Posts

Showing posts from October 20, 2018

‘KBC থেকে বলছি’, প্রতারণার শিকার মহিলা! লুট ₹৩.২৫ লাখ!!

Image
কউন বনেগা ক্রোড়পতি-র নাম ব্যবহার করে সাড়ে ₹৩ লাখ প্রতারণার অভিযোগ। ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। কউন বনেগা ক্রোড়পতি গেম শো-র নাম ব্যবহার করে ₹৩ লাখ ২৫ হাজারের প্রতারণার অভিযোগ করেছেন এক মহিলা।  পুনের সিংগড় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন গণেশনগরের বেসরকারি সংস্থায় কর্মরত বিজয়া কুম্বকর। অভিযোগ, গত এক বছরে তাঁর কাছে রাজুকমার ও আবদুল্লা নামের দুই ব্যক্তির ফোন আসে। তারা বিজয়াকে জানায়, কউন বনেগা ক্রোড়পতি-র লাকি ড্রয়ে তিনি ₹২৫ লাখ ও একটি গাড়ি জিতেছেন। যেহেতু KBC-তে তিনি অংশ নেননি, তাই কীভাবে লাকি ড্রয়ে তাঁর নাম আসে, জানতে চান বিজয়া। উত্তরে ওই দুই অভিযুক্ত তাঁকে জানায়, মোবাইল সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই লাকি ড্র করা হয়েছিল। সেখানেই বিজেতা হয়েছেন বিজয়া কুম্বকর। প্রাথমিকভাবে প্রতারকদের কথা বিশ্বাস করেন বিজয়া। এই ঘটনার দু'দিন পর ফের ফোন আসে তাঁর কাছে। এবার তাঁকে বলা হয়, লেনদেনের চার্জ হিসেবে ₹৩০ হাজার ব্যাংকে জমা করতে হবে। বিশ্বাস করে তা জমাও করে দেন বিজয়া। পরে ফের ফোন করে প্রতারকরা। এবার বলা হয়, আয়করের TDS বাবদ ₹৩ লাখ ২৮ হাজার জমা করতে হবে। নিজেকে ₹২৫ লাখ ও গাড়ির বিজেতা ভেবে

খুল্লমখুল্লা মদ্যপান করে অভব্য আচরণ, প্রতিবাদ করায় পুলিশকে পেটাল পুলিশ

Image
মদ্যপান করে প্রকাশ্যে অভব্য আচরণের অভিযোগ। প্রতিবাদ করে আক্রান্ত পুলিশকর্মী। অভিযোগ, পুলিশকর্মীকে পেটানোর অভিযোগ উঠল মদ্যপ পুলিশের বিরুদ্ধে। আক্রান্ত পুলিশকর্মীর নাম সুখসাগর সিং। এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করেছে যাদপবুর থানার পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত পুলিশকর্মী সুখসাগর সিং চন্দননগর পুলিশ কমিশনারের দেহরক্ষী। অভিযোগ দশমীর রাতে তিনি যখন কমিশনারের কনভয়ের সামনে দাঁড়িয়েছিলেন তখনই খেয়াল করেন একদল পুলিশকর্মী মদ্যপান করছে। কর্মী আবাসনের মধ্যেই চলছে মদ্যপান, হুল্লোড়, চেঁচামেচি। রাস্তা থেকে কোনও মহিলাকে যেতে দেখলে কটূক্তিও করা হচ্ছে। পুলিশকর্মীদের এহেন অভব্য আচরণ দেখে রীতিমতো বিরক্ত হন ওই দেহরক্ষী। নিজেই এগিয়ে গিয়ে প্রতিবাদ করেন। অভিযোগ, প্রতিবাদ করতেই তাঁর দিকে ছুটে আসে একের পর এক আঘাত। কলকাতা পুলিশের এক সার্জেন্ট তাঁর মুখ লক্ষ্য করে লাথি মারে। কোনওরকমে বাঁ চোখটি বেঁচে যায়। তবে চোখের কোণে গুরুতর আঘাত লাগে। সেই সঙ্গে চলে বেধড়ক মারধর। আক্রান্ত দেহরক্ষী চেঁচামেচি শুরু করলেও অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সকালেই যাদবপুর থানায় অভিযোগ

রেললাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের বাঁচাতে গিয়ে প্রাণ হারাল রামলীলার 'রাবণ'

Image
অমৃতসর: দশেরাতে রাবণ সেজে ময়দান মাতিয়ে রেখেছিলেন দলবীর সিং। শুক্রবার সন্ধে সাতটার পর রাবণের কুশপুতুল পোড়ানো দেখবেন বলে প্রস্তুত হচ্ছিলেন। ভালো করে যাতে পুরো প্রক্রিয়াটা দেখা যায়, তার জন্য জোদা ফাটকের দিকটায় যাচ্ছিলেন তিনি। ওই সময়ই দেখতে পান প্রবল গতিতে ছুটে আসছে একটা ট্রেন। ছুটে আসছে সেই জায়গার দিকে যেখানে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে রাবণবধ দেখার আশায়। তাদের সতর্ক করার জন্যই ছুট লাগান দলবীর সিং। কিন্তু শেষরক্ষা হয়নি। চলন্ত ট্রেনের চাকার তলায় পড়ে যান তিনি। গতকাল অমৃতসরের এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যে একষট্টি জন মারা গিয়েছে, তাদের মধ্যে তিনিও একজন। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে পড়েছে তাঁর পরিবার। তাঁর মা, অল্পবয়সী, স্ত্রী এবং ভাই রয়েছেন। প্রত্যেকেই এই ঘটনার পর ভাষা হারিয়ে ফেলেছেন শোকে। এক দশকেরও বেশি সময় ধরে রামলীলায় বিভিন্ন চরিত্রে সাজছেন তিনি। তাঁর মা জানান, গতকাল তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর দুই বন্ধু রাম আর লক্ষ্মণ সেজেছিল, তাঁদের সাহায্যের জন্যই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েন দলবীর।   "গত কুড়ি বছরেরও বেশি সময় ধরে রামলীলা দেখার জন্য আশেপাশের গ্রামগুলো থেকে মানুষ এসে জোদা ফাট

গ্রেফতার অভিযুক্ত, ব্যাঁটরায় ধর্ষণ-খুনের ঘটনায় উদ্ধার মৃতার পোশাক ও মোবাইল

Image
হাওড়ার ব্যাঁটরায় মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার হল মূল অভিযুক্ত। পূর্ব বর্ধমানের পূর্বস্থলি থেকে মূল অভিযুক্ত সীমন্ত ঘোষকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন নিরাপত্তা কর্মী সীমন্ত ঘোষ। অন্যদিকে, এই ঘটনায় পুলিসের হাতে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ খতিয়ে দেখে সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সপ্তমীর রাতে ব্যাঁটরায় একটি কারখানার পাশে হাইড্রেন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় নির্যাতিতা মহিলাকে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, কারখানার ভিতরই ওই মহিলাকে ধর্ষণ করে নিরাপত্তা কর্মী সীমন্ত ঘোষ। তারপর গুরুতর জখম অবস্থায় তাঁকে হাইড্রেনে ফেলে রেখে পালিয়ে যায়। মৃত্যু নিশ্চিত করতে ভারী কিছু দিয়ে আঘাত করা হয় নির্যাতিতা মহিলার মাথায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস জানতে পেরেছে দেহ লোপাটের আগে রেকি করে অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দেহ লোপাটের ছবি। তাই সীমন্ত ঘোষ ছাড়াও এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত, তাঁর খোঁজ শুরু করেছে পুলিস। ধৃতকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ পেতে চাইছে পুলিস। পাশাপাশি, কারখানার ভিতর থেকে মৃতার মোবাইল ও পোশাক উদ্ধার করেছে প

হাত-পা বেঁধে মার স্ত্রী-শাশুড়ির, পুজোয় শ্বশুরবাড়ি ঘুরতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা জামাইয়ের

Image
গার্হস্থ্য হিংসার 'উলটপুরাণ'। স্ত্রী ও শাশুড়ির হাতে নিগৃহীত জামাই। জামাইয়ের হাত-পা বেঁধে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। জানা গিয়েছে, জামাই পেশায় শিক্ষক। পুজোর ছুটিতে সিউড়ির অরবিন্দ পল্লিতে শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছিলেন জামাই। কিন্তু, সেখানে এসেই মুখোমুখি হলেন ভয়ঙ্কর অভিজ্ঞতার। স্ত্রী ও শাশুড়ির নির্যাতনের শিকার হলেন জামাই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অরবিন্দ পল্লিতে। আটক করা হয়েছে স্ত্রী ও শাশুড়িকে। অভিযোগ, পুজোর ছুটিতে জামাই শ্বশুরবাড়িতে আসার পর থেকেই তাঁর কাছ থেকে নানা ছুতোয় টাকা চাইতে শুরু করেন স্ত্রী ও শাশুড়ি। বেশ কয়েক দফায় কয়েক হাজার টাকা স্ত্রীর হাতে তুলেও দেয় জামাই। কিন্তু তাতেও স্ত্রী বা শাশুড়ির দাবিদাওয়া কমেনি। এদিন সকালে প্রথমে ৩০ হাজার টাকা চান শাশুড়ি। তারপর আবার ১৫ হাজার টাকা চান স্ত্রী। কথা না বাড়িয়ে সেই টাকা দিয়েও দেন জামাই। কিন্তু তারপরই বাধে বিপত্তি। কীসের জন্য এতগুলো টাকা তাঁর কাছ থেকে নেওয়া হল, স্ত্রী ও শাশুড়ির কাছে সেই কারণ জানতে চান জামাই। আর তারপরই শুরু হয় মার। হাত-পা বেঁধে জামাইকে মারধর কর

অমৃতসর দুর্ঘটনা: রেলের অনুমতি নেননি উদ্যোক্তা কংগ্রেস নেতা, অনুমোদন ছিল না পুরসভার

Image
দশেরায় রাবণ দহন অনুষ্ঠানের নিরাপত্তায় গলদ নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। প্রশাসন ও আয়োজনদের কাঠগড়ায় তুলেছেন অনেকে। রাবণ দহন অনুষ্ঠানের উদ্যোক্তা কংগ্রেস নেতা সৌরভ মদনের দাবি, পুলিসের অনুমতি নিয়েই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। এব্যাপারে প্রশাসনকে অবগতও করেছিলেন তিনি। তবে রেলকে কিছুই জানাননি। ইতিমধ্যে আবার পুরসভা দাবি করেছে, তারা কোনও ধরনের অনুমতি দেয়নি।   সৌরভ মদনের কথায়,''অনুষ্ঠানের আগে ডিসিপি অমরিক সিংয়ের সঙ্গে দেখা করেছিলাম''। তবে রেলের কাছে অনুষ্ঠান সম্পর্কিত কোনও তথ্য দেননি তিনি। মদনের ব্যাখ্যা, ''রেলের সঙ্গে আমাদের অনুষ্ঠানের কোনও সম্পর্কই নেই। এটা নিছকই দুর্ঘটনা''। রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনি লোহানি বিবৃতি দিয়ে জানিয়েছেন, অনুষ্ঠানের বিষয়কে রেলকে জানানো হয়নি। তাঁর যুক্তি,''অমৃতসর ও মানাবালা স্টেশনের মাঝে দু্র্ঘটনাটি ঘটেছে। জায়গাটি লেভেল ক্রসিং ছিল না। মানুষ যে রেললাইনে দাঁড়িয়ে থাকবেন, তা প্রত্যাশিত ছিল না। ফলে ট্রেনের গতি হেরফের করা হয়নি। লেভেল ক্রসিংয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মী ছিলেন। কিন্তু স্টেশনের মাঝে কোনও কর্মী থাকেন না''। এত লো

ভাইকে পিটিয়ে খুন করে পোড়ানোর চেষ্টা, ধৃত ২

Image
কালনা : ছোটো ভাইকে পিটিয়ে খুন করে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করল দুই যুবক। মৃতের নাম বিকাশ সর্দার (৩০)। বাড়ি পূর্ব বর্ধমানের কালনায়। আজ সকালে কালনা থানার পুলিশ ওই যুবকের আধপোড়া মৃতদেহ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয়েছে তাঁর দুই দাদাকেও। স্থানীয়রা জানিয়েছে, গতরাতে বিকাশ সর্দারের সঙ্গে তাঁর দুই দাদার বচসা হয়। অভিযোগ, বিকাশ গভীর রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে গালিগালাজ করছিল। যার জেরে বিকাশের দুই দাদা তাকে বেধড়ক মারধর করে। তাকে লাঠি ও বাঁশ দিয়ে মারধর করা হয়। সেই সময় তার মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হলে সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিকাশ। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, বিকাশ মারা যাওয়ার পরে তাঁর দুই দাদা বিকাশের শরীরে আগুন ধরিয়ে দেয়। যাতে সবাই মনে করে যে বিকাশ আগুনে পুড়ে মারা গেছে। অন্যদিকে পরিবারের চিৎকার চেঁচামেচির জেরে স্থানীয়রা জমায়েত হয়। কিন্তু বিকাশের দুই দাদা প্রতিবেশীদের সাফ জানিয়ে দেয় এটা তাঁদের পারিবারিক ঝামেলা। তাই বাইরের কেউ যেন এতে নাক না গলায়। ফলে প্রতিবেশীরা যে যার বাড়ি ফিরে যায়।  পরে খবর পেয়ে আজ সকালে পুলিশ গিয়ে বিকাশের আধপোড়া মৃতদেহ উদ্ধার করে। প

মৃতদের পরিবারের জন্য ৩ কোটি ক্ষতিপূরণ, ঘোষণা পঞ্জাব সরকারের

Image
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং       অমৃতসর : অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য মোট ৩ কোটি টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করল পঞ্জাব সরকার। আজ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দুর্ঘটনায় আহদের দেখতে গুরু নানক দেব সরকারি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি মৃতদের পরিবারের জন্য মোট ৩ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, "৩ কোটি টাকা ক্ষতিপূরণের ব্যাপারে আমি অমৃতসরের DC-কে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।" মুখ্যমন্ত্রী বলেন, "আমরা পুলিশ কমিশনারের অধীনে ম্যাজিট্রেট পর্যায়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। চার সপ্তাহের মধ্যে এবিষয়ে উনি আমাদের রিপোর্ট জমা দেবেন। পাশাপাশি, যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহগুলির ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। বেশিরভাগ মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তবে ৯টি মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "দুর্ঘটনাটি ঘটা মাত্রই প্রশাসন উদ্ধারকাজ শুরু করে দেয়। যত তাড়াতাড়ি সম্ভব বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থানে পৌঁছায়। রাজ্য মন্ত্রিসভার সবাই এখন ঘটনাস্থানে রয়েছেন।&quo

Paytm ব্যবহার করেন? তাহলে সুখবর, অবশ্যই পড়ুন প্রতিবেদনটি

Image
Paytm Mall নিয়ে এল মহা ক্যাশব্যাক সেল৷ মোবাইল, ল্যাপটপ সহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীর উপরে থাকছে ছাড়টি৷ যেখানে বিভিন্ন আর্কষণীয় প্রতিযোগিতার মাধ্যমে নামীদামি ব্রান্ডের টিভি, ল্যাপটপ, গাড়ি, আইফোন জিতে নেওয়ার সুযোগ থাকছে৷ ১০ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার জন্য সংস্থাটি হাত মিলিয়েছে আইসিআইসিআই ব্যাংকর সঙ্গে৷ তবে, ছাড়টির জন্য ইউজারদের অবশ্যই ব্যবহার করতে হবে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড৷ iPhone X, Vivo V11 Pro, Oppo F9 Pro সেটিগুলির উপরে আকর্ষণীয় ডিল থাকছে৷ এছাড়া,নির্দিষ্ট সময়ের ব্যবধানে থাকছে ফ্ল্যাশ সেল৷ পেটিএম মহা ক্যাশব্যাক সেলে ১২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, নো-কস্ট ইএমআই অপশন, পুরনো জিনিস বদলের উপর ২১,০০০ টাকার ছাড় পেতে চলেছেন ক্রেতারা৷ iPhone X এবং Vivo V7 এর উপরে থাকছে যথাক্রমে ১২,০০০ এবং ২০০০ টাকার ক্যাশব্যাক৷ নানা আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ইন্সট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন ইউজাররা৷ রেফ্রিজেটর (৭০ শতাংশ ছাড়), ওয়াটার পিউরিফায়ার (১০,০০০ টাকার ক্যাশব্যাক), মিক্সার-গ্রাইন্ডার (২৫ শতাংশ) উপরে Vivo V7 ছাড় পাবেন ইউজাররা৷ অন্যদিকে, প্রতিদ্ধন্ধী সংস্থা আমাজন

জানেন ভারতে ১০ হাজারেরও কম বেতনে কাজ করেন ৯২শতাংশ কর্মী!

Image
হাজারো কাজের সুযোগ থাকা সত্বেও ক্রমাগত বেড়েছে বেকারত্ব৷ আবার, অনেকে সঠিক অর্থে বেকার নন, আংশিক বেকার৷ বুঝলেন না, তাই তো? রির্পোটের তথ্য জানাচ্ছে, ভারতে ৮২ শতাংশ পুরুষ ও ৯২ শতাংশ মহিলা প্রতিমাসে আয় করেন দশ হাজারের কম টাকা৷ ভারতে গত ২০ বছরে তরতরিয়ে বেড়েছে বেকারের সংখ্যা৷ পলিশি মেকারদের জন্য বিষয়টি চ্যালেঞ্জের সমান৷ ভারতে চাকরির বাজার সম্পর্কিত বেশ কিছু তথ্য সামনে এনেছে রির্পোটের তথ্য৷ যা তুলে ধরেছে বেকারত্বের ভয়াবহতাকে৷ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে কর্মসংস্থান হয়েছে মাত্র এক শতাংশ মানুষের৷ ভারতের বেশীরভাগ রোজগেরে মানুষের বেতন দশ হাজারের কম৷ সপ্তম পে কমিশনের নির্দেশিকা অনুয়ায়ী, কর্মীদের ন্যূনতম বেতন হতে হবে ১৮,০০০ টাকা৷ সুতরাং রির্পোটের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে জীবন নির্ধারণের জন্য ন্যূনতম বেতনটুকুও পান না কর্মীরা৷ আর, সেখান থেকেই উঠে আসে সরকারি চাকরির অন্বেষণের বিষয়টি৷ রির্পোট থেকে সামনে এসেছে আরও একটি সত্য৷ রির্পোটের তথ্য অনুযায়ী, ভারতের সমস্যা বেকারত্ব নয়, আংশিক বেকারত্ব ও কম বেতন৷ অনেকেই আবার চাকরির উপযুক্ত ও যোগ্য৷ কিন্তু, সঠিক সুযোগ ও বেতনের অভাবেই আজ অন্ধকারে বহু

ক্রেডিট কার্ডের টাকা না মেটানোর কত রকম ভোগান্তি

Image
বহুক্ষেত্রেই ক্রেডিট কার্ডের গ্রাহকরা কোনও না কোনও কারণে  নির্ধারিত দিনের ভিতর পেমেন্ট করে উঠতে পারেন না৷ আর তারফলে পকেট ফাঁকা৷ কিন্তু সময় মতো পেমেন্টটা করে দিলে ক্রেডিট কার্ডের সুবিধা পুরোপুরি আপনিও নিতে পারবেন ৷ এবার দেখে নেওয়া যাক নির্ধারিত সময়ে ঠিক মতো পেমেন্ট না করার ফল কেমন হতে পারে৷ প্রথমত , নির্ধারিত সময়ে ক্রেডিট কার্ডে পেমেন্ট না করলে 'লেট ফি' দিতে হতে পারে৷ এখন নিদিষ্ট দিনে ন্যূনতম যত টাকা পেমেন্ট করা দরকার তার থেকে কম টাকা জমা দিলে এই লেট ফি দিতে হবে৷ তবে  ওই নির্দিষ্ট দিন থেকে তিনদিনের 'গ্রেস পিরিয়ড' দেওয়া থাকে টাকা জমা করার জন্য, সেটাও পেরিয়ে গেলে এই 'লেট ফি' দিতে হয় দ্বিতীয়ত , এখন একটা কথা মনে রাখা দরকার ক্রেডিট কার্ডের নির্ধারিত দিনে ন্যূনতম টাকা পেমেন্ট করা মানেই কিন্তু সব দায় মুক্ত হওয়া নয়৷ কারণ সেক্ষেত্রেও ঋণের উপর সুদের অংক শোধ করার দায় থেকেই যাচ্ছে৷ তৃতীয়ত , মাথায় রাখতে হবে ক্রেডিট কার্ডে সুদের হার খুব বেশি ৷ যার জন্যই বছরের সুদের কথা না বলে মাসিক সুদজের কথা বলা হয় কারণ মাসে ২.৫ থেকে ৩ শতাংশ সুদ মানে  বছরে ৩০ শতাংশ থেকে  ৩৬ শত

‌অমৃতসরের বিপত্তি ট্রেন দুর্ঘটনা নয়, তাই ক্ষতিপূরণ দেবে না রেল

Image
অমৃতসরে যে ঘটনা ঘটেছে তাতে রেলের কোনও দোষ বা দায় কোনওটাই নেই। কাজেই রেল এই নিয়ে আলাদা করে কোনও তদন্ত করবে না। এবং মৃত এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ারও কোনও প্রশ্ন নেই। সাফ জানিয়েদিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মনোজ সিন্‌হা। তিনি দাবি করেছেন, কোথায় ট্রেন ধীরে চালাতে হবে, কোথায় ট্রেন দ্রুত চলবে সেটা চালক খুব ভাল করে জানেন। সেখানে বিপত্তি হয়েছে সেখানে একটি বাঁক আছে তাই ভিড় বুঝতে পারেননি চালক। সেটা বোঝা সম্ভবও নয়। কারণ ট্রেন সবসময় ধীরে চালানো সম্ভব নয়। গতিই ট্রেন সফরের মূল মন্ত্র। জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী। রেল লাইনের ধাকে এই ধরনের উৎসব অনুষ্ঠানের আয়োজন করা বাসিন্দাদের উচিত হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। মানুষই এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। অমৃতসরের দুর্ঘটনার জন্য রেল যে কোনও মতেই দায়ী নয় তা স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। রেলের দাবি সেই মুহূর্তে এমার্জেন্সি ব্রেক দিলেও কাজ হত না। পুরো রেল লাইন অন্ধকার ছিল। চালক বুঝতেই পারেননি সেখানে এই পরিমাণ লোক ভিড় করছিল। এদিকে গতকালের দুর্ঘটনায় মৃত ১৩ বছরের কিশোরের পরিবার অমৃতসর–জলন্ধর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেলের কাছে ক্ষতিপূরণের দাবি জানাতে থাকে। রেলওয়ে বোর্ডের চেয়ারম

অমৃতসর থেকে গ্রেফতার দুই খালিস্তানি জঙ্গি

Image
অমৃতসরঃ দুই খালিস্তানি জঙ্গিকে শুক্রবার গ্রেফতার করা হল পঞ্জাবের অমৃতসর থেকে। ধৃতরা হল সুখরাজ সিং ওরফে রাজু এবং মালকিত সিং ওরফে মিতু। এদের মধ্যে সুখরাজ নাগোকের তার্ন তারানের বাসিন্দা। মালকিত সিং অমৃতসরেরই স্থানীয় বাসিন্দা। পঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় পৃথক খালিস্তান রাজ্যের দাবিতে পোস্টার চোখে পড়ছিল। বিষয়টি নজরে আসতেই অভিযুক্তদের ধরার নির্দেশ দেন অমৃতসরের পুলিশ কমিশনার এসএস শ্রীবাস্তব। কয়েকদিনের প্রচেষ্টায় ধরা পড়েছে দুই জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আরও পোস্টার। পৃথক খালিস্তান রাজ্যের দাবিতে ২০২০ সালে গণভোট চাওয়া হয়েছিল সেই পোস্টারে। পুলিশের দাবি, এই চক্রের মূল পাণ্ডা গুরু প্রতাপ সিং পান্নু নামের এক আইনজীবী। নিউ ইয়র্ক থেকে সে এই চক্রটিকে পরিচালনা করছিল। এই দলে আর কে কে জড়িত রয়েছে তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পঞ্জাব পুলিশ। সুখরাজ সিং ওরফে রাজু ছিল কর্মহীন ছিল। গত বছর তাকে খালিস্তানের সমর্থনে প্রচারের প্রস্তাব দেওয়া হয়। টাকার লোভে সে ওই প্রস্তাব গ্রহণ করে। মালকিত ওরফে মিতু ছিল বাসের কনডাক্টর। তাকে দলে টানে সুখরাজ। ধৃতদের বিরুদ্ধে একাধিক

বাইকে স্টান্টবাজি দেখাতে গিয়ে দ্বিতীয় হুগলি সেতুতে মৃত্যু কিশোরের

Image
বাইকে স্টান্টবাজি দেখাতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম লালু সাহানি ওরফে স্যামুয়েল (১৭)। শনিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুতে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, সেতুর উপরে উঠে ওই কিশোর হাত ছেড়ে বাইক চালাচ্ছিল। তার বাইকের পিছনে অন্য এক কিশোরও ছিল। দ্রুত গতিতে হাওড়ার দিক থেকে কলকাতার দিকে বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ধারের ডিভাইডারে ধাক্কা মারে। দু'জনের কারও মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার পর দু'জনেই রাস্তায় ছিটকে পড়ে। সেতুর উপরে কর্তব্যরত পুলিশকর্মীরা তাদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানেই ভবানীপুরের বাসিন্দা স্যামুয়েলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত সে। তবে তার বন্ধুর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কাউকে কিছু না জানিয়েই দাদার বাইক নিয়ে বন্ধুর সঙ্গে বেরিয়েছিল স্যামুয়েল। প্রথমে তারা প্রিন্সেপ ঘাটে যায়। সেখান থেকে দু'জনে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে ওপারে চলে যায়। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। কী ভাবে দুর্ঘটনা ঘটেছে

ধেয়ে আসছে প্রবল বন্যা! অসম-অরুণাচলে জারি সতর্কতা

Image
অসম ও অরুণাচল প্রদেশে বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। চিনের তরফে জানানো হয়, তিব্বতে ইয়ারলাং সাংপো নদীর একাংশ ধসের জেরে অবরুদ্ধ। সেখানে কৃত্রিম লেক তৈরি হয়েছে। লেক জলে পূর্ণ। যা ভেঙে গেলেই নিম্ন অববাহিকায় প্রবল বন্যার আশঙ্কা। এই নদীরই শাখা অরুণাচল প্রদেশে সিয়াং এবং অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত। অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলা প্রশাসন, সিয়াং নদীর কাছাকাছি না যেতে সতর্তকা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতেও অনুরোধ করা হয়েছে। ধসের কারণে সিয়াং নদীতে জলের প্রবাহ কমে গিয়েছে। এরপর লেক ভেঙে গেলেই নিম্ন অববাহিকায় প্রবল বন্যার আশঙ্কা। কেন্দ্রীয় জল কমিশনের তরফেও কেন্দ্রকে বিষয়টি নিয়ে জানানো হয়েছে। আইনসভার কংগ্রেস সদস্য নিনং এরিং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে চিঠি লিখে বিষয়টি নিয়ে চিনের সঙ্গে কথা বলার দাবি করেছেন। চিনের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইয়ারলাং সাংপো নদীতে কৃত্রিম লেক তৈরির জেরে প্রায় ছ-হাজার লোককে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরিয়ে নেওয়া হয়েছে। অসম সরকারের তরফ থেকে আপার অসমের ডিব্রুগড়, ধেমাজি, লাখিমপুর, তিনসুকিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রের তরফে কলকাতা ও ভুবনে

কৃষকদরদী বিগ বি, মেটাবেন সাড়ে পাঁচ কোটির ঋণ

Image
উত্তর প্রদেশের ঋণ জর্জরিত কৃষকদের পাশে এসে দাঁড়ালেন বলিউড স্টার অমিতাভ বচ্চন। ৮৫০-র বেশি কৃষকের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ঋণ মেটাবেন বলিউডের মেগাস্টার।  বিগ বি তাঁর ব্লগে লিখেছেন, '৮৫০ চাষীকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের সাড়ে পাঁচ কোটির বেশি ঋণ যাতে মিটিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাই করা হবে। এই বিষয়ে ব্যাঙ্কগুলিও সাহায্য করবে।' সম্প্রতি অমিতাভ বচ্চন সরকারি এজেন্সির মাধ্যমে ৪৪টি পরিবারকে চিহ্নিত করেছিলেন যাদের প্রিয়জনরা দেশের নিরাপত্তার জন্যে নিজেদের প্রাণ দিয়েছিলেন। প্রত্যেক পরিবারকে আর্থিক সাহায্য করেছিলেন তিনি। কৃষকদের ঋণ শোধ করার সিদ্ধান্ত সম্পর্কে লিখতে গিয়ে বিগ বি জানিয়েছেন, তাঁরা যাতে ঋণের বোঝায় নিরুপায় হয়ে আত্মহত্যার পথ বেছে না নেন, শুধুমাত্র তার জন্যেই তিনি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।  তবে শুধু ঋণ জর্জরিত কৃষকদের পাশেই নয়, আগামী দিনে তিনি আর্থিক সাহায্য করতে চান অজিত সিং-এর স্বেচ্ছাসেবী সংস্থা গুড়িয়া-কেও। এই সংস্থা সেই সব শিশু ও নাবালিকাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার লড়াই করে যারা বিক্রি হয়ে গিয়েছে দেহ ব্যবসার অন্ধকার গলিতে।

অমৃতসর দুর্ঘটনার জেরে বাতিল ৩৭টি ট্রেন, ১৬টি যাচ্ছে ঘুরপথে

Image
নয়াদিল্লি: গত সন্ধের অমৃতসর ট্রেন দুর্ঘটনার জেরে ৩৭টি ট্রেন বাতিল করেছে রেলওয়ে। এছাড়া ১৬টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। গতকাল এই দুর্ঘটনায় ৬১ জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা ৭০-এর বেশি। নর্দার্ন রেলওয়ে জানিয়েছে, ১০টি মেল ও এক্সপ্রেস ট্রেন ও ২৭টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে ১৬টি ট্রেন। ১৮টি ট্রেনের যাত্রাপথ ছেঁটে দেওয়া হয়েছে। জলন্ধর ও অমৃতসরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে আপাতত। রেল ফের জানিয়ে দিয়েছে, রেল লাইনের ধারে যে রাবণ দহন উৎসব চলছিল সে সম্পর্কে জানানো হয়নি তাদের। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেছেন, অমৃতসর ও মানাওয়ালা স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটেছে, কোনও লেভেল ক্রসিংয়ে নয়। রেলের জমির পাশেই কারও ব্যক্তিগত সম্পত্তির ওপর ওই উৎসব চলছিল, রেলের অনুমতিও নেওয়া হয়নি। তিনি বলেছেন, লেভেল ক্রসিংয়ে তাঁদের কর্মী থাকলেও দুটি স্টেশনের মাঝে ট্রেন তার নির্দিষ্ট গতিতে ছোটে, লাইনের ওপর কারও দাঁড়িয়ে থাকার কথা নয়, তাই রেল কর্মীরাও থাকেন না সেখানে। চালক ইমার্জেন্সি ব্রেক ব্যবহার করলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে তিনি জানিয়েছেন। প্রাথমিক রিপোর্টে জানা যাচ

গৃহবধূর ফাঁস লাগানো দেহ উদ্ধার, উত্তেজনা সিউড়িতে

Image
ঘরের মধ্যে গৃহবধূর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সিউড়ির সাজানো পল্লিতে৷ পরিচিত কেউ বাড়িতে ঢুকে ওই মহিলাকে খুন করেছে বলেই দাবি পরিবারের৷ মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে৷ মৃতার নাম শিউলি পাল৷ বছর তেত্রিশের ওই মহিলা বাড়িতেই একটি বিউটি পার্লার চালাতেন৷ তাঁর স্বামী লক্ষ্মীকান্ত পাল ইসিএলে কর্মরত৷ অন্যান্যদিনের মতো শুক্রবার রাত নটা নাগাদ কাজ সেরে বাড়ি ফেরেন তিনি৷ বাড়ির সামনে পৌঁছে অবাক হয়ে যান ওই ব্যক্তি৷ তিনি দেখেন রাত নটা নাগাদ বাড়ির দরজা খোলা৷ স্ত্রী শিউলিকে ডাকতে ডাকতেই ঘরে ঢোকেন তিনি৷ প্রথমে বিউটি পার্লারে উঁকি দিয়ে স্ত্রীকে দেখতে পাননি লক্ষ্মীকান্ত৷ এরপর সোজা নিজেদের শোওয়ার ঘরে ঢুকে পড়েন। দেখেন বিছানার উপর গলায় ফাঁস লাগানো অবস্থাতেই শুয়ে রয়েছেন শিউলি৷ অনেক ডাকাডাকিতেও সাড়া না মেলায় তিনি বুঝতে পারেন শিউলি মারা গিয়েছেন৷ এরপরই তিনি খবর দেন শিউলির বাপেরবাড়িতে৷ তড়িঘড়ি ছুটে আসেন মৃতার ভাই৷ শিউলিকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তাঁর৷ তবে খুনের ঘটনায় কে বা কারা জড়িত, তা স্পষ্ট করে

চার কিমি যেতে ২৪০ টাকা, পুজোর সুযোগে ফায়দা তুলল অ্যাপ ক্যাব

Image
পুজোর কলকাতায় অ্যাপ-ক্যাবের ভাড়া কার্যত আগুন। সপ্তমী, অষ্টমী এবং নবমী —এই তিন দিন সকালের কয়েক ঘণ্টা বাদ দিলে সারা দিনই অ্যাপ-ক্যাবের ভাড়া চড়া থেকেছে। বিকেলের পর থেকে সন্ধ্যা যত গড়িয়েছে ভাড়াও তত বেড়েছে। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষাও করতে হয়েছে অনেকটাই বেশি। অধিকাংশ যাত্রীর অভিযোগ, রাতের দিকে ভাড়া গুনতে হয়েছে অস্বাভাবিক বেশি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বাগুইআটি থেকে বেলগাছিয়া মিল্ক কলোনি যাওয়ার জন্য অ্যাপ-ক্যাব ভাড়া করেন সুদীপ্ত সরকার। যে দূরত্বের জন্য অনান্য দিন তাঁকে দিতে হয় ১২০-১৩০ টাকা, সেখানেই মাত্র ৪ কিলোমিটার পথের জন্য তাঁকে এ দিন গুনতে হয়েছে ২৪০ টাকা। একই ভাবে বুধবার সাড়ে ১২টা নাগাদ গড়িয়া থেকে ভবানীপুর আসার জন্য অ্যাপ-ক্যাব বুক করেন রীতেন ধর। ওই দূরত্বের জন্য তাঁকে ভাড়া দিতে হয়েছে ৩৩৭ টাকা। বুধবার বিকেল ৪টে নাগাদ কসবা থেকে কালীঘাট আসার জন্য অ্যাপ-ক্যাব ভাড়া করেন সুতপা রায়। তাঁকে ওই দূরত্বের জন্য এ দিন ২৩০ টাকা ভাড়া গুনতে হয়েছে। বছরের অনান্য সময়ে বড়জোর ১১০ টাকা দিতে হয় তাঁকে। টালিগঞ্জের হরিদেবপুর থেকে বেহালার পর্ণশ্রী যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে কলেজ পড়ুয়া

বেতন চাইতেই খুন নাবালিকা পরিচারিকা, পাঁচ মাস পর দিল্লিতে ধৃত বাঙালি মহিলা

Image
পরিচারিকাকে খুন করার পর গা ঢাকা দিয়েছিলেন তিনি। তার পর পরিচয় লুকিয়ে এক ব্যক্তিকে বিয়ে করেও নতুন ঘরও বসিয়েছিলেন। কিন্তু, শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত পরিচারিকা খুনে মূল অভিযুক্ত বছর আটত্রিশের ওই বাঙালি মহিলাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, মাস পাঁচেক আগে বেতন চাওয়ার কারণে পরিচারিকাকে খুন করার অভিযোগে মূল অভিযুক্ত ছিলেন গৌরী নামে ওই মহিলা। তার সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়। চলতি বছরের ৪ মে উত্তর-পশ্চিম দিল্লির মিয়াঁওয়ালি নগরে বছর বারোর এক অজ্ঞাতপরিচয় কিশোরীর হাত কাটা দেহ উদ্ধার করে পুলিশ। কয়েক দিন পর ওই জায়গা থেকে কিছুটা দূরে নর্দমায় পড়ে থাকা একটি ট্রাঙ্কের ভিতর থেকে মেলে দু'টি হাত। তদন্তে নেমে পুলিশ মনোজিৎ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। মনোজিৎকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই কিশোরীর বাড়ি ঝাড়খণ্ডের রাঁচীতে। মনোজিৎই ওই কিশোরীকে ঝাড়খণ্ড থেকে কাজের লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে এসেছিলেন। তাঁর পরিচিত গৌরী নামের ওই মহিলা একটি প্লেসমেন্ট এজেন্সি চালাতেন। সেখানেই কিশোরীকে পরিচারিকা

নিজের যৌনাঙ্গ কাটলেন সাধুবাবা।

Image
মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমন অভিযোগ উঠতেই ভেঙে পড়েন এক সাধু। দুঃখে ও হতাশায় শেষমেশ চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে যৌনাঙ্গই কেটে ফেলেন। ঘটনা উত্তরপ্রদেশের। অভিযোগ, ফাঁকা জমিতে একটি আশ্রম তৈরি করতে চেয়েছিলেন মাদানি বাবা নামে এক সাধু। কিন্তু স্থানীয়দের একটি দল প্রতিবাদ জানায়। তাঁকে রুখতে ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ জানান মাদানি বাবা। স্থানীয় এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা চাউর করে দেওয়া হয়। বলা হয়, মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। যা আদপে মিথ্যে বলে দাবি ওই সাধুর। আর তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এমন অভিযোগ কোনওভাবেই মেনে নিতে পারেননি সাধু বাবা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে রাগে ও হতাশায় শেষমেশ নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন তিনি। লখনউ থেকে ৩০০ কিলোমিটার দূরে বামনা জেলা হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে তাঁর। হাসপাতালের চিকিৎসক বলবীর সিং সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, বছর আঠাশের মাদানি বাবা কামসিন গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ করতে গিয়েই এমন ভয়ংকর সিদ্ধান্ত নিয়ে বসেন তিনি। আপাতত তিনি চিকিৎসাধীন। গোটা ঘটনার খবর পেয়েছে

দাম কম, আরও সস্তায় নয়া জোড়া স্মার্টফোন হতে পারে আপনার

Image
চলছে উৎসবের মরসুম। নিজেকে বা কোনও প্রিয়জনকে স্মার্টফোন উপহার দিতে চান? অথচ বাজেট খুব বেশি নয়? তাহলে আপনার জন্য সুখবর। ভারতীয় বাজারে এসে গিয়েছে আসুসের দুই নয়া স্মার্টফোন জেনফোন ম্যাক্স এম১ ও জেনফোন লাইট এল১। দামও কম। রয়েছে দুরন্ত ফিচার। তার উপরে উৎসবের মরসুম বলে পাবেন আকর্ষণীয় ছাড়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ক'দিন পরে ফ্লিপকার্টে শুরু হবে 'ধামাকা ডেজ'। তখন মিলবে আকর্ষণীয় ছাড়। তার আগে জেনে নেওয়া যাক, ফোন দুটিতে ফিচার কী কী রয়েছে— জেনফোন লাইট এল১ ও জেনফোন ম্যাক্স এম১-এ রয়েছে যথাক্রমে ২ জিবি র‌্যাম, ১৬ জিবি স্টোরেজ ও ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ। প্রথমটির ক্ষেত্রে ব্যাটারি ৩ হাজার এমএএইচ। দ্বিতীয়টির ক্ষেত্রে ৪ হাজার এমএএইচ। দু'টির ক্ষেত্রেই রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। তবে ফ্রন্ট ক্যামেরা অবশ্য আলাদা। জেনফোন লাইট এল১-এর ক্ষেত্রে সেটি ৫ এমপি ও জেনফোন ম্যাক্স এম১-এর ক্ষেত্রে ৮ এমপি। ম্যাক্স এম১-এর ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলেও লাইট এল১-এ রয়েছে কেবল ফেস আনলক। দু'টি ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর। দু'টিই মিলবে

‘ধর্ষিতাকে ভর্তি নেওয়া যাবে না’, জানিয়ে দিল দেরাদুনের স্কুল কর্তৃপক্ষ

Image
১৬ বছরের মেয়েটাকে স্কুলে ভর্তি নিতে অস্বিকার করল দেরাদুনের একটি স্কুল। মেয়েটির 'অপরাধ' গত আগস্ট মাসে সে শহরতলির এক বোর্ডিং স্কুলে গণ ধর্ষিত হয়েছিল সে। দেরাদুনের স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল, 'ধর্ষিতাকে ভর্তি নেওয়া যাবে না'। গত মাসের শেষ সপ্তাহ থেকেই শহরের নানা সিবিএসই স্কুলে ওই ষোড়শীকে ভর্তি করার জন্য চেষ্টা করছেন তাঁর অভিভাবকেরা। অধিকাংশ স্কুলই ভর্তি নিতে অস্বীকার করেছে। এদের মধ্যে একটি স্কুল ভর্তি না করার কারণ হিসেবে স্পষ্ট জানিয়েছে তারা ধর্ষিতাকে ভর্তি নিতে পারবে না। ষোড়শীর আইনজীবী অরুণা নেগি চৌহান জানিয়েছেন শেষমেশ দেরাদুনের অন্য এক স্কুলে ভর্তি হয়েছে কিশোরী। নিজের বোর্ডিং স্কুল চত্বরেই স্কুলের ৪ জন ছাত্র ১৪ আগস্ট ওই ছাত্রীকে গণ ধর্ষণ করে। ঘটনা জানাজানি হওয়ার পর ১৬ সেপ্টেম্বর ওই চার ছাত্রকে হরিদ্বারের নাবালক সংশোধনাগারে পাঠানো হয়েছে। স্কুলের প্রশাসনিক বিভাগের পাঁচ কর্মী এবং ধর্ষণের দায়ে অভিযুক্ত এক সাবালক ছাত্রকে দেরাদুনের শুধোয়ালা জেলে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার হওয়ার কারণে ছাত্রীকে ভর্তি নিতে অস্বীকার করা স্কুলের বিরুদ্ধে দেরাদুন পুলিশে মেইল করে অভিযোগ জানিয়েছেন অরু

নয়া প্রযুক্তি চালু হলে জওয়ানদের আর সীমান্তে পাহারায় দাঁড়াতে হবে না:‌ রাজনাথ সিং

Image
সীমান্তে আর সেনা প্রহরার দরকার হবে না। কিন্তু কেন?‌ একটি বিশেষ ধরনের প্রযুক্তি এসে গেলে আন্তর্জাতিক সীমান্তে আর প্রহরী দরকার পড়বে না। শুক্রবার একথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার জম্মু–কাশ্মীরে রাজনাথ বলেন, নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার জন্য একটি বিশেষ প্রযুক্তি আনার চেষ্টা করছে কেন্দ্র। ইতিমধ্যেই এই উদ্দেশ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। বিএসএফ জওয়ানদের সঙ্গে একটি বৈঠকে রাজনাথ বলেন, '‌কাঁটাতারের বেড়া একটা নির্দিষ্ট সময়ের পরে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই ব্যবস্থা চলে এলে বেড়া নষ্ট হয়ে যাওয়ার দিকে চিন্তা করতেই হবে না। একটু সময়ে লাগবে, কিন্তু এটা চালু হয়ে গেলে আমাদের জওয়ানদের আর সীমান্তে পাহারায় দাঁড়াতে হবে না।'‌ জঙ্গিরা সীমান্ত পেরিয়ে দেশে ঢুকলে নতুন পদ্ধতির মধ্যে দিয়েই তা জানা যাবে। সে ক্ষেত্রে কাছাকাছি সেনা ছাউনির কাছে বার্তা চলে যাবে। দশমীর উপলক্ষে শাস্ত্র পুজো হয় দেশের অনেক প্রান্তেই। সেই উপলক্ষ্যেই এদিন ভূস্বর্গে বিএসএফ ছাউনিতে গিয়েছিলেন রাজনাথ। সেখানে তিনি বলেন, '‌প্রতিবেশি দেশ যদি অস্ত্র ব্যবহার বন্ধ করে দেয় তা হলে আমরাও তা বন্ধ করে দেব।'‌

স্ট্রিট ল্যাম্পের খরচ কমাতে আকাশে আস্ত চাঁদ পাঠাচ্ছে চিন

Image
বেজিং: রাস্তায় জ্বলবে না স্ট্রিট ল্যাম্প। ফলে ইলেকট্রিকও পুড়বে অনেক কম। সেই উদ্দেশে একেবারে অসাধ্য সাধন করার সিদ্ধান্ত নিয়েছে চিন। আকাশে একটা আস্ত চাঁদ বসিয়ে দেবে তারা। আর তা থেকেই আলো হবে রাস্তাঘাট। দেশটির একটি শহরে উৎক্ষেপণ করা ওই চাঁদ আকাশ থেকে চারপাশের প্রায় ৫০ কিলোমিটার এলাকা আলোকিত করবে। চিনের সংবাদমাধ্যম চায়না ডেলির এক প্রতিবেদেনে জানানো হয়েছে, ২০২০ সালে সেই চাঁদটি শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংগদু শহরে উৎক্ষেপণের কথা রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ওই অঞ্চলের ওপরে নিক্ষেপ করা এই উপগ্রহটি সত্যিকারের চাঁদের চেয়ে আটগুণ বেশি আলো দেবে। উপগ্রহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই প্রকল্পের কিছু কিছু তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে, ফ্রান্সের একজন শিল্পীর দ্বারা অনুপ্রাণিত হয়েই এ প্রকল্প হাতে নিয়েছেন তারা। ওই শিল্পী আকাশ থেকে পৃথিবীতে আয়নার একটি নেকলেস ঝুলিয়ে দেওয়ার কথা প্রথম কল্পনা করেছিলেন। চেংগদু অ্যারোস্পেস সায়েন্সে টেকনোলোজি মাইক্রো-ইলেক্ট্রনিক্স সিস্টেম রিসার্স ইন্সটিটিউট কোম্পানি লিমিটেডের প্রধান উ চুংফেন্ড ১০ অক্টোবর কৃত্রিম চাঁদ নামের এই প্রকল্পের বিষয়টি প্রথম জনসম্মুখে প্রকাশ করেন। এমন

#Amritsar: নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা মোদীর

Image
নয়াদিল্লি: দসেরার সন্ধ্যায় অমৃতসরের ট্রেন দুর্ঘটনায় মানুষের মৃত্যু এক ধাক্কায় সমগ্র পরিস্থিতি বদলে দিয়েছে৷ মৃত্যুপুরী অমৃতসরে এখন শুধুই হাহাকার আর দীর্ঘশ্বাস৷ দুঃস্বপ্ন নয়তো? নাহ্, অশুভ শক্তির বিনাশের দৃশ্যের সাক্ষী থাকতে গিয়ে এভাবে প্রাণ বলি যাবে তা বোধ হয় কেউ কল্পনাও করতে পারেনি৷ আতসবাজির শব্দে-আলোর ঝলকানিতে তখন অন্য আমেজে-আবহে সকলে রেললাইনের ওপরে দাঁড়িয়ে৷ আর সেসময়ই ট্রেন পিষে দিয়ে চলে গেল৷ চতুর্দিকে রক্ত আর স্বজন হারানোর কান্না৷ তার মধ্যেই চলছে উদ্ধারকাজ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া৷ দোষারোপের পর্ব৷ তদন্তে প্রতিশ্রুতি৷ শোকজ্ঞাপন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন৷ এবং পাশাপাশি আহতদের জন্য ৫০,০০০টাকার ক্ষতিপূরণ৷ কিন্তু বছরের পর বছর রেললাইনের ওপর দাঁড়িয়ে রাবণের পুতুল পোড়ানো দেখার অনুমতি কি করে পেল তারা? কি করেইবা সেসময় ট্রেন যেতে পারল সেই সময়ে? কে দায় নেবে এত মৃত্যুর? একের পর এক প্রশ্ন উঠছে? পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং শুক্রবারের এই ভয়াবহ দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেন৷ পাশাপাশি শনিবার

মোবাইলে চলছে লাইভ, ভিডিও কল, অমৃতসর দুর্ঘটনার কারণ মোবাইল মগ্নতা

Image
দশেরা উৎসবের কোনও মুহূর্ত ছাড়া যাবে না। সমস্ত রেকর্ড করে রাখতে হবে মোবাইলে। তাই কোনওদিকে ভ্রুক্ষেপ নেই। হাতের মোবাইলে চলছে রেকর্ডিং। কেউ আবার প্রিয়জনকে নিয়ে আসতে পারেননি এই দশেরার উৎসবে। তাই মোবাইলে ভিডিও কল করে দশেরার জ্বলন্ত রাবণ দেখাচ্ছেন তাঁরা। কেউ আবার অনেকটাই এগিয়ে। সরাসরি ফেসবুকের অ্যাকাউন্ট থেকে লাইভ করে দেখাচ্ছেন আগুনে পোড়া রাবন। সেই উৎসবের ঘোরে কারোর খেয়াল নেই যে অজান্তেই তাঁরা এসে দাঁড়িয়েছেন দুরপাল্লার ট্রেন চলে এমন ট্র‌্যাকের উপর। ট্রেন আসার আগে তাই চালক বহুবার হর্ন দিলেও তাঁরা শুনতে পেলেন না মোটে। এমনই মগ্ন হয়ে রইলেন মোবাইলে। দুদিক দিয়ে এল দুটি ট্রেন, তাও তাঁরা খেয়াল করলেন না। ফল যা হওয়ার তাই হল, মুহূর্তে উৎসবে বেজে উঠলো বিষাদের সূর। দুটি ট্রেনের মাঝে, তলায় পড়ে মৃত্যু হল অসংখ্য মানুষের। কিন্তু কেন এমন হয় ?‌ অনেকেই বলছেন মোবাইলের অত্যাধিক ব্যবহার নানা সময় একাধিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায়সই খবর পাওয়া যায়, সেলফি তুলতে গিয়ে ট্রেনে, নদীতে ডুবে বা রাস্তায় অনেকের মৃত্যু হয়। কিন্তু এই গণহিস্টিরিয়ার মতো মোবাইলে উৎসবের মুহূর্ত ধরে রাখার হিড়িক এই প্রথম। আর সেই কারণেই অমৃতসর

স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত স্বামী

Image
বিয়ের আগে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ, তা সত্ত্বেও তাঁকে বিয়ে করতে রাজি ছিল না সে। পরে প্রতিবেশীদের চাপের মুখে পড়ে তরুণীকে বিয়ে করে। ছ'মাস আগের ঘটনা। ঘটনাচক্রে ঠিক পুজোর আগেই রবিবার সন্ধ্যায় ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয় একটি ঝোপ থেকে। ওই খুনে জড়িত সন্দেহে শেষ পর্যন্ত তাঁর স্বামী আলিরুল মোল্লাকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তদন্তকারীরা জানান, গত রবিবার সন্ধ্যার পরে নলবন এলাকায় ঝোপের ভিতর থেকে বছর উনিশের ওই তরুণীর দেহ উদ্ধার হয়। কিন্তু তখন তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশ তদন্তে জানতে পারে, মৃতার বাড়ি ভাঙড়ে। তাঁর স্বামী আলিরুল রবিবার বিকেলে স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। তার কিছু ক্ষণ পরেই পাওয়া যায় ওই মহিলার দেহ। আলিরুলের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশের সন্দেহ হয় খুনের ঘটনায় তিনি জড়িত। তার পরেই ধরা হয় আলিরুলকে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, মাস ছয়েক আগে ওই তরুণীর সঙ্গে আলিরুলের বিয়ে হয়। বিয়ের আগে তরুণীর সঙ্গে আলিরুলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি, আলিরুল ওই তরুণীর সঙ্গে একাধিক বার সহবাস করেছিল বলেও পুল

পুজোয় লক্ষ্মীলাভ শিয়ালদহ স্টেশনের

Image
মহোৎসবে প্রতি বছরেই শহরতলির জনস্রোত কলকাতা ভাসিয়ে দেয়। তাতে লক্ষ্মীলাভ হয় রেলেরও। দুর্গাপুজোর সব ক'টি দিনের পুরো হিসেব আসার আগেই এ বার রেলের লাভ গত বছরকে টেক্কা দিয়েছে। গত বছরের তুলনায় শুধু শিয়ালদহ স্টেশনেরই আয় বেড়েছে ২৭ শতাংশের বেশি। আর সামগ্রিক ভাবে আট শতাংশেরও বেশি আয় বেড়েছে শিয়ালদহ ডিভিশনের। রেলকর্তারা জানাচ্ছেন, এই হিসেব চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত চার দিনের। মহাষ্টমী, মহানবমী ও বিজয়াদশমীর তথ্য হাতে আসার পরে আয় বৃদ্ধির হার আরও বেশ খানিকটা বাড়বে বলেই আশা করা হচ্ছে। রেল সূত্রের খবর, চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত শুধু শিয়ালদহ স্টেশন থেকে টিকিট কেটেছেন ছ'লক্ষ ১২ হাজার ১৩৬ জন যাত্রী। গত বছর ওই চার দিনে সংখ্যাটা ছিল পাঁচ লক্ষ ৪৬ হাজার ২৬০। যাত্রী-সংখ্যার বৃদ্ধির হার ১২ শতাংশের বেশি। শিয়ালদহে এ বার চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত এক কোটি ১৯ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকার টিকিট বিক্রি হয়েছে। গত বছর অঙ্কটা ছিল ৯৩ লক্ষ ৬৮ হাজার ৩০ টাকা।  রেল জানায়, পুজোয় ভিড় সামাল দিতে ১১ জোড়া অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হয়েছে। শিয়ালদহ মেন, ছাড়াও সেই সব বাড়তি ট্রেন চলেছে শিয়ালদহ-দক্ষিণ এবং রানাঘাট, বনগাঁ,

তিব্বতে বিশাল ধসে আটকে গেল ব্রহ্মপুত্র, ভারতকে সতর্ক করল চিন

Image
ধস নেমে এরকমই হ্রদ তৈরি হয়েছে। তিব্বতে নদী পথ জুড়ে বিশাল পাহাড়ি ধস। আর তার জেরেই আচমকা হড়পা বানে ভেসে যেতে পারে অরুণাচল প্রদেশের একটি বিস্তীর্ণ এলাকা। চিনের সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে এই ধসের খবর পাওয়ার পরই সতর্কতা জারি করল অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, অরুণাচল প্রদেশের আপার সিয়াং এবং পূর্ব সিয়াং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সিয়াং নদীর জলস্তর গত কয়েক দিনে দু'মিটারেরও বেশি কমে গিয়েছে। আপার সিয়াং-এর জেলাশাসক ডুলি কামডুক বলেন, ''টুটিং-এর কাছে জলস্তর ২ মিটারের বেশি নেমে যায়। তখনই আমরা সন্দেহ করেছিলাম, নদীর উজান পথে কোথাও বাধার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার চিনের সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে রিপোর্ট এসেছে, ধসে নদীর গতিপথ আটকে গিয়েছে।'' চিনের পাঠানো ওই রিপোর্টে বলা হয়েছে, তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর গতিপথ বিশাল পাহাড়ি ধসে আটকে গিয়েছে। তার ফলে আচমকা তৈরি হয়ে গিয়েছে বিশাল এক হ্রদ। প্রায় ১৩০ ফুট উঁচু হয়ে জল জমে রয়েছে সেখানে। প্রতি মুহূর্তেই বাড়ছে জলস্তর। যে কোনও সময় সেই বাঁধ ভেঙে ভাসিয়ে দিতে পারে অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলা

লাইনে দাঁড়িয়েই রাবণ পোড়ানো দেখছিল জনতা, পিষে দিল ট্রেন, অমৃতসরে মৃত অন্তত ৬০

Image
রেল লাইনের উপর এবং পাশে দাঁড়িয়ে দশেরার রাবণ পোড়ানো দেখছিলেন কয়েকশ মানুষ। আর সেই ভিড়ের উপর দিয়েই দুরন্ত গতিতে চলে গেল ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল পঞ্জাবের অমৃতসরের চৌরি বাজার এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতের সংখ্যা কমপক্ষে ৬০। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ এবং উদ্ধারকারীরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী রেল লাইনের পাশে দশেরার রাবণের কুশপুতুল পোড়ানো হচ্ছিল। সন্ধ্যা ৭টা নাগাদ পঞ্জাবের অমৃতসর এবং মানাওয়ালা স্টেশনের মাঝখানে ২৭ নম্বর রেলগেট লাগোয়া মাঠে তখন সবে শুরু হয়েছে দশেরার অনুষ্ঠান। একটু আগেই প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন স্থানীয় বিধায়ক নভজ্যোৎ কৌর। ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিংহ সিধুর স্ত্রী। ভিড়টাও তাই হয়েছিল ভালই। মাঠ উপচে শ'পাঁচেক দর্শক জড়ো হয়েছিলেন রেললাইনে। সেখান থেকেই চলছিল মোবাইলে ছবি তোলা। কেউ কেউ ভিডিয়ো-কলও করছিলেন।  রেললাইনের পাশে সেই রাবণ পোড়ানো দেখতে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। রাবণ পোড়ানোর সময়ে বাজির আগুন ছিটকে আসতে থাকে। দর্শকদের একাংশ সরে লাইনের উপর উঠে আসেন। আর সেই সময়তেই ওই লাইন ধরে চলে আসে