মুখ্যমন্ত্রী হয়েই রাহুলের প্রতিশ্রুতি রক্ষা কমলনাথের


মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে এদিন শপথ নিলেন কংগ্রেস নেতা কমলনাথ। বিরোধী শিবিরের একগাদা শীর্ষ নেতা এদিন উপস্থিত ছিলেন কমলনাথের শপথগ্রহণ অনুষ্ঠানে। দলের সভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কমলনাথ তাঁরই প্রতিশ্রুতি পূরণ করলেন।

এদিন পদে বসেই সবার প্রথমে যে ফাইলে সই করলেন কমলনাথ তা হল কৃষকদের ঋণ মকুবের ফাইল। ২ লক্ষ টাকা পর্যন্ত রাজ্যের সমস্ত কৃষকের ঋণ মকুব করে দেওয়া হল।

সব রাজ্যেই নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন। পাশাপাশি মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি রাহুল। পাশাপাশি প্রতিশ্রুতি দেন, সরকারে এলে সাত দিনের মধ্যে রাজ্যের কৃষকদের ঋণ মকুব করে দেবে কংগ্রেস সরকার।

সেইমতো ক্ষমতায় এসে কমলনাথ সবার প্রথমে রাহুলের প্রতিশ্রুতিই রক্ষা করলেন। সবার প্রথমে কৃষিঋণ মকুবের ফাইলে সই করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে।