‌পকোড়া বিক্রেতার কাছ থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা

কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ফুটপাতে পকোড়া বিক্রি করাও একটি কাজ। এটাকেও কর্মসংস্থান বলা যায়। যারপরই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছিল কংগ্রেস–সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি। এমনকি তৈরি হয়েছিল মিমও। হাসাহাসি করেছিলেন অনেকে। কিন্তু লুধিয়ানার পকোড়া বিক্রেতা পান্না সিংয়ের কথা জানলে কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মজা করতে পারবেন না কেউ। পাঞ্জাবের এই পকোড়া বিক্রেতা আসলে লক্ষাধিক টাকার মালিক। রয়েছে বেশ কয়েকটি দোকান এবং সেগুলি চলছেও রমরমিয়ে। সম্প্রতি আয়কর দপ্তরের হানার পর সামনে এসেছে সেই ঘটনা। কয়েকদিন আগে আচমকাই পান্না সিংয়ের দোকানে হানা দিয়েছিলেন আয়কর বিভাগের আধিকারিকরা। সেসময় দোকানেই ছিলেন ওই ব্যবসায়ী। নিজের মতোই কাজ করছিলেন। আয়কর আধিকারিকদের দেখেও নিরুত্তাপ থাকেন তিনি। দিব্যি তাঁদের হাতে ৬০ লক্ষ টাকা তুলেও দেন। যা দেখে অবাক হয়ে যান দুঁদে আধিকারিকরাও। আর এ ঘটনা জানতে পেরে অনেকেই হতবাক হয়েছেন। প্রশ্ন উঠছে কীভাবে একজন পকোড়া বিক্রেতা লক্ষাধিক টাকার মালিক হলেন?‌‌‌