গুলির লড়াইয়ে ঘুম ভাঙল উপতক্যবাসীর


শ্রীনগর: সাতসকালে শুরু গুলির লড়াই৷ সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হয়েছে তীব্র গুলির লড়াই৷ রবিবার সকালে কুলগাম জেলার কেল্লাম দেবসারের ঘটনা৷

জানা গিয়েছে, বিশেষ সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে জওয়ানরা৷ ঘিরে ফেলে গোটা এলাকা৷ এরপর জওয়ানদের দেখতে পেয়ে গুলি করে জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও৷ এখনও অবধি কোনও হতাহতের খবর নেই৷

কয়েকদিন আগে জম্মু কাশ্মীরের বাদগাম জেলার চাদুরা এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় তিন জঙ্গি৷ লাগাতার জঙ্গিনিধন অভিযানে জেরে বারামুলা জেলাকে জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়৷ গত ২৪ জানুয়ারি তিন জঙ্গিকে খতম করার পর এই জেলাকে জঙ্গিমুক্ত বলে ঘোষণা করে সেনা৷ আর কোনও জীবিত জঙ্গি নেই বলেই জানানো হয়৷