Posts

Showing posts from February 10, 2019

ধোনির মুকুটে নয়া পালক, ভারতীয় হিসেবে মাইলস্টোন গড়লেন মাহি

Image
হ্যামিলটন: ধোনির মুকুটে নতুন পালক৷ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অনন্য নজির এমএসডি'র৷ সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনশোটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন মাহি৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছিল ধোনির ক্রিকেট কেরিয়ারের ৩০০তম টি-টোয়েন্টি ম্যাচ৷ এই ৩০০ ম্যাচের মধ্যে দেশের হয়ে মাহি খেলেছেন ৯৬টি ম্যাচ৷ আইপিএলে খেলেছেন ২০৪টি ম্যাচ৷ যার মধ্যে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ১৮৪ ম্যাচ৷ বাকি ২০ ম্যাচ খেলেছেন রাইজিং পুনে সুপারজায়েন্টসের হয়ে৷   সব ধরণের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে এই ৩০০ ম্যাচে ধোনির নামের পাশে রয়েছে ৬১৩৬ রান৷ মাহির ব্যাট থেকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ এসেছে ৭৯ রান৷ ঝুলতি রয়েছে ২৪টি হাফ সেঞ্চুরি৷ মাইলস্টোন ম্যাচের দিনে ধোনি অবশ্য সমর্থকদের আশাপূরণ করতে পারেননি৷ এদিন মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ক্রিকেটের মিস্টার কুল৷ ভারতীয়দের মধ্যে ধোনির পর দু'নম্বরে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা৷ সব ধরনের টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে রোহিত খেলেছেন ২৯৮টি ম্যাচ৷

অর্থাভাবকে হারাতে খেয়াইবান্দার ব্রহ্মাস্ত্র যৌথ চাষ

Image
কাটোয়া: কারও সামনেই মেয়ের বিয়ে। কিন্তু বিয়ের খরচের জন্য হাতে নেই পর্যাপ্ত টাকা। ফলে তাঁদের ধারদেনা করতে হয় অথবা বাড়ি বাড়ি ঘুরে সাহায্য চাইতে হয়। আবার ধরুন কারও বাড়ির কোনও সদস্য কঠিন রোগে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না৷ তখন অপরের কাছে সাহায্য চাওয়া ছাড়া তার উপায় থাকে না। আবার কখনও দেখা যায় টাকার অভাবে আটকে যাচ্ছে মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা। সমাজে এধরনের ঘটনা প্রায়শই চোখে পড়ে। একজনও যাতে অর্থাভাবের শিকার না হন তাই একজোট হয়ে যৌথ চাষের উদ্যোগ নিয়েছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার খেয়াইবান্দা গ্রামের বাসিন্দারা। কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বিল্বেশ্বর পঞ্চায়েতের অন্তর্গত খেয়াইবান্দা গ্রামে প্রায় ১০০ পরিবারের বসবাস। অধিকাংশই কৃষিজীবী পরিবার। রয়েছে বেশ কয়েকটি জনমজুর ও ভাগচাষি পরিবার। গ্রামে কয়েকজন সরকারি কর্মচারীও রয়েছেন। গ্রামবাসীরা বছর চারেক আগে বৈঠক করে কিছু জমিতে যৌথচাষের পরিকল্পনা নিয়েছিলেন। সেই থেকে প্রতিবছর প্রায় ১২ বিঘা জমিতে আমন ও বোরো ধানের চাষ করে আসছে যৌথ কমিটি। গ্রামবাসীরা জানিয়েছেন, অপরের জমি চুক্তিতে নিয়ে বারোয়ারি কমিটি থেকে চাষ করা হয়। তা

সরস্বতী পুজোয় বেড়াতে যেতে দেননি মা, অভিমানে আত্মঘাতী ছাত্রী

Image
মালবাজার: সরস্বতী পুজোয় বাড়ি থেকে বেড়াতে যেতে বারণ করেছিলেন মা৷ সেই অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণির এক ছাত্রী৷ তুচ্ছ বিষয়ে যে নিজের জীবন দেওয়ার মতো সিদ্ধান্ত নেবে কিশোরী, তা ভাবতে পারেননি পরিবারের কেউই৷ এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া মালবাজারের রাজডাঙার নতুন বসতি এলাকায়৷ মালবাজারের রাজডাঙার নতুন বসতি এলাকায় দু'দিন ধরে উরুস উৎসব চলছে৷ পড়াশোনা শিকেয় তুলে বন্ধুবান্ধবদের সঙ্গে ওই উৎসবে মেতেছিল নিসু বেগম নামে ওই ছাত্রী৷ রবিবার সরস্বতী পুজো উপলক্ষে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিল সে৷ মায়ের একটি শাড়িও বেছে রেখেছিল নিসু৷ পাশের বাড়ির এক বউদিকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য বলেছিল ছাত্রী৷ কিন্তু আচমকাই রবিবার ওই ছাত্রীর বাড়িতে কয়েকজন আত্মীয়স্বজন চলে আসেন৷ নিসুকে তাই তাঁর মা বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে বারণ করেন৷ জেদ করলেও বেড়াতে যেতে দেননি ছাত্রীর মা৷ এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে টিভি দেখতে বসে নিসু৷ দীর্ঘক্ষণ কেটে গেলেও মেয়ের সাড়াশব্দ না পেয়ে দরজা ঢেলে ঘরের ভিতর ঢোকেন ছাত্রীর মা৷ ঘরে ঢুকে অবাক হয়ে যান তিনি৷ দেখেন, গলায় ওড়নার ফাঁস দিয়ে সিল

নব্বইয়ের দশকের অভিনেতার পচাগলা দেহ উদ্ধার মুম্বইয়ে

Image
মহেশ আনন্দ।  নব্বইয়ের দশকে বলিউডের নামকরা ভিলেন ছিলেন। অমিতাভ বচ্চন, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো হেভিওয়েট তারকাদের সঙ্গে কাজ করেছেন। এ হেন মহেশ আনন্দের পচাগলা দেহ উদ্ধার হল মুম্বইয়ের ফ্ল্যাট থেকে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। মুম্বইয়ের অন্ধেরি ওয়েস্টের ইয়ারি রোড সংলগ্ন একটি ফ্ল্যাটে একাই থাকতেন মহেশ। শনিবার সেখান থেকেই তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের দুদিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। তবে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক সময় ও কারণ জানা যাবে। আপাতত দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা দায়ের করেছে ভারসোভা থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, অন্ধেরির ওই ফ্ল্যাটে একাই থাকতেন মহেশ। তাঁর স্ত্রী থাকেন রাশিয়ার মস্কোয়। অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ছিল অভিনেতার। তার জেরেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। আবার আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায়নি। 'শাহেনশা', 'কুলি নম্বর ওয়ান', 'স্বর্গ, কুরুক্ষেত্র' এবং 'বিজেতা'র মতো হিট ছবিতে একসময় কাজ করেছেন ম

গর্ভবতী স্ত্রীকে মেরে দেহের পাশেই সারারাত শুয়ে স্বামী

Image
অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে তাঁর দেহের পাশে সারারাত শুয়ে কাটালেন স্বামী। পরদিন সকালে তিনি নিজেই পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করলেন। মহারাষ্ট্রে ঘটেছে এই ঘটনা। মুরুম পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে স্ত্রী প্রিয়াঙ্কা রাঠোরের সঙ্গে বচসায় জড়ান ওমেরগা তহসিলের বাসিন্দা বিনোদ ধানসিং পাওয়ার। তখনই স্ত্রীর শ্বাসরোধ করে খুন করেন তিনি। ৯ মাস আগে বিয়ে হয় বিনোদ ও প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা ছিল ৫ মাসের গর্ভবতী। পেশায় বোরওয়েল কমিশনের এজেন্ট বিনোদ। আর প্রিয়াঙ্কা ছিলেন তুলজাপুরের নার্স। প্রিয়াঙ্কার পরিবার পুলিশকে জানিয়েছে, বিনোদ মাঝেমধ্যেই প্রিয়াঙ্কাকে তাঁর পরিবারের থেকে টাকা আনার জন্য জোর দিতেন। এই কারণে তাঁদের মধ্যে ঘন ঘন ঝগড়াও হত বলে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা।

বিধায়ক খুনে ধিক্কার মিছিলে হাঁটবে তৃণমূল

Image
কৃষ্ণনগর: দলীয় বিধায়ক সত্যজিত খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করবে তৃণমূল কংগ্রেস৷ ১২ তারিখ তৃণমূলের এই ধিক্কার মিছিলে উপস্থিত থাকবেন জেলার সাংসদ থেকে স্থানীয় তৃণমূল নেতারা৷ ২৪ তারিখ এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়েছে৷ এই জনসভায় উপস্থিত থাকবেন নদিয়া জেলার পর্যবেক্ষক ও তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ সেই জনসভা থেকেই শোকসভা পালন করবে তৃণমূল বলে সূত্রের খবর৷   এদিকে, রবিবার নিহত তৃণমূল বিধায়কের দেহ শক্তিনগর জেলা হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর পার্টি অফিসে৷ সেখানে কিছুক্ষণ শায়িত থাকে তাঁর মরদেহ৷ এরপর হাঁসখালি ব্লক ১য়ে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ যেখানে গতকাল খুন হয়েছিলেন এই বিধায়ক, সেখানে রাখা হয় তাঁকে৷ অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থক শ্রদ্ধা জানান এখানে৷ শেষবার কিছুক্ষণের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ যেখানে শ্রদ্ধা জানান তাঁর পরিবারের সদস্যরা৷ আজই নবদ্বীপ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর৷ দলের তরফে সোমবার পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পার্টি অফিসও আংশিক বন্ধ থাকবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷

তীরে এসে ডুবল তরি, শেষ বলে হার ভারতের

Image
হ্যামিলটন: আশা জাগিয়েও শেষ রক্ষা হল না৷ শেষ দু'ওভারে প্রয়োজন ছিল ৩০ রান৷ সেই অঙ্কই শেষ ওভারে দাঁড়ায় ১৬ রানে৷ উইকেট হাতে থাকলে থ্রিলার ম্যাচে শেষ ওভারে এই রান কঠিন কিছু নয়৷ কিন্তু লকগেট খুললে আর কবেই বা ভারত নিজেদের ধরে রেখেছে! এদিন যেমন মিডল অর্ডারের উইকেটের লকগেট খুলতেই একের পর এক উইকেট হারিয়ে সেডন পার্কে নিউজিল্যান্ডকে ম্যাচ উপহার দিয়ে এল ভারত৷ থ্রিলার ম্যাচে শেষ বলে ছয় হাঁকিয়েও ভারতকে জয়ের সরণীতে ফেরাতে পারলেন না দীনেশ৷ ভারতের বিরুদ্ধে কিউয়িরা জয় পেল ৪ রানে৷ দীনেশ-ক্রুণাল শেষ চার ওভারে চেষ্টা করলেন৷ কিন্তু তাঁদের চেষ্টা যথেষ্ট ছিল না৷ শেষ ওভারে আঁটোসাঁটো বোলিং করে মাত্র ১১ রান খরচ করেন কিউয়ি পেসার টিম সাউদি৷ তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়েই ম্যাচ হারাল মেন ইন ব্লু৷ সেডেন পার্কে ম্যাচে জিতে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ জিতল ২-১ ব্যবধানে৷

ছ’ঘণ্টার গুলির লড়াইতে নিকেশ ৫ জঙ্গি, উপত্যকায় বড় সাফল্য সেনার

Image
রবিবার সকাল থেকে চলা ছ'ঘণ্টার গুলির লড়াইতে মিলল সাফল্য৷ জম্মু-কাশ্মীরের কুলগামের কেল্লাম দেবসারেতে নিকেশ পাঁচ জঙ্গি৷ তাদের পরিচয় এখনও জানা যায়নি৷ খতম হওয়া ওই পাঁচ জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷ খোঁজ মিলেছে অস্ত্রভাণ্ডারেরও৷ উপত্যকায় প্রশাসনের মাথাব্যথার কারণ ছিল জঙ্গিরা৷ অস্ত্রভাণ্ডারে হদিশও নতুন করে চিন্তা বাড়াচ্ছে সেনার৷  দক্ষিণ কাশ্মীরের কুলগামের কেল্লামের দেবসারে এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সকাল ছ'টা নাগাদ ওই এলাকায় হানা দেন সেনাকর্মীরা৷ তাঁদের সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশকর্মীরা৷ শুরু হয় তল্লাশি অভিযান৷ এদিকে, যৌথ বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা-সহ যৌথ বাহিনী৷ দুপুর বারোটা নাগাদ সেনার তরফে জানানো হয়, এদিনের অভিযানে পাঁচ জঙ্গি নিকেশ হয়েছে৷ সেনা আধিকারিক রাজেশ কালিয়া বলেন, ''খতম হওয়া ওই পাঁচ জঙ্গির নাম এখনও জানা যায়নি৷ কোন সংগঠনের হয়ে তারা কাজ করত, সে বিষয়েও এখনও কোনও সুস্পষ্ট তথ্য আমাদের ক

ফের খেলার মাঠে অসুস্থ হয়ে তরুণ ফুটবলারের মৃত্যু়

Image
ফের খেলার মাঠে অসুস্থ হয়ে ফের এক ফুটবলারের মৃত্যু হল। গতকাল বিকেলে আমন্ত্রণমূলক একটি আন্তঃরাজ্য টুর্নামেন্টের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ভুবনেশ্বরের আইন কলেজের ছাত্র ঋত্বিক দাস। খেলতে খেলতে মাঠে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। সল্টলেকের সাইয়ের মাঠে একটি আন্তঃরাজ্য আমন্ত্রণমূলক টুর্নামেন্ট চলছে। ওড়িশার ভুবনেশ্বরের আইন কলেজের পড়ুয়াদের একটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। গতকাল বিকেলে সাইয়ের ওই মাঠেই খেলা ছিল ওড়িশার দলটির। খেলতে খেলতে হঠাৎ অসুস্থ বোধ করেন ঋত্বিক। মাঠেই শুয়ে পড়েন তিনি। সতীর্থরা সঙ্গে সঙ্গে তাঁকে জল দেন। জল খাওয়ার পর ঋত্তিক আরও অসুস্থ বোধ করেন বলে জানাচ্ছেন সতীর্থরা। সঙ্গে সঙ্গে তাঁকে সল্টলেকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়। ভুবনেশ্বর থেকে তাঁর বাবা মা শহরে আসেন। কিন্তু চিকিৎসকরা আর ঋত্বিক বাঁচাতে পারেননি। অকালে প্রাণ গেল বছর তিরিশের প্রতিভাবান যুবকের। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ঋত্বিকের। তাঁর দেহ ময়নাতদন্তও করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে

৪০১ শূন্যপদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, রইল আবেদনের বিস্তারিত

Image
৪০২টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। টিউটর এবং মেডিক্যাল ডেমোস্ট্রেটর নেওয়া হবে ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিসে।   দেখে নিন কী কী শাখায় নিয়োগ হবে- মোট ৪৪টি শাখায় নিয়োগ করা হবে। শূন্যপদের বিভাজন বিস্তারিত বিবরণ পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।  বেতন : মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা, সঙ্গে গ্রেড পে ৫৪০০টাকা ও অন্যান্য ভাতা। পদগুলি প্রাথমিকভাবে অস্থায়ী হলেও পরে স্থায়ী হতে পারে। যোগ্যতা : কোনও স্বীকৃত এমবিবিএস ডিগ্রি সহ রাজ্য বা ভারতীয় মেডিক্যা শাখায় মেডিক্যাল ডিগ্রি ও সুপারস্পেশালিটির ক্ষেত্রে পোস্ট ডক্টরাল ডিগ্রি থাকলে তার গুরুত্ব দেওয়া হবে। মেডিকাস বা জাতীয় স্তরে বা কোনও শিক্ষা প্রতিষ্ঠানের জার্নালে লেখা প্রকাশিত হয়ে থাকলে বা গ্রামাঞ্চলে ২ বছরের অভিজ্ঞতা থাকলে তা বাঞ্ছনীয় যোগ্যতা হিসাবে ধরা হবে।ভারতীয় বা যে কোনও রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিষ্ট্রেশন থাকতে হবে। সব যোগ্যতা সম্পন্ন হলে তবেই আবেদন করতে পারবেন।  বয়সসীমা : ১ জানুযায়ী ২০১৯ অনুযায়ী প্রার্থীর বয়স হতে  হবে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায়

অন্তঃসত্ত্বা বধূকে বাঁচাতে গিয়ে মৃত্যু শাশুড়ির

Image
ক্ষোভ: রেহানা বেগমের (ইনসেটে) বাড়ির সামনে ভিড় জমিয়েছেন এলাকার বাসিন্দারা। শনিবার রাতে। অন্তঃসত্ত্বা পুত্রবধূকে নিজের ভাসুর ও তাঁর ছেলেদের হাতে মার খেতে দেখে বাধা দিতে গিয়েছিলেন শাশুড়ি। অভিযোগ, ওই প্রৌঢ়ার হাত মুচড়ে পাঁচতলা বাড়ির সিঁড়ি থেকে নীচে ঠেলে ফেলে দেওয়া হয়। গত ২ ফেব্রুয়ারি রাতের ওই ঘটনার পরে ছ'সপ্তাহের অন্তঃসত্ত্বা সেই বধূ এবং তাঁর শাশুড়িকে হাসপাতালে ভর্তি করাতে হয়। বধূর গর্ভপাত হয়ে গিয়েছে বলে তাঁর পরিবারের দাবি। দ্রুত অস্ত্রোপচারের পরেও বাঁচানো যায়নি শাশুড়ি রেহানা বেগমকে (৫০)। শুক্রবার দুপুরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শনিবার তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রেহানার পরিবার। যার ভিত্তিতে তদন্তে নেমে শিয়ালদহ স্টেশন থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন রেহানার ভাসুর মহম্মদ কাজিম এবং তাঁর দুই ছেলে, মহম্মদ মুবারক ও মহম্মদ আমানত। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানো, প্রসূতিকে জোর করে গর্ভপাত করানো এবং মারাত্মক অস্ত্র দিয়ে হামলা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এ দিনই ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলি

উচ্চশিক্ষার বিশ্বায়নের ফলে বাড়বে শিক্ষার মান ও কর্মসংস্থান

Image
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স–এর উদ্যোগে '‌গ্লোবালাইসড এডুকেশন ফোরাম'‌ (‌জিইএফ)‌–এর সামিটে বিশ্বায়নে উচ্চশিক্ষার অনুশীলনের পাশাপাশি আন্তর্জাতিকীকরণের সঙ্গে উচ্চতর শিক্ষা এবং ভবিষ্যতের মানবসম্পদ তৈরিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা উঠে এল। শনিবার জিইএফ–২০১৯ সামিট হয়ে গেল বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে। সামিটের প্রধান বক্তা ভারত সরকারের মানবসম্পদ উন্নয়নের অধীন প্রাক্তন শিক্ষা সচিব অনিল স্বরূপ। তিনি মনে করেন, দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় উন্নয়ন ঘটলে দেশের সমৃদ্ধি ঘটবে। এবং একইসঙ্গে বাড়বে কর্মসংস্থান। প্রাক্তন শিক্ষা সচিব ছাড়াও উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরী, জেআইএস গ্রুপের এমডি তারানজিৎ সিং, জোতির্ময় এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ড.‌ পার্থসারথি গাঙ্গুলি, অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সামিটের চেয়ারম্যান অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, আইসিসি কার্যকরী কমিটির সদস্য কল্যাণ কর। বাংলা তথা দেশের তথ্যপ্রযুক্তি, ম্যানেজমেন্ট, বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি গবেষণামূলক উচ্চশিক্ষার কদর বাড়ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এই পর

উত্তরপ্রদেশে বিষ মদ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, আর্থিক সাহায্য ঘোষণা

Image
বিষমদে এবার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে আতঙ্কের চিত্র। দুই রাজ্যেই বিষমদে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪ জন। এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে প্রায় ২০০ জন। এখনও বহুজন হাসপাতালে ভরতি। চিকিৎসকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কেমন করে এত মানুষের মৃত্যু হল, সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। এই মৃত্যুমিছিলের পরই রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন। ওই রাজ্য থেকেও প্রচুর পরিমাণে বিষমদ উদ্ধার হয়েছে। ভবিষ্যতেও এই তল্লাশি অভিযান জারি থাকবে বলে দাবি করা হয়েছে দুই প্রশাসনের তরফে। শুধু তাই নয়, কর্তব্যে গাফিলতির জন্য উত্তরাখণ্ড প্রশাসন আবগারি দফতরের ১৩ জন, চারজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। একই অভিযোগে যোগীর রাজ্যের ১০ জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, উত্তরপ্রদেশে বিষমদ তৈরির সঙ্গে যাঁরাই যুক্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বিষমদে সবচেয়ে খারাপ অবস্থা উত্তরপ্রদেশের সাহানরানপুরে। শনিবার পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৪৬ জনের। মিরাটে মৃত্যু হয়েছে ১৮ জনেরও বেশি। আর কুশিনগরে মারা গিয়েছ

বিধায়ক-মন্ত্রীর অনুষ্ঠানে ছিল না পুলিস! গাফিলতির অভিযোগে অপসারিত ওসি

Image
(ওসি অনিন্দ্য বোস) ভরসন্ধ্যায় সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে খুন বিধায়ক। কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের ঘটনায় সরানো হল হাঁসথালি থানার ওসি অনিন্দ্য বোসকে। বিধায়কের নিরাপত্তায় গাফিলতির অভিযোগেই সরানো হল ওসিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই ওসিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। স্থানীয় বাসিন্দা থেকে প্রত্যক্ষদর্শী সবারই অভিযোগ, নিরাপত্তা ব্য়বস্থায় গলদ ছিল। অনুষ্ঠানস্থলে ছিল না পর্যাপ্ত পুলিস। এলাকাবাসী জানাচ্ছে, মাজদিয়া-ফুলবাড়ির ওই সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সত্যজিত বিশ্বাস সহ উপস্থিত ছিলেন মন্ত্রী রত্না ঘোষ (কর)ও। কিন্তু তাঁদের অভিযোগ, একজন মন্ত্রী বা বিধায়ক কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকলে, যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা, তার বিন্দুমাত্র ছিল না কাল। মন্ত্রী-বিধায়কের অনুষ্ঠানে কোনও পুলিস-ই ছিল না বলে দাবি তাঁদের। কেন পুলিস ছিল না? সে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, সাসপেন্ড করা হয়েছে বিধায়ক সত্যজিত বিশ্বাসের ব্যক্তিগত দেহরক্ষী প্রভাস মণ্ডলকেও। অভিযোগ, বিধায়কের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না করেই শনিবার ছুটি

কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে গ্রেফতার ২, সুপারি কিলার দিয়েই খুন, অনুমান তদন্তকারীদের

Image
কান্নায় ভেঙে পড়েছেন বিধায়কের স্ত্রী রূপালী বিশ্বাস হালদার। সুপারি কিলার দিয়েই খুন করা হয়েছে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। এমনটাই মনে করছেন তদন্তকারীরা। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে সুজিত মণ্ডল এবং কার্তিক মণ্ডল নামে দু'জন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, এখনও পর্যন্ত এক জনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের আরও ধারণা, এলাকা সম্পর্কে আততায়ী রীতিমতো ওয়াকিবহাল। কারণ, ওই এলাকার পরিচিতি না থাকলে এ ভাবে অনুষ্ঠানের ভিতরে ঢুকে সত্যজিৎবাবুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করে এত দ্রুত পালানো সম্ভব হত না। শনিবার রাতে নদিয়ার হাঁসখালিতে সরস্বতী পুজোর একটি অনুষ্ঠানে খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। ফুলবাড়ি এলাকায় নিজের বাড়ির সামনে পাড়ার ক্লাবের অনুষ্ঠান চলাকালীন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সত্যজিৎবাবুর কপালে গুলি করে আততায়ী। ঘটনায় আকস্মিকতায় বিহ্বল হয়ে যান উপস্থিত সকলে। আর সেই সুযোগে পালায় আততায়ী।  পুলিশ জানিয়েছে, ঘটনার পরই ওই অনুষ্ঠান থেকে সুজিত এবং কার্তিককে পালিয়ে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া, খুনের পর থেকে এখনও এলাকাছাড়া অভিজিৎ পণ্ডারী

ফুটপাথ থেকে বিশ্বকাপে, স্বপ্ন সত্যির প্রহর লুসি-তৌহিদদের

Image
ব্রড স্ট্রিটের এক কামরার ঘরে মা-বাবা, পাঁচ ভাই-বোনের সঙ্গে থাকে মহম্মদ ওয়ারিস। দ্বিতীয় শ্রেণির পর স্কুলছুট। মাসখানেক আগে অষ্টম শ্রেণিতে ভর্তি করিয়ে দিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। ওয়ারিস এখন ক্রিকেট নিয়ে ব্যস্ত। বিরাট-রুটদের বিশ্বকাপ শুরুর আগে লন্ডন আর ওয়েলসে হবে 'স্ট্রিট২০'--- পথশিশুদের বিশ্বকাপ। ফাইনাল লর্ডসে। বাছাই পর্বের শেষ ল্যাপে দাঁড়িয়ে থাকা ওয়ারিস এখন পাসপোর্ট পাওয়ার অপেক্ষায়। অপেক্ষায় তিলজলা রোডের বস্তিবাসী লুসি কুমারীও। নবম শ্রেণির ছাত্রী ছোট থেকেই ক্রিকেট নিয়ে মেতে থাকে। আগে মা বকাবকি করতেন। এখন আর করেন না। ভারত থেকে বিশ্বকাপে যাবে দু'টি দল। একটি উত্তর ভারত থেকে, অন্যটি দক্ষিণ। এক-একটি দলে ৮ জন করে। উত্তর ভারতের দলে ৮ জনই বাংলার। সেই দলে নাম তুলতে সপ্তাহে তিন দিন রবীন্দ্র সরোবরের মাঠে জোর প্রস্তুতি চালাচ্ছে লুসিরা। গড়িয়াহাটের ফুটপাথে থাকত ক্লাস সেভেনের ছাত্র। কিশোরদের নেশা করতে দেখে মা টালিগঞ্জের একটি হোমে পাঠিয়ে দেন। অঙ্ক ভালো লাগে। ক্রিকেট-ফুটবলও। কিন্তু লর্ডস কী বস্তু, এতদিন জানত না। সেখানে পৌঁছতে এখন মন্ত্র শুধুই ক্রিকেট। বিশ্বকাপ ফুটবলের আগে পথশিশুদের নিয়ে

‌তুষারধসে জম্মু–কাশ্মীরে মৃত সাত, বন্ধ ছয় নম্বর জাতীয় সড়ক

Image
পুলিস ফাঁড়িতে তুষারধসের ফলে মৃত্যু হল সাতজনের। তাঁদের মধ্যে পাঁচজন পুলিস অফিসার‌। বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু–কাশ্মীরের কুলগাম জেলার জওহর সুড়ঙ্গে জম্মু–শ্রীনগর সড়কের উপর অবস্থিত পুলিস ফাঁড়িতে। এপর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ এক পুলিস অফিসার সন্ধআন চলছে। শনিবার বিবৃতি দিয়ে এখবর জানিয়েছে রাজ্য পুলিস। তবে কনকনে ঠান্ডা এবং অত্যন্ত খারাপ আবহাওয়ায় উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। তুষারধসের সময় ফাঁড়িতে মোট ২০ জন পুলিস অফিসার মোতায়েন ছিলেন। খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছয় উদ্ধারকারী দল। শুক্রবার দিনভর তল্লাশি চালিয়ে মাটি, পাথর এবং তুষারের স্তুপের নিচ থেকে সাতটি দেহ উদ্ধার হয়। পুলিস এবং সেনার সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। যে পুলিসকর্মীদের জীবিত উদ্ধার করা হয়েছে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে তুষারপাত এবং তুষারধসের ফলে শনিবারও বন্ধ রয়েছে ৩০০ কিলোমিটার লম্বা জম্মু–শ্রীনগর ছয় নম্বর জাতীয় সড়ক। দেশের মূল ভূখন্ডের সঙ্গে জম্মু–কাশ্মীরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। সার দিয়ে দাঁড়িয়ে আছে পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি।

‌মোদির সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন না, দাবি রাজনাথের

Image
মোদি বিরোধী তরজা যখন তুঙ্গে তখন একনিষ্ঠ পারিষদের মতই তাঁর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয়মন্ত্রী  রাজনাথ সিং। শনিবার তিনি বলেছেন, '‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সততা এবং একনিষ্ঠতা নিয়ে কারোর প্রশ্ন তোলাই উচিত নয়। মোদিজিকে আমি ব্যক্তিগত ভাবে দীর্ঘদিন ধরে চিনি। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। গত পাঁচ বছরে তিনি প্রচুর কাজ করেছেন। তাঁর উচিত মানুষের জন্য আরও বেশি করে কাজ করা। কেউ তাঁর কাজের সমালোচনা কতেই পারেন কিন্তু তাঁর সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।'‌ রাজনাথ সিং অভিযোগ করেছেন কংগ্রেস এবং মহাজোটের রাজনৈতিক দলগুলি মোদির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। ইউপিএ–র শাসন করে ভারত তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ হিসেবেই পরিচিত ছিল। কিন্তু মোদির শাসনকালে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হয়। এমন দিন আসবে যখন বিশ্বের প্রথম সারির দেশের তালিকায় জায়গা করে নেবে ভারত। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালেই সেটা সম্ভব বলে দাবি করেছেন রাজনাথ। লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত মোদি বিরোধী প্রচার বাড়ছে রাজ্য রাজনীতিতে। বিশেষ করে অবিজেপি দলগুলি মোদির বিরোধিতায় সরব হয়েছে। কংগ্রেস ব

স্কুলে ঝাড়ুদারের হাতে ধর্ষিতা ১০ বছরের শিশু

Image
নয়াদিল্লি: ফের নাবালিকা ধর্ষণের ঘটনায় তোলপাড় দিল্লি৷ ১০ বছরের এক শিশুকে স্কুলের ভিতর ধর্ষণ করা হয়৷ অভিযুক্ত স্কুলেরই এক ঝাড়ুদার৷ প্রবল বিক্ষোভের জেরে দ্রুত তাকে গ্রেফতার করেছে পুলিশ৷ এই ঘটনায় আরও একবার বেআব্রু হয়ে পড়ে দিল্লির মহিলা ও শিশুদের নিরাপত্তার হাল৷ দিল্লির শাদারা জেলার পুরসভা পরিচালিত একটি স্কুলে ঘটে ঘটনাটি৷ পুলিশের কাছে মেয়েটির পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে, সেই অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি স্কুল ছুটির পর মেয়েটিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে সে৷ তারপর সেখান থেকে জোর করে তাকে অন্য একটি জায়গায় নিয়ে যায় এবং ধর্ষণ করে৷ ধর্ষণের পর মেয়েটিকে হুমকি দেয় সে৷ কাউকে কিছু জানালে পরিণাম আরও মারাত্মক হবে বলে জানায় অভিযুক্ত৷ যদিও বাড়ি ফিরে এসে গোটা ঘটনাটি পরিবারকে জানায় সে৷ এরপর শনিবার মেয়েটির পরিবার থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে৷ যার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় ৩৮ বছর বয়সী ওই ঝাড়ুদারকে৷   পুলিশ জানিয়েছে, মেয়েটি বিহারের বাসিন্দা৷ তবে এখানে অন্যান্য আত্মীয়দের সঙ্গে থাকে সে৷ অপরদিকে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো ধারায়

গুলির লড়াইয়ে ঘুম ভাঙল উপতক্যবাসীর

Image
শ্রীনগর: সাতসকালে শুরু গুলির লড়াই৷ সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হয়েছে তীব্র গুলির লড়াই৷ রবিবার সকালে কুলগাম জেলার কেল্লাম দেবসারের ঘটনা৷ জানা গিয়েছে, বিশেষ সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে জওয়ানরা৷ ঘিরে ফেলে গোটা এলাকা৷ এরপর জওয়ানদের দেখতে পেয়ে গুলি করে জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও৷ এখনও অবধি কোনও হতাহতের খবর নেই৷ কয়েকদিন আগে জম্মু কাশ্মীরের বাদগাম জেলার চাদুরা এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় তিন জঙ্গি৷ লাগাতার জঙ্গিনিধন অভিযানে জেরে বারামুলা জেলাকে জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়৷ গত ২৪ জানুয়ারি তিন জঙ্গিকে খতম করার পর এই জেলাকে জঙ্গিমুক্ত বলে ঘোষণা করে সেনা৷ আর কোনও জীবিত জঙ্গি নেই বলেই জানানো হয়৷

বিধায়ক খুনে মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর, সাসপেন্ড থানার ওসি ও দেহরক্ষী

Image
ভর সন্ধেবেলায় খুন হয়ে গেলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। কর্তব্যের গাফিলতির অভিযোগে হাঁসখালি থানার ওসি ও বিধায়কের দেহরক্ষীকে সাসপেন্ড করল প্রশাসন। দু'জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। বিজেপি নেতা মকুল রায়-সহ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে হাঁসখালি থানায়। এদিকে বিধায়ক খুনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শাসকদলের যুবনেতা। নদিয়ার কৃষ্ণগঞ্জে বিধায়ক হিসেবে যথেষ্ট জনপ্রিয় ছিলেন সত্যজিৎ বিশ্বাস। এলাকার যেকোনও অনুষ্ঠানে ডাকলেই পাওয়া যেত জনপ্রতিনিধিকে। শনিবার সন্ধ্যায় মাজদিয়া ফুলবাড়ির এলাকায় একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাসকদলের এই বিধায়ক। অনুষ্ঠান মঞ্চেই খুব কাছ থেকে বিধায়ককে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। ঘটনাস্থলেই মারা যান সত্যজিৎ বিশ্বাস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিধায়ক হিসেবে একজন দেহরক্ষী পেতেন সত্যজিৎ বিশ্বাস। কিন্তু শনিবার তিনি ছুটি নিয়েছিলেন। দেহরক্ষী ছাড়াই মাজদিয়া এলাকায় সরস্বতী পুজোর ওই অনুষ্ঠানে গিয়েছিলেন বিধায়ক। শুধু তাই নয়, অনুষ্ঠান চলাকালীন এলাকায় ক

আট ঘন্টায় সাতবার লোড শেডিং! ছক কষেই খুন বিধায়ককে?

Image
আট ঘণ্টায় সাতবার লোডশেডিং। বারবার নিভে যাচ্ছিল আলো। মিনিটখানেকের জন্য চারপাশ অন্ধকার। তার পর আবার ফিরে আসছিল আলো। নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস খুন কি তা হলে পরিকল্পনামাফিক? স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পরিকল্পনামাফিক এদিন ঘটানো হচ্ছিল লোড শেডিং। রীতিমতো ছক কষেই ঘটানো হয়েছে এমন ভয়ানক কাণ্ড।  রাতেই ঘটনাস্থলে হাজির হয়েছিলেন আইজি অজয় কুমার। এভাবে প্রকাশ্যে বিধায়ক খুনের ঘটনা ভাবাচ্ছে পুলিসকেও। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সত্যজিত বিশ্বাসকে গুলি করেই চম্পট দেয় আততায়ীরা। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, আগ্নেয়াস্ত্র ফেলেই পালায় তারা। ফুলবাড়ি এলাকায় নিজের ক্লাবের সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন বিধায়ক সত্যজিত বিশ্বাস। অনুষ্ঠান চলাকালীন সাতবার লোড শেডিং হয় বলে দাবি স্থানীয়দের অনেকের। দর্শকাসনের প্রথম সারিতেই বসেছিলেন সত্যজিত বিশ্বাস। স্বাভাবিক ছন্দে চলছিল উদ্বোধন অনুষ্ঠান। তারই মাঝে বারবার নিভে যাচ্ছিল আলো। ব্যাঘাত ঘটছিল অনুষ্ঠানে। কিন্তু তখনও কেউ আঁচ করতে পারেননি এমন একখানা ভয়ানক কাণ্ড ঘটতে পারে!  এলাকায় জনপ্রিয় বিধায়ক হিসাবে নাম-ডাক ছিল সত্যজিতের। দক্ষ সংগঠ

ইভটিজ়ার ধরতে গিয়ে নিগৃহীত মহিলা পুলিশই!

Image
বিপত্তি: 'দ্য উইনার্স'-এর কর্মীদের কটূক্তি ও কামড়ে দেওয়ার ঘটনায় ধৃত ছ'জন ইভটিজ়ারদের ধরার জন্য ঘুরছিল মহিলা পুলিশ। সাদা পোশাকের এক মহিলা পুলিশকর্মীর দিকেই ধেয়ে এল কটূক্তি। প্রতিবাদ করতে গেলে নিগৃহীত হতে হল পুলিশকেই। অভিযুক্তকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন বেশ কয়েক জন মহিলাও। অভিযোগ, কামড়ে দেওয়া হয় দু'জন মহিলা পুলিশকর্মীকে!   শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর বন্দর থানা এলাকার মিলেনিয়াম পার্কে। অভিযোগ, সেখানে নজরদারির কাজের সময়ে এক যুবকের কটূক্তি ও অশ্লীল আচরণের মুখে পড়তে হয় কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী 'দ্য উইনার্স'-এর এক কর্মীকে। অভিযুক্ত সেই যুবককে ধরতে গেলে, তার পরিজনেরাই বাহিনীর দুই কর্মীকে কামড়ে দেন বলে অভিযোগ। পরে অবশ্য এই ঘটনায় অভিযুক্ত চার মহিলা-সহ ছ'জনকে গ্রেফতার করেছে উত্তর বন্দর থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ মাজিদ ওরফে মুন্না, মহম্মদ আজাদ, নাসরিন বেগম, নিক্কি বানু, নিশা পারভিন এবং আফরারা খাতুন।  পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। অন্য উৎসবের দিনের মতোই শহরের বিভিন্ন পার্কে সাদা পোশাকে নজর রাখছিলেন 'দ্য উইনার্স'-এর কর্মীরা

শিলংয়ে রাজীব কুমারকে প্রথম দিন প্রশ্ন করা হল ‘সিট’ নিয়ে

Image
হাজিরা: সিবিআই দফতরে ঢুকছেন রাজীব কুমার (চিহ্নিত)। শনিবার শিলংয়ে।  শিলংয়ের সিবিআই দফতরে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ও অন্তত ১২ জন সিবিআই অফিসারের টানা 'কথোপকথন' ধরা থাকল ভিডিয়ো ক্যামেরায়।  সূত্রের দাবি, বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রতারণার তদন্তে পশ্চিমবঙ্গ সরকার যে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল, তা নিয়েই আজ প্রশ্ন করা হয়েছে সিপি-কে। রাজীব ছিলেন 'সিট'-এর সদস্য। ওই তদন্তকারী দল কবে গঠন হয়, কী ভাবে, কাদের বিরুদ্ধে তারা অভিযান চালায়— সে সবই বিশদে জিজ্ঞাসা করা হয়েছে তাঁকে। তবে যে অর্থলগ্নি সংস্থার বিষয়ে পুরো তথ্য না-দেওয়ার অভিযোগ উঠেছে রাজীবের বিরুদ্ধে, সেই সারদা বা রোজ ভ্যালি নিয়ে আজ একটি বাক্যও ব্যয় করেননি কেন্দ্রীয় গোয়েন্দারা।  যদিও শনিবারের এই জিজ্ঞাসাবাদ পর্বের শেষে না রাজীব কিছু বলেছেন, না সিবিআই অফিসারেরা। সারা দিন ধরে হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে ভেসে বেরিয়েছে হাজার রকম 'কথা'। কখনও শোনা গিয়েছে, সোমবার মুকুল রায়ও নাকি আসছেন শিলংয়ে। কখনও শোনা গিয়েছে, সিবিআই অধিকর্তা ঋষিকুমার শুক্লও আসতে পারেন।  খবর এসেছে, রাজীবকে তাদের জিজ্ঞাসাবাদ যাতে সিবিআই ছাড়া আর

নয়া নির্দেশিকা পর্ষদের, মোবাইল থাকলে সাসপেন্ড শিক্ষকও

Image
মাধ্যমিকে মোবাইল নিয়ে আরও কড়া হল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। তার তিন দিন আগে শনিবার পর্ষদ ঘোষণা করেছে, কোনও পরীক্ষার্থী মোবাইল হাতে ধরা পড়লে তৎক্ষণাৎ তার পরীক্ষা বাতিল করা হবে। শুধু পরীক্ষার্থীই নয়, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না কোনও শিক্ষক বা অশিক্ষককর্মীও। তা করলে অবিলম্বে তাঁকে সাসপেন্ড করা হবে। একথা জানিয়ে পর্ষদ সভাপতি বললেন, পরীক্ষার শুরুর আগেই সব শিক্ষক এবং অশিক্ষককর্মীকে তাঁদের মোবাইল জমা রাখতে হবে স্কুলের প্রধানশিক্ষক বা প্রধানশিক্ষিকার কাছে। তিনি মোবাইলগুলি তালাবন্ধ করে সেই চাবি জমা দেবেন ভেন্যু–ইনচার্জকে। পরীক্ষা শেষ হলে সেই মোবাইল ফেরত পাবেন তাঁরা। মাধ্যমিকের সময় শুধুমাত্র ভেন্যু–ইনচার্জেরই মোবাইল ব্যবহারের অনুমতি রয়েছে। প্রশ্ন ফাঁস রুখতেই এই পদক্ষেপ করেছে পর্ষদ। এবছর ১২ তারিখ থেকে শুরু হয়ে ২২ তারিখ শেষ হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সমখ্যা কমপক্ষে ১১ লক্ষ।

পাবজির নেশায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানকে ছেড়ে দিলেন স্বামী

Image
পাবজির নেশায় বুঁদ ছোট থেকে বড়৷ অনলাইন এই খেলার নেশায় এতটাই মগ্ন পড়ুয়ারা যে বিভিন্ন মহল থেকে এটিকে ব্যান করার দাবি জানানো হয়েছে৷ পাবজির আসক্তি শুধু পড়াশোনায় ক্ষতি করছে তা নয় প্রভাব ফেলছে সম্পর্কেও৷ সাম্প্রতিক যে খবর চারিদিকে ঘুরছে তা তাজ্জব বনে যাওয়ার মতোই৷ পাবজির কারণে অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানকে ছেড়ে দিলেন এক ব্যক্তি৷ এমনই খবর ফেসবুক পোস্টে ঘুরে বেড়াচ্ছে৷ ফেসবুক পোস্ট অনুযায়ী ওই ব্যক্তিকে পাবজি খেলাটি শেখান তাঁর এক ভাই৷ তারপর থেকে সময় পেলেই হাতে মোবাইল নিয়ে পাবজি খেলতেন৷ নেশা এতটাই গ্রাস করে যে নাওয়া খাওয়া ভুলে শুধু অনলাইন এই গেমে মগ্ন থাকতেন৷ সংসারের কোনও কাজ ঠিকমতো করতেন না৷ যার ফলে স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি লেগেই থাকত৷ ঝামেলা বাড়তে বাড়তে তা তিক্ততার জায়গায় চলে যায়৷ হঠাৎ ওই ব্যক্তি তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানকে ছেড়ে চলে যান৷ যদিও ফেসবুক পোস্টে ওই ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে৷ কারোর নাম সেখানে প্রকাশ করা হয়নি৷ ফলে খবরটির সত্যতা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ তাছাড়া খবরটির সত্যতা যাচাইয়ের সুযোগ মেলেনি৷ এটাও হতে পারে যে ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়ো৷ তবে

একাধিক প্রকল্পের উদ্বোধনে আজ দক্ষিণ ভারত সফরে মোদী

Image
নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে দেশজুড়ে যেন ঝটিকি সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উত্তর পূর্ব ভারতে দু'দিনের সফর শেষে রবিবার তিনি উড়ে যাবেন দক্ষিণ ভারতে৷ দক্ষিণের তিনটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক যাবেন মোদী৷ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তিনরাজ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা৷ তবে এর মাঝেও অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টির বিরোধীতার মুখে পড়তে হতে পারে তাঁকে৷ সূত্রের খবর, কালো শার্ট পড়ে গান্ধী স্টাইলে প্রতিবাদ জানাবে টিডিপি কর্মীরা৷ সফর সূচি অনুযায়ী রবিবার প্রথম অন্ধ্রপ্রদেশের গুন্টরে যাবেন মোদী৷ সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন৷ যার মধ্যে রয়েছে ওএনজিসি'র কৃষ্ণা-গোদাবরী উপকূলে বশিষ্ঠ ও এসওয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন৷ কৃষ্ণাপত্তনমে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নতুন টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ একদিকে মোদী যখন রাজ্যে এসে একের পর এক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ তখন রবিবার দিনটিতে কালো দিবস হিসাবে পালন করবে রাজ্যের শাসক দল তেলেগু দেশম পার্টি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্

এসটিএফ-এর জালে বুদ্ধগয়া বিস্ফোরণের আরেক পাণ্ডা মণিরুল ইসলাম

Image
কলকাতা পুলিশের এসটিএফের জালে ধরা পড়ল আরও এক জামাত জঙ্গি। শনিবার দুপুর নাগাদ শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয় মণিরুল ইসলাম নামে এক যুবককে। সূত্রের খবর, বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে যুক্ত এই মণিরুল। জানা গিয়েছে,  গোপনে সূত্র খবর পেয়ে এদিন শিয়ালদহ স্টেশন চত্বরে মোতায়েন ছিল স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের জনা কয়েক সদস্য। মণিরুল সেখানে উপস্থিত হতেই হাতেনাতে ধরা পড়ে। জানা গিয়েছে, বছর ছাব্বিশের মণিরুল মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা। ধূলিয়ানে যখন দ্বিতীয়বারের মতো মডিউল তৈরি করে প্রভাব বিস্তারের  চেষ্টায় ছিল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ, তখনই  মণিরুলকে জঙ্গি গোষ্ঠীর সদস্য করে নেওয়া হয়েছিল। তার আগে অবশ্য জেহাদে তার মগজধোলাই করা হয়।পয়গম্বর শেখ নামে এক ব্যক্তি ধুলিয়ান মডিউলের মাথা ছিলেন। তাঁর হাত ধরেই মণিরুলের জেএমবি-তে হাতেখড়ি বলে এসটিএফ সূত্রে খবর। জেএমবি-র সদস্য হওয়ার পর মণিরুলকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় চেন্নাইতে।খাগড়গড় বিস্ফোরণের মূল চক্রী কওসরের কাছে সে প্রশিক্ষণ পায়। বুদ্ধগয়া বিস্ফোরণের জন্যই তাকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। খোঁজখবর নিয়ে এসটিএফ সদস্যর

তৃণমূল বিধায়ক খুনে নাম না করে মুকুলকে কাঠগড়ায় তুললেন পার্থ চট্টোপাধ্যায়

Image
নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক খুনে বিজেপি নেতা মুকুল রায়কে কাঠগড়ায় তুললেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন জি ২৪ ঘণ্টাকে ফোনে তিনি জানান, নাটের গুরুদের গ্রেফতার করে পরিবারের প্রতি সুবিচার করার ব্যবস্থা করবে প্রশাসন। এদিন প্রাথমিক প্রতিক্রিয়ায় পার্থবাবু বলেন, 'আমি বাকরুদ্ধ। অত্যন্ত ঘনিষ্ঠ কাছের ছেলে ছিল সত্যজিত। চার পাঁচ দিন আগেও দলীয় কাজে আমার বাড়িতে এসেছিল। এলাকায় অত্যন্ত জনপ্রিয় জননেতা ছিল সে।  পার্থবাবুর দাবি, 'একেবারে পরিকল্পনা করে খুন করা হয়েছে সত্যজিতকে। এর পিছনে বিজেপির মদত আছে। সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন যে গদ্দার তার মদত রয়েছে এতে। আমরা এর প্রতিবাদ করছে। বিজেপির যারা মদত দিচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা হবে। বৃহত্তর ষড়যন্ত্র খতিয়ে দেখা হবে।  পার্থবাবুর দাবি, নির্বাচনের আগে সারা রাজ্য জুড়ে বিজেপি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আন্দোলনের নামে খুনের রাজনীতি করছে। এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ একজোট হবে। বিজেপির নেতৃত্বে খুনের অভিযোগ আসছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। নাটের গুরুদের গ্রেফতার করে পরিবারের প্রতি সুবিচার করা হোক। তিনি জানান, আজ রাতে বা কাল সকালে নদিয়

পুজোর আসরে তৃণমূল বিধায়ককে গুলি করে খুন হাঁসখালিতে, শুরু রাজনৈতিক চাপানউতোর

Image
নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস (ইনসেটে)। বাড়ির সামনে পাড়ার ক্লাবের সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই শনিবার রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে খুন হয়ে গেলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস (৪২)। জেলার যুব তৃণমূল সভাপতিও ছিলেন তিনি। হাঁসখালির ফুলবাড়ি এলাকায় পুজোর অনুষ্ঠান চলাকালীন যে ভাবে এ দিন দর্শকাসনে বসে থাকা বিধায়কের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি চালানো হয়, তাতে উপস্থিত জনতা কয়েক সেকেন্ডের জন্য বিহ্বল হয়ে যায়। পরক্ষণেই সকলে সত্যজিৎবাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সেই ফাঁকে খুনি পালায়। সত্যজিৎবাবুকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সত্যজিতের স্ত্রী এবং দেড় বছরের পুত্র বর্তমান। আততায়ীকে এখনও চিহ্নিত করা না-গেলেও তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপিই সত্যজিৎবাবুকে খুন করিয়েছে। বিশেষ করে এর পিছনে বিজেপি নেতা, প্রাক্তন তৃণমূল মুকুল রায়ের হাত রয়েছে বলে তাঁদের সন্দেহ। মুকুল অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছেন। তৃণমূল ও পুলিশ সূত্রের খবর, এ দিন সত্যজিৎবাবুর বাড়ির উল্টো দিকে একটি ক্লাবের পুজ