ভারতের ‘মডার্ন স্লেভারি’র শিকার ৮০ লক্ষ: রিপোর্ট


নয়াদিল্লি: দেশ জুড়ে বহু মানুষ দাসত্বের শিকার। আক্ষরিকভাবে যাকে বলা হয়, 'মডার্ন স্লেভারি'। 'গ্লোবাল স্লেভারি ইনডেক্স ২০১৮-র রিপোর্ট বলছে, ২০১৬-র হিসেব অনুযায়ী ভারতে অন্তত ৮০ লক্ষ মানুষ এই ধরনের দাসত্বের শিকার। ১৬৭ টি দেশের মধ্যে করা এক সমীক্ষায় ভারতের নাম বেশ উপরের দিকেই রয়েছে।

রিপোর্ট বলছে, প্রত্যেক ১০০০ জনের মধ্যে অন্তত ৬.১ জন 'মডার্ন স্লেভারি'র শিকার। ১৬৭টি দেশের মধ্যে ভারত রয়েছে ৫৩ তে। সবার উওরে রয়েছে উত্তর কোরিয়ার নাম। সেখানে ১০০০ জনের মধ্যে ১০৪ জনই এর শিকার। আর জাপান রয়েছে সবথেকে নীচে। তবে এই বিষয়টা ভারতেই সবথেকে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানা গিয়েছে।

ওই সমীক্ষায় চিনের স্থান ১১ তে। তাদের হার প্রতি হাজারে ২.৮। একাধিক বিষয়ের উপর ভিত্তি করে 'মডার্ন স্লেভারি'র সংজ্ঞা তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে জোর করে শ্রমিকের কাজ করানো, জোর করে বিয়ে দেওয়া, মানব পাচার, কারও দাসত্ব করা ইত্যাদি।