতম প্রতিষ্ঠাতা বিন্নি। শচিন বনশনের সঙ্গে মিলে তিনি ইকমার্স কোম্পানি ফ্লিপকার্টের পত্তন করেছিলেন। কিন্তু, সম্প্রতি ফ্লিপাকার্টের বিশাল সংখ্যক শেয়ার কিনে নেয় ওয়ালমার্ট। এরপরই নিজের অংশিদারীত্ব বেচে দিয়ে ফ্লিপকার্ট-কে বিদায় জানিয়েছিলেন শচিন। থেকে গিয়েছিলেন বিন্নি। এবার তিনিও বিদায় নিলেন। বিন্নি-র এই বিদায় কিছু দিনের জন্য না স্থায়ী বিদায় তা এখনও পরিষ্কার নয়। সংস্থার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে বিন্নির বিরুদ্ধে গুরুতর ব্যক্তিগত অশোভন আচরণের অভিযোগ রয়েছে। তবে বিন্নি এই অভিযোগ যে কোনওভাবেই মানেননি তাও এই বিবৃতিতে জানানো হয়েছে। কিন্তু, এই ধরনের আচরণের সঠিক তদন্ত যাতে হয় তার জন্য সংস্থা পুরোপুরি দায়বদ্ধ বলেই জানানো হয়েছে এই বিবৃতিতে। ইতিমধ্যে এই নিয়ে তদন্ত হলেও বিন্নির বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণই পাওয়া

ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী

Image
সিঙ্গাপুর : ১৩-তম ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে সিঙ্গাপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার টুইট করেন, "সুপ্রভাত সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঙ্গাপুরে পৌঁছে গেছেন। ১৩ তম ইস্ট এশিয়া সামিট ও এই সংক্রান্ত বৈঠকে যোগ দিতে এক বছরের মধ্যে লায়ন সিটিতে এনিয়ে দ্বিতীয়বার এলেন তিনি। আর ইস্ট এশিয়া সামিটে এলেন মোট পাঁচবার।" প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের হোটেলে ঢোকার সময় ভারত মাতা কী জয় ও বন্দেমাতরম স্লোগান তুলে তাঁকে স্বাগত জানানো হয়। দু'দিনের সিঙ্গাপুর সফরে এসে ১৬ তম ASEAN ব্রেকফাস্ট সামিটের পাশাপাশি দ্বিতীয় রিজিওনাল কমপ্রেহেনসিভ ইকনমিক পার্টনারশিপ(RCEP) সামিটেও যোগ দেওয়ার কথা তাঁর। সেই সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন। একাধিক বৈঠকের ফাঁকে অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গেও বৈঠক করবেন।

চোখ উপড়ানো দেহ কাঠের মিলে, খুনের বীভৎসতা বাড়াতে মুখে অ্যাসিড, চাঞ্চল্য

Image
কাঠের মিল থেকে এক ব্যক্তির চোখ উপড়ানো দেহ উদ্ধার হল শিলিগুড়িতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের নাম জগদীশ রায়। তিনি পেশায় রাজমিস্ত্রি। পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর তাঁর দেহ উদ্ধার হয়। কিন্তু তাঁর একটি চোখ ছিল না, তা কেউ উপড়ে নিয়েছে। চোখ উপড়ানো ওই দেহ দেখেই আঁতকে ওঠেন শ্রমিকরা। শিলিগুড়ি থানার পুলিশ জগদীশ রায়ের দেহ উদ্ধার করেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ। মৃত জগদীশের স্ত্রী কমলা রায়ের অভিযোগ, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। তবে পাঁচদিন নিখোঁজ সত্ত্বেও কেন কোনও নিখোঁজ ডায়েরি হল না, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। সেইসঙ্গে প্রশ্ন রাজমিস্ত্রি জগদীশ রায়ের দেহ কী করে কাঠের মিলের ভিতরে এল। মিলের চেরাই কলের সামনে পড়েছিল দেহটি। মৃতের চোখ উপড়ানো ছিল। নৃশংসতার শেষ এখানেই নয়। মৃতের মুখে ঢালা হয়েছিল অ্যাসিড। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটি একটি খুনের ঘটনা। মিল মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযোগ, ওই মিলে নানা অসামাজিক কাজকর্ম চলত। রাত বাড়লেই বাড়ত সমাজবিরোধীদের আনাগোনা। মদ থেকে জুয়ার আসর বসত, কিছুই বাদ ছিল না। মহিলারা ওই পথে যেতে ভয় পেত বলে অভিযোগ।

মুক্তি পেল দারিভিটে কাণ্ডে গ্রেফতার আট

Image
রায়গঞ্জ: দারিভিটে স্কুলের ঘটনাটি বহুবার সংবাদের শিরোনামে এসেছে৷ প্রায় ৫৫ দিন স্কুল বন্ধও ছিল৷ এই ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছিল৷ তাদের জামিনের দাবিতে অনড় ছিল গ্রামবাসী৷ অবশেষে তাদের জামিনের রায় দেন অতিরিক্ত মুখ্য দায়রা আদালতের বিচারক কামালউদ্দিন৷ সরকারি আইনজীবী মুক্তার আহমেদ জানান, এদিন প্রকাশ মজুমদার, তাপস মজুমদার, নির্মল শিকারি, পবন রায়, বিশ্বনাথ বিশ্বাস, বঙ্কিম মজুমদার ও অরুনলাল সিংহ ও নিখিল শিকদারের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। তবে জামিন পাওয়া ব্যক্তিদের রেজিস্টার সিকিউরিটি বাবদ পাঁচ হাজার টাকা ও পাঁচ হাজার টাকা মূল্যের জমির দলিলের কাগজ জমা দিতে বলা হয়েছে৷ পাশাপাশি তদন্তকারী আধিকারিকের কাছে সপ্তাহে একদিন হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন এই জামিনের ঘটনায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ধৃতদের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারা। বিদ্যালয় খোলার পর বিদ্যালয় ময়দানের পাশে থাকা ধর্না মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৩ নভেম্বর যদি ধৃতদের মুক্তি না দেওয়া হয় তবে ফের বন্ধ হতে পারে স্কুল। বিদ্যালয়ের গেটে এবং রাস্তায় বসে প্ৰয়োজনে বৃহত্তর আন্দোলনে সামিল হবার হ

ক্ষমতাশালীরা নেহরুকে অবজ্ঞা করলেও গণতন্ত্রের স্বার্থে তাঁকে মর্যাদা দেবই : সোনিয়া

Image
নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মঙ্গলবার অভিযোগ করেন, বর্তমানে ক্ষমতায় থাকা শাসকদল দেশের প্রথম প্রধানমন্ত্রীকে অবজ্ঞা করতে চেয়ে তিনি যেভাবে ভারতকে গড়েছিলেন সেটাকেই বদলে এরা অধোপথে নিয়ে যাচ্ছে এবং নেহরুর উত্তরাধিকারীদের দাবিতে রাখতে চাইছেন৷   এদিন কংগ্রেস নেতা শশী থারুটের লেখা বই 'Nehru-The invention of India' উদ্বোধনী অনুষ্ঠানে সোনিয়া জানান, জহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংহত গণতন্ত্র এবং ভারতের শাসনব্যবস্থার মৌলিক মূল্যবোধকে জোরদার করেছেন – যা দাবি করে গর্ব অনুভব করা যায়৷ সোনিয়ার কথায় উঠে আসে, নেহরুবাদের প্রধান স্তম্ভগুলিকে শশী থারুট সংক্ষিপ্তকরণ করেছেন- গণতন্ত্র প্রতিষ্ঠা, সম্প্রীতি , সমাজতান্ত্রিক অর্থনীতি এবং জোট নিরপেক্ষ বিদেশনীতি৷ আর এখন ভারতের সমন্বয়ের এমন দিকটাই যেন চ্যালেঞ্জের মুখোমুখি বলে তিনি জানান একেবারে নেহরু জন্মজয়ন্তীর প্রাক্কালে৷ তিনি বলেন, ''আমরা জানি যেমন শশী বলেছেন এই মূল্যবান উত্তরাধিকারকে প্রতিদিন অবজ্ঞা করছেন এখন যারা শাসন করছেন৷'' পাশাপাশি তাঁর বক্তব্য, এখন আমাদের লড়াই করতে হবে তাঁকে প্রকৃত মর্যাদা দেও

ভাঙা হচ্ছে সব প্রাথমিক শিক্ষা সংসদ?

Image
কয়েকটি জেলায় চেয়ারম্যানদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছে। সর্বোপরি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যকলাপ পুরোটাই নিয়ন্ত্রণ করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। ফলে সংসদের বিষয়টি অনেক ক্ষেত্রেই বিকাশ ভবনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় সব জেলায় সংসদ ভেঙে ফেলার ভাবনাচিন্তা চলছে বলে জানাচ্ছেন বিভিন্ন সংসদ-কর্তা ও শিক্ষক। চেয়ারম্যানেরা সরকার মনোনীত। তা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা সংসদ ভেঙে দেওয়ার উদ্যোগ কেন, সেই প্রশ্ন উঠছে। তীব্র প্রতিক্রিয়া হয়েছে শিক্ষা শিবিরে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানাচ্ছেন, আগে সব সংসদের কাজকর্মের মূল্যায়ন হবে। ভাঙা হবে কি না, সেটা পরের প্রশ্ন। শিক্ষা সূত্রের খবর, গত সোমবার তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দলীয় প্রাথমিক শিক্ষক সংগঠনের বৈঠকে বিভিন্ন জেলা সংসদের চেয়ারম্যানদের বিরুদ্ধে হরেক অভিযোগ তোলেন শিক্ষকেরা। ওই বৈঠকে উপস্থিত এক শিক্ষক পরে বলেন, ''চেয়ারম্যানদের নামে নানা অভিযোগ শুনে মন্ত্রী সাফ জানিয়ে দেন, সংসদই আর থাকছে না।'' ওই বৈঠকের আহ্বায়ক অশোক রুদ্রকে প্রশ্ন করা হলে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। পার্থবাবু অবশ্য বলেন, ''

ডিএ বাড়ল ভিন্ রাজ্যে কর্মরতদের, ক্ষোভ বঙ্গে

Image
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘভাতার ফারাক নিয়ে রাজ্য সরকারের কর্মীমহলে ক্ষোভ যথেষ্টই। এ বার ভিন্ রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির নির্দেশিকায় তাঁদের 'হতাশা' আরও বেড়েছে। আজ, বুধবার স্টেট ট্রাইব্যুনালে ডিএ মামলার শুনানি হওয়ার কথা। সেখানে বিষয়টি তুলে ধরার কথা ভাবছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকা বলছে, ভিন্‌ রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা ১৪২% থেকে বাড়িয়ে ১৪৮% করা হচ্ছে। বর্ধিত হারে এই ডিএ কার্যকর হবে গত ১ জুলাই থেকে। অন্য দিকে, এ রাজ্যে কর্মরত সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার পরিমাণ এখন ১০০%। ফলে দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের যুব আবাসে কর্মরতদের সঙ্গে তাঁদের ডিএ ফারাক দাঁড়াচ্ছে ৪৮ শতাংশ। কর্মচারী সংগঠনগুলির দাবি, ১ জানুয়ারি যখন এ রাজ্যের কর্মচারীদের মহার্ঘভাতা ১২৫% হবে, তখন দিল্লি বা চেন্নাইয়ের কর্মীদের আরও এক কিস্তি ডিএ বেড়ে যাবে।  বাম সরকারের শেষ লগ্নে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘভাতার ফারাক ছিল ২০ শতাংশের কিছুটা কম। কিন্তু তখন কেন্দ্রের মতো রাজ্যেও বছরে দু'বার করে মহার্

বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম

Image
বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যেই মনোনয়ন পত্র কিনেছেন সে দেশের একাধিক জনপ্রিয় অভিনেতা এবং প্রথম সারির নেতা-নেতৃ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া থেকে মনোনয়ন পত্র কিনেছেন আশরাফুল আলম সাঈদ। আর তাই নিয়েই বাংলাদেশের প্রায় সব সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে তুমুল হইচই পড়ে গিয়েছে। এটাই তো স্বাভাবিক! বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ভারতেও আশরাফুল আলম সাঈদের ফ্যান ফলোইং তো কিছু কম নয়! তাঁর জন্য পাগল দেশের হাজার হাজার সুন্দরি যুবতী। তাঁর ভয়ে কাবু দেশের কুখ্যাত দুষ্কৃতিরা। আশরাফুল আলম সাঈদ নামের মানুষটিকে সবাই এক ডাকে চেনে 'হিরো আলম' নামেই। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কৌতুকাভিনেতা, মডেল এ বার নামতে চলেছেন দেশের রাজনীতির ময়দানে। জানা গিয়েছে, সোমবার বিকেলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মহম্মদ কাদেরের হাত থেকে বগুড়া-৪-এ প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তিনি। বগুড়ার এরুলিয়া গ্রামে আশরাফুল আলম সাঈদ বা হিরো আলমের ছোটবেলায় নাম স্বপন তিওয়ারি। জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। স্বপন যখন খুব ছোট, তখনই অর্থাভাবের কারণে আলমের বাবা-মা গ্রামের

হাতে মোবাইল, কথা শিখছে না শিশু

Image
কোনও মতে দু'টো শব্দ উচ্চারণ করতে পারত সে। 'বাবা' আর 'মাম্মা'। আড়াই বছর বয়সেও যখন আর কথা ফুটল না, সব সময়ে ঘাড় গুঁজে বসে থাকাটাই স্বভাবে পরিণত হল, বাবা-মা ছুটলেন ডাক্তারের কাছে। তা হলে কি আমাদের সন্তান অটিস্টিক? কেন ও কথা বলে না? কেন চোখের দিকে তাকায় না? গেলেন স্পিচ থেরাপিস্টের কাছেও। বাচ্চাটাকে কথা বলতে শেখাতে হবে তো! ডাক্তার দেখলেন। সময় নিলেন। তার পর জানালেন, চিকিৎসা একটাই এবং তা দীর্ঘ। শিশুটির জীবন থেকে 'স্ক্রিন টাইম' (বেশিরভাগ সময় মোবাইল, ট্যাব, কম্পিউটার বা টিভির দিকে তাকিয়ে থাকা) আপাতত পুরোপুরি বাদ দিতে হবে। অনর্গল কথা বলতে হবে ওর সঙ্গে। তবেই কথা বলতে শিখবে ও। সাম্প্রতিক এক বেসরকারি সমীক্ষায় ধরা পড়েছে, স্পিচ থেরাপিস্টের কাছে ইদানীং দুই থেকে পাঁচ বছরের শিশুদের ভিড়ই বেশি। শিশু কথা বলতে পারছে না। কারণ, বাড়িতে কেউ তার সঙ্গে কথা বলছে না। তার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মোবাইল কিংবা ট্যাব। ব্যস্ত বাবা-মাকে সন্তানের হাজারো বায়না সামলাতে হচ্ছে না। এমনকি, তাকে খাওয়ানোর ঝক্কি উধাও। হাতে ট্যাব ধরালে নিমেষে শেষ হচ্ছে মুখের গ্রাস।  বিশেষজ্ঞেরা বলছেন, শিশু কারও সঙ্গে

কতটা ফাঁপা উন্নয়ন, বোঝা যাচ্ছে মৃত শবরদের গ্রামে পা রাখলেই

Image
মেদিনীপুর শহর থেকে ভাদুতলা হয়ে পিচ রাস্তাটা সোজা চলে গিয়েছে লালগড়। ভীমপুর পেরিয়েই বাঁ দিকে ঢুকে গিয়েছে রাস্তাটা। সেটা ধরে প্রায় ৮ কিলোমিটার গেলেই একের পর এক গ্রাম— করমশোল, রাওতাড়া, তাড়কি, জঙ্গলখাস... এই রাস্তাটাই বেশ কয়েক বছর আগে ছিল মোরামের। প্রতি পদে পোঁতা থাকত ল্যান্ডমাইন। মাওবাদী নেতা কিষেনজির একেবারে খাসতালুক। কিন্তু, এখন একেবারে বদলে গিয়েছে। চার দিকে উন্নয়নের ছোঁয়া। যে পাকা রাস্তাটা ধরে এলাম, সেটাও এই তৃণমূল সরকারের আমলে তৈরি। কিন্তু, গ্রামগুলোতে ঢুকে দেখা গেল উন্নয়ন আসলে বাইরেই হয়েছে। ভিতরে তার কোনও প্রতিফলন নেই। যার জেরে গত ১৫ দিনে পূর্ণাপানি গ্রাম সংসদের জঙ্গলখাস গ্রামেই শবর সম্প্রদায়ের সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক জন মহিলা। ওই পিচ রাস্তার উপরেই জঙ্গলখাস গ্রাম। প্রায় ৩৫ ঘর শবরের বাস এখানে। গ্রামের শেষ প্রান্তে মাঠের ধার ঘেঁষে একটা ঘর। ঘর বলা ভুল। চারটে দেওয়ালের মধ্যে দুটো মাটির, তা-ও কোমর সমান উঁচু। বাকি দুটো দেওয়াল শালপাতা দিয়ে ঘেরা! সেই ঘরের সামনেই দেখা হল বছর ষাটেকের চুনু শবরের সঙ্গে। ঘোলাটে চোখ। গত শনিবার তাঁর ২৮ বছরের ছেলে মঙ্গল মারা গিয়েছে। ছেলের কী হয়েছিল?