সুমেরুর থেকে বেশী শীতলতম শিকাগোতে বাড়ছে মৃতের সংখ্যা


শিকাগো:  ধেয়ে এলো তুষার হাওয়া৷ নামল পারদ সূচক৷ নিম্নগামী সেই পারসূচক জানিয়ে দিচ্ছে আবহবিদদের আশঙ্কা কতখানি সত্যি হতে চলেছে৷ সুমেরুকে লজ্জা দিয়ে বরফে ঢাকা মহাদেশের থেকেও কম তাপমাত্রার কবলে পড়ে গেল মার্কিন মুলুকের অঙ্গ শিকাগো৷ হিমাঙ্কের ৩০ ডিগ্রি সেলশিয়াসের নিচে চলে যাচ্ছে এখানকার তাপ৷ কিছু এলাকায় তারও কম৷ সুমেরুকে লজ্জায় ফেলে তুষার যুগে ঢুকে পড়তে শুরু করেছে শিকাগো৷

বিবিসি জানাচ্ছে, তাপমাত্রার নিম্নমুখী গতি যেরকম তাতে নজির ভাঙার অপেক্ষামাত্র৷ সেইসঙ্গে শুরু হয়েছে মৃত্যু৷ ইতিমধ্যে প্রবল শীতে জমে গিয়ে ৬ জন প্রাণ হারিয়েছেন৷ আরও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন৷ আন্টার্কটিকার থেকেও কম তাপমাত্রার কবলে পড়ে গেল মার্কিন শহরটি৷ শিকাগোর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮৫ সালের ২০ জানুয়ারির সেই রেকর্ড এবার ভাঙতে চলল৷

এ যেন এক অদৃশ্য প্রকৃতি দানবের লাফালাফি৷ সে রেগে গিয়ে সুমেরু থেকে ঝাঁট দিয়ে বরফ উড়িয়ে দিচ্ছে৷ আর সেই বরফের হাওয়ায় মার্কিন মুলুকের শিকাগো ঢেকে পড়ছে৷ এতেই চমকে যাচ্ছেন আবহবিদ ও প্রকৃতি বিশেষজ্ঞরা৷ তাঁদের ধারণা, এভাবে চলতে থাকলে সুমেরুর মুখে ঝামা ঘসে দিয়ে সর্বাধিক তুষারপাতের রেকর্ড হাতিয়ে নেবে মার্কিন মুলুকের শহরটি৷

ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে৷ হিমেল বাতাসের ঝাপটায় গ্রেট লেক অঞ্চলের উত্তরে তাপমাত্রা অনুভূত হতে পারে মাইনাস ৬৫ ডিগ্রি (-৬৫ ডিগ্রি) সেলসিয়াসের মতো।

এমনিতেই মার্কিন দেশের আলাস্কা এবং উত্তর মেরুর কাছাকাছি অংশের তাপমাত্রা থাকে হিমাঙ্কের অনেক নিচে৷ এবার সব নজির ম্লান করে দেবে শিকাগো৷

মার্কিন আবহাওয়া বিভাগ জানাচ্ছে, শিকাগোর উইন্ডি শহরের তাপমাত্রা নামবে -৩০.৫ ডিগ্রি সেলসিয়াস৷ বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে শিকাগোর সর্বত্র তাপমাত্রা -২৫ ডিগ্রির নিচেও নেমে যেতে পারে৷ বৃহস্পতিবার সকালে উত্তর মেরুর থেকেও ঠাণ্ডা হবে শিকাগো। মধ্য পশ্চিমাঞ্চল ও নিউ ইংল্যান্ডের প্রায় ৯ কোটি বাসিন্দাকে শূন্য ডিগ্রি কিংবা তার নিচের তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে।

সতর্কতা…সতর্কতা..সতর্কতা…
মার্কিন আবহাওয়া বিভাগ জারি করেছে বিশেষ বার্তা৷ তাতে বলা হয়েছে- শিকাগো এবং সংলগ্ন এলাকায় যে ভয়াবহ হতে চলেছে তার জেরে মাত্র আড়াই মিনিটে যে কাউ ফ্রস্টবাইট বা তুষার ক্ষতে আক্রান্ত হতে পারেন৷ এই এলাকার আড়াই কোটি বাসিন্দাকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রার সঙ্গে যুঝতে হবে৷

আবহাওয়া বিশেষজ্ঞরা আগেই জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়বে। এই ঠাণ্ডা ছাড়িয়ে যাবে বরফের মহাদেশ বা অ্যান্টার্কটিকাকে৷ হুড়হুড় করে নামছে তাপমাত্রা৷ এমনিতেই মার্কিন দেশের আলাস্কা এবং উত্তর মেরুর কাছাকাছি অংশের তাপমাত্রা থাকে হিমাঙ্কের অনেক নিচে৷ এবার সব নজির ম্লান করে দেবে শিকাগো৷