যৌনকর্মীদেরও রয়েছে 'না' বলার অধিকার, মন্তব্য সুপ্রিম কোর্টের


সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল যৌন কর্মীদেরও সম্পূর্ণ অধিকার আছে 'না' বলার। তাঁদের ইচ্ছের বিরুদ্ধে কোনওভাবেই যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না। এমন কোনও ঘটনা ঘটলে তাঁরা আইনের দ্বারস্থ হতে পারেন। ২০০৯ সালে দিল্লি হাইকোর্টের রায় খারিজ করে এদিন ৪ জনের ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে সুপ্রিম কোর্ট। 

১৯৯৭ সালে দিল্লির একটি গণধর্ষণ মামলায় রায় দানের সময়ে এই সিদ্ধান্ত জানায় শীর্ষ আদালত। অপরাধীদের আগামী ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শীর্ষ আদালতের মত, যৌন পল্লীর একজন মহিলারও সম্পূর্ণ অধিকার আছে না যৌন মিলনে না বলার। বিচারপতি আর ভানুমতি এবং ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়।