Posts

Showing posts from November 2, 2018

ব্যবসায়িক প্রতিষ্ঠানের আড়ালে আমিরশাহিতে জঙ্গি পাচার করছে কেরলের জেহাদিরা!

Image
সংযুক্ত আরব আমিরশাহিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছে কেরলের বেশ কয়েকটি জেহাদি সংগঠন৷ অপরাধমূলক কাজে যুক্ত থাকার রেকর্ড রয়েছে বেছে বেছে এমন ভারতীয়দের বিদেশে পাঠাচ্ছে তারা৷ বিশেষ করে পাঠানো হচ্ছে মধ্য-প্রাচ্যের দেশগুলিতে৷ কর্মসংস্থানের নামে ওইসব ভারতীয়দের সেখানে অপরাধমূলক কাজে লাগান হচ্ছে৷ সাম্প্রতিক একটি রিপোর্টে স্বরাষ্ট্র মন্ত্রককে এই বিষয়ে সতর্ক করেছেন গোয়েন্দা আধিকারিকরা৷ জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় ডজনখানেক এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেছে জেহাদি সংগঠনগুলি৷ টার্গেট করা হচ্ছে সমাজের নিম্নবর্গের মানুষ এবং যাদের অতীতে অপরাধমূলক কাজে যুক্ত থাকার রেকর্ড রয়েছে এমন ব্যক্তিদের৷ প্রথমে ওই সমস্ত ব্যক্তিদের মগজ ধোলাই করছে জেহাদি সংগঠনগুলি৷ এরপর তাদের ইসলামে ধর্মান্তরিত করা হচ্ছে এবং পাঠিয়ে দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে৷ গোয়েন্দা বিভাগের সাম্প্রতিক ওই রিপোর্ট বলছে, নিজেদের ধর্ম পরিবর্তন করার পর ওই ব্যক্তিরা পরিবারে অন্যান্যদেরও ধর্মান্তরিত করাচ্ছে৷ পরিবারের বাকি সদস্যদেরও ইসলাম ধর্ম গ্রহন করাচ্ছে৷ এখানেই শেষ নয়, ধর্মের নামে অর্থ সংগ্রহও করাচ্ছে৷ যা সরাসরি পৌঁছে যাচ্ছে ওই জ

৫৯ মিনিটেই ১ কোটি! দিওয়ালি উপহার ঘোষণা মোদীর

Image
নয়াদিল্লি: দিওয়ালির আগে দেশের ব্যবসায়ীদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা ব্যবসার জন্য ঋণ নিতে চান, তাঁদের জন্য এবার বিশেষ সুবিধার কথা ঘোষণা করলেন মোদী। MSME সাপোর্ট প্রোগ্রাম লঞ্চ করতে গিয়ে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার ১২টি নতুন পলিসি নিয়ে আসার কথা ঘোষণা করলেন তিনি। এই বিশেষ ঘোষণাকে দিওয়ালি উপহারের তকমা দিয়েছেন তিনি। এর ফলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বিশেষ উপকৃত হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া কর্মসংস্থান বাড়বে বলেও জানিয়েছেন তিনি। এদিনই মোদী জানান, মাত্র ৫৯ মিনিটে ঋণ নিতে পারবেন ব্যবসায়ীরা। ১২টি পলিসির মধ্যে এটি অন্যতম বলে উল্লেখ করেন তিনি। ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া MSME-র ক্ষেত্রে জিএসটি রেজিস্টার করা থাকলে ২ শতাংশ সুদ ছাড় পাওয়া যাবে। এই বিশেষ স্কিমের জন্যই ভারত আগামদিনে অনেক দূর এগিয়ে বলে উল্লেখ করেন তিনি। এই বিশেষ MSME প্রোগ্রাম চালু হল শুক্রবার থেকে। ১০০ দিন ধরে ১০০টি জেলায় চলবে এই প্রোগ্রাম। অনেকেই ঠিক সময়ে এই স্কিম অ্যাকসেস করতে পারেন না। এটাই MSME-র অসুবিধা। তবে, এবার সেই অসুবিধা দূর করতেই এই প্রোগ্রাম

নিজে বেকার, তাই চাকরি দেওয়ার ব্যবসা খুলে বসেছিল এই যুবক!

Image
নিজে উচ্চ মাধ্যমিকপাশ। চেষ্টা করেও চাকরি জোটাতে পারেনি। এ দিকে ঘরে দিন আনি দিন খাই অবস্থা। মনে হতাশা জেঁকে বসেছিল। তখনই কুবুদ্ধি মাথাচাড়া দেয়। বেকার যুবকদের চাকরি দেওয়ার ব্যবসা ফেঁদে বসে  যুবক। তৈরি করে ভুয়ো ওয়েবসাইট। যাতে চাকরির জন্য মরিয়া ছেলেমেয়েদের টোপ দিতে পারে। বদলে হস্তগত হয় মোটা টাকা। তবে পসার জমানো আর হল না।তার আগেই ধরা পড়ে গেল পুলিশের জালে। রাজস্থানের ঘটনা। ভুয়ো চাকরির কারবারি ওই যুবকের নাম খুশি মহম্মদ। উচ্চ মাধ্যমিক পাশ করে চাকরির চেষ্টা করেছিল। তবে মেলেনি। তাই দু'-একজন বন্ধুর সঙ্গে মিলে ভুয়ো চাকরির ব্যবসা খোলে। মন্ত্রিমহলে তাদের ওঠাবসা রয়েছে বলে দাবি করত তারা। চাকরির খোঁজে হন্যে হয়ে ঘোরা ছেলেমেয়েদের পাকড়াওকরত। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবে বলে লোভ দেখাত। তবে ব্যবসা জমে ওঠার আগেই খবর পৌঁছে যায় পুলিশের কাছে। কেন্দ্র সরকারের 'পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এগ্রিকালচার ডেভলপমেন্ট রিসার্চ কাউন্সিল অফ ইন্ডিয়া'র নামে ভুয়ো কারবার চলছে বলে অভিযোগ জমা পড়ে। নড়েচড়ে বসে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। তাতে দেখা যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে একটি ওয়েবসাইটও রয়েছে তাদের। ক

মোবাইলের মাধ্যমে যেকোনও রুটের অসংরক্ষিত টিকিট কাটবেন কিভাবে?

Image
নয়াদিল্লি: এবার থেকে যেকোনও রুটের অসংরক্ষিত টিকিট মোবাইল ফোনের মাধ্যমে কাটতে পারবেন রেলযাত্রীরা। এতদিন শুধুমাত্র 'ইন্টার-জোনাল' ক্ষেত্রেই এই পরিষেবা পাওয়া যেত। অর্থাৎ শেষ মুহূর্তে কনফার্মড টিকিট না পেয়ে কেউ যদি শিয়ালদহ থেকে পুরী যাওয়ার জন্য অসংরক্ষিত আসনের টিকিট কাটতে চাইতেন, তাহলে তিনি মোবাইলের মাধ্যমে তা করতে পারতেন না। টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়েই তাঁকে তা করতে হতো। একটি রেলওয়ে জোন থেকে অন্য রেলওয়ে জোন পর্যন্ত যাওয়ার জন্য অসংরক্ষিত টিকিট কাটতে চাইলে এবার আর সাধারণ যাত্রীদের অযথা সেই লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না বলে ঘোষণা করেছে রেলমন্ত্রক। নয়া ব্যবস্থায় এবার যাত্রী সেই কাজটি করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। আজ রেলবোর্ডের মেম্বার ট্র্যাফিক গিরিশ পিল্লাই বলেন, '২০১৮ সালের জানুয়ারি মাসে ১.৮ লক্ষ মানুষ মোবাইল ফোনের মাধ্যমে অসংরক্ষিত আসনের টিকিট কেটেছেন। সেপ্টেম্বরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪.৪৮ লক্ষ। এবং অক্টোবরে তা আরও বেড়ে হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার। এগুলি সবই ইন্টার-জোনাল টিকিট। এবার নয়া ব্যবস্থা চালু করে দেওয়ায় এই টিকিট বিক্রির পরিমাণ আরও বাড়বে।' রেল

জিও কে ঘায়েল করতে ১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে এয়ারটেল

Image
জিওর সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এয়ারটেল। রোজ জিওর নিত্য নতুন অফারের ফলে কয়েক লক্ষ গ্রাহক প্রতি মাসে এয়ারটেল ছেড়ে জিও নেটওয়ার্কে যোগ দিচ্ছে। জিওর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে কম চেষ্টা করছে না এয়ারটেল। নিয়মিত নতুন প্ল্যান নিয়ে এসে গ্রাহকের মন জয়ের আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। সম্প্রতি ১০০ টাকা থেকে ৯,৯৯৯ টাকা পর্যন্ত সব রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করেছিল জিও। সেই অফারের উত্তরে ১৯৯ টাকা ও ৪৪৮ টাকা রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করল এয়ারটেল। এছাড়াও কোম্পানির ৩৯৯ টাকার রিচার্জে ইতিমধ্যেই ১০০ শতাংশ ক্যাশব্যাকের কথা ঘোষণা করেছিল এয়ারটেল। আগেই কোম্পানির ৩৯৯ টাকার প্ল্যানে ১০০ শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করেছিল এয়ারটেল। এবার নতুন এই অফারে এয়ারটেলে ১৯৯ টাকা, ৩৯৯ টাকা আর ৪৪৮ টাকা প্রিপেড রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ১৯৯ টাকা রিচার্জে গ্রাহককে চারটি ৫০ টাকার ভাউচার দেওয়া হবে। ৩৯৯ টাকা আর ৪৪৮ টাকা রিচার্জে পাওয়া যাবে যথাক্রমে আট ও নয়টি ৫০ টাকার ভাউচার। এর সাথেই প্রথমবার ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট করলে এ

বিবাহিত 'দিদি'র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক 'ভাই'-এর! তারপরের ঘটনা ডেকে আনল যুবকের মর্মান্তিক পরিণতি

Image
বিবাহিত যুবতীর সঙ্গে সম্পর্ক! সোশ্যাল মিডিয়ায় সেইসব ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ব্ল্যাকমেইল করছিল প্রেমিকা। ঘনিষ্ঠ ছবি সামনে আসতেই পরিচিত মহলে যারপরনাই অপমানিত হতে হচ্ছিল যুবককে। শেষমেশ অবসাদে আত্মহত্যার চরম পথ বেছে নিলেন যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। এক বিবাহিত যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বিষ্ণপুরের বগাখালি নিশিকান্ত পোলের বাসিন্দা বছর ১৯-এর সুমন মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বিশালক্ষী তলায় সুমনের দিদি চম্পা পণ্ডিতের শ্বশুরবাড়ি। দিদির শ্বশুবাড়িতে গিয়েই শারিকা জানা নামে ওই বিবাহিত যুবতীর সঙ্গে আলাপ হয় সুমনের। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথম দিকে সুমনকে 'ভাই, ভাই' বলেই ডাকতেন শারিকা। কিন্তু ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক অন্য মাত্রা নেয়। ফোন নম্বর চালাচালি হয়। যোগাযোগ বাড়ে। বিবাহিত শারিকার সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন সুমন। মৃতের পরিবারের অভিযোগ, সম্পর্ক গভীর হতেই সুমনের কাছ থেকে দফায় দফায় টাকা চেয়ে চাপ দিতে শুরু করেন শারিকা। একইসঙ্গে বিয়ের জন্যও সুমনকে চাপ দিতে থাকেন ওই যুবতী। কিন্তু বিয়েতে প্রথমে রাজি ছিলেন না সুমন। বি

যৌনকর্মীদেরও রয়েছে 'না' বলার অধিকার, মন্তব্য সুপ্রিম কোর্টের

Image
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল যৌন কর্মীদেরও সম্পূর্ণ অধিকার আছে 'না' বলার। তাঁদের ইচ্ছের বিরুদ্ধে কোনওভাবেই যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না। এমন কোনও ঘটনা ঘটলে তাঁরা আইনের দ্বারস্থ হতে পারেন। ২০০৯ সালে দিল্লি হাইকোর্টের রায় খারিজ করে এদিন ৪ জনের ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে সুপ্রিম কোর্ট।  ১৯৯৭ সালে দিল্লির একটি গণধর্ষণ মামলায় রায় দানের সময়ে এই সিদ্ধান্ত জানায় শীর্ষ আদালত। অপরাধীদের আগামী ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের মত, যৌন পল্লীর একজন মহিলারও সম্পূর্ণ অধিকার আছে না যৌন মিলনে না বলার। বিচারপতি আর ভানুমতি এবং ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়।

লক্ষধিক রাজ্য সরকারি কর্মীদের জন্যে দারুণ খবর!

Image
কলকাতা:  রাজ্য সরকারি জন্যে সুখবর! জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বাড়ল রাজ্য সরকারি কর্মীদের সুদের হার। জিপিএফে সুদের হার বেড়ে হল ৮ শতাংশ। প্রায় দু' বছর পর ফের আট শতাংশ ছুঁল জিপিএফের সুদ। ২০১৭ সালের জানুয়ারি মাসে সুদের হার ৮ শতাংশ ছিল। তার আগে সুদের হার আরও বেশি ছিল। ২০১৭ সালের এপ্রিল থেকে জিপিএফে সুদের হার কমতে থাকে। এবার ৭.৬ শতাংশ থেকে বেড়ে ৮ শতাংশ হল জিপিএফের সুদ। প্রতি তিন মাস অন্তর জিপিএফের সুদের হার নির্ধারিত হয়। অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত সুদের হারের বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের জিপিএফের সুদের হার একই থাকে। এমনটাই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে খবর। ইতিমধ্যে ব্যাংক-ডাকঘরে একাধিক সঞ্চয় প্রকল্পে বেশ কিছুটা বেড়েছে সুদের হার। যার প্রভাব পড়েছে জিপিএফেও। উল্লেখ্য, মূল বেতনের ন্যূনতম ৬ শতাংশ প্রতি মাসে জিপিএফ খাতে কাটা হয়। কিন্তু কোনও কর্মী চাইলে এর থেকে বেশি টাকা জিপিএফে জমা দিতে পারেন। অধিকাংশ কর্মী ন্যূনতম অঙ্কের থেকে বেশি টাকা জিপিএফে কাটান। কোনও কর্মী চাইলে মূল বেতনের পুরোটাই জিপিএফে জমা দিতে পারেন। সুদ বাড়ার ফলে সরকারি কর্মীদের মধ্যে জিপিএফে টাকা

দাড়িভিটের প্রধান শিক্ষক ও সহ প্রধান শিক্ষক সাসপেন্ড

Image
কলকাতা: কারণ দর্শানোর নোটিশ দিয়ে শিক্ষা দফতর সাসপেন্ড করল উত্তর দিনাজপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ কুণ্ডু ও সহ প্রধান শিক্ষক নুরুল হুদাকে৷ ভেঙে দেওয়া হয়েছে স্কুল পরিচালন সমিতি৷ সুষ্ঠুভাবে স্কুল চালাতে নিয়োগ করা হয়েছে প্রশাসক৷ শুক্রবার জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ গত ২০শে অগাষ্ট শিক্ষকের দাবিতে ছাত্রদের আন্দোলনে গুলি চলে৷ নিহত হন তাপস বর্মন ও রাজেশ সরকার নামে দুই ছাত্র৷ তারপর থেকেই অশান্ত ইসলামপুরের দাড়িভিট৷ বন্ধ দাড়িভিট উচ্চ বিদ্যালয়৷ গুলি চালানোর ঘটনার সিবিআই তদন্ত চেয়ে স্কুলের সামনে ধর্নায় বসছেন নিহত দুই ছাত্রে পরিবার৷ ফলে স্কুলে গিয়েও ফিরে যেতে হচ্ছে পড়ুয়া ও শিক্ষকদের৷ ঘটনার দিন ও তার পরে স্কুল চালু করতে প্রধান শিক্ষকের ভূমিকা কী? কারণ জানতে বৃহস্পতিবার কলকাতায় শিক্ষা দফতরে ডেকে পাঠানো হয় দাড়িভিট স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুণ্ডু ও সহ প্রধান শিক্ষক নুরুল হুদাকে৷ তাদের উত্তর সন্তোষজনক নয়৷ এরপরই শুক্রবার, কারণ দর্শানোর নোটিশ দিয়ে অভিজিৎ কুণ্ডু ও নুরুল হুদাকে সাসপেন্ড করে শিক্ষা দফতর৷ নিজেদের পদক্ষেপের স্বপক্ষে সন্তোষজনক উত্তর দি

দিল্লির শিক্ষিকা খুনে ধৃত স্বামী ও মডেল গার্লফ্রেন্ড

Image
1) অ্যাঞ্জেল গুপ্তা। 2) মনজিৎ ও সুনীতা। প্রকাশ্য রাস্তায় পর পর তিনটি গুলি। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে এ ভাবেই খুন হয়েছিলেন দিল্লির শিক্ষিকা সুনীতা। এই খুনের অভিযোগেই গ্রেফতার করা হল শিক্ষিকার স্বামী ও তাঁর মডেল প্রেমিকাকে। সোমবার সকালে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন বছর সাঁইত্রিশের সুনীতা। রাস্তায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সুনীতার পথ আটকায়। পর পর তিন বার সুনীতাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুনীতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিস মৃতার স্বামী মনজিৎকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর মডেল প্রেমিকা অ্যাঞ্জেল গুপ্তা ওরফে শশী প্রভা। গ্রেফতার করা হয়েছে রাজীব নামে এক ব্যক্তিকেও। তিনি অ্যাঞ্জেলের বাবা। পুলিশ সূ্ত্রে খবর,  দীর্ঘদিন ধরেই অ্যাঞ্জেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মনজিতের। পেশায় অ্যাঞ্জেল একজন মডেল। স্বামীর বিবাহ–বহির্ভূত সম্পর্ক নিয়ে আপত্তি জানিয়েছিলেন সুনীতা। তা থেকেই গন্ডগোলের সূত্রপাত। স্ত্রীকে মাঝখান থেকে সরিয়ে দিতেই এই কাজ করেছেন মনজিৎ, এমনটাই সন্দেহ পুলিশের। সুনীতা ও মনজিতের ১৬ বছরের এক মেয়ে রয়েছে।

‘কাজে গিয়ে বেতন-খাবার-জল না পেয়ে দিন কাটাতে হবে, কে জানত!’

Image
সাক্ষাৎ: ইরান থেকে হুগলির পান্ডুয়ায় নিজের বাড়িতে ফিরে বাবার সঙ্গে এক শ্রমিক শেখ রহিম। অনেকদিন পরে বুধবার রাতে শান্তিতে ঘুমোলাম।দুশ্চিন্তা নেই। খাবারের ভাবনা নেই। নিজের বিছানা। নিজের ঘর। পাশে বাবা-মা, পাড়া-পড়শি। আর গত ১৫ দিনের কথা ভাবতে চাইছি না। বিদেশে কাজ করতে গিয়ে যে বিপদে পড়ব, কে জানত! পান্ডুয়ার জায়ের গ্রামে আমাদের সাধারণ পরিবার। বাবা দিনমজুরের কাজ করেন। মাঝেমধ্যে অন্যের জমিতে চাষাবাদ। দাদা দু'বছর ধরে দুবাইয়ে সোনার কাজ করছে। আমি ক্লাস ফাইভ পাশ। ষষ্ঠ শ্রেণির মাঝপথে পড়া ছেড়ে সুরাতে সোনার কাজ শিখতে যাই। দু'বছর ওখানে কাজ শিখেছি। ফিরে এসে কিছুদিন বাড়িতে বেকার বসেছিলাম। তারপরে মোটরভ্যান চালিয়েছি। লোকের জমিতে কাজ করেছি। এ বছরের গোড়ার দিকে পোলবার এক পরিচিত যখন ইরানে মোটা বেতনের কাজের প্রস্তাব দেয়, না করতে পারিনি। ভেবেছিলাম, একবার ভাগ্যটা পরখ করেই দেখি। ভাগ্য ভাল হলে সংসারে আর অভাব থাকবে না। কাজটাও তো জানা। সেই তো সোনার কাজ। কিন্তু সেখানে যে বেতন না-পেয়ে, খাবার না-পেয়ে, জল না-পেয়ে দিন কাটাতে হবে, কে জানত! বাবা প্রথমে নিমরাজি ছিলেন। পরে ইরানে যাওয়ার অনুমতি দেন। পোলবার সেই পরিচ

অক্টোবরের জিএসটি আদায়ের পরিমাণ ছাড়াল ১ লক্ষ কোটি

Image
জিএসটির উপকারিতা নিয়ে বিরোধীদের মধ্যে মতান্তরের মধ্যেই সাফল্যের মুখ দেখল কেন্দ্র। অক্টোবর মাসের  জিএসটি সংগ্রহের পরিমাণ ছাড়িয়ে গেল ১ লক্ষ কোটি টাকা। বৃহস্পতিবার একথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। পণ্য ও পরিষেবা কর থেকে গত সেপ্টেম্বর মাসে আদায় হয়েছিল  ৯৪,৪৪২ কোটি টাকা। এর আগে জিএসটি আদায়ের পরিমাণ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছিল গত এপ্রিল মাসে। উল্লেখ্য, এই অর্থবর্ষে জেটলি জিএসটি আদায়ের মাসিক লক্ষ্যমাত্রা ধার্য করেছিলেন ১ লক্ষ কোটি। জুন, জুলাই এবং আগস্ট মাসে পণ্য ও পরিষেবা কর আদায়ের পরিমাণ ছিল যথাক্রমে ৯৫,৬১০ কোটি, ৯৬,৪৮৩ কোটি এবং ৯৩,৯৬০ কোটি টাকা। আগস্টে খানিক কমার পর সেপ্টেম্বরে অনেকটাই বেড়েছিল কেন্দ্রের আদায় করা টাকার পরিমাণ। জিএসটি আদায়ের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, জিএসটি আদায়ে সাফল্যের একটি মূল কারণ হল এর কম হার। অক্টোবর মাসে তা ১ লক্ষ কোটির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। যেসব রাজ্য জিএসটি আদায়ের ক্ষেত্রে ভালো ফল করেছে তাদের শীর্ষে রয়েছে কেরালা। গত মাসে কেরালায়  জিএসটি আদায় বেড়েছে ৪৪ শতাংশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রে পণ্য এবং পরিষেবা কর আদায়ের পরিমাণ যথা

অ্যাকাউন্টে লক্ষ-লক্ষ টাকার লেনদেন, জানেনই না গ্রাহক!

Image
শুধু টাকা তুলে নেওয়া নয়, গ্রাহকের অ্যাকাউন্ট ব্যবহার করেই চলেছে প্রতারণার কারবার। সাইকেল মেরামতির মিস্ত্রির অ্যাকাউন্টে লক্ষ-লক্ষ টাকার লেনদেন দেখে টনক নড়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষের। পূর্বস্থলীর দক্ষিণ শ্রীরামপুরের নবপল্লির বাসিন্দা ওই মিস্ত্রিকে ডেকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায়, ভিন্‌ রাজ্য থেকে প্রতারকেরা ব্যবহার করেছে তাঁর অ্যাকাউন্টটি। বাড়ির কাছেই সাইকেল সারাইয়ের দোকান চালান বছর পঞ্চাশের গৌতম নন্দী। তাঁর স্ত্রী সীমাদেবী বিড়ি বাঁধার কাজ করেন। আরামবাগে আইটিআই-এ পড়াশোনা করেন তাঁদের ছেলে তন্ময়। নবদ্বীপে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চারিচারা শাখায় অ্যাকাউন্ট রয়েছে গৌতমবাবুর। তিনি জানান, কখনও পাঁচ, কখনও দশ হাজার টাকা জমা রাখতেন। ছেলে এটিএমের মাধ্যমে পড়াশোনার খরচের জন্য সেই টাকা তুলে নিতেন। ইদানীং অল্প টাকাই ছিল অ্যাকাউন্টে।  গৌতমবাবু জানান, মাস পাঁচেক আগে গ্যাসের ভর্তুকি দেওয়া হবে জানিয়ে এক যুবক তাঁকে ফোন করে হিন্দিতে তাঁর অ্যাকাউন্ট নম্বর জানতে চায়। তিনি তা জানিয়েছিলেন। তাঁর ছেলে আবার জানান, সপ্তাহ তিনেক আগে অনলাইনে একটি জামা কেনেন তিনি। তার পরেই একটি নম্বর থেকে জানানো হয়, তিনি পুরস্কার

এবার আকবরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন মার্কিন সাংবাদিক

Image
আকবরের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ এনেছেন পল্লবী। একের পর এক যৌন নিগ্রহের অভিযোগে পদ ছেড়েছেন। তবে তাতেও স্বস্তি পাচ্ছেন না এম জে আকবর। এ বার তাঁর বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনলেন মার্কিন নিবাসী সাংবাদিক পল্লবী গগৈ। বর্তমানে আমেরিকার 'ন্যাশনাল পাবলিক রেডিও'(এনপিআর)-তে কর্মরত তিনি। মার্কিন সংবাদপত্র 'দ্য ওয়াশিংটন পোস্ট'-কে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে দু'দশক আগের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। মাত্র ২২ বছর বয়সে 'দ্য এশিয়ান এজ'-এ কাজ করতে ঢোকেন ওই সাংবাদিক। সেই সময় কাগজের সম্পাদক ছিলেন আকবর। পল্লবীর বক্তব্য, তারকাদের মতো প্রভাব প্রতিপত্তি ছিল তাঁর। উঠতি সাংবাদিকদের কাছে ভগবানের চেয়ে কম ছিলেন না। তিনিও সেই দলে সামিল ছিলেন। আকবরের লেখার ধরন, ভাষার দখলের প্রতি আকৃষ্ট ছিলেন। মন দিয়ে তাঁর কাছ থেকে কাজটা শিখে নিতে চেয়েছিলেন। তাই শত কটূক্তি শুনেও রা কাড়তেন না। মুখ বুজে পরিশ্রম করে যেতেন।তার ফলও মিলেছিল হাতে নাতে। কাজে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই কাগজের উত্তর সম্পাদকীয় বিভাগের দায়িত্ব পেয়ে যান। কিন্তু তার পরই শুরু হয় দুর্ভোগ। বাকি অভিযোগকারিণীদের দেখেই সাহস প

ছক্কার ডবল সেঞ্চুরি হিটম্যানের

Image
তিরুবনন্তপুরম : ছয় মারার জন্য তাঁর নামের সঙ্গে যোগ হয়েছে হিটম্যান তকমা। রোহিত হয়ে গেছেন রো-হিট। সেই তকমাকে সত্যি প্রমাণ করলেন তিনি। মাত্র ১৮৭ ইনিংসে করলেন ২০০ টি ছয় মারার রেকর্ড। ভাঙলেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির রেকর্ড। ১৯৫ ইনিংসে ২০০ টি ছয় মারার রেকর্ড ছিল পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির। কম বল খেলার দিক থেকে ২০০ টি ছয় মারার রেকর্ডে রোহিত হলেন তৃতীয় ক্রিকেটার। তাঁর আগে আছে ব্রেন্ডন ম্যাককালাম। তিনি নিয়েছেন ৬৩০৮ টি বল। রোহিত শর্মা নিলেন ৮৩৮৭ বল। আফ্রিদি নিয়েছিলেন ৪২০৩ টি বল।  ২০০ টি ছয় মারার তালিকায় রোহিত আছেন ষষ্ঠ স্থানে। তাঁর আগে আছেন শাহিদ আফ্রিদি (৩৫১), ক্রিস গেইল (২৭৫), জয়সূর্য (২৭০), ধোনি (২১৮) ও এবি ডেভিলিয়ার্স (২০৪)। রোহিত শর্মার দখলে আছে ২০২ টি ছয়। ভারতীয়দের দিক থেকে দ্বিতীয় স্থানে।  গতকাল উইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচের আগে পর্যন্ত ১৯৮টি ছয় মেরেছিলেন রোহিত। গতকাল ৪টি ছয় মারেন তিনি।

তিনসুকিয়ায় ৫ বাঙালির হত্যাকাণ্ডের প্রতিবাদে বনধের ডাক ১৪ সংগঠনের, স্তব্ধ জনজীবন

Image
অসমের তিনসুকিয়ার সাদিয়ায় ৫ বাঙালি যুবকের হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার থেকে অসম বনধের ডাক দিল ১৪টি সংগঠন। তার আগেই জেলায় বনধের প্রভাব পড়েছে। পাশাপাশি শুক্রবার তিনসুকিয়ায় ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে অসম বেঙ্গল যুব ফেডারেশন। বনধের প্রভাবে কার্যত স্তব্ধ তিনসুকিয়া, মার্গারিটা। এনিয়ে এখনও কোনও হিংসার খবর নেই তবে জেলাজুড়ে তীব্র উত্তেজনা রয়েছে। নাগরিকপঞ্জী নিয়ে এমনিতেই উত্তপ্ত ছিল অসম। এর মধ্যেই বাঙালি নিধন। বৃহস্পতিবার অসমের তিনসুকিয়ায় সাদিয়ায় ওই নারকীয় ঘটনা ঘটেছে। ঘটনার পেছনে উলফার হাত রয়েছে বলে সন্দেহ করা হলেও তারা এর দায় নিতে অস্বীকার করেছে। শুক্রবার এক বিবৃতি জারি করে উলফার পক্ষ থেকে বলা হয়েছে, তিনসুকিয়ার সাদিয়া সাইখোয়াঘাটে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে উলফার কোনও ভূমিকা নেই। উলফার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা মিথ্যে। ঘটনার প্রতিবাদে শনিবার থেকে অসম বনধের ডাক দিয়েছে সারা ভারত নমঃশূদ্র বিকাশ পরিষদ সহ রাজ্যে ১৪টি সংগঠন। এদিকে আজ থেকেই বনধের ডাক দিয়েছে অন্য একটি বাঙালি সংগঠন। ওই বনধের ফলে শুক্রবার থেকেই জনজীবন অচল হয়ে পড়েছে তিনসুকিয়া ও সংলগ্ন মার্গারিটায়। অসমের অন্যান্য জায়গায় জনজীবনে

অসমে বাঙালি নিধনযজ্ঞ, ULFA-I'র হাতে নিহত কমপক্ষে ৫

Image
অসমের তিনসুকিয়ায় 'ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-ইনডিপেন্ডডেন্ট' (ULFA-I) হাতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। একধারসে ওই পাঁচ জনকে গুলিতে ঝাঁঝরা করে দেয় আলফা জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে নারকীয় এই ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া জেলার সাদিয়ায়। বর্বরোচিত এই গণহত্যার নিন্দা করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও তাঁকে ফোন করে পরিস্থিতির খোঁজখবর নেন। এই হত্যালীলার নিন্দা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঘটনার প্রতিবাদে আজ, শুক্রবার উত্তরবঙ্গ ও কলকাতায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস।  বিভিন্ন সূত্রে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, স্থানীয় ছয় তরুণ এলাকার একটি দোকানে বসেছিলেন। সেখানেই হানা দেয় ULFA-I'-এর সশস্ত্র বন্দুকবাজরা। প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। তাঁদের ব্রহ্মপুত্রের ধারে তুলে নিয়ে গিয়ে, সারি দিয়ে বসানো হয়। এর পরই চোখের পলকে ওই আলফা জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে ৬ জনকে। এর মধ্যে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক। নিহতরা হলেন অবিনাশ বিশ্বাস, অনন্ত বিশ্বাস,

সস্তায় ফ্ল্যাট দিতে ঋণ নিচ্ছেন মমতা

Image
মাথার উপর একটা পাকা ছাদ-নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বহুদিনের স্বপ্ন। এ বার সেই স্বপ্নকে সফল করতে বিদেশি ঋণ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সস্তায় ফ্ল্যাট দিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে প্রায় তিন হাজার কোটি টাকা ঋণ চাইছে নবান্ন। 'নিজশ্রী' প্রকল্পে এক ও দুই বেডরুমের ৫০ হাজার ফ্ল্যাট বানানোর তাগিদেই এই প্রথম জন-আবাসন খাতে বিদেশ থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার। আবাসন দপ্তরের উদ্যোগেই এই প্রকল্প হতে চলেছে। এডিবির মতো একটি আন্তর্জাতিক সংস্থা থেকে এই ধরনের অনুদান নিতে কেন্দ্রের অনুমোদন প্রয়োজন। তাই, এই সংক্রান্ত প্রস্তাব কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকে পাঠাচ্ছে নবান্ন। কেন্দ্রীয় মন্ত্রকের অনুমোদন মেলার এক মাসের মধ্যেই যাবতীয় কাগজপত্র এডিবিতে পাঠাবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য আবাসনের সংস্থানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজশ্রী প্রকল্পের সফল ও দ্রুত রূপায়ণে অগ্রাধিকার দিয়েছেন। রাজ্য সরকার ৩৭৮ বর্গ ফুট আয়তনের এক ও ৫৫৯ বর্গফুট আয়তেনর দুই বেডরুমের ফ্ল্যাটের দাম ধার্য করেছে যথাক্রমে ৭ লাখ ২০ হাজার টাকা ও ৯ লাখ ২৮ হাজার টাক

যাদবপুরে গবেষণায় তৈরি পদার্থ কমাবে দূষণ, শোষণ করবে CO2

Image
কলকাতা: জীবাশ্ম জ্বালানি ব্যবহার বৃদ্ধিতে পরিবেশে দূষণ বাড়ছে। আর তার জেরে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং। বিজ্ঞানীদের গবেষণা বলছে, প্রায় ৮ হাজার বছর ধরে পৃথিবীর তাপমাত্রা প্রায় একই থাকলেও গত ১০০ বছরে তাপমাত্রা ০.৫ সেন্টিগ্রেড বেড়ে গেছে। বিশ্ব উষ্ণায়ন ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। সমস্যার সমাধানে পরিবেশ বান্ধব বিকল্প শক্তি খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এক্ষেত্রে দু'টি উল্লেখযোগ্য গবেষণা হল, সৌরশক্তির ব্যবহার এবং পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণের উপায় খুঁজে বের করা। এতদিন পর্যন্ত আলাদা আলাদাভাবে এই দু'টি বিষয়ে গবেষণা চলছিল। এবার দু'টি বিষয়কে নিয়ে একসঙ্গে গবেষণা করে সাফল্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ‍্যা ও রসায়ন বিভাগ। গবেষণা করে তাঁরা এমন একটি পদার্থ তৈরি করেছেন যা সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারবে এবং একই সঙ্গে পরিবেশ থেকে CO2 (কার্বন ডাই অক্সাইড) শোষণ করতে সক্ষম। সম্প্রতি অ্যামেরিকান কেমিকেল সোসাইটির জার্নাল 'ইনঅর্গানিক কেমিস্ট্রি'তে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্রটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

"ওরা গুলি চালাতেই নালায় পড়ে যাই, তাই বেঁচে গেছি"

Image
তিনসুকিয়া (অসম) : দোকানে বসে আমরা গান শুনছিলাম। কয়েকজন এসে বলল, চলো তোমাদের সঙ্গে কিছু কথা আছে। বাইরে গিয়ে দেখি আরও পাঁচজনকে ওরা একজায়গায় জড়ো করেছে। ওরা সংখ্যায় ছিল পাঁচ-ছয়জন। প্রত্যেকের পরনে সেনার উর্দি। ওরা আমাদের দোকান থেকে কিছুটা দূরে একটি ব্রিজের কাছে নিয়ে গেল। এরপর আচমকাই আমাদের মোবাইল ফোনগুলি কেড়ে নেওয়া হয়। তারপর জোর করে মাটিয়ে হাঁটু মুড়ে বসিয়ে দেওয়া হল। তখনও বুঝতে পারছিলাম না কী হতে যাচ্ছে। আমরা হাঁটু মুড়ে বসার পরেই ওরা হঠাৎ নির্বিচারে গুলি চালাতে শুরু করে।  ওরা গুলি চালানো শুরু করতেই আমি সামনে নালায় পড়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সেখানেই পড়ে ছিলাম। ওপরে তখনও গুলি চলছে। কিছুক্ষণ পর গুলির আওয়াজ থেমে যায়। কতক্ষণ নালায় পড়ে ছিলাম খেয়াল নেই। এক তীব্র আতঙ্কে সারা শরীর অবশ হয়ে গেছিল। সেই প্রথম বুঝলাম মৃত্যু ভয় কাকে বলে।"  গতকাল অসমের তিনসুকিয়ায় ULFA জঙ্গিদের হামলায় কোনও রকমে বেঁচে ফেরেন সহদেব নামে এক যুবক। তিনিই আমাদের প্রতিনিধিকে জানান তাঁর এই রোমহর্ষক অভিজ্ঞতা।  গতকাল তিনসুকিয়ার খেড়বাড়ির ধোলা সাদিয়া এলাকায় ULFA জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় পাঁচ জনের। তাঁদের প্রথমে একটি সেতুর

তেল থেকে গ্যাসের দামবৃদ্ধিতে কতটা বিপাকে বিজেপি, তথ্য দিল এবিপি আনন্দ ও সি-ভোটার সমীক্ষা

Image
পুজোর আগে থেকেই তেলের দামে লাগাতার বৃদ্ধি হয়েছে। পরিস্থিতি এতটাই চরমে যে একটা সময় মনে হয়েছিল দুর্গাপুজো শেষ হতে না হতেই হয়তো সেঞ্চুরি করে ফেলতে তেলের দাম। কিন্তু, ৯০-এর ঘর ছুঁয়ে গত কয়েক দিনে কিছুটা করে কমছে তেলের দাম। কিন্তু, এই দাম কমায় আম-জনতা ভরসা রাখতে পারছে না। গোদের উপরে বিষফোঁড়া হয়েছে গ্য়াসের দাম। বৃহস্পতিবার ফের গ্য়াসের দামে বৃদ্ধি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। উৎসবের মরসুমেই গ্যাসে এক দফা দাম বৃদ্ধি হয়েছে। এদিন-এর এই দাম বৃদ্ধি ঘটল দেড় সপ্তাহের মধ্যে। এবিপি আনন্দ ও সি-ভোটার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, টাকার দামে পতন-এ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি-র হাল নিয়ে একটা সমীক্ষা চালায়। তাতে উঠে এসেছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। এই সমীক্ষায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং টাকার দামে পতন নিয়ে তিনটি প্রশ্ন রাখা হয়েছিল আম-জনতার সামনে।   এই জনমত সমীক্ষায় একটি প্রশ্ন ছিল যে '২০১৯- এ পেট্রো পণ্যের দাম না কমলে কী করবেন সাধারণ মানুষ?' এর উত্তরে যা বেরিয়ে এসেছে তাতে নাকি এনডিএ-এর বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলেছেন ৩১ শতাংশ মানুষ। এনডিএ-কেই ভোট দেওয়ার কথা বলেছেন ২০ শতাংশ মানুষ। অন্

জেলের মধ্যেই ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কাটল বন্দি! তারপর...

Image
জেলের মধ্যেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলন এক বিচারাধীন বন্দি।  মেদিনীপুর সংশোধনাগারের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক কলকাতার হাসপাতালে চিকিত্সাধীন। জানা গিয়েছে, ওই যুবকের নাম মুকুন্দ দোলুই। বছর ৩৮-এর এই যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউন এলাকায়।  পরিবারেরই এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচারাধীন বন্দি সে। সংশোধনাগারের কর্মীরা জানাচ্ছেন, বুধবার রাত ১ টার সময় তাঁরা গোঙানির শব্দ শুনতে পান। জেলের অন্যান্য বন্দিদের বেশিরভাগই ঘুমিয়ে পড়েছিল।  তারা   ৭বি সেলের কাছে পৌঁছতেই দেখেন, রক্তে ভেসে যাচ্ছে মেঝে।  ওই সেলেই থাকত মুকুন্দ। তাঁরা দেখেন, মাটিতে শুয়ে কাতরাচ্ছে মুকুন্দ। তার প্যান্টও রক্তে ভিজে গিয়েছে। প্রহরারত কর্মীরা সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা করে দেখা হয়, ব্লেড দিয়েই নিজেই যৌনাঙ্গ কেটে ফেলেছে মুকুন্দ। দীর্ঘক্ষণ ধরে তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তবে এখনও মুকুন্দের অবস্থা স্থিতিশীল নয়।  কেন এমন কাজ করল মুকুন্দ, তা এখনও

“ধর্ষণে অভিযুক্তদের থেকেও ঘৃণ্য অপরাধ করেছে পুলিস”, ভর্তসনা হাইকোর্টের

Image
"ধর্ষিতার মেডিকেল টেষ্ট রিপোর্ট না দিতে পারায়  বিষ্মিত আদালত।   ঘটনার ১০ দিন পরও হাইকোর্টকে রিপোর্ট না দিতে পারায় ধর্ষনে অভিযুক্তদের  চেয়ে ঘৃণ্য  অপরাধ করেছে পুলিশ।"  একটি ধর্ষণের মামলায় বারাসতের আইসিকে এভাবেই তিরস্কার করল কলকাতা হাইকোর্ট। গত ২৩ অক্টোবর বারাসতের  নবপল্লির গৃহবধূ বাড়ির সামনে গনধর্ষনের শিকার হন বলে অভিযোগ। কয়েক ঘন্টা পর পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে বারাসত হাসপাতালে ভর্তি করে। অভিযোগ, ঘটনার পর অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এমনকি নির্যাতিতার কোন মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিতে পারেনি পুলিস। এরপর কলকাতা হাইকোর্টে পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ দায়ের করে ওই মহিলার পরিবার। বৃহস্পতিবার ছিল ওই মামলার শুনানি। এদিন আদালতে গোটা ঘটনা শুনে পুলিসের ভূমিকায় বিষ্ময় প্রকাশ করেন বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিসকে ভর্তসনা করে বলেন, "ঘটনার ১০ দিন পেরিয়ে গিয়েছে, অথচ পুলিস কেন আদালতে রিপোর্ট জমা দিতে পারল না? ধর্ষণে অভিযুক্তদের চেয়ে ঘৃণ্য অপরাধ করেছে পুলিস।" আগামী ১৪ নভেম্বর আদালতে  গোটা ঘটনার তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে রিপোর্ট জমা দিতে বলা

নীল ছবি দেখাতে অন্য রাস্তা নিল পর্নহাব

Image
ভারতে পর্ন ব্যান। যার ফল স্বরূপ পর্নহাব, এক্স ভিডিওস-সহ শতাধিক এক্স-এক্স-এক্স ওয়েবসাইট দেখতে পারছেন না কেউই। নেটওয়ার্কগুলোকেও বলে দেওয়া হয়েছে তারা যেন কোনও ভাবেই পর্ন ওয়েবসাইটের দরজা না খুলে দেয়। আর সেকারণেই এয়ারটেল, ভোডাফোন, জিও-র মতো আনলিমিটেড ডেটা পরিষেবা প্রদানকারী টেলিকম সংস্থার নেটওয়ার্ক থেকে আর পর্নসাইট দেখা যাচ্ছে না। এমন অবস্থায়, পর্নের রমরমা জারি রাখতে নতুন পথ অবলম্বন করল পর্নহাব। ব্যান হওয়া ৮২৭টি ওয়েবসাইটের মধ্যে পর্নহাবের নাম ছিল শীর্ষেই। সঙ্গত কারণেই কোর্টের নির্দেশ মেনে বাকি ওয়েবসাইটগুলোর মতো  পর্নহাবকেও বন্ধ করে দেওয়া হয়েছে। এই সঙ্কটজনক অবস্থায় নীল ছবির ব্যাবসা চালিয়ে যেতে পর্নহাব ডট নেট বলে অন্য একটি প্যারালাল ওয়েবসাইট খুলেছে তারা। যার ফলে পর্নহাবের দর্শকরা পর্ন দেখতে পর্নহাব ডট নেট-এর ব্যবহার করছেন। Behance.net নামের একটি সংস্থা উপভোক্তাদের একটি অ্যাপলিকেশন ডাউনলোড করার জন্য প্ররোচিত করছে। তারা বলছে, ওই অ্যাপলিকেশন ডাউনলোড করলেই অতীতের মতো ফের পর্ন দেখতে পারবেন গ্রাহকরা। অনেকে সেই অ্যাপলিকেশন ডাউনলোডও করছেন। উল্লেখ্য, সরকারের এভাবে পর্ন দর্শনে লাগাম পড়ানোর বিষয়টি অনেক

কর্মীদের হেনস্থা ঠেকাতে সংস্থা তেমন সক্রিয় নয়, বিক্ষোভ গুগল কর্মীদের

Image
কর্মস্থলে হেনস্থার প্রতিবাদে পথে নামলেন এক হাজার গুগল কর্মী। 'ওয়াকআউট ফর রিয়্যাল চেঞ্জ', এই একটি লাইনকে সামনে রেখেই বৃহস্পতিবার ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদে শামিল হলেন গুগল কর্মীরা। তাঁদের অনেকেরই অভিযোগ, যৌন হেনস্থার বা কর্মস্থলে পদ ও ক্ষমতার অপপ্রয়োগ করে কর্মীদের হেনস্থার ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। আর এই সব অভিযোগ নিয়ে সংস্থা মোটেই তেমন সক্রিয় নয়। সম্প্রতি এক মার্কিন দৈনিকে গুগল-এর প্রাক্তন কর্মী, কম্পিউটার প্রোগ্রামার, ইঞ্জিনিয়ার ও অ্যানড্রয়েড-এর স্রষ্টা অ্যান্ডি রুবিনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে গুগল ছেড়ে যাওয়ার সময় অ্যান্ডি রুবিন ৯ কোটি ডলারের প্যাকেজ পাচ্ছিলেন। এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই গুগল-এ যাবতীয় বিতর্কের সূত্রপাত। গুগল-এর সিইও সুন্দর পিচাই সংস্থার কর্মীদের লেখা এক খোলা চিঠিতে দাবি করেন, গত দু'বছরে যৌন হেনস্থার অভিযোগে ৪৮ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। শুধু সতাই নয়, গুগল-এ যৌন হেনস্থার অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপও নেওয়া হয়। কিন্তু সংস্থার কর্মীদের একটা বড় অংশ সুন্

ধর্মঘটের সিদ্ধান্ত উব্‌র চালকদের

Image
সার্জ প্রাইস তুলে দেওয়া এবং সেই সঙ্গে উৎসাহ ভাতা বাড়ানো–সহ বেশ কিছু দাবি নিয়ে নভেম্বর মাসে দু'‌দিন ধর্মঘটে নামার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপ–‌ক্যাব সংস্থা উব্‌র গাড়ির মালিক ও চালকেরা। দাবি না–‌মিটলে আগামী ৫ এবং ৬ নভেম্বর এই ধর্মঘট হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরের পর ৩০ জন চালক বালিগঞ্জ ফঁাড়িতে সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখান। বালিগঞ্জ  সার্কুলার রোড দিয়ে যাতায়াত–‌করা সমস্ত উব্‌র ক্যাব আটকে দিয়ে যাত্রীদের গাড়ি থেকে নেমে যেতে বলা হয় বলে অভিযোগ। রাস্তা আটকে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তঁারা। মাঝপথে এভাবে গাড়ি থেকে নেমে যেতে বলার জন্য যাত্রীরাও অসন্তোষ প্রকাশ করেন। তঁাদের বক্তব্য, কর্তৃপক্ষের সঙ্গে গাড়ির মালিক বা চালকদের গোলমাল হলে, তঁারা কেন ভুক্তভোগী হবেন?‌ পুলিস হস্তক্ষেপ করে। চালকেরা শেষ পর্যন্ত গড়িয়াহাট থানায় তঁাদের দাবিগুলি লিখে জমা দেন। দাবি প্রসঙ্গে উব্‌রের এক চালক জানান, সার্জ প্রাইস তুলে প্রতি কিলোমিটার হিসেবে ভাড়া ঠিক করতে হবে। এখন কিলোমিটার–‌পিছু তঁারা উৎসাহ ভাতা পাচ্ছেন ৭ টাকা। জ্বালানির দাম বেড়ে যাওয়ার জন্য এই ভাতা বাড়িয়ে ১৮ টাকা করার দাবি জানিয়েছেন তঁারা। যাত্

বিশ্বের সেরা একশো ছবির তালিকায় স্থান পেল ‘পথের পাঁচালি’

Image
লন্ডনঃ একমাত্র ভারতীয় ছবি হিসেবে বিশ্বের সেরা একশো ছবির তালিকায় স্থান করে নিল সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি'। জানা গিয়েছে, ৪৩টি দেশের ২০০ সমালোচকের ভোটের ভিত্তিতেই এই তালিকা তৈরি করেছে বিবিসি। ২৪টি দেশের ১৯টি ভাষার ৬৭ জন পরিচালকের ছবি এই তালিকাভুক্ত করা হয়েছে। ২৭টি ফ্রেঞ্চ ছবি সবথেকে বেশি এই তালিকায় রয়েছে। তালিকায় ১৫ নম্বরে রয়েছে 'পথের পাঁচালি'। তালিকার শীর্ষে আছে আকিরা কুরোসাওয়া পরিচালিত 'সেভেন সামুরাই'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি 'পথের পাঁচালি' মুক্তি পায় ১৯৫৫ সালে। 'পথের পাঁচালি'র পর সত্যজিৎ রায় আরও দুটি ছবি তৈরি করেন। 'অপরাজিত' ও 'অপুর সংসার'। সেই বছরই সত্যজিৎ রায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।

কেন অ্যানড্রয়েড থেকে বাদ যাচ্ছে গুরুত্বপূর্ণ এই ফিচার?

Image
অ্যানড্রয়েডে একটি নোটিফিকেশান ফিচার বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে গুগল। ২০১৫ সালে নিয়ারবাই অ্যানড্রয়েড নোটিফিকেশান ফিচার লঞ্চ হয়েছিল। এবার সেই ফিচার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন টেক জায়েন্ট। নিয়ারবাই ফিচারে কোন অ্যাপ থেকে নিজের আশেপাশে কী রয়েছে তা বিভিন্ন অ্যাপ থেকে জানা যায়। গুগল জানিয়েছে এই ফিচারের মাধ্যমে ডেভেলপাররা আশেপাশে ফ্রি ওয়াইফাই সহ একাধিক ফিচার গ্রাহকদের জানাতে পারেন। এছাড়াও এই ফিচার থেকে যাতাযাতের নোটিফিকেশানের খবর পৌঁছায় গ্রাহকের ফোনে। অথবা পাওয়া যায় আশেপাশে ট্রাফিকের খবর। এক বিবৃতিতে গুগল জানিয়েছে, "নিয়ারবাই নোটিফিকেশান থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু গত কয়েক বছর ধরে এই ফিচার ব্যবহার করে অনেক স্থানীয় স্প্যাম নোটিফিকেশান পেয়েছেন গ্রাহকরা। সেটিংস বদল করে এই নোটিফিকেশান থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু গ্রাহকের অ্যানড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলতে এই ফিচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে নিয়ারবাই নোটিফিকেশান।" সম্প্রতি সব অ্যানড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট প্রস্তুতকারী সংস্থাকে ডিভাইস বিক্রির পর

‘জমি অধিগ্রহণের লালসা ভারতের নেই, নিরাপত্তাই দেশের লক্ষ্য’

Image
নয়াদিল্লি: অতিরিক্ত জমি অধিগ্রহণের অভিপ্রায় যে ভারতের নেই সেই কথাই স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ কিন্তু সেই সঙ্গে এও স্পষ্ট করে জানিয়ে দেন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক-রাজনৈতিক বিকাশের জন্য যথাযোগ্য পরিবেশ সৃষ্টি ভারতের লক্ষ্যের মধ্যেই পড়ে৷ বৃহস্পতিবার 'Evolving Geo-Politics of the Indo-Pacific Region-Challenges and Prospects'-এর আয়োজিত একটি সেমিনারে সেনাপ্রধান জানান, পূর্ব এশিয়া এবং দক্ষিণ চিন সাগর নিয়ে চ্যালেঞ্জ রয়েছেই, আর এই বিতর্কিত সামুদ্রিক সীমা আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে৷ ভারতে অস্ট্রেলিয়ার হাই কমিশনার হরিন্দর সিধুও এই সেমিনারে বক্তব্য পেশ করেন৷ তিনি জানান, আমন্ত্রণ জানানো হলে, মালাবার মহড়ায় অস্ট্রেলিয়াও অংশগ্রহণ করতে পারে৷ তিনি আরও জানান, এই মালাবার মহড়া একটি দ্বিপাক্ষিক বিষয় যেখানে ভারত ছাড়া আমেরিকা এবং জাপানও অংশগ্রহণ করে৷ এদিকে রাওয়াত জানান, ভারতের নিরাপত্তা নীতির দুটি মূল বিষয়ের ওপর নির্ভরশীল৷ প্রথমত, দেশের কোনওরকম জমি অধিগ্রহণের লক্ষ্য নেই, এবং দ্বিতীয়ত, ভারত তার মতাদর্শ অন্যের ওপর চাপিয়ে দেয় না৷ দেশ

আমজনতার চিন্তা কমিয়ে হ্রাস পেল পেট্রল-ডিজেলের মূল্য

Image
নয়াদিল্লি: ফের সুখবর৷ আরও কিছুটা কমল পেট্রল-ডিজেলের দাম৷ শুক্রবার দিল্লিতে ১৯ পয়সা কমে প্রতি লিটার পেট্রলের দাম হয় ৭৯.১৮টাকা এবং ১৪ পয়সা দাম কমে ডিজেলের দাম প্রতি লিটারে হয় ৭৩.৬৪টাকা৷ অন্যদিকে, মুম্বইয়ে ১৮ পয়সা কমে প্রতি লিটার পেট্রলের দাম হয় ৮৪.৬৮টাকা এবং ১৪ পয়সা কমে ডিজেলের দাম প্রতি লিটারে হয় ৭৭.১৮টাকা৷ এর আগে গত ২৮ অক্টোবর রবিবার আম জনতাকে স্বস্তি দিয়ে জ্বালানির দাম হ্রাস পায়৷ রবিবার সকালে জ্বালানির দাম প্রকাশ করে তেল কোম্পানিগুলি৷ তাতে দেখা গিয়েছিল পেট্রলের দাম লিটার পিছু ৪০ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ৩৩ থেকে ৩৫ পয়সা কমেছিল৷ রাজধানী দিল্লিতে পেট্রল ও ডিজেলের উপর এই মূল্য হ্রাসের হার ছিল লিটার প্রতি যথাক্রমে ৪০ পয়সা এবং ৩৩ পয়সা। সেই অনুযায়ী দিল্লিতে প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম ছিল যথাক্রমে ৮০ টাকা ০৫ পয়সা ও ৭৪ টাকা ০৫ পয়সা৷ শনিবার দিল্লিতে দুই জ্বালানির দাম ছিল যথাক্রমে ৮০ টাকা ৪৫ পয়সা এবং ৭৪ টাকা ৩৮ পয়সা। এর আগে গত বেশ কয়েক মাস ধরে নাগারে প্রায় প্রতি দিনই নিয়ম করে বেড়েছে জ্বালানির দাম৷ নিত্য প্রয়োজনীয় জিনিসেও এর প্রভাব পড়ার আশঙ্কা ছিল৷ কেন্দ্র ও

মূর্তি না, ওটা আমাদের কবর! ফুঁসছে নর্মদার আদিবাসীরা

Image
বুধবারই গুজরাতে সর্দার পটেলের 'বিশাল' মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনের ওপার থেকেই আঁচ মিলল ক্ষোভের, ''বল্লভভাই পটেলের মূর্তি বানিয়ে আদিবাসীদের কবর খোঁড়া হয়েছে। উনিশের ভোটে শুধু গুজরাত নয় দেশের সমস্ত আদিবাসী বলয় এর জবাব দেবে।'' নরেন্দ্র মোদীর বহুল বিজ্ঞাপিত বল্লভভাই পটেলের মূর্তির উন্মোচন ঘিরে নর্মদা জেলার আদিবাসী গ্রামগুলো এখনও ফুটছে। উত্তাল ভারুচ, সোনগাঁ, রাজপিপলা। ভারুচের স্থানীয় পঞ্চায়েত প্রধান বাহাদুর ভাসাভাও বলছেন, ''প্রথম এ রকম একটা সুযোগ এসেছে আদিবাসীদের একজোট হওয়ার। গুজরাত তো বটেই, মধ্যপ্রদেশ, রাজস্থান যেখানে যত আদিবাসী গ্রাম রয়েছে, সেখান থেকে আরএসএস বিজেপি-র সব ধ্যানধারণাকে আমরা নির্মূল করে দেব। এই ঘটনাটা দেশলাইয়ের কাজ করছে!'' বাহাদুর ভাসাভাও বলেন, ''রাস্তায় নামার জোরদার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। যেখানে যেখানে আমাদের জমিজায়গা ধ্বংস করে মোদী সরকার প্রকল্প করছে, বাঁধ দিচ্ছে, নদী সংযোগ করছে, 'আদিবাসী বাঁচাও'য়ের নাম করে সেখানে গিয়ে আমরা জনআন্দোলন করব।''  গত কাল মোদী যখন পটেল মূর্তির উন্মোচন

মমতার আঁকা ১০টি ছবি হাতে নিল সিবিআই

Image
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কে বা কারা কিনেছেন, এত দিন তা নিয়েই তদন্ত চলছিল। এ বার সরাসরি ছবি হাতে নিল সিবিআই সিবিআই সূত্রে খবর, বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী শিবাজি পাঁজাকে ডেকে পাঠানো হয়েছিল। ২০১১ সালে মুখ্যমন্ত্রীর আঁকা কিছু ছবি মোট ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন শিবাজি। তার মধ্যে ১০টি ছবি তাঁকে সিজিও কমপ্লেক্সে পাঠাতে বলা হয়। বৃহস্পতিবার সকালে শিবাজির আইনজীবী ছবিগুলি দিয়ে আসেন।  ছবিগুলি নিয়ে কী করবে সিবিআই? সংস্থা সূত্রে বলা হচ্ছে, সাধারণ ভাবে বাজারে ছবি যাচাই করে সেগুলির মূল্যায়ন করা হবে। পাশাপাশি যে টাকা দিয়ে ছবি কেনা হয়েছিল, তার উৎস সন্ধানও করা হবে। কিন্তু, কিসের ভিত্তিতে ছবি দাম যাচাই করা হবে, সেই  প্রশ্নও উঠছে। কেননা, কোন ছবির কী দাম হবে, তার কোনও নির্দিষ্ট সূত্র বা মাপকাঠি নেই। তা চিত্রকরের খ্যাতি, সামাজিক অবস্থান, ক্রেতার পছন্দ, আর্থিক ক্ষমতা— ইত্যাদি বহুবিধ বিষয়ের উপরে নির্ভর করে। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তনও হয়।  সিবিআই সূত্র আরও বলছে, কেউ সৎ পথে রোজগার করে সেই টাকায় ছবি কিনলে তাঁদের কিছু বলার নেই। কিন্তু, সারদা-ক

কল্যাণীতে ‘ভুল’ করে ডিগ্রি বিলি এক ডজন

Image
এ বারও সমাবর্তনে বিতর্ক এড়াতে পারল না কল্যাণী বিশ্ববিদ্যালয়। গত বার প্রাণীবিদ্যা বিভাগে যে ছাত্রীকে মেডেল দেওয়া হবে বলে জানানো হয়েছিল, তাঁকে আদতে মেডেল দেওয়া হয়নি। শেষে তাঁর নামের উপরে কাগজ মেরে দেওয়া হয়েছিল। তা নিয়ে হাইকোর্টে মামলাও হয়। বৃহস্পতিবার সমাবর্তনে যা ঘটল, তা অভূতপূর্ব। দিন কয়েক আগে পরীক্ষা নিয়ামকের দফতর থেকে যে তালিকা প্রকাশ করা হয়, তাতে দেখা যাচ্ছে, মাত্র দু'জনকে এ বছর ডি লিট ডিগ্রি দেওয়া হবে। দু'টিই সাম্মানিক ডি লিট। পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও সঙ্গীতশিল্পী কবীর সুমন।  এর পরেই শুরু হয়ে যায় বিতর্ক। সন্ধ্যায় ফের ঘোষণা করা হয়, বিজ্ঞান অনুষদের ৯১ জনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। কলা-বাণিজ্য অনুষদের ৬৩ জন, শিক্ষা অনুষদের ৩৬ জন আর ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও ম্যানেজমেন্ট অনুষদের ১৯ জনও ও পিএইচডি ডিগ্রি পাবেন। অথচ কলা ও বাণিজ্য অনুষদের অনেককেই পিএইচডি-র পরিবর্তে দেওয়া হয়েছে ডি লিট শংসাপত্র। যা দেখে হতবাক হয়ে গিয়েছেন ডিগ্রি প্রাপকেরাই। তাঁরা প্রশ্ন তুলছেন, এত বড় ভুল কী করে হল?  বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অন্তত বারো জনের ক্ষেত্রে এ রকম ভুল হয়েছে বলে রাত পর

অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা, সন্দেহে আলফা জঙ্গিরা

Image
বেছে বেছে বাঙালিদের ডেকে নিয়ে গিয়ে তালিবানি কায়দায় সেতুর পাশে বসিয়ে গুলি করে মারল সন্দেহভাজন আলফা (স্বাধীন) জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে তিনসুকিয়া জেলার ধলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, এ দিন রাতে জংলা পোশাক পরা, মুখে কালো কাপড় বাঁধা সশস্ত্র পাঁচ-ছ'জন যুবক বাঙালি অধ্যুষিত খেরবাড়ি গ্রামে ঢোকে। রাত ৮টা নাগাদ একটি দোকানের সামনে কয়েক জন বাসিন্দা গল্প করছিলেন। বেছে বেছে কয়েক জনকে 'আলোচনা আছে' বলে ডেকে ভূপেন হাজরিকা সেতুর কাছে নিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকলকে জোর করে একসঙ্গে বসানোর পরেই স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের তিন সদস্য-সহ ৫ জন। নিহতদের নাম শ্যামলাল বিশ্বাস (৬০), অনন্ত বিশ্বাস (১৮), অবিনাশ বিশ্বাস (২৩), সুবল দাস (৬০) ও ধনঞ্জয় নমশূদ্র (২৩)। জখম হয়েছেন ২ জন। ৩০০ মিটার দূরেই পুলিশ চৌকি। তবে পুলিশ আসার আগেই রাইফেলধারীরা পালায়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এখন রাজ্যের বাইরে। তিনি অবিলম্বে দুই মন্ত্রী কেশব মহন্ত ও তপন গগৈ, ডিজিপি কুলধর শইকিয়া, এডিজি (আইনশৃঙ্খলা) মুকেশ আগরওয়ালকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়

সিরিজ জয় ভারতের, শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বিরাট বাহিনী

Image
ইতিহাসের পুনরাবৃত্তি। ঠিক ৩০ বছর আগে তিরুঅনন্তপুরমে বসেছিল শেষবার আন্তর্জাতিক ক্রিকেটের আসর। রবি শাস্ত্রীর ভারত ৯ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। শাস্ত্রী পেয়েছিলেন পাঁচ উইকেট। ৩০ বছর বাদে আবার ৫০ ওভারের ম্যাচ ফিরল তিরুঅনন্তপুরমে। এবার বিরাটের ভারত ৯ উইকেটে হারাল জেসন হোল্ডার বাহিনীকে। এবার আবার কোচের দায়িত্বে রবি শাস্ত্রী। ইতিহাসের সঙ্গে জুড়ে গেল তাঁর নামও। কর্তৃত্ব রেখে ভারতের পাঁচ ম্যাচের সিরিজ জয় ৩–১ ব্যবধানে। ম্যাচ দেখতে দেখতে মনে হতে বাধ্য, এই ওয়েস্ট ইন্ডিজই প্রথম দুটো ম্যাচে ৩০০–র উপর রান করেছিল?‌ তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়েও দিয়েছিল?‌ বড় আশ্চর্য। সেই টিমটাই ব্রাবোর্ন ও তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে এভাবে গুটিয়ে থাকল। বলা ভাল। পঞ্চম ম্যাচে অবস্থা আরও খারাপ। দেখে মনে হচ্ছিল কোনও পাড়ার টিমের বিরুদ্ধে খেলতে নেমে পড়েছে বিরাট বাহিনী!‌ টসে জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যস!‌ ২২ গজে আসার পর থেকেই ক্যারিবিয়ানদের পতনের শুরু। ৩১.‌৫ ওভারে হোল্ডার বাহিনী গুটিয়ে গেল ১০৪ রানে। রবীন্দ্র জাদেজা সবচেয়ে সফল। ৯.‌৫ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে চার উইকেট পেলেন। খলিল আমেদ ও জসপ

‌‘‌ভারতের ভবিষ্যৎ বাঁচান’, রাহুলকে বললেন চন্দ্রবাবু নাইডু

Image
বিজেপি বিরোধী শক্তি একজোট হতে চায়। সেই লক্ষ্যেই এগোচ্ছে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। সূত্রটা ধরে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদি সরকারের নোট বাতিলের বিরোধিতা তৃতীয় ফ্রন্ট গঠনের মঞ্চ তৈরি করে দিয়েছিল। কর্নাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস জেটিএসের জোট সরকার সেই ভিত অনেকটাই মজবুত করেছে। ২০১৯ যত এগিয়ে আসছে সেই লক্ষ্যে বাস্তাবায়িত করার চেষ্টা আরও গতি পেয়েছে। বৃহস্পতিবার সেই লক্ষ্যেই ফারুখ আবদুল্লা, শারদ পাওয়ার এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। অন্ধ্র প্রদেশের বিশেষ মার্যাদার দাবিতে মোদি সরকারের সঙ্গে বিরোধিতার জেরে এনডিএ–র হাত ছেড়েছেন তিনি। বৃহস্পতিবার মোদির বিরোধী জোট শক্তিশালী করতে এই তিন অবিজেপি দলের প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। তিন নেতার সঙ্গে বৈঠক করে একটি কথাই তিনি বলেছেন মোদিকে ক্ষমতাচ্যূত করে দেশের ভবিষ্যৎ বাঁচান। সাংবাদিক বৈঠকে শারদ পাওয়ার বলেছেন, মোদি সরকার দেশে কী করছে তা সকলে বুঝতে পারছেন। সিবিআই থেকে আরবিআই সর্বত্র অরাজক পরিস্থিতি তৈরি করেছেন মোদি। এককথায় চন্দ্রবাবু নাইডুর দাবিকেই সমর্থন জানিয়েছেন তিনি।