ক্রেডিট কার্ডের টাকা না মেটানোর কত রকম ভোগান্তি


বহুক্ষেত্রেই ক্রেডিট কার্ডের গ্রাহকরা কোনও না কোনও কারণে  নির্ধারিত দিনের ভিতর পেমেন্ট করে উঠতে পারেন না৷ আর তারফলে পকেট ফাঁকা৷ কিন্তু সময় মতো পেমেন্টটা করে দিলে ক্রেডিট কার্ডের সুবিধা পুরোপুরি আপনিও নিতে পারবেন ৷ এবার দেখে নেওয়া যাক নির্ধারিত সময়ে ঠিক মতো পেমেন্ট না করার ফল কেমন হতে পারে৷

প্রথমত, নির্ধারিত সময়ে ক্রেডিট কার্ডে পেমেন্ট না করলে 'লেট ফি' দিতে হতে পারে৷ এখন নিদিষ্ট দিনে ন্যূনতম যত টাকা পেমেন্ট করা দরকার তার থেকে কম টাকা জমা দিলে এই লেট ফি দিতে হবে৷ তবে  ওই নির্দিষ্ট দিন থেকে তিনদিনের 'গ্রেস পিরিয়ড' দেওয়া থাকে টাকা জমা করার জন্য, সেটাও পেরিয়ে গেলে এই 'লেট ফি' দিতে হয়

দ্বিতীয়ত, এখন একটা কথা মনে রাখা দরকার ক্রেডিট কার্ডের নির্ধারিত দিনে ন্যূনতম টাকা পেমেন্ট করা মানেই কিন্তু সব দায় মুক্ত হওয়া নয়৷ কারণ সেক্ষেত্রেও ঋণের উপর সুদের অংক শোধ করার দায় থেকেই যাচ্ছে৷

তৃতীয়ত, মাথায় রাখতে হবে ক্রেডিট কার্ডে সুদের হার খুব বেশি ৷ যার জন্যই বছরের সুদের কথা না বলে মাসিক সুদজের কথা বলা হয় কারণ মাসে ২.৫ থেকে ৩ শতাংশ সুদ মানে  বছরে ৩০ শতাংশ থেকে  ৩৬ শতাংশ সুদ হয়৷ সেক্ষেত্রে মনে রাখা দরকার ক্রেডিট কার্ড মারফত নিয়মিত নগদ টাকা তোলা অথবা জিনিস কিনলে একই ভাবে সুদের দায় চাপে৷

চতুর্থত, সুদের দায় যাতে ঘাড়ে না চাপে নগদ তুললেও নির্ধারিত দিনের আগেই তা পুরোপুরি পেমেন্ট করে দেওয়া উচিত, তাহলেই একমাত্র আপনার ক্ষেত্রে সুদবিহীন ক্রেডিট কার্ড কথা বলা চলবে৷ তবে সেক্ষেত্রে দেখে নিতে হবে কবে টাকা পেমেন্ট করলে সর্বাধিক বিনা সুদে ঋণের সুবিধা পাওয়া যাচ্ছে  সাধারণত দেখা যায় ২০থেকে ৫০ দিন সময়কাল দেওয়া হয় বিনা সুদে ঋণ উপভোগ করার৷ একে বারে পরিকল্পনা মাফিক ক্রেডিট কার্ড ব্যবহার করে এই সময় কালের মধ্যে টাকা মিটিয়ে দিলে আপনি উপকৃত হবেন৷

পঞ্চমত, মনে রাখবেন ক্রেডিট কার্ডে ঋণ খেলাপি হলে ভবিষ্যতে কোনও ঋণ পেতে অসুবিধায় পড়তে হবে৷ কারণ আপনার টাকা না মেটানর কথা সংশ্লিষ্ট ব্যাংক  ক্রেডিট ইনফরমেশন কোম্পানিজকে জানিয়ে দিলে পরবর্তী কালে কোনও রকম ঋণ নিতে গেলে তা নামঞ্জুর হতে পারে৷

ষষ্ঠত, বার বার ঠিক সময় মতো ক্রেডিট কার্ডের পেমেন্ট মেটাতে না পারলে  তখন 'ক্রেডিট লিমিট' বা কার্ড মারফত ঋণের পাওয়ার সীমা কমিয়ে দেওয়া হবে৷ অর্থাৎ আগে ক্রেডিট কার্ড থেকে আপনি যত  টাকা তুলতে পারতেন অথবা জিনিস কিনতে পারতেন এবার তার থেকে অনেক কম টাকা তুলতে পারবেন অথবা জিনিস কিনতে পারবেন৷