ভারতে পরমাণু হামলার হুমকি দিল পাকিস্তান


ইসলামাবাদ: পরমাণু হামলার হুমকি দিলেন আজাদ জম্মু এবং কাশ্মীরের (AJK) প্রেসিডেন্ট, সর্দার মাসুদ খান৷ মঙ্গলবার কাশ্মীর ইস্যুতে তাঁর এক বিবৃতিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত৷

টাইমস নাও-এর একটি খবর থেকে জানা যায়, কাশ্মীর ইস্যুতে বহুদিন ধরেই সমস্যা চলছে ভারত-পাকিস্তানের মধ্যে৷ আর কাশ্মীর নিয়ে ভারতের একগুঁয়েমি আরও একটি পরমাণবিক যুদ্ধের দিকেই দুটি রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে৷ তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যুতে কোনও সম্ভাব্য সামরিক সমাধান নেই এবং ভারত, পাকিস্তানের সঙ্গে কোনও শান্তিপূর্ণ আলোচনারও উদ্যোগ নিচ্ছে না৷
 
মুজফ্ফরাবাদে ৪৮তম পাকিস্তান নেভি স্টাফ কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় খান জানান, কাশ্মীর নিয়ে পাকিস্তান সর্বদাই শান্তিপূর্ণ আলোচনা করতে চেয়েছে কিন্তু ভারত কাশ্মীরবাসীদের দমিয়ে রেখে সামরিক উপায়েই সমস্যার সমাধান করতে চেয়েছে৷

তাঁর মতে, এই সমস্যা সমাধানের জন্য United Nations Secretary-General-এর এগিয়ে এসে বিশেষ প্রতিনিধি নিয়োগ করা প্রয়োজন৷ দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ ঘটে যাওয়ার আগেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপে তার সমাধান হওয়া উচিত বলে মত তাঁর৷