Posts

Showing posts from May 7, 2018

ব্যাঙ্কের IFSC ও MICR কোড কী জানেন? ক্লিকে জানুন সব তথ্য

Image
IFSC ও MICR কোড ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন কাজে IFSC কোড বা ব্য়াঙ্কের MICR নম্বরের প্রয়োজনীয়তা পড়ে। ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দুনিয়ায় IFSC সম্পর্কে তবু ধারণা হলেও, এখনও একটি বড় অংশের MICR কোড খুঁজতে সমস্যা হয়। কিন্তু, গুরুত্বপূর্ণ দুটি কোড সহজেই খুঁজে পাওয়া সম্ভব। এবং এর সম্পর্কে ধারণাও কঠিন নয়।  IFSC কোড কী? ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড বা IFSC আসলে একটি আলফা-নিউমেরিক কোড, যার মাধ্যমে RBI পরিচালিত ট্রান্সফার সিস্টেমে নির্দিষ্ট ব্যাঙ্কের শাখার চিহ্নিতকরণ হয়। অর্থাৎ, কোন ব্যাঙ্কের কোন শাখার কোন অ্যাকাউন্ট থেকে ডিজিটাল লেনদেন হচ্ছে, তা জানা যায় IFSC কোড থেকে। ১১ ডিজিটের এই কোডের মাধ্যমে RTGS, NEFT বা IMPS পদ্ধতিতে লেনদেন করা সম্ভব।  IFSC কোডের প্রথম ৪টি সংখ্যা দিয়ে ব্যাঙ্ক এবং শেষের ৬টি সংখ্যা দিয়ে ব্যাঙ্কের শাখা বোঝানো হয়। পঞ্চম সংখ্যাটি শূন্য থাকে।  MICR কী?  ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেকটার রেকগনিশেন বা MICR ব্যাঙ্কিং ব্যবস্থার একটি প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমেই MICR কোড তৈরি করা হয়। ৯ ডিজিটের এই কোডের মাধ্যমে ECS বা ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সিস্টেমে অংশ নেওয়া ব্যাঙ্ক ও শাখার পরিচয় মেলে। 

আট বছর ধরে অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে পাচার হত অস্ত্র! জেরায় জানাল ধৃতেরা

Image
উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র! সরষের মধ্যেই ভূত! অর্ডন্যান্স ফ্যাক্টরির ভিতর থেকেই পাচার হয়ে যাচ্ছে সেনা ও পুলিশের জন্য তৈরি করা অত্যাধুনিক অস্ত্র! আর সেই আগ্নেয়াস্ত্রই বিহার ও ঝাড়খণ্ডের চোরাই অস্ত্রকারবারীদের হাত ঘুরে কখনও মাওবাদী বা কখনও পৌঁছে যাচ্ছে পড়শি দেশেও। কুখ্যাত অপরাধীদের হাতে হাতে ঘুরছে ওই হাতিয়ার। আর গোটা চক্রের শিকড় লুকিয়ে রয়েছে রাইফেল ফ্যাক্টরির মধ্যেই। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) রবিবার রাতে বাবুঘাট থেকে এই অস্ত্র পাচারচক্রের চার জনকে গ্রেফতার করে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে তৈরি আটটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সাতটি ০.৩৮ বোরের রিভলবার এবং একটি কার্বাইন। পাওয়া গিয়েছে ১০ রাউণ্ড বুলেট ও কার্বাইনের দু'টি ম্যাগাজিন। ধৃতদের মধ্যে অজয় পণ্ডিত ওরফে গুড্ডু এবং জয়শঙ্কর পাণ্ডে বিহারের কুখ্যাত অস্ত্র কারবারী। ওই দু'জনকে অস্ত্র ডেলিভারি করতে এসেছিল ইছাপুরের বাসিন্দা উমেশ রায় এবং কার্তিক সাউ। কার্তিক এবং উমেশকে জেরা করেই হদিশ মেলে অর্ডন্যান্স ফ্যাক্টরির দুই জুনিয়র ওয়ার্কস ম্যানেজার সুখদা মুর্মু এবং সুশান্ত বসুর। সোমবার

কর্ণাটক ভোটে ৩৯১ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা

Image
বেঙ্গালুরু: কর্ণাটক ভোটের অধিকাংশ লড়াকু প্রার্থীই ফৌজদারী মামলায় অভিযুক্ত৷ এডিআর-এর সমীক্ষায় উঠে আসছে এই চাঞ্চল্যকর তথ্য৷ অ্যাসোসি৷য়েশন ফর ডেমোক্রেটিক বা এডিআর-এর সমীক্ষা বলছে,কর্ণাটক ভোটের ৩৯১ প্রার্থীর বিরুদ্ধে চলছে ফৌজদারী মামলা৷ এর মধ্যে শীর্ষে বিজেপি৷ বিজেপির ২২৪ প্রার্থীর মধ্যে ৮৩ জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা ঝুলছে৷ বিজেপির পিছনেই রয়েছে কংগ্রেস৷ ২২০ প্রার্থীর ৫৯ জনই ফৌজদারী মামলায় অভিযুক্ত৷ তালিকায় রয়েছে জনতা দলও৷ ১৯৯ প্রার্থীর ৪১ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারী মামলা৷ বেসরকারি সংস্থা এডিআর সমীক্ষায় স্পষ্ট, ২০১৮-র নির্বাচনে কর্ণাটকের ৩৯১ প্রার্থী ফৌজদারী মামলায় অভিযুক্ত৷ ২০১৩ সালে সংখ্যাটা ছিল ৩৩৪৷ কর্ণাটক বিধানসভা নির্বাচেন মোট প্রার্থী সংখ্যা ২,৫৬০৷ এর মধ্যে ৩৯১ প্রার্থীই যদি খুন বা বিভিন্ন অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত হন, তাহলে ভোটের ভারসাম্য নিয়ে বড় প্রশ্নের মুখেই কর্ণাটক৷ কারণ, বিজেপির ৫৪, কংগ্রেসের ৩২, জনতা দলের ২৯ প্রার্থীর বিরুদ্ধেই অভিযোগ গুরুতর৷ এর মধ্যে কয়েকজনের দোষ প্রমাণ হলে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে৷ এই পরিস্থিতিতে কর্ণাটকের জনতার কাছে ভোট দেওয়াটাই বড় চ্যাল

পেট্রল, রান্নার গ্যাস, ডিজেলে ১০ লক্ষ কোটি টাকা কর তুলেছে মোদী সরকার - জানালেন রাহুল গাঁধী

Image
৪ বছরে পেট্রল, রান্নার গ্যাস, ডিজেলে ১০ লক্ষ কোটি টাকা কর তুলেছে মোদী সরকার, মানুষের সুরাহা হয়নি, ট্যুইট রাহুলের নয়াদিল্লি: পেট্রল, ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে আজ কর্নাটকের কোলারে তিনি এর প্রতিবাদ করবেন বলে জানালেন রাহুল গাঁধী। ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেছেন, মোদী সরকার পেট্রপণ্যের ওপর ১০ লক্ষ কোটি টাকা কর সংগ্রহ করলেও মানুষকে দাম কমিয়ে কোনও সুরাহা দিচ্ছে না। BJPReducePetrolPrices' হ্যাশট্যাগ ব্যবহার করে রাহুল লিখেছেন, ২০১৪ থেকে পেট্রল, রান্নার গ্যাস, ডিজেলে ১০ লক্ষ কোটি টাকা কর তুলেছে। তবুও দেশবাসীর লাভ হয়নি। দাম কমেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে জ্বালানির দাম সংক্রান্ত সত্যিটা তুলে ধরেছে এই ভিডিও। ট্যুইটে কংগ্রেস সভাপতি এও লিখেছেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ৪ বছরে ৬৭ শতাংশ পর্যন্ত কমেছে। তা সত্ত্বেও মোদী জমানায় দেশে পেট্রল, ডিজেলের দাম আকাশ ছুঁতে চলেছে। এদিকে সরকার অচ্ছে দিন আনার কথা শোনালেও এ নিয়ে তারা নীরব। বিজেপি নিষ্ঠুর। জ্বালানির নাম করেও লুঠ করছে। বিরোধী আসনে থাকার সময় বিজেপির কোন নেত

‌হোয়াটস অ্যাপের সিইও হতে পারেন ভারতীয় বংশোদ্ভুত নীরজ অরোরা।

Image
হোয়াটস অ্যাপ বর্তমানে সিইও শূণ্য হয়ে র‌য়েছে। এ সপ্তাহের গোড়াতেই হোয়াট অ্যাপের যুগ্ম–প্রতিষ্ঠাতা তথা সিইও জ্যান কোওম সংস্থা ছেড়ে তাঁর নিজস্ব সংস্থা শুরু করেন। তাই আপাতত জ্যান কোওমের জায়গাটি খালি রয়েছে। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, হোয়াটস অ্যাপের দীর্ঘদিনের কর্মী নিরজ অরোরা দায়িত্ব নিতে চলেছেন সিইওর। সেরকমই সম্ভাবনা রয়েছে। তিনি এই মুহূর্তে হোয়াটস অ্যাপের বিজনেস অফিসারের পদে রয়েছেন। হোয়াটস অ্যাপের এই বৃদ্ধিলাভের পেছনে নীরজের ভূমিকা অনস্বীকার্য। ৩৯ বছরের নীরজ দিল্লির আইআইটির ছাত্র বলে জানা গিয়েছে। জ্যান কোওম আগেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঘোষণা করে দিয়েছিল যে তিনি হোয়াটস অ্যাপ থেকে বিদায় নিতে চলেছেন। যদিও এই সিদ্ধান্তের পেছনের কারণ কী তা তিনি স্পষ্ট করে কিছু জানাননি। তবে মনে করা হচ্ছে, হোয়াটস অ্যাপের গোপনীয়তা বজায় রাখা সহ বিভিন্ন ব্যক্তিগত সুরক্ষা নিয়ে ফেসবুকের সঙ্গে কোওমের ঝামেলা শুরু হয়। তার জন্যই তিনি সিইওর পদ থেকে সরে যান। গত বছরের নভেম্বরেই কোওমের সঙ্গে হোয়াটস অ্যাপ ছাড়েন ব্রায়ান অ্যাক্টনও। এই দু'‌টি পদই এখন মার্ক জুকারবার্গকে পূরণ করতে হবে। হোয়াটস অ্যাপের সঙ্গে নীরজ অরোরার সাত

প্রতিমাসে 1.1TB ফ্রি ডেটা অফার নিয়ে হাজির জিও ফাইবার

Image
মুম্বই:  ফের গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির জিও ৷ এবার বিনামূল্যে 1.1TB ডেটা অফার দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা ৷ সম্প্রতি একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে ৷ টেলিকম দুনিয়ায় বিপ্লব আনার পর এবার শীঘ্রই ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসতে চলেছে জিও বলে রিপোর্টে দাবি করা হয়েছে ৷ ইতিমধ্যেই 'ফাইবার টু দ্য হোম' নামে এই পরিষেবা দিল্লি, জামনগর, আহমেদাবাদ, চেন্নাই, ভদোদরায় শুরু করেছে রিলায়েন্স জিও। রিপোর্টে বলা হয়েছে 1.1TB ডেটা অফার দিচ্ছে জিও ৷ দেশের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার জন্যেই দেদার এই ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে ৷ এই অফারে গ্রাহকরা 100Mbps speed-এ প্রতিমাসে 100GB বিনামূল্যে ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ৷ এই ডেটা শেষ হয়ে যাবার পরেও ফের নতুন করে ডেটা পাওয়া যাবে। মাসে ২৫ বারের জন্য ৪০ জিবি ফ্রি ডেটা পাবেন গ্রাহকেরা। অথার্ৎ গ্রাহকরা মাসে 1,100GB বা 1.1TB ফ্রি ডেটা পরিষেবা পাবেন ৷ এই পরিষেবার জন্য গ্রাহকদের ৪ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে যা ফেরতযোগ্য ৷ এরপর গ্রাহকের বাড়িতে জিও রাউটার বসিয়ে দেওয়া হবে ৷

দাদার থেকে আড়াইশো টাকা ধার, মর্মান্তিক মাশুল দিতে হল ভাইকে

Image
পাওনা টাকা ঘিরে বিবাদ দুই ভাইয়ের। দুই ভাইয়ের বচসার পরিণতি হল ভয়ানক। ২৫০ টাকা নিয়ে বচসা। আর তার জেরেই খুড়তুতো দাদার হাতে খুন হল ভাই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ার সনডাঙ্গায়। মৃত যুবকের নাম সোনাজুল শেখ। পেশায় মার্বেল মিস্ত্রি সোনাজুল কয়েকদিন আগে চাকদহে একটি কাজে যায়। সেখানে খুড়তুতো ভাইয়ের কাছ থেকে আড়াইশো টাকা ধার করেন তিনি। সেই টাকা ফেরত নেওয়া ঘিরেই বচসার সূত্রপাত হয়। এলাকাবাসী সূত্রে খবর, রবিবার টাকা ফেরত নেওয়া ঘিরে সোনাজুলের সঙ্গে তুমুল বচসা বাঁধে তাঁর দাদা ইমাজুল শেখের। অভিযোগ, বচসার সময় আচমকাই ইমাজুল চড়াও হয় তার ভাই সোনাজুলের উপর। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে সোনাজুলকে। সোনাজুলকে বাঁচাতে এলে ইমাজুলের হাতে আক্রান্ত হন ওই পরিবারের আরও তিনজন সদস্য। তাঁদেরকেও কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোনাজুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত ইমাজুল শেখ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।

১০ বছরে ৬০ কোটি টাকার পচা মাংসের কারবার বিশুর

Image
দক্ষিণ ২৪ পরগনা: গত দশ বছর ধরে শুধুমাত্র রাজ্যের বাইরে ভাগাড়ের মাংস পাঠিয়ে মুনাফা করেছে ৬০ কোটি টাকা। তদন্তকারীদের দফায় দফায় জেরার পর এমন কথা কবুল করেছে বিশ্বনাথ ঘোড়ুই। ভাগাড়ের মাংস কারবারের চাঁই বিশু এও জানিয়েছে, শহর কলকাতা ও সংলগ্ন কয়েকটি জেলার তুলনায় বাইরের রাজ্যে প্রক্রিয়াজাত ভাগাড়ের মাংসের বাজার খুবই ভালো। প্রতি মাসে এজন্য রাজাবাজারের কোল্ড স্টোরেজ থেকে ভিন রাজ্যে ৫০ থেকে ৬০ লাখ টাকার মাংস পাঠাতে হত। তদন্তকারী অফিসারদের কাছে বিশু এও কবুল করেছে, বাজারের পুরোটা কবজা করার জন্য হাওড়া, হুগলি, মেদিনীপুরে নতুন নতুন ভাগাড়ের দিকে নজর দিয়েছিল সে। তদন্তকারী অফিসারদের জেরায় বিশু বলেছে, গত ১০ বছর ধরে প্রতি মাসে এই পরিমাণ মাংস পাঠিয়ে তার কারবার হয়েছে ৬০ কোটি টাকারও বেশি। ইতিমধ্যে বিশুর একাধিক ব্যাঙ্ক আকাউন্ট ঘেঁটে বিষয়টি যাচাইয়ের কাজ শুরু করেছে পুলিস। ডায়মন্ডহারবার জেলা পুলিসের এক শীর্ষ আধিকারিক বলেন, তার কাছে জানতে চাওয়া হয়েছিল, কলকাতায় কোন কোন হোটেল ও রেস্তরাঁতে এ যাবৎ সে মাংস পাঠিয়েছে। তার উত্তরে বিশু জানিয়েছিল, কলকাতা ও সংলগ্ন জেলায় হোটেল ও রেস্তরাঁতে মাংস দেওয়ার কাজ করে লিঙ্কম্য

বিয়েতে নারাজ, তরুণীর গায়ে অ্যাসিড-কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিল যুবক

Image
বেশ কিছু দিন ধরেই কাকোরবোনা গ্রামেরই যুবক বচ্চন মণ্ডল ওই তরুণীকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। প্রথমে প্রেম নিবেদন, পরে বিয়ের প্রস্তাব দিয়েছিল বচ্চন। কিন্তু তাতে রাজি হয়নি তরুণী। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করার চেষ্টা। রাজি না হওয়ায় তরুণীর গায়ে অ্যাসিড ছিটিয়ে দিল যুবক। তারপর  গায়ে কেরোসিন ঢেলে ধরিয়ে দেওয়া হল আগুন। নৃশংস ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ডে পাকুড় জেলার কাকোরবোনা গ্রামের মানুষ। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বেশ কিছু দিন ধরেই কাকোরবোনা গ্রামেরই যুবক বচ্চন মণ্ডল ওই তরুণীকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। প্রথমে প্রেম নিবেদন, পরে বিয়ের প্রস্তাব দিয়েছিল বচ্চন। কিন্তু তাতে রাজি হয়নি তরুণী। এরপরই বচ্চনের আক্রোশ গিয়ে পড়ে তরুণীর ওপর। রাস্তাঘাটে তাকে নানাভাবে হুমকি দিতে থাকে সে। বচ্চনের সঙ্গে একাধিকবার কথা কাটাকাটি হয় তরুণীর। শুক্রবার বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তরুণীর ওপর হামলা চালায় বচ্চন। অভিযোগ, বাড়ি থেকে তরুণীকে জোর করে তুলে নিয়ে যায় বচ্চন। তার গায়ে প্রথমে অ্যাসিড ছিটিয়ে দেয় সে। যন্ত্রণায় কাতর তরুণীর গায়ে এরপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়

বোরখার আড়ালে জঙ্গি? ধরবে মহিলা বাহিনী

Image
বোরখায় মুখ লুকিয়ে পালানোর দিন শেষ। জম্মু-কাশ্মীরে ছদ্মবেশী জঙ্গিদের পাকড়াও করতে এবার মহিলাদের নিয়োগ করতে চলেছে সেনাবাহিনী। এমনিতেই যখন তখন হামলার আশঙ্কা। তার উপর টহলদারি বাহিনীর চোখে ধুলো দেওয়ার জন্য সন্ত্রাসবাদীরা মাঝে মধ্যেই চড়াও হচ্ছে বোরখা পরে। কখনও আবার হামলার পর বোরখার আড়াল নিয়ে তারা এলাকা ছাড়ছে অক্ষত শরীরে। যেহেতু টহলদারি বাহিনীতে বেশির ভাগই পুরুষ, তাই পোশাক পরীক্ষার উপায় নেই। বোঝার উপায় নেই যে বোরখার আড়ালে পুরুষ নাকি মহিলা? সেনাবাহিনীর দাবি, টহলদারির কাজে যে মেয়েদের দরকার, তা টের পাওয়া যাচ্ছিল বেশ কয়েক বছর ধরেই। সময়ের সঙ্গে সঙ্গে জম্মু-কাশ্মীরের জঙ্গিবাহিনী কৌশল বদলাচ্ছে। সেনা বাহিনীর উপর পাথর হামলা তো বটেই, এমনকী বড়সড় নাশকতার কাজেও নামানো হচ্ছে মহিলাদের। বোরখার আড়ালে অস্ত্র পাচারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।বারবার ধাক্কা খেতে-খেতে অবশেষে মহিলা রক্ষী নিয়োগ করতে চলেছে সেনাবাহিনী। নিয়োগের কাজ শুরু হবে কয়েক মাসের মধ্যেই। সুখোমুখি সংঘর্ষস্থলে মহিলাদের মোতায়েনের বিষয়টি ভারতে অন্তর্ভুক্তহয় ২০১৫ সালে। যেখানে গুলি-গোলা, প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা, সেই কাশ্মীরে মহিলাদের ট

ইতিহাস গড়ে এবার দেশেই ‘পারমাণবিক ঘড়ি’ বানাল ইসরো

Image
নয়াদিল্লি: ফের দেশের জন্য বড়সড় সাফল্য এনে দিল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এতদিন পর্যন্ত বিদেশ থেকে আসত অ্যাটমিক ক্লক বা পারমাণবিক ঘড়ি। এবার তা দেশেই তৈরি করা সম্ভব হয়েছে। এর ফলে বিশ্বের কয়েকটি তাবড় সংস্থার দলে নাম লিখিয়েছে ইসরো, যাদের কাছে এই ধরনের প্রযুক্তি রয়েছে। জানা গিয়েছে, কোনও অবস্থান সংক্রান্ত তথ্য যোগাড় করতে এই ঘড়িকে নেভিগেশন স্যাটেলাইটে ব্যবহার করবে ভারতের এই সংস্থা। আমেদাবাদের 'স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার'-এর ডিরেক্টর তপন মিশ্র বলেন, 'আপাতত পরপর পরীক্ষা চলছে এই অ্যাটমিক ক্লকের। সব পরীক্ষা সফল হলে এই দেশি অ্যাটমিক ক্লক ব্যবহার করবেন বিজ্ঞানীরা। নেভিগেশন স্যাটেলাইটে ব্যবহার করা হবে এগুলি।' বিশ্বের মাত্র কয়েকটি সংস্থার কাছেই রয়েছে এই প্রযুক্তি। তপন মিশ্র জানিয়েছেন, বিদেশ আসা এইসব পারমাণবিক ঘড়ির পিছনে কি প্রযুক্তি আছে, তা জানা নেই। তবে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ঘড়িগুলি। এগুলি বিদেশি ঘড়িগুলোর মতই কার্যকর বলেও জানিয়েছেন তিনি। পাঁচ বছরের বেশি সময় এটি কাজ করবে বলে অনুমান করা হচ্ছে। ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের অংস হিসেবে মোট সাতটি নে

বিয়েতে নারাজ নাবালিকা প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টা প্রেমিকের

Image
ইংরেজবাজার: নাবালিকা প্রেমিকাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করেছিল প্রেমিক। সফল না হওয়ায় প্রেমিকার গায়ে অ্যাসিড ছুঁড়ল ওই ব্যর্থ প্রেমিক। শুধু তাই নয়, এরপরে নাবালিকার মুখ বেঁধে তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টাও করে প্রেমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পাকুড় জেলায়। গুরুতর জখম অবস্থায় ওই নাবালিকাকে পশ্চিমবঙ্গের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার দেহের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। এখনই তার শরীরের অবস্থা সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব নয়। হাসপাতালে নিয়ে আসার সময়ে পরিবারের লোকেদের কাছে অভিযুক্তের চরম শাস্তি দেওয়ার আবেদন করেছে নির্যাতিতা। পাকুড় জেলার কাকোরবোনা গ্রামের বাসিন্দা ওই নাবালিকার বাবা জানিয়েছেন যে আমার মেয়ের এই অবস্থা যে করেছে তার শাস্তি চাইছি আমরা। মেয়েটা কষ্ট পাচ্ছে চোখে দেখা যায় না। এখানে আসার সময় ও(নির্যাতিতা নাবালিকা) বার বার বলেছিল, "বাবা, আমি যদি মরেও যায় ওরা যেন শাস্তি পায়।" এই অবস্থায় ওই নাবালিকার পাশে দাঁড়িয়েছে পাকুড় জেলা প্রশাসন। চিকিৎসার জন্য নাবালিকার বাবাকে ৩২

কুয়েত বিমানবন্দরে বলা হল 'ভারতীয় কুকুর', দূতাবাসের সাহায্য়ও পেলেন না এই সঙ্গীতশিল্পী

Image
কুয়েতের বিমানবন্দরে তাঁর স্টাফদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদনান স্বামী। তাঁর দাবি, কুয়েত বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের কর্মী তাঁর স্টাফদের 'ভারতীয় কুকুর' বলে সম্বোধন করেছেন। বিষয়টি গোচরে এসেছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজেরও। কুয়েতে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন আদনান। সেসময়ই তাঁদের ওই ঘটনার মুখোমুখি হতে হয়। বিষয়টি কুয়েতের ভারতীয় দূতাবাসে জানানো হলেও কোনও সহায়তা করা হয়নি বলে অভিযোগ আদনানেনর। রবিবার ট্যুইটারে তিনি বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। কুয়াতের ভারতীয় দূতাবাসকে উদ্দেশ্য করে তিনি লেখেন, 'আমরা ভালবাসা নিয়েই আপনাদের শহরে এসেছিলাম। এখানকার ভারতীয়রাও আমাদের ভালবাসাতেই গ্রহন করেছেন। কিন্তু আপনাদের কোনও সমর্থন আমরা পাইনি। কোনও কারণ ছাড়াই কুয়াত বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসাররা আমার স্টাফদের সঙ্গে খআরাপ ব্যবহার করেছেন, তাদের 'ভারতীয় কুকুর' বলা হয়েছে। কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করা হলেও আপনারা কোনও ব্যবস্থা নেন নি। কুয়েতিরা কোথা থেকে এরকম উদ্ধত আচরণ করার সাহস পায়?' এই ট্য়ুইটে পরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী সুষমা স্

পণ্ডিতিয়া রোডে চলন্ত ট্যাক্সি থেকে ছোঁড়া হল অ্যাসিড, আহত বেশ কয়েকজন

Image
কলকাতা: রাতের কলকাতায় অ্যাসিড হামলা। তাও চলন্ত ট্যাক্সি থেকে। ঘটনাটি ঘটেছে পণ্ডিতিয়া রোডে, জখম হয়েছেন ১ শিশুসহ বেশ কয়েকজন পথচারী। অভিযোগ, রাত ৯টা নাগাদ চলন্ত ট্যাক্সি থেকে অ্যাসিড ছুঁড়তে থাকে কয়েকজন যুবক। তারা অ্যাসিড ছুঁড়তে ছুঁড়তে পণ্ডিতিয়া রোড দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে ফের ওই পথে ট্যাক্সি নিয়ে একা ফিরে আসে চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ট্যাক্সিতে চালকসহ ৪ যুবক ছিল। স্থানীয় বাসিন্দারা চালককে ধরার চেষ্টা করলে হাত কামড়ে দিয়ে, অ্যাসিড ছুঁড়তে ছুঁড়তে চম্পট দেয় সেও। কালীঘাট থানার পুলিশ পরে হরিশ মুখার্জি স্ট্রিট থেকে ট্যাক্সিটি আটক করেছে। কিন্তু এখনও অধরা দুষ্কৃতীরা। প্রাথমিক চিকিৎসার পর রাতে রবীন্দ্রসরোবর থানায় অভিযোগ জানান আক্রান্তরা। কী কারণে হামলা তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ।

আফগানিস্তানে অপহৃত ৭ ভারতীয়, তালিবানরা জড়িত বলে সন্দেহ

Image
নয়াদিল্লি: আফগানিস্তানে কাজে গিয়ে অপহৃত সাত ভারতীয় ইঞ্জিনিয়র। বাঘলানের বাঘ-ই-শামাল গ্রাম থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহৃত হয়েছেন তাঁদের আফগান গাড়ি চালকও। এই ঘটনায় তালিবানরা জড়িত বলে সন্দেহ। আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন সুষমা স্বরাজ। ফের আফগানিস্তানে কাজে গিয়ে অপহৃত ভারতীয়। বাঘলানের, বাঘ-ই-শামাল গ্রাম থেকে সাত ভারতীয় ইঞ্জিনিয়রকে অপহরণ করা হয়। অপহৃতরা কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্মী।একটি গাড়িতে করে তাঁরা যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন বন্দুকধারী গাড়ি-সহ সাত ইঞ্জিনিয়র ও চালককে অপহরণ করে। এই ঘটনায় তালিবানদের হাত থাকতে পারে বলে সন্দেহ আফগান পুলিশের। যদিও কোনও তালাবানি জঙ্গি সংগঠনই এই অপহরণের দায় স্বীকার করেনি। ভারতীয়দের অপহরণের ঘটনায় উদ্বিগ্ন বিদেশমন্ত্রক। আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে ফোনে কথা বলেছেন সুষমা স্বরাজ। অপহৃত ভারতীয়দের ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আফগানিস্তানের বিদেশমন্ত্রী। অপহৃত কর্মীদের সুরক্ষিত ভাবে ফিরিয়ে আনতে তারাও সব রকমের ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন কেইসি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। বিদেশ মন্ত্রকের তরফে কা

‘চাল দিচ্ছেন মোদী, নাম কিনছেন দিদি’

Image
মালদহ: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ আবারও তিনি কেন্দ্রীয় সরকারের টাকায় পশ্চিমবঙ্গে উন্নয়ন করার অভিযোগ শোনা গেল তাঁর গলায়৷ স্পষ্টতই তিনি বললেন, ''চাল দিচ্ছেন, মোদী নাম কিনছেন দিদি।'' একই সঙ্গে তিনি জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের কার্যলয়গুলিকে বোমার কারখানা বলেও কটাক্ষ করেছেন তিনি৷ দিলীপ ঘোষ বলেন, ''এখানে একটাই কারখানা বোমার কারখানা৷ এবং সেটা তৃণমূলের অফিসে হচ্ছে। ভোট হলে ভোট দিতে পারবেন না। ভোটে দাঁড়াতে পারবেন না। মনোনয়ন দিতে গিয়ে বিরোধীদের হাত-পা ভেঙে দিয়েছে।'' তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদীও বলেছেন৷ দিলীপের কথায়, ''চাল দিচ্ছেন মোদী, নাম কিনছেন দিদি। মিথ্যা কথা বলছেন।'' এ রাজ্যে অসুরদের রাজত্ব চলছে বলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেছেন তিনি৷ দিলীপ ঘোষের দাবি, ''আমরা বলছি যেভাবে পশ্চিমবঙ্গ চলছে পশ্চিমবাংলা থাকবে না৷ এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। লক্ষ্মীপুজো কালীপুজো করা যাবে না৷ রামনবমী মিছিল করা যাবে

কিশোরীর পোশাক বদলাল কে, রহস্য

Image
আইসিইউয়ে চিকিৎসাধীন কিশোরীর অবস্থা সঙ্কটজনক বলে এম আর বাঙুর হাসপাতালের সূত্রের খবর। কিন্তু ঠিক কেমন আছে মেয়েটি, তার অবস্থা কেমন, পরিবারকেও তা স্পষ্ট জানানো হচ্ছে না বলে অভিযোগ। তাই গল্ফ গার্ডেন্সের রক্তাক্ত কিশোরী উদ্ধারের রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার স্কুলে যাবে বলে বেরিয়ে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। শুক্রবার সকালে উদ্ধারের সময় কিন্তু তার পরনে স্কুলের পোশাক ছিল না। তার বদলে ছিল অন্য জামাকাপ়়ড়। কে বা কারা, কোথায়, কী ভাবে তার পোশাক বদলে দিল, তা নিয়ে ধন্দ কাটেনি। শুক্রবার গল্ফ গার্ডেন্সের একটি আবাসন-চত্বরের সামনে থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। প্রথমে সন্দেহ করা হয়েছিল, কিশোরীটি শারীরিক নির্যাতনের শিকার। ডিসি (এসএসডি) সন্তোষ নিম্বলকর অবশ্য দাবি করেছেন, ডাক্তারি পরীক্ষায় কিশোরীর গোপনাঙ্গে কোনও রকম আঘাতের প্রমাণ মেলেনি। ওই কিশোরী রাস্তার মতো কোনও শক্ত জায়গায় পড়ে গিয়ে আঘাত পেয়েছে। বৃহস্পতিবার সারা রাত নিখোঁজ থাকার পরে পরের সকালে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হলেও রবিবার রাত পর্যন্ত তার পরিবারের তরফে পুলিশের কাছে কোনও রকম অভিযোগ দায়ের করা হয়নি। কিশোরীর পরিবারের লোকজন জানান, শুক্র

উত্তরপ্রদেশে শামির বাড়িতে হাসিনকে ঢুকতে দিল না পুলিশ

Image
ভারতীয় পেসার মহম্মদ শামির উত্তরপ্রদেশের গ্রামের বাড়িতে রবিবার প্রবেশ করার চেষ্টা করেন তাঁর স্ত্রী হাসিন জাহান। কিন্তু সফল হননি। আমরোহা জেলার সহাসপুর গ্রামে শামির পৈতৃক বাড়ি। হাসিনের সঙ্গে সেখানে গিয়েছেন তাঁর কন্যা আইরা এবং আইনজীবী জাকির হুসেন। শামির পৈতৃক বাড়ি যে থানার অধীন, সেই দাদোলি থানার পুলিশ আধিকারিক রাম সিংহ কাঠেরিয়া সংবাদসংস্থাকে জানিয়েছেন, আইনজীবী-সহ হাসিন তাঁদের কাছে হাজির হয়ে সহাসপুরে শামির গ্রামের বাড়িতে ঢোকার জন্য নিরাপত্তা চেয়েছিলেন। যা দেওয়া হয় হাসিনকে। কিন্তু শামির গ্রামের বাড়িতে পুলিশ-সহ হাজির হওয়ার পরে হাসিন দেখেন, সেই বাড়িতে কেউ নেই। বাড়ি তালাবন্ধ। পুলিশের দাবি, এর পরেই সেই বাড়ির সামনে গিয়ে তালা ভেঙে নাকি ভিতরে ঢুকতে চান হাসিন। যা মানেনি পুলিশ। রাম সিংহ বলেছেন, ''শামির পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তাই তালা ভেঙে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।'' শামির বাড়ির পাশেই থাকেন তাঁর কাকা মহম্মদ জামির। তিনি  জানিয়েছেন, আগাম খবর না দিয়েই সহাসপুর চলে এসেছিলেন হাসিন। তাঁর কথায়, ''শামির পরিবারের কেউ বাড়িতে নেই। বাড়িতে তালা দিয়ে সবাই চলে গিয়েছে। ত

ধর্ষণ করে নাবালিকার গায়ে আগুন পাকুড়ে

Image
চাতরার পরে এ বার পাকুড়। ফের এক নাবালিকাকে ধর্ষণ করে গায়ে আগুন দেওয়ার ঘটনা ঘটল। তবে এ বার ওই নাবালিকা কোনও রকমে বেঁচে গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে পাকুড়ের সীমান্তবর্তী এলাকা পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটে পাকুড়ের মফসসল থানা এলাকার কাঁকোড়বোনা গ্রামে। বছর ষোলোর মেয়েটি মামার বাড়িতে থাকত। গত কাল বিকেলে সে বাড়িতে একা ছিল। অভিযোগ, সেই সময় বচ্চন মণ্ডল নামে পরিচিত এক যুবক বাড়িতে এসে তাকে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার শুরু করলে তাকে শৌচালয়ে নিয়ে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে দেয়। এর পর আগুন লাগিয়ে দিয়ে চম্পট দেয় ওই যুবক। প্রতিবেশীরা ছুটে এসে ওই নাবালিকাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে গ্রাম লাগোয়া পশ্চিমবঙ্গের বহরমপুরে নিয়ে যাওয়া হয়। গত কাল রাত থেকে পুলিশ ওই গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বছর একুশের ওই যুবককে গ্রেফতার করেছে। পাকুড়ের এসপি শৈলেন্দ্রপ্রসাদ বর্ণওয়াল বলেন, "ওই মেয়েটির বয়ান অনুযায়ী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।" এ দিকে চাতরার নাবালিকা দলিতকে পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত ধানু ভুঁইয়াকে গত কাল রাতে হ

২২ বছর পরে বিয়ে রাজস্থানের রাজঘাটে

Image
এক দশকেরও বেশি সময় সানাই শোনেনি কেউ। রাজস্থানের ঢোলপুরের গ্রামটি থেকে গত সপ্তাহে বরযাত্রীরা যখন বেরোলেন, সে রেকর্ড শেষমেশ ভাঙল। বরের মুখে হাসি ফুটল। ১৯৯৬ সালের পরে ফের গোটা গ্রাম বরণ করল আর এক নতুন বৌমাকে। বর ২৩ বছর বয়সি পবন কুমার। বৌ মধ্যপ্রদেশের। ঢোলপুরের রাজঘাট গ্রামে মেয়ের বিয়ে দিতে এত দিন কোনও মা-বাবাই রাজি হতেন না। ঢোলপুর থেকে ৫ কিলোমিটার দূরের গ্রামে কাঁচা মাটির ঘরগুলোয় মাত্র ৩৫০ লোকের বাস। চম্বল নদীর ধারে ছোট ধুলোভরা এ গ্রামে রাস্তা নেই। বিদ্যুৎ নেই। জলের লাইনও তথৈবচ। চিকিৎসার ন্যূনতম পরিষেবা নেই। সূর্য ডুবলে গোটা গ্রাম অন্ধকার। মাত্র একটি সরকারি প্রাথমিক স্কুলে গুটিকয় পড়ুয়া। গ্রামের ১২৫ মহিলার মধ্যে নিজের নাম ঠিক করে লিখতে পারেন শুধু দু'জন। এঁরা কেউ জীবনে টিভি বা ফ্রিজ দেখেননি। গত ২২ বছরে তাই এ গ্রামে মেয়ে পাঠানোর কথা ভাবতে পারেননি কেউ। তা হলে পবন কুমারের এই সৌভাগ্য হল কী করে? ঢোলপুরের বাসিন্দা এবং জয়পুরের সোয়াই মান সিংহ মেডিক্যাল কলেজের এমবিবিএস ছাত্র অশ্বিনী পরাশরের দৌলতে ছবিটা পাল্টাচ্ছে। গ্রামের দুর্দশা নিয়ে রাজস্থান হাইকোর্টে গত বছর একটি জনস্বার্থ মামলা দায়ের করেন তি

বিয়ে ‘অবৈধ’ হলেও ১৮-উত্তীর্ণের লিভ-ইনে সায় কোর্টের

Image
প্রাপ্তবয়স্ক যে কোনও যুগলের 'লিভ টুগেদার' করার অধিকার রয়েছে। আজ একটি মামলার রায় প্রসঙ্গে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।    ছেলের বয়স একুশের কম। তাই বিয়ে 'অবৈধ', রায় দিয়েছিল কেরালা হাইকোর্ট। রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন 'পাত্র' নন্দকুমার। সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ বলেছে, বিয়ে অবৈধ হলেও কোনও প্রাপ্তবয়স্ক যুগল একসঙ্গে থাকতেই পারেন। সেই অধিকার তাঁদের আছে। আদালতের মতে, এই ধরনের লিভ-ইন সম্পর্ককে গার্হস্থ্য হিংসা রোধ আইন (২০০৫)-এর আওতায় স্বীকৃতিও দেওয়া হয়েছে। বাল্য বিবাহ (রোধ) আইনে বলা হয়েছে, বিয়ের সময়ে পাত্রীর বয়স অন্তত ১৮ এবং পাত্রের বয়স অন্তত ২১ বছর হতে হবে। তুষারের সঙ্গে যখন নন্দকুমারের বিয়ে হয়, তখন দু'জনেই প্রাপ্তবয়স্ক হলেও ছেলেটির বয়স ২১ হয়নি। আগামী ৩০ মে নন্দকুমারের ২১ বছর পূর্ণ হবে।  নন্দকুমারের বিরুদ্ধে মামলা করেন তুষারের বাবা। কেরালা হাইকোর্ট বিয়েটিকে অবৈধ ঘোষণা করে নির্দেশ দেয়, নন্দকুমার নয়, তুষারকে থাকতে হবে তাঁর বাবার সঙ্গেই। কারণ বাবাই তাঁর অভিভাবক। তখন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে

ডিসেম্বরে গাঁটছড়া বাঁধবেন মুকেশ-কন্যা ঈশা

Image
এ বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যমজ ভাইবোন দু'জনেই। রিলায়্যান্স কর্ণধার মুকেশ অম্বানীর ছেলে আকাশের পরে এ বার মেয়ে ঈশাও শীঘ্র বিয়ে করবেন বলে জানা গিয়েছে রবিবার। শিল্পপতি অজয় এবং স্বাতী পিরামলের ছেলে আনন্দ, হবু বর। বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে আকাশ এবং তাঁর বাগদত্তা শ্লোক মেটার চার-হাত এক হওয়ার আগেই হয়তো বিয়ে হয়ে যাবে ঈশা-আনন্দের। আকাশদেরও বিয়ের কথা ডিসেম্বরের গোড়াতেই। মহাবলেশ্বরের একটি মন্দিরে দীর্ঘদিনের বন্ধু ঈশাকে সম্প্রতি প্রোপোজ করেন আনন্দ। তার পরে সে খবর পৌঁছয় দুই পরিবারে। দুই পরিবারের মধ্যে সম্পর্কও চার দশকের। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করে আনন্দ বর্তমানে পিরামল এন্টারপ্রাইজ-এর এগজিকিউটিভ ডিরেক্টর। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনাও করেছেন। বিজনেস স্কুল থেকে পাশ করে দু'টি স্টার্টআপ তৈরি করেছেন তিনি। একটি স্বাস্থ্য সংক্রান্ত, 'পিরামল স্বাস্থ্য' ও অন্যটি জমি-বাড়ি নিয়ে, 'পিরামল রিয়ালটি'। দু'টিই এখন চারশো কোটি ডলারের পিরামল এন্টারপ্রাইজ-এর অংশ। গ্রামীণ স্বাস্থ্য সংস্থা 'পিরামল স্বাস্থ্য' দিনে ৪০ হাজার রোগীর

‘অন্য ঝান্ডা টাঙাবে কে? পিটিয়ে ছাল তুলে দেবে না?’

Image
ছোট্ট পান-বিড়ির দোকান। মাথায় পতপত করে উড়ছে তৃণমূলের জোড়াফুল ছাপানো ঝান্ডা। যে দিকে চোখ যায়, আরও কিছু ফুল হাওয়ায় দোল খাচ্ছে গাছের ডালে, রাস্তার পাশে লাইট পোস্টে, মোড়ের মাথায় মাচার আবডালে। নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলা ২ গ্রাম পঞ্চায়েত এলাকা। পঞ্চায়েতের ২৬টি আসনের মধ্যে ২২টিতে প্রার্থী দিয়েছে সিপিএম। বিজেপিও তা-ই। কিন্তু যে দিকে চাও, কাস্তে-হাতুড়ি বা পদ্ম-টদ্ম চোখেই পড়বে না। ঝান্ডায় না, দেওয়ালেও না। "অন্য ঝান্ডা টাঙাবে কে? পিটিয়ে ছাল তুলে দেবে না?" — চারপাশ দেখে নিয়ে নিচু গলায় বলেন বগুলা বাজারের দোকানি। একেবারেই নেই, তা বলা যাবে না। ২৯ ও ৩০ নম্বর বুথে কয়েকটা গেরুয়া ঝান্ডা নতমুখে ঝুলছে। আর ৩৭ নম্বর বুথে সিপিএম প্রার্থীর বাড়ির সামনে গাছে উড়ছে গোটা তল্লাটের একমাত্র রক্তপতাকা। খানিক দূরে নিমের ছায়ায় তৃণমূলের অফিস। চায়ের ভাঁড়ে একটা চুমুক দিয়ে দলের জেলা পরিষদ প্রার্থী এবং ব্লক সভাপতি কল্যাণ ঢালি বলছেন, ''এতই যদি সন্ত্রাস, তা হলে বাইশ-তেইশটা আসনে বিরোধীরা প্রার্থী দিল কি করে শুনি!''  প্রার্থীর নাম অনিমা বিশ্বাস, বয়স একষট্টি। সিপিএমের জেলা কমিটির সদস্য মৃণাল বিশ

‘কী ভাবে দেহ পেতে হয়, তা জানতেই তিন দিন লাগল’

Image
সৎকার দূর, হাসপাতাল থেকে বাড়িতে দেহ নিয়ে আসার সামর্থ্যটুকুও স্বামীর নেই। তাই চার দিন মর্গেই পড়েছিল এক শবর মহিলার দেহ। শেষে এক স্কুল শিক্ষকের উদ্যোগে দেহ গেল বেলপাহাড়ির ধবাকাচা গ্রামে। বেলপাহাড়ির শিমূলপাল পঞ্চায়েতের ধবাকাচার তরুণী সুজিতা শবর (১৯) রান্না করার সময় গত ২৫ এপ্রিল অগ্নিদগ্ধ হন। খাটিয়ায় চাপিয়ে কাঁধে করেই সুজিতাকে ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান শ্বশুরবাড়ির লোকেরা। পরে স্বাস্থ্যকেন্দ্র থেকেই অ্যাম্বুল্যান্সে সুজিতাকে আনা হয় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তাঁর স্বামী কানাই দিনমজুর। যৎসামান্য রোজগার। দু'বেলা খাবারের সংস্থান করতেই টাকা ফুরিয়ে যায় তাঁর। হাসপাতাল সূত্রের খবর, গত ২ মে সকালে সুজিতার মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। সুরতহাল ও ময়নাতদন্তের পরে দেহ ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে ঢুকিয়ে দেওয়া হয়। স্ত্রীর মৃতদেহ পেতে এর  পর হাসপাতালের বিভিন্ন বিভাগে ঘুরতে থাকেন কানাই। তিনি জানান, হাসপাতাল থেকে তাঁকে বলা হয়েছিল, মর্গের বিষয়টি প্রশাসন দেখে। শবর সংগঠনের নেতাদের দ্বারস্থ হন কানাই। কিন্তু আগুনে পোড়া ঘটনায় জড়াতে চাননি কেউই। পুলিশ জানিয়ে

‘তোমাদের আঘাত দিয়ে থাকলে ক্ষমা করে দিয়ো, কিন্তু ফিরতে পারব না’

Image
উধাও হয়ে গিয়েছিলেন শুক্রবার। তাঁকে খুঁজে বার করার দাবিতে উত্তাল হয়েছিল কাশ্মীর বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহম্মদ রফি বাটের মোবাইলের সূত্র ধরেই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে হিজবুল জঙ্গিদের ডেরায় পৌঁছে গেল যৌথ বাহিনী। সদ্য হিজবুলে যোগ দেওয়া অধ্যাপক বাটকে আত্মসমর্পণে রাজি করাতে পারেননি তাঁর পরিবারের সদস্যেরাও। ফোনে বাবা, মা, ভাই, স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ''তোমাদের আঘাত দিয়ে থাকলে ক্ষমা করে দিয়ো। কিন্তু আত্মত্যাগের পথ ছেড়ে ফিরতে পারব না।'' দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে ওই সংঘর্ষে নিহত হয়েছে আরও চার জঙ্গি। তাদের মধ্যে রয়েছে হিজবুল কম্যান্ডার সাদাম পাদের। বাহিনী-জনতা সংঘর্ষে নিহত হয়েছেন ছ'জন স্থানীয় বাসিন্দা। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে সমাজবিদ্যার শিক্ষক বছর চৌত্রিশের মহম্মদ রফি বাটের বা়ড়ি গান্ধেরবাল জেলার চুনডিনা গ্রামে। ধর্মের প্রতি অনুরাগ থাকলেও মৌলবাদ বা জঙ্গি সংগঠনের প্রতি তাঁর আকর্ষণের কথা জানা ছিল না কারও। ২০১৫ সালে বিয়ে করেছিলেন তিনি। পোড়া-বসত: এই বাড়িতে ঘাঁটি গেড়ে গুলি চালাচ্ছিল জঙ্গিরা। সংঘর্ষ শেষে পড়শিদের উঁকিঝুঁকি। র