পরমাণু শক্তিসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ধনুশের সিক্রেট মিশন সফল


নয়াদিল্লি: পরমাণু ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ধনুশের গোপন পরীক্ষা সফল হওয়ার সঙ্গে সঙ্গেই আরও একটি সাফল্যের পালক এল ইন্ডিয়ান আর্মড ফোর্সেস-এর মুকুটে৷ ওডিশায় নৌসেনার যুদ্ধজাহাজ থেকে এই সিক্রেট মিশনটি করা হয়৷

প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাতে পারাদ্বীপ থেকে নৌসেনার স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC) এই পরীক্ষাটি করে৷ গত এক মাসের মধ্যে এই নিয়ে তিনটি মিসাইল পরীক্ষা করা হল রাত্রে৷ এর আগে সেনার SFC রাত্রে ৩৫০ কিমি রেঞ্জের Prithvi-II মিসাইল এবং ৭০০ কিমি রেঞ্জের Agni-I পরীক্ষা করে৷

এই ধনুশের পরীক্ষা সম্পর্কে জানানো হয়, যখন একটি যুদ্ধজাহাজ থেকে পরীক্ষাটি করা হচ্ছে, তখন অন্য আরেকটি যুদ্ধজাহাজ থেকে এই পরীক্ষার প্রয়োজনীয় বাকি কাজগুলি করা হতে থাকে৷ ৩৫০ কিলোমিটার রেঞ্জ এই ধনুশের৷

ডিআরডিও-র তৈরি এই মিসাইল ৮.৫৩ মিটার দীর্ঘ, ০.৯ ডায়ামিটার এবং এর ওজন ৪.৪ টন৷ এটি ভূমিতেও টার্গেট করে পৌঁছে যেতে সক্ষম৷ ইতিমধ্যেই আর্মড ফোর্সেস-এ এই ধনুশ নিযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে৷