Posts

Showing posts from November 11, 2018

আম্বানি পরিবারের রাজকীয় বিয়ে, আমন্ত্রণ পত্র দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

Image
ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারত তথা বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানি৷ সেই বিয়েতে যে রাজকীয় ছোঁয়া থাকবে একথা আর বলার অপেক্ষা রাখে না৷ তবে ওই বৈভব বা জৌলুসের মাত্রা কী হতে চলেছে, সেটা বোঝা গেল বিয়ের আমন্ত্রণ পত্রেই৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বিয়ের আমন্ত্রণ পত্রের ছবি ও ভিডিও৷ যা একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারত এবং বিশ্বের অন্যান্য বিজনেস টাইকুন ও ধনী ব্যক্তিদের৷ দীর্ঘদিনের প্রেমিক আনন্দ পরিমলের সঙ্গে আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন ইশা আম্বানি৷ ৮ ও ৯ ডিসেম্বর উদয়পুরে হবে বিয়ের অনুষ্ঠান৷ ১২ ডিসেম্বর মুম্বইয়ে হবে রিসেপশন পার্টি৷ গত সেপ্টেম্বরই ইতালিতে বাগদান পর্ব সেরেছেন তাঁরা৷ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের তারকা থেকে শুরু করে ক্রিকেট ও সাংস্কৃতিক জগতের নক্ষত্ররা৷ চলতি মাসেই বিয়ে করছেন বলিউডের দুই হার্টথ্রব দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং৷ শীঘ্রই বিয়ে করছেন 'দেশী গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া এবং বিখ্যাত গায়ক নিক জোনাসও৷ তাঁদের বিয়ে নিয়ে উত্তেজনা বাড়ছে অনুরাগীদের মধ্যে৷ কিন্তু অনামী হয়েও

মহিলা পাইলট নিয়োগে শীর্ষে ভারত, বলছে সমীক্ষা

Image
লিঙ্গবৈষম্য নিয়ে বিবাদ এদেশে দীর্ঘদিনের। এমন অভিযোগও ওঠে যে কোনও ক্ষেত্রে মহিলা কর্মীদের সঠিক মূল্যায়ণ হয় না। পারিশ্রমিক কম পান তাঁরা। কিন্তু এর মধ্যে থেকেই নজর গড়ল ইন্ডিয়ান এয়ারলাইন্স। একটি সমীক্ষায় উঠে এসেছে, গোটা বিশ্বে সবচেয়ে বেশি মহিলা পাইলট নিয়োগ করে এই সংস্থা। সমীক্ষাটি করেছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ উইমেন এয়ারলাইন পাইলটস (ISWAP)। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, গোটা বিশ্বে প্রায় ৫.৪ শতাংশ মহিলা পাইলট নিয়োগ করা হয়। কিন্তু সেদিক থেকে ভারত অনেক এগিয়ে। ভারতে প্রায় ১২.৪ শতাংশ মহিলা পাইলট নিয়োগ করা হয়। আর ভারতের মধ্যে এদিকে এগিয়ে রয়েছে দেশীয় বিমান সংস্থা জুম এয়ার। দিল্লির এই বিমান সংস্থায় ৩০ জন পাইলটের মধ্যে ৯ জনই মহিলা। অন্য ভারতীয় এযারলাইন্সর মধ্যে এগিয়ে রয়েছে ইন্ডিগো। এখানে প্রায় ১৩.৮ শতাংশ মহিলা পাইলট রয়েছেন। ২ হাজার ৬৮৯ জন পাইলটের মধ্যে মহিলা পাইলটের সংখ্যা ৩৫১ জন। স্পাইসজেট বিমান সংস্থায় ৮৫৩ জন পাইলটের মধ্যে মহিলা পাইলটের সংখ্যা ১১৩ জন। প্রায় ১৩.২ শতাংশ। এয়ার ইন্ডিয়ায় এই হিসাব ১২.৭ শতাংশ। এখানে ১ হাজার ৭১০ জন পাইলটের মধ্যে মহিলা পাইলট রয়েছেন ২১৭ জন। তালিকার শেষে রয়েছে এয়ার এশিয়া। এ

‘ইরানের কাছ থেকে ৪০ লাখ ব্যারেল তেল কিনবে এই দেশ’

Image
সিওল-টোকিওঃ  দক্ষিণ কোরিয়া ও জাপান সাময়িক বিরতির পর আবার ইরানের কাছ থেকে তেল ও গ্যাস আমদানি শুরু করার কথা ঘোষণা করেছে। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম তেল শোধন কোম্পানি 'এসকে ইনোভেশন'র একজন আধিকারিক জানিয়েছেন, জানুয়ারির শুরু থেকেই তারা ইরানের সাউথ পার্স তেল ও গ্যাস ক্ষেত্র থেকে তেল ও তেলজাত সামগ্রী আমদানি শুরু করবে। ইরানের অন্যতম বড় তেল ক্রেতা দক্ষিণ কোরিয়া দৈনিক তেহরানের কাছ থেকে প্রায় ১০ লাখ ব্যারেল তেল আমদানি করে। সাম্প্রতিক সময়ে আমেরিকার নিষেধাজ্ঞা থেকে ছাড় আদায়ের লক্ষ্যে দেশটি গত জুলাই মাসে তেল আমদানি কমিয়ে দিয়েছিল। তেল আমদানি কমিয়ে দেওয়ার কারণে মার্কিন সরকার সোমবার দক্ষিণ কোরিয়াসহ আটটি দেশকে ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখার অনুমতি দিয়েছে। এসকে ইনোভেশন বলেছে, তারা আমেরিকার কাছ থেকে আপাতত ছয় মাসের ছাড় পেয়েছেন। এবং এরপর এই মেয়াদ আরও বাড়ানো যাবে বলে আশা করছেন। মার্কিন ছাড়ের ফলে এখন দক্ষিণ কোরিয়া মাসে ইরানের কাছ থেকে ৪০ লাখ ব্যারেল (দৈনিক প্রায় এক লাখ ৩০ হাজার ব্যারেল) তেল কিনতে পারবে। এদিকে জাপানের অর্থ ও বাণিজ্যমন্ত্রী হিরোশিগে সেকো জানিয়েছেন, তার দেশও ইরানি তেল আমদানি আবার শুরু কর

‌বিশ্ব কুস্তি র‌্যাঙ্কিং–এ ৬৫ কেজি বিভাগে শীর্ষস্থানে বজরঙ্গ পুনিয়া

Image
ইউনাইডেট ওয়র্ল্ড রেস‌লিং বা ইউডব্লুডব্লু র‌্যাঙ্কিং–এর পুরুষদের ৬৫কেজি ফ্রিস্টাইল বিভাগে একনম্বর হলেন ভারতীয় কুস্তিগির বজরঙ্গ পুনিয়া। কুস্তির শীর্ষস্থানে এই প্রথম বসলেন কোনও ভারতীয়। ২৪ বছরের বজরঙ্গের ঝুলিতে রয়েছে ৯৬ পয়েন্ট। এই মরশুমে পাঁচটি পদক পেয়েছেন তিনি। তার মধ্যে আছে কমনওয়েল্থ গেমস্‌, এশিয়ান গেমস্‌–এ সোনা এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক। বুডাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে বজরঙ্গই একমাত্র ভারতীয় কুস্তিগির যিনি পদ পেয়েছেন। বজরঙ্গের অনেক পিছনে ৬৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে  আছেন কিউবার কুস্তিগির অ্যালসান্ড্রো এনরিক ভ্লাদেস তোবিয়ার। বুডাপেস্টেই সেমিফাইনালে তোবিয়ারকে হারিয়েছিলেন বজরঙ্গ। ৬২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছেন রুশ কুস্তিগির আখমেদ শাকায়েভ। একনম্বর হওয়ার পর বজরঙ্গ বলেছেন, এর অর্থ কুস্তিতে ভারত ক্রমেই এগোচ্ছে। তবে অলিম্পিক্সে দেশের হয়ে সোনা জিতলেই তিনি সব থেকে খুশি হবেন।

‌‌ছত্তিসগড়ে সাতটি বিস্ফোরণ, শহিদ বিএসএফ–এর এএসআই

Image
ছত্তিসগড়ের কাঙ্কের জেলার কোয়ালিবেড়ায় আইইডি বিস্ফোরণ এবং মাওবাদীদের গুলিতে জখম বিএসএফ–এর এএসআই মহেন্দর সিং–এর মৃত্যু হল। রাজস্থানের ভরতপুর জেলার দুমারিয়া গ্রামের বাসিন্দা মহেন্দর বিএসএফ–এর ৩৫ নম্বর ব্যাটেলিয়নে কর্তব্যরত ছিলেন। রবিবার সকালে কোয়ালিবেড়ার গোমে এবং গাট্টাকল গ্রামে বিএসএফ–এর ৩৫ নম্বর ব্যাটেলিয়নের টহলদারির সময় একইসঙ্গে দুটি গ্রামে টানা সাতটি আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। সব কটি আইইডি একটি ট্রিগারে ফাটে বলে জানিয়েছে পুলিস। তারপরই গুলিবর্ষণ করতে থাকে তারা। আইইডি–র স্পিল্‌ন্টার এবং গুলি লেগেছিল মহেন্দরের গলায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেও ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান। এছাড়া এদিন সকালেই বিজাপুর জেলাতেও মাওবাদী–নিরাপত্তাবাহিনী সংঘর্ষ হয়। বেদ্রে এলাকায় স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানের সময় মাওবাদীরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনী। গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক মাওবাদী। ইউনিফর্ম পরিহিত তার দেহও উদ্ধার হয়েছে। আরেক মাওবাদীকে গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিস অফিসার। সোমবার মাওবাদী অধ্যুষিত বস্তার, কাঙ্কের,সুকমা, বিজ

পাঁচ মিনিটে ৩০০ কোটি ডলারের ব্যবসা আলিবাবার

Image
মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনশো কোটি মার্কিন ডলারের ব্যবসা। রবিবার এই বিপুল পরিমাণ বিক্রির রেকর্ড করল চিনের ই কমার্স সংস্থা আলিবাবা। অল্প সময়ের মধ্যে এই পরিমাণ বিক্রিকে বিশ্বের মধ্যে সব থেকে বড় কেনাকাটি বলে দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। বিক্রিত পণ্যের মধ্যে প্রথম দিকে রয়েছে অ্যাপল, শাওমির মতো বহুল প্রচলিত সংস্থার জিনিস। সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে গত ২৪ ঘণ্টায় পঁচিশশো কোটি মার্কিন ডলারের বেশি ব্যবসা করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রাঙ্কফুট, টোকিয়োর মতো শহর থেকে প্রচুর অফার এসেছে। সম্প্রতি চিনের উপর বিভিন্ন মার্কিন নিষেধাজ্ঞার কারণে আলিবাবার রোজগার অনেকটাই কমেছে। সেই প্রেক্ষিতে এই বিপুল পরিমাণ ব্যবসা সংস্থাকে অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।

সেই বোকামোটাই করলেন কংগ্রেস বিধায়ক, অ্যাকাউন্ট থেকে লোপাট ৪৫ হাজার টাকা

Image
প্রতারকদের হাতে পড়ে টাকা খোয়ালেন বিধায়কও। তাঁর বিধানসভার সরকারি অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে গেল প্রায় পয়তাল্লিশ হাজার টাকা। বুধবার বিকেলে রায়গঞ্জে নিজের দলীয় কার্যালয়ে বসে ছিলেন কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। হঠাৎ মোবাইলে ফোন আসে। অন্য প্রান্তের ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক বলে পরিচয় দেন। মোহিতবাবুর বোন রাধারাণী সেনগুপ্ত বলেন, " দাদার মোবাইলে ফোন আসার পর ওই ব্যক্তি নতুন এটিএম কার্ড ব্যাঙ্ক থেকে দেওয়া হবে বলে জানান। প্রথমে দাদা কোনও তথ্য দেননি।" কিন্তু তার পর ওই ব্যক্তি মোহিতবাবুর বিধানসভার অ্যাকাউন্ট এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট— দুটির নম্বরই সঠিক বলে দেন। বিধায়কের বোন বলেন, "মোবাইলের ট্রু কলারেও দেখাচ্ছিল ব্যাঙ্কের নাম। অন্য দিকে তথ্যও সব সঠিক বলায় কোনও সন্দেহ করেননি দাদা। ওটিপি আসতেই তিনি সেটা বলে দেন।" এর পর এক ঘণ্টা পরেই পর পর তিন দফায় প্রায় পয়তাল্লিশ হাজার টাকা তুলে নেওয়া হয় মোহিতবাবুর অ্যাকাউন্ট থেকে। বুধবার বিকেলেই বিধানসভার সেই এটিএম কার্ড ব্লক হয়ে যায়। পরের দিন ব্যাঙ্কে যান বিধায়ক। সেখানে সব জানানোর পর রায়গঞ্জ থানাতেও অভিযোগ জানান তিন

মঙ্গলের পর শুক্র, ফের ভিনগ্রহে মহাকাশযান পাঠানোর প্রস্তুতি ভারতের

Image
মঙ্গলযানের পর এবার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)-র নজরে সৌরজগতের আরেক গ্রহ শুক্র। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালেই শুক্রে মহাকাশযান পাঠাবে ভারত। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, শুক্রের কাছে পৌঁছে একটি নির্দিষ্ট কক্ষপথে এই গ্রহকে প্রদক্ষিণ করবে ভারতীয় মহাকাশযান। শুক্রগ্রহের সঙ্গে এই মহাকাশযানের ন্যূনতম দূরত্ব হবে ৫০০ কিলোমিটার, আর সর্বাধিক দূরত্ব হবে প্রায় ৬০০০০ কিলোমিটার। আপাতত শুক্রে অভিযান নিয়ে জোর কদমে ময়দানে নেমে পড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। যদিও মহাকাশযানের ওজন কত হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি ভারতীয় বিজ্ঞানীরা। তবে মোট ১০০ কেজি ওজনের যন্ত্রাংশ নিয়ে এই মহাকাশযান শুক্র অভিযান শুরু করবে, তা ঠিক করে ফেলেছেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। শুক্রের কাছে পৌঁছে কী ধরনের নতুন পরীক্ষা নিরীক্ষা চালানো যেতে পারে, তা নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাকাশ গবেষণা সংস্থা এবং গবেষকদের কাছে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে ইসরোর তরফে। ভারতের তরফে বেশ কয়েক ডজন পরীক্ষা নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ইসরো। তার পাশাপাশি, বাইরের দেশের বিভিন্ন সংস্থাকেও গবে

জাতীয় সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী

Image
কাঁথি: বেপরোয়া বাইকের ধাক্কায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু আধিকারী।গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে রয়েছেন সাংসদ। এই ঘটনায় অভিযুক্ত দুই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা মদ্যপ ছিল বলে খবর। শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার ১১৬-র বি জাতীয় সড়কের মারিশদা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হয় দুই মদ্যপ যুবক। এদিকে দুর্ঘটনা নিয়ে মুখ খোলেননি সাংসদ দিব্যেন্দু। জানা গিয়েছে, হলদিয়াতে কালীপুজো উপলক্ষে শীতবস্ত্র দানের একটি অনুষ্ঠান ছিল। সেখানেই গিয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। রাত একটার পরে হলদিয়া থেকে কাঁথিতে ফিরছিলেন তমলুকের সাংসদ। তখনই মারিশদা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়ক ধরেই কাঁথির দিক থেকে বেপরোয়া গতিতে এগিয়ে আসছিল বাইক। নন্দকুমারের কাছে লোকালবোর্ড এলাকায় সাংসদের গাড়িতে মুখোমুখি ধাক্কা মারতেই দুর্ঘটনাটি ঘটে। বাইকের ধাক্কায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে দুর্ঘটনার খবর জানিয়ে মারিশদা থানায় ফোন করেন দিব্যেন্দু অধিকারী। তড়িঘড়ি পুলিশ এসে দুই অভিযুক্তকে গ্র

ক্ষমতার কেন্দ্রীকরণ ভারতের প্রধান সমস্যাগুলির মধ্যে একটি, মন্তব্য রঘুরাম রাজনের

Image
রঘুরাম রাজন       দিল্লি: "রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ ভারতের প্রধান সমস্যাগুলির মধ্যে একটি"। গতকাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। সম্প্রতি স্বাধিকার নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেশের শীর্ষ ব্যাঙ্কের নানা দ্বিমত সামনে আসছে। তার মধ্যে রঘুরাম রাজনের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি, গুজরাতের নর্মদায় স্ট্যাচু অফ ইউনিটি-র উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের উদাহরণ টেনে রাজন বলেন, স্ট্যাচু নির্মাণের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের প্রয়োজন পড়েছে। ৩১ অক্টোবর ছিল বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মদিন। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের নর্মদা জেলায় 'স্ট্যাচু অফ ইউনিটি'-র উন্মোচন করেন। এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে বড় মূর্তি এটি। ১৮২ মিটার লম্বা মূর্তিটি পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত শিল্পী রাম ভি সূতার ডিজ়াইন করেছেন। খরচ হয়েছে ২৩৮৯ কোটি টাকা। এই বিষয়ে রাজন বলেন, "কেন্দ্রীভূত হয়ে দেশের কাজ হতে পারে না। যখন বোঝা বহন করার জন্য

‌ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃত্যু বেড়ে ২৫

Image
ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ জন। নিখোঁজ কমপক্ষে ৩৫ জন। শনিবার পর্যন্ত সম্পূর্ণ ভস্মীভূত ৭০০০টি ঘরবাড়ি। একথা জানিয়েছেন বিউট কাউন্টির শেরিফের দপ্তর সূত্রে এখবর জানানো হয়েছে। শেরিফ কোরি হানিয়া বলেছেন, এতো মারাত্মক দাবানল এর আগে দেখেনি ক্যালিফোর্নিয়া। গাঢ় কমলা ধোঁয়ায় ঢেকে রয়েছে পুরো এলাকা। প্রায় সম্পূর্ণ প্যারাডাইস শহরটিই পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে। শনিবার রাতভোর প্যারাডাইস, মালিবু এবং সংলগ্ন এলাকা থেকে কমপক্ষে ১,৫০০০০ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উলসি দাবানল নামে ওই দাবানলটি প্রায় ৩৫০০০ একর ভূমি গ্রাস করে নিয়েছে। শনিবারের মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুটি দাবানলে পুড়ে ছাই লস এঞ্জেলেস এবং ভেঞ্চুরা কাউন্টির ৪০০০০ একরেরও বেশি ভূমি। দমকলকর্মীরা জানাচ্ছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল থেকে যে দাবানল লেগেছিল তা এখনও বিন্দুমাত্র নিয়ন্ত্রণে আসেনি। উল্টে উত্তরোত্তর আগুনের উত্তাপ বাড়ছে।

ভুয়ো চাঁদার বিল দিয়ে তোলাবাজি, অভিযুক্ত বর্ধমানের পুলিশ অফিসার

Image
অভিযুক্ত পুলিশ অফিসার। পুজোর ভুয়ো বিল ছাপিয়ে তোলাবাজি। আর তোলাবাজি করছেন খোদ একজন পুলিশ অফিসার। পূর্ব বর্ধমান জেলার এক ব্যবসায়ী এমনই অভিযোগ করেছেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে।সেই চিঠি পৌঁছতেই তদন্তের নির্দেশ যায় জেলা পুলিশের শীর্ষ কর্তাদের কাছে। তদন্তে নেমে চোখ কপালে ওঠে জেলার পুলিশ কর্তাদেরও। নাসের খান নামে পূর্বস্থলীর এক ব্যবসায়ী অভিযোগ জানিয়েছিলেন, স্থানীয় থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কবিরুদ্দিন খান তাঁকে একটি কালীপুজোর চাঁদার বিল দিয়ে গিয়েছেন। সেই চাঁদার বিলে লেখা রয়েছে, আরজি পার্টির উদ্যোগে কালীপুজো। প্রতিটি থানাতেই একটি আরজি পার্টি থাকে। যারা মূলত এলাকায় অপরাধ দমন করেন। নাসেরের কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়। প্রথমে বিষয়টি সত্যি মনে করেছিলেন তিনি। কিন্তু ক'দিন পরেই তাঁর সন্দেহ হয় যখন থানার কয়েকজন সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে জানা যায় যে ওই রকম কোনও পুজো আদৌ হচ্ছে না। খোঁজ নিয়ে জানতে পারেন, শুধু তাঁকেই নয়, ওই এলাকার অনেক ব্যবসায়ীর কাছ থেকেই একই ভাবে চাঁদা নিয়েছেন ওই পুলিশ কর্মী। অভিযোগ, এর পরই তিনি বিষয়টি পূর্বস্থলী থানার আইসি (ইন্সপেক্টর ইন চার্জ) সোমনাথ দাসকে জানিয়েছি

পৃথিবীর প্রথম কৃত্রিম সংবাদ সঞ্চালক প্রস্তুত করল চিন

Image
বছর দুই হয়ে গিয়েছে আত্মপ্রকাশ করেছে বিশ্বের প্রথম হিউমেনয়েড রোবট সোফিয়া। তাকে জন্ম দিয়েছিল চিন। এবারও চিন রোবটের দুনিয়ায় আরও একটি যুগান্তকারী ঘটনা ঘটাল। সম্প্রতি চিন এক কৃত্রিম সংবাদ সঞ্চালককে সামনে এনেছে। এটি তৈরি করেছে চিনা সংবাদ সংস্থা জিংহুয়া ও চিনের নিজস্ব সার্চ ইঞ্জিন সংস্থা সোগোউ। বুধবার উঝেনে ওয়ার্ল্ড ইন্টারনেট কনেফারেন্সে এই রোবটকে পৃথিবীর সামনে আনা হয়। রোবটের মডেলিংয়ের দায়িত্বে ছিলেন ঝাং ঝাও নামে এক নিউজ অ্যাঙ্কর। কৃত্রিম এই নিউজ অ্যাঙ্কারের গুণ অনেক। তাকে দেখতে সম্পূর্ণ মানুষের মতো। তার হাঁটাচলা সোশ্যাল সাইটে প্রকাশ পায়নি। কিন্তু তার বসার ধরন, কথা বলার স্টাইল, এসবই প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই রোবট ঝরঝরে ইংরেজি বলতে পারে। ক্যামেরার সামনে স্ক্রিপ্ট পড়তেও অভ্যস্ত সে। তার একটি উদাহরণও রোবট ঝাং ঝাও বিশ্ববাসীকে দিয়েছে। নিজের পরিচয় সবাইকে দিয়েছে সে। তার ভিডিও প্রকাশ পেয়েছে জিংহুয়ার টুইটারে। সেখানে ঝাং ঝাও বলেছে, "আমি ইংলিশ কৃত্রিম সংবাদ সঞ্চালক। এটা জিংহুয়ায় আমার প্রথম দিন। আমার ভয়েস ও অ্যাপিয়ারেন্স ঠিক করেছেন ঝাং ঝাও। তিনি জিংহুয়ার একজন রক্তমাংসের সঞ্চালক।"

PUBG –র মতো সার্ভাইভাল গেম নিয়ে আসছে শাওমি

Image
গত সপ্তাহে PUBG –র মতো সারভাইভাল গেম লঞ্চ করার কথা জানিয়েছিল শাওমি। ইতিমধ্যেই এই গেম নিয়ে প্রত্যাশার পারদ চরমে উঠেছে। আপনি যদি নিয়মিত PUBG খেলেন তবে নতুন এই গেম দেখে খুব একটা তফাৎ চোখে পড়বে না। আপাতত বিটা ভার্সানে রয়েছে শাওমির নতুন সার্ভাইভাল গেম। এখনো এই গেমের সব ফিচার ব্যবহার করা যাচ্ছে না। গেমের শুরুতে চারজন হিরো থাকবে।এই সময় প্লেয়ার একটি স্পেসশিপে অন্য খেলোয়াড়দের সাথে থাকবে। ম্যাচমেকিং এ থাকবে অনেক নিয়ন আলো। ম্যাচ শুরু হওয়া আগে একটি কাউন্টডাউন শুরু হবে। ম্যাচ যখন শুরু হবে তখন আপনি স্পেশিপে থাকবেন। এরপরে আপনাকে স্পেসশিপ থেকে জাম্প দিতে হবে। তবে এই সময় জাম্প বাটন দেখা যায়নি। পরে তা চলে আসে। এটি বিটা ভার্সানের একটি বাগ হতে পারে। তবে এই শাওমি সার্ভাইভাল গেমের ম্যাপ নিঃসন্দেহে PUBG ম্যাপ থেকে অনুপ্রাণিত করে তৈরী হয়েছে। PUBG গেমে যে দ্বীপ দক্ষিণে আছে শাওমির গেমে সেই দ্বীপ ঊত্তরে পাওয়া যাবে। দুটি ব্রিজের মাধ্যমে এই দ্বীপ যোগ রয়েছে। এই ম্যাপের মধ্যে ঘুরে বেড়ানোর জন্য একটি জেটপ্যাক থাকবে। এছাড়াও পাওয়া যাবে অটো রিকা। অটো রিক্সাতে থাকবে এয়ার হর্ণ। তবে এই গেমে লাফানোর গ্রাফিক্স এখনো প্রাথমিক প

৫-এক শিশুকন্যাকে ধর্ষণ করে গ্রেফতার ১১ কিশোর!

Image
পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করার দায়ে আটক করা হল ১১ বছরের এক কিশোরকে। গাজিয়াবাদের মুরাদনগরে ওই ছেয়ে-মেয়ে দু-জনেই পাশাপাশি বাড়িতে থাকে। প্রতিবেশীর ছেলে এমন কাণ্ড ঘটানোয় হতবাক সবাই।  জানা গিয়েছে দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী গত শুক্রবার নিজের বাড়ির বাইরে খেলছিল। সেই সময় পাশের বাড়ির ওই নাবালক কোনও খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে কাছেই একটি ফাঁকা জমিতে নিয়ে যায়। সেখানেই মেয়েটিকে ধর্ষণ করে সে। মেয়েটির চিত্‍কারে লোকজন ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে, ঘটনাস্থল থেকে পালিয়েছে কিশোর। সঞ্জয় নগরের একটি সরকারি হাসপাতালে মেয়েটিকে ভর্তি করা হয়েছে। ১১ বছরের ওই কিশোরের বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ধারায় ধর্ষণ এবং পকসো আইনের ৪ ও ৫ নং ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে জুভেনাইল কোর্টে তোলা হবে।

৯ বছরের ভাগ্নিকে ধর্ষণ মামার! পরিণামে ঘটে গেল এই রক্তাক্ত ঘটনা

Image
পাশের ঘরে ছিলেন দিদিমা। কিন্তু তিনি টের পাননি নাতনির সঙ্গে কী ঘটে চলেছে। অভিযোগ, ২১ বছর বয়সী মামার হাতে ধর্ষণের শিকার হয় ৯ বছরের ভাগ্নি। ঘটনা ঝাড়খণ্ডের সিংভূমের কার্লাজরি গ্রামের। পুলিশ জানিয়েছে, ঘটনার কথা জানা জানি হতেই গ্রামের মানুষ বেধড়ক মারতে থাকে ওই অভিযুক্ত যুবককে। আর অভিযুক্তকে ঘটনাস্থলেই পিটিয়ে খুন করে গ্রামবাসী। এমনই জানিয়েছে পুলিশ। যদিও গ্রামবাসীদের মারধরের পর রক্তাক্ত ওই যুবককে স্থানীয় চাইবাসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয়। হাসপাতল জানিয়ে দেয় যুবকটি ততক্ষণে মারা গিয়েছেন। এর আগে, এই ৯ বছরের বালিকার চিৎকার শুনতে পেয়ে জড়ো হয় গ্রামবাসীরা। তখনই হাতেনাতে ধরে অভিযুক্তকে। এরপরউ শুরু হয় মারধর। এদিকে, ধর্ষণের শিকার বালিকাকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে।

ধর্ষণে বাধা, ৭৫ বছরের বৃদ্ধাকে মাথা থেঁতলে খুন করল তরুণ!

Image
ধর্ষণে বাধা দেওয়ায় ৭৫ বছরের এক বৃদ্ধার মুখে ওড়না গুঁজে, ইট দিয়ে মাথা থেঁতলে খুন করল প্রতিবেশী এক তরুণ। বুধবার হরিয়ানার ভিওয়ানির ঘটনা। অভিযুক্তের নাম রাজা। প্রতি দিনই রাজাদের বাড়ির সামনে দুধ নিতে যেতেন ওই বৃদ্ধা। বুধবারও গিয়েছিলেন। কিন্তু সে দিন দুধওয়ালা আসতে দেরি করছিল। অন্য কাজ থাকার জন্য খানিক ক্ষণ অপেক্ষা করে রাজাদের বাড়িতে যান তিনি।রাজাকে ডেকে বলেছিলেন, গোয়ালা এলে দুধটা যেন সে রেখে দেয়। এ কথা বলেই তিনি চলে যাচ্ছিলেন। অভিযোগ, বৃদ্ধাকে একা পেয়েই হ্যাঁচকা টান মেরে নিজের ঘরে ঢুকিয়ে নেয় বছর উনিশের রাজা। তার পর তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে বৃদ্ধা চিৎকার করতে থাকেন। জানাজানি হয়ে গেলে বিপদ হতে পারে এই আশঙ্কা করে রাজা বৃদ্ধার ওড়না তাঁরই মুখে গুঁজে দেয়। বাধা দেওয়ার চেষ্টা করতে রাজা একটা ইট নিয়ে  বেশ কয়েক বার বৃদ্ধার মাথায় আঘাত করে। মাথা থেঁতলে যায় বৃদ্ধার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পর সকলের নজর এড়িয়ে বৃদ্ধার রক্তাক্ত দেহ টানতে টানতে নিয়ে গিয়ে ৩০ মিটার দূরে একটা ফাঁকা জমিতে ফেলে এসে চুপচাপ ঘরে ঢুকে পড়ে। রাজা যখন কাণ্ড ঘটাচ্ছিল, সে সময় তার বাড়িতে কেউ ছিল না। তা

পরিকল্পনা করেই আত্মঘাতী ম্যানেজমেন্ট পড়ুয়া, কারণ লুকিয়ে আছে কলকাতাতেই

Image
মৃত সেই ম্যানেজমেন্ট পড়ুয়া হর্ষ ভলানি। নিজের হাতেই গলা কেটেছেন হর্ষ ভলানি। গুজরাটের এই ম্যানেজমেন্ট পড়ুয়ার রক্তাক্ত দেহ শনিবার ভোর রাতে নিউ মার্কেটের অভিজাত হোটেলের শৌচাগার থেকে উদ্ধার করে পুলিশ। গোটা শৌচাগারে রক্ত জমাট বেঁধে ছিল, পাশে পড়ে ছিল রক্তমাখা একটি ছুরি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ২৪ বছরের হর্ষের গলার নীচে যে ক্ষত পাওয়া গিয়েছে তাকে চিকিৎসকদের পরিভাষায় বলে 'আরটেরিয়াল উন্ড'। বাঁ দিক থেকে ডানদিকে কাটা হয়েছে। হর্ষ নিজেও ডানহাতি ছিলেন। পাশাপাশি গলায় ক্ষত তৈরি হওয়ার পর তাঁর গায়ে এবং মেঝেতে যে ভাবে রক্তর দাগ তৈরি হয়েছে সেটাও নিজে কেউ নিজের গলা কাটলে যেভাবে হতে পারে, তার সঙ্গে মিল রয়েছে। গতকালই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানেও দেখা যাচ্ছে বৃহস্পতিবার চেক-ইন করার পর থেকে একবারও সে নিজের পাঁচ তলার ঘর থেকে বেরোয়নি। কাউকে ঢুকতেও দেখা যায়নি। ওই সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে তদন্তকারীরা নিশ্চিত, জামশেদপুরের নামী ম্যানেজমেন্ট কলেজের এই ছাত্র আত্মঘাতী হয়েছেন। তবে হঠাৎ তিনি কলকাতায় এলেন, তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ এবং তাঁ

সাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে উল্টে গেল বাস, আহত ৩০

Image
ছুটির দিনে সাতসকালে কোচবিহারে বড়সড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। ঘটনায় আহত কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সকালের আড়মোড়া তখনও ভাঙেনি। আচমকাই  কানফাটা একটা আওয়াজ। শব্দের উত্স খুঁজতে গিয়ে স্থানীয় দোকানিরা দেখেন রাস্তার ওপর পুরো উল্টে পড়ে রয়েছে একটি বাস। যাত্রীরা রক্তাক্ত, ক্ষতবিক্ষত। কারোর হাত ভেঙেছে, কারও বা মাথা ফেটেছে। জানলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন অনেকে।  পাশেই পড়ে রয়েছে একটি সাইকেল। রবিবার সকালে এক সাইকেল আরোহীকে বাঁচাতে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী বাস। সকালে বাসটি কোচবিহার থেকে মাথাভাঙার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৮ টা নাগাদ কোচবিহার শহরের মড়াপোড়া চৌপথী এলাকায়  পৌঁছয় বাসটি।  রাস্তার উল্টোদিক থেকে এক সাইকেল আরোহী পার হচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির গতিবেগ বেশি ছিল। সামনে সাইকেল চলে আসায়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সাইকেলটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। বাসের ৩০ জন যাত্রী আহত হন। খবর দেওয়া হয় পুলিস ও দমকলে। স্থানীয়রাই প্রথমে যাত্রীদের উদ্ধার করা শুরু করেন। পরে দমকলের কর্মীরা গিয়ে বাসট

ভোটের আগের দিন ফের ছত্তীসগঢ়ে মাও হানা, নিহত জঙ্গি, আহত জওয়ান

Image
দু'দিন আগেই মাও হামলা হয়েছে এই রাজ্যে। প্রথম দফার বিধানসভা ভোটের আগের দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী সংঘর্ষে রক্তাক্ত হল ছত্তীসগঢ়। রবিবার বিজাপুর এবং কাঙ্কের দুই জেলায় মাওবাদীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর মিলেছে। বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলে। সংঘর্ষে এক মাওবাদী নেতার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র। এক শীর্ষ মাওবাদী নেতাকে গ্রেফতার করা হয়েছে বলেও স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি এ দিন সকালেই রায়পুর থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে কাঙ্কের জেলায় মাওবাদী-বিএসএফ জওয়ানদের মধ্যে গুলির লড়াই চলে। এই লড়াইয়ে এক জন বিএসএফের এএসআই আহত হয়েছেন। গত শুক্রবারই ছত্তীসগঢ়ে সিআইএসএফ-এর বাসে বিস্ফোরণ ঘটিয়ে এক জওয়ান-সহ পাঁচ জনকে হত্যা করেছিল মাওবাদীরা। ১২ তারিখ এবং ২০ তারিখ দু'দফায় ভোটের ঘোষণা হয়েছে মাওবাদী অধ্যুষিত রাজ্যটিতে। প্রথম দফায় ভোট হবে বস্তারের ১৮টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় ৭২টি কেন্দ্রে।  ভোট বয়কটের ডাক দিয়ে আগেই হামলার হুঁশিয়ারি দিয়েছিল মাওবাদীরা। অশান্ত এলাকাগুলিতে তাই নিরাপত্তা বাড়ানো হয়। তার পরেও ভোটের খব

৪০ বছরের কাঠের সেতু হবে কংক্রিটের

Image
রাজ্যের সব খাল, নদীর ওপরে থাকা কাঠের সেতুকে ভেঙে কংক্রিটের সেতু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রথম দফায় দক্ষিণবঙ্গের ৬টি জেলার এক হাজার কাঠের সেতু ভেঙে কংক্রিটের করবে সেচ দপ্তর। এই সেতুগুলি ৪০ থেকে ৫০ বছরের পুরনো। জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম। সব কটি কাঠের সেতুই সেচ দপ্তরের অধীনে। কংক্রিটের সেতু করার জন্য রাইটসকে সমীক্ষা করতে বলা হয়েছে। নতুন সেতু তৈরি করার জন্য ৭৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন সেতুগুলি হবে সাড়ে চার মিটার চওড়া ও চার চাকা চলাচলের উপযুক্ত। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকটি সেতু ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পূর্ত ও কেএমডিএ–‌র পাশাপাশি সেচ দপ্তরের হাতে থাকা রাজ্যের প্রায় ৩৫০০ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় বেশ কিছু সেতুর বয়স ৩০–‌এর বেশি। তাই ঠিক হয়েছে যেগুলি ৩০ বছরের বেশি বয়স হয়েছে, সেই কাঠের সেতুগুলিকে কংক্রিটের বানানো হবে। প্রথম ধাপে হাজারের মধ্যে ৩৮০টি সেতু কংক্রিটের করা হবে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তরের রাস্তায় যদি সেচ

রবিবার ফের কমল পেট্রোল-ডিজেলের দাম

Image
নয়াদিল্লিঃ ক্রমশ কমছে জ্বালানি তেলের দাম। এক সপ্তাহে বেশ কিছুটা কমেছে পেট্রোল-ডিজেলের দাম। রবিবারও দেশের সর্বত্র কমল জ্বালানি তেলের দাম।  রবিবার নয়াদিল্লিতে পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ১৭ পয়সা। রাজধানীতে এ দিন লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৭৭.৮৯ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ১২ পয়সা কমে হয়েছে ৭২.৪৬ টাকা। জ্বালানির দাম করেছে বাণিজ্যনগরী মুম্বইয়েও। রবিবার লিটার প্রতি ১৭ পয়সা কমে পেট্রোলের দাম হয়েছে ৮৩.৪০ টাকা। মুম্বইয়ে ডিজেলের দাম  ১৩ পয়সা কমে হয়েছে লিটার প্রতি ৭৫.৯২ টাকা। কলকাতাতেও একইভাবে কমেছে জ্বালানি তেলের দাম। রবিবার লিটার প্রতি ১৭ পয়সা করে কমে পেট্রোলের দাম হয়েছে ৭৯.৮১ টাকা। ডিজেলের  লিটার প্রতি ১২ পয়সা করে কমে হয়েছে লিটার প্রতি ৭৪.৩২ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ১৮ পয়সা। দক্ষিণের এই শহরে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৮০.৯০ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি কমেছে ১৩ পয়সা। এ দিন চেন্নাইয়ে ডিজেলের দাম হয়েছে ৭৬.৫৯ টাকা। গত ১৮ দিনে পেট্রলের দাম কমেছে লিটার প্রতি ৪ টাকা। আর ডিজেলের দাম কমেছে প্রতি লিটারে ২.৩৩ টাকা।

নোটবন্দি, জিএসটি’র জোড়া ফলাতেই পিছিয়ে পড়েছে ভারতের আর্থিক বিকাশ

Image
মনে করেন রঘুরাম রাজন ওয়াশিংটন : বিমুদ্রাকরণ এবং জিএসটি বা পণ্য পরিষেবা কর। এই জোড়া ফলাতেই কুপোকাত হয়েছে ভারতের অর্থনীতি। এমনটাই মনে করেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এরই পাশাপাশি ভারতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার 'অতিরিক্ত কেন্দ্রীকরণ' নিয়েও সমালোচনা করতে ছাড়েননি তিনি। শুক্রবার ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার এক সেমিনারে অন্যতম বক্তা ছিলেন রাজন। 'ভারতের ভবিষ্যৎ' শীর্ষক ওই সেমিনারে তিনি বলেছেন, ভারতের আর্থিক অগ্রগতিকে পিছিয়ে দিয়েছে পিঠোপিঠি দুটি আঘাত। এক, বিমুদ্রাকরণ। দুই, জিএসটি। এবং এমন একটা সময়ে এই জোড়া ফলার আঘাত এসেছে, যখন গোটা বিশ্বের আর্থিক বিকাশের সূচকের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়চ্ছিল ভারত। কিন্তু আচমকাই সেই অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে পড়েছে বিমুদ্রাকরণ ও জিএসটি। কোনওরকম রাখঢাক না করেই মন্তব্য রাজনের। ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে মোদি সরকার। প্রথম দিন থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিং কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে আসছেন। সম্প্রতি তিনি এও বলেছেন, নোট বাতিলের দগদগে ক্

হোয়াটসঅ্যাপে নিজের স্টিকার প্যাক বানাবেন কীভাবে?

Image
সম্প্রতি হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে স্টিকার। অনেকেই এই বছর দীপাবলীতে প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহার করে প্রিজনকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট কিছু স্টিকারের বাইরে অন্য স্টিকার ব্যবহার করা যাচ্ছিল না। এবার নিজের মতো স্টিকার বানিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে। অ্যানড্রয়েডে 'Sticker maker for WhatsApp' নামে একটি অ্যাপ এসেছে। এই অ্যাপ ব্যবহার করে সহজেই হোয়াটসঅ্যাপেস্টিকার বানানো যাচ্ছে। নিজের মনের মতো স্টিকার বানাতে শুরুতে নিজে অ্যানড্রয়েড ফোনে 'Sticker maker for WhatsApp' অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপে শুরুতেই যিনি স্টিকার বানাচ্ছেন তাঁর নাম জানতে চাইবেন। এরপরে নিজের মতো ৩০ টি স্টিকার যোগ করা যাবে। অ্যাপ ওপেন করে 'অ্যাড স্টিকার' সিলেক্ট করুন। এবার ফোনের গ্যালারি থেকে যে ছবি গুলি স্টিকার হিসাবে ব্যবহার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে প্রতিটি ছবি ক্রপ করা যাবে। তবে স্ক্রিনের উপরে আঙুল দিয়ে ক্রপ করার কারনে খুব বালো ভাবে ক্রম করা সম্ভব নয়। শেষ হলে এই স্টিকার আপনার স্টিকার প্যাকে যোগ হয়ে যাবে। ওকটি স্টিকার প্যাকে ৩০ টি স্টিকার যোগ করা

লক্ষ টাকা ফেরাতে নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা কোর্ট

Image
টাক মাথা ভরে যাবে চুলে। বিশেষজ্ঞ চিকিৎসকরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশনের ব্যবস্থা করে দেবেন। সেটা শেষ হলে কয়েকটা বিশেষ ওষুধ খেতে হবে। তা হলেই বীরেন্দ্র সেওয়াগ থেকে হর্ষ ভোগলের মতো আপনিও পাবেন মাথা ভরা চুল।সেই বিজ্ঞাপন চোখে পড়েছিল ঢাকুরিয়ার আশিস চৌধুরীর। সঙ্গে সঙ্গে ওই বেসরকারি সংস্থায় যোগাযোগ করেছিলেন তিনি। সংস্থার পেশাদার বিশেষজ্ঞরা গোটা প্রক্রিয়াটা ভালো ভাবে বুঝিয়েও দিয়েছিলেন। চুল গজানোর জন্য অগ্রিম টাকা মিটিয়ে দেন আশিস। কার্ড ও নগদে সব মিলিয়ে ১ লক্ষ ১৮ হাজার টাকা।  তবে শেষমেশ পারিবারিক চিকিৎসকের পরামর্শে আর অপারেশনের পথে হাঁটেননি তিনি। তা হলে টাকা ফেরাবে কে? চুল গজানোর জন্য যে সংস্থায় টাকা দিয়েছিলেন, তারা টাকা ফেরাতে চাইছিল না। কলকাতা জেলা ক্রেতাসুরক্ষা আদালত অবিলম্বে আশিসকে ওই টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে। শশিকলা বসু, বলাকা চট্টোপাধ্যায় ও অয়ন সিংহের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, একমাসের মধ্যে ওই টাকা ফেরাতে হবে সংস্থাকে। তা না-হলে ওই টাকার উপর ৯ শতাংশ সুদ গুনতে হবে।আদালত সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত বছর সেপ্টেম্বরে। গড়িয়াহাটের ওই সংস্থার আধিকারিকরা আশিসকে জানান, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট

ধূমপানে বাধা দেওয়ায় গলা টিপে মহিলাকে খুন করল সহযাত্রী৷

Image
ট্রেনে সহযাত্রীকে ধূমপান করতে বারণ করেছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা৷ ধূমপানে বাধা দেওয়ার খেসারত প্রাণ দিয়ে মেটাতে হল তাঁকে৷ গলা টিপে সহযাত্রীকে খুন করল ওই ব্যক্তি৷ অমানবিক এই ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের শাহজাহানপুর৷ সামনেই ছটপুজো৷ তার আগে বিহারে নিজের বাড়িতে পৌঁছনোর পরিকল্পনা করেছিলেন বছর পঁয়তাল্লিশের ছিনাত দেবী৷ পরিবারের অন্যান্যদের সঙ্গে পাঞ্জাব-বিহার জালিয়ানওয়ালা এক্সপ্রেসে চড়েন তিনি৷ গর্ভবতী ছিলেন ছিনাত৷ রিজার্ভেশন ছাড়াই, জেনারেল বগিতে যাতায়াতের কিছুটা সমস্যাই হচ্ছিল তাঁর৷ তবু কোনওক্রমে বাড়ি পৌঁছে যাবেন বলেই ভেবেছিলেন ওই মহিলা৷ আচমকা দেখেন, তাঁর সহযাত্রী সোনু যাদব চলন্ত ট্রেনে ধূমপান করছে৷ ধোঁয়ায় কষ্ট হচ্ছিল ছিনাতের৷ অনুরোধের সুরে সোনুকে ধূমপান করতে বারণ করেন তিনি৷ কিন্তু সেকথা কানে যায়নি সোনুর৷ বারবার অনুরোধের জেরে সহযাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই গর্ভবতী মহিলা৷ মাথার ঠিক রাখতে পারেনি সোনুও৷ অভিযোগ, এরপর মহিলার উপর হামলা চালায় সে৷ মহিলার গলা টিপে ধরে৷ ওই মহিলাকে বাঁচাতে ছুটে আসেন তাঁর পরিজনেরা৷ ততক্ষণে চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হয়ে যান অন্যান্য যাত্রীরাও৷ কিন্ত

পশ্চিমবঙ্গ সার্কেলে প্রচুর নিয়োগ ভারতীয় ডাক বিভাগে

Image
কলকাতা: পশ্চিমবঙ্গ সার্কেলে অনেকগুলি শূন্য পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ৷ পোস্টম্যান এবং মেইলগার্ড এই দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বার করেছে কেন্দ্র অধীনস্থ সংস্থাটি৷ ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (২৪ নভেম্বর ২০১৮ হিসেবে) যে কেউ আবেদন করতে পারেন৷ ST, SC ক্যাটাগরির পার্থীদের জন্য ৫ বছর এবং OBC-দের জন্য ৩ বছর অবধি বয়সসীমায় ছাড় রয়েছে৷ এক্স-সার্ভিসম্যানদের জন্যও বয়সসীমায় নির্ধারিত ছাড় রয়েছে৷ পোস্টম্যান এবং মেইলগার্ড পোস্টের জন্য নেওয়া পরীক্ষায় বসতে গেলে আবেদনকারীকে কম করে দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে৷ আবেদনকারীকে সেই রাজ্যের ভাষা জানতেই হবে(পশ্চিমবঙ্গের জন্য বাংলা ও নেপালি জানা বাধ্যতামূলক)৷ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে মোট ২৬৬টি শূন্য পদ রয়েছে৷ এই পোস্টগুলির জন্য বেতনক্রম যথাক্রমে ২১,৭০০ থেকে ৩৬,১০০টাকা৷ কিভাবে আবেদন করবেন? ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalpost.gov.in থেকে আবেদন করা যাবে৷ ২৪ নভেম্বর ২০১৮ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরীপ্রার্থীরা৷ সাধারণ এবং ওবিসি চাকরি

পরমাণু শক্তিসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ধনুশের সিক্রেট মিশন সফল

Image
নয়াদিল্লি: পরমাণু ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ধনুশের গোপন পরীক্ষা সফল হওয়ার সঙ্গে সঙ্গেই আরও একটি সাফল্যের পালক এল ইন্ডিয়ান আর্মড ফোর্সেস-এর মুকুটে৷ ওডিশায় নৌসেনার যুদ্ধজাহাজ থেকে এই সিক্রেট মিশনটি করা হয়৷ প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাতে পারাদ্বীপ থেকে নৌসেনার স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC) এই পরীক্ষাটি করে৷ গত এক মাসের মধ্যে এই নিয়ে তিনটি মিসাইল পরীক্ষা করা হল রাত্রে৷ এর আগে সেনার SFC রাত্রে ৩৫০ কিমি রেঞ্জের Prithvi-II মিসাইল এবং ৭০০ কিমি রেঞ্জের Agni-I পরীক্ষা করে৷ এই ধনুশের পরীক্ষা সম্পর্কে জানানো হয়, যখন একটি যুদ্ধজাহাজ থেকে পরীক্ষাটি করা হচ্ছে, তখন অন্য আরেকটি যুদ্ধজাহাজ থেকে এই পরীক্ষার প্রয়োজনীয় বাকি কাজগুলি করা হতে থাকে৷ ৩৫০ কিলোমিটার রেঞ্জ এই ধনুশের৷ ডিআরডিও-র তৈরি এই মিসাইল ৮.৫৩ মিটার দীর্ঘ, ০.৯ ডায়ামিটার এবং এর ওজন ৪.৪ টন৷ এটি ভূমিতেও টার্গেট করে পৌঁছে যেতে সক্ষম৷ ইতিমধ্যেই আর্মড ফোর্সেস-এ এই ধনুশ নিযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে৷

ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে চাপা দেওয়ায় ১৮ মাসের জেল UK পুলিশের

Image
লন্ডন: ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে চাপা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন লন্ডনের এক পুলিশ অফিসার৷ তাঁর ১৮ মাসের কারাদণ্ডের সাজা শোনালো UK কোর্ট৷ এই পুলিশ অফিসারের বেপরোয়া গাড়ি সেদিন প্রাণ কেড়ে নেয় এক ভারতীয় বংশোদ্ভূত দোকানদারের৷ বলভিন্দর সিং মারা যান ২০১৬ সালে৷ ওই পুলিশকর্মীর গাড়ি তাঁর ভ্যানকে মুখোমুখি ধাক্কা মারে৷ বলভিন্দর সেসময় তাঁর ভ্যানটি ড্রাইভ করছিলেন ওল্ভারহ্যাম্পটনে৷ অপরদিক থেকে প্রচণ্ড গতিবেগে এগিয়ে আসা স্ট্যাফোর্ডশায়ারের পুলিশ অফিসার জনসন ব্যানিস্টারের গাড়ি ধাক্কা মারে তাঁকে৷ সেসময় জনসন ডিউটিরত ছিলেন না৷ ৫৯ বছরের বলভিন্দরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু ২০১৬ এর ডিসেম্বরে তিনি মারা যান৷ এই বছরের সেপ্টেম্বরে সেই কেসেরই শুনানি ছিল৷ শুক্রবার রায় ঘোষণা হয় কেসের৷ বার্মিংহ্যাম ক্রাউন কোর্ট জনসন ব্যানিস্টারকে ডেঞ্জারাস কার ড্রাইভিং এর অপরাধে ১৮ মাসের কারাবাসের সাজা দেয়৷ ৪৫ বছরের ওই পুলিশ অফিসারের ওই দুর্ঘটনায় গুরুতর জখম হননি৷ কিছু সামান্য চোট আঘাত ছিল৷ ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ এই রিপোর্ট জমা দেয়৷ এছাড়াও তিন বছরের জন্য জনসনের গাড়ি চালানোর উপর তিন বছরের নিষে

কেমন আছে ৭০০ বছরের পুরনো রাজধানী

Image
ভারত বৈচিত্র্যময় দেশ৷ এই বাক্যটার সঙ্গে সকলের পরিচয় হয় ভূগোল বইয়ের পাতায়৷ অন্যান্য দেশের তুলনায় ভারতের মাটিতে মিশে রয়েছে হাজার হাজার ইতিহাস৷ যা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না৷ কখনও জানতে ইচ্ছা হয় কেমন ছিল এই ভারত? ফুরসত মিললেই যেখানে ঘুরতে যাই সেখানের ইতিহাসটাই বা কি? ভারতে প্রধানত মন্দিরের সংখ্যা বেশি৷ আর তাছাড়া বাকি সবটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ কিন্তু সেই ধ্বংসস্তূপের সামনে একবার গিয়ে দাঁড়ালেই টের পাওয়া যায় ৭০০ বছর আগে কেমন ছিল এই দেশ৷ কর্ণাটকের হাম্পি এখন নিতান্তই একটি ছোট শহর৷ কিন্তু আজ থেকে প্রায় ৭০০ বছর আগে এই হাম্পি ছিল মধ্যযুগের হিন্দু রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী৷ কি শুনেই আরও জানতে ইচ্ছা করছে তো? তুঙ্গভদ্রার তীরে হাম্পি দর্শন করতে গিয়ে প্রথমেই চোখে পড়বে একাধিক মন্দির৷ আর তারও কিছুটা দূরে দক্ষিণ দিকে একাধিক রাজকীয় প্রাসাদ৷ যার ভিড়ে আপনার মনে হবে দেশে থেকেও এই শহরটা দেখতে এত দেরি করে ফেললাম৷ শহরে ঢুকতেই প্রথমে বিরূপাক্ষ মন্দির বা পম্পাপতির মন্দির পড়ে৷ কথিত রয়েছে, হাম্পির সবচেয়ে পুরনো মন্দির নাকি এটাই৷ এই মন্দিরটির বিশেষত্ব হল, মন্দিরের প্রবেশ পথে দু&#

এই সেই আরপিএফ কর্মী, যার জন্য প্রাণে বেঁচে গেলেন হাওড়া-দিঘার এক্সপ্রেসের গার্ড

Image
শনিবার সকাল থেকে দেশজুড়ে তোলপাড় হয়ে গিয়েছে একটি ছোট্ট ভিডিও। যাতে দেখা যায় কী ভাবে এক গার্ড-কে ট্রেনের তলায় নিয়ে গাড়ি ছুটিয়ে দিয়েছিলেন চালক। ট্রেন থামাতে দেরি হয়ে গেলে হয়তো সেই গার্ডের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত। শরীরের রোম খাড়া করে দেওয়া সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। এই ভিডিও-র নেপথ্যে এক জনের গলা পাওয়া গিয়েছে। যিনি সমানে চিৎকার করে যাচ্ছিলেন ট্রেন থামানোর জন্য। ট্রেনের কিছু যাত্রীকে ট্রেন থামানোর জন্য বলতে থাকেন। এমনকী সেই চিৎকার করে যাওয়া লোকটা যে চলন্ত ট্রেনের সঙ্গে রেল ট্র্যাকের উপর ছুটছিলেন তাও পরিষ্কার বোঝা গিয়েছে সেই ভিডিও-টিতে। যিনি এভাবে নিজের জীবন বিপন্ন করে ট্রেনের তলায় থাকা সেই গার্ডের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি হাওড়া ডিআরএম-এর আরপিএফ কর্মী এস দত্ত। শুক্রবার সকালে হাওড়া থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই চারমারি ব্রিজের কাছে দাঁড়িয়ে পড়েছিল হাওড়া থেকে দিঘাগামী দুরন্ত এক্সপ্রেসটি। কারণ কোনওভাবে এয়ার-প্রেসারের পাইপটা খুলে গিয়েছিল। ফলে ট্রেনের চালক এয়ার-প্রেসার পাচ্ছিলেন না। পরে দেখা যায় এক জায়গায় এয়ার-প্রেসারের পাইপ খুলে গিয়েছে। গার্ড সেই

১০টা চকলেট বোমা মিশিয়ে হবে বড় বোম! বিস্ফোরণে ঝলসে গেল ২ কিশোর

Image
খেলতে খেলতেই ঘটে গেল বড় দুর্ঘটনা। দশটা চকোলেট বোমা দিয়ে তৈরি হবে বড় বোমা। আর সেই পরিকল্পনা সফল করতে গিয়েই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঝলসে গেল দুই কিশোরের দেহ। ঘটনাটি ঘটেছে ট্যাংরায়। জখম দুই ছাত্রের নাম বিকাশ হালদার ও সুজয়। এরমধ্যে বিকাশ হালদারের আঘাত গুরুতর। তাঁর দেহের অনেকখানি ঝলসে গিয়েছে বোমার আঘাতে। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে বিকাশ। অন্যদিকে বোমার আঘাতে ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছে সুজয়ের পায়ের বেশকিছুটা অংশ। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই নীল রতন সরকার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে ওই কিশোরকে। সংবাদমাধ্যমকে সুজয় জানিয়েছে, তাদের পরিকল্পনা ছিল ১০টা চকোলেট বোমা মিশিয়ে একটা বড় বোমা বানাবে। তারপর সেটা ফাটাবে। সেইমতো ১০ চকোলেট বোমা থেকে বারুদ বের করে একটা কৌটোর ভিতর সেই বারুদ ভরে তারা। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। বিপত্তি বাঁধে সলতে তৈরি করতে গিয়ে। সলতে ঢোকানোর জন্য কৌটোর ঢাকনায় ফুটো করতে যায় দুই কিশোর। আর তখনই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ফেটে যায় কৌটোভর্তি বারুদ। ঝলসে যায় দুই কিশোর।

ফের কন্দহরগামী বিমান ছিনতাই! ভুল সুইচ দেওয়ায় দিল্লি বিমানবন্দরে হুলস্থুল, নামল এনএসজি

Image
এয়ারলাইন্সের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় দু'দশক আগের কান্দাহার বিমান ছিনতাই আতঙ্কের স্মৃতি ফিরল দিল্লি বিমানবন্দরে। আচমকাই বেজে ওঠে বিমান ছিনতাইয়ের অ্যালার্ম। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তাবাহিনী এবং ন্যাশনাল সিকিওরিটি গার্ড  (এনএসজি) কমান্ডোরা বিমানটিকে ঘিরে ফেলেন। প্রায় দু'ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর নিরাপত্তা বাহিনী ছাড়পত্র দিলে উড়ে যায় বিমানটি। কন্দহরগামী দিল্লি-কন্দহর এফজি ৩১২ বিমানটি দিল্লি বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল ঠিক সাড়ে তিনটেয়। আরিয়ানা-আফগান এয়ারলাইন্সের বিমানে উঠেছিলেন ১২৪ জন যাত্রী এবংমাত্র কয়েকদিন বয়সের এক শিশু। পাইলট-সহ নয় বিমানকর্মী বিমানে ওঠার পর টেক অফের জন্য ট্যাক্সি বে থেকে রানওয়ের দিকে এগোচ্ছিল বিমানটি। সেই সময়ই আচমকা বেজে ওঠে 'হাইজ্যাক অ্যালার্ম'। ওই অ্যালার্ম বাজলেই সতর্কবার্তা পৌঁছয় বিমানবন্দর, এনএসজি-সহ সংশ্লিষ্ট সব জায়গায়। সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মীরা ওই বিমানের চার দিকে ঘিরে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় এনএসজি কমান্ডোর একটি বাহিনীও। দীর্ঘক্ষণ বিমানটিকে ঘিরে রাখেন তাঁরা। এরপর পাইলটকে বিমানটিকে 'আইসোলেশন বে

রানাঘাট গেলেই মিলবে সস্তায় ভাল চাকরি!

Image
টাকা দিয়ে ফর্ম ভরলেই মিলছে ভাল চাকরি! তা-ও আবার দু'তিন দিনের মধ্যে। সম্প্রতি এমনই জালিয়াতি চলছে শহরে। দিন কয়েক আগে কল্যাণীর এক তরুণের মোবাইলে রাতের দিকে একটি মেসেজ আসে। সেখানে লেখা, বেসরকারি নামী-দামি ব্যাঙ্কে চাকরি দেওয়া হয়। নীচে লেখা একটি ফোন নম্বর। তরুণটির অভিযোগ, ওই নম্বরে ফোন করতেই ও পার থেকে বলা হয়, ''আমি সোমনাথ বলছি। আপনি যদি চাকরি করতে চান, পাসপোর্ট সাইজের বেশ কয়েক কপি ছবি আর বায়োডেটা নিয়ে আমাদের অফিসে আসতে হবে। এর জন্য ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। একটি নামী ব্যাঙ্কের মানবসম্পদ দফতরের এক আধিকারিক আসবেন ইন্টারভিউ নিতে। সে দিন ৩৭০০ টাকা জমা দিতে হবে।'' সেই মতো তরুণটি ওই অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করান। পরে ৩৭০০ টাকাও জমা দেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি চাকরি পাননি।  শনিবার রানাঘাটে মিশন গেটের বিনপাড়ায় ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে কোনও সাইনবোর্ড নেই। একটি দোতলা বাড়ির নীচে চলছে অফিস। বারান্দায় কয়েক জন ষন্ডা-মার্কা লোক ঘোরাঘুরি করছে। যেতেই তারা প্রশ্ন করল, ''আপনি কি চাকরি খুঁজছেন?'' ইতিবাচক উত্তর শুনে বসতে বলা হল। মিনিট পনেরো পরে ডাকা হল এ

আয়নার সামনে দাঁড়ানোর সময় এসেছে আজ

Image
এক নারী কখন নাইটি পরবেন, কেন নাইটি পরবেন, কী ভাবে নাইটি পরবেন, সেটা যে তাঁর ব্যক্তিগত পরিসরের বিষয়, সেটা বোঝারই ক্ষমতা হয়নি আমাদের অনেকের। এ বার আমাদের চিরাচরিত অভ্যাস থেকে মুক্ত হওয়ার সময় এসেছে। আমরা, যা কিছুই ঘটুক না কেন, অন্যের দিকে দায় ঠেলে দিতেই অভ্যস্ত। অর্থাৎ এ হেন যে এক কাণ্ড ঘটে গেল, দ্যাখো এর দায় কিন্তু আসলে অন্যেরই। বিবেকের দংশনের সম্ভাবনা কুলুঙ্গিতে তুলে রেখে নিশ্চিন্তে পাশ ফিরে ঘুমোলেই হল। অতএব অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার তোকালাপল্লি গ্রামে যে অভব্য আচরণটা ঘটে গেল তার দায়টাও রাষ্ট্র বা প্রশাসন বা সমাজের দিকে আঙুল তুলে দিলে আমাদের ইতিকর্তব্যও সুসম্পন্ন হল বলে মনে করে নিই আমরা। কী ঘটেছে তোকালাপল্লি গ্রামে? অন্ধ্রের ওই গ্রামের মাতব্বরেরা ফতোয়া জারি করেছেন দিনের বেলায় মহিলাদের নাইটি পরা নিয়ে। কারণ, তাঁদের মতে, নাইটি রাতের পোশাক। দিনের বেলায় নাইটি পরে মহিলারা দোকানে-বাজারে যাবেন বা রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন, তা হতে পারে না। তা বন্ধ হওয়া প্রয়োজন। সে জন্য রীতিমতো নিদান জারি করেছে মাতব্বরদের কমিটি— সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নাইটি পরতে পারবেন না মহিলারা। এই আধুনিক ভার

একসঙ্গে থাকবেন, অসমে হলফনামা দিলেন দুই বান্ধবী

Image
আমিনা খাতুন ও গুলশারা আলি। গ্রামে পিঠোপিঠি বড় হওয়া। পরস্পরকে ছেড়ে থাকতে পারেন না।  একজন— গুলশারা আলি দুই সন্তানের জননী।  অন্য জন— আমিনা খাতুনের বয়স মাত্র ১৯। এখনও বিয়ে করেননি। আজীবন এক সঙ্গে থাকার (লিভ ইন) অঙ্গীকার করে সম্প্রতি আদালতে হলফনামা দিয়েছেন অসমের ধুবুড়ির এই দুই কন্যা। আর তার পরেই ছি ছি রব গ্রামে। ছুটে আসে জনতা, এগিয়ে আসে বুম-ক্যামেরা! শান্তিতে থাকতে চাওয়া দুই মেয়ের সাফ কথা, তাঁরা এক সঙ্গে থাকছেন। তবে সম্পর্ক নিয়ে এর বেশি কিছু বাইরের লোকের কাছে বলবেন না। আর বলবেনই বা কেন? আইনজীবী জয়ন্তী দাস জানান, সুপ্রিম কোর্টের রায়ের পর 'লিভ ইন' করতে চেয়ে হলফনামা দেওয়ার ঘটনা অসমে এই প্রথম। বালাজান পার্ট-১ গ্রামের বাসিন্দা, গুলজার আলির কন্যা গুলশারা। পাশের বালাজান পার্ট-২ গ্রামেই থাকেন আহমেদ আলির মেয়ে, আমিনা। ছোটবেলা থেকে একই সঙ্গে খেলাধুলো। আমিনা তেমন লেখাপড়া করেননি। গুলশারা সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছেন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর গুলশারা স-সন্তান গ্রামে ফিরলে আমিনার সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়ে। দুই মেয়ের ঘনিষ্ঠতা যে কেউ ভাল চোখে দেখবে না, তা নিয়ে সতর্ক করা হয় দু'জনকে। আমিনার

৫১ দিন পর খুলল দাড়িভিট স্কুল, ঘর সাফাই-ই এখন পরীক্ষা

Image
  লন্ডভন্ড: এমনই অবস্থা দাড়িভিট স্কুলের অফিস ঘরের। প্রথম দরজায় এখনও তালা। শনিবার দুপুরে দ্বিতীয় দরজা খুলে স্কুল চত্বরে ঢুকলেন মহকুমাশাসক মণীশ মিশ্র। পিছনে স্কুলের শিক্ষক, পড়ুয়াদের অনেকে। ৫১ দিন পরে এই প্রথম স্কুলের ভিতরে কারও পা পড়ল। ভিতরে ঢুকে চারপাশের ছবি দেখে সকলে থ। ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র। অফিস ঘরের ভিতরে চেয়ার টেবিল উল্টে ফেলে রাখা হয়েছে। ছিঁড়ে কুটিকুটি বেশ কিছু নথি। সে সব ঠিক করতেই অনেকটা সময় গেল সকলের। ফলে প্রথম দিন পড়াশোনা বিশেষ হল না। স্কুল খোলার খবরে অবশ্য হাঁফ ছেড়েছেন অভিভাবকেরা। বিশেষ করে যাদের সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারাও কিছুটা স্বস্তিতে। আগামী কয়েক দিনের মধ্যেই টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগে স্কুল আগের চেহারায় ফিরবে কিনা, তা নিয়ে এখনও সংশয় রয়েছে সকলের মধ্যে। সোমবার থেকে হবে কি না যেন এখনও সেই ভরসা করে উঠতে পারছেন অনেকেই। জেলার ভারপ্রাপ্ত স্কুল পরিদর্শক সুজিতকুমার মাইতির আশ্বাস, ''এ দিন স্কুল খোলা সম্ভব হয়েছে। স্কুলের চারিদিকেই অপরিষ্কার, লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। সমস্ত কিছুই পরিষ্কার করতে হচ্ছে। আশা করছি, সোমবার থেকে

ইউজিসি-র সিদ্ধান্তকে মান্যতা দেবে রাজ্য সরকার: পার্থ চট্টোপাধ্যায়

Image
উচ্চশিক্ষায় ভর্তির সময় পড়ুয়াদের আসল মার্কশিট জমা রাখতে পারবে না কোনও শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)। আর এবার সেই সুপারিশকেই মান্যতা দিল রাজ্য সরকার। গত বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইউজিসি-র এই সুপারিশ যাতে মানা হয় তার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরকে। ইউজিসির এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কোনও পড়ুয়াকে ভর্তি নেওয়ার সময় তাঁর মার্কশিট রেখে দেওয়া যাবে না বিশ্ববিদ্যালয়ের কাছে। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, HEI অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কলেজে ভর্তি সংক্রান্ত প্রস্পেক্টাস নিয়েও কিছু নির্দেশিকা রয়েছে ইউজিসির। এ বিষয়ে তিনি বলেন, অনেক বিশ্ববিদ্যালয় তাদের প্রসপেকটাস ইস্যুই করে না, এদের মধ্যে কেউ কেউ তাদের প্রসপেকটাস নিজেদের ওয়েবসাইটে তুলে দেয় মাত্র। শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনার পর তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইউজিসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে, কোনও হায়ার এডুকেশন ইনস্টিটিউট ভর্তির আবেদনের সময় মার্কশিট,

অঙ্গ প্রতিস্থাপনের নিয়ম ভেঙে অভিযুক্ত অ্যাপোলো

Image
অঙ্গ প্রতিস্থাপনের সময় মানা হয়নি নিয়ম। এক রোগীর নাম দিয়ে অন্য রোগীর শরীরে প্রতিস্থাপিত করা হয়েছে অঙ্গ। এমনই অভিযোগ অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার এ ব্যাপারে অ্যাপোলো কর্তৃপক্ষের ব্যাখ্যা তলব করেছিল রিজিওনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন (‌রোটো)। কিন্তু তাদের জবাব সন্তোষজনক নয়। কেন এমন ঘটল, তা সোমবারের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেবে রোটো।  জানা গেছে, কোন হাসপাতালে কোন রোগীর অঙ্গ প্রতিস্থাপিত হতে পারে, সময়ে সময়ে তার তালিকা জমা দিতে হয় রোটো–কে। নতুন কোনও নাম যুক্ত হলে তা–ও জানাতে হয়। আর এখানেই অ্যাপোলোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে সর্বশেষ তালিকা পাঠাননি। এবং অঙ্গ প্রতিস্থাপনের সময় গ্রহীতার ক্রমও মানা হয়নি। তার মানে, এক রোগীর বদলে অন্য রোগীর দেহে অঙ্গ প্রতিস্থাপিত হয়েছে। অ্যাপোলো হাসপাতাল সেপ্টেম্বরে ১০ জনের এমনই একটি তালিকা পাঠিয়েছিল। অক্টোবরে আরও একটি তালিকা পাঠায়। ২৬ অক্টোবর অ্যাপোলো হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন হয়। কিন্তু সে–সময় যে রোগীর লিভার প্রতিস্থাপিত হয়েছিল, তাঁর নাম সেপ্টেম্বর মাসে পাঠানো ত