Posts

Showing posts from December 17, 2018

২৮ ডিসেম্বরের পরে রাজ্যে কেবল টিভি দেখা শিকেয় উঠতে পারে এক নিমেষে

Image
কলকাতার দশটির মধ্যে অন্তত ৯টি বাড়ি কেবল সংযোগ নিয়ে ২৮ ডিসেম্বরের ডেডলাইন মিস করতে চলেছে। যে নতুন নিয়মের কথা ঘোষণা করা হয়েছিল তা ডেডলাইনের মধ্যেই মেনে নেবেন সিংহভাগ আমবাঙালি তা হওয়ার নয়। রাজ্যের অন্য জেলাগুলির অবস্থা আরও সঙ্গীন। ফলে ২৮ ডিসেম্বরের পরে কেবল টিভি দেখা শিকেয় উঠতে পারে এক লহমায়। কেবল নিয়ে যে নতুন নিয়ম এসেছে তা কেবল অপারেটররাই সময়ে মানতে পারবেন না। তার কারণ অবশ্য গ্রাহকরাই। সবমিলিয়ে বাংলায় ১ কোটি ২০ লক্ষের বেশি কেবল টিভি গ্রাহক রয়েছেন। যার মধ্যে ৩০ লক্ষ রয়েছেন কলকাতায়। শহরের বড় কেবল অপারেটর সিটি কেবল, হ্যাথওয়ে, জিটিপিএলের মতো সংস্থা জানাচ্ছে, তাঁরা দ্রুত বদলে তৈরি। তবে গ্রাহকদের পছন্দের চ্যানেল বেছে নিতে হবে। আর ভারতীয়দের মানসিকতাই হল, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে তবেই সিদ্ধান্ত নেওয়া। যার ফলে সমস্যা হতে বাধ্য। কেবল অপারেটরদের অনেকে বলছেন, চ্যানেল বন্ধ না হওয়া অবধি অনেকে ঘটনা অনুধাবন করতে পারবেন না। কারণ অনেকেই বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন না। ২৮ ডিসেম্বর মাঝরাত থেকে যখন পে-চ্যানেল দেখা যাবে না, তখন সকলে বিষয়টির গুরুত্ব বুঝতে পারবেন। তবে শুধু যে গ্রাহকদের কারণে ডেডলাইন মিস হবে

তিন তালাক দিলে তিন বছরের জেল! নয়া বিল পেশ বিজেপির

Image
তিন তালাক নিয়ে লোকসভায় পেশ হল নতুন বিল। এই বিলে তিন তালাককে বেআইনি ও  শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে।  এর আগে সেপ্টেম্বর মাসেই তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স আনে কেন্দ্র। লোকসভায় আগেই পাশ হয়েছিল তিন তালাক বিল। কিন্তু আটকে যায় রাজ্যসভায়। বিলের একাধিক জায়গায় আপত্তি ছিল বেশ কয়েকটি রাজনৈতিক দলের। তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ডের যে বিধান রাখা হয়েছিল, সেটা নিয়ে আপত্তি তোলেন অনেকে। তাদের যুক্তি ছিল, কারাদণ্ড হলে খোরপোশ কীভাবে দেওয়া হবে। একই সঙ্গে জামিনের সংস্থান রাখারও দাবি জানায় একাধিক দল। এই বিষয়গুলিকে সামনে রেখেই শেষপর্যন্ত গত সেপ্টেম্বরেই অর্ডিন্যান্স আনে কেন্দ্র। আগে লোকসভায় পাশ হওয়া বিলে সংশোধনীগুলিকে নিয়ে তৈরি করা হয় অর্ডিন্যান্স। এবার সেই অর্ডিন্যান্সের ভিত্তিতেই আনা হল নতুন বিল। এই বিলে তিন তালাককে বেআইনি ও  শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে। কেন্দ্রের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরও দেদার চলছিল তালাক। এমনকি হোয়াটস অ্যাপেও তালাক দেওয়া হচ্ছিল।  ক

রথযাত্রার অনুমতি না দিলে 'অন্য ভাবনা'! হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Image
যেখানে রথযাত্রা কর্মসূচি করতে দেওয়া হবে না, সেখানে আইন অমান্য কর্মসূচি নেওয়া হবে। সোমবার এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার দক্ষিণ ২৪ পরগনার উস্তির জনসভা থেকে বলেছিলেন, তারা কোর্টেও লড়বেন। ভোটেও লড়বেন। সোমবার সকালে রথযাত্রা নিয়ে ফের  হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এদিন বিজেপির তরফে জানানো হয়েছে, ৩ টি রথযাত্রার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সরকার তা খারিজ করে দিয়েছে। বিজেপি তরফে জানানো হয়, রথযাত্রা নয়, এটা হল গণতন্ত্র রক্ষার জন্য যাত্রা। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির তরফে রাজ্যে তাদের ৩৮ টি সংগঠন জেলায় মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ১১ টিতে অনুমতি দেওয়া  হলেও বাকিগুলিতে তার অনুমতি পাওয়া যায়নি। যেখানে অনুমতি দেওয়া হয়নি, অপেক্ষার পর সেখানে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

প্রবল বৃষ্টিতে বিশৃঙ্খলার মধ্যেই শপথ নিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

Image
শপথ নিচ্ছেন ভূপেশ বাঘেল। ছত্তীসগঢ়ের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভূপেশ বাঘেল। আর শপথ নিয়েই জানিয়ে দিলেন, প্রতিশ্রুতি মতো আগামী ১০ দিনের মধ্যে কৃষিঋণ মকুব করে দেবেন তিনি। সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আনন্দীবেন পটেল। নয়া সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেন টিএস সিংহ দেও এবং তাম্রধ্বজ সাহুও। তাঁরা দু'জনেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। রায়পুরে শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, নভজ্যোত সংহ সিধু, ফারুখ আবদুল্লা, শরদ যাদব, রাজ বব্বর, সচিন পাইলট, অশোক গহলৌত এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী রমন সিংহও। মঞ্চে তাঁকে আলিঙ্গন করে সৌজন্য দেখান রাহুল। রবিবারই বাঘেলকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত ঘোষণা করে কংগ্রেস। আর সোমবারই আয়োজন হয় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের। তবে এ দিন সকাল থেকে বৃষ্টি শুরু হলে অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সায়েন্স কলেজের মাঠে প্রথমে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বৃষ্টি না থামায় তা  বুড়া তালাও এলাকার বলবীর জুনেজা ইন্ডোর স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাতে সমস্যা মেটা তো

আদালতের পরীক্ষায় ব্লুটুথ দিয়ে হাইটেক টোকাটুকি, ধৃত প্রায় ৫০ পরীক্ষার্থী

Image
পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার শুধু অপেক্ষা। হাতে প্রশ্ন আসার সঙ্গে সঙ্গেই চালু হয়ে যাচ্ছে পকেটে থাকা ছোট্ট মোবাইল ফোন। বাইরে থেকে দেখে বোঝার কোনও উপায় নেই। হলে থাকা পরিদর্শক হঠাৎ করে দেখলে ভাববেন, পরীক্ষার্থী মন দিয়ে ঘাড় গুঁজে উত্তর লিখছেন। আদতে ঘটনাটা তেমন নয়। ঘাড় গুঁজে তখন পরীক্ষার্থী মন দিয়ে শুনছেন প্রশ্নের উত্তর। কানে গোঁজা ছোট্ট ব্লু টুথে ভেসে আসছে কোনটা সঠিক উত্তর। রবিবার এমনটাই হল দক্ষিণ ২৪ পরগনা জেলা আদালতের গ্রুপ-ডি পদে নিয়োগের পরীক্ষায়। দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলে রবিবার এই পরীক্ষা হয়। ওই দিন বেহালা, পর্ণশ্রী, নেতাজি নগর, বালিগঞ্জ, ভবানীপুর, গড়িয়াহাট, রবীন্দ্র সরোবর থানা এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় ৫০ জন পরীক্ষার্থীকে পাকড়াও করেন পরিদর্শকরা। ধৃতদের সবার কাছে ব্লু টুথ এবং ছোট্ট মোবাইল পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন কেউ গোটা প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটস্অ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন বাইরে। মূলত মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল।তার পর সেই প্রশ্নের উত্তর বাইরে থেকে আসছিল। তদন্তকারীদের সন্দেহ, এর পেছনে রয়েছে বড়সড় কোনও সংগঠিত

ঘূর্ণিঝড় পেথাই ১০০ কিলামিটার বেগে আছড়ে পড়ল অন্ধ্রে

Image
সাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় পেথাই আছড়ে পড়ল অন্ধ্রপ্রদেশ উপকূলে। সোমবার বিকেলে অন্ধ্র-উপকূলের কাঁকিনাড়া, বিশাখাপত্তনমে আছড়ে পড়ে পেথাই। পেথাইয়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় এলাকা। ভেঙে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে, তার ছিঁড়ে বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রবল বেগে ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। প্রভাব পড়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গেও। সতর্কতা জারি হয়েছিল আগেই সাইক্লোন পেথাই আছড়ে পড়ার আগেই সতর্কতা জারি হয়েছিল অন্ধ্রপ্রদেশে। রাজ্যের তরফ থেকে সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া মানুষজনদের। অন্ধ্রপ্রদেশের ন'টি জেলায় জারি হয়েছিল হাই অ্যালার্ট। সাধারণ মানুষকে সতর্ক করতে চালানো হয়েছিল মাইকিং। ফলে ঝড় আছড়ে পড়লেও প্রাণহানির আশঙ্কা কম। গাজার পর হানা পেথাইয়ের কয়েক মাস আগেই ওড়িশা ও অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় গাজা। এবার পেথাইেয়রও অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। তাই আগাম ব্যবস্থা নিয়ে রেখেছিল রাজ্য প্রশাসন। সাধারণ মানুষকে সতর্ক করতে উপকূলে প্রচার চালানো হচ্ছিল। গত তিন-চারদিন ধরেই অন্ধ্রপ্রদেশে ঝোড়ো হ

মুখ্যমন্ত্রী হয়েই রাহুলের প্রতিশ্রুতি রক্ষা কমলনাথের

Image
মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে এদিন শপথ নিলেন কংগ্রেস নেতা কমলনাথ। বিরোধী শিবিরের একগাদা শীর্ষ নেতা এদিন উপস্থিত ছিলেন কমলনাথের শপথগ্রহণ অনুষ্ঠানে। দলের সভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কমলনাথ তাঁরই প্রতিশ্রুতি পূরণ করলেন। এদিন পদে বসেই সবার প্রথমে যে ফাইলে সই করলেন কমলনাথ তা হল কৃষকদের ঋণ মকুবের ফাইল। ২ লক্ষ টাকা পর্যন্ত রাজ্যের সমস্ত কৃষকের ঋণ মকুব করে দেওয়া হল। সব রাজ্যেই নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন। পাশাপাশি মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি রাহুল। পাশাপাশি প্রতিশ্রুতি দেন, সরকারে এলে সাত দিনের মধ্যে রাজ্যের কৃষকদের ঋণ মকুব করে দেবে কংগ্রেস সরকার। সেইমতো ক্ষমতায় এসে কমলনাথ সবার প্রথমে রাহুলের প্রতিশ্রুতিই রক্ষা করলেন। সবার প্রথমে কৃষিঋণ মকুবের ফাইলে সই করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে।

অনুষ্ঠান বাড়িতে বচসা, রাঁধুনি বার করল আগ্নেয়াস্ত্র

Image
অনুষ্ঠান বাড়িতে আইসক্রিম খাওয়াকে কেন্দ্র করে বচসা বাধে রাঁধুনি ও ক্যাটারারদের ছেলেদের মধ্যে। অভিযোগ, এমন সময় রাঁধুনি আগ্নেয়াস্ত্র বার করে মেরে ফেলার হুমকি দেয় ক্যাটারারদের ছেলেদের। শনিবার বাদুড়িয়ার চাতরা গ্রামে এই ঘটনায় হুলস্থুল কাণ্ড বেধে যায় বিয়ে বাড়িতে। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিজিৎ মণ্ডল ও সুদীপ্ত চন্দ্র নামে ওই দুই রাঁধুনিকে গ্রেফতার করা হয়। অভিজিতের বাড়ি হুগলিতে। সুদীপ্তের বাড়ি পূর্ব বর্ধমানে। অভিজিতের কাছ থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আরও একজন ছিল। তার খোঁজ চলছে। কী কারণে তারা আগ্নেয়াস্ত্র এনেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।       পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই  গ্রামে একটি বাড়ি ভাড়া করে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। কলকাতা পুলিশের এক কর্মীর বোনের বিয়ে ছিল। ওই অনুষ্ঠানে চিনা খাবার রান্নার জন্য অভিজিৎ ও সুদীপ্ত-সহ তিনজনকে ভাড়া করে আনা হয়েছিল। রাত ১১টা নাগাদ অভিজিৎ ও সুদীপ্তের আইসক্রিম খেতে ইচ্ছা করে। তারা ক্যাটারারদের ছেলেদের কাছে গিয়ে আইসক্রিম চায়। কিন্তু ওই ছেলেরা তা দিতে চায়নি। শেষ ব্যাচ না খাওয়া প

নির্ভয়া-কাণ্ডের দিনেই দিল্লিতে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ

Image
পড়শির ঘরে যেতেই আঁতকে ওঠেন শিশুটির মা-বাবা। দুপুরবেলা বাড়ির বাইরেই খেলছিল তিন বছরের মেয়েটি। কিন্তু, অনেক ক্ষণ পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় দুশ্চিন্তা শুরু হয় পরিবারের। আশপাশে খোঁজ করতে করতে পড়শির ঘরে যেতেই আঁতকে ওঠেন শিশুটির মা-বাবা। সেখানে বেহুঁশ হয়ে পড়ে রয়েছে তাঁদের একরত্তি মেয়ে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। চরম আশঙ্কায় কেঁপে ওঠেন তাঁরা। মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই পড়শিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকায় বিন্দাপুর এলাকায় ওই ঘটনা ঘটছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই পড়শিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। ঘটনাচক্রে, ছ'বছর আগে ঠিক একই দিনে, ১৬ ডিসেম্বর ২০১২ সালে নির্ভয়া গণধর্ষণের ঘটনা ঘটে। ফের আর এক বার রাজধানীতে প্রায় একই অপরাধের অভিযোগ উঠল। দ্বারকা পুলিশ জানিয়েছে, ওই শিশুটির উপর নির্যাতনে অভিযুক্ত বছর চল্লিশের ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীর কাজ করেন। যে বিল্ডিংয়ে শিশুটি থাকত, তার একতলায় মধ্যবয়সী ওই পড়শিও থাকে। পুলিশের কাছে বয়ানে ওই শিশুটির পরিবার জান

বড়দিনের আগে পরে ব্যাঙ্কের লেনদেনে পড়তে পারে প্রভাব!

Image
মাসের তৃতীয় সপ্তাহে টানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা। যার জেরে গ্রাহকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। ২১ ডিসেম্বর থেকে শুরু। মধ্যে ২৪ ডিসেম্বর ব্যাঙ্ক খোলা। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। তবে এটিএমগুলি খোলা থাকবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ব্যাঙ্ককর্মীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ২১ ডিসেম্বর। এই ডাক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সংগঠনের। ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার হওয়ার কারণে বন্ধ। ২৩ ডিসেম্বর রবিবার। ২৪ ডিসেম্বর সোমবার একদিন খোলা থাকছে ব্যাঙ্কগুলি। এরপরে ২৫ ডিসেম্বর মঙ্গলবার বন্ধ বড়দিনের কারণে। ২৬ ডিসেম্বর অপর একটি সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক কর্মী সংগঠন। বছর শেষে অনেকেই ভ্রমণে যাচ্ছেন। এই সময় হাতে পর্যাপ্ত নগদে টান পড়তে বাধ্য। সঙ্গে সরকারি নীতির বিরুদ্ধে কর্মীদের ধর্মঘট। পরিস্থিতি কোথায় যায় এখন সেটাই দেখার।

তারার জন্ম দেখতে পেলেন বিজ্ঞানীরা

Image
লন্ডন: নতুন গ্রহের খোঁজ চলছে৷ বেশ কিছু আবিষ্কারও হয়ে গিয়েছে৷ মহাকাশে এই তল্লাশির মধ্যেই এক বিরল মহাজাগতিক ঘটনা দেখতে পেলেন বিজ্ঞানীরা৷ একটি তারার জন্ম৷ ঠিকই, ধুলো ও গ্যাসের মিশ্রণে জন্ম নিচ্ছে একটি নক্ষত্র৷ এক বিশালাকার নক্ষত্রের এ হেন জন্ম এর আগে ধরা পড়েনি বিজ্ঞানীদের চোখে৷ নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে MM 1a৷ একেবারে জন্মলগ্নে রয়েছে নক্ষত্রটি৷ অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, নক্ষত্রটি এখনও তৈরি হচ্ছে৷ গ্যাস ও ধুলোর সংমিশ্রণে৷ আরও একটি নক্ষত্রও জন্ম নিচ্ছে, তার নাম দেওয়া হয়েছে MM 1b৷ ইউনিভার্সিটি অফ লিডস-এর অধ্যাপক ও গবেষক দলের প্রধান জন আইলির কথায়, 'বিশাল গ্যাসের মেঘ ও ধুলো দিয়ে মহাকাশে এক সুবিশাল পিণ্ডই ধীরে ধীরে নক্ষত্রের রূপ নেয়৷' বিজ্ঞানীরা জানাচ্ছেন, MM 1a-এর ওজন আমাদের সূর্যের চেয়ে ৪০ গুণ বেশি৷ MM 1b, অপেক্ষাকৃত ছোট৷ নক্ষত্রটির ওজন সূর্যের চেয়ে অর্ধেকের বেশি কম৷ দুটি নক্ষত্রই একসঙ্গে জন্ম নিচ্ছে৷ চিলির মরুভূমি থেকে একটি অত্যাধুনিক যন্ত্রের সাহায্যেই বিজ্ঞানীরা এই দুই নক্ষত্রগুলির জন্ম দেখতে পেয়েছেন৷

‌সুখবর!‌ এপ্রিলেই বাড়ছে সরকারি কর্মীদের বেতন

Image
নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। এপ্রিল মাস থেকেই বাড়তে চলেছে তাঁদের বেতন। সপ্তম পে কমিশনের প্রস্তাব মেনেই বাড়ছে এই বেতন। তারচেয়েও বড় সুখবর হল ক্লার্ক, পিওনের মত চতুর্থ শ্রেণীর কর্মী থেকে শুরু করে অফিসার স্তর পর্যন্ত বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাত হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত বেসিক পে যাঁদের তাঁদের বেতন বাড়বে বলে জানানো হয়েছে। ষষ্ঠ পে কমিশনের প্রস্তাব মেনেই ২০১৬ পর্যন্ত বেতন বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ২০১৮–র বাজেটে আয়কর সহ পে স্ট্রাকচার নিয়ে একাধিক প্রস্তাব পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই প্রস্তাব ক্যাবিনেটে পাস হওয়ার পরেই  এই বেতন বাড়ার সিদ্ধান্তে সিলমোহর বসেছে বলে সূত্রের খবর। যদিও সপ্তম পে কমিশনের ৩৪টি সংশোধনী মোদি মন্ত্রিসভা মেনে নিয়েছে। তার মধ্যে অন্যতম ছিল সরকারি কর্মীদের বাড়ি ভাড়ার অনুদানটি অন্তর্ভুক্ত করা। সেটির অনুমোদন দিয়েছে মোদির মন্ত্রিসভা।

‌জাপানে পাবে বিস্ফোরণ, আহত কমপক্ষে ৪২

Image
বিধ্বংসী বিস্ফোরণে কেঁপে উঠল জাপানের পাব। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪২ জন। জাপানের হোক্কাইডো শহরে ইজাকায়া পাবে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ শক্তিশালী বিস্ফোরণ ঘটে। পাবের পুরো বিল্ডিংটাই ভেঙে পড়েছে। ছুটির দিন থাকায় ভিড় ছিল বেশি। পুলিসের অনুমান প্রোপেন গ্যাসের ট্যাঙ্ক ফেটেই বিস্ফোরণ হয়েছে। অ্যালকোহল সংরক্ষণের কাজে এই প্রোপেন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। সেকারণেই অধিকাংশ পাবে প্রোপেন গ্যাস মজুত রাখা হয়। পাব সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছে রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎই বাজ পড়ার মত তীব্র শব্দ শোনা গিয়েছিল। রীতিমত কেঁপে উঠেছিল আশপাশের বাড়িঘর। আহতদের বেশিরভাগের দেহের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন জাপানের অধিকাংশ পাবেরই বিদ্যুৎ সংযোগ ঠিক নয়। তাই অধিকাংশ সময় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে এই পাবের ক্ষেত্রে বিষয়টা অন্য ছিল। পাবের মালিককে আটক করে জেরা করা হচ্ছে।

৫ টাকাতে ঘুরে আসুন কুম্ভমেলা

Image
কুম্ভমেলা উপলক্ষে পুণ্যার্থীদের জন্য সুখবর দিল রেল। আগামী বছর ন্যূনতম ৫ টাকায় ট্রেনে চেপে কুম্ভমেলায় যেতে পারবেন তীর্থযাত্রীরা! সম্প্রতি একটি টুইট করে এই বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। আগামী বছরের সমস্ত কুম্ভমেলা স্পেশাল ট্রেন শুল্কমুক্ত করেছে ভারতীয় রেল। এতদিন পর্যন্ত সাধারণ, মেল ও এক্সপ্রেস দূরপাল্লার ট্রেনে যাত্রীপিছু পাঁচ টাকা অতিরিক্ত কুম্ভমেলা শুল্ক আদায় করা হত। যা মেল ও এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচে ১০ টাকা, এসি চেয়ারকার ও থ্রি-এসির ২০ টাকা, এসি টু-টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাসের টিকিটে যথাক্রমে ৩০ ও ৪০ টাকা আদায় করা হত। আগামী বছরের কুম্ভমেলায় সেই শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রেল। তার ফলেই বিভিন্ন দূরপাল্লার ট্রেনে ন্যূনতম ভাড়া দাঁড়িয়েছে মাত্র ৫ টাকা। সম্প্রতি টুইট করে যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এবং এই সময়ে পর্যটকদের আরও আকৃষ্ট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সেইসঙ্গে এই সিদ্ধান্তের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি পোস্টা

কৃষি নিয়ে কেন্দ্রকে চেপে ধরতে এবার সংসদের বাইরে ধরনায় তৃণমূল

Image
কেন্দ্র বিরোধী চাপ লোকসভা নির্বাচনের আগে কোনওভাবেই হালকা হতে দিতে রাজি নয় বিরোধীরা। কেউ রাফালে নিয়ে চেপে ধরছে, তো কেউ পেট্রোপণ্যের দাম, মূল্যবৃদ্ধি নিয়ে। আবার তৃণমূল কংগ্রেসের মতো দল সংসদের বাইরে কৃষকদের দুর্দশা ও কৃষক সঙ্কট নিয়ে ধরনা-বিক্ষোভ দেখাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। এদিন সংসদের গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সদস্যরা ধরনা দেন। সেখানে সৌগত রায়, ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কেন্দ্র সরকার কৃষকদের ফসলের দাম দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির কী হল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের মোদী সরকারের কাছে জবাবদিহিও চাওয়া হয়েছে। সংসদে ফের বিরোধীদের বিক্ষোভ এদিন সংসদে ফের বিরোধীদের বিক্ষোভে সভা মুলতুবি হয়ে যায়। এদিন কৃষক সঙ্কট নিয়ে তৃণমূল যে ইস্যু উত্থাপন করেছিল তা অধ্যক্ষ অনুধাবন করে আলোচনার জন্য মঞ্জুর করেছেন বলেও জানা গিয়েছে।

শিখ দাঙ্গায় যাবজ্জীবন কারাদণ্ড কংগ্রেস নেতা সজ্জন কুমারের

Image
অবশেষে ধুলিস্যাৎ রাজনৈতিক ঢাল৷  ৩৪ বছর পর ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় দোষী সাব্যস্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার৷  তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷  সোমবার নিম্ন আদালতের রায় খারিজ করে ওই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে দিল্লি হাই কোর্ট৷ নির্বাচনের আগেই রক্তাক্ত অতীত নিয়ে ফের বিপাকে পড়ল প্রধান বিরোধী দল কংগ্রেস৷  সজ্জন কুমার দোষী সাব্যস্ত হওয়ায় ফের ৮৪'র ক্ষতে হাওয়া লেগেছে বলেই মনে করা হচ্ছে৷  উল্লেখ্য, বহুদিন ধরে চলা মামলায় নিম্ন আদালতে বেকসুর খালাস পান সজ্জন৷  সেই মামলা গড়ায় দিল্লি হাই কোর্ট পর্যন্ত৷  এদিন নিম্ন আদালতের রায় খারিজ করে ওই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি বিনোদ গোয়েলের ডিভিশন বেঞ্চ৷ ৮৪'র শিখ গণহত্যাকে দেশভাগের সময় ঘটা নারকীয় হত্যালীলার সঙ্গে তুলনা করেন দুই বিচারপতি৷   উল্লেখ্য, গত মাসেই অন্য দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়৷  তাদের একজনকে  মৃত্যুদণ্ড দেয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট৷ উল্লেখ্য, ইন্ধিরা গান্ধীর হত্যার পর দেশজুড়ে বিশেষ করে রাজধানী দিল্লিতে ঘটে শিখদের হত্যালীলা৷ নারকীয় শিখ বিরোধী দাঙ্গার তদন্তে গঠন করা হয় এসআইটি৷ য

আড়াই মাসে মৃত্যু ২০ শিশুর, কালনায় উদ্বেগ

Image
কালনা: প্রসূতি ও শিশুদের চিকিৎসায় অত্যাধুনিক ব্যবস্থা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে এসেও শিশুদের উন্নত চিকিৎসার হালহকিকত জানতে চান পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে। তবে কালনা মহকুমা হাসপাতালে গত আড়াই মাসে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের। প্রসূতি ও সদ্যোজাত শিশুদের উন্নত চিকিৎসা দিতে কালনায় এসএনসিইউ বিভাগ চালু করা হয়। তা সত্ত্বেও গত অক্টোবর থেকে চলতি সপ্তাহ পর্যন্ত এই হাসপাতালে প্রায় ২০টি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই মৃত্যুর হার অস্বাভাবিক নয় বা খুব বেশি নয়। শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাই। তিনি বলেন, "তথ্য না দেখে কিছু বলা যাবে না। নানা কারণে শিশু মৃত্যু হতে পারে। সবটাই খোঁজ নিয়ে দেখা হচ্ছে।" চিকিৎসায় কোনও গাফিলতির কারণে শিশু মৃত্যু ঘটেনি বলে দাবি কর্তৃপক্ষের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর থেক এই পর্যন্ত এসএনসিইউ-তে মাত্র দুইটি শিশুর মৃত্যু হয়েছে। বাকি শিশুগুলির মৃত্যু হ

লক্ষাধিক টাকা তছরুপের ঘটনায় দায়ী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট

Image
বর্ধমান: স্টেট ব্যাংকে ৮৪ লক্ষাধিক টাকা তছরুপের ঘটনায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট তারক জয়সওয়ালকে তিন দিনের পুলিশি হেফাজতে নিল তদন্তকারী পুলিশ অফিসার৷ ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারীতে৷ এদিন বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয় তারক জয়সওয়ালকে। তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে চায়। সিজেএম রতন কুমার গুপ্তা তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। প্রাথমিকভাবে পুলিশ ধৃতকে জেরা করে জেনেছে, ২০১৭ সালের জুন মাসে মেমারী স্টেট ব্যাংকে কাজে যোগ দেন তারক জয়সওয়াল। তার আগে তিনি ছিলেন বর্ধমান শহরের রাজবাটী স্টেট ব্যাংক শাখায়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে তারক জয়সওয়ালের টাকার প্রতি নেশা ছিল। কীভাবে কত দ্রুত টাকা কামানো যায় সেই বিষয়ে তিনি প্রায় নিয়মিতই লটারি টিকিট কাটতেন। এমনকি এক বন্ধুর সঙ্গে সম্প্রতি প্রোমোটারী ব্যবসাতেও নামার পরিকল্পনা করেছিলেন। তাঁর এই টাকার পিছনে ছুটে বেড়ানোর বিষয়টি তাঁর পরিবারের লোকজনও জানতেন। তাঁকে নাকি এই বিষয়ে সাবধানও করা হয়েছিল। উল্লেখ্য, মেমারী স্টেট ব্যাংক শাখা থেকে কয়েনের নামে করে ৮৪ লক্ষ ৫৯ হাজার টাকা তছরুপ করার ঘটনায় নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ কর

‌শিলিগুড়ি থেকে রংটং, শুরু টয় ট্রেনে সন্ধেয় জঙ্গল সফর

Image
শিলিগুড়ি: টয় ট্রেনে এবার সান্ধ্যকালীন জঙ্গল সাফারির সুযোগ। শিলিগুড়ি থেকে পাহাড়ের কোলে পৌঁছে ঘণ্টাখানেকের মধ্যে আবার ফেরা যাবে শহরে। এই পথে যেতে ও আসতে ৩ ঘণ্টার সফর। মাত্র ১৭ কিমি পথে বিনোদন দিতে চালু করা হল শিলিগুড়ি–রংটং জঙ্গল সাফারি। ডাইনিং কোচ ও ফার্স্ট ক্লাস— এই দুটি বগি নিয়ে রবিবার থেকে যাত্রা শুরু হল খেলনা ট্রেনের। সমতলকে পেছনে ফেলে হাতছানি দিতে দিতে পৌঁছবে সুকনার পর আরেক পাহাড়ি স্টেশন রংটংয়ে। কু‌–‌ঝিক–‌ঝিক সেই ট্রেনের যাত্রার সূচনা করলেন উত্তর–পূর্ব সীমান্ত রেলের ডিআরএম চন্দ্রপ্রকাশ গুপ্তা। এই সান্ধ্যকালীন পরিষেবা দিয়ে পর্যটক টানতে চাইছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। হেরিটেজ ট্রেনের নতুন এই পরিষেবা নিয়মিত করা হবে বলে জানান ডিআরএম। উদ্দেশ্য একটাই, দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে পরিচিতি দেওয়া। জঙ্গল সাফারিতে জুড়ছে কয়লা তথা ইস্টিম ইঞ্জিন। দুটি বগিকে টেনে নিয়ে যাবে এই ইঞ্জিনটি। ডাইনিং কোচে ১৩ জন বসে যেতে পারবেন। যাওয়া–‌আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। ফার্স্ট ক্লাসে রয়েছে গদিযুক্ত চেয়ার। এই কোচে যেতে–আসতে যাত্রী–প্রতি ভাড়া নির্ধারিত করা হয়েছে ১০০০ টাকা। পর্যটক

অশোকনগরের নার্সিংহোমে অবৈধভাবে চলত গর্ভপাত

Image
‌হাবড়া: শিশু পাচারের সঙ্গে যুক্ত থাকার ঘটনায় নাম উঠে আসা উত্তর ২৪ পরগনার অশোকনগরের নার্সিংহোমটিতে হাতুড়েদের ভরসায় মূলত অবৈধভাবে গর্ভপাত, সন্তান প্রসব করানো হত। পরে মোটা টাকার বিনিময়ে সেইসব নবজাতকদের বিক্রি করে দেওয়া হত। শিশু পাচারচক্রে যুক্ত রয়েছে এমন আরও কয়েকজনের নাম পেয়েছে পুলিস। এর পাশাপাশি, যে শিশুটি পাচার হয়েও শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে তার আসল মা–কে শনাক্ত করেছে পুলিস। ১১ দিনের এক শিশুকে নিজেদের সন্তান বলে দাবি করে হাবড়া হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে যায় এক দম্পতি। আর তারপরেই প্রকাশ্যে আসে অশোকনগরের একটি নার্সিংহোমের শিশু পাচার চক্রের কথা। এই ঘটনায় ইতিমধ্যেই ওই দম্পতি, অভিযুক্ত নার্সিংহোমের মালকিন রঞ্জিতা রায়, ম্যানেজার রণজিৎ দে এবং হাতুড়ে চিকিৎসক মনোজ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিস। রণজিৎ এবং মনোজকে আদালতে তোলার পর বিচারকের নির্দেশে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, নার্সিংহোমের বর্তমান মালিক রঞ্জিতা রায়ের স্বামী বছর তিনেক আগে মারা গেছেন। তিনিও একজন হাতুড়ে ছিলেন। সেই সময় থেকেই ওই নার্সিংহোমে অবৈধ গর্ভপাত, সন্তান প্রসব করানো হত। এখন এই কাজ মূলত চালায়

১৩ বছরেই সফটঅয়্যার কোম্পানির মালিক কেরলের আদিত্যন

Image
আদিত্যন রাজেশ। ৯ বছর বয়সেই একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে বাড়ির লোককে চমকে দিয়েছিল সে। এখন তার বয়স ১৩। আর চমকানোর পরিধিটাও বাড়তে বাড়তে দেশের বাইরে বিদেশেও বিস্তৃত হতে শুরু করেছে। এই ১৩ বছরেই দুবাইতে একটা সফটঅয়্যার কোম্পানিও খুলে ফেলল কেরলের আদিত্যন রাজেশ। পাঁচ বছর বয়স থেকেই কম্পিউটারের প্রতি তীব্র ঝোঁক রাজেশের। স্কুল থেকে বাড়িতে পা রাখতে না রাখতেই কখনও মোবাইল, কখনও আবার কম্পিউটার নিয়ে খুটখুট করত সে। আর তার জন্য রোজ বাড়ির লোকের কাছে জুটত বকাঝকা। কিন্তু এই বকাঝকার মাঝেই দিনে দিনে নিজের প্রযুক্তি প্রীতিটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল সেই একরত্তি। তারই মধ্যে হুট করে এক দিন আদিত্যনের হাত দিয়ে বেরিয়ে আসে একটা মোবাইল অ্যাপ্লিকেশন। বহু মানুষের মনে ধরে যায় ছোট্ট ছেলেটার তৈরি করা ওই অ্যাপ্লিকেশন। ওই শুরু। তখন থেকেই আদিত্যনের জন্য আসতে শুরু করে দেয় এক এক করে কাজের প্রস্তাব। বেশ কিছু সফটঅয়্যার কোম্পানির জন্যও লোগো ডিজাইনিং করতে শুরু করে দেয় আদিত্যন। শুধু তাই নয়, এমনকি সে সময়ে তাক লাগিয়ে দেওয়ার মতো ওয়েবসাইটও তৈরি করতে শুরু করে দিয়েছিল ৯ বছরের আদিত্যন রাজেশ। আদিত্যনের কোম্পানির নাম 'ট্রিনেট

টয় ট্রেনে এ বার জঙ্গল সাফারি! থাকছে খাবারের ব্যবস্থাও

Image
আবেগ: দার্জিলিংয়ের টয়ট্রেন। নিয়মিত ক্ষতিতে চলছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তার মধ্যেই যাত্রী বাড়াতে নতুন টয় ট্রেন পরিষেবা চালু করা হল রবিবার। শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত ১৬ কিলোমিটারের 'ইভনিং জঙ্গল সাফারি' নামে প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিটের ওই জয় রাইডে থাকছে খাবারদাবারের ব্যবস্থাও। এ দিন শিলিগুড়ি জংশন থেকে কাটিহার ডিভিশনের ডিআরএম চন্দ্রপ্রকাশ গুপ্ত সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির যাত্রা শুরু করান। তিনি বলেন, ''আমরা চেষ্টা করছি, নতুন আকর্ষণ বাড়িয়ে যাতে যাত্রী বাড়ানো যায়। এটা এখন রোজই পরীক্ষামূলক ভাবে চলবে। যাত্রী বাড়লে আমরা আরও কিছু সুযোগ-সুবিধা বাড়াব।'' দার্জিলিং হিমালয়ান রেল সূত্রের খবর, এখন এনজেপি, শিলিগুড়ি, কার্শিয়াং, ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনের নানা পরিষেবা রয়েছে। কিন্তু তাতে সার্বিক ভাবে যাত্রীর অভাবে লোকসান হচ্ছে। সারা বছর প্রায় ৩০ কোটি টাকা খরচ। কিন্তু তার তুলনায় টিকিট বিক্রির হার ৬ থেকে ৭ কোটির কাছাকাছি। অভিযোগ, দার্জিলিং হিমালয়ান রেল নিয়ে প্রচার করতে পারছেন না কর্তৃপক্ষ। যদিও এই দাবি মানতে চাননি রেলের কর্তারা। ট্রেনটি রবিবার থেকে চালানো হবে

আরামবাগে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন তৃণমূল নেতা

Image
তৃণমূল নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল হুগলির আরামবাগে। রবিবার রাতের ঘটনা। নিহত তৃণমূল নেতা সেখ মুক্তার হোসেন ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। বাড়ি আরামবাগ থানার হরিণখোলায়। হরিণখোলার এই এলাকায় তৃণমূল কংগ্রেসের মধ্যে বহুদিন থেকে বিবাদ লেগেই রয়েছে। সংঘাত তৃণমূল যুব বনাম আদির। ২০১১ সাল থেকে চলে আসা ওই গন্ডগোল তৃণমূল নেতৃত্ব মেটাতে পারেনি বলে এলাকাবাসীর অভিযোগ। তার জেরেই এই খুনের ঘটনা বলে দাবি। মুক্তার হোসেনের পরিবারের দাবি, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। মুক্তারের স্ত্রী সংবাদমাধ্যমে বলেছেন, ''আমি চা করছিলাম। এইসময় কয়েকজন বাইরে থেকে ওকে ডাকল। এরপর বাইরে নিয়ে গিয়ে ঠেঙিয়ে মেরে ফেলা হয়। হামলাকারীরদের মধ্যে ছিল লাল্টু, ভোঁদা সহ জয়নাল খাঁর লোকজনই আমার স্বামীকে মেরেছে। কৃষি কর্মাধ্যক্ষ ছিল আমার স্বামী।'' উল্লেখ্য, হরিণখোলার এই অঞ্চলটি সেই সিপিএমের আমল থেকে বারেবারেই উত্তপ্ত হয়েছে। দলের মধ্য গোষ্ঠীকোন্দল ও বালি তোলাকে কেন্দ্র করে বহুবার এই অঞ্চলে সংঘর্ষ হয়েছে। তৃণমূল আসার পর আদি ও নতুনদের মধ্যে সংঘাত শুরু হয় বলে

ভালবাসার পড়া ছেড়ে বিড়ি বাঁধতে হত, মালদহে আত্মঘাতী কিশোরী

Image
শোকার্ত: মৃত কিশোরীর মা ও পরিজনেরা। মাধ্যমিক পাস করেছিলেন দ্বিতীয় বিভাগে। চেয়েছিলেন আরও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু দু'বছরের মধ্যে তেমন সুযোগ আর মেলেনি। স্কুলে না গিয়ে বাড়িতে বসে বিড়ি বাঁধতে হত। মাম্পি চৌধুরী (১৮) নামে সেই কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে রবিবার ভোরে। মালদহের কালিয়াচক রাজনগর গ্রামের মাম্পির বাবা অজিত চৌধুরী বলেন, ''মাম্পির খুবই পড়ার ইচ্ছে ছিল। কিন্তু আমি পড়াতে পারিনি। সেই কারণেই ও আত্মহত্যা করল বলে মনে হচ্ছে।'' দু'বছর ধরে পড়াশোনা বন্ধ ছিল। মাম্পি বারবারই তাকে আবার স্কুলে ভর্তি করানোর জন্য বাবা-মা'কে বলেছিল। সহপাঠিনীরা আর ক'দিন পরে কলেজে ভর্তি হবে। সেখানে মাম্পির দিন কাটত বিড়ি বেঁধে আর বাড়ির কাজ করে। পড়ার সব পথ বন্ধ মনে করেই মাম্পি অভিমানে আত্মহত্যা করেছে বলে তাঁর প্রতিবেশীদেরও ধারণা।  অভাবের সংসারের জন্যই মেয়ের কথা রাখা যায়নি বলে জানিয়েছেন অজিতবাবু। তিনি নিজে খুবই অসুস্থ। তাঁর পাঁচ ছেলেমেয়ে। মাম্পির এক দাদা ভিন্ রাজ্যে কাজ করেন। বাড়ির বাকি সকলেই বিড়ি বাঁধেন। সেই আয় দিয়েই চলে সংসার। অজিতবাবুর বক্তব্য, মেয়েকে স্কুলে ভ

ময়নাতদন্তের রিপোর্ট দেখে বলছে পুলিশ বুকের উপরে চেপে বসে তিন বছরের ভাইপোকে খুন!

Image
মুখ-ঢেকে: আদালতের পথে অভিযুক্তরা। ভাসুরের একরত্তি ছেলে সাকিব শেখকে ওড়নার ফাঁসে খুন করার কথা পুলিশের কাছে আগেই কবুল করেছিল পান্ডুয়ার কোহিনূর বিবি। পুলিশের দাবি, রবিবার কোহিনূর কবুল করেছে, খুনের আগে তিন বছরের শিশুটির বুকের উপরে সে চেপে বসেছিল। সাকিবের দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও সে কথাই বলছে বলে পুলিশ জানিয়েছে। কী রয়েছে ওই রিপোর্টে? তদন্তকারীরা জানিয়েছেন, ওই রিপোর্টে দেখা যাচ্ছে, শিশুটির কিডনি এবং লিভার ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু শ্বাসরোধ করে খুনে কেন শিশুটির শরীরের ওই দুই অংশ ক্ষতিগ্রস্ত হবে, তার কারণ খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাঁদের ধারণা হয়, শুক্রবার সকালে সাকিবকে নিজের ঘরে এনে শুইয়ে দিয়ে তার বুক হাঁটু দিয়ে চেপে ধরে কোহিনূর। তার পরে ছেলেটির মুখে নিজের একটি ওড়না ঢুকিয়ে দেয়। ওড়নার অনেকটা অংশ শিশুটির মুখের ভিতরে ঢুকে গিয়েছি‌ল। মৃত্যু নিশ্চিত করতে অন্য একটি ওড়না দিয়ে তার নাকমুখ পেঁচিয়ে দেয় কোহিনূর। নিথর হয়ে যায় ছোট্ট সাকিব। কাকিমার হাঁটুর চাপ সে নিতে পারেনি। তাতেই কিডনি এবং লিভার ক্ষতিগ্রস্ত হয়। পরে জেরায় সে কথা কোহিনূর কবুল করে বলে তদন্তকারীদের দাবি

৫০ মহিলাকে ধর্ষণ! মোবাইলে ভিডিও দেখে চোখ কপালে পুলিশের

Image
মোবাইলে ৫০টির বেশি ধর্ষণের ভিডিও। চেন্নাই থেকে গ্রেপ্তার করা হল ধর্ষককে। শুক্রবার বিকেল চারটে নাগাদ চেন্নাই থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার মোবাইল থেকে প্রায় ৫০টি ভিডিও পাওয়া গিয়েছে। যদিও কোনও মহিলার অভিযোগ পায়নি পুলিশ। জানা গিয়েছে, এই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করত ওই ব্যক্তি। পুলিশ মোবাইলটি বাজেয়াপ্ত করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। রাস্তায় মোটরবাইকের কাগজ নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়। তখন ওই ব্যক্তি বুঝতেই পারেনি, তার অপরাধ সামনে চলে আসতে পারে। গাড়ির কাগজ দেখাতে না পারায় তাকে আটক করে চেন্নাই ট্রাফিক পুলিশ। গাড়ির কাগজের সঙ্গে আইডেন্টিটি না মেলায় সমস্যা বাড়ে। কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্দেহ শুরু হয় পুলিশের। কোনও সঠিক উত্তর দিতে না পারায় পুলিশ তার ফোন পরীক্ষা করে। তখনই মোবাইল থেকে ৫০টি ভিডিও খুঁজে পায় পুলিশ। যেখানে একাধিক মহিলাকে ধর্ষণের ভিডিও দেখা যায় তার মোবাইলে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শুরু করে কীভাবে এই অপরাধ সংগঠিত করত সে। জেরায় তা স্বীকার করে নিয়েছে এই ব্যক্তি। পুলিশ ঘটনাটির গভীরে গিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, মহিলাদের

একাধিক পদের জন্যে প্রচুর কর্মী নিয়োগ করবে বিগ বাজার

Image
কর্মসংস্থানের ব্যাপক সুযোগ এনে দিল ফিউচার গ্রুপের 'বিগ বাজার'। কয়েক হাজারেও বেশি শূন্যপদে চলছে লোক নিয়োগ। দশম কিংবা দ্বাদশ শ্রেণি পাস করলেও রয়েছে প্রচুর চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। অভিজ্ঞ কিংবা অনভিজ্ঞ দুটি ক্ষেত্রেই সুযোগ রয়েছে। বেতনও অনেক বেশি। জেনে নিন সেই চাকরির সম্পর্কে খুঁটিনাটি তথ্য। যে সব পদের নিয়োগ: স্টোর ম্যানেজার, রিটেল এক্সিকিউটিভ, বোমিং সেলস এক্সিকিউটিভ, রিটেল হেড, ডেপুটেশন সেলস, এক্সিকিউটিভ, রিটেল ফ্যাশন কনসালট্যান্ট, রিটেল সেলস অ্যাসোসিয়েটিভ, কাউন্টার সেলস এক্সিকিউটিভ, শোরুম ম্যানেজার। বয়সের উর্দ্ধসীমা– ১৮ থেকে ৫০ যোগ্যতা- নূন্যতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়া দ্বাদশ উত্তীর্ণ, স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হয়ে। অভিজ্ঞ আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন- মাসে ২১,৫৭০ থেকে শুরু করে ৪৮,৫৫০ টাকা। কিভাবে আবেদন করবেন: Big Bazaar কিংবা ফিউচার গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটগুলি হল futuregroup.in/careers , www.bigbazaar.com . ওই ওয়েবসাইটগুলিতে গিয়ে careers অপশনে গিয়ে ক্লিক করতে হবে।

১০০ থেকে ১১০ কিমি বেগে আছড়ে পড়বে ঘুর্ণিঝড় ফিথাই

Image
চেন্নাইঃ  ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি! দ্রুত গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন। মনে করা হচ্ছে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিমি বেগে আছড়ে পড়বে ঘুর্ণিঝড় ফিথাই। ইতিমধ্যে জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা। ইতিমধ্যে সেখানে শুরু হয়েছে বৃষ্টিপাত। আগামী কয়েক ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাত দেওয়া হয়েছে। কারণ সকালেই সাইক্লোন ফিথাই আছড়ে পড়তে পারে বলে ইতিমধ্যে সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ে সমুদ্র উত্তাল হয়ে উঠবে বলে সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের মাঝ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সবথেকে বেশি প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে। ইতিমধ্যে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। শুধু তাই নয়, আগামীকাল সপ্তাহের শুরুর দিনে বৃষ্টির পূর্বাবাভাস দিয়েছে অলিপুর আবহাওয়া দফতর৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই হবে বৃষ্টি৷ হাও য়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টিপাত হবে৷ উত্তাল থাকবে সমুদ্র৷ ফিথাইয়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সমস্ত রাজ্যেই। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা রয়েছে। হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগণার বেশ কিছু অঞ্চলে দু এক পশলা বৃষ্টি হয়েছে। তবে হাওয়া অফিসের

নেপথ্যে পরকীয়া! মাত্র ১০ হাজার টাকার জন্য স্ত্রীর জীবনে পড়ে গেল দাঁড়ি, চাঞ্চল্য

Image
ভালোবেসে বিয়ে করেছিলেন। বেশ সুখেই কাটছিল দিন। কিন্তু বিয়ের দু-বছরের মধ্যেই সংসারে নেমে এল অশান্তি। একের পর এক দাবি। শেষমেষ ১০ হাজার টাকা আনতে বলেছিলেন স্ত্রীকে। তা নিয়ে অশান্তির জেরেই ঘটে গেল নির্মম ঘটনা। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে বধূহত্যার জেরে গ্রেফতার স্বামী, শ্বশুর-শাশুড়ি। নোদাখালি বাওয়ালির বাসিন্দা শুভ সরকারের সঙ্গে বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল বছর ২২-এর টুম্পার। বিষ্ণুপুর থানার চিলাবেড়িয়ার বাসিন্দা টুম্পার সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল শুভর। তারপরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকেই বদলে থেয়ে থাকে শুভ। ভাঙতে শুরু করে সুখী দাম্পত্য। একের পর এক দাবি করতে শুরু করে শুভ। না পেলেই টুম্পার উপর অত্যাচার। শারীরিক ও মানসিক নির্যাতর চলতে থাকে। এরই মধ্যে শুভর বিবহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে জেনে যায় টুম্পা। স্বামীর পরকীয়া প্রতিবাদ করায় অত্যাচারের মাত্রা আরও বাড়ে বলেও অভিযোগ। সম্প্রতি বাপের বাড়ি থেকে ১০ হাজার টাকা নিয়ে আসার জন্য টুম্পাকে চাপ দিতে শুরু করে শুভ। টুম্পা বেঁকে বসেছিল। তার জেরেই স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে তাঁকে মারধর করে বলে অভিযো

ভোরে মিলল মালার মতো সাজানো মাথার খুলি! বিকেল হতেই আতঙ্কে ফাঁকা গোটা এলাকা

Image
তামিলনাড়ুর ভেলোরের ক্ষুদ্র জনপদ ভাক্কানামপট্টিতে একের পর এক মাথার খুলি উদ্ধারের পর থেকে আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকাকে। সম্প্রতি গ্রামেরই এক কবরস্থানে বেশ কিছু মাথার খুলি পাওয়া যায়। সবই মানুষের বলে জানা গিয়েছে। শুক্রবার ঘুম থেকে ওঠার পরেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪৫ টি খুলি দেখতে পান তাঁরা। জোলারপেট শহরে যাওয়ার রাস্তায় নারকেল পাতার কাঠি এবং ধূপকাঠিও দেখতে পান গ্রামবাসীরা। এই চিত্র দেখার পর থেকেই আতঙ্গ গ্রাম করেছে গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুলি গুলিকে মালার মতো সাজিয়ে রাখা ছিল। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দুধের ব্যবসায়ী এক ব্যক্তি প্রথম খুলিগুলিকে দেখেন বলে দাবি করেছেন। স্থানীয় হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই কবরস্থানটি ব্যবহার করেন। কামরাজ নগরে তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই কবরস্থানটি। ওই ব্যক্তি জানিয়েছেন, যখন তিনি জোলারপেট শহরের দিকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন, তখন বিষয়টা অন্যরকমের লেগেছিল। অল্প আলোয় খুলিগুলিকে পচা কুমড়োর মতো মনে হয়েছিল। কিন্তু কাছে যাওয়ার পর  ভুল ভাঙে। তাঁর ডাকাডাকিতে ভাক্কানামপট্টির মানুষ সেখানে জড়ো হয়ে যান।

শ্বশুরের লালসার শিকার নববধূ! এক অভিশপ্ত রাতেই তরুণীর দু-চোখ ভরা স্বপ্নে ইতি

Image
এক অভিশপ্ত রাতেই শেষ সারা জীবনের স্বপ্ন। সবে বিয়ে করে স্বামীর সংসারে পা রেখেছিলেন, এর মধ্যেই ঘৃণ্যতম ঘটনার মুখোমুখি হতে হল তাঁকে। নববধূ হয়ে বাড়িতে পা রাখার পর শ্বশুরের লালসার শিকার হলেন তিনি। স্বামী-শাশুড়ির কাছে চেয়েছিলেন বিচার, শেষমেশ অবিচারের বলি হয়ে নিজেকে শেষ করে দিতে বাধ্য হলেন বছর ২০-র তরুণী। মধ্যপ্রদেশের ভোপালের বাজারিয়া এলাকায় ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। নববিবাহিত বধূ শ্বশুরের বিরুদ্ধেই এনেছিলেন ধর্ষণের অভিযোগ। কিন্তু স্বামী বা শাশুড়ি কেউই গুরুত্ব দেয়নি তাঁর কথার, কোনও ব্যবস্থাও নেননি। তাই যা ব্যবস্থা না নেওয়ার নিজেই নিলেন তরুণী বধূ। স্বামীর সংসার ত্যাগ করে চলে গেলেন বাপের বাড়ি। লজ্জায়-অপমানে আত্মহত্যা করলেন তিনি। তিনি যে শ্বশুরের লালসার শিকার হয়েছেন, সবার আগে তা জানিয়েছিলেন শাশুড়িকে। কিন্তু শাশুড়ি তাঁকে মুখ বন্ধ রাখার পরামর্শ দেন। মুখ খুললে ভয়ঙ্কর পরিণতি হবে বলে জানান তিনি। এরপর তিনি স্বামীর কাছে যান। সব ঘটনা খুলে বলেন। স্বামীও বলেন চুপ থাকতে, প্রয়োজনে ঘর ছেড়ে চলে যেতে বলে সে। তারপরই তরুণী নিয়ে নেন চরম সিদ্ধান্ত। নরসিংহপুরে বাপের বাড়িতে ফিরে যান তিনি। সেখানে গিয়েই তিনি আত্

ঘূর্ণিঝড় ‘পেটি’-র আতঙ্কে তটস্থ অন্ধ্র, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও

Image
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'পেটি'। সোমবার বিকেলে তা আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলের কাকিনাড়া ও বিশাখাপত্তনমে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দিল্লির হাওয়া অফিস। বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইতিমধ্যে অন্ধ্রের ৯ জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সাধারণ মানুষকে সতর্ক করতে অন্ধ্র উপকূলে প্রচার চালাচ্ছে নৌসেনা। কয়েক সপ্তাহ আগেই অন্ধ্র-তামিলনাড়ুতে তাণ্ডব করে গিয়েছে ঘূর্ণিঝড় গাজা। এবার ফের নতুন উপদ্রব। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী অন্ধ্র উপকূল ছাড়াও পুদুচেরিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেখানে ৪০-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এর গতি প্রতি ঘণ্টায় একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। স্থলভাগে আঘাত করার পর সেটি ওড়িশার দিকে ঘুরে যেতে পারে। অন্ধ্র উপকূল থেকে পেটি খানিকটা দুর্বল হতে পারে। সতর্ক থাকতে বলা হয়েছে বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, গুন্টুর ও পুদুচেরিকে। এদিকে পেটি-র

গ্রুপ ডি হয়ে রাঁধুনিগিরি করব কেন? প্রতিবাদ রাজ্য পুলিশে

Image
নিচু তলার কর্মীদের প্রতি উচ্চপদস্থ পুলিশ অফিসারদের দুর্ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। পুলিশেরই নিচু তলার কর্মীদের দিয়ে নিজেদের বাড়িতে পরিচারকের মতো কাজ করানোর অভিযোগ রয়েছে অনেক উচ্চপদস্থ অফিসারদের বিরুদ্ধে। এ বার গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণির কর্মী-পদে নিয়োগ করে রান্নার কাজ করানোর অভিযোগ উঠেছে রাজ্য পুলিশে। চাকরি খোয়ানো বা দূরে কোথাও বদলি হয়ে যাওয়ার ভয়ে সাধারণত নিচু তলার কর্মীরা অভিযোগ জানান না। কিন্তু সেই ভয় কাটিয়ে উঠে সম্প্রতি বেশ কয়েক জন পুলিশকর্মী একসঙ্গে লিখিত ভাবে এই মর্মে অভিযোগ জানিয়েছেন।  ওই পুলিশকর্মীদের অভিযোগ, গ্রুপ ডি কর্মীর পদে চাকরি পাওয়ার সময় তাঁরা ভেবেছিলেন, অফিসে ফাইল দেওয়া-নেওয়া, নিদেনপক্ষে জল ভরে দেওয়ার কাজ পাবেন। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, তাঁদের বিভিন্ন পুলিশ ক্যাম্পে পাচকের কাজ করতে পাঠানো হচ্ছে। এক কর্মীর কথায়, ''আমি তো রান্নার 'র'-ও জানি না। তার উপরে একসঙ্গে এত লোকের রান্না! ক্যাম্পে গিয়ে তো অথৈ জলে পড়েছি। রান্নার কাজ অসম্মানের নয়। কিন্তু আমাদের গ্রুপ ডি কর্মীর পদে নিয়োগ করে কেন রান্নার কাজ করানো হবে?'' ওই কর্মী জানান, তিনি শুনেছেন, পাচকদে

বৃষ্টি চলবে দু’দিন, নামবে তাপমাত্রাও, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Image
কাল থেকেই মেঘলা আকাশ, সন্ধ্যায় টিপটিপ বৃষ্টি। রবিবেলায় শহরে এমন আবহাওয়ার সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'পেতাই'। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, আজ, সোমবার ও আগামী কাল, মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি পূর্বাভাস রয়েছে। বৃষ্টি এবং মেঘলা আকাশের জন্য দিনের তাপমাত্রাও কম থাকবে। বস্তুত, রবিবারই দিনের তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নীচে। এ দিন আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। তবে মাথাচা়ড়া দিয়েছে রাতের তাপমাত্রা— সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনভর শীতের আমেজ থাকলেও এই পরিস্থিতি আসলে শীতের স্বাভাবিক ছন্দের বিপরীত বলেই জানাচ্ছেন আবহবিদদের একাংশ। তাঁদের মতে, দিনের বেলা কড়া রোদ এবং রাতে কড়া ঠান্ডাই মহানগরে শীতের আসল চরিত্র।  মৌসম ভবন বলছে, ঘূর্ণিঝড় 'পেতাই' (তাইল্যান্ডের দেওয়া নাম) রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এবং তার অভিমুখ অন্ধ্র উপকূলের দিকে। তা সত্ত্বেও তার প্রভাব এখানে পড়ছে কী ভাবে? আবহবিদদের ব্যাখ্যা, ঘূর্ণিঝ়়ড়ের প্রভ

কেমন ফাঁস দিলে কেমন দাগ? রজত খুনের আগে ইন্টারনেটে সার্চ করেছিলেন অনিন্দিতা

Image
স্ত্রী অনিন্দিতার সঙ্গে আইনজীবী রজত দে। মৃতের গলায় দাগের 'অস্বাভাবিকতা' নিয়ে গোয়েন্দাদের ধন্দ বাড়ল বলা যায়। কারণ, বিধাননগর পুলিশের গোয়েন্দারা সম্প্রতি জানতে পেরেছেন, ইন্টারনেটে ফাঁস দিয়ে মৃত্যু হলে কেমন দাগ হতে পারে, তার ব্যাখ্যা খুঁজেছিলেন নিউ টাউনের আইনজীবী রজত দে-র স্ত্রী অনিন্দিতা! অথচ এ প্রসঙ্গে বারবার বিভ্রান্ত করছেন নিহতের স্ত্রী। এই সাইবার তথ্যপ্রমাণকে হাতিয়ার করে এ বার গোয়েন্দাদের দাবি, পরিকল্পনা করেই স্বামীকে খুন করেছেন তিনি। এ ছাড়াও পারিপার্শ্বিক প্রমাণ রয়েছে বলে পুলিশের দাবি। রবিবার এই সব তথ্য আদালতের সামনেও তুলে ধরেছেন মামলার সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, এই ঘটনার পিছনে গুরুত্বপূর্ণ একাধিক সাইবার তথ্যপ্রমাণ রয়েছে। সে সবের ভিত্তিতে স্পষ্ট হচ্ছে খুনের পরিকল্পনাও। যদিও অনিন্দিতার আইনজীবী চন্দ্রশেখর বাগের দাবি, পুলিশ গল্প ফেঁদে অনিন্দিতাকে ফাঁসানোর চেষ্টা করছে। এ দিন দু'পক্ষের বক্তব্য শোনার পরে বিচারক অনিন্দিতাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।  ২৫ নভেম্বর রাতে নিউ টাউনের ফ্ল্যাটে রজতের দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে আত্মহত্য