Posts

Showing posts from January 31, 2019

মিড ডে মিলের খিচুড়িতে সাপ, আতঙ্কে পড়ুয়ারা

Image
মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেল সাপ। এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নানদেদ জেলার সরকারি প্রাথমিক স্কুলে। বুধবার গর্গাবান জেলা পরিষদ প্রাথমিক স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০ জন পড়ুয়াকে মিড মিলে খিচুড়ি দেওয়া হয়। স্কুলের কর্মী যখন খিচুড়ি পরিবেশন করতে শুরু করে, তখনই বড়পাত্রে রাখা খিচুড়িতে মৃত সাপ দেখতে পান তিনি। ঘটনার কথা স্বীকার করে নানদেদ জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত দিগারসকার জানান, পাত্রের মধ্যে সাপ দেখতে পাওয়ার পরই খিচুড়ি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। অধিকাংশ পড়ুয়ারাই ওইদিন না খেয়ে ছিল। তিনি বলেন, '‌আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং নমুনা সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছি। তদন্ত কমিটি গঠন করে এই ঘটনাটি খতিয়ে দেখা হবে। রিপোর্ট পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।' জানা গিয়েছে, স্কুলের পক্ষ থেকে একটি বেসরকারি সংস্থাকে এই খিচুড়ি তৈরির বরাত দেওয়া হয়েছিল। ওই সংস্থার কর্মীদেরকেও জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিটি। ১৯৯৬ সাল থেকে প্রত্যেকটি সরকারি স্কুলে মিড ডে মিলে খিচুড়ি দেওয়া হয়। কারণ খিচুড়িতে সব রকমের পুষ্টি রয়েছে যা শিশুদের দরকার। দেশের ১.‌২৫ কোটি পড়ুয়াকে মিড ডে মিলে খিচুড়ি দেওয়া হয়

মুকুলকেও নোটিশ দিল CBI

Image
কলকাতা: দল বদল করে শেষ রক্ষা হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের স্বার্থে বিজেপি নেতা মুকুল রায়কেও নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রির টাকা কোথায় খরচ হয়েছে, তার তদন্তে নেমেই তৃণমূলের অ্যাকাউন্ট হোল্ডারদের ডেকে পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা। তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতাদের পাশাপাশি প্রাক্তন তথা দলের প্রতিষ্ঠা সদস্যকেও নোটিশ দিয়েছে সিবিআই। তৃণমূল কংগ্রেসের আর্থিক তহবিলের মধ্যে অনেক গরমিল রয়েছে। এই অভিযোগ দীর্ঘদিনের। এরই মধ্যে সম্প্রতি দলনেত্রী মমতার ছবি বিক্রি নিয়েও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে নোটিশ ধরিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক চন্দ্রীমা ভট্টাচার্য৷ চন্দ্রীমা বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ড কর্তাদের ছবি বিক্রি করেছেন তা প্রমাণ করে দেখাক অমিত শাহ৷ বুধবার রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছিলেন, অর্ধশিক্ষিত …গর্ধশিক্ষিতরা বাংলার ব্যাপারে কী বা জানে …৷ ''রাজ্যের হাতেও সিআইডি আছে, এসটি

রান্নাবান্না ফেলে ফেসবুক, স্ত্রীকে খুন করল স্বামী

Image
সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তির জেরেই খুন। সোশ্যাল মিডিয়ায় আলাপ। সেখান থেকে বিয়ে, সংসার। সেই সোশ্যাল মিডিয়াই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল এক দম্পতির জীবনে। সারা ক্ষণ ফেসবুক, ইনস্টাগ্রামে মশগুল থাকায় স্ত্রীকে খুন করল স্বামী। তিন মাসের পুত্রসন্তানও তার রোষ থেকে  নিস্তার পেল না। ছোট্ট শিশুটিকেও শ্বাসরোধ করে খুন করল সে। বেঙ্গালুরুর রামনগর জেলার বিদাদি শহর, গত ২০ জানুয়ারি এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। তবে বিষয়টি সামনে এসেছে সম্প্রতি। রামনগর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'বছর আগে গুদামকর্মী এসকে রাজুর সঙ্গে ফেসবুকে আলাপ ২৫ বছরের সুষমার। বন্ধুত্ব থেকে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে দু'জনের মধ্যে। বিয়ের আগে সুষমা অন্ত্বঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের সম্মতিতে ছ'মাস আগে বিয়ে হয় তাঁদের। তিন মাস আগে ফুটফুটে ছেলের জন্ম দেন সুষমা। কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতি সুষমার আসক্তি ঘিরে সম্প্রতি মনোমালিন্য শুরু হয় দু'জনের মধ্যে। রান্নাবান্না এবং ঘরের অন্য কাজকর্ম ফেলে রেখে সারা ক্ষণ স্মার্টফোনে ব্যস্ত থাকায় সুষমাকে সন্দেহ করতে শুরু করে রাজু। অন্য কোনও পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে অভিযোগও তোলে। সেই নি

এক টিকিটেই ট্রেন থেকে জাহাজ! অভিনব ভাবনা হাসিনা সরকারের

Image
ঢাকা: একবারই টিকিট কাটবেন। সেই টিকিটেই রেল, সড়ক এবং নৌপথে যাতায়াত করা যাবে। চতুর্থবার সরকারে এসে এই ব্যবস্থা করতে চান  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে আধিকারিকদের তিনি এনিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ  দিয়েছেন।  সাংবাদিক সম্মেলনে  দেশের পরিকল্পনা বিষয়ক মন্ত্রী এম এ মান্নান বলেন, 'প্রধানমন্ত্রী রেল, সড়ক ও নৌ-পরিবহনের জন্য একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। যেন এক টিকিটেই সবকিছুতে যাতায়াত করা যায়।' উন্নত দেশে এরকম ব্যবস্থা চালু আছে। অদূর ভবিষ্যতে দেশের রেল যোগাযোগকে আধুনিকায়ন করার জন্য অবশিষ্ট মিটার গজ লাইনগুলিকেও ব্রডগেজে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে নতুন সরকার।  প্রধানমন্ত্রী বলেছেন, 'রেলের দক্ষতা বাড়াতে বিএমআরই (ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন, এক্সপ্যানশন) করতে হবে।  এর মাধ্যমে কর্মীদের দক্ষতা বাড়িয়ে রেলের প্রয়োজনীয় ছোট ছোট অংশগুলো নিজেদেরই তৈরি করতে হবে।' বাংলাদেশের পরিবহণ কাঠামো উন্নতির জন্য এখন সব কিছুই আমদানি করতে হয়। এই সমস্যা থেকে রেহাই পেতে প্রয়োজনীয় জনবল তৈরি  ন

১৪টি বিড়াল এবং সাতটি কুকুরের দেহ উদ্ধার, বিষ দিয়ে খুন!

Image
ফের সারমেয়কে হত্যার অভিযোগ৷ এবার উদ্ধার হল ১৪টি বিড়াল এবং ৭টি কুকুরের দেহ৷ নির্মম এই ঘটনার সাক্ষী পুনে৷ কুকুর এবং বিড়ালগুলিকে বিষ দিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে৷ এই ঘটনা শিরোনামে আসার পর থেকে সমালোচনায় গর্জে উঠেছেন পশুপ্রেমীরা৷ গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে পুনেতে একের পর এক সারমেয় এবং বিড়াল হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে৷ এই সময়ের মধ্যে মোট ১৪ টি বিড়াল এবং ৭টি কুকুরের দেহ উদ্ধার হয়েছে৷ পশুপ্রেমীদের দাবি, যে ক'টি কুকুর এবং বিড়াল মারা গিয়েছে, তাদের প্রত্যেকের মৃত্যুই অস্বাভাবিক৷ বিষ খাইয়ে পরিকল্পনামাফিকই খুন করা হয়েছে ওই পশুদের৷ কুকুর এবং বিড়ালের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ দেহগুলি পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ যদিও এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাননি তদন্তকারীরা৷ তবে কে বা কারা কুকুর এবং বিড়াল খুনের ঘটনায় সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি৷ পশুপ্রেমীদের দাবি, শুধু চলতি বছরেই নয়৷ ২০১৮-র জুনে পুনের রামওয়ারিতে ১৬টি পথ কুকুরের দেহ উদ্ধার হয়৷ তারপরেও আরও ২০টি কুকুরের মৃত্যু হয়েছে৷ তাঁদের দাবি, বিষ খাইয়ে এলাকারই কয়েকজন খুন করেছিল সার

নোট বাতিলের পর দেশে বেকারত্বের হার ৪৫ বছরে সব থেকে বেশি! মোদীর চাপ বাড়াল সরকারি সমীক্ষা

Image
নোটবাতিলের পরেই দেশে বেকারত্বের হার ছিল ৪৫ বছরের মধ্যে সব থেকে বেশি। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ন্যাশনাল স্যাম্পের সার্ভের প্রিওডিক লেবার ফোর্স সার্ভের রেকর্ড বলছে, ২০১৭-১৮ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪৫ বছরে সব থেকে বেশি। ৬.১ শতাংশ। ২০১৬-র নভেম্বরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পরে কর্মসংস্থান নিয়ে সরকারি সংগঠন প্রথম সমীক্ষা চালাল। এই সমীক্ষা চালানো হয়েছিল ২০১৭-র জুলাই থেকে ২০১৮-র জুনের মধ্যে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের দুই স্বাধীন সদস্য এই সপ্তাহেই ইস্তফা দিয়েছেন। তাঁদেরও অভিযোগ ছিল গত মাসে তৈরি করা রিপোর্ট প্রকাশ করতে সরকার ব্যর্থ হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৯৭২-৭৩ সালের পর থেকে ২০১৭-১৮-তে বেকারত্বের হার ছিল বেশি। শতাংশের নিরিখে যা ৬.১ শতাংশ। ২০১১-১২ সালে দ্বিতীয় ইউপিএ-র সময়ে  বেকারত্বের হার ছিল ২.২ শতাংশ। রিপোর্টে আরও প্রকাশিত হয়েছে, বেকারত্বের সংখ্যা আগের বছরের তুলনায়ও বেশি ছিল। ১৫ থেকে ১৯ বছর বয়সী গ্রামের পুরুষদের মধ্যে বেকারত্বের হার ২০১১-১২ সালে যেখানে ছিল ৫ শতাংশ, ২০১৭-১৮-তে তা বেড়ে হয়েছিল ১৭.৪ শতাংশ। মহি

জিএসটি থেকে রাফায়েল চুক্তি, রাষ্ট্রপতির ভাষণে শুধুই মোদীর স্তুতি

Image
নয়াদিল্লি: সংসদে শুরু হল বাজেট অধিবেশন৷ তার আগে সংসদের উভয় কক্ষে প্রথামতো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বক্তব্য রাখলেন৷ রাষ্ট্রপতি তাঁর ভাষণে এনডিএ সরকারের পাঁচ বছরের নানা সমাজকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরেন৷ ছুঁয়ে যান রাফায়েল চুক্তি, নোটবন্দি, জিএসটি, নাগরিকত্ব সংশোধনী বিল, তিন তালাকের মতো বিতর্কিত বিষয়গুলি৷ একনজরে রাষ্ট্রপতির ভাষণ   রাফায়েল চুক্তি: সামরিক ক্ষেত্রে গাফিলতি করলে দেশের ক্ষতি। গত বছর প্রতিরক্ষার নতুন সরঞ্জাম কেনায় সেনাবাহিনীর মনোবল বেড়েছে। কয়েক দশক বাদে বায়ুসেনা অত্যাধুনিক রাফায়েল বিমান ব্যবহার করতে চলেছে। কয়েক মাসের মধ্যে ওই বিমান আসবে। মেক ইন ইন্ডিয়া: ভারত হল বিশ্বের দ্বিতীয় মোবাইল উৎপাদনশীল দেশ৷ 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে ভারত এই শিরোপা অর্জন করেছে৷ তিন তালাক: মুসলিম মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্য সরকার তিন তালাক বিল আনে এবং সেটিকে পাশ করায়৷ তারা যাতে আর পাঁচজন মহিলার মতো ভয়ভীতি মুক্ত হয়ে জীবন কাটায় সেই জন্যই এই তিন তালাক বিল৷ আর্থিকভাবে দূর্বল উচ্চবর্ণের জন্য সংরক্ষণ: আর্থিকভাবে দূর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অ্যাখ্যা দেন

বোল্ট-বিদ্যুতে ঝলসে ৯২ রানে শেষ ভারত, ৮ উইকেটে জিতল কিউয়িরা

Image
বিধ্বংসী বোল্ট। সর্বোচ্চ রান ১০ নম্বরে নামা যুজবেন্দ্র চহালের। সাত জনের স্কোর দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারল না। দু'জন করলেন শূন্য, দু'জন এক। এবং ভারত শেষ ৯২ রানে। যে রান তুলতে ১৪.৪ ওভার সময় নিল নিউজিল্যান্ড। চুম্বকে এই হল হ্যামিল্টনে চতুর্থ ওয়ানডে। ২০০তম ম্যাচ খেলতে নামা রোহিত, তাঁর পার্টনার শিখর-সহ পাঁচ জন স্রেফ ঝলসে গেলেন বোল্টের গতিতে। ২১ রানে ৫ উইকেট নিলেন এই কিউয়ি পেসার। সিরিজ জিতে যাওয়ায় বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে তেমন আগ্রহ ছিল না। যাবতীয় আগ্রহ ছিল শুভমান গিলকে নিয়ে। যাঁকে ম্যাচের আগে অভিষেকের টুপি পরিয়ে দিলেন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তিনিও তাঁর প্রতিভার প্রতি সামান্য সুবিচার করতে পারলেন না। ২১ বলে ৯ রানের কষ্টকর ইনিংস খেলে আন্তর্জাতিক ডেবিউ হল তরুণ ডানহাতির। স্কোরারদের একেবারেই বিরক্ত না করে শূন্য রানে ফিরে যান রায়ুডু এবং কার্তিক। ৪০ রানে ৭ উইকেট হারিয়ে যখন সবচেয়ে কম রানে ইনিংস শেষ করার রেকর্ডকে উন্নত করার দিকে এগোচ্ছিলেন কেদাররা, তখনই সেই লজ্জা থেকে ভারতকে বের করে আনেন কুল-চা জুটি। জুটিতে ওঠে ৩৫ রান। চায়নাম্যান করেন ১৫ রান। আর ইনিংসের সেরা ১৮ রানে অপরাজিত থেকে যান

বান্ধবীর সঙ্গে বচসার জেরে আত্মঘাতী টেলিভিশন অভিনেতা

Image
অস্বাভাবিক মৃত্যু হল টেলিভিশন অভিনেতা রাহুল দীক্ষিতের। বুধবার মুম্বইয়ের ফ্ল্যাট থেকে রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মুম্বই পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন অভিনেতা। জয়পুরে বড় হয়েছেন রাহুল। কিন্তু অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি বছর কয়েক আগে মুম্বইতে যান। সেখানে বান্ধবী প্রিয়ার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। প্রিয়া পুলিশকে জানিয়েছেন, বুধবার ভোর চারটে নাগাদ ঘুম ভেঙে রাহুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে ওই একই আবাসনে থাকা বাকি বন্ধুদের খবর দেন তিনি। সকলে রাহুলকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, রাহুল মদ্যপানে আসক্ত ছিলেন। তা নিয়ে বান্ধবীর সঙ্গে প্রায় প্রতি দিনই বচসা হত। সেই অশান্তি চরমে পৌঁছয় বলেই পুলিশের ধারণা। সে কারণেই রাহুল আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন রাহুলের বাবা মহেশ দীক্ষিত। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, 'পৃথিবী ছেড়ে কেন চলে গেল রাহুল'? অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল রাহুলের। হিন্দি টেলিভিশনে ছোট সুযোগও পাচ্ছিলেন। কিন্তু সেই স্বপ্ন অধরা রয়ে গেল।

খোঁজ মিলল ১,৫০০-র বেশি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের, লটারি প্রতারণার বহর দেখে হতবাক গোয়েন্দারাও

Image
তদন্ত যত এগোচ্ছে ততই লটারিকাণ্ডে স্পষ্ট হচ্ছে দাউদ যোগ। তন্তকারীরা জানাট্ঠেন দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কের মাধ্যমে পাকিস্তানে যেত টাকা। পশ্চিমবঙ্গ, দিল্লি, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ছিল মূলত প্রতারকদের ঘাঁটি। এছাড়া বিহার, উত্তর প্রদেশ, কেরল ও ওড়িশাতেও ছড়িয়ে ছিল চক্রের জাল। তদন্তে উঠে এসেছে, মূলত পিছিয়ে পড়া এলাকার মানুষজনকে প্রলোভন দিয়ে চক্রে জড়িয়ে ফেলত পান্ডারা। টাকা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলানো হন গরিবগুর্বো মানুষদের। ভাড়া নেওয়া হতো ডেবিট কার্ড। সেই কার্ড ও অ্যাকাউন্ট ব্যবহার করে চলত টাকাপাচার। প্রতারণার টাকা প্রথমে রাখা হতো ওই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে। তার পর সুযোগ বুঝে তা হাওলার মাধ্যমে পাচার করা হতো পাকিস্তানে। এখনো পর্যন্ত মোট ১,৬৭২টি ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দারা জানিয়েছেন, চক্রের সদস্যদের কাছে মোট ১,১৬২টি ফোনকল এসেছিল পাকিস্তান থেকে। পাকিস্তানে ফোন গিয়েছিল ৩০৫টি। গত বছরই এই প্রতারণার ব্যাপারে রাজ্য গোয়েন্দা পুলিসকে সতর্ক করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা IB. সেই তথ্যের ভিত্তিতেই গত রবিবার চিনার পার্কের একটি সংস্থার দফতর থেকে ২ কর্মীকে গ্রেফতার করেন গোয়

চিটফান্ডের টাকা কার মাধ্যমে কোথায় পৌঁছেছে? সিবিআই-এর ম্যারাথন জেরার মুখে মোহতা

Image
চিটফান্ডের আর্থিক কেলেঙ্কারির শিকড় খুঁজতে রাতভর শ্রীকান্ত মোহতাকে ম্যারাথন জেরা করল সিবিআই। দুই ব্যবসায়ীর বয়ানের সূত্র ধরেই মূলত জেরা করা হয় শ্রীকান্ত মোহতাকে। গৌতম কুণ্ডু ছাড়াও অন্য চিটফান্ড কর্তাদের সঙ্গে শ্রীকান্ত মোহতার কী যোগসূত্র ছিল, তা জানার জন্য দফায় দফায় জেরা করা হচ্ছে এসভিএফ কর্ণধারকে। সিবিআই সূত্রে খবর, ওই ২ ব্যবসায়ীকে গত বছর অন্য একটি মামলায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  ওই চিটফান্ড কর্তাদের সঙ্গে শ্রীকান্ত মোহতার যোগসাজশ কী? ওই চিটফান্ডগুলির টাকা কী বাবদ? কী উদ্দেশ্যে? কাদের মাধ্যমে? কোথায় গিয়ে শেষমেশ পৌঁছেছে? এসভিএফ কর্ণধারকে দফায় দফায় জেরা করে তার উত্তর খুঁজছে সিবিআই। রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে প্রযোজক শ্রীকান্ত মোহতাকে। এসভিএফ কর্তা শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে রোজভ্যালির ২৪ কোটি টাকার প্রতারণা অভিযোগ উঠেছে। এছাড়াও, সারদা সহ অন্যান্য চিটফান্ড কোম্পানিরও ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে তিনি সদর্থক ভূমিকা নেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, চিটফান্ড ব্যানিং অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, হেফাজতে

অতিরিক্ত টাকা দিয়েই দেখতে হবে পে চ্যানেল, ট্রাইয়ের বিজ্ঞপ্তি কার্যকর আজ রাত থেকেই

Image
কেবল টিভিতে পছন্দের চ্যানেল দেখা নিয়ে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ উঠে গেল। ফলে ট্রাই-এর বিজ্ঞপ্তি কার্যকর হচ্ছে বৃহস্পতিবার রাত থেকেই। বিচারপতি অরিন্দম সিনহা এদিন বলেন, অতিরিক্ত টাকা দিয়েই পে চ্যানেল দেখতে হবে দর্শকদের। লোকাল কেবল অপারেটর ও মাল্টিকেবল অপারেটরদের ৮ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করতে হবে। কোনও চুক্তি নিয়ে যদি কোনও সমস্যা হয়, তাহলে তারা আদালতে আসতে পারে। নিজের আগের নির্দেশকে কিছুটা পরিবর্তন করে এদিন নতুন করে নির্দেশ দিলেন বিচারপতি সিনহা। বর্তমানে পে-চ্যানেল এবং ফ্রি-চ্যানেল মিলিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় মাসিক কেবল টিভি প্যাকেজের খরচ মোটামুটি ২৪০, ৩০০, ৩৩০ ও ৩৭০ টাকার মতো। ব্রডকাস্টিং ক্ষেত্রে TRAI-এর দর সংক্রান্ত নির্দেশকে সুপ্রিম কোর্ট বহাল রাখার পর কেবল টিভি প্যাকেজের ন্যূনতম খরচ দাঁড়াবে মোটামুটি ২৬০ থেকে ২৭০ টাকা। কারণ, এর মধ্যে রয়েছে ১৩০ টাকা প্রতি মাসের বেস প্যাক (এর সঙ্গে ১৮% GST) আর বাকি গ্রাহকের পছন্দ মতো পে-চ্যানেলগুলির মোট দর। পে চ্যানেলের জন্য আলাদা করে পয়সা দিতে হবে, TRAI-এর এই নির্দেশিকার বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৮০ জন কেবল অপারেটর। ত

পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে এসবিআই-এর তথ্য! গ্রাহকদের তথ্যভাণ্ডার ফাঁস হওয়ার আশঙ্কা

Image
এসবিআই গ্রাহকদের বিপুল তথ্যভাণ্ডর ফাঁস হয়ে যাওযার আশঙ্কা। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের জন্য দুঃসংবাদ। লক্ষ লক্ষ গ্রাহকের তথ্যভান্ডার ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা। পাসওয়ার্ড ছাড়াই একটি সার্ভারে প্রায় দু'মাস অসুরক্ষিত অবস্থায় ছিল 'এসবিআই কুইক' পরিষেবার তথ্য। 'টেকক্রাঞ্চ' নামে একটি মার্কিন সংস্থার একটি প্রতিবেদন প্রকাশের পরই উদ্বেগে গ্রাহকরা। গ্রাহকদের অ্যাকাউন্ট ব্যালান্স, ফোন নম্বর-সহ অন্যান্য তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই রিপোর্টের পর এসবিআই কর্তৃপক্ষ দাবি করেছেন, পাসওয়ার্ড দিয়ে এখন সুরক্ষিত করা হয়েছে ওই সার্ভার। সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, হ্যাকার বা ব্যাঙ্ক জালিয়াতরা ইতিমধ্যেই তথ্য হাতিয়ে যাঁদের অ্যাকাউন্টে মোটা টাকা রয়েছে, তাঁদের টার্গেট করতে পারে। এসবিআই কুইক পরিষেবায় মিসড কল দিয়ে অ্যাকাউন্ড ব্যালান্স, শেষ পাঁচটি লেনদেনের মতো পরিষেবা পাওয়া যায়। এ ছাড়া নির্দিষ্ট কিছু 'কোড' দিয়ে এসএমএস করেও এই ধরনের নির্দিষ্ট কিছু তথ্য পাওয়া যায়। করণ সাইনি নামে সাইবার নিরাপত্তা সংক্রান্ত এক গবেষক 'টেকক্রাঞ্চ'কে জানিয়েছেন, তিনি এসবিআই-এর মু

নোট বাতিলের পর ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে বেকারত্বের হার, বলছে কেন্দ্রীয় সংস্থার সমীক্ষা

Image
নোট বাতিলের পর আকাশ ছুঁয়েছে দেশের বেকারত্ব। তেমনটাই বলছে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে রিপোর্ট। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৭-১৮ বর্ষে দেশে বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ। যা গত ৪৫ বছরে সর্বোচ্চ।  ২০১৬ সালের ৮ নভেম্বর রাতে নোটবাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ধাক্কায় বাতিল হয় দেশের সমস্ত ৫০০ ও ১০০০ টাকার নোট। সরকারের দাবি ছিল, দুর্নীতি ও কালোটাকা রোধে এই পদক্ষেপ নিয়েছিল তারা। বিরোধীদের অভিযোগ, নোটবাতিলের ফলে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ।  জুলাই ২০১৭ থেকে জুন ২০১৮ পর্যন্ত দেশের বেকারত্বের হার নিয়ে সমীক্ষা চালিয়েছিল NSSO. নোটবাতিলের পর এটাই ছিল দেশের প্রথম বেকারত্ব সমীক্ষা। সেই সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছে ওই সময় দেশের বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ। শেষ ১৯৭২-৭৩ সালে দেশের বেকারত্বের হার এত বেশি ছিল। ২০১১-১২ সালে দেশে বেকারত্বের হার সব থেকে কম ছিল ২.২ শতাংশ। সমীক্ষায় দেখা যাচ্ছে ২০১৭-১৮ সালে দেশের যুবকদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৭.৪ শতাংশ। যুবতীদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৩.৬ শতাংশ। দেশের শিক্ষিত জনসংখ্যার মধ্যে ২০১৭-১৮ সালে

অনাথ ভাইদের খাইয়ে বিয়ের পিঁড়িতে বসলেন কাটোয়ার তরুণী

Image
কাটোয়া: শহরের একটি লজে বসেছে বিয়ের আসর। কনের আত্মীয়-পরিজনের ব্যস্ততার শেষ নেই। এমনকী, বিয়ের দিন সকালে পাত্রী নিজেও অতিথিদের খাবার পরিবেশন করছেন! এমনই অভিনব দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানের কাটোয়ার একটি বিয়েবাড়িতে। কাটোয়া শহরের টাউনহল পাড়ার বাসিন্দা মেহেলি সাঁই। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নাচ নিয়ে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। বাবা-মায়ের একমাত্র সন্তান মেহেলি। তাঁর কোনও ভাই নেই। পাত্রী নিজেই জানালেন, কয়েক মাস আগে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে কেতুগ্রামের বারান্দা গ্রামে একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। আশ্রমে থাকে জনা পঞ্চাশেক কিশোর। সকলকেই ভাই পাতিয়েছেন তিনি। সম্প্রতি মেয়ের বিয়ে ঠিক করেন মেহেলির বাবা-মা। ওই তরুণী সিদ্ধান্ত নেন, বিয়ের দিন নিজে হাতে ভাইদের খাবার পরিবেশন করবেন তিনি। তারপরই রাতে বিয়ের পিঁড়িতে বসবেন। মাঝে একদিন দরজিকে সঙ্গে নিয়ে কেতুগ্রামের বারান্দা গ্রামে ওই অনাথ আশ্রমেও গিয়েছিলেন মেহেলি। রীতিমতো মাপ নিয়ে আবাসিকদের নতুন পাঞ্জাবী-পাজামা উপহার দিয়েছেন তিনি। বুধবার সকালে কাটোয়ার একটি লজে একই রঙের পাঞ্জাবী পরে 'দিদি'র বিয়েতে হাজির হয়েছিল পঞ্চাশ জন অনাথ কিশ

পোড়া বিছানা, বেরোচ্ছে ধোঁয়া, কসবায় বন্ধ ঘর থেকে কিশোরের দেহ উদ্ধার

Image
বন্ধ ঘরে রহস্যমত্যু উচ্চমাধ্যমিক পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার এন কে ঘোষাল রোডে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল সওয়া ন'টা নাগাদ বাড়ির একতলায় বন্ধ ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাড়ির বাসিন্দারা। তাঁরা দমকলে খবর দেন। কিন্তু দমকল আসার আগেই তাঁরা সেই ঘরের দরজা ভেঙে উদ্ধার করেন ১৭ বছরের অভ্র চৌধুরীকে। উচ্চমাধ্যমিক পড়ুয়া অভ্রকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি অভ্রের মামাবাড়ি। ওই একতলার ঘরে সে পড়াশোনা করত এবং রাতে ঘুমাত। অন্য দিনের মতো মঙ্গলবার রাতেও সে ওই ঘরে ঘুমায়। সকালে বাড়ির বাকি সদস্যরা ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে অভ্রকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভ্রের মা বোলপুরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যঙ্কে কর্মরত। এখানে মামাবাড়িতে একাই থাকত অভ্র। দমকলকর্মীরা জানিয়েছেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভিতরে বিছানার একটা অংশ পোড়া ছিল। কসবা থানার তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, মৃ

পর্নোগ্রাফির খপ্পরে ২ লক্ষ ডলার খুইয়ে খুন বাবা-মাকে!

Image
পর্নোগ্রাফির খপ্পরে পরে ২ লক্ষ ডলার খুইয়েছেন এই ব্যক্তি। পর্নোগ্রাফিতে আসক্তি মানুষকে কী রকম বিপদের মুখে ঠেলে দিতে পারে তার সবথেকে বড় উদাহরণ আমেরিকার অরল্যান্ডোর বাসিন্দা গ্রান্ট আমাতো। ২৯ বছরের আমাতো উত্তর-পূর্ব অরল্যান্ডোর গ্রামীণ এলাকায় বাবা-মা ও দাদার সঙ্গে বাস করতেন। অনলাইন স্ট্রিমিং পর্নোগ্রাফিক সাইটের চক্করে দুই লক্ষ ডলার খুইয়ে বাবা, মা ও ভাইকে খুন করলেন তিনি। স্কুল থেকে বিতাড়িত হওয়ার পর চাকরিতে নিয়েছিলেন আমাতো। কিন্তু সেটাও বেশিদিন টেঁকেনি। বাধ্য হয়েই বাড়িতে বসে দিন কাটছিল তাঁর। আর বাড়িতে বসে থাকতে থাকতেই পর্নোগ্রাফির ভূত বাসা বেঁধেছিল তাঁর মনে। 'ক্যাম গার্ল' নামে একটি পর্নোগ্রাফিক লাইভ স্ট্রিমিং ওয়েবসাইটে তাঁর সঙ্গে আলাপ হয় বুলগেরিয়ায় এক মহিলার সঙ্গে। সেই মহিলার সঙ্গে লাইভ ক্যামে যোগাযোগ রাখার চক্করে তিনি খরচ ফেলেন ২ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। তবে এই গোটা টাকাটাই তিনি খরচ করেছেন পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থেকে চুরি করে। প্রথমে বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ ডলার তুলে নেন তিনি। তার পর তাঁর দাদার ব্যক্তিগত বন্দুক চুরি করে

মিশেলের পরে দুবাই থেকে ফেরানো হল রাজীব সাক্সেনাকে

Image
আরব আমিরশাহি থেকে ভারতে ফেরত পাঠানো হল অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিাইপি চপার কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত রাজীব সাক্সেনাকে। বুধবার এই খবর প্রকাশ করেছে পিটিআই। এদিকে রাজীব সাক্সেনার আইনজীবী গীতা লুথরা এবং প্রতীক যাদব সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, তাঁদের মক্কেলকে অবৈধ প্রক্রিয়ায় ভারতে প্রত্যাবর্তন করানো হয়েছে। বিবৃতির মাধ্যমে তাঁরা দাবি করেছেন, 'বুধবার সকাল ৯-৩০ মিনিটে তাঁর বাসভবন থেকে রাজীব সাক্সেনাকে তুলে নিয়ে যায় আরব আমিরশাহির নিরাপত্তা বাহিনী। তারপর স্থানীয় সময় বিকেল ৫-৩০ মিনিটে তাঁকে অবৈধ উপায়ে ভারতে পাঠানো হয়।' তাঁরা আরও জানিয়েছেন, 'আরব আমিরশাহিতে কোনও রকম প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়নি এবং তাঁকে নিজের পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। নিয়মিত খাওয়ার জরুরি ওষুধও দেওয়া হয়নি। তাঁকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বেসরকারি টার্মিনাল থেকে বেসরকারি জেটে চাপিয়ে ভারতে পাঠানো হয়।' উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে দুবাই থেকে ফিরিয়ে আনা হয় ৩৬,০০০ কোটি টাকার অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে। বর্তমানে

মারাই গেলেন সোনারপুরের গুলিবিদ্ধ সেই তরুণী

Image
মৃত্যু হল সোনারপুরের গুলিবিদ্ধ তরুণীর। মঙ্গলবার রাতে, মোটরবাইক আরোহী দুই ব্যক্তি পূজা মহাজন (২১) নামে ওই তরুণীর মাথার পিছনে গুলি চালায়। ঘটনাটি ঘটে সোনারপুর থানার ঘোষপাড়া এলাকায় তরুণীর বাড়ির কাছেই। এর পরেই আশঙ্কাজনক অবস্থায় ই এম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার সকালে একটি অস্ত্রোপচার হয়। তবে চিকিৎসকেরা জানান, গুলিটি তাঁর মাথা থেকে বার করা যায়নি। সন্ধ্যার দিকে পূজার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রাত আটটা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। গুলিতে তাঁর মাথার ভিতর একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতেই ওই তরুণীর মা হ্যাপি মহাজন পূজার প্রাক্তন প্রেমিক সৌমেন কয়ালের নামে অভিযোগ করেছিলেন। ওই রাতেই সোনারপুর থানার ঘাসিয়ারা এলাকা থেকে সৌমেনকে গ্রেফতার করা হয়। বুধবার বারুইপুর আদালতে তার আট দিনের পুলিশি হেফাজত হয়। এ দিন রাতে তার সঙ্গী সুকুমার দে-কেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, এ দিন রাতে জেরায় পূজাকে খুনের কথা স্বীকারও করে নিয়েছে সৌমেন। পুলিশ সূত্রের দাবি, ব্যক্তিগত আক্রোশের জেরে তরুণীর মাথায় সৌমেন নিজেই গুলি চালিয়েছে ব

চন্দা দোষীই, বন্ধ সব আর্থিক সুবিধা

Image
কিছু দিন আগেই আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছরের নামে এফআইআর দায়ের করেছিল সিবিআই। অভিযোগ তুলেছিল, ভিডিওকনকে ৩,২৫০ কোটি টাকার ঋণ মঞ্জুর করা নিয়ে প্রতারণা ও দুর্নীতির। সপ্তাহ গড়াতে না গড়াতেই ওই ঋণ কাণ্ডে তদন্ত চালানো অবসরপ্রাপ্ত বিচারপতি বি এন শ্রীকৃষ্ণের নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট জানাল, ঋণ মঞ্জুরের ক্ষেত্রে নিয়মই ভেঙেছেন চন্দা। তা-ও আবার এক নয়, একাধিক।  রিপোর্ট সামনে আসতেই বুধবার সন্ধ্যায় চন্দার বিরুদ্ধে একগুচ্ছ কড়া সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাঙ্কটির পর্ষদ। ঘোষণা করেছে, গত অক্টোবরে চন্দা ইস্তফা দিয়ে ব্যাঙ্ক থেকে সরে গেলেও, তাদের নীতি অনুযায়ী সেই প্রস্থানকে ধরা হবে গুরুতর অন্যায়ের শাস্তিস্বরূপ তাঁর বরখাস্ত হিসেবেই। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হবে অবসরকালীন সমস্ত আর্থিক সুবিধা। এর মধ্যে পড়বে মেটানো হয়নি এমন বোনাস বা ইনক্রিমেন্ট, স্টক অপশন, স্বাস্থ্য সংক্রান্ত আর্থিক সুবিধা ইত্যাদি। শুধু তা-ই নয়, ২০০৯ সালের এপ্রিল  থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত যত টাকা বোনাস দেওয়া হয়েছে, চন্দাকে ফিরিয়ে দিতে হবে তার প্রতিটি পাই-পয়সা। বিষয়টিতে আরও কিছু পদক্ষেপ করা হতে পারে বলেও হুঁশিয়া

সুমেরুর থেকে বেশী শীতলতম শিকাগোতে বাড়ছে মৃতের সংখ্যা

Image
শিকাগো:  ধেয়ে এলো তুষার হাওয়া৷ নামল পারদ সূচক৷ নিম্নগামী সেই পারসূচক জানিয়ে দিচ্ছে আবহবিদদের আশঙ্কা কতখানি সত্যি হতে চলেছে৷ সুমেরুকে লজ্জা দিয়ে বরফে ঢাকা মহাদেশের থেকেও কম তাপমাত্রার কবলে পড়ে গেল মার্কিন মুলুকের অঙ্গ শিকাগো৷ হিমাঙ্কের ৩০ ডিগ্রি সেলশিয়াসের নিচে চলে যাচ্ছে এখানকার তাপ৷ কিছু এলাকায় তারও কম৷ সুমেরুকে লজ্জায় ফেলে তুষার যুগে ঢুকে পড়তে শুরু করেছে শিকাগো৷ বিবিসি জানাচ্ছে, তাপমাত্রার নিম্নমুখী গতি যেরকম তাতে নজির ভাঙার অপেক্ষামাত্র৷ সেইসঙ্গে শুরু হয়েছে মৃত্যু৷ ইতিমধ্যে প্রবল শীতে জমে গিয়ে ৬ জন প্রাণ হারিয়েছেন৷ আরও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন৷ আন্টার্কটিকার থেকেও কম তাপমাত্রার কবলে পড়ে গেল মার্কিন শহরটি৷ শিকাগোর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮৫ সালের ২০ জানুয়ারির সেই রেকর্ড এবার ভাঙতে চলল৷ এ যেন এক অদৃশ্য প্রকৃতি দানবের লাফালাফি৷ সে রেগে গিয়ে সুমেরু থেকে ঝাঁট দিয়ে বরফ উড়িয়ে দিচ্ছে৷ আর সেই বরফের হাওয়ায় মার্কিন মুলুকের শিকাগো ঢেকে পড়ছে৷ এতেই চমকে যাচ্ছেন আবহবিদ ও প্রকৃতি বিশেষজ্ঞরা৷ তাঁদের ধারণা, এভাবে চলতে থাকলে সুমেরুর মুখে ঝামা ঘস

ভারতে দাঙ্গার ছক পাক জঙ্গিদের, মার্কিন গোয়েন্দা রিপোর্টে বাড়ছে উদ্বেগ

Image
শিওরে লোকসভা নির্বাচন। শীঘ্রই ঘোষিত হবে নির্বাচনের দিনক্ষণ ও আচরণবিধি৷ আরও জোরদারে হবে দেশের নিরাপত্তা৷ কিন্তু তার আগেই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান ড্যান কোটস। তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে ভারতের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার এবং নাশকতা ছড়ানোর ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ একই ভাবে প্রেসিডেন্ট নির্বাচনের আগে আফগানিস্তানেও হামলার ষড়যন্ত্র করছে তালিবান-সহ অন্য পাক জঙ্গি সংগঠনগুলি৷ প্রকাশিত রিপোর্টে ২০১৯-এ বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্ভাব্য অশান্তির তালিকা উল্লেখ করা হয়েছে৷ যাতে ভারতের নামও উল্লেখ করেছেন ড্যান কোটস। তিনি জানিয়েছেন, মোদি সরকারের প্রথম দফা সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যেই কেটেছে। বিজেপি নেতৃত্বাধীন বেশ কয়েকটি রাজ্যে হিন্দুত্ববাদের জিগির তুলে অল্পবিস্তর হিংসাও ছড়িয়েছে। এই সাম্প্রদায়িক দাঙ্গার আবহে ভারতের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলি প্রভাব বিস্তার করার সুযোগ পেয়েছে। এই সম্ভাবনা আগামী মে মাসের মধ্যে আরও বাড়তে পারে। পাশাপাশি রিপোর্টে সতর্ক করা হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যেকার দ্বিপাক্ষীক সম্পর্ক নিয়েও। দুই

নির্মাণের ১৪০০ কোটি টাকা কোথায় গেল? রামমন্দির ঘিরে দুর্নীতির অভিযোগ গেরুয়া শিবিরেই

Image
রামমন্দির নির্মাণ ঘিরে আর্থিক দুর্নীতির অভিযোগ!  তা-ও আবার আনা হল গেরুয়া শিবিরের একাংশের তরফেই। অযোধ্যায় বিতর্কিত জমির বাকি অংশ ফিরিয়ে দিতে তাদের আপত্তি নেই বলে গতকাল সুপ্রিম কোর্টে জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তার পরেই আখাড়ায় আখাড়ায় লড়াই— রামমন্দির তৈরি করবে কে?  এই লড়াই এতটাই যে অযোধ্যা মামলায় যুক্ত নির্মোহী আখাড়ার সীতারাম দাস অভিযোগ করেছেন, ''সুপ্রিম কোর্টে কেন্দ্রের যাওয়া তো বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যোগসাজশ। আমরা আইনজীবীকে বলে দিয়েছি, আদালতে এর বিরোধিতা করতে।'' ওই আখাড়ার দাবি, রামমন্দির নির্মাণের জন্য প্রায় ১৪০০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। তার পুরো দায়িত্ব পরিষদের হাতেই তুলে দিতে চাইছে মোদী সরকার। সেই সঙ্গে প্রশ্ন, এত টাকা কোথায় গেল? কেন পরিষদ মন্দির তৈরি করবে? মামলার আর এক অংশীদার রামলালার পক্ষ থেকেও মহন্ত ধর্মদাস জানান, তাঁরাও এর বিরোধিতা করবেন। গেরুয়া শিবিরের মধ্যে একমাত্র পরিষদই গতকাল সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। কিন্তু তাদের মৌরসিপাট্টা মেনে নিতে চাইছেন না সাধুদের বড় অংশ। অভিযোগ প্রসঙ্গে পরিষদের নেতা বিনোদ বনশলের জবাব, ''মন্দিরের জন্য