Posts

Showing posts from September 6, 2018

নীরব মোদীর সংস্থার সিইও-র বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি ইন্টারপোলের

Image
নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদীর সংস্থার সিইও মিহির বনশালীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। তাঁর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। রেড কর্নার নোটিস জারি হওয়ায় যে কোনও দেশেই গ্রেফতার করা যেতে পারে মিহিরকে। কিছুদিন আগে নীরবের বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধে এবার মিহিরের বিরুদ্ধেও একই নোটিস জারি করা হল। ইন্টারপোল সূত্রে খবর, ইডি-র সন্দেহ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, হংকং, চিন বা সংযুক্ত আরব আমিরশাহীতে লুকিয়ে থাকতে পারেন মিহির। তবে ইন্টারপোলের ১৯২টি সদস্য দেশকেই তাঁর বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনও দেশে তাঁকে দেখতে পাওয়া গেলেই গ্রেফতার করা হবে।

বাংলায় ২০টি ব্রিজের মেয়াদ উত্তীর্ণ, ঘটতে পারে দুর্ঘটনা, রিপোর্ট পেয়েই জানালেন মুখ্যমন্ত্রী

Image
মাঝেরহাটের ব্রিজ ভাঙার পর উচ্চ পর্যায়ের বৈঠকে বেরিয়ে এল রাজ্যের অন্তত ২০টি ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ। রক্ষণাবেক্ষণ থেকে তৈরি নানা ইস্যুতে গলদ রয়েছে। যার ফলে তা থেকে যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশেষজ্ঞদের যে রিপোর্ট হাতে এসেছে তাতে একথাই উঠে এসেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সাঁতরাগাছি ব্রিজ, উল্টোডাঙ্গা ব্রিজ, বেলগাছিয়া ব্রিজগুলি দুর্বল হয়ে গিয়েছে। সারা রাজ্যে এমন অন্তত ২০টি ব্রিজ রয়েছে। যেগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে জানতে পেরেছে সরকার। ঢাকুরিয়া ব্রিজ, চিংড়িহাটা ব্রিজ, শিয়ালদহ ব্রিজ রয়েছে তাতে। এগুলির রক্ষণাবেক্ষণের সমস্যা রয়েছে। মেরামতির সমস্যা রয়েছে। কোনও কোনও ব্রিজের মেরামতির সুযোগ সরকার পাচ্ছে না। শিয়ালদহ ব্রিজে যেমন নিচে বাজার বসে গিয়েছে। চেষ্টা করেও বিক্রেতাদের সরানো যাচ্ছে না। সরকার তাদের সাময়িক পুনর্বাসন দিয়ে ব্রিজটি মেরামত করবে। বহু ব্রিজে নানা ধরনের ত্রুটি রয়েছে। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট হাতে এলেই সরকার ব্যবস্থা নেবে। মাঝেরহাট ব্রিজ কাণ্ডে যারা দোষী তাদের সরকার কড়া শাস্তি দেবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে এদিন যেকথা মুখ্যমন্ত্রী বললেন তাতে রাজ্যের ব

ধার করে কেনা ২০০ টাকার লটারির টিকিটে ১.৫ কোটি টাকার জ্যাকপট !

Image
চণ্ডীগড়: আপনি শিরোনাম পড়ে চমকে উঠছেন ! কিন্তু এ ঘটনা সত্যিই ঘটেছে পঞ্জাবের এক শ্রমিকের সঙ্গে ৷ যিনি ঠাকুরের নাম করে মাত্র ২০০ টাকা দিয়ে (হ্যাঁ, এখন তাঁর কাছে এই ২০০ টাকা মাত্রই বটে ) একটি লটারি কেটে জিতে নিলেন একেবারে জ্যাকপট ৷ ২০০ টাকা খরচ করে পকেটে পুরলেন ১.৫ কোটি টাকা ! একটি ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, পঞ্জাবের সঙ্গুর জেলার শ্রমিক মনোজ কুমার এক বন্ধুর কাছ থেকে ২০০ টাকা ধার করে একটি লটারির টিকিট কেটেছিল ৷ যার প্রথম পুরস্কার ১.৫ কোটি টাকা ৷ মনোজের কাছে যে লটারিটি রয়েছে তা রীতিমতো ভুলেই গিয়েছিল মনোজ কুমার ৷ হঠাৎ মনে পড়ায় নাম্বার মিলিয়ে দেখতেই কপালে জোটে বরাত ! মনোজের ভাগ্যে জোটে জ্যাকপট অর্থাৎ ১.৫ কোটি টাকা ৷ গোটা ব্যাপারটায় এখন হতভম্ব অবস্থা মনোজের ৷ সংবাদমাধ্যমকে মনোজ জানিয়েছেন, 'বিশ্বাস হচ্ছে না ! হতবাক লাগছে ৷ '

যে দেশগুলিতে হোমোসেক্স অপরাধ নয়, যুক্ত হচ্ছে ভারতও! তালিকা বাড়ছে...

Image
তবে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে বিশ্বের যে ২৬টি দেশে সমকাম বৈধ, সেই দেশগুলির সঙ্গে যোগ হল ভারতও৷ নয়াদিল্লি: বিশ্বের সব দেশে কিন্ত‌ু আইন বৈধতা পায়নি সমকাম৷ তাই শুধু ভারতের ক্ষেত্রেই ব্যাতিক্রম, এমন ভাবার কোনও কারণ নেই৷ তবে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে বিশ্বের যে ২৬টি দেশে সমকাম বৈধ, সেই দেশগুলির সঙ্গে যোগ হল ভারতও৷ সেই ২৬টি দেশ হল, নেদারল্যান্ডস (২০০০), বেলজিয়াম (২০০৩), স্পেন (২০০৫), কানাডা (২০০৫), দক্ষিণ আফ্রিকা (২০০৬), নরওয়ে (২০০৮), সুইডেন (২০০৯), মেক্সিকো (২০০৯), আইসল্যান্ড (২০১০), আর্জেন্টিনা (২০১০), পর্তুগাল (২০১০), উরুগুয়ে (২০১৩), ডেনমার্ক (২০১২), ব্রাজিল (২০১৩), ইংল্যান্ড (২০১৩), নিউ জিল্যান্ড (২০১৩), ফ্রান্স (২০১৩), লুক্সেমবার্গ (২০১৪), স্কটল্যান্ড (২০১৪), গ্রিনল্যান্ড (২০১৫), আয়ারল্যান্ড (২০১৫), মার্কিন যুক্তরাষ্ট্র (২০১৫), ফিনল্যান্ড (২০১৫), কলম্বিয়া (২০১৬), অস্ট্রেলিয়া (২০১৭), মালটা (২০১৭) ও জার্মানি (২০১৭)৷ ভারতীয় দন্ডবিধির ৩৭৭ ধারা অনুযাইয়ী সমকামিতা বা দুটি সমকামী মানুষের মধ্যে যৌন সম্পর্ক আইনসম্মত ছিল না। এমনকী ১০ বছরের কারাদন্ডও হতে পারত ।

মেয়ে দেখতে এসে পাত্রীর টাকা, মোবাইল নিয়ে চম্পট দিল হবু বর।

Image
বিয়ের সম্বন্ধ করতে এসে কেপমারির অভিযোগ। বিয়ের জন্য মেয়ে দেখতে এসে পাত্রীর বাড়ি থেকে টাকা হাতিয়ে চম্পট দিল হবু-বর। যাওয়ার সময় হবু-স্ত্রীর দামী মোবাইলটিও পকেটস্থ করেছে অভিযুক্ত যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরের আট নম্বর ওয়ার্ডের নারুয়া এলাকায়।। অভিযোগ, পাত্র ও তার মাসিকে বসতে দিয়ে পাত্রীর মা বাড়ির ভিতরে যেতেই কুকর্ম সারে অভিযুক্তরা। তারপর মিষ্টি খেয়ে চম্পট দেয়। এই ঘটনায় চন্দননগর থানায় চুরি ও প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পাত্রীর অভিভাবকদের যে ঠিকানা দেওয়া হয়েছিল। সেটি ভুয়ো। বারাকপুরের সংশ্লিষ্ট ঠিকানায় অভিযুক্ত পাত্রের বাড়ি নেই। এবার ফোন নম্বরের সূত্র ধরে প্রতারক যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে। অনেকদিন থেকেই মেয়ের বিয়ের কথা চলছিল। ওই যুবক নিজেকে পাত্র পরিচয় দিয়ে ফোন করে। বুধবার সন্ধ্যায় মাসিকে সঙ্গে নিয়ে মেয়েকে দেখতে আসে। মেয়েকে দেখানোর পর অতিথি অভ্যাগতদের জন্য জলখাবারের ব্যবস্থা ছিল। মেয়ের সঙ্গে আলাপপর্ব সারা হলে পরিজনরা বাড়ির ভিতরে চলে যান। অভিযোগ, সেই সুযোগেই আলমারি খুলে পাঁচ হাজার টাকা ও পাত্

টাকা চাইতে গিয়ে বিবাদ, বাবাকে বটির কোপ ছেলের!

Image
দক্ষিণ ২৪ পরগনা: কলেজে পড়ার টাকা চাইতে গিয়ে মদ্যপ বাবার সঙ্গে বচসায় জড়ালো ছেলে। টাকার দাবি শুনে গালিগালাজ করতেই রাগের মাথায় বাবাকে বঁটির কোপে বসিয়ে দিল ছেলে। এমনটাই অভিযোগ উঠেছে ছেলে প্রলয় অধিকারীর বিরুদ্ধে। আক্রান্ত জয়দেব অধিকারীকে ক্যানিং হাসপাতালে ভরতি করা হয়েছে। যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ আক্রান্তের স্ত্রী বুবুন অধিকারী। তাঁর পালটা অভিযোগ, বচসার জেরে পড়ে গিয়ে মাথা ফেটেছে প্রকৃত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের পূর্ব পিয়ালিতে।   পুলিশ জানিয়েছে, পেশায় বিদ্যুতের মিস্ত্রি জয়দেববাবু প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। বুধবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও ছেলে মেয়েদের মারধর করতে শুরু করেন। সেই সঙ্গে কটূক্তিও চলছিল। এই সময়ই বড় চেলে প্রলয় বাবার কাছে কলেজের মাস মাইনে চাইতে আসে। অভিযোগ, প্রলয়কেও গালিগালাজ করতে থাকেন জয়দেববাবু। সেই সময় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়। যদিও হাসপাতালে চিকিৎসাধীন জয়দেব অধিকারীর দাবি, ছেলে তাঁকে বঁটির কোপ মেরেছে। এদিকে স্বামীর এই দাবি মানতে নারাজ স্ত্রীও।

ভারতে আকাশে উড়তে পারে উব‌্‌র এই ট্যাক্সি!

Image
যানজটে নাজেহাল হবার দিন শেষ হল বলে। কারণ খুব শিগগির বাজারে আসছে উড়ন্ত ট্যাক্সি। সৌজন্যে অ্যাপ ক্যাব সংস্থা উব‌্‌র। বুধবার নয়া উদ্যোগের কথা ঘোষণা করেছে তারা। ২০২৩-এর মধ্যে এই পরিষেবা চালু হবে। প্রাথমিক পর্যায়ে তিনটি শহরে এয়ার ট্যাক্সি চালু হবে। যার মধ্যে প্রথম দুটি শহর, মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস এবং লস অ্যা়ঞ্জেলেস। পরে তা নিয়ে যাওয়া হবে বিদেশের আর একটি  শহরে। তার জন্য ভারত, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ফ্রান্স- এই পাঁচটি দেশকে শর্টলিস্ট করেছে উব‌্‌র। আলাপ আলোচনার পর তাদের মধ্যে থেকে যে কোনও একটি দেশের  নির্দিষ্ট একটি শহরকে বেছে নেওয়া হবে। ভারতের ক্ষেত্রে মু্ম্বইকেই অগ্রাধিকার দিচ্ছে উব‌্‌র কর্তৃপক্ষ। তাদের দাবি, মুম্বইয়ের মতো যানজটপূর্ণ শহরে এয়ার ট্যাক্সি চালু করতে পারলে, যাতায়াতের সময় প্রায় ৯০ শতাংশ কমানো যাবে। উব‌্‌র এভিয়েশন  প্রকল্পের মুখ্য অধিকর্তা এরিক অ্যালিসন বলেন, শহরের পশ্চিমে ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে দক্ষিণ মু্ম্বইয়ের চার্চগেট পৌঁছতে বর্তমানে ১০০ মিনিট সময় লাগে। এয়ার ট্যাক্সি চালু হলে মাত্র ১০ মিনিটে ওই দূরত্ব পেরনো যাবে। এয়ার ট্যাক্সি পরিষেবা নিয়ে একটি ডিজিটাল প

প্রেমিককে বিয়ে করতে মেয়েকে খুন করে ম্যানহোলে লোপাট করেছিল মা!

Image
প্রেমিককে বিয়ে করতেই নিজের মেয়েকে খুন করেছিল মা! শ্যামবাজারের শ্যামলাল স্ট্রিটের ম্যানহোল থেকে উদ্ধার পচাগলা শিশুর দেহ নিয়ে তদন্তের নেমে এমনই তথ্য পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার মৃত শিশু জবার মা মণি দাসকে পুলিশ গ্রেফতার করেছে। ধরা পড়েছে মণির প্রেমিক সোমনাথ সর্দার। পুলিশ সূত্রের খবর, দু'জনেই তাদের অপরাধ স্বীকার করেছে। প্রেমিককে সঙ্গে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে গলা টিপে খুন করে মণি দাস। তার পর রাতের অন্ধকারে ম্যানহোলে দেহটি ফেলেও দেয়। যাতে কারও সন্দেহ না হয়। শুধু তাই নয়, মেয়েকে পাওয়া যাচ্ছে না রটিয়ে দিয়ে কান্নাকাটিও জুড়ে দিয়েছিল মণি। এমনকি, নিজেই উল্টোডাঙ্গা থানায় নিখোঁজের ডায়েরিও করেছিল। কেন এমন ঘটনা ঘটাল মণি? ফুটপাতের বাসিন্দা মণি সম্প্রতি বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। প্রেমিক সোমনাথ তার চেয়ে বয়সে ছোট। তাতে কী? দু'জনে মনস্থির করেন, বিয়ে করবেন। কিন্তু পথের কাঁটা হয়ে দাড়িয়েছিল মণির আড়াই বছরের শিশু জবা। কিছু দিন আগেই জবা নিখোঁজ হয়ে যায়। সে সময় পরিবারের সদস্যদের নিয়ে মেয়েকে হন্যে হয়ে খুঁজে বেড়াতেও দেখা গিয়েছে মণিকে। কিছু দিন আগেই ম্যানহোলের ভিতর থেকে জবার দেহ পাওয়া যায়।

এক নজরে কি এই ৩৭৭ ধারা ?

Image
নয়াদিল্লি: সময়টা ১৮৬২ সাল৷ তৈরি হল ৩৭৭ ধারা৷ যে ধারা অনুযায়ী প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধাচারণ করে যদি কেউ যৌন সংসর্গে লিপ্ত হন, তাহলে তা অপরাধ৷ এক কথায় সমকামিতা আইনের চোখে অপরাধ৷ দেড়শো বছরেরও বেশি পুরোনো এই নিয়মের পরিবর্তন হয়ত অবশ্যম্ভাবী ছিল৷ তবে লড়াইয়ের পথটা মোটেও সহজ ছিল না৷ কি ছিল এই ৩৭৭ ধারায়? বলা হয়েছিল কেউ যদি প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে পুরুষ, নারী বা জন্তুদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন, তবে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। একইসঙ্গে তাঁকে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা৷ এমনকী ধারায় বলা হয়েছে কোনও পুরুষ বা মহিলা একই লিঙ্গের কারও সঙ্গে যৌন সংসর্গ করলে, তাও অপরাধ বলে গণ্য করা হবে৷ সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্কও এই ধারার চোখে অপরাধ৷   কিন্তু কেন তৈরি হয়েছিল এই ধারা? বিশেষজ্ঞদের মতে পশ্চিমী দেশগুলিতে সমকামিতার প্রভাব বেশি ছিল সেই সময়েও৷ তা রুখতেই তৈরি করা হয় ৩৭৭ ধারা৷ ১৮৬২ সালের এই ধারা অনুযায়ী সমকামীদের হেনস্থা ও অপদস্থ হতে হত বলে অভিযোগ ছিল৷ এখন যেহেতু এই ধারা আর কার্যকর রইল না, এবার সমকামিতা আর অপরাধ বলে গণ্য করা হবে না৷ সমকামিতা অপ

বাড়বে সামাজিক সমস্যা সঙ্গে নানান জটিলতা, ৩৭৭ প্রসঙ্গে সুব্রহ্মণ্যম স্বামী

Image
নয়াদিল্লি: ঐতিহাসিক রায়ে সমকামিতাকে আইনি স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট । সমকামি সম্পর্কে জড়িত দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তাকে অপরাধের তকমা দেওয়া যাবে না, জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত । দেশজুড়ে খুশির হাওয়া । সোশ্যাল মিডিয়া ভাসছে শুভেচ্ছাবার্তা । কিন্তু এর মধ্যেই এই রায় নিয়ে 'হতাশা' প্রকাশ করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী । তিনি জানিয়েছেন এই রায় চূড়ান্ত নয় । পাঁচজন বিচারপতির এই রায় অত্যন্ত সহজেই খারিজ করে দিতে পারে সাত বিচারপতির ডিভিশন বেঞ্চ । এই রায়ের ফলে ব্যাপক সামাজিক সমস্যার সৃষ্টি হবে, এমনকী যৌন রোগের প্রকোপও বাড়বে মন্তব্য করেছেন স্বামী । ৩৭৭ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করার ফলে বিদেশী ঢঙে সমকামি বার তৈরি হবে যার ফলে তৈরি নানা সমস্যা। সমকামিতা সামাজিক ভাবে কখনোই গ্রহণযোগ্য নয়, মত স্বামীর। সমকামিতাকে জিনগত সমস্যার আখ্যাও দিয়েছেন তিনি। যদিও এদিনের রায়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র জানিয়েছেন পুরনো ধ্যান ধারণা পরিবর্তন করা অত্যন্ত জরুরী। সামাজিক বৈষম্যের ফলে এলজিবিটি সম্প্রদায়ের মানুষ প্রতিনিয়ত যেসব সমস্যার সম্মুখীন হন, তা কখনোই কাম্য নয় । কিন্

ম্যানহোলে মিলল ৩ বছরের শিশুর দেহ, ধৃত মা ও প্রেমিক

Image
কলকাতা: শিশু খুনে ধৃত মা ও প্রেমিক। উলটোডাঙায় ম্যানহোলে শিশুকন্যার দেহ উদ্ধার। গ্রেফতার শিশুটির মা ও তার প্রেমিক। ৩ বছরের শিশুরদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার। শিশুর মাকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। শিশুকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেছেন তিনি। প্রেমিককে দিয়ে খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল । এমনটাই পুলিশের কাছে জানিয়েছেন শিশুর মা । প্রেমিক সোমনাথ সরদারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিশুটির মা । তিন বছরের শিশুকন্যাকে মেনে নিতে আপত্তি ছিল সোমনাথের। তাই নিজের মেয়েকে খুনের ছক কষে দু'জনে মিলে। জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় ধৃত মহিলা।

গার্হস্থ্য হিংসার অন্য রূপ, স্বামীকে খুন করে ঝুলিয়ে দিল স্ত্রী!

Image
বনিবনা না হওয়ায় স্বামীকে খুন করে ঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এই ঘটিনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের তিলহান গ্রামে।  দেহ উদ্ধারে গেলে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এতদিন সংবাদ শিরনামে থাকত স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনা একদমই উলটো চিত্র। চার বছর আগে বিয়ে হয়েছিল তিলহান গ্রামের বাসিন্দা রিয়াজউদ্দিন সরকারে।বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা না হওয়া দুজনের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, সেই বিবাদের জেরে স্বামী রিয়াজউদ্দিনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল স্ত্রীর পরিবারের সদস্যরা।  রায়গঞ্জ থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা  সত্ত্বেও পুলিশ কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। উলটে রিয়াজউদ্দিনের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। অভিযোগ বিবাদ মেটাতে স্ত্রীর বাড়ির লোকেরা তার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল বলে অভিযোগ। সেই টাকা দিতে না পারায় বুধবার রাতে স্ত্রীর আত্মীয়রা ঘরে ঢুকে রেয়াজউদ্দিনের হাত পা বেঁধে খুন করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে পরিবারে লোকেরা তার ঝুলন্ত দেহ দেখতে পান।  খবর

ফেসবুকে ঘৃণা! প্রতি ৪ জনে ১ জন করে ডিলিট করে দিচ্ছেন মার্ক জুকারবার্গের সোশ্যাল মিডিয়া

Image
ফেসবুকের বাড়বাড়ন্তে বিতর্কের শেষ নেই। মার্ক জুকারবার্গের এই বিখ্যাত সোশ্যাল মিডিয়াকে ধিক্কার জানানো লোকের অভাব নেই। তার উপরে ফেসবুকের থেকে তথ্য পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। এমনকী ফেক নিউজ ও ফেক প্রোফাইল নিয়ে জর্জরিত ফেসবুক। এই পরিস্থিতিতে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। তাতে দাবি করা হয়েছে প্রতি ৪ জনে অন্তত ১ জন তাঁদের মোবাইল থেকে ফেসবুকের অ্যাপ ডিলিট করে দিচ্ছেন। এতেও শেষ নয় পিউ রিসার্চের করা সমীক্ষায় প্রকাশ পেয়েছে আরও নানা চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে বড় কথা পিউ রিসার্চের এই সমীক্ষা এমন সময় সামনে এসেছে যখন ফেসবুকে-র আধিকারিককে হাজিরা দিতে হয়েছে মার্কিন সেনেটের প্যানেলের সামনে। ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ-কে বুধবার সেনেটের প্যানেলের সামনে হাজিরা দিয়ে বলতে হয়েছে যে কীভাবে তাঁরা তথ্যচুরি বা তথ্য প্রভাবিত করার বিষয়টিকে মোকাবিলা করছেন। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের মাধ্যমে বাইরের দেশ থেকে যেভাবে তথ্য প্রভাবিত করা হয়েছে তা আর যে ঘটবে না তার নিশ্চিয়তা দিতে হয়েছে শেরিল স্যান্ডবার্গকে। পিউ রিসার্চ সেন্টার যে সমীক্ষাকে সামনে এনেছে তাতে বলা হয়েছে, আমেরিকায়

১০ হাজার হাজার কোটির কোম্পানি অ্যামাজন! কটা শূন্য বুঝছেন তো

Image
বড় টাকার গল্প পড়তে বেশ লাগে, তাহলে এটা দেখুন মাথা ঘুরিয়ে দেবে অ্যামাজনের এক বছরের ব্যবসায়িক বৃদ্ধির হার শুনলে ওয়াশিংটন: Amazon.com, Inc.  -র মার্কেট ভ্যালু এবার ট্রিলিয়ন ডলারের সীমারেখাও পেরিয়ে  গেল ৷ বিশ্বের ইতিহাসে দ্বিতীয় কোম্পানি হিসেবে এই মাইলস্টোন পেরোল তারা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের Nasdaq স্টক এক্সচেঞ্জের খবর অনুযায়ি মঙ্গলবার সকালে যখন শেয়ার মার্কেট খোলে  তকন অ্যামাজনের স্টক ২০৫০.৫০ ডলার স্পর্শ করে ৷ আর এরই সঙ্গে ইতিহাস তৈরি হয়ে যায় ৷ এই মুহূর্তে অ্যাপেল একমাত্র কোম্পানি যারা ইতিমধ্যেই এই ট্রিলিয়ন মার্ক পেরিয়েছে ৷ আর সেই এলিট ক্লাবে এবার তাদের সঙ্গী হল অ্যামাজন ৷  শেষ ১২ মাস অর্থাৎ এক বছরে অ্যামাজনের স্বপ্নের উত্থান হয়েছে ৷ এই এক বছরে কোম্পানির গ্রোথ ১০৩ শতাংশ ৷ যার জেরে বেড়েছে ২৫০ বিলিয়ন ডলার ইকুয়িটি ভ্যালু ৷ যা ফেসবুকের মোট মার্কেট ৪৯৩.১৭ বিলিয়নের চেয়েও বেশি ৷  এমনটা আশা করা হচ্ছে ওয়েব সিরিজই অ্যামাজনের সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা হতে চলেছে ৷ ২০২০ সাল নাগাদ  ক্লাউড কম্পিউটিং, সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন সব কিছু থেকে ৪৫ বিলিয়ন ডলার রোজগার হবে অ্যামাজনের ৷ আর এই

সমকামিতা অপরাধ নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Image
ভারতবর্ষে সমকামিতা অপরাধ নয়। একমত হয়ে ঐতিহাসিক রায় দিলেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের আগের রায়ের বিরুদ্ধে গেল এই রায়। একই সঙ্গে ব্রিটিশ আমলের পুরনো আইনটিকে অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। রায় শুনিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের মন্তব্য, ''পুরনো ধ্যানধারণাকে বিদায় জানিয়ে সমস্ত নাগরিকদের  সমান অধিকার আমাদের দিতে হবে।'' বিচারপতি দীপক মিশ্রের সঙ্গে সহমত পোষণ করে একই বক্তব্য রেখেছেন অন্য চার বিচারপতিও। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, ''ব্যক্তিগত পছন্দ স্বাধীনতার অন্যতম শর্ত। ভারতীয় সংবিধানে এলজিবিটি গোষ্ঠীর সদস্যরা বাকিদের মত একই অধিকার পাওয়ার যোগ্য।'' ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার বিরুদ্ধে প্রথম আপত্তি জানায় স্বে‌চ্ছাসেবী সংস্থা নাজ ফাউন্ডেশন। ২০০১ সালে দিল্লি হাইকোর্টে ওই ধারাকে চ্যালেঞ্জ করে তারা। ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট রায় দেয়, সম্মতির ভিত্তিতে দুই প্রাপ্তবয়স্কের মধ্যে যৌন সম্পর্ক অপরাধ নয়। তাঁদের যৌন সম্পর্ক এ ক্ষেত্রে বিবেচনাযোগ্য বিষয়ই নয়। কারণ, যৌন পছন্দ যা-ই হোক না কেন, দুই প্রাপ্তবয়

প্রথম প্রতিষেধক মায়ের দুধ

Image
শিশুর স্বাস্থ্য নিয়ে সব মা-বাবারাই মারাত্মক চিন্তার মধ্যে থাকেন। অথচ জানেন কি, সদ্যোজাতকে জন্মের একঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ালে তা সন্তানের কাছে অমৃত হয়ে ওঠে? চিকিৎসকরা জানাচ্ছেন, জন্মের পরেই বাচ্চাকে মায়ের দুধ খাওয়ালে দুটি ঘটনা ঘটে— প্রথমত মায়ের ত্বকের সঙ্গে সরাসরি সংযোগ ঘটে এবং শিশু পায় 'কোলোস্ট্রাম'। কোলোস্ট্রাম-এ থাকে প্রচুর উপকারী খনিজ এবং পুষ্টি। শুধু তাই নয়, শিশুর পথম প্রতিষেধকও হল কোলোস্ট্রাম। এর ফলে বাচ্চাকে জন্মের পরেই দুধ খাওয়ালে, আগামী দিনে বহু প্রাণঘাতী সংক্রমণের সঙ্গে লড়াই করার ক্ষমতা তৈরি হয় বাচ্চার মধ্যে। কমবে শিশুমৃত্যুর হার। তাই জন্মের একঘণ্টার মধ্যে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো দরকার। এই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছরই পালিত হয় 'ব্রেস্ট ফিডিং সপ্তাহ'। চলতি বছরেও ১ থেকে ৭ আগস্ট সপ্তাহটি পালন করা হয়েছে দেশজুড়ে। এই রাজ্যেও 'কোলোস্ট্রাম' এবং সন্তানের ব্রেস্টফিডিং নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। নারী ও শিশুকল্যাণ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, ইউনিসেফ, বগস, এবং অন্যান্য কিছু সংস্থা একসঙ্গে সচেতনতামূলক কাজ করেছেন সারারাজ্যেই। নারী ও শিশুকল্যা

4G কভারেজে সারা দেশে কত নম্বরে কলকাতা?

Image
সারা দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে 4G নেটওয়ার্ক। শুরুতে শুধুমাত্র বড় শহরগুলিতে 4G পাওয়া গেলেও আজকাল গ্রমীন ভারতেও সহজেই মেলে হাই স্পিড এই মোবাইল নেটওয়ার্ক। তবে 4G নেটওয়ার্ক পাওয়ার বিষয়ে সারা ভারতে এক নম্বরে রয়েছে কলকাতা। শহরের 90 শতাংশ স্থানেই 4G পাওয়া যায়। এই তথ্য জানিয়েছে লন্ডনের ওয়্যারলেস কভারেজ ম্যাপিং কোম্পানি OpenSignal। সারা দেশে মোট 22 টি টেলিকম সার্কেলের মধ্যে এক নম্বরে রয়েছে কলকাতা। তবে দেশের বাকি 21 টি সার্কেলেও 80 শতাংশের বেশি স্থানে 4G নেওটওয়ার্ক পাওয়া যায় বলে জানানো হয়েছে। পাঞ্জাবে 89.2 শতাংশ, মধ্যপ্রদেশে 89.1 শতাংশ ও উড়িষ্যায় 89 শতাংশ স্থানে 4G নেটওয়ার্ক পাওয়া যায়। এই রিপোর্টে ভারতে 4G নেটওয়ার্কের বিশাল আগ্রগতির কথা বলা হয়েছে। এক বিবৃতিতে OpenSignal জানিয়েছে, "2018 সালের মে মাস থেকে 90 দিন ধরে ভারতের 22 টি সার্কেলে 4G নেটওয়ার্ক কেমন পাওয়া যায় তা নিয়ে সমীক্ষা শুরু করি। এই সমীক্ষায় এক নম্বরে রয়েছে কলকাতা। কলকাতার 90.7 শতাংশ স্থানে 4G" নেটওয়ার্ক পাওয়া যায়।" এপ্রিল মাসের সমীক্ষায় বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বাইকে হারিয়ে দেশে 4G কভারেজে এক নম্বর স্থান দখন করেছিল পাটনা। সে

আজ এই সহজ পদ্ধতিতে ফ্ল্যাশ সেলে কিনে ফেলুন Jio Phone 2

Image
হাইলাইট বৃহষ্পতিবার দুপুর 12টায় ফ্ল্যাশসেলে কেনা যাবে Jio Phone 2। Jio Phone 2 এর দাম 2,999 টাকা ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে বৃহষ্পতিবার দুপুর 12টায় ফ্ল্যাশ সেলে কেনা যাবে Jio Phone 2। এটি কোম্পানির লেটেস্ট ফিচারফোনের তৃতীয় ফ্ল্যাশ সেল। প্রথম দুটি সেলে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে Jio Phone 2 স্টক শেষ হয়ে গিয়েছিল। আজ দুপুর 12টায় কোম্পানির ওয়েবসাইট Jio..com থেকে কেনা যাবে Jio Phone 2। আগের দুই ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কেনার চেষ্টা করেও বিফল হলে দুপুর 12টার আগে Jio.com ওয়েবসাইটে লগ ইন করে রাখুন। এছাড়াও জলদি চেক আউটের জন্য নিজের অ্যাকাউন্টে ঠিকানা আগে থেকেই যোগ করে রাখুন। Jio Phone 2 এর দাম ও স্পেসিফিকেশান ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 6 সেপ্টেম্বর ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কেনা যাবে। আশা করা হচ্ছে ফ্ল্যাশ সেলে অর্ডারের বন্যা বয়ে যাবে। তাই শিপিং এ দেরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন টেক গুরুরা। ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহা

কম্পিউটারে হারিয়ে যাওয়া খুঁজে পাবেন কীভাবে?

Image
আমাদের প্রত্যেকের কম্পিউটারেই কয়েক লক্ষ ফাইল থাকে। শুধু হার্ড ড্রাইভ নয় ডাটা স্টোর থাকে ক্লাউড ড্রাইভেও। অনেকেই কাজের সময় প্রয়োজনীয় ফাইলের নাম ভুলে যান। অনেক ফাইল একসাথে রাখার জন্যই এই সমস্যা হয়। অথবা কোথায় গুরুত্বপূর্ণ ফাইলটি রাখা আছে তা মনে করতে মাথার চুল ছিঁড়তে হয়। কম্পিউটারে হারিয়ে যাওয়া ফাইল খুঁজে পেতে এই পদ্ধতি অনুসরন করুন। ১. স্পম্প্রতি সেভ করা ফাইল MS Office এ মম্প্রতি কোন ফাইল সেভ করলে তা Recent Documents এর মধ্যে থেকে যায়। কোন ফাইল সেভ করার সাথে সাথেই তা কোথায় সেভ করলেন মনে করতে না পারলে Recent Documents এ গেলে তা পেয়ে যাবেন। এর সাথেই ফাইল ওপেন করার সময়েও সম্প্রতি সেভ করা ফাইলের তালিকা দেখাবে। সেখান থেকে খুঁজে পেতে পারেন সম্প্রতি সেভ করা ফাইল। ২. ফাইলের নাম্ন দিয়ে সার্চ করা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোন ফাইলের সম্পূর্ণ নাম ভুলে গেলে ফাইলের নামের একটি অংশ টাইপ করে তা খুঁজে পেতে পারেন। ৩. ফাইল এক্সটেনশান দিয়ে সার্চ করা ফাইলের নাম না মনে পড়লে ফাইল এক্সটেনশান দিয়ে সার্চ করতে পারেন। একটি ফাইল কী ধরনের তা জানা যায় এই এক্সটেনশান দিয়ে। কোন ফাইলের নামের শেষ তিনটি অক্ষর সেই ফাইলের এক্স

ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার যুবক

Image
বছর উনিশের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বুধবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।  পুলিশ জানায়, অভিযুক্তের সঙ্গে ফেসবুকে আলাপ ওই তরুণীর। আলাপ থেকে ক্রমে বন্ধুত্ব গড়ে ওঠে। তারই সুযোগ নিয়ে সে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি প্রথমে পরিবারকে জানিয়েছিলেন, এক শিক্ষকের যৌন লালসার শিকার হয়েছেন। পরে, পুলিশি জিগ্যাসাবাদের সময় স্বীকার করেন, ক্লাসে ডুব দিয়ে এক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেই বন্ধুই তাঁকে ধর্ষণ করে।  সিসিটিভি'র ফুটেজেও একটি ছেলের সঙ্গে তাঁকে ঘুরতে দেখা যায়। এর পরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃত জেরায় কুকীর্তির কথা কবুল করে।

জটিল অস্ত্রপচারে সাফল্য, পেট কেটে বাদ দেয়া হল এড্রিনাল গ্রন্থির টিউমার

Image
বাঁকুড়া: লিভারের নিচে কিডনির উপরে টুপির মতো লেগে থাকা অ্যাড্রিনাল গ্রন্থি। পেট কেটে সেখানেই জটিল অস্ত্রোপচার করে বাদ দেওয়া হল টিউমার। বিরল অস্ত্রোপচারটি করলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসকরা। চিকিৎসা শাস্ত্রের ভাষায় এমন টিউমারকে বলা হয় অ্যাঞ্জিও মায়ো লাইপোমা। এ আবার যেমন তেমন টিউমার নয়। রীতিমতো রক্তজালিকা, পেশী আর ফ্যাটকোষ দিয়ে তৈরি হয় এই জাতীয় টিউমার। বিষ্ণুপুরের বাসিন্দা ৫৮ বছরের প্রৌঢ়া সরস্বতী কৈবর্তের পেটেই ছিল জটিল টিউমারটি। বুধবার সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসকরা টিউমারটি কেটে বাদ দিলেন। বর্তমানে সরস্বতীদেবী সুস্থ আছেন। এই প্রসঙ্গে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, "বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতাল। তারপরেও নিয়মকানুন সেই মান্ধাতা আমলের। অ্যানাস্থেসিয়া যন্ত্র দিয়ে এখনও অস্ত্রোপচার হয় এখানে। যা খুবই বিপজ্জনক। আমরা স্বাস্থ্য ভবনে অত্যাধুনিক অ্যানাস্থেসিয়া ওয়াক স্টেশন দেওয়ার জন্য আবেদন করেছি। পরিকাঠামো না থাকায় এই ধরনের টিউমার আক্রান্ত রোগীকে কলকাতায় এতদিন

একদিন বাদ দিয়ে ফের মূল্যবৃদ্ধি পেট্রোল-ডিজেলের! পরিবহণের ভাড়া বৃদ্ধির দাবি

Image
বৃহস্পতিবারেও ফের মূল্যবৃদ্ধি পেট্রোপণ্যের। রাজধানীতে এই বৃহস্পতিবার সকালে পেট্রোল বিক্রি শুরু হয় লিটার পিছু ৭৯.৫১ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৭১.৫৫ টাকা। কলকাতায় এই দাম পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু যথাক্রমে ৮২. ৪১ টাকা এবং ৭৪.৪০ টাকা। বুধবার ৫ সেপ্টেম্বরের দামের সঙ্গে তুলনা করলে কলকাতায় পেট্রোলে লিটার পিছু বেড়েছে ১৯ পয়সা( দাম ছিল লিটার পিছু ৮২.২২ টাকা) এবং ডিজেলে লিটার পিছু বেড়েছে ২১ পয়সা।( দাম ছিল লিটার পিছু ৭৪.১৯ টাকা) মুম্বইয়ে এদিন পেট্রোলের মূল্য লিটার পিছু ৮৬.৯১ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৭৫.৯৬ টাকা। পরপর দশদিন টানা মূল্যবৃদ্ধির পর বুধবার ৫ সেপ্টেম্বর দেশের চার বড় শহরে পেট্রোল-ডিজেলের দামের কোনও পরিবর্তন হয়নি। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যেই জানিয়েছেন, দেশে জ্বালানির মূল্যবৃদ্ধি সাময়িক। বিশ্বের বাজারে কাঁচা তেলের মূল্য বৃদ্ধিকেই এরজন্য দায়ী করেছেন তিনি। এদিকে পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনগুলি জানাচ্ছে, তেল কোম্পানিগুলির সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের বৃদ্ধির কারণে দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে থাকবে। এছাড়াও টাকার অবমূল্

শিলিগুড়ির হোটেলে রহস্যমৃত্যু অভিনেত্রী পায়েল চক্রবর্তীর

Image
শিলিগুড়িতে হোটেলের রুমের দরজা ভেঙে পাওয়া গেল অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে এয়ারভিউ মোড়ের চার্চ রোডের কাছের একটি হোটেলে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হোটেলে চেক-ইন করেছিলেন পায়েল। ছিলেন হোটেলের ১৩ নম্বর রুমে। পরের দিন সকালে গ্যাংটক যাবেন বলে লিখেছিলেন হোটেলের রেজিস্ট্রারে। সেই কথা জানিয়ে সকাল সাতটায় ডেকে দিতেও বলেছিলেন হোটেল কর্মীদেরও। সেই মত বুধবার সকাল সাতটা থেকেই তাঁকে ডাকাডাকি শুরু করেন হোটেলের কর্মীরা। কিন্তু সকাল এগারোটা পর্যন্ত তার দেখা না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন হোটেলের কর্মচারীরা। বারবার দরজা ধাক্কা দেওয়ার পরও কোনও সাড়া না মেলায় খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিশ আসার পর ভাঙা হয় ১৩ নম্বর রুমের দরজা। ঘর থেকে উদ্ধার হয় পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত ফোনে চিৎকার করে কথা বলতে শোনা যায় পায়েলকে। এতটাই জোরে কথা বলছিলেন, যে হোটেল রুমের বাইরেও সেই আওয়াজ এসে পৌঁছচ্ছিল। তাঁর ফোনটি এখনও পাওয়া যায়নি। এখনই এটিকে আত্মহত্যার ঘটনা বলে মানতে নারাজ পুলিশ। নিজেকে বিবাহিত বলে রেজিস্ট্রারে নাম লিখিয়েছিলেন বলে

বন্যা বিধ্বস্ত কেরলে আসল পরিচয় লুকিয়ে আট দিন নিঃশব্দে কাজ করলেন IAS অফিসার

Image
তিরুঅনন্তপুরম: বন্যায় বিপর্যস্ত কেরলে সরকারি কাজেই গিয়েছিলেন দাদরা এবং নগর হাভেলির জেলা কালেক্টর ৷ দাদরা ও নগর হাভেলিতে জেলা কালেক্টরের কাজ করেন তিনি ৷ তিরুঅনন্তপুরমে ত্রাণের জন্য সংগৃহীত এক কোটি টাকা পৌঁছে দিয়ে ফিরে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু সেটা করেননি তিনি ৷ কেরলের বন্যা বিধ্বস্ত মানুষদের সেবায় সেখানেই থেকে গিয়েছিলেন বছর ৩২-এর IAS অফিসার কন্নন গোপীনাথন ৷ সোজা চলে গিয়েছিলেন কেরলের বন্যাবিধ্বস্ত এলাকা চেঙ্গান্নুরে। নিঃশব্দে সাধারণ মানু্ষের উদ্ধারের কাজ করেছেন। সেখানকার বিভিন্ন ত্রাণ শিবিরে ঘুরে ঘুরে কাজ করেছেন ৷ একবারের জন্যও কাউকে বুঝতে দেননি তাঁর আসল পরিচয় ৷ শেষপর্যন্ত কেরলের বুকস অ্যান্ড পাবলেকিশন সোসাইটির দফতরে ত্রাণ আনতে গিয়েই সেখানে গোপীনাথনকে প্রথম চিনতে পারেন এক সিনিয়র ৷ কাউকে কখনও না জানিয়ে যেভাবে তিনি চুপচাপ বন্যা দুর্গতদের জন্য কাজ করেছেন, তা প্রকাশ্যে আসার পরে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে ৷ সবটা জানার পর বন্যা ত্রাণের কাজে থাকা অনেক সরকারি কর্মীরাই তাঁর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন ৷ কারণ কাজ চলাকালীন অনেক কর্মীরাই আইএএস অফিসার গোপীনাথনকে চিনতে না পেরে তাঁর সঙ্গে দুর্ব

আছড়ে পড়ল ভয়ঙ্কর টাইফুন! ভিডিওটি দেখতে ক্লিক করুন

Image
টোকিওঃ  জেবি টাইফুনে আঘাত লন্ডভন্ড গোটা জাপান। এখনও পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ শক্তিশালী এই সাইক্লোনের আঘাতে অসংখ্য মানুষ আহত হয়েছেন৷ অন্যদিকে, টাইফুনের পাশাপাশি প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। একইদিনে টাইফুন, ভূমিকম্পের জেরে বৃহৎ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে গোটা দেশ৷ কারণ, টাইফুনের ফলে জাপানের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে৷ ঘরছাড়া বহু মানুষ৷ বাতিল হয়েছে ৬০০ উড়ান৷ ইতিমধ্যে জেবিকে শক্তিশালী টাইফুনের তকমা দিয়েছে জাপানের হাওয়া অফিস৷ ২৫ বছর পর জাপানের বুকে আছড়ে পড়া টাইফুনের মধ্যে জেবিকে সবচেয়ে শক্তিশালী টাইফুন বলা হচ্ছে৷ তাই প্রশাসনের তরফে সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ মঙ্গলবার সি অফ জাপান থেকে জেবি প্রবেশ করে দেশের ভূখণ্ডে৷ বুধবার সেটি সাইক্লোনে পরিণত হয়৷ এরপর শুরু হয় জেবির তাণ্ডব৷ ইতিমধ্যে জেবির একাধিক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।   যার মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রবল হাওয়াতে লন্ডভন্ড গোটা এলাকা। শুধু ব্রিজের উপর দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় হঠাত করেই সেটি উলঠে যাচ্ছে। শুধু গাড়িই নয়, একটি লরিও হাওয়ার দাপট সহ্য করতে না পেরে উলটে যায়

যৌণ আকাঙ্খা মেটাতে তুঙ্গে সেক্স-ডল এর চাহিদা, তৈরি আস্ত পতিতালয়

Image
ডিজিটাল যুগে বিশ্ব জুড়ে রোবটের চাহিদা বাড়ছে। যন্ত্র নির্ভরতা এতটাই বেড়েছে, যে বিপরীত বা সমলিঙ্গের মানুষ নয়, যৌনসঙ্গী হিসেবে রোবটই পছন্দ অনেকেরই। দৈনন্দিন কাজকর্মের গণ্ডি পেরিয়ে এখন যৌন চাহিদা মেটাচ্ছে এই যান্ত্রিক-মানবী। যৌনতার চেনা নিয়মের বাইরে নতুন কিছু পাওয়ার অভীপ্সা আরও চাহিদা বাড়িয়ে দিচ্ছে এই সেক্স ডলগুলির। আর এই চাহিদাকে কাজে লাগিয়েই প্রথম সেক্স-ডল পতিতালয় তৈরি করে ফেললেন ইতালির এক ব্যবসায়ী।গতকাল উত্তর-পশ্চিম ইতালির এক গোপন জায়গায় খোলা হয়েছে এটি। মালিকরা জানাচ্ছেন, খদ্দেরদের বুকিংয়ে রীতিমতো বান ডেকেছে। ইতালিতে এমনিতে পতিতালয় তৈরি নিষিদ্ধ। কোনও মানব-মানবীকে যৌন ব্যবসার কাজে লাগানো আইনত দণ্ডনীয়। তাই এই সেক্স ডলের চাহিদা সে দেশে চরমে। আপাতত সিলিকনের তৈরি আটটি মডেল সেক্স ডল নিয়ে শুরু হয়েছে এই পতিতালয়। সাতটি মহিলা এবং একটি পুরুষ মডেল রয়েছে সেখানে। বুকিংয়ের চাহিদা যত বাড়ছে তত বাড়ছে রেটও। আধ ঘণ্টার জন্য গ্রাহকদের গুণতে হচ্ছে ৮০ ইউরো। রাতে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত বুক করা যায় এই যন্ত্র মানবীদের। বেশ্যালয়টির ব্যক্তিগত ঘরে মুড লাইট লাগানো। তাতে রয়েছে বিছানা, বাথরুম আর পর্ন ছবি দেখার

জোড়া বিস্ফোরণে রক্তাক্ত কাবুল

Image
কাবুল: আফগানিস্তানের রাজধানীতেই জোড়া বিস্ফোরণ৷ বুধবার সন্ধ্যায় কাবুলে পর পর ২টি বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত৷, আহত প্রায় ৬৫৷ কাবুলের কালা-এ-নজির এলাকায় বিস্ফোরণ হয়৷ প্রথমটি আত্মঘাতী,দ্বিতীয়টি গাড়ি বোমা বিস্ফোরণ৷ সন্ধে ৬টা নাগাদ বিস্ফোরণ হয় বলে আফগান প্রশাসন সূত্রে খবর৷ কালা-এ-নজরের মোয়ালেম রেশলিং ক্লাবের সামনে আত্মঘাতী বিস্ফোরণ হয়৷ ঘটনাস্থলে ৪ জন নিহত হয়৷ ক্লাবের ভিতরেও বোমা মজুত ছিল বলে জানা যাচ্ছে৷ তার ঠিক এক ঘণ্টা পর কিছু দূরে গাড়ি বোমা বিস্ফোরণ হয়৷ যেখানে মৃত্যু হয় ১৬ জনের, আহত ৬৫৷ দ্বিতীয় বিস্ফোরণটিতে আফগানিস্তানের টোলো সংবাদমাধ্যমের ২ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷ প্রথম বিস্ফোরণের খবর করছিলেন সাংবাদিক সামিম ফারামার্জ ও চিত্র সাংবাদিক রামিজ আহমাদি৷ দ্বিতীয় বিস্ফোরণ ২ জনেই প্রাণ হারান৷ আফগান প্রেসিডেন্টিয়াল প্যালেস বিস্ফোরণের তীব্র নিন্দা করে৷ একে 'মানবিকতার বিরুদ্ধে অপরাধ'বলে ট্যুইট করেছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ দেখেশুনে এবার খেলোয়ারদের তাক করেছে জঙ্গিরা৷ তাই রেশলিং ক্লাবের ভিতরে ও বাইরে বিস্ফোরণ ঘটানো হয়৷ এখনও বিস্ফোরণের দায়

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

Image
নয়াদিল্লি: যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ এক যুবতীর৷ দিল্লির অমর কলোনী এলাকার ঘটনা৷ ২৪ বছর বয়সী যুবতী বিমানসেবিকা হওয়ার কোর্স করেছে৷ যুবতীর অভিযোগের ভিত্তিতে অমর কলোনী থানার পুলিশ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷ যুবতীর অভিযোগ, গত দুবছর ধরে তার সঙ্গেই থাকত অভিযুক্ত যুবক৷ কিন্তু সম্প্রতি নানা অছিলায় তার সঙ্গে দুব্যবহার করার চেষ্টা চলছিল বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি এই ভয়ানক ঘটনা ঘটে বলে অভিযোগ নির্জাতিতা তরুণীর। অভিযোগ, প্রথমে যে যুবতীকে মাদক খাইয়ে তাকে ধর্ষণ করে৷ এরই মাঝে বেশ কয়েকবার সে যুবতীকে মারধরও করে বলেও চাঞ্চল্যকর অভিযোগ৷ অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ অভিযুক্ত যুবক আপাতত পলাতক বলে জানা গিয়েছে৷

বারাকপুর বিএনবসু মহকুমা হাসপাতালে উদ্বোধন হল শীততাপ নিয়ন্ত্রিত বার্ন ইউনিট

Image
বারাকপুর: এবার শীততাপ নিয়ন্ত্রিত নতুন বার্ন ইউনিট চালু হল উত্তর ২৪ পরগনার বারাকপুর বিএনবসু মহকুমা হাসপাতালে৷ অত্যাধুনিক এই বার্ন ইউনিটে প্রাথমিক ভাবে পাঁচটি বেড থাকছে৷ পাশাপাশি এই বার্ন ইউনিটের জন্য হাসপাতালে এসেছেন স্পেশালিস্ট চিকিৎসকের টিম৷ বুধবার দুপুরে বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালের নতুন এই বার্ন ইউনিটের উদ্বোধনে উপস্থিত ছিলেন বারাকপুরের মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম৷ উপস্থিত ছিলেন বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, বারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস সহ হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য৷ এদিন জানানো হয়েছে নতুন শীততাপ নিয়ন্ত্রিত এই বার্ন ইউনিটের জন্য খরচ হয়েছে দু'লক্ষ সাতাশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা। বারাকপূরের সাংসদ দীনেশ ত্রিবেদীর সাংসদ কোঠার তহবিল থেকে এই অত্যাধুনিক বার্ন ইউনিট তৈরির খরচ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। আগে হাসপাতালে আসা বার্ন পেসেন্টদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে হত৷ এবার অত্যাধুনিক এই বার্ন ইউনিট তৈরির জন্য রোগীদের ট্রান্সফার করার সংখ্যা অনেকটা কমবে বলে মনে করছেন স্থানীয় বিধায়ক শীলভদ্র দত্ত এবং হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য।

স্বপ্নার বাড়িতে পদ্মশ্রী প্রাপক করিমুল

Image
উত্তরবঙ্গের এক তারকা আরও এক তারকার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালেন তাঁর বাবাকে। দুই তারকাই উত্তরবঙ্গে প্রথম। বুধবার বিকেলে এশিয়ান গেমসে উত্তরবঙ্গ থেকে প্রথম স্বর্ণপদক পাওয়া মেয়ে স্বপ্না বর্মণের বাড়িতে গেলেন উত্তরবঙ্গের প্রথম পদ্মশ্রী প্রাপক করিমুল হক। এদিন অবশ্য বাড়িতে স্বপ্নার মা ছিলেন না। তিনি দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন বাবা পঞ্চানন বর্মণ এবং দাদা অসিত বর্মণ। এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ করিমুল হক স্বপ্নার বাড়িতে আসেন। বাড়িতে এসেই স্বপ্নার বাবা পঞ্চাননকে জড়িয়ে ধরে বলেন, "এমন মেয়ের জন্ম দিলেন যে দেশের, বাংলার এবং উত্তরবঙ্গের মুখ উজ্বল করল।" তিনি তার হতে ফুলের তোড়া এবং স্বপ্নার জার্সির নম্বর ২৯৫ লেখা একটি কেক উপহার দেন। তিনি তেরঙ্গা রঙে তৈরি একটি উত্তরীয় তাঁর গলায় পরিয়ে দিয়ে বলেন, "তেরঙ্গা পতাকার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার মেয়ের। আশা করি ও আগামী আলিম্পিক থেকে পদক আনবে। ও আমাদের গর্ব।" তিনি পঞ্চাননের মুখে মিষ্টি তুলে দেন। করিমুল বলেন, "খেলোয়াড়ের কোন জাত নেই। খেলোয়াড় না হিন্দু না মুসলিম, ডাক্তার না ইঞ্জিনিয়ার, ঠেলা চালায় না

ইমরানের সঙ্গে ‘নতুন’ সম্পর্ক চায় আমেরিকা

Image
জঙ্গি দমন নিয়ে চিড় ধরেছে দু'দেশের সম্পর্কে। পাকিস্তানকে আর্থিক সাহায্যের একাংশও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে ইমরান খান সরকারের সঙ্গে 'নতুন' সম্পর্ক শুরু করার চেষ্টা করছে ওয়াশিংটন। আজ পাকিস্তান সফরের সময়ে সেই কাজই শুরু করলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। বিমানে আসার সময়েই পম্পেয়ো সাংবাদিকদের জানান, পাক-মার্কিন সম্পর্কে সাম্প্রতিক অবনতির বেশিরভাগটাই হয়েছে ইমরান ক্ষমতায় আসার আগে। ফলে এই সরকারের সঙ্গে নতুন ভাবে শুরু করতে চায় আমেরিকা। ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খান, বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও সেনাপ্রধান কমর বাজওয়ার সঙ্গে বৈঠক করেন তিনি। পাক বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মার্কিন সাহায্য বন্ধ রাখা ও আফগানিস্তানে শান্তিপ্রক্রিয়া নিয়ে পাক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন পম্পেয়ো। আলোচনার পরে ইমরান বলেন, ''আমি সব সময়েই আশাবাদী। খেলোয়াড়কে সব সময়েই আশাবাদী হতে হয়। কারণ, মাঠে নেমে জেতার কথাই ভাবতে হয়।'' তবে জঙ্গি দমন নিয়ে কড়া অবস্থান থেকে যে আমেরিকা সরে আসেনি তাও বুঝিয়ে দিয়েছেন পম্পেয়ো। তাঁর কথায়, ''জঙ্গি দমনে যেমন পদক্ষেপ দে

সাপে-কাটা দেহ নিয়ে জলে ভিড়ল ভেলা

Image
মশারি টাঙানো ভেলায় যত্ন করে শোয়ানো বারো বছরের বালকের দেহ। বিষে নীল। পাশে রাখা হ্যারিকেন, খাবার-দাবার। এক টুকরো চিরকুটে লেখা বাবার নাম, বাড়ির ঠিকানা। আর লেখা: ছেলে জীবিত হওয়ার পর কেউ তাকে বাড়িতে ফিরিয়ে দিলে নগদ পুরস্কারও দেওয়া হবে। সেই ভেলা ভাসতে-ভাসতে বুধবার সকালে আটকায় হুগলিতে চন্দননগরের রানিরঘাটে। চিরকুট থেকে জানা যায়, ভেলা এসেছে ও পারে নদিয়া থেকে। খবর পেয়ে ঘাটে ভিড় ভেঙে পড়ে। পুলিশ চলে আসে। চিরকুটে ছেলেটির নাম লেখা ছিল: সূর্য রায়। বাবা দিবাকর রায়, মা অনিমা রায়। বাড়ি নদিয়ার কালীগঞ্জে ফরিদপুর এলাকার ফুলতলা গ্রামে। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়ে চন্দননগর থানার পুলিশ যোগাযোগ করে নদিয়ার পুলিশের সঙ্গে। খবর যায় দিবাকর রায়ের বাড়িতে। কান্নায় ভেঙে পড়ে সন্তানহারা অনিমা বলেন, ''রবিবার গভীর রাতে ছেলেকে সাপে ছোবল মারে। যখন আমরা খেয়াল করি, তখন মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে, জ্ঞান নেই। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ হয়ে গেল। ভেবেছিলাম, কলার ভেলায় ভাসালে ফিরে আসবে।'' সেই যে লৌহ বাসরের ছিদ্র দিয়ে ঢোকা কালনাগিনীর ছোবলে মারা গেলেন লখিন্দর আর তাঁকে বাঁচাতে মৃতদেহ নিয়ে কলার মান্দাসে

শিক্ষিকাদের নিয়োগ নিজের জেলায়: পার্থ

Image
শিক্ষক দিবসে বিশেষত শিক্ষিকাদের একটি সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যের স্কুল-কলেজের শিক্ষিকারা এখন থেকে নিজের নিজের জেলায় থাকতে পারবেন। রাজ্য সরকারের সিদ্ধান্ত, শিক্ষিকার বাড়ি যে-জেলায়, তিনি সেখানেই পড়ানোর সুযোগ পাবেন। যদি কোনও শিক্ষিকার নিজের জেলায় তাঁর বিষয়ের শূন্য পদ না-থাকে, তাঁকে পাশের জেলায় পোস্টিং দেওয়া হবে। ''কোনও শিক্ষিকার বাড়ি হয়তো সুন্দরবনে। অথচ তাঁকে যেতে হয় কল্যাণীতে। অথবা স্বামী হয়তো চাকরি করেন কোচবিহারে। স্ত্রী রয়েছেন কলকাতায়। ঠিক হয়েছে, শিক্ষিকার বাড়ি যে-জেলায়, এ বার সেখানেই তিনি পোস্টিং পাবেন।'' বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে বলে জানান পার্থবাবু। শিক্ষিকা-পদ সব থেকে বেশি রয়েছে প্রাথমিকে। অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, পোস্টিংয়ের নিয়মবিধি রয়েছে। এ বার তাতে পদ্ধতিগত কিছু বদল আনতে হবে। তার পরে শুরু হবে, কে কোথায় চাকরি করছেন, তার তালিকা তৈরির কাজ। অবিবাহিত হলে মা-বাবা কোথায় থাকেন, তার উপরে ভিত্তি করে শিক্ষিকার

অমিতাভ মিশ্রকে শুভেচ্ছা মোদীর

Image
পশ্চিমবঙ্গ থেকে নয়াদিল্লিতে এ বার এক মাত্র জাতীয় শিক্ষকের সম্মান পেলেন মানবাজারের গোবিন্দপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র। বুধবার জাতীয় শিক্ষক দিবসে নয়াদিল্লির বিজ্ঞানভবনে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। ছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর প্রমুখ। এ দিন সম্মানিত হওয়া শিক্ষক শিক্ষিকাদের হাতে পঞ্চাশ হাজার টাকা, রৌপ্য পদক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। আগের দিন মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বার জাতীয় শিক্ষক হিসেবে নির্বাচিত দেশের বিভিন্ন এলাকার শিক্ষকদের সঙ্গে মিলিত হন। প্রধানমন্ত্রী অমিতাভ মিশ্রকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে তোলা ছবি টুইট করেন। তিনি টুইটে লেখেন—''বাসিন্দাদের উৎসাহীত করে তিনি স্কুলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। তিনি প্রান্তিক এলাকার পড়ুয়াদের ক্লাসের পরে, এমনকী ছুটির দিনেও পড়ান শুনে খুশি হয়েছি।'' বস্তুত, মানবাজার ১ ব্লকের এই স্কুল ইতিপূর্বেই নির্মল বিদ্যালয়, যামিনী রায় পুরস্কার, শিশুমিত্র পুরস্কার প্রভৃতি স্বীকৃতি পেয়েছে। এ বার তাই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে ওই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ

সমকামিতা কি অপরাধ, রায় হতে পারে আজ

Image
ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বৈধ কি না তা নিয়ে আগামিকাল রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। ওই ধারায়  সমকামিতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ধারাটির সাংবিধানিক বৈধতা খারিজ হলে সমকামিতা আর অপরাধ থাকবে না। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার বিরুদ্ধে প্রথম আপত্তি জানায় স্বে‌চ্ছাসেবী সংস্থা নাজ ফাউন্ডেশন। ২০০১ সালে দিল্লি হাইকোর্টে ওই ধারাকে চ্যালেঞ্জ করে তারা। ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট রায় দেয়, সম্মতির ভিত্তিতে দুই প্রাপ্তবয়স্কের মধ্যে যৌন সম্পর্ক অপরাধ নয়। তাঁদের যৌন পছন্দ এ ক্ষেত্রে বিবেচনাযোগ্য বিষয়ই নয়। কারণ, যৌন পছন্দ যা-ই হোক না কেন, দুই প্রাপ্তবয়স্কের মধ্যে যৌন সম্পর্কে আপত্তি জানালে ব্যক্তিপরিসরের অধিকারকে লঙ্ঘন করা হয়। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান একাধিক ব্যক্তি ও সংগঠন। ২০১৩ সালে দিল্লি হাইকোর্টের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, ৩৭৭ ধারার সাংবিধানিক বৈধতা আছে। সমকামিতাকে অপরাধের তকমামুক্ত করতে গেলে সংসদে আইন পাশ করতে হবে। নতুন রিট আবেদন পেশ করে ফের আইনি লড়াই শুরু হয়। ২০১৩ সালের রায় বিবেচনা না করে ৩৭৭ ধারার সাংবিধানিক বৈধতা ফের সামগ্রিক ভাবে বিচার করে দেখার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদ

পাকিস্তান সন্ত্রাস ছাড়লে ‘নীরজ’ হতে রাজি বিপিন

Image
পাকিস্তান সন্ত্রাস বন্ধ করলে এশিয়ান গেমসের জ্যাভেলিন থ্রো-এ সোনাজয়ী নীরজ চোপড়ার মতো সৌজন্য দেখাতে তৈরি ভারতীয় সেনা। পদকজয়ী সেনাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে আজ এ কথা জানান সেনাপ্রধান বিপিন রাওয়ত। এশিয়াডে জ্যাভেলিন-এ ব্রোঞ্জ পান পাকিস্তানের আর্শাদ নাদিম। তাঁর সঙ্গে নীরজের সৌজন্য বিনিময়ের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আজকের অনুষ্ঠানে রাওয়তকে প্রশ্ন করা হয়, সীমান্তে কি খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রয়েছে? উত্তরে সেনাপ্রধান বলেন, ''পাকিস্তানকে আগে এগিয়ে আসতে হবে। তারা সন্ত্রাস বন্ধ করলে আমরাও নীরজ চোপড়ার মতো হতে রাজি।'' ভারতের সঙ্গে আলোচনার দরজা খুলতে পাক সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়ার উদ্যোগ সংক্রান্ত খবরের প্রেক্ষিতে রাওয়তের মন্তব্য তাৎপর্যপূর্ণ। একটি আন্তর্জাতিক সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে, পূর্বসূরিদের পথে না হেঁটে ভারতের সঙ্গে ভাব জমাতে উদ্যোগী হয়েছেন বাজওয়া। জুলাইয়ের পাক ভোটের আগে রাওয়তের কাছে এমন বার্তা পৌঁছে দিয়েছিলেন তিনি। রাওয়ত অবশ্য তাতে সাড়া দেননি। ভারতীয় সেনার একটি সূত্র বাজওয়ার এমন উদ্যোগ নিয়ে প্রতিক্রিয়া জানাতে চাননি। প্রতিরক্ষার বিষয়ে ওয়াকিবহাল সূত্রের দাবি

রেলকে খোঁচা মমতার, পাল্টা যুক্তি রেলেরও

Image
অভিযোগের ইঙ্গিত একটাই। মাঝেরহাটে ভেঙে পড়ার সেতুর পাশে মেট্রো রেলের কাজ চলায় ভূমিকম্পের মতো মাটি কাঁপে। তাতে সেতুর পিলার নড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। রেলের ইঞ্জিনিয়ারিং সংস্থা রাইটস অবশ্য দুর্ঘটনার পিছনে এ ধরনের কোনও কারণ মানতে চায়নি। তবে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে স্বাভাবিক ভাবে মাঝেরহাটের সেতুভঙ্গ এক অন্য মাত্রা পেয়েছে। অনেকের মতে যা কার্যত রাজ্য-রেল বিরোধের আভাস। যদিও মুখ্যমন্ত্রী বলে রেখেছেন, ''এখনই কোনও নির্দিষ্ট কারণ বলব না। আমি কোন দিককেই ছোট করে দেখতে চাই না। আবার কোনও কিছুকেই একদিনে সার্টিফিকেটও দিতে চাই না। যা হয়েছে তার সব দিকের তদন্ত হবে।'' আর দিল্লিতে কেন্দ্রীয় জাহাজ ও সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গডকড়ী বলেছেন, তাঁরা কেন্দ্র-রাজ্য সংঘাত চান না। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনে রেল বা জাতীয় সড়ক-সংস্থার সেতু বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের পাঠাবেন। আজ, বৃহস্পতিবার নবান্নে সেতুভঙ্গ নিয়ে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং থেকে কলকাতায় ফিরেই দুর্ঘটনাস্থলে যান মমতা। তাঁর সঙ্গেই শহরে ফেরেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটন

এক বছর অবহেলায় আটকে মাঝেরহাটের ৩ কোটির সংস্কার

Image
মাত্র তিন কোটি টাকা। তার জন্য ১২ মাসের টানাপড়েন। পরিণতি—মাঝেরহাটে সেতুভঙ্গ। ঘটনাচক্রে, সেতুর যে অংশটি ভেঙে পড়েছে সেই অংশটিকেই চিহ্নিত করে সংস্কারের পরিকল্পনা করা হয়েছিল। উপযুক্ত দক্ষতাসম্পন্ন ঠিকাদার সংস্থাগুলি আগ্রহপ্রকাশ না-করায় সেতু সংস্কারের জন্য প্রায় ৭ মাসের মধ্যে ছ'টি দরপত্র আহ্বান করা হয়। শেষে একটি ঠিকাদার সংস্থাকে পাওয়া গিয়েছিল। তারা দর দিয়েছিল ৩ কোটি টাকার কিছু বেশি। কিন্তু দরপত্র চূড়ান্ত হলেও পরের ৫ মাসে তাদের 'ওয়ার্ক অর্ডার' দিয়ে উঠতে পারেনি অর্থ দফতর। আমোদ-প্রমোদের মতো নানা ক্ষেত্রে যেখানে অর্থের জোগান ব্যাহত হয় না, তখন এমন আপৎকালীন পরিস্থিতিতে তিন কোটি টাকা সময়মতো কেন বরাদ্দ করা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনেরই অন্দরে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, দরপত্র নীতি নিয়েও। ঘটনার সূত্রপাত ২০১৭ সালের সেপ্টেম্বর মাস নাগাদ। বিশেষজ্ঞদের সমীক্ষার পরে মাঝেরহাট সেতুর সংস্কারের পরিকল্পনা করে পূর্ত দফতর। পূর্ত দফতরের বিশেষজ্ঞদের একাংশের দাবি, কালক্ষেপ না করে ওই অংশের 'এক্সপ্যানশন জয়েন্ট' এবং 'আরসিবি গার্ডার'-এর (রিইনফোর্সড্‌ সিমেন্ট কংক্রিট গার্ডার) সংস্কার

অনেক দিনের অবহেলাতেই মাঝেরহাটে এই বিপর্যয়!

Image
কয়েক মাস বাদেই বিয়ে। মেয়ে দেখে রেখেছেন বাড়ির লোকজন। কথা ছিল, ঠিকা শ্রমিকের কাজ করতে তিনি আর শহরে ফিরবেন না। বিয়ে করে থাকবেন গ্রামের বাড়িতেই। নিজেদের জমিজমায় চাষ-আবাদ করেই দিন গুজরান করবেন। সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। সেই পরিকল্পনা থেকে গেল পরিকল্পনাতেই। তা সাকার হওয়ার পথ বন্ধ করে দিয়েছে মাঝেরহাটের ভেঙে পড়া সেতু। বুধবার সন্ধ্যায় সেই সেতুর ধ্বংসস্তূপে পাওয়া গিয়েছে প্রণব দে (২৪)-র দেহ। তাঁর বাড়ি মুর্শিদাবাদের গ্রামে। এই নিয়ে বুধবার রাত পর্যন্ত মাঝেরহাট সেতু ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই। এখনও নিখোঁজ মাঝেরহাট সেতু সংলগ্ন মেট্রো রেল সাইটে নিযুক্ত ঠিকা কর্মী গৌতম মণ্ডল। তাঁরও বাড়ি মুর্শিদাবাদে। ভাঙা সেতুর সামনে অন্তহীন অপেক্ষায় তাঁর পরিবার। মঙ্গলবার বিকেল পৌনে ৫টা নাগাদ মাঝেরহাট সেতুর একাংশ ভেঙে পড়ে। মৃত্যু হয় এক যুবকের। আহতের সংখ্যা কুড়িরও বেশি।ওই দিন সন্ধ্যার পর থেকেই গৌতমবাবু ও প্রণববাবুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে মুর্শিদাবাদ থেকে ছুটে আসেন তাঁদের বাড়ির লোকজন। কেউ বুধবার ভোর ৪টে থেকে, কেউ বা মঙ্গলবার রাত থেকেই তাঁদের অপেক্ষায় বসে আছেন অকুস্থলে। প্রণববাবুর খোঁজে এ দি

অনেক দিনের অবহেলাতেই মাঝেরহাটে এই বিপর্যয়!

Image
'মিড-স্প্যান কোল্যাপ্স'! মঙ্গলবার মাঝেরহাট সেতুর মধ্যভাগ ভেঙেই দু'জনের মৃত্যু হয়েছে। কিন্তু সে জন্য সেতুকে দোষ দিচ্ছেন না বিশেষজ্ঞদের একাংশ। বুধবার দুর্ঘটনাগ্রস্ত মাঝেরহাট সেতু ঘুরে দেখার পরে তাঁদের অভিমত, দীর্ঘদিন ঠিকমতো পরিচর্যার অভাবে 'ফ্যাটিগ' বা 'ক্লান্তি' জমা হয়েছিল ওই সেতুর মধ্যভাগে। আর ভার বহনের ক্ষমতা তার ছিল না। পরিস্থিতি এমন হয়েছিল যে ভেঙে পড়ার আগের মুহূর্তে যদি দল বেঁধে কিছু মানুষ হেঁটে যেতেন সেতুর উপর দিয়ে, তা হলেও সেটি ভেঙে পড়ত। সেতুটি কী ভাবে ভেঙেছে, তা এ দিন সরেজমিনে দেখতে যান কলকাতা পুরসভার নগর পরিকল্পনা দফতরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল ও বর্তমানে শিবপুর আইআইইএসটি-র 'আরবান ইনফ্রাস্ট্রাকচার' বিষয়ের শিক্ষক দীপঙ্কর সিংহ। তাঁর বিশ্লেষণ, মিড-স্প্যান কোল্যাপ্সের ফলে ব্রিজের বেলি-ল্যান্ডিং হয়েছে। অর্থাৎ, মাঝের অংশ ভেঙে তার পেটের কাছটা আগে মাটিতে পৌঁছেছে। তাই গাড়িগুলি ব্রিজের মাঝখানে এসে জড়ো হয়েছে। এই ঘটনা আচমকা ঘটেনি বলেই দীপঙ্করবাবুর মত। পোস্তা উড়ালপুলের একাংশ যে ভাবে ভেঙেছিল, তাতে একটা আকস্মিকতা ছিল। সেটা যেন ছিঁড়ে পড়েছিল হঠাৎই। কি