১০ হাজার হাজার কোটির কোম্পানি অ্যামাজন! কটা শূন্য বুঝছেন তো

বড় টাকার গল্প পড়তে বেশ লাগে, তাহলে এটা দেখুন মাথা ঘুরিয়ে দেবে অ্যামাজনের এক বছরের ব্যবসায়িক বৃদ্ধির হার শুনলে


ওয়াশিংটন: Amazon.com, Inc.  -র মার্কেট ভ্যালু এবার ট্রিলিয়ন ডলারের সীমারেখাও পেরিয়ে  গেল ৷ বিশ্বের ইতিহাসে দ্বিতীয় কোম্পানি হিসেবে এই মাইলস্টোন পেরোল তারা ৷
মার্কিন যুক্তরাষ্ট্রের Nasdaq স্টক এক্সচেঞ্জের খবর অনুযায়ি মঙ্গলবার সকালে যখন শেয়ার মার্কেট খোলে  তকন অ্যামাজনের স্টক ২০৫০.৫০ ডলার স্পর্শ করে ৷ আর এরই সঙ্গে ইতিহাস তৈরি হয়ে যায় ৷

এই মুহূর্তে অ্যাপেল একমাত্র কোম্পানি যারা ইতিমধ্যেই এই ট্রিলিয়ন মার্ক পেরিয়েছে ৷ আর সেই এলিট ক্লাবে এবার তাদের সঙ্গী হল অ্যামাজন ৷  শেষ ১২ মাস অর্থাৎ এক বছরে অ্যামাজনের স্বপ্নের উত্থান হয়েছে ৷

এই এক বছরে কোম্পানির গ্রোথ ১০৩ শতাংশ ৷ যার জেরে বেড়েছে ২৫০ বিলিয়ন ডলার ইকুয়িটি ভ্যালু ৷ যা ফেসবুকের মোট মার্কেট ৪৯৩.১৭ বিলিয়নের চেয়েও বেশি ৷

 এমনটা আশা করা হচ্ছে ওয়েব সিরিজই অ্যামাজনের সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা হতে চলেছে ৷ ২০২০ সাল নাগাদ  ক্লাউড কম্পিউটিং, সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন সব কিছু থেকে ৪৫ বিলিয়ন ডলার রোজগার হবে অ্যামাজনের ৷

আর এই সফল মন্ত্র মেনে চললে ২০২০ তে অ্যামাজন ২ ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপে চলে যেতে পারে ৷