Posts

Showing posts from July 20, 2018

মূর্তি নদী থেকে উদ্ধার নিখোঁজ ক্রিকেটারের মৃতদেহ

Image
জলপাইগুড়ি : অবশেষে উদ্ধার হল জলপাইগুড়ির ক্রিকেটার বাপ্পা সাহার মৃতদেহ। মূর্তি নদীরে থাকা সেতুর নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বাপ্পা ১০ জুলাই জলপাইগুড়ি শহরের বাসিন্দা আনন্দ সরকার, আনন্দের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও নিতাই নামে এক যুবকের সঙ্গে মূর্তি নদীতে গিয়েছিল। সেখানে খাওয়া-দাওয়ার পর বাপ্পা মূর্তি নদীতে স্নান করতে নামে। তারপর থেকেই নিখোঁজ ছিল। এরপর বাপ্পার কাকা মেটেলি থানায় আনন্দ সরকার, আনন্দের শ্যালক প্রতীক দাম ও গাড়ির চালক দেবাশিস দে-র বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। ১৪ জুলাই পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। মেটেলি থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদও করে। তারপর জলপাইগুড়ি রেসকিউ টিম ও সিভিস ডিফেন্সের কর্মীরা বাপ্পার খোঁজে মূর্তি নদীতে তল্লাশি শুরু করেন। কিন্তু, খুঁজে পাওয়া যায়নি তাকে। এরপর কুনকি হাতির সাহায্যে তল্লাশি শুরু করা হয়। তাতেও লাভ হয়নি। আজ একটু জল কমায় ফের মূর্তি নদীতে তল্লাশি শুরু করে জলপাইগুড়ি রেসকিউ টিমের ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। তখন সেতুর নিচে বাপ্পার মৃতদেহ আটকে থাকতে দেখেন। এরপর দড়ি দিয়ে সেটিকে টেনে পাড়ে তোলা হয়। বেশ কয়েকদিন জলে থাকার ফলে তার মৃতদেহ

তিলজলায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার প্রতিবেশী

Image
কলকাতা : নাবালিকাকে ঘরে ডেকেছিল সে। তারপর ধর্ষণের চেষ্টা। ভয়ে কুঁকড়ে যায় নাবালিকা। বাড়ি ফিরে জানায় "খারাপ কাজ" করেছে রিয়াজ়উদ্দিন "চাচা"। ঘটনায় গতরাতে উত্তেজনা তৈরি হয় তিলজলায়। রাতে নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে থানায়। আজ ভোররাতে গ্রেপ্তার করা হয় শেখ রিয়াজ়উদ্দিন (৪২)-কে। পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী রিয়াজ়উদ্দিনকে চাচা বলেই ডাকত নাবালিকা। মাঝেমধ‍্যে যেত তার বাড়িতে। গতকাল সন্ধ্যায় নাবালিকাকে ডাকে রিয়াজ়উদ্দিন। সে গেলে প্রথমে নানা অছিলায় গায়ে হাত দেয়। তারপর ধর্ষণের চেষ্টা করে। আহত অবস্থায় ঘরে ফেরে নাবালিকা। পরিবারকে জানায় গোটা ঘটনা। তারপর রাত সাড়ে নটা নাগাদ তিলজলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পরে নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে ন‍্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মেডিকেল টেস্টে যৌন হয়রানির প্রমাণ মিলেছে। ঘটনায় POCSO আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। ভোররাতে শেখ রিয়াজ়উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। নাবালিকার শরীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপা

চলে গিয়েছে বন্ধু, দুদিন খাবার ছুঁল না সঙ্গী ঘোড়া, কুকুরগুলো

Image
চণ্ডীগড়: প্রতিটা মুহুর্তের সঙ্গী ছিলেন তিনি৷ খাওয়া দাওয়া, ঘুম, খেলাধুলা, কাজের সঙ্গী তো বটেই, যোগ ছিল মানসিক৷ অবলা প্রাণীগুলোর মনের কথা যেন বুঝতেন সাব ইন্সপেক্টর মঙ্গল সিং৷ বদলে ভালোবাসা পেতেন নি:শর্ত ভাবে৷ আইটিবিপির সাব ইন্সপেক্টর মঙ্গল সিং ছাড়া দিন চলত না প্রশিক্ষণরত ঘোড়াগুলোর৷ ছিল প্রশিক্ষিত কুকুরও৷ এদের সবার সাথে তাঁর ছিল আত্মার টান৷ তিনি এদের খাওয়াতেন, প্রশিক্ষণ দিতেন, বন্ধুত্ব করতেন৷ সেই বন্ধুত্ব দাঁড়িয়েছিল আত্মীয়তায়৷ এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল দুই তরফে৷ না বলা কথাতেও প্রচুর ভাব বিনিময় চলত তাদের মধ্যে৷ সেই মঙ্গল সিং আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সোমবার৷ অরুণাচল প্রদেশের লোহিতপুরের এটিএস বা অ্যানিমাল ট্রেনিং সেন্টারে কর্মরত অবস্থাতেই মারা যান তিনি৷ তার এক ঘন্টা আগে ঘোড়াদের খাইয়েছেন তিনি৷ প্রশিক্ষণ দিয়েছেন৷   কিন্তু তাঁর এই আচমকা চলে যাওয়া মেনে নিতে পারেন নি তাঁর সহকর্মীরা৷ আর কিছু বলতে না পারার যন্ত্রণা নিয়ে নীরবেই চোখের জল ফেলেছে ট্রেনিং সেন্টারের পশুগুলো৷ তাদের বন্ধু চলে যাওয়ায় কার্যত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তারা৷ সোমবারের পর থেকে খাবার

লোকসভায় নজিরবিহীন ঘটনা।

Image
সংসদে অনাস্থা: আপনি আমায় পাপ্পু বলে গাল দিতে পারেন, কিন্তু আমার মনে আপনার প্রতি কোনও ঘৃণা নেই, বললেন রাহুল, হেঁটে গিয়ে জড়িয়ে ধরলেন মোদীকে নয়াদিল্লি: লোকসভায় নজিরবিহীন ঘটনা। অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে বক্তব্য পেশ করে নরেন্দ্র মোদী সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করার পর অপ্রত্যাশিত ভাবে প্রধানমন্ত্রীর প্রতি সৌজন্য দেখালেন রাহুল গাঁধী। বললেন, আপনাদের মনে আমার প্রতি ঘৃণা আছে। আপনি আমায় পাপ্পু বলতে পারেন, আরও অনেক গালাগাল করেও ডাকতে পারেন, কিন্তু আমার ভিতরে আপনার সম্পর্কে কোনও ঘৃণা, বিদ্বেষ নেই। এ কথা বলেন সোজা হেঁটে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন তিনি। # ছিল ৫২০ কোটি টাকার ডিল, হঠাত্ লাফিয়ে বেড়ে হয়ে গেল ১৬০০ কোটি টাকার ডিল। রাফালে ডিল নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা রাহুলের। # প্রতিরক্ষামন্ত্রী বলছেন, রাফালে ডিল নিয়ে ফ্রান্সের সঙ্গে গোপনীয়তা রক্ষার চুক্তি রয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। জানতে চেয়েছি, সত্যিই এমন কোনও চুক্তি আছে কিনা। তিনি বলেছেন, এমন কিছুই নেই। আসলে প্রধানমন্ত্রীর চাপে প্রতিরক্ষামন্ত্রী রাফালে নিয়ে মি

ধর্ষণের আগে প্রসব যন্ত্রণা কমানোর ওষুধ দেওয়া হত নাবালিকাকে!

Image
প্রসব যন্ত্রণা কমানোর জন্য হাসপাতালে যে ধরনের সিডেটিভ ব্যবহার করা হয়, ধর্ষণের আগে বছর এগারোর মেয়েটিকে দেওয়া হত সেই ওষুধ। শুধু তাই নয়, খাওয়ানো হত মাদক মেশানো পানীয়ও। এ ভাবেই মাসের পর মাস ধরে ধর্ষণ করা হয়েছে চেন্নাইয়ের ওই নাবালিকাকে। ধৃতদের জেরা করে এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। কয়েক দিন আগে চেন্নাইয়ের এক আবাসনে নাবালিকাকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ধর্ষণের অভিযোগ ওঠে ওই আবাসনের লিফ্টম্যান, প্লাম্বার, নিরাপত্তারক্ষী, ইলেকট্রিশিয়ান-সহ ১৭ জনের বিরুদ্ধে। তাদের গ্রেফতারও করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আবাসনের অভিযুক্ত ওই নিরাপত্তারক্ষী আগে একটি হাসপাতালে ওই দায়িত্বে ছিল। প্রসব যন্ত্রণা কমাতে কী ধরনের সিডেটিভ ব্যবহার করা হয়, ওই হাসপাতালে থাকাকালীনই শিখে নিয়েছিল সে। নাবালিকাকে ধর্ষণের আগে সেই 'বিদ্যা'কেই প্রয়োগ করত! শুধু তাই নয়, প্রতিবার ধর্ষণের সময় সেই ভিডিয়ো ক্যামেরাবন্দি করে রেখে ব্ল্যাকমেল করত সে। সমান তালে চলত হুমকিও। ওই আবাসন চত্বর থেকে বেশ কিছু সিরিঞ্জও উদ্ধার হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে আর কী ধরনের সিডেটিভ দেওয়া হত ওই নাবালিকাকে। পুলিশ আরও জানিয়েছে, নাবালিকাকে প্রথম শিকার

ট্রেনেও বিমানের অনুভূতি পেতে নয়া পরিষেবা আনল ভারতীয় রেল

Image
নয়াদিল্লি: শপিং করতে ভালবাসেন ? তাহলে আপনার জন্য রয়েছে এবার ভাল খবর ৷ দূরে কোথাও ঘুরতে গেলে ট্রেন জার্নি এখন আর একঘেয়েমি হবে না ৷ ঘুরতে যাওয়ার পথে ট্রেনেই করে ফেলতে পারেন টুকটাক শপিং ৷ ভারতীয় রেলের সেন্ট্রাল রেলওয়ে জোনের মুম্বই ডিভিশন এই নয়া পরিষেবার প্রস্তাব দিয়েছে ৷ যার জেরে ট্রেনে বসেই এবার আপনি বিমানে চড়ার স্বাদ পেতে পারেন সহজেই ৷ কোনারক এক্সপ্রেস ট্রেন, চেন্নাই এক্সপ্রেস ট্রেন এবং এরানাকুলাম-হজরত-নিজামুদ্দিন দুরন্ত এক্সপ্রেসের এসি কোচে এই পরিষেবা শুরু হবে ৷ পরীক্ষামূলকভাবে তিনটি ট্রেনে এই শপিং পরিষেবা শুরু হচ্ছে ৷ এই নয়া পরিষেবার অধীনে যাত্রীরা ট্রেনে সামান্য টাকার বিনিময়ে পেতে পারেন ইয়ারফোন, কসমেটিক এবং বিউটি প্রোডাক্টস ৷ আগামী এক মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে এই পরিষেবা ৷ যাত্রীরা নগদ টাকা কিংবা অনলাইনে টাকা ট্রান্সফার করেও এই জিনিসগুলো কিনতে পারবেন ৷ প্রসঙ্গত, প্রাথমিকভাবে তিনটি এক্সপ্রেস ট্রেনে এই শপিং পরিষেবা শুরু হচ্ছে ৷ তবে, এই নয়া পরিষেবার জেরে যাত্রীদের মধ্যে যদি জনপ্রিয়তা দেখা যায়, তাহলে তা আরও বেশ কয়েকটি ট্রেনে চালানো হবে ৷ এমনটাই ভারতীয় রে

বাবা কাগজ কুড়োন, AIIMS-এ ডাক্তারি পড়তে যাচ্ছেন ছেলে

Image
ভোপাল: অভাব অনটনের সংসার, প্রতিদিনের জীবনযুদ্ধের বাধা বিপত্তিকে পিছনে ফেলে সোনার ছেলের উড়ান এখন AIIMS-এ ৷ দারিদ্র্যতার বিরুদ্ধে লড়াই করে ফের অসাধারণ সাফল্যের নজির গড়ল আমাদের দেশের আরও এক কৃতী ছাত্র ৷ ইচ্ছাশক্তি, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের জোরে যেকোন লক্ষ্য পূরণ যে সম্ভব তা আরও একবার প্রমাণ করলেন মধ্যপ্রদেশ দেওয়াসের বাসিন্দা আসারাম চৌধুরি ৷ যোধপুরের অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স বা এইমসে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে আসারাম ৷ বাবা রাস্তায় পড়ে থাকা কাগজ, খোলামকুচি, ভাঙা সরঞ্জাম কুড়িয়ে বিক্রি করে সংসার চালান ৷ যৎসামান্য আয়ে একবেলাই পেট ভরে ভাল করে খাবারও জোটে না ৷ প্রতিদিন এমন পরিস্থিতির সঙ্গেই লড়াই করে একটু একটু করে নিজেকে তৈরি করেছেন ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য ৷ পঞ্চম শ্রেণীতে পড়া সময় গ্রামের এক চিকিৎসককে দেখে ডাক্তার হওয়ার বাসনা জাগে এই কৃতী ছাত্রের মনে ৷ আধপেটা খেয়ে, ছেঁড়া কাঁথায় শুয়ে ডাক্তার হওয়ার লক্ষ্যে দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছে বছর কুড়ির আসারাম ৷ ছোট থেকেই ইচ্ছে ছিল ডাক্তার হয়ে দরিদ্র মানুষের চিকিৎসা করার ৷ সেই স্বপ্নেরই প্রথমধাপ হিসেবে AIIMS-এর এন্ট্র

২০১৪ থেকে মোদী বিদেশ সফরে ৮৪টি দেশে, খরচ ১৪৮৪ কোটি টাকা, জানালেন বিদেশ রাষ্ট্রমন্ত্রী

Image
নয়াদিল্লি: ২০১৪-র ১৫ জুন থেকে ২০১৮-র ১০ জুন পর্যন্ত ৮৪টি দেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চার্টার্ড ফ্লাইট, বিমানের রক্ষণাবেক্ষণ, হটলাইন সংযোগ-সব মিলিয়ে খরচ হয়েছে ১৪৮৪ কোটি টাকা। রাজ্যসভায় বৃহস্পতিবার বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহের দেওয়া খরচের বিস্তারিত হিসাবে প্রকাশ, প্রধানমন্ত্রীর বিমানের রক্ষণাবেক্ষণের পিছনে ১০৮৮.৪২ কোটি টাকা, চার্টার্ড ফ্লাইটের জন্য ৩৮৭.২৬ কোটি টাকা ব্যয় হয়েছে। হটলাইনের জন্য খরচের পরিমাণ ছিল ৯.১২ কোটি টাকা। ২০১৪-র মে মাসে প্রধানমন্ত্রী পদে বসার পর ৪২টি বিদেশ সফরে ৮৪টি দেশে গিয়েছেন মোদী। এই হিসাবের মধ্যে তাঁর ২০১৭-১৮ ও ২০১৮-১৯-এর বিদেশ সফরকালে হটলাইন পরিষেবার খরচ ধরা নেই। ২০১৮-১৯ এর বিদেশ সফরের চার্টার্ড ফ্লাইটের খরচও ধরা হয়নি। বিদেশ রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ২৪টি দেশ সফর করেছেন ২০১৫-১৬য়। ২০১৭-১৮য় ১৯টি, ২০১৬-১৭য় ১৮টি দেশে গিয়েছেন তিনি। ২০১৪-১৫য় মোদী ১৩টি দেশ সফর করেছেন। প্রধানমন্ত্রী হিসাবে প্রথম তিনি যান ভুটানে, ২০১৪-র জুনে। ২০১৮য় তিনি এপর্যন্ত গিয়েছেন ১০টি দেশে। গত মাসের চিন যাত্রা তাঁর সর্বশেষ সফর। ২০১৪-র মে থ

ভোটাভুটিতে নেই শিবসেনা, কক্ষত্যাগ বিজেডির, অনাস্থায় জোড়া ধাক্কা সরকারের

Image
অনাস্থা নিয়ে সরগরম লোকসভা। অনাস্থা ভোটের আগেই শাসক শিবিরে জোড়া ধাক্কা। এনডিএ-র অন্যতম বড় শরিক শিবসেনা অংশ নিচ্ছে না শিবসেনা। অন্যদিকে আলোচনার শুরুতেই কক্ষ ত্যাগ করলেন বিজু জনতা দলের সাংসদরা। বৃহস্পতিবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, অনাস্থা ভোটে তাঁরা অংশগ্রহণ করবেন কিনা, সেই সিদ্ধান্ত সন্ধের মধ্যে জানানো হবে। কিন্তু রাতের দিকে দলের তরফে জানানো হয়, শুক্রবার সকালেই সিদ্ধান্ত জানাবেন তাঁরা। সেই মতো এদিন সকালেই শিবসেনা জানিয়ে দেয়, অনাস্থা ভোটে অংশগ্রহণ করবেন না দলের ১৮ সাংসদ। সংখ্যার দিক থেকে এনডিএর সমস্যা না হলেও বরাবরের জোটসঙ্গী শিবসেনার ভোটে অংশ না নেওয়া বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লোকসভায় চলছে অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা। আলোচনার শেষে হবে ভোটাভুটি। গোটা প্রক্রিয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭ ঘণ্টা। মাঝে লাঞ্চ ব্রেকও হবে না বলে সূত্রের খবর। ম্যাজিক ফিগার নিয়ে এনডিএ তথা বিজেপি আত্মবিশ্বাসী থাকলেও লোকসভা ভোটে জয় পাওয়া সব আসন ধরে রাখা নিয়ে চিন্তায় বিজেপি। অন্যদিকে কংগ্রেস-সহ বিরোধীরাও যতটা সম্ভব সংখ্যা বাড়াতে তৎপর। বিরোধীরা য

শুক্রবার অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি, শেষ মুহূর্তের সংখ্যার বিচারে এগিয়ে বিজেপিই

Image
নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে ভোট। লোকসভায় শুক্রবার ভোটাভুটি। মোদি সরকারের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে প্রথমে আলোচনা। তারপর ভোটাভুটি। লোকসভায় যার হাতে বেশি সংখ‍্যা, ভোটাভুটিতে তারই পাল্লা ভারী। এদিন নরেন্দ্র মোদির উপর জনগণের বিশ্বাসের আসল চেহারা সামনে আনার শপথ নিয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তিনিই অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে বিরোধীদের নেতৃত্ব দেবেন ৷ শুক্রবার মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে বিতর্ক ও ভোটাভুটি। ভোট মানেই সংখ‍্যা। পরিসংখ্যান বলছে, লোকসভায় সেই সংখ‍্যা কিন্তু এখনও বিজেপির হাতেই বেশি। বিজেপির সাংসদ সংখ‍্যা এখন ম‍্যাজিক ফিগার ২৭২-এর থেকে এক বেশি অর্থাৎ ২৭৩। এর পাশাপাশি জোটসঙ্গী হিসেবে রয়েছে শিরোমণি অকালি দল, যাদের লোকসভায় সাংসদ চার জন ৷ লোক জনশক্তি পার্টির ৬জন ৷ শিবসেনার ১৮ জন। সমস্ত সংশয় শেষে উদ্ধব ঠাকরে গতকালই জানিয়েছেন তারা বিজেপিকেই সমর্থন করবেন ৷ এ ছাড়াও এনডিএতে আরও বেশ কয়েকটি ছোট দল রয়েছে। যাদের মিলিত সাংসদ সংখ‍্যা যোগ করলে দাঁড়ায় ৩১৪ ৷ ইউপিএর নেতৃত্বে থাকা কংগ্রেসের লোকসভায় সাংসদ ৪৮ জন ৷ ইউপিএতে থাকা আরজেডির সাংসদ চার জন, এনসিপির স

ভারতের ‘মডার্ন স্লেভারি’র শিকার ৮০ লক্ষ: রিপোর্ট

Image
নয়াদিল্লি: দেশ জুড়ে বহু মানুষ দাসত্বের শিকার। আক্ষরিকভাবে যাকে বলা হয়, 'মডার্ন স্লেভারি'। 'গ্লোবাল স্লেভারি ইনডেক্স ২০১৮-র রিপোর্ট বলছে, ২০১৬-র হিসেব অনুযায়ী ভারতে অন্তত ৮০ লক্ষ মানুষ এই ধরনের দাসত্বের শিকার। ১৬৭ টি দেশের মধ্যে করা এক সমীক্ষায় ভারতের নাম বেশ উপরের দিকেই রয়েছে। রিপোর্ট বলছে, প্রত্যেক ১০০০ জনের মধ্যে অন্তত ৬.১ জন 'মডার্ন স্লেভারি'র শিকার। ১৬৭টি দেশের মধ্যে ভারত রয়েছে ৫৩ তে। সবার উওরে রয়েছে উত্তর কোরিয়ার নাম। সেখানে ১০০০ জনের মধ্যে ১০৪ জনই এর শিকার। আর জাপান রয়েছে সবথেকে নীচে। তবে এই বিষয়টা ভারতেই সবথেকে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানা গিয়েছে। ওই সমীক্ষায় চিনের স্থান ১১ তে। তাদের হার প্রতি হাজারে ২.৮। একাধিক বিষয়ের উপর ভিত্তি করে 'মডার্ন স্লেভারি'র সংজ্ঞা তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে জোর করে শ্রমিকের কাজ করানো, জোর করে বিয়ে দেওয়া, মানব পাচার, কারও দাসত্ব করা ইত্যাদি।

রেলের পরীক্ষার আবেদনপত্রে ছবি বিভ্রাট, নতুন ঘোষণা রেল কর্তৃপক্ষের

Image
আগামী বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যে রেল প্রায় এক লক্ষ ১০ হাজার নতুন কর্মী নিয়োগ করবে। এর জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে অনেকদিন। আবেদনকারীকে ছবি আপলোড করার জন্য আরও তিন দিন সময় দিল রেলমন্ত্রক।ফাইল চিত্র মোট আবেদনপত্র জমা পড়েছে ২ কোটি ৩০ লক্ষ। তার মধ্যে ৭৭ হাজার আবেদনকারীর ছবিই আপলোড হয়নি। পূর্ব নিয়ম মতে এগুলি বাতিল হয়ে যাওয়ার কথা। কিন্তু তা না করে ওই ৭৭ হাজার আবেদনকারীকে ছবি আপলোড করার জন্য আরও তিন দিন সময় দিল রেলমন্ত্রক। আগামী বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যে রেল প্রায় এক লক্ষ ১০ হাজার নতুন কর্মী নিয়োগ করবে। এর জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে অনেকদিন। নিয়োগের ওই পরীক্ষা হবে অনলাইনে। রেল সূত্রের খবর, এ পর্যন্ত রেলের কাছে আবেদন পত্র জমা পড়েছে প্রায় ২ কোটি ৩০ লক্ষ। বোর্ড কর্তারা জানাচ্ছেন, ওই আবেদনপত্রগুলি পরীক্ষা করতে গিয়ে দেখা গিয়েছে, তার মধ্যে এক কোটি ৩৩ লক্ষ আবেদনকারীর আবেদনপত্রেই কোথাও না কোথাও ত্রুটি রয়েছে। কিন্তু এক কোটি ২৭ লক্ষ আবেদনকারীর আবেদনপত্রে ঠিকভাবে ছবি আপলোড হয়নি। তার মধ্যে ৭৭ হাজার আবেদনকারীকে তিন দিন সময় দেওয়া হয়েছে। বাকিদের ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ নিজেই ত্রুটি সংশোধন

ধানের চারা না রোয়ায় অন্তঃসত্ত্বাকে হাত বেঁধে বেধড়ক মারধর স্বামীর

Image
ময়নাগুড়ি:  ধানের চারা না রোয়ার শাস্তি। অন্তঃসত্ত্বাকে হাত বেঁধে মাটিতে ফেলে বেধড়ক মারধর। পেটে লাথি, মুখে জুতো মারে স্বামী, শ্বশুর, শাশুড়ি। ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকার ঘটনা। ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের। ঘটনার পরই পলাতক অভিযুক্তরা। জলপাইগুড়ি নাগরাকাটার বাসিন্দা ফজিনা বেগমের সঙ্গে দু বছর আগে বিয়ে হয় ময়নাগুড়ির নাজিমুল হকের। ফজিনা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় স্ত্রীকে মাঠে ধানের চারা রুইতে বলে নাজিমুল। রাজি হননি ফজিনা। তাতেই ক্ষেপে গিয়ে শুরু হয় অত্যাচার। অভিযোগ, প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ফজিনার বাবা এলে তাকেও হেনস্থা করা হয়। ছজনের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশকে সঙ্গে নিয়ে ফজিনাকে উদ্ধার করে ভরতি করা হয় ময়নাগুড়ি হাসপাতালে। বিয়েতে মটরসাইকেল, নগদ টাকা পণ নেয় নাজিমুল। আরও টাকার জন্য শ্বশুরবাড়িতে ফজিনার উপর অত্যাচার চলত বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। ফজিনাকে শিলিগুড়ির নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

সৌন্দর্য রক্ষায় পুরুষাঙ্গ বাদ! কেন এই ভয়াবহ সিদ্ধান্ত নিলেন এই ব্যক্তি

Image
সারা শরীরে ট্যাটু তৈরি করতে শুরু করেন অ্যাডাম চার্লিক্যাল। এমনকী, চোখের মণিও ইঙ্কিং করিয়ে নেন রাশিয়ার আদি বাসিন্দা এই ভদ্রলোক। তারপরেই হঠাৎ এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত। নিজের চামড়ায় ইঙ্কিং করার পরে এই রকম চেহারা হয়েছে অ্যাডাম চার্লিক্যালের। ছবিঃ অ্যাডাম চার্লিক্যালের ফেসবুক ৩২ বছর বয়সি ভদ্রলোকের ক্যান্সার ধরা পড়ে বছর খানেক আগে। শরীরের নানা অংশের চুল ঝরে চামড়া সাদাটে হয়ে যেতে থাকে। তখনই তিনি সিদ্ধান্ত নেন, এমন কিছু করবেন, যা তাঁর আগামী বেঁচে থাকাটাকে আনন্দময় করে তুলবে। যেই না ভাবা, তক্ষুনি কাজ। সারা শরীরে ট্যাটু তৈরি করতে শুরু করেন অ্যাডাম চার্লিক্যাল। এমনকী, চোখের মণিও ইঙ্কিং করিয়ে নেন রাশিয়ার আদি বাসিন্দা এই ভদ্রলোক। শরীরের প্রায় ৯০ শতাংশ ইঙ্কিং হওয়ার পরে সেই ভয়াবহ সিদ্ধান্ত নিলেন। অ্যাডাম মনে করছিলেন, তাঁর পুরুষাঙ্গটি সৌন্দর্যায়নের পথে বাধা। তাই অস্ত্রোপচার করে পুরুষাঙ্গ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অপারেশনের পরে অ্যাডাম চার্লিক্যাল। ছবি: অ্যাডাম চার্লিক্যালের ফেসবুক গত ১৫ জুলাই অ্যাডামের অপারেশন হয়। আপারেশনের পরবর্তী সময়ের ছবি অ্যাডাম নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বন্ধুদের প

মমতাকে বাঁচাতে গিয়ে চাকরি খুইয়েছিলেন পুলিশকর্মী সিরাজুল, ২১ বছর কর্মহীন তিনি

Image
বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুত্যুর মুখ থেকে বাঁচাতে পুলিশ কনস্টেবল সিরাজুল হক মণ্ডল লালবাজারের এক বড়কর্তার দিকে বন্দুক উঁচিয়ে ধরেছিলেন। কর্মহীন: সিরাজুল হক মণ্ডল। পিন্টু মণ্ডল একুশে জুলাইয়ের শহিদ দিবসের পঁচিশ বছর পূর্ণ হবে আগামিকাল, শনিবার। ওইদিনের ঘটনায় বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুত্যুর মুখ থেকে বাঁচাতে পুলিশ কনস্টেবল সিরাজুল হক মণ্ডল লালবাজারের এক বড়কর্তার দিকে বন্দুক উঁচিয়ে ধরেছিলেন। সেই সিরাজুল ২১ বছর চাকরি থেকে বরখাস্ত। এখনও কর্মহীন। সিরাজুলের সঙ্গেই লালবাজারের বড়কর্তার নির্দেশ অমান্য করেছিলেন এসআই নির্মল বিশ্বাস। ১৮ বছর আইনি লড়াইয়ের পর চাকরি ফিরে পান তিনি। একই কারণে সার্জেন্ট প্রদীপ সরকারকে প্রমোশন ছাড়াই অবসর নিতে হয়েছে। একুশে জুলাই কমিশন সূত্রের খবর, বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনে সাক্ষ্য দেওয়ার সময় তাঁরা জানান, '৯৩ সালের ২১ জুলাই ঘটনার দিন দুপুরে মমতা যান ব্রেবোর্ন রোডে। মমতা যাওয়ার পরেই সেখানে বাহিনী নিয়ে হাজির হন লালবাজারের এক বড়কর্তা। তিনি এসে মমতার উদ্দেশে

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৭৫ বছর বয়সী মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Image
দ্বারভাঙা: বিহারের দ্বারভাঙায় পঞ্চম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ৭৫ বছরের এক বৃদ্ধকে। টিউশন পড়ানোর ছলে মেয়েটির বাড়িতেই ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে খবর। মঙ্গলবার রাতে স্থানীয় বিলাসপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত ওই গ্রামে একটি ছোট মাদ্রাসা চালায়। মেয়েটির বাবা মায়ের অনুরোধে কিছুদিন ধরে তাকে আলাদা করে পড়াচ্ছিল সে। মঙ্গলবার রাতে ছাত্রীর মা মেয়ের আর্তনাদ শুনে ঘরে ঢুকে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন। কিন্তু সে চম্পট দেয়, পালানোর আগে বাড়ির লোকদের হুমকি দিয়ে যায়, পুলিশে খবর দিলে সকলকে খুন করবে সে। কিন্তু ওই ছাত্রীর বাবা মা সে রাতেই স্থানীয় হায়াঘাট থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই গ্রেফতার হয় অভিযুক্ত।

অনশনের দশ দিন পার, তবু ‘বধির’ প্রশাসন

Image
লড়াই: প্রশাসনিক ভবনে আন্দোলনরত পড়ুয়াদের পোস্টার। বৃহস্পতিবার, কলকাতা মেডিক্যাল কলেজে।  ছ'জন পড়ুয়ার দশ দিন অনশনেও হুঁশ ফিরল না কলেজ কর্তৃপক্ষের! পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় বরং বুধবার রাত থেকে আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন আরও দশ প়ড়ুয়া। বৃহস্পতিবার তাঁদের সমর্থনে ক্লাস বয়কট করলেন তৃতীয় ও চতুর্থ বর্ষের অধিকাংশ পড়ুয়া। সকাল থেকে কর্মবিরতি শুরু করেন দেড়শো ইন্টার্ন। তাতে শামিল হয়েছেন কয়েক জন হাউস স্টাফও। সব মিলিয়ে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ দিন রাত দশটা নাগাদ প্রায় দশটি থানার পুলিশের বিশাল বাহিনী হাসপাতাল চত্বরে ঢোকে। আধ ঘণ্টা পরে সেখান থেকে তারা বেরিয়েও যায়। কেন পুলিশবাহিনী এল, কেনই বা বেরিয়ে গেল, সে প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর মেলেনি। এক টানা এত দিন ধরে মেডিক্যাল কলেজে পড়ুয়াদের অনশন নজিরবিহীন বলেই মনে করছেন চিকিৎসকদের বড় অংশ। তাঁরা জানাচ্ছেন, ২০১১ সালে এই কলেজে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সমস্যায় কয়েক জন পড়ুয়া অনশনে বসেছিলেন। সে বার অভিযোগ ছিল, পুলিশ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের হেনস্থা করেছে। তারই প্রতিবাদে অনশনে বসেছিলেন পড়ুয়ারা। কর্তৃপক্

ধর্ষণের আইনে হ্যাঁ-এর জোর

Image
'না' মানে 'না' বোঝার দাবি থেকে এ বার 'হ্যাঁ' বললে তবে 'হ্যাঁ' বোঝার দাবির দিকে যাত্রা। যৌন সম্পর্কে সম্মতি এবং অসম্মতির সংজ্ঞা নিয়ে পৃথিবী জুড়ে চর্চা চলছে। সুইডেন এবং জার্মানির পরে স্পেনও ধর্ষণ আইন বদলানোর কথা ভাবছে। উপপ্রধানমন্ত্রী কারমেন কালভো সে রকমই ইঙ্গিত দিয়েছেন। সম্মতিবিহীন যৌন সম্পর্ক যদি ধর্ষণ হয়, তা হলে শুধু 'না' বলা হয়েছিল কি না, তার উপরেই সেটা নির্ধারিত হতে পারে না বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। পরিষ্কার ভাবে 'হ্যাঁ' বলা হয়েছিল না, ভাষায় বা ভঙ্গিতে, সেটাও সমান গুরুত্ব দিয়ে দেখার কথা বলছেন তাঁরা। কারণ, অনেক সময় পরিস্থিতির চাপে মেয়েরা স্পষ্ট করে 'না' বলতে পারেন না। কালভো বলেছেন, মনোবিদদের মতে সম্মতির জোর অনেক বেশি। সুইডেন, জার্মানি, মার্কিন দেশে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার মতো রাজ্য ইতিমধ্যেই তাদের ধর্ষণ আইনে এই হ্যাঁ-এর শর্ত যোগ করেছে। অর্থাৎ স্পষ্ট হ্যাঁ ছাড়া সব যৌন সম্পর্কই ধর্ষণ বলে গণ্য হবে। সেই ঢেউ লেগেছে স্পেনেও। সেখানে একটি মামলায় সম্প্রতি যৌন নিগ্রহের দায়ে দোষী সাব্যস্ত হয় পাঁচ জন। তাদের তোলা ভিডিয়ো ফুটেজে দ

সমুদ্রের তলায় রুশ জাহাজ, সোনার খোঁজে তোলপাড়

Image
সেই জাহাজের অংশ। আবার সে এসেছে ফিরিয়া...। সমুদ্রের তলায় জাহাজের কুঠুরিতে গোপন সোনাদানা নিয়ে ফের জমজমাট জল্পনা। দক্ষিণ কোরিয়ার শিনিল নামে একটি সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, ১৯০৫ সালে ডুবে যাওয়া একটি রুশ জাহাজের খোঁজ পেয়েছে তারা, যাতে প্রচুর সোনাদানা আছে বলে অনুমান। দিমিত্রি দনস্কোই নামে ওই  জাহাজটি রুশ-জাপান যুদ্ধ চলাকালীন (যাতে পরে হেরে যায় মস্কো) ১৯০৫ সালে এখনকার দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় তলিয়ে যায়। তার পর থেকেই তাকে নিয়ে নানা গল্প ছড়িয়েছে নানা সময়। ২০০০ সালের গোড়ায় একবার দনস্কোইয়ের খোঁজ মিলেছে বলে রটেছিল। তার ভিত্তিতে দেউলিয়া সংস্থারও শেয়ার বেড়েছিল চড়চড় করে। কিন্তু দক্ষিণ কোরিয়া পরে ওই জাহাজ খুঁজে পাওয়ার খবর অস্বীকার করে। এখন শিনিল ফের দাবি করছে, জাহাজটির মূল্য একশো কোটি ডলারের কাছাকাছি। তবে তার ভিতরে কত সোনা আছে বা সেই সোনার অর্থমূল্য কত, তা এখনও অস্পষ্ট। দক্ষিণ কোরিয়ার সমুদ্র এবং মৎস্য মন্ত্রক জানিয়েছে, শিনিল এখনও জাহাজ উদ্ধারের অধিকার পেতে আবেদন জানায়নি। নিয়ম অনুযায়ী, অভিযানের পরে উদ্ধার হওয়া সম্পদের ১০ শতাংশ স্থানীয় জলপুলিশকে দেবে সংস্থা। জনশ্রুতি বলে, যুদ্

দার্জিলিঙেও ২৮ ডিগ্রি !

Image
আচমকা প্রবল দাবদাহ শুরু হয়েছে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। বুধবার গরম পড়েছে দার্জিলিংয়েও। আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে দার্জিলিঙের বাসিন্দা চন্দ্রনাথ দাস জানান, গত এক দশকের মধ্যে জুলাই মাসে দার্জিলিঙে এমন গরম পড়তে দেখেননি। লাকপা শেরপা, পবন গুরুংয়ের মতো প্রবীণ বাসিন্দারাও বলেছেন, ''গত বছর জুলাইয়ে দার্জিলিঙে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল। এ বার প্রকৃতি উষ্ণ। এ বার তো ঘরে ঘরে ফ্যান লাগাতে হবে দেখছি।'' ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, এদিন পাহাড়ের নানা এলাকায় আইসক্রিমের বাড়তি চাহিদা দেখা গিয়েছে। দাবদাহ অসহ্য সমতলের বিস্তীর্ণ এলাকায়। শিলিগুড়িতে তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গিয়েছিল এ দিন। জলপাইগুড়ি, কোচবিহারেও প্রবল গরম অনুভূত হয়েছে। দুপুরের দিকে শিলিগুড়িতে রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে যায়। বিকেলের দিকে তাপমাত্রা কিছুটা কমলেও গরম বাতাস বয়েছে কিছুক্ষণ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক রঞ্জন রায় জানান, উত্তরবঙ্গের আকাশে মৌসুমী বায়ু একেবারেই দুর্বল হয়ে পড়েছে। যতটুক

অ্যাসিড হামলায় মৃত

Image
সাত বছরের ছেলেকে নিয়ে টিনের চালের খুপরি ঘরে ঘুমিয়ে ছিলেন জয়ন্তী মণ্ডল (৩০)। রাত ১২টা নাগাদ তাঁর আর্তনাদে ছুটে আসেন আশেপাশের লোকজন। দেখেন, যন্ত্রণায় ছটফট করছেন জয়ন্তী ও তাঁর ছেলে সমীরণ। বৃহস্পতিবার কুলতলির জ্বালাবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের মণ্ডলেরহাট এলাকার এই ঘটনায় মা-ছেলেকে রাতেই নিয়ে যাওয়া হয় জয়নগর গ্রামীণ হাসপাতালে। জয়ন্তীকে মৃত বলে জানান চিকিৎসকেরা। সমীরণকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা জানলার ফাঁক দিয়ে অ্যাসিড ছুঁড়েছিল। আক্রমণের কারণ খতিয়ে দেখছে পুলিশ। জয়ন্তীর দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে। বৃহস্পতিবার বারুইপুরের এসডিপিও অর্ক বন্দ্যোপাধ্যায় এলাকায় আসেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্ত্রী-ছেলেকে নিয়ে আগে কলকাতায় থাকতেন জয়ন্তীর স্বামী জয়দেব। মাস দু'য়েক হল জয়ন্তী ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। এ দিনের কাণ্ডে ধন্দে জয়দেবও।

মাল্যদের পালানোর পরে বিল, উঠল প্রশ্ন

Image
বিজয় মাল্য, নীরব মোদীরা একের পর এক বিদেশে গা ঢাকা দেওয়ায় পলাতক আর্থিক অপরাধী বিল এনে মুখরক্ষার চেষ্টা করেছিল মোদী সরকার। আজ লোকসভায় সেই বিল পাশ হলেও প্রশ্ন উঠল, চোর পালানোর পর এখন বুদ্ধি দেখিয়ে লাভ কী হবে। বিরোধীদের অভিযোগ, এই বিলের পুরোটাই আসলে চোখে ধুলো দেওয়ার চেষ্টা। ললিত মোদী, নীরব মোদী, বিজয় মাল্যদের বিদেশে পালানোর পিছনে সরকারি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন, ''সবটাই মোদী সিন্ডিকেটের কাজ!'' তাঁর কথায়— এই বিলে বলা হয়েছে ১০০ কোটি টাকার বেশি প্রতারণা হলে এই আইনে ব্যবস্থা হবে। কেন তার কম টাকার প্রতারণায় এই ব্যবস্থা নেওয়া হবে না? আইনে বলা হচ্ছে, এ দেশের আদালত বিদেশে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিতে পারে। তা কি বাস্তবে কার্যকর করা সম্ভব? সাংসদ বলেন, ''এখন মানুষ ব্যাঙ্কে টাকা রাখতে ভয় পাচ্ছেন।'' অন্য বিরোধী দলের নেতাদেরও দাবি, আইন চালুর আগের অপরাধেও এই আইন বলবৎ হোক। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়ালের যুক্তি, তা সম্ভব না-হলেও, অপরাধীদের ফেরানোর চেষ্টা হবে। কল্যাণ বলেন, ''আপনি কত দিন অর্থমন্ত্রী থাকবেন জানি

বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

Image
দেখে নিন নতুন ১০০ টাকার নোটের চেহারা। বাজারে আসছে ল্যাভেন্ডার রঙের ১০০ টাকার নতুন নোট।এই নোটের  পিছনে রয়েছে 'ইউনেস্কো' স্বীকৃত ঐতিহ্যশালী স্থাপত্য গুজরাটের 'রানি কি ভাব'। লেখা থাকবে ছাপার সালও। তবে নতুন নোট এলেও, পুরনো নোট বাতিল হচ্ছে না। দু'রকমের নোটই বাজারে চলবে সম মর্যাদায়। তবে ধীরে ধীরে পুরনো নোট ছাপানো কমিয়ে দেওয়া হবে বলেই রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে। নতুন এই নোটে মোহনদাস কর্মচন্দ গাঁধীর ছবি, অশোক চক্র সবই থাকছে। নিয়ম মেনে রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরের সইও থাকবে এই নোটে। এর মাপ হবে দৈর্ঘ্যে ১৪২ মিলিমিটার ও প্রস্থে ৬৬ মিলিমিটার। নোটের বাঁ দিকে থাকবে 'স্বচ্ছ ভারত'-এর লোগো ও স্লোগান। ধীরে ধীরে নতুন ১০০ টাকার নোট ছাপানো আরও বাড়ানো হবে বলে জানিয়েছে আরবিআই। নোটের উপরে ক্ষুদ্র অক্ষরে ইংরেজি হরফে 'আরবিআই', 'ইন্ডিয়া', '১০০' ও হিন্দি হরফে 'ভারত' লেখা থাকবে। এই ক্ষুদ্র অক্ষরের রং সবুজ থেকে নীল দেখাবে।১০০ টাকার নতুন নোটের ডান দিকে থাকবে অশোক স্তম্ভ ৷ ইতিমধ্যেই ১০, ৫০, ৫০০ টাকার নতুন নোট এনেছে আরবিআই। ১০০০ টাকা

স্বাস্থ্যকর্মীর হাতে চিঠি গুঁজে নিজের বিয়ে রুখল ‘কন্যাশ্রী’

Image
স্কুলে সোনালি। গোয়ালতোড় : স্বাস্থ্যকর্মী প্রায় পাড়ায় আসেন। তাঁর হাতেই চিঠি গুঁজে দিয়েছিল নবম শ্রেণির এক আদিবাসী ছাত্রী। অন্য আধিকারিকদের হাত ঘুরে গড়বেতা ২-এর বিডিও স্বপনকুমার দেবের টেবিলে পৌঁছে গিয়েছিল চিঠি। সেখানে লেখা—'আমি কিয়ামাচা হাইস্কুলে ক্লাস নাইনে পড়ি। বয়স ১৬। বাবা জোর করে বিয়ে দিচ্ছে। যাতে আমি পড়তে পারি তার সুব্যবস্থার জন্য আবেদন করছি'। বুধবার সকালে এই চিঠি পড়ে স্বপনবাবু সমাজ কল্যাণ আধিকারিক সুব্রত বাজপেয়ীকে পাঠিয়ে দেন ওই 'কন্যাশ্রী' ছাত্রী সোনালি হাঁসদার বা়ড়ি। বাগপিছলা গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করেন সুব্রতবাবু। সোনালির বাবা-মা মুচলেকা লিখে দেন, ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না। সোনালির বাবা মানতা হাঁসদা বলেন, ''ব্লকের লোকেরা এসে বলতে বিয়েটা বন্ধ করে দিয়েছি।'' মানতা কৃষি শ্রমিক। তাঁর তিন মেয়ের মধ্যে সোনালি বড়। নিশ্চিন্দিপুরের এক যুবকের সঙ্গে জুলাই মাসেই মেয়ের বিয়ের ঠিক করেছিলেন মানতা। কিন্তু বেঁকে বসে সোনালি। আপত্তিতে কাজ না হওয়ায় বিডিওকেই চিঠি লিখে মঙ্গলবার রাতে ওই স্বাস্থ্যকর্মীর দ্বারস্থ হয় সে। অনুরোধ করে, গোপনে চিঠিটা পৌঁছে দিতে হবে বিডিও-

নৃশংস! আনন্দ পেতে গরম পিচ ঢেলে দিল দুই বাচ্চা কুকুরের গায়ে

Image
একটি কুকুরের বয়স আনুমানিক দু'বছর। অন্যটির বড়জোর মাস পাঁচেক হবে। বেহালা শীলপাড়ার রাস্তায় তাদের অবাধ যাতায়াত। মঙ্গলবার রাতে ওই দু'টি কুকুরের গায়েই কেউ পিচ ঢেলে 'আনন্দ' পেয়েছেন বলে অভিযোগ। পাঁচ মাসের কুকুরের শরীরের ডান কানে পিচের আস্তরণ পড়ে যায়। দু'বছরের কুকুরের শরীরের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই দৃশ্য দেখে জখম দুই কুকুরের ছবি একটি পশুপ্রেমী সংগঠনের ফেসবুক পেজে পোস্ট করেন স্থানীয় কয়েক জন যুবক। এর পরেই ওই সংগঠনের সদস্য দময়ন্তী সেন বুধবার বিকেলে শীলপাড়ায় যান। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দু'টি কুকুরের শরীর থেকে পিচের আস্তরণ তুলতে সমর্থন হন তিনি। স্থানীয় সূত্রের খবর, শীলপাড়ায় এখন রাস্তা তৈরির কাজ চলছে। সেই সময়েই কেউ এই কাজ করেছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের একাংশের দাবি, যে ভাবে দু'টি কুকুরের গায়ে পিচের আস্তরণ পড়েছিল, তাতে বোঝা যাচ্ছে ইচ্ছাকৃত ভাবেই এই কাজ করা হয়েছে। আর এখানেই স্তম্ভিত হয়ে যাচ্ছেন বাসিন্দারা। এক বাসিন্দার বক্তব্য, ''এতটা নৃশংস যে কেউ হতে পারে, ভাবাই যায় না! আমাদের শরীরে এক ফোঁটা গরম পিচ পড়লেই তো কাবু হয়ে যাব। আর এখা

মোদীর বিকল্প নেই! মানতে নারাজ, সময়ে নেতা উঠে আসবেন, মত অমর্ত্যের

Image
অমর্ত্য সেন। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর বিকল্প নেই, এ কথা মানতে নারাজ অমর্ত্য সেন। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের কথায়, ''সঙ্কটের সময়ে বহু গুরুত্বপূর্ণ নেতা উঠে আসার ঐতিহ্য রয়েছে এই মহান দেশের। কারও কোনও বিকল্প নেই, এই ধারণা ঠিক নয়।'' কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীই কি সেই নেতা? এই প্রশ্নের উত্তরে অমর্ত্য বলেন, ''রাহুলই বিকল্প কিনা, তা বলা যায় না। তবে রাহুলের প্রতিভা রয়েছে। উদ্যমও আছে। হতে পারে তিনিই উঠে এলেন। আবার অন্য কোনও নেতাও উঠে আসতে পারেন।'' মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘু ও দলিত নির্যাতনের মতো বিষয়গুলি তুলে মোদীর বিরুদ্ধে সরব অমর্ত্য। বিজেপি নেতারা, এমনকি স্বয়‌ং প্রধানমন্ত্রীও বিভিন্ন সময়ে নানা ভাবে তাঁকে আক্রমণ করেছেন। সম্প্রতি মোদী জমানায় নানা 'সাফল্য' তুলে ধরে নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমার বলেন, অমর্ত্য দেশে বিশেষ থাকেন না বলেই সরকারের জনমুখী কাজকর্ম সম্পর্কে অবহিত নন। একটি সংবাদ চ্যানেলে এ দিন রাজীব কুমারের মুখোমুখি হয়ে অমর্ত্য বলেন, বছরের বেশ কিছু সময় তিনি শান্তিনিকেতনেই কাটান। দেশের খবরাখবরও রাখেন। রাজীব কুমার উন্নয়

‘আমাদের কাজ দিলে শান্তি থাকবে, না-হলে নয়’, সাফ কথা যুবকের

Image
মোটরসাইকেল নিয়ে সিন্ডিকেটের দাদাদের দাপাদাপি নেই। নেই দুই গোষ্ঠীর প্রকাশ্যে মারপিট, বোমাবাজি। তবু রাজারহাট আছে রাজারহাটেই। ইট, বালি সরবরাহ থেকে শুরু করে বাড়ি রং করা, গ্রিল বসানো, পরিচারিকা বা রক্ষী নিয়োগ— সব ক্ষেত্রে সিন্ডিকেটই শেষ কথা বলে দাবি নির্মাণ শিল্পমহলের। স্থানীয় এক প্রোমোটারের ব্যাখ্যা, ''এখন সব কিছুই বেশ সংগঠিত। তাই বাইরে থেকে বোঝার উপায় নেই।'' নিউ টাউনের নারকেল বাগান মোড়ের কাছে সদ্য ফ্ল্যাট কিনেছেন বহুজাতিক আইটি সংস্থায় কর্মরত এক দম্পতি। তাঁরা জানান, ফ্ল্যাটে ঘর রং করানোর সময় স্থানীয় কয়েক জন যুবকের আবির্ভাব ঘটেছিল। দাবি ছিল, রং করার বরাত তাঁদেরই দিতে হবে। একই অভিজ্ঞতা নিউ টাউনের যাত্রাগাছি মোড়ের কাছে নতুন ফ্ল্যাটে আসা আবাসিকদের। তাঁদের অভিযোগ, স্থানীয় যুবকরা জানিয়ে দিয়েছেন, নিরাপত্তারক্ষী হিসেবে তাঁদেরই নিয়োগ করতে হবে। ওই এলাকায় সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এক যুবকের সাফ কথা, ''আমাদের দিয়ে কাজ করালেই শান্তিপূর্ণ পরিবেশ পাওয়া যাবে। না-হলে নয়।" এই 'শান্তি'র কথা বলছেন সিন্ডিকেটের সব সদস্যই। যাত্রাগাছি মোড়ের কাছে নবদিশা সিন্ডিকেটের অন্যতম কর্

মোদীর সভায় আহতদের এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ মমতার

Image
পরিদর্শন: নরেন্দ্র মোদীর সভার দুর্ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে আহতদের দেখতে হাসপাতালে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর রাজ্য বিজেপি-র নেতারা দাবি করেছিলেন, বার বার ফোন করে আহতদের শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী, সব রকম সাহায্যের আয়োজন করতে বলেছেন। তার পর কেটে গিয়েছে তিন দিন। কিন্তু বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হল অনুযোগ। মোদীর সভায় মঞ্চের ছাউনি ভেঙে জখমদের মধ্যে যে দু'জন এখনও সেখানে ভর্তি আছেন, তাঁরা মুখ্যমন্ত্রীকে বললেন, ''চিকিৎসা হচ্ছে। তবে সাহায্য কিছু পাইনি।'' পরে শহরের এক বেসরকারি হাসপাতালেও জখম কয়েক জনকে দেখতে যান মুখ্যমন্ত্রী। এর পরই ত্রাণ তহবিল থেকে জখমদের অর্থসাহায্যের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন ২ জন, বেসরকারি হাসপাতালে ভর্তি ৩ জনকে এক লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে। বেসরকারি হাসপাতালে ভর্তি আরও ৪ জনকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। বেসরকারি হাসপাতালে চিকিৎ