Posts

Showing posts from October 6, 2018

আগামী বছর শুরুতে লঞ্চ হবে নতুন Moto G7।

Image
ইতিমধ্যেই এই ফোনের ছবি ইন্টারনেটে সামনে আস্তে শুরু করেছে। সম্প্রতি এক রিপোর্টে নতুন Moto G7 ফোনের ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে Moto G7 ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে। এছাড়াও ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ক্যামেরা মডিউলে কোম্পানির নিজস্বতা বজার রাখা হবে Moto G7 ফোনে। তবে এই প্রথম কোন Moto G সিরিজের ফোনের পিছনে থাকতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। প্রসঙ্গত সম্প্রতি লঞ্চ হওয়া Motorola One Power ফোনের পিছনেও একই ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছিল। MySmarPrice ওয়েবসাইটে Moto G7 ফোনের এই ছবি প্রকাশিত হয়েছে। ডিসপ্লে নচ Moto G7 ফোনকে Moto G6 ফোনের থেকে আলাদা করেছে। যার ফলে ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেড়ে গিয়েছে। Moto G7 ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথেই থাকবে LED ফ্ল্যাশ। এছাড়াও এই ফোনে থাকছে 3.5 মিমি হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট আর লাউডস্পিকার গ্রিল। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের নীচে থাকবে কোম্পানির লোগো। Moto G7 ফোনের সাথেই লঞ্চ হবে Moto G7 Play ও Moto G7 Plus। এই সব

‌পকোড়া বিক্রেতার কাছ থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা

Image
কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ফুটপাতে পকোড়া বিক্রি করাও একটি কাজ। এটাকেও কর্মসংস্থান বলা যায়। যারপরই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছিল কংগ্রেস–সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি। এমনকি তৈরি হয়েছিল মিমও। হাসাহাসি করেছিলেন অনেকে। কিন্তু লুধিয়ানার পকোড়া বিক্রেতা পান্না সিংয়ের কথা জানলে কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মজা করতে পারবেন না কেউ। পাঞ্জাবের এই পকোড়া বিক্রেতা আসলে লক্ষাধিক টাকার মালিক। রয়েছে বেশ কয়েকটি দোকান এবং সেগুলি চলছেও রমরমিয়ে। সম্প্রতি আয়কর দপ্তরের হানার পর সামনে এসেছে সেই ঘটনা। কয়েকদিন আগে আচমকাই পান্না সিংয়ের দোকানে হানা দিয়েছিলেন আয়কর বিভাগের আধিকারিকরা। সেসময় দোকানেই ছিলেন ওই ব্যবসায়ী। নিজের মতোই কাজ করছিলেন। আয়কর আধিকারিকদের দেখেও নিরুত্তাপ থাকেন তিনি। দিব্যি তাঁদের হাতে ৬০ লক্ষ টাকা তুলেও দেন। যা দেখে অবাক হয়ে যান দুঁদে আধিকারিকরাও। আর এ ঘটনা জানতে পেরে অনেকেই হতবাক হয়েছেন। প্রশ্ন উঠছে কীভাবে একজন পকোড়া বিক্রেতা লক্ষাধিক টাকার মালিক হলেন?‌‌‌

অবিলম্বে দেশ ত্যাগ কর! ১৮ এনজিও’কে নির্দেশ পাকিস্তান সরকারের

Image
ইসলামাবাদঃ  ১৮ টি আন্তর্জাতিক ত্রাণ সংস্থাকে কার্যক্রম বন্ধ করে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। তবে এনজিওগুলোর কাছে পাঠানো নোটিশে এর কোনও কারণ জানানো হয়নি। বেশ কয়েকটি এনজিও জানিয়েছে, তারা পাকিস্তানের স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে দেশ ছাড়ার নোটিশ পেয়েছে। তবে এই সিদ্ধান্তের কারণ দফতর জানানো হয়নি। বিদেশি এনজিওগুলোর ওপর খড়গহস্ত পাকিস্তান এবারও ফের একই পদক্ষেপ নিয়েছে। এ সংস্থাগুলোর বেশিরভাগই মানবাধিকার সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে। একশন এইড কাজ করে শিক্ষা, দারিদ্য দূরীকরণ এবং মানবাধিকার নিয়ে। পাকিস্তান এর আগে একটি সংস্থার বিরুদ্ধে রাষ্ট্র-বিরোধী কর্মসূচি চালানোর অভিযোগ করে এনজিওগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল। একশন এইড পাকিস্তানের পদক্ষেপকে নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলোর ওপর আঘাত আখ্যা দিয়েছে। গত বছর পাকিস্তান ২৭ টি বিদেশি এনজিও'র কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর একশন এইডসহ ১৭ টি বিদেশি ত্রাণ সংস্থা এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করে। তখনও সরকার এর কারণ জানায়নি। পাকিস্তানে একশন এইডের অন্যতম কর্তা খালিক বলেন, স্বরাষ্ট্র দফতরের আধিকারিকরা জানিয়েছে ১৮ টি সংগঠনই সরকারের

ভোটের ঘোষণা হতেই সরকারি কর্মীদের নুন্যতম বেতন বাড়াচ্ছে সরকার

Image
নয়াদিল্লিঃ  ইতিমধ্যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচন হলেও বছর ঘুরলেই লোকসভা নির্বাচন নির্বাচন। বিজেপি সরকারের কাছে ফাইনালের আগে এই ভোট কার্যত সেমিফাইনাল। আর তাই সেমিফাইনালকে পাখির চোখ করতে মরিয়া মোদী সরকার। মনে করা হচ্ছে এই মাসের শেষে কিংবা নভেম্বরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে বড় সুখবর ঘোষণা করতে চলেছে মোদী সরকার। এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে সরকার। সব কিছু ঠিক থাকলে মাসের শুরু কিংবা চলতি মাসের শেষেই নুন্যতম বেতন বৃদ্ধি করতে পারে মোদী সরকার। তবে কতটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের খুশি করতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের একাধিক সূত্রে জানা গিয়েছে যে আগামী পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বড় ঘোষণা করবে মোদী সরকার। কারণ একজন সরকারি কর্মীকে খুশি করতে পারলেই অনেকটাই ভোট টানা যাবে। সেজন্যে নুন্যতম বেতন বৃদ্ধি করতে চলেছে মোদী সরকার। তবে সরকারি কর্মীদের চাহিদা মতো হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ কেন্দ্রীয় সরকার সবকিছু ঠিক থাকলে নুন্যতম বেতন বৃদ্ধি করতে পারে ২০ হাজার টাকা। ১৮ হাজার থেকে বেড়ে এই অ

‌ভিনধর্মের যুবকের সঙ্গে প্রেম করায় গাছে বেঁধে বেধড়ক মার মুসলিম তরুণীকে

Image
মেয়ে ভিনধর্মের ছেলের সঙ্গে প্রেম করে। আর তাই পঞ্চায়েতের নিদানে প্রায় পাঁচ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে ওই তরুণীকে বেধড়ক মারল খোদ পরিবারের লোকেরাই। নির্মম এই ঘটনাটি ঘটেছে বিহারের নওদা জেলার যোগীয়া মারান গ্রামে। জানা গিয়েছে, ১৮ বছর বয়সি ওই মুসলিম তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল হিন্দু যুবক রমেশ কুমারের। রমেশ পাশের গ্রামেই থাকতেন। এদিকে, বাড়িতে নিজের সম্পর্কের কথা জানানোর পর কিছুতেই তা মানতে রাজি হয়নি মেয়েটির পরিবার। এরপরই গত ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে রমেশের কাছে চলে যায় ওই তরুণী। এমনকি বিয়েও করে তাঁরা। কিন্তু মেয়েটির বাড়ির লোক সেকথা জানতে পেরে জোর করে ওই তরুণীকে সেখান থেকে নিয়ে আসে। এরপরই বসে পঞ্চায়েতের সালিশি সভা। সেখানে নিদান দেওয়া হয়, ভিনধর্মের ছেলের সঙ্গে প্রেম করায় মেয়েটিকে গাছের সঙ্গে বেঁধে মারা হবে। আর এই কাজ করবে তাঁর পরিবারই। এই সময় মেয়েটির পরিবার বাধা তো দেয়নি বরং তাঁর বাবা মহম্মদ ফারিদ আনসারি খোদ এই নির্মম কাজটি করেন। তাঁর কথায়, মেয়ে একজন অপরাধী। সে অন্য ধর্মের ছেলের সঙ্গে প্রেম করেছে। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বেধড়ক মারধর। শেষপর্যন্ত পুলিস ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার

নিখোঁজ ইন্টারপোলের প্রধান

Image
লিঁও (ফ্রান্স) : ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই নিখোঁজ হয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে পরিবারের সদস্যরা তাঁর কোনো খোঁজ পাচ্ছেন না। এনিয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্স। সূত্রের খবর, ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দপ্তর থেকে বের হয়ে চিনের উদ্দেশে রওনা দিয়েছিলেন মেং। মেং-এর স্ত্রী অবশ্য পুলিশের কাছে দাবি করেছেন, ২৯ সেপ্টেম্বরের পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। ৬৪ বছর বয়সী মেং চীনের কমিউনিস্ট পার্টির নেতা। মেং এর আগে চিনের জননিরাপত্তাবিষয়ক বিভাগের উপমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। প্রাথমিক তদন্তের পর ফরাসি কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, ফ্রান্সে নিখোঁজ হননি মেং। ইন্টারপোলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "ফ্রান্স ও চিন—উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয় এটি।" 

ডালখোলায় ছাত্রীকে ধর্ষণ করে নেটে ভিডিয়ো, ধৃত ব্য়ক্তি

Image
ডালখোলা : ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। ধর্ষণের পাশাপাশি ওই ঘটনার একটি ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে দেয় অভিযুক্ত। ধৃতের নাম প্রকাশ ঘরামি। পেশায় গৃহশিক্ষক। গতরাতে ডালখোলা কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রকাশের বাড়িতে পড়তে যেত  কিশোরীর। অভিযোগ, বাড়িতে কেউ না থাকলেই তাকে ধর্ষণ করত প্রকাশ। ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করে রেখেছিল সে। পরে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বলে অভিযোগ। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রকাশের বিরুদ্ধে ২ অক্টোবর ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে রিয়া। সেই অভিযোগের ভিত্তিতে গতরাতে তাকে গ্রেপ্তার করে ডালখোলা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ভোট মুখেই ১০ হাজার কোটির প্রকল্প ঘোষণা বিজেপির

Image
ভোপাল: ভোটের মুখে ১০ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করল বিজেপি পরিচালিত মধ্যপ্রদেশ সরকার। আর এই প্রকল্পগুলি ঘোষণা হয়েছে মাত্র পাঁচ দিনের মধ্যে। যার অর্থ প্রত্যহ দুই হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে সরকার। আর কয়েক মাসের মধ্যেই মধ্যপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। চলতি মাসেই সেই নির্বাচনের দিন ঘোষণা করার কথা কমিশনের। মনে করা হচ্ছিল যে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে ওই দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই তত্ত্ব মাথায় রেখেই আসরে নামে শিবরাজ সিং পরিচালিত মধ্যপ্রদেশ সরকার। অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনের মধ্যে মোট ১০ হাজার কোটি টাকার সরকারি প্রকল্পের শিলান্যাস এবং ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং তাঁর ক্যাবিনেটের একাধিক মন্ত্ররী বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন এক থেকে পাঁচ অক্টোবরের মধ্যে। বিধানসভা বিষয়ক মন্ত্রী নরোত্তম মিশ্র এবং রাজস্ব মন্ত্রী উমাশঙ্কর গুপ্ত সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেছেন। যার মধ্যে রয়েছে পরিকাঠামো উন্নয়ন, সড়ক, রেল লাইন, কৃষির মতো একগুচ্ছ প্রকল্প। এই কয়েক দিনের মধ্যেই রাজ্যের একাধিক জেলায় সফর করেছেন মুখ্যমন

বাংলার শিক্ষকদের জন্যে বড় সিদ্ধান্ত রাজ্যের

Image
কলকাতা: এবার ইসলামপুর কাণ্ডের জেরে কোপ পড়ল শিক্ষক বদলিতে৷ রাজ্য শিক্ষা দফতর আপাতত বাতিল করেছে শিক্ষক বদলির প্রক্রিয়া। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক বদলির উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।শিক্ষা দফতর বিজ্ঞপ্তি করে জানিয়েছে, আপাতত কারও কোনও বদলির আবেদন গ্রাহ্য হবে না। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেই ছাত্র বিক্ষোভ ও অশান্তি দানা বেধেছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে।সেখানে পড়ুয়াদের দাবি অমান্য করে উর্দু শিক্ষক নিয়োগ করায় স্কুল চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে ৷ গুলি চালায় পুলিস। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ সরকারের। তাছাড়া সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় তাপস বর্মণকে এবং পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জন্য বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় শাসক দলকে। যদিও পুলিসের গুলিতে কোনও মৃত্যু হয়নি বলে দাবি করেছেন জেলা পুলিস সুপার। পাশাপাশি পুলিসের গুলিতে মৃত্যুর অভিযোগ খারিজ দিতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গোটা ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার। যদিও এখনও পর্যন্ত কেউ-ই গ্রেফতার হয়নি। তবে নিহতের পরিবার স

পারিবারিক অশান্তিতেই স্ত্রীকে খুন, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা তৃণমূল কর্মীর

Image
নদীয়ার চাপড়ায় তৃণমূল কর্মীর স্ত্রী খুনের ঘটনায় খারিজ হয়ে গেল শাসকদলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। অভিযোগ, স্ত্রীকে খুন করেছেন স্বামী তাহাজুল শেখ নিজেই। জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে তাহাজুল। খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিস। বৃহস্পতিবার বাড়িতে চড়াও হয়ে তৃণমূল কর্মী তাহাজুল শেখের স্ত্রীকে খুন করে দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে মনে করা হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই হামলা ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীদের টার্গেট ছিল তাহাজুল। কিন্তু বাড়িতে চড়াও হয়ে তাহাজুলকে না পেয়েই তাঁর স্ত্রী মর্জিনা বিবিকে গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত শরীরে লুটিয়ে পড়েন মর্জিনা বিবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খুনের ঘটনায় দলের অন্দরে গোষ্ঠীকোন্দলের দিকেই অভিযোগের আঙুল তোলেন তাহাজুল নিজেও। জানান, দিনকয়েক আগে গ্রাম পঞ্চায়েত প্রধান কে হবে, তা নিয়ে ঝামেলা বাধে। সেসব নিয়ে গ্রামের পরিস্থিত উত্তপ্ত ছিল। বৃহস্পতিবার গ্রামসভা ছিল। সেখানেই আরও বড় গোল বাধে। দাবি করেন, তারপরই তাঁর বাড়ি চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী। অপর গোষ্ঠীর কয়েকজনকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য তাঁদের বাড়িতে হামলা চালানো হয়। তাঁকে না

অর্চনাকে ‘খুন’ করে আত্মঘাতী বলরাম, ধৃত হোটেল কর্মীর বয়ানে রহস্য

Image
উল্টোডাঙার বধূ অর্চনা পালংদারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়। শনিবার ওই ঘটনায় ঝাড়খণ্ড থেকে আশিস যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আশিস কলকাতা পুরসভার কাছে এক হোটেলে কাজ করেন। গত ১৭ সেপ্টেম্বর মোবাইল সারাতে বেরোচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন অর্চনা। উল্টোডাঙা থানা এলাকার জওহরলাল দত্ত রোডে তাঁর বাড়ি। তার পর আর ফেরেননি। তিন দিন পর ২০ সেপ্টেম্বর আনন্দপুর থানার চৌবাগার লকগেট থেকে উদ্ধার হয় ৩৫ বছরের অর্চনার দেহ। সংবাদপত্রে মহিলার ছবি প্রকাশিত হওয়ার পরে এনআরএস হাসপাতালের মর্গে গিয়ে তাঁর স্বামী পিন্টু পালংদার স্ত্রীর দেহ শনাক্ত করেছিলেন। পিন্টুকে জিজ্ঞাসাবাদের পরে তদন্তকারীদের ধারণা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়েছেন অর্চনা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অর্চনার সঙ্গে পিন্টুর অশান্তি লেগেই থাকত। বছর কয়েক আগে অর্চনা স্বামীর বিরুদ্ধে পুলিশে নির্যাতনের অভিযোগও জানিয়েছিলেন। পিন্টু এবং অর্চনার পরিজনদের কাছ থেকে পুলিশ জানে, অর্চনা এর আগে দু'বার স্বামীর ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। বছর চারেক আগে উল্টোডাঙার এক বাসিন্দার সঙ্গে তিনি গিয়েছিলেন। পরে ফিরে আসেন।

৫ রাজ্যে এক মাসব্যাপী ভোট ঘোষণা কমিশনের, সব গণনা ১১ ডিসেম্বর

Image
কবে ভোট হবে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগঢ়, মিজোরাম, তেলঙ্গানা বিধানসভার— ঘোষণা করতে এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে বসেছে নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণা করছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। দু-দফায় নির্বাচন হবে ছত্তীসগঢ়ে। প্রথম দফার (১৮টি আসনে) নির্বাচন হবে ১২ নভেম্বর। আর দ্বিতীয় দফার (৭২টি আসনে) নির্বাচন হবে ২০ নভেম্বর। মধ্যপ্রদেশ এবং মিজোরামে একই দিনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। ২৩০টি আসনের মধ্যপ্রদেশ বিধানসভার ভোট ২৮ নভেম্বর। ওই দিন ৪০ আসনের মিজোরামেও ভোট হবে। রাজস্থান এবং তেলঙ্গানার ভোটও একই দিনে, ঘোষণা নির্বাচন কমিশনের। ৭ ডিসেম্বর এই দুই রাজ্যে বিধানসভা ভোট হবে। সব রাজ্যেই ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর।   লোকসভা ভোটের আগে এটাই বিজেপি আর কংগ্রেসের শেষ বড় নির্বাচনী পরীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগঢ় আর মিজোরামের বিধানসভা ভোট নির্ধারিতই ছিল এ বছরের শেষে। এর মধ্যে গত মাসে আচমকা তেলঙ্গানা বিধানসভা ভেঙে দেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। ফলে সেখানেও ভোট এগিয়ে আসছে। প্রথমে অবশ্য বেলা সাড়ে ১২টায় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার কথা জানিয়েছিল কমিশন। কিন্তু শেষ মুহূর্তে তা ব

২০৪৭ কেজি গাঁজা উদ্ধার কলকাতায়।

Image
ফের শহরের বুকে উদ্ধার মাদক।  প্রায় দু'হাজার কিলোগ্রাম গাঁজা-সহ ইএম বাইপাসে আটক একটি লরি।  গ্রেপ্তার লরির চালক-সহ দুই।  ধৃতদের শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১০ টা নাগাদ বেঙ্গল কেমিক্যাল ক্রসিংয়ের কাছে একটি চাল বোঝাই ট্রাকে তল্লাশি চালায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্কফোর্স বা এসটিএফ।  উদ্ধার করা হয় ২৪০৭ কিলোগ্রাম গাঁজা।  লরিটিতে চালের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়েছিল নিষিদ্ধ মাদকের প্যাকেটগুলি।  উদ্ধার হওয়া মাদকের মূল্য কয়েক কোটি টাকা।  গ্রেপ্তার করা হয়েছে সোনারপুরের বাসিন্দা নজরুল মণ্ডল ও দক্ষিণ ২৪ পরগনার বিজন হালদার নামে দুই মাদক পাচারকারীকে।  এই অভিযানকে বড়সড় সাফল্য বলেই মনে করছে পুলিশ।  লালবাজার সূত্রে খবর, সড়ক পথে রাজ্যে নিষিদ্ধ মাদক ঢুকতে পারে বলে আগেই সতর্কবার্তা দিয়েছিলেন গোয়েন্দারা।  সেই মতোই এদিন তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।  ধৃতদের জেরা করে জানা গিয়েছে, অসমের নগাঁও জেলা থেকে বিশাল পরিমাণের গাঁজা ক্রয় করে তারা। তারপর ট্রাকে করে পশ্চিমবঙ্গে পাচার করার চেষ্টা চালায় তারা।  শহরেই খদ্দেরের কাছে মাদক জোগান দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।      অসমে

ভোটের আগে রামমন্দির না হলে হারতে হবে বিজেপিকে: বিশ্ব হিন্দু পরিষদ

Image
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রামমন্দির নির্মাণের কাজ শুরু না হলে ভোটে হারবে বিজেপি। শুক্রবার এমনই হুমকি দিল হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। এদিন রামমন্দির নির্মাণ নিয়ে আলোচনায় বসে ভিএইচপির গড়া একটি কমিটি। এই কমিটি রামমন্দির নির্মাণ সংক্রান্ত একটি বিলও পাস করে। তাদের দাবি সেই বিল সরকারকেও পাস করতে হবে, যাতে রামমন্দির নির্মাণের কাজ দ্রুত শুরু হয়। সংগঠনের তরফে বলা হয়, সরকার যদি তাদের দাবি না মানে এবং কবে থেকে মন্দির নির্মাণের কাজ শুরু হবে, তা না জানায়, তাহলে তাদের আন্দোলনের পথ বেছে নিতে হবে। রামমন্দির সংক্রান্ত ভিএইচপির এই কমিটিতে রয়েছে রাম মন্দির তৈরি আন্দোলনের বিভিন্ন সাধুরাও। বেশ কিছুদিন ধরেই মন্দির নির্মাণের জন্য চাপ বাড়াচ্ছে আরএসএসও। কদিন আগেই মোহন ভাগবতের বক্তব্য, "রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারের উচিত যত দ্রুত সম্ভব রাম মন্দির তৈরি করা। কারণ রাম মন্দির সাধারণ মানুষের আবেগ।" সংঘ প্রধান বলেন, "রাম মন্দির তৈরিতে আর বিলম্ব করা উচিত নয়। যেখানে রামচন্দ্রের জন্ম হয়েছিল সেখানে রাম মন্দির তৈরি হোক এটাই মানুষ চাইছে। ভগবান রাম শুধু একজন ঈশ্বর নন, তিনি অনেকের কাছেই আদ

মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা জোবসের হাত ধরে আসা টেকনোলজির সাতকাহন

Image
সাত বছর আগে আজকের দিনে চলে গিয়েছেন স্টিফেন পল জোবস। কিন্তু আজও মানুষের মনে তাঁর অম্লান উপস্থিতি। কারণটা অবশ্যই 'অ্যাপেল'। গ্যাজেটপ্রেমী মানুষের কাছে 'অ্যাপেল' একটা স্বপ্ন। ২০১১ সালের ৫ই অক্টোবর অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জোবস মারা যান। দীর্ঘদিন প্যাঙ্কিয়াটিক ক্যানসারে আক্রান্ত থাকার পর মাত্র ৫৬ বছর বয়সে মারা যান তিনি। কিন্তু ওই অল্প বয়সেই যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন তিনি টেকনোলজির দুনিয়ায়। মোবাইল,মিউজিক,ডেক্সটপ,অ্যাপ… কি নেই? স্মার্ট ফোনের ধারনাটাই বদলে যায় ২০০৭এর জানুয়ারিতে প্রথম আইফোন প্রকাশ্যে আসার পর। টাচ ফোন স্ক্রিনের সঙ্গে GSM সঙ্গে GPRS ও EDGE, ভাবা যায়? গত ১১ বছরে বহু নতুন স্বাদ উপহার দিয়েছে অ্যাপেল। অ্যাপেলের Macintosh 128K তাদের প্রথম ডেস্কটপ কম্পিউটিং মেশিন। 'PowerBook' সিরিজের ল্যাপটপও বিশেষ জনপ্রিয়। iPod (M8541)অ্যাপেলের প্রথম সবসময় বহনযোগ্য মিডিয়া প্লেয়ার। ২০০১সালের অক্টোবরে প্রকাশ্যে আসে প্রথম আইপড। তখন ট্যাগলাইন ছিল '১০০ গান তোমার পকেটে'। ৫ জিবি ডেটা স্টোরেজ সঙ্গে মোনোক্রোম LCD ডিসপ্লে। এদিকে অ্যাপেলের 'ম্যাকবুক প্রো

প্রতিবেশীর ফ্ল্যাটে মরা ইঁদুর ফেলায় প্রাণ খোয়ালেন যুবক

Image
নয়াদিল্লি: প্রতিবেশীর ফাঁকা ফ্ল্যাটে মরা ইঁদুর ফেলেছিলেন এক যুবক৷ প্রাণ দিয়ে তার খেসারত দিতে হল তাঁকে৷ দিল্লির মীর বিহার এলাকার ঘটনা৷ লোহার পাইপ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে এই ঘটনায়৷ মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজন৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ স্থানীয় সূত্রে খবর, মীর বিহারে পরিবারের সঙ্গে থাকেন বছর ৩৯'র যুবক চন্দ্রিকা৷ স্ত্রী, তিন ছেলে মেয়ে নিয়ে সংসার৷ নাহরপুরে কাজ করেন চন্দ্রিকা৷ ঘটনার সূত্রপাত গত ২ অক্টোবর৷ একটি ইঁদুর মরে তাঁর ঘরে৷ সেটিকে পাশের খালি ফ্ল্যাটে ফেলে দেন তিনি৷ এদিকে মরা ইঁদুরের গন্ধে প্রতিবেশীদের প্রাণ যাওয়ার জোগাড়৷ এরপরই তাঁর প্রতিবেশী বিজয় এই ঘটনার প্রতিবাদ করে ইঁদুরটিকে অন্যত্র ফেলার জন্য বলেন৷ এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটিও হয়৷ অভিযোগ, রাগের বশে বিজয় চন্দ্রিকার মাথায় লোহার পাইপ দিয়ে সজোরে আঘাত করে৷ গুরুতর জখম হন তিনি৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ গিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে৷ এদিকে আশঙ্কাজনক চন্দ্রিকাকে সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া

গ্রিল ফ্যাক্টরির আড়ালে অস্ত্র কারখানার রমরমা!

Image
মালদহ: গ্রিল ফ্যাক্টরিকে সামনে রেখে চলত অস্ত্র কারখানা৷ মালদহের কালিয়াচকে গিয়ে তো চোখ কপালে উঠল পুলিশের৷ কালিয়াচক থানার শেরশাহিতে খোঁজ মিলেছে এই অস্ত্র কারখানার৷ গ্রেফতার করা হয়েছে দু'জনকে৷ ধৃতদের নাম সাহাবুদ্দিন ও মোহাম্মদ কাবরেজ৷ তারা দু'জনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেরশাহী এলাকায় একটি গ্রিল ফ্যাক্টরিতে অস্ত্র তৈরির কাজ করছিল তারা৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশবাহিনী৷ বড়সড় সাফল্যও আসে এদিন৷ গ্রিল ফ্যাক্টরির মালিক পলাতক৷ ওই ফ্যাক্টরি থেকে ২৪টি পাইপগান ও প্রচুর পরিমানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে৷ তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই বেশি কিছু বলতে চাইছে না৷ ধৃতদের জেরা করে বড় কোনও চাঁইয়ের সন্ধান মিলতে পারে বলে মনে করা হচ্ছে৷

এই ৬টি কারণে ছেলেরা সম্পর্কে জড়াতে চান না

Image
সব কিছুরই ভাল মন্দ দিক আছে। যাঁরা বিবাহিত, তাঁরা মনে করেন, 'একাই ভাল ছিলাম'। আবার যাঁরা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, তাঁরা একজন মনের মতো সঙ্গীর খোঁজ করে চলেছেন প্রতিনিয়ত। বিবাহিত জীবন সম্পর্কে বা নিছক প্রেমের সম্পর্কে থাকার ক্ষেত্রেও অনেকেরই অনিহা কাজ করে। অনেকেই মনে করেন, সম্পর্কে জড়িয়ে পড়লে বোধহয় জীবন তার স্বাভাবিক ছন্দ বা স্বাধীনতা হারাবে! এমনই বেশ কিছু যুক্তিতে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা একা থাকতে পছন্দ করে। তবে এক এক জনের একা থাকার কারণ একেক রকম। মার্কিন অধ্যাপক, মনোবিজ্ঞানী লিসা ফায়ারস্টোন জানান, সোশ্যাল মিডিয়ায় সমীক্ষা চালিয়ে ২০ হাজারেরও বেশি 'সিঙ্গল' পুরুষের মতামত সংগ্রহ করে যে উত্তরগুলি পাওয়া যায় সেগুলিকে ৪৩টি বিভাগে ভাগ করা হয়। এই উত্তরগুলি বিশ্লেষণ করে মনোবিজ্ঞানীরা মোট ছ'টি কারণ জানতে পারেন। 'ইভলিউশনারি সাইকোলজিকাল সায়েন্স' জার্নালে প্রকাশিত হয় এই ছ'টি কারণ। ছেলেদের একা থাকতে চাওয়ার পেছনে ৬টি প্রধান কারণ হল:— ১) ছেলেদের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে মূলত আত্মবিশ্বাসের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তারা একা থাকতে চায়। ২) অনেকে বলেছেন, সম্পর্ক এগিয়ে ন

সাতসকালে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ

Image
ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। দিনের শুরুতেই হাওড়া-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ। এর প্রভাব পড়ল অন্যান্য শাখাতেও। শনিবার হাওড়া-তারকেশ্বর শাখায় দিয়াড়া ও সিঙ্গুর স্টেশনের মধ্যে ডাউন লাইনের তার ছিঁড়ে যায়। এর ফলে ভোর সাড়ে চারটে থেকেই ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। আটকে রয়েছে হাওড়াগামী প্রথম ট্রেন। শুধু আপ লাইনে ট্রেন চলাচল করছে। মেরামতির কাজ চলেছে। এদিকে, তারকেশ্বর লাইনের সমস্যার প্রভাব পড়ল হাওড়াগামী অন্যান্য ট্রেনের চলাচলেও। এদিন সকাল শেওড়াফুলি থেকে হাওড়ার দিকে অধিকাংশ স্টেশনে থিকথিকে ভিড় জমে যায়। কোন্নগর স্টেশনে এক যাত্রী বলেন, ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল ঢুকেছে অনেক দেরিতে। পাশাপাশি শেওড়াফুলি, শ্রীরামপুর লোকাল বাতিল করা হয়। অভিযোগ, ডাউন লাইনে কেন ট্রেন চলছে না বা দেরিতে চলেছ তার ঘোষণা শুরু হয় সাড়ে আটটার পর। বহু যাত্রী স্টেশন ছেড়ে বাস ধরার জন্য বেরিয়ে পড়েন। এদিকে, গতকাল সন্ধ্যায় হাওড়া-আমতা শাখায় ট্রেন দীর্ঘক্ষণ দাঁড় করানোয় প্রবল যাত্রী বিক্ষোভ হয় টিকিয়াপড়া স্টেশনে। মেদিনীপুর লোকাল ও পাঁশকুড়া লোকালকে পরপর ছেড়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আমতা লোকালের যাত্রীরা

১৪ মাসের শিশুর ধর্ষণ, জ্বলছে গুজরাত, আক্রান্ত বিহার-উত্তর প্রদেশের বাসিন্দারা

Image
আমদাবাদ: ১৪ মাসের একটি ছোট্ট মেয়ের ধর্ষণের জেরে উত্তাল হয়ে উঠেছে গুজরাত। এই ঘটনার অভিযুক্ত এক বিহারী জানাজানি হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে টার্গেট করা হয়েছে ভিনরাজ্যের বাসিন্দাদের, মূলত শিকার হচ্ছেন বিহার ও উত্তর প্রদেশ থেকে আসা মানুষরা। এই সব হামলায় যুক্ত অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৭০ জনকে। ১৪ মাসের বাচ্চাটি আমদাবাদ থেকে একশ কিলোমিটারের মত দূরে সাবারকান্থা জেলার একটি গ্রামে থাকে। ২৮ সেপ্টেম্বর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয় রবীন্দ্র সাহু নামে বিহার থেকে আসা এক শ্রমিককে। এরপর থেকেই জ্বলে উঠেছে গুজরাত। অভিযোগ, বেছে বেছে অগুজরাতিদের টার্গেট করা হচ্ছে, মূল শিকার হচ্ছেন বিহার ও উত্তর প্রদেশ থেকে কাজের সন্ধানে আসা মানুষরা। মেহসানা, গাঁধীনগর, সাবারকান্থা, পাটান ও আমদাবাদ জেলায় গত সপ্তাহে বহু হামলা ঘটেছে। এর জেরে কিছু ভিন রাজ্যের বাসিন্দা জিনিসপত্র গুটিয়ে নিজেদের ঘরে ফিরে গিয়েছেন বলে অভিযোগ। ২ তারিখ শদুয়েক মানুষ হামলা চালায় মেহসানার ভারনগরের একটি কারখানাতে, দুই বিহারী শ্রমিককে মারধর করে তারা। এই ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপর দিন আমদাবাদের চাঁদলোধিয়

ওয়েস্ট ইন্ডিজ শেষ ১৮১ রানে, ফলো অন করাল বিরাটের ভারত

Image
কিমো পলকে ফিরিয়ে গর্জন উমেশ যাদবের। রাজকোটে, শনিবার। দুশোও হল না। শনিবার রাজকোটে ১৮১ রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। প্রথম টেস্টের তৃতীয় দিন সকালের সেশনে কুড়ি ওভারের মধ্যেই শেষ চার উইকেট হারাল ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে নয় উইকেটে ৬৪৯ রানে ডিক্লেয়ার করেছিল ভারত। জবাবে দ্বিতীয় দিনের শেষে ধুঁকতে ধুঁকতে ছয় উইকেটে ৯৪ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন বাকি চার উইকেট গেল ৮৭ রানের মধ্যে। ক্যারিবিয়ান ইনিংসে ত্রাস হয়ে উঠলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সকালে তিনিই নিলেন চার উইকেট। তাঁর ক্যারম বলে এল দুই উইকেট। ইংল্যান্ডে তেমন সাফল্য পাননি। শেষ টেস্টের দলে ছিলেনও না। ঘরের মাঠে বল হাতে ফের বিপজ্জনক দেখাল তাঁকে। সকালের অন্য উইকেটটি উমেশ যাদবের। রোস্টন চেস ও কিমো পল সপ্তম উইকেটে ৭৩ রান যোগ করে পালটা লড়াই জারি রেখেছিলেন। কিন্তু, উমেশের বাউন্সারে কিমো পল (৪৭) ফিরতেই ভাঙন শুরু। আর কোনও জুটি হয়নি। কয়েক ওভার পরে অশ্বিন বোল্ড করলেন রোস্টন চেসকে (৫৩)। তারপর শরমন লুইস (০) বোল্ড হলেন। আর শ্যানন গ্র্যাব্রিয়েল (১) হলেন স্টাম্পড। ৪৬৮ রানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন  করাল বিরাট কোহালির ভারত। যা পরি

ফের দাম বাড়ল পেট্রল, ডিজেলের

Image
নয়াদিল্লি: স্বস্তি আর ফিরল কই! ফের দাম বাড়ল পেট্রল, ডিজেলের৷ বৃহস্পতিবারই আড়াই টাকা করে লিটার প্রতি পেট্রল, ডিজেলের দাম কমায় কেন্দ্র৷ কিন্তু শনিবার ফের পকেটে টান৷ কলকাতায় ১৭ পয়সা বাড়ল লিটার প্রতি পেট্রলের দাম৷ অন্যদিকে ২৯ পয়সা বাড়ল ডিজেল৷ জ্বালানি তেলের দাম টানা বৃদ্ধির পর লক্ষ্মীবারে কিছুটা স্বস্তি দিয়েছিল কেন্দ্র৷ কিন্তু সেই স্বস্তি এত তাড়াতাড়ি উধাও হয়ে যাবে তা বোধহয় ভাবতে পারেননি দেশবাসী৷ শনিবার কলকাতায় পেট্রলের দাম ৮৩.৫২ টাকা লিটার প্রতি৷ ডিজেলের দাম সেক্ষেত্রে ৭৫.০৯ টাকা৷ রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮১.৬৮ টাকা প্রতি লিটার৷ লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ৭৩.২৪ টাকায়৷ এখানে পেট্রলের দাম বেড়েছে ১৮ পয়সা৷ ডিজেল ২৯ পয়সা৷ বানিজ্যনগরী মুম্বইতে পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ১৮ পয়সা৷ ডিজেলের মূল্যবৃদ্ধি তো এখানে আকাশ ছোঁয়া৷ বেড়েছে ৭০ পয়সা প্রতি লিটারে৷ শনিবার মুম্বইয়ে পেট্রলের দাম ৮৭.১৭ টাকা৷ ডিজেলের দাম হয়েছে ৭৬.৭৫ টাকা৷

সেলফি তোলার নেশা থাকলে আজই কিনুন এই Xiaomi স্মার্টফোন

Image
শুক্রবার বিক্রি হবে Xiaomi Redmi Y2। দুপুর 12টায় বিক্রি হবে সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y2। সেলফি ক্যামেরার জন্য বিখ্যাত কোম্পানির Y সিরিজের ফোনগুলি। Redmi Y2 ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 625 চিপসেট আর 3080 mAh ব্যাটারি। Redmi Y2 এর দাম ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Y2 এর দাম 9,999 টাকা। অন্যদিকে Redmi Y2 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। আজ দুপুর 12 টায় শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে Redmi Y2। Redmi Y2 স্পেসিফিকেশান ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে। Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিম

জনপ্রিয়তার শিখরে পৌঁছলো Asus ZenFone Max Pro M1

Image
এপ্রিল মাসে ভারতে ZenFone Max Pro M1 লঞ্চ করেছিল Asus। লঞ্চের ছয় মাসের মধ্যেই কোম্পানি জানিয়েছে 10 লক্ষ ZenFone Max Pro M1 বিক্রি হয়েছে। ZenFone Max Pro M1 ফোনের অন্যতম প্রধান আকর্ষন 18:9 FHD+ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি আর Snapdragon 636 চিপসেট। এই ফোনের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। ভারতে 3GB/4GB/6GB RAM ভেরয়েন্টে পাওয়া যায় ZenFone Max Pro M1। জনপ্রিয় Redmi Note 5 Pro ফোনের প্রধান প্রতিযোগী এই ফোন। ভারতে 3GB RAM+32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজ কিনতে খরচ হবে 12,999 টাকা। এছাড়াও 6GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। শুধুমাত্র Flipkart থেকে কেনা যায় Asus ZenFone Max Pro M1। Asus ZenFone Max Pro M1 স্পেসিফিকেশান Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। 3GB/4GB /6GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 পাওয়া যাবে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভি

ভারতে স্মার্টটিভি তৈরী শুরু করল Xiaomi

Image
ভারতে স্মার্টফোন বাজারের দখল নেওয়ার পরে এবার ভারতে স্মার্ট টিভির বাজার পাখির চোখ করেছে চিনের জনপ্রিয় কোম্পানি Xiaomi। বৃহস্পতিবার ভারতে স্মার্টটিভি তৈরী শুরু করল চিনের কোম্পানিটি। নয়ডার ডিক্সন টেকনোলজিসের সাথে হাত মিলিয়ে ভারতে কোম্পানি MI TV সিরিজের স্মার্টটিভি তৈরী শুরু করল Xiaomi। অন্ধ্রপ্রদেশের তিরুপতির কারখানা থেকে তৈরী হবে কোম্পানির স্মার্টটিভিগুলি। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই কারখানা উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যে Xiaomi কে স্বাগত। ভারতে স্মার্ট টিভি বাজারে অন্যতম বড় নাম Xiaomi। তিরুপতির মতো একটি পবিত্র জায়গায় কারখানা তৈরীর জন্য Xiaomi কে ধন্যবাদ।" অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে 32 একর জায়গার উপরে এই কারখানায় 850 জন কর্মী কোম্পানির স্মার্ট টিভি তৈরীতে ব্যস্ত থাকবেন। এই কারখানা থেকে মাসে 100,000 টিভি তৈরী হবে। Xiaomi জানিয়েছে 2019 সালের শুরুতে এই কারখানা পূর্ণ শক্তিতে কাজ শুরু করবে। "এই মুহুর্তে ভারতে এক নম্বর স্মার্ট টিভি ব্র্যান্ড Xiaomi। দেশের মধ্যে এই টিভি তৈরী করে ভারতমাসীর মন জয় করতে চাই আমরা। এর ফলে এই দেশে আরও বেশি মানুষ কোম্পানির স্মার্

১৫ দিন টানা ছুটি! পুজোয় পোয়াবারো রাজ্য সরকারি কর্মীদের

Image
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। কোনও অঘটন না ঘটলে, এবার পুজোয় টানা ১৫ দিনের ছুটি পেতে চলেছেন তাঁরা। ঠিকমতো পরিকল্পনা করলে, ছুটির সদ্ব্যবহার করা কঠিন হবে না।  ১৫ অক্টোবর সোমবার ষষ্ঠী। ওই দিন থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ছুটি ঘোষণা করেছে নবান্ন। অর্থাৎ, ১১ দিনের টানা ছুটি। তবে তার আগে ১৩ ও ১৪ অক্টোবর অর্থাৎ চতুর্থী ও পঞ্চমী শনি ও রবিবারও ছুটির দিন। অর্থাৎ, ১৩ দিন এখানেই হয়ে গেল। এরপর ২৫ অক্টোবর বৃহস্পতিবারের পর ২৬ অক্টোবর শুক্রবার অফিস খোলা থাকবে। তবে তারপর ২৭ ও ২৮ অক্টোবর শনি ও রবিবার ফের ছুটি। সূত্রের খবর, ১৩ অক্টোবর চতুর্থীর দিন কেউ অফিস করলে, সেই ছুটি ২৬ তারিখ নেওয়ার সুযোগ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। অর্থাৎ, সেক্ষেত্রে ১৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ১৫ দিনের ছুটি নেওয়ার সুযোগ রইল।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সাথে সহবাস।

Image
বনগাঁ: সোশ্যাল মিডিয়া আলাপ। এক বছর ধরে প্রেম করেছেন দু'জনে। সম্পর্কে গভীরতা ছুঁয়েছিল শরীরকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা প্রেমিকার সঙ্গে এক যুবক সহবাস করেছেন বলে অভিযোগ। ওই কিশোরীর দাবি, আট মাসের গর্ভবতী সে। কিন্তু, বিয়ে করতে রাজি হচ্ছে না ওই যুবক। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালপুরে আকাইপুরের বাসিন্দা সুমন বিশ্বাস। বছর খানেক আগে সোশ্যাল মিডিয়া নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে আলাপ হয় তাঁর। পরিবারের অভিযোগ, নিজেকে সফটও্য়ার ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়েছিল সুমন। অল্প সময়েই ওই নাবালিকার সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয় ওই যুবকের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয় সুমন। প্রথম অবশ্য বাড়িতে কিছই জানায়নি নবম শ্রেণির ছাত্রীটি। কিন্তু, যখন সে গর্ভবতী হয়ে পড়েন, তখন সবকিছু জানাজানি হয়ে যায়। নির্যাতিতার দাবি, বিয়েতে সুমনকে রাজি করানোর বহু চেষ্টা করেছিল সে। কিন্তু, লাভ হয়নি। শেষপর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে সুমন বিশ্বাসের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন ওই

কানাডায় চাকরি দেওয়ার নাম করে 40 লক্ষ টাকা প্রতারণা।

Image
কলকাতায় বসেই চাকরি মিলবে কানাডার। তার জন্য শুধু খরচ করতে হবে কিছু টাকা। এভাবেই ফাঁদ পেতেছিলেন শহরের দুই মহিলা। তাঁদের ফাঁদে পা দিয়েছিলেন শহরের বেশ কিছু যুবক। অভিযোগ, ৪০ লাখ টাকা উধাও করে গা-ঢাকা দেন তাঁরা। শেষ পর্যন্ত বর্ণালী বিশ্বাস ও সুদীপা সাহা নামে দুই মহিলাকে প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, জওহরলাল নেহরু রোডের উপর একটি নামী বহুতলের ১১ তলায় 'প্লেসমেন্ট'-এর অফিস খোলেন দুই মহিলা। বর্ণালী নিজের পরিচয় দেন সংস্থার মালকিন ও সুদীপা নিজেকে ম্যানেজার বলে পরিচয় দেন। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিতে শুরু করেন তাঁরা। বলা হয়, কানাডায় মিলবে আকর্ষণীয় চাকরি। শুধু তাঁদের সঙ্গে যোগাযোগ করলেই হল। এই ফাঁদে পা দেন বেশ কয়েকজন যুবক। তাঁদের চাকরির জন্য একটি ফর্ম ভরে আবেদন করতে বলা হয়। এরপর চাকরিপ্রার্থীদের মহিলারা বলেন, কয়েক লাখ টাকা আগাম জমা রাখতে হবে অফিসে। কানাডায় চাকরি করলে এত টাকা বেতন পাওয়া যাবে যে, কেউ ঋণ নিয়ে ওই টাকা নিলেও সহজে তা ফেরত দিতে পারবেন। এই কথায় বিশ্বাস করে কোনও কোনও চাকরিপ্রার্থী নিজেদের সারা জীবনের সঞ্চয় তাদের দিয়ে দেন। কেউ বা জমি ও বাড়ি বন্ধক রেখে ট

গার্ড থেকে চালক, মাতৃভূমির দায়িত্ব মহিলাদের হাতে

Image
কলকাতা : দুর্গাপুজোর আগে নারী শক্তি বৃদ্ধি পূর্ব রেলে। শিয়ালদা মাতৃভূমি স্পেশাল ট্রেনে চালক থেকে নিরাপত্তাকর্মী সবই এবার থেকে মহিলা দ্বারা পরিচালিত হবে। গতকাল পূর্বরেল শাখায় মাতৃভূমি স্পেশাল লোকাল ট্রেন চালান সৌমিতা রায়। গার্ড হিসেবে কাজে যোগ দেন সবিতা সাউ। শিবানী মজুমদার অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টরের (RPF) সঙ্গে আরও ৭জন মহিলাকে নিয়ে গঠিত হবে প্রমীলা বাহিনী। এর আগে পূর্বরেলে মহিলা চালক পদে যোগ দিয়েছেন মৌমিতা অধিকারী, পিঙ্কি সিং, সুরুচি কুমার, বীণা টোপা, পুজা কুমারি সহ আরও কয়েকজন। তবে পূর্ব রেলে, মাতৃভূমি লেডিজ় স্পেশাল ট্রেনে প্রমীলা বাহিনী এই প্রথম।  মহিলাদের হাতে মাতৃভূমির দায়িত্ব তুলে দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে পূর্ব রেল। কর্তৃপক্ষের আশা, এই পদক্ষেপ মেয়েদের আরও উৎসাহিত করবে ও সাহস জোগাবে।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, যুবককে অ্যাসিড হামলায় অভিযুক্ত গৃহবধূ

Image
জলপাইগুড়ি : এক যুবককে অ্যাসিড ছোড়া হল। আক্রান্তর নাম রাজেশ সরকার। ঘটনাস্থান জলপাইগুড়ির কাজিপাড়া। অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে প্রতিবেশী গৃহবধূ সুস্মিতা বিশ্বাস। আহত অবস্থায় রাজেশকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় ধুপগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজেশ জানিয়েছেন, সুস্মিতা বিশ্বাস তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। বিয়েও করতে বলেছিল। কিন্তু সুস্মিতা বিবাহিত। সেকারণে প্রস্তাব নাকচ করে দেন তিনি। এনিয়ে তাঁর উপর ক্ষুব্ধ ছিলেন সুস্মিতা। গতকাল লিচুতলায় তাঁর পথ আটকায় সুস্মিতা। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে সে। তাঁর এক বন্ধুর সামনেই এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সুস্মিতার বাপের বাড়ি কলকাতায়। তার এক পুত্র সন্তানও আছে। কিন্তু, দাম্পত্য কলহর জন্য সে রাজেশকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় রাজেশের বন্ধু ও সুস্মিতা। আহত অবস্থায় সেখানেই কিছুক্ষণ পড়েছিলেন রাজেশ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর প

বধূকে পুড়িয়ে খুনে যাবজ্জীবন কারাদণ্ড স্বামী ও ভাসুরের

Image
বাঁকুড়া: এক গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামী ও ভাসুরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতের এডিজে সুমিত্রা রায় মৃতার স্বামী বিশ্বম্ভর বাউল ও ভাশুর স্বপন বাউলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শোনান। জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ধানগোড়া গ্রামের বিশ্বম্ভর বাউলের সঙ্গে ওই থানা এলাকারই পাতলাপুর গ্রামের চন্দনা বাঙ্গালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা চন্দনার উপর শারীরিক অত্যাচার করতো বলে অভিযোগ। ২০০৪ সালর ২৩ ফেব্রুয়ারি চন্দনা বাউলকে শ্বশুরবাড়ির লোকেরা গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে খুন করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি মৃতার বাপের বাড়ির তরফে স্বামী বিশ্বম্ভর বাউল, ভাশুর স্বপন বাউল ও শ্বশুর, শাশুড়ির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চার জনকে গ্রেফতার করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এদিন আদালত মৃতা চন্দনা বাউলের স্বামী বিশ্বম্ভর বাউল ও ভাশুর স্বপন বাউলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সরকারী পক্ষের আইনজীবী গৌতম প্রতিম সিংহ দেব বলেন, ২০০৪ সালের ঘটনা। মৃতার দাদা কৃষ্ণপদ বাঙ্গালের

কেরলবাসীকে ১ লক্ষ টাকার চেক অবসর প্রাপ্ত শিক্ষকদের

Image
তমলুক: বানভাসি কেরলবাসীকে বিভিন্ন স্তরের মানুষ হাত বাড়িয়ে দিয়েছে। এইবার কেরলবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এল অবসর প্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পূর্ব মেদিনীপুরের প্রাথমিক, মাধ্যমিক, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগারের শিক্ষক ও শিক্ষাকর্মী পেনসনার্স ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে কেরলের জন্য মুখ্যমন্ত্রী ফান্ডে ১ লক্ষ টাকার চেক প্রদান করেন৷ সংগঠনের সাধারন সম্পাদক অশ্বিনীকুমার মাইতি বলেন, 'কেরলের দুর্গত মানুষের জন্য অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরাও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম৷ তাই আমাদের সঞ্চিত অর্থ থেকে কিছু কিছু করে তাদের পাঠিয়েছি৷ আরও বেশি সাহায্য করতে পারলে ভালো হত। কিন্তু আমাদের সাধ্য মতো আমরা চেস্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য৷

প্রথম দেখাতেই প্রেম, কিন্তু এমন কী ঘটল যে পিস্তল থেকে ছুটল গুলি! করুণ পরিণতি

Image
প্রথম দেখাতেই মনে ধরেছিল জামাইবাবুর বন্ধুকে। দিদির বিয়ের দিন প্রথম দেখার সেই ভালো লাগা নিমেষেই বদলে গিয়েছিল ভালোবাসায়। কিন্তু সেই ভালোবাসা বিয়ের দিকে গড়াতেই যত বিপত্তি। আয় কম, প্রেমিকার বাড়িতে আপত্তি তীব্র। প্রেমিকার মত জানতে ডেকেছিল প্রেমিক। তাঁর মুখেও আপত্তির কথা শুনে সরাসরি গুলি চালিয়ে দিলেন প্রেমিকাকে। সব শেষ। চাঞ্চল্যকর এই ঘটনা নদিয়ার শিকারপুরে। বিয়েতে অরাজি হওয়ায় অষ্টাদশী প্রেমিকা গুলি করে খুন করল প্রেমিক। অভিযুক্ত প্রেমিকের নাম অলীক কর্মকার। মুর্শিদাবাদের জলঙ্গি সাগরপাড়ার বাসিন্দা। আট মাস আগে অলীকের সঙ্গে পরিচয় হয় বিদিশার। দিদির বিয়ের অনুষ্ঠানে জামাইবাবুর বন্ধু অলীক কর্মকারের সঙ্গে প্রথম দেখা। তারপর প্রেম, সম্পর্কে জড়িয়ে পড়া। সম্প্রতি তাঁদের সম্পর্কে সমস্যা দেখা দেয়। বিয়ের কথা উঠতেই আপত্তি তোলেন বিদিশার জামাইবাবু। তার কারণ অলীকের আয় কম। অলীককে সতর্কও করেছিলেন তিনি। নিষেধ করেছিলেন শ্যালিকার সঙ্গে মেলামেশা করতে। বিদিশাও অলীককে জানিয়েছিল, বাড়িতে তাদের সম্পর্ক মেনে নেবে না। বৃহস্পতিবার ফয়সালা করার জন্য বিদিশাকে ডেকে পাঠিয়েছিল অলীক। বিদিশাও সাড়া দিয়েছিল অলীকের ডাকে। সেইমতো রাস

পুরুষদের নির্বীজকরণের মামলায় জামিন রাম রহিমের

Image
পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত থেকে জামিন পেলেন গুরু রামরহিম সিং। পুরুষভক্তদের বন্ধ্যাত্বকরণের মামলায় তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে সাময়িক স্বস্তি পেলেও শাস্তি ভোগ করতেই হবে রামরহিমকে। পুরুষদের বন্ধ্যাত্বকরণ ছাড়াও রামরহিমের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ। সেই মামলায় কুড়ি বছরের কারাদণ্ড পেয়েছে রাম রহিম। উল্লেখ্য, ২৩ অগাস্ট ধর্ষণে দোষীসাব্যস্ত রামরহিমকে জামিন দেয়নি সিবিআইয়ের বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট , সেই রায়কে চ্যালেঞ্জ করে সিবিআইয়ের বিশেষ বিচারক জগদীপ সিং এর কাছে আবেদন জানান রামরহিম। এর আগে, ধর্ষণের পাশাপাশিই রাম রহিমের বিরুদ্ধে ৪০০ অনুগামীর নির্বীজকরণের অভিযোগ উঠেছিল। তার প্রেক্ষিতেই এই রায় জানায় আদালত। রাম রহিমের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন হংসরাজ চৌহান। ঘটনা ঘিরে পুলিশি তদন্তে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তবে একটি মামলায় সাময়িক স্বস্তি পেলেও, ধর্ষণের মামলায় রামরহিমের শাস্তি এখনও হহাল রয়েছে।

মন মতো জন্মদিন পালন হল না! অভিমানে শুভদিনেই আত্মঘাতী কিশোরী

Image
পড়াশোনায় ভালো। নেশা বলতে ছিল শুধু ছবি আঁকা। সেই মেয়েই জন্মদিনের দিন নিল চরম সিদ্ধান্ত। বেশ বড় করে জন্মদিন পালন করতে হবে। ১৫০ জন বন্ধুকে জমিয়ে খাওয়াতে হবে। মায়ের কাছে এমনই দাবি জানিয়েছিল দশম শ্রেণির ছাত্রী মেয়ে। কিন্তু, মেয়ের সেই দাবি রাখতে পারেননি মা। মাত্র দেড় হাজার টাকা সম্বল নিয়ে মা জানিয়েছিলেন, বন্ধুদের সবাইকে লুচি-পায়েস খাওয়াবেন। তাতে খুশি হতে পারেনি মেয়ে। শেষে মন মতো জন্মদিন করতে না পারার জন্য আত্মঘাতী হল দশম শ্রেণির ছাত্রী। অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। বোলপুরের মোতিপুকুর পাড় এলাকায় বাসিন্দা ছিল ওই কিশোরী। স্থানীয় স্কুলেই দশম শ্রেণিতে পড়ত সে। বুধবার, ৩ অক্টোবর, ছিল ওই ছাত্রীর জন্মদিন। বাড়িতে মাকে সে জানায়, এবার সে অনেক বড় করে ঘটা করে জন্মদিন পালন করতে চায়।  জন্মদিনে ১৫০ জন বন্ধুকে নিমন্ত্রণ করেছে সে। তাদের জন্য ভালোমন্দ রান্না করে দেওয়ার জন্য মায়ের কাছে বায়না করে ওই ছাত্রী। কিন্তু বাবা সবজি বিক্রেতা। আর মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন। অভাবের সংসারে কোনও রকমে দিন গুজরান হয়।  তাই মেয়ের বায়না কী করে রাখবেন, বুঝে উঠতে পারছিলেন না মা। অথচ জন্মদিনে মেয়

পিঠ-ব্যাগ নিয়ে পুজোর মেট্রোয় না ওঠার পরামর্শ

Image
পুজোর ভিড়ের দিনগুলিতে পিঠে ব্যাগ নিয়ে মেট্রোয় ওঠার চেষ্টা করলে আটকাতে পারেন প্ল্যাটফর্মে কর্তব্যরত রক্ষী। ভিড় সামলানোর পাশাপাশি পুজোর মেট্রোয় বিভ্রাট এড়াতেই যাত্রীদের এমনই কিছু অভ্যাসে বদল আনার পরামর্শ দিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। পরামর্শগুলির কথা জানিয়ে মেট্রো স্টেশনগুলিতে ব্যাপক প্রচার চালানোর কথাও ভাবা হয়েছে। এ জন্য পোস্টার এবং ফ্লেক্স ছাড়া নিয়মিত মাইকে ঘোষণা করা হবে বলেও খবর। কী থাকছে ওই পরামর্শে? মেট্রো সূত্রে খবর, পিঠে ব্যাগ নিয়ে ভিড় কামরায় উঠতে নিষেধ করার পাশাপাশি যাত্রীদের বলা হচ্ছে তাড়াহুড়ো করে ট্রেনে না উঠতে। যাঁরা ট্রেন থেকে নামছেন, আগে তাঁদের সুযোগ দিতে বলা হচ্ছে। পাশাপাশি, দরজা বন্ধের অ্যালার্ম বাজলে যাতে জোর করে কেউ ট্রেনে না ওঠেন, সেই পরামর্শও দেওয়া হচ্ছে। বয়স্ক, অশক্ত এবং প্রতিবন্ধী যাত্রীদের ক্ষেত্রে বসার আসন ছেড়ে দেওয়ার আবেদন জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। কেন এই পদক্ষেপ? মেট্রোর আধিকারিকদের দাবি, পুজোয় এমন অনেকে মেট্রো ব্যবহার করেন, যাঁরা অন্য সময়ে মেট্রোয় সাধারণত চড়েন না। প্রায়ই নামা-ওঠার সময়ে তাড়াহুড়োর জন্য দরজা আটকে সমস্যা তৈরি হয়। পিঠ-ব্যাগ, জলের বোতল, চুল

রাতের আঁধারে মেডিক্যালে মদের আসর! কর্তৃপক্ষ জানেনই না

Image
ছাদের দরজায় তালা দেওয়া। সিঁড়ির একেবারে শেষ মাথা। ওখানে সাধারণত কেউ যায় না। নোংরা এবং বাতিল সামগ্রী ডাঁই করে রাখা রয়েছে। তারই সামনে চাতালে ছড়িয়ে রয়েছে মদের বোতল, প্ল্যাস্টিকের গ্লাস, চিপসের খালি প্যাকেট। কোণের দিকে রাখা বিয়ারের বোতলও। দেখে বোঝাই যায়, প্রায় প্রতি দিনই এখানে মদের আসর বসে। এটা পরিতক্ত কোনও বাড়ি বা ফ্ল্যাট নয়। এমনকি নির্মীয়মাণ কোনও বহুতলও নয়। এই ছবি ধরা পড়েছে খোদ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে! শতাব্দী প্রাচীন এই হাসপাতালের এমসিএইচ বিল্ডিংয়ের একবারে উপরে, চারতলায় যেখানে সিঁড়ি শেষ হয়েছে, সেখানেই রাতেরবেলা এই মদের আসর বসে বলে বহু দিন ধরেই অভিযোগ। মেডিক্যাল কলেজের মতো সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এমন ছবিতে যথেষ্ট অস্বস্তিতে কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার ইন্দ্রনীল ঘোষ বলেন, ''এ রকম ঘটনা বাঞ্ছনীয় নয়। নির্দিষ্ট করে কোনও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'' কয়েক দিন আগে এই এমসিএইচ বিল্ডিংয়ের নীচের তলায় ফার্মাসি স্টোরে আগুন লাগে। এই বিল্ডিংয়ে মেডিসিন, কার্ডিওলজি, হেমাটোলজি-সহ গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে। সেই সব ওয়ার্ডে যেতে গেলে এই সিঁড়ি দিয়েই উঠতে হয়।

বাংলা থেকে একটা আসনও যেন না পায় বিজেপি: বৈঠক সেরে হুঙ্কার মমতার

Image
শুরু হয়ে গেল তৃণমূলের 'ওয়ার্ম-আপ'। শুক্রবার তৃণমূল ভবনে দলের 'কোর কমিটি'র বৈঠক হল। সে বৈঠকে তৃণমূল চেয়ারপার্সনের প্রধান বার্তা, এখন থেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে বিজেপির বিরুদ্ধে। দেশের প্রায় সব বিরোধী দলকে আগামী ১৯ জানুয়ারি যে কর্মসূচিতে হাজির করার পরিকল্পনা করা হয়েছে, সেই ব্রিগেড সমাবেশের চোখধাঁধানো সাফল্যের জন্য এই মুহূর্ত থেকে প্রস্তুত হতে বললেন দলকে। সংগঠনে বেশ তাৎপর্যপূর্ণ রদবদলও ঘটালেন। সে রদবদলে বাড়ল শুভেন্দু-অভিষেকের ক্ষমতা, খর্ব হলেন বক্সি-পার্থ। পঞ্চায়েত নির্বাচন মেটার পর পরই কোর কমিটির বর্ধিত বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধিকাংশ দলের ক্ষেত্রে কোর কমিটি বৈঠকের অর্থ দলের শীর্ষ নেতৃত্বের অভ্যন্তরীণ বৈঠক। কিন্তু তৃণমূলের কোর কমিটি বৈঠক ছোটখাট সভার চেহারা নিয়ে নেয়। কয়েক মাস আগের কোর কমিটি বৈঠকটি তাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে করতে হয়েছিল। শুক্রবারের কোর কমিটি বৈঠক বর্ধিত বৈঠক ছিল না। দলের সর্বভারতীয় এবং রাজ্য কমিটির পদাধিকারীরা, রাজ্য মন্ত্রিসভার সব সদস্য, সব সাংসদ, সব বিধায়ক (বিধানসভায় টিকিট পেয়ে যাঁরা জিততে পারেননি, তাঁরাও), জেলা পরিষদগুলির সভাধিপতি এবং