ধোনির মুকুটে নয়া পালক, ভারতীয় হিসেবে মাইলস্টোন গড়লেন মাহি


হ্যামিলটন: ধোনির মুকুটে নতুন পালক৷ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অনন্য নজির এমএসডি'র৷ সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনশোটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন মাহি৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছিল ধোনির ক্রিকেট কেরিয়ারের ৩০০তম টি-টোয়েন্টি ম্যাচ৷

এই ৩০০ ম্যাচের মধ্যে দেশের হয়ে মাহি খেলেছেন ৯৬টি ম্যাচ৷ আইপিএলে খেলেছেন ২০৪টি ম্যাচ৷ যার মধ্যে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ১৮৪ ম্যাচ৷ বাকি ২০ ম্যাচ খেলেছেন রাইজিং পুনে সুপারজায়েন্টসের হয়ে৷
 
সব ধরণের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে এই ৩০০ ম্যাচে ধোনির নামের পাশে রয়েছে ৬১৩৬ রান৷ মাহির ব্যাট থেকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ এসেছে ৭৯ রান৷ ঝুলতি রয়েছে ২৪টি হাফ সেঞ্চুরি৷ মাইলস্টোন ম্যাচের দিনে ধোনি অবশ্য সমর্থকদের আশাপূরণ করতে পারেননি৷ এদিন মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ক্রিকেটের মিস্টার কুল৷

ভারতীয়দের মধ্যে ধোনির পর দু'নম্বরে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা৷ সব ধরনের টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে রোহিত খেলেছেন ২৯৮টি ম্যাচ৷