কর্ণাটক ভোটে ৩৯১ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা


বেঙ্গালুরু: কর্ণাটক ভোটের অধিকাংশ লড়াকু প্রার্থীই ফৌজদারী মামলায় অভিযুক্ত৷ এডিআর-এর সমীক্ষায় উঠে আসছে এই চাঞ্চল্যকর তথ্য৷ অ্যাসোসি৷য়েশন ফর ডেমোক্রেটিক বা এডিআর-এর সমীক্ষা বলছে,কর্ণাটক ভোটের ৩৯১ প্রার্থীর বিরুদ্ধে চলছে ফৌজদারী মামলা৷ এর মধ্যে শীর্ষে বিজেপি৷ বিজেপির ২২৪ প্রার্থীর মধ্যে ৮৩ জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা ঝুলছে৷ বিজেপির পিছনেই রয়েছে কংগ্রেস৷ ২২০ প্রার্থীর ৫৯ জনই ফৌজদারী মামলায় অভিযুক্ত৷

তালিকায় রয়েছে জনতা দলও৷ ১৯৯ প্রার্থীর ৪১ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারী মামলা৷ বেসরকারি সংস্থা এডিআর সমীক্ষায় স্পষ্ট, ২০১৮-র নির্বাচনে কর্ণাটকের ৩৯১ প্রার্থী ফৌজদারী মামলায় অভিযুক্ত৷ ২০১৩ সালে সংখ্যাটা ছিল ৩৩৪৷

কর্ণাটক বিধানসভা নির্বাচেন মোট প্রার্থী সংখ্যা ২,৫৬০৷ এর মধ্যে ৩৯১ প্রার্থীই যদি খুন বা বিভিন্ন অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত হন, তাহলে ভোটের ভারসাম্য নিয়ে বড় প্রশ্নের মুখেই কর্ণাটক৷ কারণ, বিজেপির ৫৪, কংগ্রেসের ৩২, জনতা দলের ২৯ প্রার্থীর বিরুদ্ধেই অভিযোগ গুরুতর৷ এর মধ্যে কয়েকজনের দোষ প্রমাণ হলে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে৷ এই পরিস্থিতিতে কর্ণাটকের জনতার কাছে ভোট দেওয়াটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে৷